Bengal Govt to launch book about birds in the Sundarbans

The State Forest Department is coming up with a comprehensive guide containing information on, and pictures of, birds in the Sundarbans. This is the first time that such a book is being brought out by the Government.

The Sundarbans is famous for its wildlife, especially tigers and crocodiles. But it also has a huge treasure of avian life. The book would help to bring that into focus.

Through this venture, the Government hopes to increase awareness about the various types of birds that inhabit the forests of the delta, which is a UNESCO World Heritage Site referred to by the name Sundarbans Biosphere Reserve (SBR). This guide would in turn help attract more tourists to the region, especially bird-watchers.

Dominant In the region are osprey, brahminy kite and white-bellied sea eagle, while the rose-ringed parakeet, flycatcher and warbler are found in the middle and the lower tiers of the forested areas. The water-loving kingfisher abounds too.

Officials and experts working in the SBR believe that the bird variety in the mangroves consists of over 500 species, at least 55 of which are migratory ones.

 

সুন্দরবনের পাখিদের নিয়ে বই প্রকাশ করবে বন দপ্তর

সুন্দরবন অঞ্চলের সমস্ত পাখিদের সচিত্র বিবরণ সংকলিত একটি বই প্রকাশ করতে চলেছে রাজ্য বন দপ্তর। রাজ্য সরকারের তরফে এই রকম উদ্যোগ এই প্রথম।

রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্ব বিখ্যাত সুন্দরবন। কিন্তু এই ম্যানগ্রোভ বনে যে লুকিয়ে আছে নানা প্রজাতির পাখির সম্ভার, তা দেশী ও বিদেশী পর্যটকের কাছে তুলে ধরতেই এই বই প্রকাশিত করা হচ্ছে। এই উদ্যোগের ফলে সুন্দরবন সম্বন্ধে পর্যটকদের অনেকটাই ধারণা বদলাবে।

বন দপ্তরের আধিকারিকরা এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই কাজ করছে। কোন অঞ্চলে কোন পাখিরা আসে তা চিনিয়ে দিতে সাহায্য করছেন স্থানীয় মানুষরা। সুমিত সেন, দেশের অন্যতম সেরা পক্ষিবিদ, পাখিদের ছবি তুলেছেন বইটির জন্য।

খুব শীঘ্রই এই বইটি প্রকাশিত হতে চলেছে। সুন্দরবনে অনুষ্ঠিত হতে চলা বনবান্ধব মেলায় বনমন্ত্রীর হাতে এই বইটির প্রকাশ হবে।

Source: Millennium Post

 

Bengal Govt to launch four-day awareness campaign today

A statewide four-day-long special campaign will be carried out from March 21 to 24 using digital means of communication to make people at the grassroots level aware of the projects and schemes being run by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government. It will be flagged off at 5 PM today.

The campaign, ‘Manusher Sathe – Maa, Mati, Manusher Sarkar’, is the first instance of the State Government taking up such a huge project to create awareness among people at all levels, down to the panchayats, and across the state.

As part of the campaign, 50 tableaus will travel around the state to create awareness. The 50 tableaus include two from each district, apart from Kolkata, totalling 44, and the remaining six will be digital tableaus.

The two tableaus from each district will have artistes who are enrolled under the Lok Prasar Prakalpa. The tableaus will be stopping at crucial locations and the artistes will be performing on them. They will be performing on the trucks through which they would also make the people aware about the other schemes of the government.

The six digital tableaus will be fitted with digital screens on all its sides and video clippings will be shown through them, highlighting the benefits of the State Government’s premier projects including Kanyashree, Khadya Sathi, Sabuj Sathi and Rupashree.

Besides the mobile tableaus, there will also be programmes in auditoriums in the respective district headquarters. In Kolkata, there will be a programme at Ektara Mukta Mancha, situated in the premises of Rabindra Sadan, from the evening of March 21 to March 23. There will also be digital exhibitions in and around the auditoriums where the programmes will take place in the district headquarters, wherein LED screens will play video clippings on State Government projects.

ছ’বছরের উন্নয়নের প্রচারে মা-মাটি-মানুষের সরকার

গত ছ’বছরে পঞ্চায়েত স্তরে সরকারের কাজ নিয়ে ব্যাপক প্রচারের নির্ঘণ্ট তৈরী করেছে রাজ্য সরকার। চলতি মাসে সব জেলায় তিন দিন ব্যাপী এই প্রচারের মূল স্লোগান —‘মানুষের সঙ্গে মা-মাটি-মানুষের সরকার’।

নবান্ন সূত্রের খবর, ১৫টি জেলায় ২১-২৩ মার্চ এই কর্মসূচী চলবে। ২২-২৪ মার্চ অনুষ্ঠান হবে বাকি আটটি জেলায়। পরিকল্পনা অনুযায়ী, জেলার মূল এলাকায় (যেখানে জনসমাগম সবচেয়ে বেশি) প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য দেখানো হবে ‘জায়েন্ট স্ক্রিনে’। এ জন্য তৈরী করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ওই অনুষ্ঠানের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পৃথক ব্র্যান্ডিংয়ের ব্যবস্থাও করেছে রাজ্য। স্থানীয় কেবল টিভি সংস্থাগুলিকে এই প্রচারের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।

কলকাতার প্রতিষ্ঠিত অন্তত ১৫০ জন শিল্পী জেলায় জেলায় গিয়ে অনুষ্ঠান করবেন। থাকবেন জেলার শিল্পী, লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীরাও। প্রধানত ঘেরা এলাকায় প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। শব্দবিধি মানার ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।’

প্রতিটি মহকুমায় একটি বিশেষ ট্যাবলো প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে সরকারি সাফল্যের প্রচার চালাবে। দৃষ্টি আকর্ষণের জন্য ট্যাবলোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, গোটা রাজ্যে ছ’টি এলইডি ট্যাবলো ঘোরানোর সিদ্ধান্ত হয়েছে। মূল প্রদর্শনীর অডিও-ভিস্যুয়াল উপস্থাপনাও ট্যাবলোয় দেখানো হবে।

শুধু সাফল্য প্রচারই নয়, সূত্রের খবর, প্রতিটি জেলার প্রদর্শনীতে একটি করে ‘ইনফর্মেশন কিয়স্ক’ রাখা হবে। সেখানে থাকবেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা।

সরকারের প্রকল্প, তার সুবিধা, কী ভাবে সেই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়—এই সব তথ্য যে কেউ জানতে পারবেন কিয়স্ক থেকে। এক আধিকারিক বলেন,“কেউ চাইলে প্রকল্পে নাম নথিভুক্ত করার কোনও সমস্যার কথাও জানাতে পারবেন। তাঁকে ঠিক পথ দেখানোর চেষ্টা করা হবে সঙ্গে সঙ্গেই।”

Source: Millennium Post

More Bengal Govt scholarships for aspiring mountaineers

In a bid to encourage more youths to take interest in mountaineering and adventure sports, the Mamata Banerjee Government has decided to provide scholarships to more candidates for training at the Himalayan Mountaineering Institute (HMI) from this year.

This move complements the fact that as many as 20 mountaineers from Bengal have managed to reach the summit of Mount Everest after the new regime took over in the State. Only two mountaineers had achieved this during the 34-year rule of the erstwhile Left Front Government.

The State Youth Services and Sports Department has also increased the financial assistance granted for expeditions to mountains more than 8,000 metres high from Rs 5 lakh to Rs 7.5 lakh. From 2018 onwards, 150 candidates will be selected through trials for full State Government scholarships for undergoing basic and advanced training in mountaineering at the HMI.

The Youth Services and Sports Department has noted that, in the past six and a half years, the number of candidates aged between 18 and 35 years appearing for the trials and seeking selection for mountaineering training has increased.

The trial camps are mainly held at Durgapur, Siliguri and Kolkata. Last year, more than 500 aspirants had turned up for the trials, and this is expected to go up in the coming year. The process of selection of candidates for scholarships will start in November.

Both men and women candidates need to pass a set of tests to get selected for the scholarship and be eligible for the basic and advanced training at HMI. The selected youths are sent in batches for training, which continues round-the-year.

 

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে জোর রাজ্যের

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে মানুষকে উৎসাহিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৮ সাল থেকে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে প্রশিক্ষণের জন্য আরও বেশী সংখ্যক মানুষকে বৃত্তি দেওয়া হবে।

বাম আমলে যেখানে রাজ্য থেকে মাত্র ২ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছিল, রাজ্যে পালাবদলের পর সরকারের তরফে বিভিন্ন সাহায্য পাওয়ার ফলে এই ক’বছরে ২০ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছে।

পাশাপাশি, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ৮০০০ মিটারের বেশী উচ্চতার পর্বতারোহণে আর্থিক অনুদান ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭.৫ লক্ষ টাকা করেছে।

২০১৮ সাল থেকে পরীক্ষার মাধ্যমে ১৫০ জনকে নির্বাচিত করা হবে যারা রাজ্য সরকারের তরফ থেকে বৃত্তি পাবে যাতে তারা বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং নিতে পারে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, ৭০ থেকে ৮০ জন পর্বতারোহীকে বৃত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যাই অধিক।

দুর্গাপুর, শিলিগুড়ি ও কোলকাতাতে ট্রায়াল ক্যাম্প করা হবে। গত বছর ৫০০ জন উৎসাহী ট্রায়াল ক্যাম্পে যান; এবছর এই সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে আগামী নভেম্বর মাসে। এই বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং-এর জন্য নির্বাচিত হতে গেলে সবাইকেই ( পুরুষ ও মহিলা) কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

এই বাছাই করা উৎসাহীদের ব্যাচে ব্যাচে ভাগ করে সারা বছর ধরে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

 

 

Bengal’s business environment satisfactory, says CII-PwC report

A majority of businesses including small, medium and large scale operating in Bengal feel that the business environment in the state is satisfactory.

This is according to ‘Doing Business in West Bengal Made Easy March 2018’, a CII-PwC report launched at the Conference on “Rebuild East, Invest in Development” organised by CII coinciding with its Eastern Region Meeting in Kolkata on Saturday.

According to the report, a number of businesses based out of Bengal, which are looking to expand their branches/manufacturing units across multiple regions, have reposed their faith in the state stating that Bengal is economically growing. CII-PwC report further states that while quality infrastructure is available in major cities and towns, focus should also be given on “connecting the industrial belt and having industrial corridors in place”.

“At a time when there is a competition between States to go up the EODB ladder, it is great to note that West Bengal emerged as a forerunner and is racing much ahead of many others in the ranking,” Smita Pandit Chakraborty, Immediate Past Chairperson, CII West Bengal State Council, said.

“The state has already been able to ensure a significant shift in the Ease of Doing Business (EODB) ranking. Dissemination of web-based information has been the key to the success of attracting investors and rejuvenating the small scale sector in the state,” said Avijit Mukerji, Chairman, CII West Bengal State Council.

 

দেশের সেরা বিনিয়োগ গন্তব্য বাংলা, রিপোর্ট সিআইআই-পিডব্লিউসির

বর্তমান রাজ্য সরকারের আমলে বাংলাতে যেভাবে বাইরের বিনিয়োগকারী ও সমস্ত শিল্পপতিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, তার ফলে বাংলা সমস্ত শিল্পোন্নত রাজ্যগুলির সাথে সমানভাবে পাল্লা দিচ্ছে। বণিকসভা সিআইআই ও পিডব্লিউসি গোটা দেশের বিনিয়োগ মানচিত্র ও বিনিয়োগের পরিবেশ নিয়ে সাম্প্রতিকতম যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে এমনই দাবী করা হয়েছে।

শনিবারই ‘কনফারেন্স অন রিবিল্ড ইস্ট-ইনভেস্ট ইন ডেভেলপমেন্ট’ শীর্ষক যে কনফারেন্সের আয়োজন করেছে সিআইআই, সেখানেই এই রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টেই বলা হয়েছে যে বাংলা থেকে আগে যে সমস্ত শিল্পগোষ্ঠী বাইরে চলে গিয়েছিল তারা রাজ্যের বর্তমান শিল্প পরিস্থিতি দেখে ফিরে আসতে শুরু করেছে। এমনকি ভিন রাজ্যের যে সমস্ত শিল্পগোষ্ঠী এর আগে গুজরাত মহারাষ্ট্র বা অন্যান্য রাজ্যে বিনিয়োগে উৎসাহী হত, তারাও এখন অন্যান্য রাজ্যের তুলনায় বাংলাকেই তাঁদের নতুন বিনিয়োগের গন্তব্য বলে বেছে নিচ্ছে।

এই রিপোর্টে দেশের প্রথম সারির শিল্পপতিরা যে বিষয়গুলির বাংলাকেই শিল্প স্থাপনের জন্য আদর্শ বলে মনে করছেন, তার মধ্যে একদম প্রথমেই রয়েছে শিল্পের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ভাবে ‘রেডি টু গিভ’ ল্যান্ড ব্যাঙ্ক বানিয়েছে। এই ল্যান্ড ব্যাঙ্ক থেকে শিল্পের জন্য প্রয়োজনীয় জমির মানচিত্র দেখেই ইচ্ছুক শিল্পপতিরা নিজেদের প্রকল্পের জন্য জমির আবেদন করতে পারেন। এমনকী জমির জন্য আবেদন করার এবং জমি পাওয়ার কোনও লাল ফিতের বাঁধন না থাকায় বন্ধ হয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির বিষয়টিও।

এ ছাড়াও রাজ্যে যেভাবে সম্প্রতি গোটা দেশের মধ্যে ‘ইজ অফ ডুইং বিজনেস’ বা শিল্পবান্ধব ভাবমূর্তিতে এক নম্বর জায়গা দখল করেছে গোটা দেশের মধ্যে, সেই বিষয়ে সিআইআই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের বিদায়ী চেয়ারপার্সন বলেন, “অন্যান্য সমস্ত রাজ্যকে পেছনে ফেলে বাংলা যেভাবে নিজেকে শিল্পবান্ধব হিসেবে গোটা দেশের সামনে রোল মডেল হয়ে উঠেছে, তাতে স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা বেছে নিচ্ছে বাংলাকেই।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যেভাবে গত কয়েক বছরের মধ্যেই রাজনৈতিক স্থিতাবস্থায় ফিরে এসেছে তার জন্যেও বাংলাকে শিল্পের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন একাধিক শিল্পপতি।

TDP pulls out of NDA, Mamata Banerjee welcomes move

The Telugu Desam Party (TDP) has decided to pull out of National Democratic Alliance (NDA). The party has also brought a No-Confidence Motion against the Centre in Lok Sabha.

Mamata Banerjee tweeted in support of TDP’s decision this morning. She wrote:

“I welcome the TDP’s decision to leave the NDA. The current situation warrants such action to save the country from disaster. I appeal to all political parties in the Opposition to work closely together against atrocities, economic calamity and political instability.”

At a press conference held at Uttarkanya, the Chief Minster further said, “Every state has their own problems and issues. TDP also has its own issues, initially they were with the NDA & now they have left the NDA for a better cause. So whatever TDP has decided is correct.”

এনডিএ ছাড়ল টিডিপি, সিদ্ধান্তকে স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নেয় তেলেগু দেশম পার্টি। তারা সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেলেগু দেশম পার্টির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইটারে লেখেনঃ-

বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তেলেগু দেশম পার্টির এনডিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই। দেশের বর্তমান পরিস্থিতিতে, বিপর্যয় আটকাতে, এই সিদ্ধান্ত দরকার ছিল। আমি প্রতিটি বিরোধী রাজনৈতিক দলকে নির্যাতন, আর্থিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে একসাথে কাজ করার আবেদন জানাচ্ছি।

আজ বিকেলে উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতি রাজ্যের নিজস্ব সমস্যা এবং ইস্যু আছে। টিডিপিরও নিজস্ব কিছু ইস্যু আছে। আগে তারা এনডিএ তে ছিলেন, এখন বৃহত্তর স্বার্থে এনডিএ থেকে বেরিয়ে এলেন। টিডিপির সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ সহমত আমি।

 

Updated at 4 PM 

 

Bengal Govt to comprehensively redevelop Tarapith Temple

Tarapith Temple in Birbhum district is going in for a major redevelopment. The State Government, on the express instructions of Chief Minister Mamata Banerjee, has created a comprehensive plan for this. In the initial phase, Rs 8 crore will be spent by the Rampurhat Development Board, which is implementing the master plan.

According to District Rural Development Authority (DRDA) sources, a large number of shops had sprung up around the sanctum sanctorum of the temple, blocking the way as well as the view for pilgrims. The shops are being rebuilt over a smaller area.

The inner sanctum comprises a 350 square feet (sq ft) area, while the total area of the temple premises is 3,260 sq ft.

The plans include the creation of a large flower garden for devotees around the 2,500 sq ft courtyard on the eastern side of the temple, a two-storey office building, a 70 x 25 ft bhog-ghar, community dining room capable of serving 1,000 devotees, new gates at the western and southern entrances to the temple, redesigning all the four gates with terracotta work, building shops to rehabilitate 30 business owners, redesigning, solar cookers for cooking prasad, among other improvements.

 

মুখ্যমন্ত্রীর নির্দেশে নবরূপে সাজছে তারাপীঠ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় আট কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজছে তারাপীঠ মন্দির। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ মায়ের মূল মন্দির অক্ষত রেখে এই কাজ শুরু করেছে।কর্তৃপক্ষের দাবি, আগামী এক বছরের মাথায় নবরূপ পাবে বামাখ্যাপার সাধনক্ষেত্র তারাপীঠ মন্দির।

টিআরডিএ’র সূত্রে জানা গিয়েছে, ৩২৬০স্কোয়ার ফুট জায়গা নিয়ে তারাপীঠ মন্দির চত্বর। যার মধ্যে ৩৫০স্কোয়ার ফুট জায়গার মধ্যে মায়ের গর্ভগৃহ। সেই গর্ভগৃহের চারপাশে দোকান গজিয়ে ওঠায় বাইরে থেকে গর্ভগৃহ দেখা যেত না। নতুন পরিকল্পনায় সেই দোকানগুলি ছোট করে তৈরী করার কাজ চলছে। দোকানগুলির ছাদটিকে গর্ভগৃহের চাতাল হিসেবে ব্যবহার করা হবে। একইভাবে পূর্বদিকে ২৫০০স্কোয়ার ফুট চাতাল থাকছে। চাতালের চারদিকে নির্দিষ্ট জায়গাজুড়ে বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন করা হবে। ঘিরে দেওয়া হবে রেলিং দিয়ে। খোলামেলা পরিবেশে এই চাতালে বসে ভক্তরা প্রার্থনা করতে পারবেন। এরই একপাশে থাকবে দ্বিতল অফিস ঘর।

পশ্চিমদিকে মাটির নীচে ইতিমধ্যে ৭০ফুট বাই ২৫ফুটের ভোগঘর নির্মাণের কাজ শেষের দিকে। ভোগঘরের পাশেই গড়ে উঠছে ডাইনিং রুম। যেখানে প্রায় এক হাজার ভক্ত একসঙ্গে বসে ভোগ খেতে পারবেন। ডাইনিং রুমের গা ঘেঁসে ৩০জন ব্যবসায়ীকে পুনর্বাসন দেওয়ার জন্য দোকানঘর নির্মাণের কাজ চলছে। গর্ভগৃহের সামনে মায়ের নাট মন্দির, বিশ্রামাগার, শিব মন্দির বাদে সব বিল্ডিং ভেঙে একইভাবে খোলামেলা করা হবে।

এতদিন ভক্তরা জীবিতকুণ্ডর পাশ দিয়ে এসে ফুট ওভারব্রিজ হয়ে গর্ভগৃহে প্রবেশ করতেন। সেই ব্রিজও ভেঙে ফেলা হবে। পরিকল্পনা অনুযায়ী, জীবিতকুণ্ড হয়ে ভক্তরা মাটির তলা দিয়ে সারিবদ্ধভাবে এসে গর্ভগৃহের সামনে চাতালে উঠবেন। চাতালে ওঠার দু’টি অভিমুখ করা হবে। এজন্য মাটির নীচে বাতানুকূল ব্যবস্থা থাকবে।

এখন মন্দিরে ঢোকার পূর্ব ও উত্তরদিকে দু’টি গেট রয়েছে। নতুন করে পশ্চিম ও দক্ষিণদিকে আরও দু’টি গেট করা হবে। সবকটি গেটেই টেরাকোটার কাজ করে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। ভক্তরা যে কোনও গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবেন।

এতদিন কাঠের জ্বালানি দিয়ে ভোগ রান্না হতো। এবার থেকে সোলার পদ্ধতিতে হবে। রান্নার কাজে ব্যবহৃত জল পাইপ লাইনের মাধ্যমে মাটির নীচ দিয়ে নিয়ে এসে ট্রিটমেন্ট করে দ্বারকা নদে ফেলা হবে।

Source: Bartaman

 

CII lauds Mamata Banerjee for ‘industry-driven’ development model

The Confederation of Indian Industry on Wednesday lauded West Bengal Chief Minister Mamata Banerjee for her “industry-driven development model”, which led to “Rs 1,500 crore investment proposals” at the two-day Darjeeling Business Summit here.

The Confederation of Indian Industry on Wednesday lauded West Bengal Chief Minister Mamata Banerjee for her “industry-driven development model”, which led to “Rs 1,500 crore investment proposals” at the two-day Darjeeling Business Summit.

For the people living in the hills, the summit presages the beginning of an era of development, peace and prosperity, said Chairman, CII Eastern Region, in a statement.

“We congratulate Chief Minister Mamata Banerjee for her industry-driven development model. The CII is extremely happy with the investment proposals worth Rs 1,500 crore, announced at the Darjeeling Business Summit,” he said.

He also said that CII would work closely with the state government to make sure the proposals get implemented at the earliest. The CII, which partnered the state government and the GTA to organise the business summit, has already prepared an action plan for development in the hills, the CM said earlier in the day, adding the final plan will be submitted later.

 

শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা সিআইআইয়ের

মুখ্যমন্ত্রীর শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য তাকে সাধুবাদ দিল বণিকমহল। এই প্রথমপাহাড়ে অনুষ্ঠিত হল হিল বিজনেস সামিট। আর তাতেই প্রাপ্তি ২০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। এই সাফল্যের কৃতিত্বও মুখ্যমন্ত্রী দিল সিআইআই।

পাহাড়বাসীর জন্য উন্নয়নের নতুন দিশা খুলে দিল এই বাণিজ্য সম্মেলন। শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, মত তাদের।

সিআইআই ইস্টার্ন জোনের চেয়ারম্যান বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই তাঁর শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য। এই সম্মেলনে২০০০ কোটি টাকা বিনিয়োগ বার্তা এসেছে। সিআইআই খুব খুশী।”

তিনি আরও বলেন, সিআইআই রাজ্য সরকারের সহযোগিতায় কাজ করবে যাতে এই বিনিয়োগ প্রস্তাবগুলি খুব শীঘ্রই বাস্তবায়ন হয়।

এই সম্মেলনের আয়োজন করার জন্য রাজ্য সরকার ও জিটিএকে সাহায্য করার পাশাপাশি পাহাড়ের উন্নয়নের জন্য একটি অ্যাকশন প্ল্যানও তৈরী করেছে সিআইআই।

 

Kolkata best among 4 metros in quality of governance: Survey

Kolkata has ranked second among 23 major Indian cities in an annual survey that evaluates the quality of governance in cities, comfortably beating more fancied rivals like Delhi, Mumbai, Chennai, Bengaluru and Hyderabad.

Kolkata has scored over most of the other major metros in the four parameters, finishing second on empowered and legitimate political representation, third in urban planning & development, sixth in urban capacity and resources and 10th in transparency, accountability & participation.

This is the fifth year that the Janaagraha Centre for Citizenship and Democracy, a Bengaluru-based non-profit organisation, has released its report on Annual Survey of India’s City-Systems (ASICS).

The study has found that Kolkata’s per capita capital expenditure has increased steadily over the last three years and is currently around Rs 1,546. It is among the nine cities, out of the total 23, which has adhered to budget timelines as mandated by law. It is also among the 12 cities where audited financial statements are available online.

The city also performed well on parameters like credit rating, publishing e-newsletters and implementation of the double-entry accounting system. It has introduced a live e-procurement system and details on schemes and services and audited annual financial statements are available on the web.

Kolkata is also the only city that has not witnessed any municipal commissioner churn in the last five years.

 

দেশের সেরা মেট্রো শহর কলকাতা: রিপোর্ট

বেঙ্গালুরুর একটি সংস্থা জনাগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ এন্ড ডেমোক্রেসি দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় আর্বান গভর্ন্যান্সের নিরিখে দেশের দ্বিতীয় সেরা শহর হিসেবে উঠে এল কলকাতার নাম। দেশের বাকি মেট্রো শহরগুলিকে – দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ – পেছনে ফেলে দিয়েছে কল্লোলিনী কলকাতা।

বেশিরভাগ মাপকাঠিতেই অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কলকাতা। “ক্ষমতায়ন এবং বৈধ রাজনৈতিক প্রতিনিধিত্ব” মাপকাঠিতে দ্বিতীয় স্থানে আমাদের গর্বের শহর। নগর পরিকল্পনা ও উন্নয়ন এর নিরিখে তৃতীয়, এবং আর্বান ক্যাপাসিটির নিরিখে ষষ্ঠ হয়েছে তিলোত্তমা।

সমীক্ষায় প্রকাশিত যে গত তিন বছরে কলকাতার মাথাপিছু মূলধন ব্যয় (per capita capital expenditure) অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এই সংখ্যাটি হল ১৫৪৬ টাকা। আইন অনুযায়ী বাজেট নির্ধারিত সময়সীমা পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা হয়েছে কলকাতা পুরসভার তরফে। আর্থিক ও অডিটের বিভিন্ন নথিও অনলাইন পাওয়ার ব্যবস্থা আছে কলকাতাতে।

ক্রেডিট রেটিং, ই-নিউজলেটার, ডাবল-এন্ট্রি একাউন্টিং ব্যবস্থার মাপকাঠিগুলোতেও ভালো ফল করেছে কলকাতা। পুরসভার তরফে চালু হয়েছে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থা।

সম্মিক্ষায় উল্লেখ করা হয়েছে কলকাতা একমাত্র শহর যেখানে গত পাঁচ বছরে পৌর কমিশনার পদ নিয়ে কোনও জটিলতা হয়নি।

 

 

Investment proposals worth Rs 2,000 crore received at Hill Business Summit

Investment proposals worth Rs 2,000 crore were received at Hill Business Summit, Chief Minister Mamata Banerjee announced. Today was the second and last day of the first-ever business summit in the Hills.

Investment proposals have been received in the sectors of food processing, hotel, dairy and aquarium, orchids, tea tourism, agro-industries and steel, the CM said.
Bengal wants to see Darjeeling smiling. Darjeeling has a brand value worldwide, she maintained.

Highlights of the CM’s speech:

  • This is the first business summit in the Hills. We all want to work for the betterment of the people of Darjeeling.
  • There are many opportunities of investment in agriculture, tourism, tea, trade, transport, skill development, horticulture, medicinal plants. There are several areas and sectors where we can work together in a better manner.
  • I am happy that my industry friends have decided to invest more than Rs 2,000 crore in Darjeeling Hills.
  • Investment proposals have been received in the sectors of food processing, hotel, dairy and aquarium, orchids, tea tourism, agro-industries and steel.
  • Many more investment proposals will be coming in the coming days. This is a positive step. Hill economy will be pushed forward.
  • MSME Synergy meeting will be held tomorrow. All proposals will be cleared by single window system.
  • As per a report that has come out today, Bengal is No. 1 in ease of doing business. Bengal means business. Darjeeling also means business.
  • There is a lot of talent in the Hills. It can yield results if nurtured well.
  • If there is peace, there will be prosperity. We have to work unitedly to make the Hills prosper.
  • Today is just the beginning. Let us explore our vision for a particular mission – growth of Darjeeling.
  • Whenever Darjeeling moves forward on the path of development, certain sections try to destabilise the Hills. If we can work together, no power can stop us.
  • I want the young generation of the Hills to get employment. 300 home guards will be recruited in the Hills soon.
  • Bengal wants to see Darjeeling smiling. Darjeeling has a brand value worldwide.

 

দার্জিলিঙের বাণিজ্য সম্মেলনে ২,০০০ কোটি টাকার লগ্নি প্রস্তাব

দার্জিলিঙের বাণিজ্য সম্মেলনে ২,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

খাদ্য প্রক্রিয়াকরণ, হোটেল, দুগ্ধজাত, অ্যাকোরিয়াম, অর্কিড, টি-পর্যটন, কৃষিজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই লগ্নির প্রস্তাব আসে।

তিনি আরও বলেন, বাংলার মানুষ চায় পাহাড় হাসুক। সারা বিশ্বে দার্জিলিং সমাদৃত।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • এই প্রথম পাহাড়ে বাণিজ্য সম্মেলন হল। আমরা সবাই দার্জিলিঙের উন্নতির জন্য কাজ করতে চাই।
  • কৃষি, পর্যটন, চা, বাণিজ্য, পরিবহন, দক্ষতা উন্নয়ন, উদ্যান পালন, ঔষধি গাছের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা আছে। কয়েকটি ক্ষেত্রে আমরা যৌথভাবে আরও অনেক উন্নয়নের কাজ করতে পারি।
  • আমি খুব খুশি যে শিল্পপতিরা এখানে ২,০০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী হয়েছে।
  • খাদ্য প্রক্রিয়াকরণ, হোটেল, ডেয়ারি, অ্যাকোরিয়াম, অর্কিড, চা-পর্যটন, কৃষি ভিত্তিক শিল্পর ক্ষেত্রে এই বিনিয়োগের প্রস্তাব আসে।
  • আগামী দিনে আরও অনেক বিনিয়োগের প্রস্তাব আসবে। আজ একটি শুভ সূচনা হল। এতে পাহাড়ের অর্থনীতির আরও উন্নয়ন হবে।
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সিনার্জি বৈঠক হবে আগামীকাল। এক জানালা পদ্ধতিতে আমরা সব প্রস্তাবিত বিনিয়োগের ছাড়পত্র দেব।
  • আজকে প্রকাশিত ভারত সরকারের এক রিপোর্ট অনুযায়ী, শিল্প গড়ার সুবিধার দিক থেকে বাংলা দেশের সেরা। বাংলা মানেই বাণিজ্য। দার্জিলিং মানেই বাণিজ্য।
  • পাহাড়ের ছেলেমেয়েদের দক্ষতার অভাব নেই, এই দক্ষদের উপযুক্ত সুযোগ করে দিলে তারা ভালো ফল করবেই।
  • শান্তি থাকলেই, উন্নয়ন হবে। পাহাড়ের উন্নতির কথা ভেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
  • এই তো সবে শুরু হল। আমাদের যা লক্ষ্য – পাহাড়ের উন্নয়ন, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।
  • যখনই দার্জিলিং সমৃদ্ধির পথে এগিয়ে যায়, এক শ্রেণীর মানুষ বিশৃঙ্খলা তৈরী করার চেষ্টা করে। আমরা একসাথে কাজ করলে কেউ আমাদের রুখতে পারবে না।
  • পাহাড়ের ছেলেমেয়েরা চাকরি চায়। আমরা খুব তাড়াতাড়ি পাহাড়ে ৩০০ হোম গার্ড নিযুক্ত করব।
  • বাংলার মানুষ চায় পাহাড় হাসুক। সারা বিশ্বে দার্জিলিং সমাদৃত।

 

Updated at 11 PM on 14.03.2018

 

Three-day Consumer Awareness Fair begins in Kolkata

The Bengal Government under Trinamool Congress has always recognised the need for the protection of consumers’ rights, and has fulfilled its obligations in terms of formulating and enforcing laws and holding awareness campaigns.

To this end, the Government has been organising consumer awareness fairs every year. The fair in Kolkata for 2018 was inaugurated today and will continue for three days.

The fair would begin at 12 PM and continue till 9 PM on each day. Stalls would be set up from where those attending would get to know about consumer rights, the areas where complaints can be lodged, how to lodge complaints and the procedure for redressal.

The areas range from telecom, electricity, banking and insurance to food adulteration and metrology, among others. Seminars would be held every afternoon. In the evenings, cultural programmes would add entertainment value to the event.

 

কলকাতায় শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা

 

জনসাধারণের স্বার্থ রক্ষায় সর্বদা তৎপর পশ্চিমবঙ্গ সরকার। জনসাধারণ যাতে কোনো ভাবে প্রতারিত বা বঞ্চিত না হন তার জন্য ক্রেতা সুরক্ষা দফতর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরও শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা।

আজ উদ্বোধন হল তিন দিন ব্যাপী এই মেলার। এই মেলা চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা অবধি। মেলায় প্রতিদিন দুপুরে সেমিনার ও সন্ধ্যে বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।