Bengal CM urges people to boycott Sep 2 strike

Bengal Chief Minister Mamata Banerjee urged people to keep all financial institutions open on September 2 and not to support the bandh called by the Left Front trade unions. The State Government has directed its employee not to take leaves between September 1 and 5.

Thus, there exists a possibility of the state government employees going on leave for five days at a stretch, from September 1 to 5 with Saturday and Sunday falling in between. Taking a proactive step, the State Government clearly stated that employees will be show-caused if they take leave anywhere between September 1 and 5 without any genuine and serious cause.

Based on the reply of the employee to the show-cause, the concerned authorities will take the decision whether he or she would be eligible to get the leave and salary for that day.It would also leave a bad remark on their service record. The step was taken to ensure a healthy turnout on the day of the strike.

The present Government is against the policy of going for a strike which causes losses in crores.

Bengal Chief Minister said that the state government has always been against bandh. “We are against the policies of the Centre. People employed in industrial units may have some problem. I am not ruling it out. But there are other processes of sorting it out instead of going for a strike,” she said.

 

২রা সেপ্টেম্বর বনধ ব্যর্থ করার ডাক মুখ্যমন্ত্রীর

বনধের নামে কোনও বিশৃঙ্খলা বা কর্মনাশা-সংস্কৃতি বরদাস্ত করবে না রাজ্য সরকার৷ আগামী ২ সেপ্টেম্বর বামফ্রন্টের বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা বনধের দিন সমস্ত প্রতিষ্ঠান অফিস খোলা রাখার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারী কর্মচারীদের ছুটি না নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

২ সেপ্টেম্বর কোনও ছুটি নেওয়া যাবে না৷ শুধু তাই নয়, তার আগের দিন বৃহস্পতিবার এবং পরবর্তী কাজের দিন অর্থাৎ সোমবারও সমস্ত ছুটি বাতিল করেছে সরকার৷ এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে গুরুতর কারণ ছাড়া ছুটি নিলে কর্মীদের শো-কজ করা হবে।

শো-কজের জবাবের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন ছুটি নিতে পারবে কিনা এবং ছুটির জন্য বেতন কাটা যাবে কিনা। ধর্মঘটের দিন যাতে সব কিছু সুস্থভাবে চলে তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা।

বনধের ফলে অনেক কর্মদিবস নষ্ট হয়, তাই বনধের নামে কোটি কোটি টাকার ক্ষতি বরদাস্ত করবে না রাজ্য সরকার।

মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বলেন যে, “রাজ্য সরকার বনধ সমর্থন করে না। আমরা কেন্দ্রের নীতির বিরুদ্ধে। শ্রমিকদের অনেক দাবি-দাওয়া, ইস্যু থাকতে পারে, আমরা সেটা সমর্থন করি৷ কিন্তু বন্ধের নামে অযথা একটা ছুটিকে সমর্থন করতে পারছি না”।

 

 

A historic day says CM after Assembly passes resolution to change name of State

West Bengal Assembly today passed a resolution to change the name of the State to Bangla in Bengali, Bangal in Hindi and Bengal in English. Terming this as historic, Chief Minister Mamata Banerjee greeted the people of the State.

“I am sure people will be happy with the name ‘Bangla’ or Bengal. There was a need for ‘branding’ for Bengal. Our intention is to make Bengal the best in the world,” she said.

When asked if the new name will cause confusion with Bangladesh, CM replied: “There is a Punjab in Pakistan also. There is no confusion over Bangla and Bangladesh.”

She slammed the Opposition for playing politics over the name of the State. She said, “They have committed another historic blunder. Congress has become a frontal organisation of the CPI(M).”

Paying homage to the icons and stalwarts related to Bengal, she said in future the government will also come up with a logo for the State.

 

রাজ্যের নাম পাল্টে হল ‘বাংলা’ – ‘ঐতিহাসিক দিন’ বললেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হল। নতুন নাম বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। আজকের এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাজ্যবাসীকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত ‘বাংলা’ বা ‘বেঙ্গল’ এই নামকে মানুষ সমর্থন করবে এবং মানুষ এতে খুশি হবে। বাংলার ব্র্যান্ডিং এর দরকার ছিল। বাংলাকে বিশ্বসেরা করাই আমাদের লক্ষ্য’।

রাজ্যের নামের সঙ্গে বাংলাদেশের নামের বিভ্রান্তির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে। বাংলা ও বাংলাদেশের মধ্যে কোন confusion নেই”।

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে রাজ্যের নাম বদল নিয়ে বিরোধীরা নোংরা রাজনীতি করছে।  এটা ওদের আর একটি ঐতিহাসিক ভুল। কংগ্রেস এখন সিপিএমের ফ্রন্টাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”

যে সকল মনীষীরা যুগ যুগ ধরে বাংলাকে গর্বিত করেছে তাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতে সরকার বাংলার একটি লোগো তৈরি করা হবে।

 

 

Week-long Cleanliness Drive in Bengal from today

West Bengal Chief Minister has instructed all district administrations to conduct a week-long ‘Cleanliness Drive’ till September 5 (Teachers’ Day). She made an announcement about the drive after the administrative review meeting at Chopra in North Dinajpur on August 24, 2016.

The ‘Cleanliness Drive’ will be taken up in all the blocks, from cities to the rural areas.

The State has been undertaking social awareness programmes like ‘Safe Drive, Save Life’ and ‘Mission Nirmal Bangla’, all of which have met huge success. West Bengal has secured the top position in the country with ‘Mission Nirmal Bangla’.

The Chief Minister has requested all clubs, Puja committees, students, intellectuals and other organisations to participate in the ‘Cleanliness Drive’.

 

‘পরিচ্ছন্ন বাংলা’ গড়ার ডাক মুখ্যমন্ত্রীর

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এ অভূতপূর্ব সাফল্যের পর এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে বিশেষ অভিযানে নামছে রাজ্য৷ মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়ায় প্রশাসনিক বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ থেকে গোটা রাজ্যজুড়েই শুরু হচ্ছে এই বিশেষ সাফাই অভিযান৷ চলবে ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস পর্যন্ত৷ সাতদিন ধরে রাজ্যের প্রতিটি ব্লক, শহর থেকে গ্রামাঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ওই অভিযান হবে৷

এর আগে ঢাকঢোল পিটিয়ে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু দু’বছর পর তা শুধু স্লোগানই থেকে গিয়েছে৷ সেখানে দাঁড়িয়ে পরিচ্ছন্ন বাংলা গড়ে তুলতে কার্যত চ্যালেঞ্জ নিলেন মুখ্যমন্ত্রী৷ এর আগে সৌন্দর্যায়ন কর্মসূচিতে যথেষ্ট সাফল্য পেয়েছে রাজ্য৷ সাফল্য এসেছে সবুজায়নের কর্মসূচিতেও৷

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্ঘটনা রুখতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ অভিযান শুরু হয়েছে বাংলায়৷ সেই অভিযানে যে পরিমাণ উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ দেখা গিয়েছে তাতে অনুপ্রাণিত হয়েই এবার এই পরিচ্ছন্নতার অভিযান শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ স্কুল ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ক্লাব, পুজো কমিটিগুলিকেও এই অভিযানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷

নির্মল বাংলা অভিযানে ইতিমধ্যেই দেশের সেরা হয়েছে রাজ্য৷ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পুরস্কার জিতেছে বাংলার একাধিক জেলা৷ এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর৷

Trinamool Chairperson slams the Centre at TMCP Foundation Day rally

Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed student activists today at a rally held near the statue of Mahatma Gandhi on Mayo Road.

Slamming the Centre for interference in State matters, she said if the Centre did not stop interfering in three months, a protest would be held at Delhi. She also condemned the bandh culture of CPI(M) and said no bandh will be allowed in Bengal.

The Chairperson asked the students to maintain discipline and work for nation-building. She urged them to take proactive roles in mass awareness about various schemes and programmes of the government. She announced that Youth Welfare Department of the government will also look after Students’ Welfare from now.

FIVE THINGS MAMATA BANERJEE SAID AT THE RALLY:

On student politics

Politics should be for serving people, for nation-building. All politicians are not bad. If 1 per cent people are bad you cannot blame 99 per cent good people. Our students and youths are the future of the country.

My foundation in politics was through student politics. Those who emerge from student activism they can never become thieves; they work for people. You can either work for a company or create an institution that creates jobs for lakhs for people.

On recruitment of teachers

Government is ready to initiate teachers’ appointment in 65000 vacant positions. Few politicians filed case against teachers’ recruitment and are now demanding why teachers are not getting jobs.

On Centre’s neglect

Centre has stopped giving us funds. They owe us Rs 1700 crore under 100 Days’ Work. Centre used to give 90 per cent funds for ICDS. Now they provide only 10 per cent. Centre wants States to provide 40-50 per cent funds for most schemes. But they will name every scheme after PM.

They have completely destroyed the country. Delhi babus must not forget State governments are also elected by the people. People have the final say in a democracy.

Centre’s budget for Beti Bachao scheme is Rs 100 crore for whole country. Our budget for Kanyashree is Rs 1000 crore. Will Narendra Modi buy a new suit with the money he is saving by stopping funds for welfare schemes?

Our earning is Rs 40000 crore but thanks to the CPM, we have to pay debt instalment worth Rs 50000 crore. We will hit the streets if central interference and debt problem is not solved within 3 months.

On Aadhaar

Centre wants to make Aadhaar card mandatory. But they have not yet finished registration process. There is an order from Supreme Court saying Aadhaar is not mandatory. But Centre has stopped scholarships and pensions.

Centre must not make Aadhaar mandatory for scholarships until 100 percent registration is over. If Centre stops scholarships, student community will protest.

On bandhs

Trinamool does not supports Bandhs. We are ready to debate and discuss the grievances of labourers. CPM believes in dadagiri in the name of bandhs.

Trinamool will not allow bandh in Bengal. We will ensure normalcy of public life. Govt will compensate the properties damaged during bandhs. We will take stern action against bandh enforcers.

Opposition only exists in TV studios. If press stops covering their events, they will give up protests.

 

তৃণমূলের ছাত্র সমাবেশে কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সভার আয়োজন করা হয়েছিল। সভায় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।

তৃণমূল নেত্রী সহ অধিকাংশ তৃণমূল নেতারাই তাদের রাজনৈতিক জীবন শুরু করেছেন ছাত্র জীবন থেকে।

রাজনীতির অর্থ মানুষকে সেবা করা, জাতি গঠন করা। সব রাজনীতিবিদরা খারাপ নন। যদি ১ শতাংশ মানুষ খারাপ হন, তাহলে বাকি ৯৯ শতাংশ ভালো মানুষকে খারাপ বলা উচিত নয়। ছাত্র ও যুবরাই আমাদের দেশের ভবিষ্যৎ, এদিন মঞ্চ থেকে এই বার্তাই দেন নেত্রী।

 নেত্রীর বক্তব্যের কিছু অংশ:  

  • ছাত্র জীবন থেকেই আমার রাজনীতি শুরু
  • যারা ছাত্রজীবন থেকে সংগ্রাম করে, তারা কখনো চোর হয় না, তারা মানুষের জন্য কাজ করে
  • আপনি কোন কোম্পানির হয়ে কাজ করতে পারেন অথবা কোন প্রতিষ্ঠান ও তৈরি করতে পারেন যার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে
  • বেশ কিছু রাজনীতিবিদ শিক্ষকদের নিয়োগ বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং এখন কেন শিক্ষকরা চাকরি পাচ্ছেন না কাজ দাবী করছে
  • বাম আমলে একটু বৃষ্টিতেই কলকাতায় সারাদিন জল জমে থাকত, এখন জল জমলে তা পাম্প করে তা নামিয়ে দেওয়া হয়
  • মানুষের সেবা করাই আমার কাজ। আমি তাই করব
  • ছাত্র-ছাত্রীদের অসীম দায়িত্ব। আমি বাংলার ছাত্রছাত্রীদের অনুরোধ করব তারা যেন তাদের রাজ্যকে ভুলে না যান
  • আমরা মাল্টি সুপার স্পেশালটি হসপিটাল তৈরি করছি, সেখানে আমাদের অনেক ডাক্তার প্রয়োজন
  • কেন্দ্রের উচিত মেডিকেলের আসন সংখ্যা বৃদ্ধি করা। এতে সব রাজ্যই উপকৃত হবে
  • কেন্দ্র আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজে আমাদের ১৭০০ কোটি টাকা বকেয়া রেখেছে
  • আইসিডিএস এর ৯০% টাকা দেওয়ার কথা কেন্দ্রের, এখন তারা ১০% টাকা দিচ্ছে
  • কেন্দ্র চায় রাজ্য অধিকাংশ প্রকল্পের ৪০-৫০% টাকা দিক, কিন্তু সব প্রকল্পের নাম প্রধানমন্ত্রীর নামে
  • সারা দেশে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ ১০০ কোটি আর কন্যাশ্রী প্রকল্পে আমাদের বরাদ্দ অর্থ ১০০০ কোটি টাকা
  • আধার কার্ড বাধ্যতামূলক করতে চায় কেন্দ্র। কিন্তু ওরা এখনোও রেজিস্ট্রেশন প্রক্রিয়াই সম্পূর্ণ করেনি
  • যে সব উন্নয়নমূলক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে সেই টাকা দিয়ে কি নরেন্দ্র মোদী নিজের পোশাক কিনছেন
  • ওরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে
  • দিল্লির বাবুদের একথা ভুলে গেলে চলবে না রাজ্যের সরকার জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে
  • নারায়ণী সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে বি এস এফ। কেউ কেউ আবার তা সমর্থন করছে, কি অহংকার
  • ওরা জনগণনা ভুলে গিয়ে গরুগণনা করছে
  • সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু কেন্দ্র স্কলারশিপ ও পেনশনের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে
  • ১০০% রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আধার কার্ড বাধ্যতামূলক করা উচিত নয় কেন্দ্রের
  • কেন্দ্র স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিলে ছাত্র সংগঠন তার প্রতিবাদ করবে
  • আমাদের অ্যায় ৪০০০০ কোটি টাকা কিন্তু সিপিএমের দেনায় দায় দায় আমরা বহন করছি, তাই ঋণ দিতে হচ্ছে ৫০০০০ কোটি টাকা
  • কেন্দ্র হস্তক্ষেপ করা বন্ধ না করলে এবং তিন মাসের মধ্যে সমস্যার সমাধান না করলে আমরা রাস্তায় নামব
  • দলিত ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমরা
  • কংগ্রেস প্রতিবাদের ভাষা ভুলে গেছে
  • কেন্দ্রে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম, কেউ কোন কাজ করেনি
  • তৃণমূল বনধকে সমর্থন করে না। আমরা শ্রমিকদের সঙ্গে সব রকম আলোচনা করতে রাজি আছি
  • বনধএর নামে দাদাগিরি তে বিশ্বাসী সিপিএম
  • বাংলায় বনধ তৃণমূল বরদাস্ত করবে না, আমরা শান্তিপূর্ণ ভাবে সব খোলা রাখব
  • বনধে যেসব ক্ষতি হবে তার ক্ষতিপূরণ সরকার দেবে। জোর করে বনধ করলে আমরা কঠোর ব্যবস্থা নেব
  • বিরোধীদের শুধু টিভিতেই  দেখা যায়। যদি প্রেস ওদের মিছিলে যাওয়া বন্ধ করে দেয়, ওরা মিছিল করা বন্ধ করে দেবে
  • ৪৬ টি নতুন কলেজ, ৩০০টি আই টি আই ও পলিটেকনিক কলেজ তৈরি হচ্ছে
  • প্রতি বছর ১২ লক্ষ যুবক-যুবতীদের আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিচ্ছি
  • যারা নিজেদের বিজনেস খুলতে চায় তাদের জন্য অনলাইন ব্যবস্থা করে দিয়েছি
  • এবার থেকে যুবকল্যাণ দপ্তর ছাত্র কল্যাণ ও দেখবে
  • সরকারের সব সচেতনতামূলক প্রচারে ছাত্রদের সামিল হওয়া উচিত
  • সাংস্কৃতিক কারণে আমরা রাজ্যের নাম পরিবর্তন করতে চাই
  • নতুন নাম কি হওয়া উচিত? বঙ্গ না বাংলা? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন। জনতার উত্তর – ‘বাংলা’
  • বাংলা হবে বিশ্ব সেরা

 

 

Armed struggle is not expected in democracy: WB CM

“Not armed struggle but all round development is the key issue in the hills”, said Chief Minister Mamata Banerjee after warning people who were engaged in creating disturbance saying that “law will take its own course”.

“Such armed struggle is not expected in democracy and any attempt to weaken law and order situation will be dealt with seriously,” she said before leaving Sukna on her way back to Kolkata.

She said: “I want hill to come forward. But despite wishing for something we cannot do many things. The reason being there is GTA. But we are doing as much as work we can do from outside.”

Taking a dig at the Centre once again, Banerjee said: “Sometimes Delhi also extends support. But I am not in favour of armed struggle. I always favour nothing but development. Often, there were attempts to create such problems in the hills. But we must keep in mind that these are not expected in democracy and law will take its own course.”

সশস্ত্র আন্দোলন কাম্য নয়ঃ মুখ্যমন্ত্রী

যারা আন্দোলন করে পাহাড়ের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে সতর্ক করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সশস্ত্র সংগ্রাম নয়, পাহাড়ের উন্নয়নই মূল লক্ষ”।

এদিন সুকনা থেকে কলকাতা ফেরার আগে মুখ্যমন্ত্রী বলেন,”এই ধরনের সশস্ত্র সংগ্রাম গণতান্ত্রিক দেশে কাম্য নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার কোনরকম চেষ্টাকে বরদাস্ত করা হবে না”।

তিনি বলেন, “আমি চাই পাহাড়ের মানুষ মূলস্রোতের সঙ্গে থেকে পাহাড়কে ভালবাসুন, সামাজিক সব কাজে অংশ নিন। পাহাড়ের আরও উন্নয়ন হোক। অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আমরা তা করতে পারছি না জি টি এ র কারণে। কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব ততটা কাজ আমরা করছি”।

কেন্দ্র প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কখনো দিল্লিও ওদের সমর্থন করছে। কিন্তু আমি সশস্ত্র সংগ্রামের পক্ষে নই। আমি উন্নয়নের পক্ষপাতী। প্রায়ই পাহাড়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করা হচ্ছে কিন্তু আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত যে এই ধরণের কাজ গণতন্ত্রে এটা আশা করা যায় না। সশস্ত্র আন্দোলন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

Bengal’s Muslin to travel to Rome and Milan

The centuries-old fabric of muslin is now going overseas – to Rome and Milan, to be specific. After getting a lot of attention and appreciation all across the country, following the ardent efforts of Chief Minister Mamata Banerjee in reviving the making of this fine cloth, muslin is now going to capture hearts abroad.

The West Bengal Khadi & Village Industries Board has joined hands with the Italian Government to have some of the iconic traditional handloom and handicrafts of West Bengal exhibited in Rome and Milan this coming September.

Along with muslin sarees, baluchari sarees, and sitalpati and dokra artefacts would form part of a month-long exhibition spread across two of these biggest fashion markets in the world. The formalities for holding the exhibition were completed recently after the Italian consul-general in Kolkata met the chairman of the Khadi Board.

Since becoming Chief Minister, Mamata Banerjee has been putting in unprecedented efforts towards revitalising the handlooms and handicrafts industry of the State. As a result, the industry is making good profit. About 11,000 people have been given loans to produce more and better goods. About 3,000 people have been engaged by the State Government to revive the muslin industry, specifically. All these efforts have enabled a lot of people become self-sufficient.

 

বাংলার মসলিন এবার যাচ্ছে রোম ও ইটালিতে

মসলিনের ঐতিহ্য ফেরাতে বিশেষ উদ্যোগ। এবার বিশ্বের দরবারে খাদি হস্তশিল্পকে তুলে ধরতে উদ্যোগী রাজ্য সরকার। মসলিনকে বিশ্বের দরবারে পৌছে দিতে রোমের সঙ্গে হাত মেলাল রাজ্য খাদি বোর্ড।

বিশ্ব আসরে মসলিনকে জনপ্রিয় করতে রোমে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।মসলিন নিয়ে সেপ্টেম্বরে একমাসব্যাপী প্রদর্শনী হবে রোম ও মিলান শহরে।

এ মাসেই মসলিন সহ বালুচরী, শীতলপাটি এবং ডোকরার জিনিসপত্র পাঠানো হবে রোম ও মিলান শহরে। রোম ট্রেন্ডি পোশাকের শহর – ঐতিহ্য ও আধুনিকতার চমত্কার মিশেল। এই শহরে প্রদর্শনী হলে মসলিনের প্রতি আগ্রহ আরও বাড়বে। সেই ভাবনা থেকেই এই পদক্ষেপ। মঙ্গলবার খাদি ভবনে এসে পুরো বিষয়টি পাকাপাকি করেন রোমের কনসুলেট জেনারেল।

উদ্যোক্তাদের আশা, মসলিন যেভাবে গোটা ভারতের মন জয় করেছে, তেমনই মন জয় করবে ইতালিরও। বিশ্বের দরবারে এভাবেই পৌছে গিয়ে ঐতিহ্য ফিরে আসবে বাংলার গর্বের মসলিনের।

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত ও হস্তশিল্পের উন্নতির ওপর জোর দিয়েছেন। ফলস্বরূপ, শিল্প ভাল মুনাফা অর্জন করেছে। ভাল পন্য উতপাদনের জন্য ১১০০০ মানুষকে ঋণ দেওয়া হয়েছে। মসলিন শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য প্রায় ৩০০০ জনকে নিযুক্ত করেছে রাজ্য সরকার।  রাজ্য সরকারের এই উদ্যোগে অনেক মানুষ স্ব-নির্ভর হয়েছেন।

 

 

Bengal Safari in north Bengal a big hit among tourists

‘Bengal Safari’, a unique open-air zoo in the Baikunthapur forest of Salugara (near Siliguri in Darjeeling district) has become a huge hit among tourists. The Safari, which was inaugurated in January, 2016 by West Bengal Chief Minister, registers an average footfall of around 500 tourists every day.

With more than 1.5 lakh visitors in the last seven months, the tourism department has now decided to procure at least five more 20-seater buses. Thus more tourists can be ferried to the Safari zone in forest every day.

The 700-acre Safari Park will soon feature royal Bengal tigers, cheetahs, Himalayan black bears apart from deer and bison and varieties of birds. A separate zone has been dedicated for alligators and gharials. Elephants will also be a part of the attraction.

 

উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক এখন পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র

বেঙ্গল সাফারি পার্ক – খোলা আকাশের নিচে চিড়িয়াখানা। শিলিগুড়ির কাছে সালুগাড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের একাংশে বন দপ্তর দেশের প্রথম খোলা আকাশের নিচে চিড়িয়াখানা চালু করেছে, এই বছর জানুয়ারি মাসে এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রতিদিনে প্রায় ৫০০ পর্যটকের ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।

গত সাত মাসে এই সাফারি পার্কে পর্যটকদের ভিড় প্রায় দেড় লক্ষ ছাড়িয়ে গেছে, তাই এই সাফারি পার্ক পরিদর্শনের জন্য ২০টি আসনের ৫টি বাসের আয়োজন করেছে বন দপ্তর। তা সত্ত্বেও রোজ প্রচুর পর্যটক সাফারিতে যাওয়ার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি এই সাফারি পার্কে, খুব শীঘ্রই স্থান পাবে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ ও হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছাড়াও হরিণ, বাইসন এবং বিভিন্ন প্রজাতির পাখি। ঘড়িয়াল ও কুমিরের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাতি এই পার্কের আরও একটি আকর্ষণীয় অংশ।

WB Govt goes the extra mile to ensure time-bound service delivery

With an aim to ensure that people get proper services from all the departments of the government within a stipulated time, the West Bengal Right to Public Services Commission (WBRPSC) has upped its vigilance and is conducting inspections at various places.

In a landmark legislation, the West Bengal Government had promulgated the West Bengal Right to Public Services Act, 2013 to provide time-bound services to the citizens, thereby fixing the accountability of the public servants at various departments. This Act helps common people to avail the notified public services with a specified time.

The State Government is keen on strengthening and improving a transparent delivery mechanism in public service. The Act is applicable to all state government departments and local self government bodies, such as three-tier panchayats, municipalities, municipal corporations or any organisation controlled and financed by the state government.

 

সময়মত জনপরিষেবা দিতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ রাজ্যসরকার

নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের সব বিভাগের কাছ থেকে সাধারণ মানুষ যাতে যথাযথ পরিষেবা পায় তা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এখন যথেষ্ট তৎপর এবং বিভিন্ন তারা বিভিন্ন স্থানও পরিদর্শন করছেন।

নির্দিষ্ট সময়ে জন পরিষেবা দিতে ২০১৩ সালে পশ্চিমবঙ্গ জন পরিষেবা আইন ২০১৩ চালু প্রণয়ন করে রাজ্য সরকার।সময়মত জনপরিষেবা পেতে এই আইন সাধারণ মানুষদের অনেক সাহায্য করবে।

জনপরিষেবা আরও শক্তিশালী উন্নত ও স্বচ্ছ করার জন্য উৎসাহী রাজ্য সরকার। এই আইন সব সরকারি বিভাগের জন্য কার্যকরী, যেমন- ত্রিস্তর পঞ্চায়েত, পৌরসভা, পৌর কর্পোরেশন বা কোন সংগঠন রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হত।

 

 

 

French companies want to invest in Bengal, says Ambassador

Stating that West Bengal has witnessed a rapid development in almost all sectors, Alexander Ziegler, Ambassador of France in India, said that he is taking initiative to motivate more French companies to invest in the state.

He met the state Finance Minister Amit Mitra in Nabanna on Friday and said this after the meeting which he stated to be a “very successful” one.

Ziegler said that West Bengal is one of the best investment destinations at present. The reason being several initiatives were taken for its overall development and to attract investment here.

The state Finance Minister has invited him to be present in the Bengal Global Business Summit scheduled to be held on January 20, 2017.

 

বাংলায় বিনিয়োগ করতে চায় বহু ফরাসী সংস্থা, জানালেন রাষ্ট্রদূত

পশ্চিমবঙ্গ প্রায় সব খাতে দ্রুত উন্নয়ন করছে, দ্রুত এগোচ্ছে রাজ্য৷ তাই ফ্রান্স বাংলায় তার লগ্নির পরিমাণ আরও বাড়াতে চায়৷

এদিন ফ্রান্সের ভারতীয় রাষ্ট্রদূত আলেকজান্ডার জিয়েগলার বলেন, রাজ্যে বিনিয়োগ করার জন্য আরো ফরাসি কোম্পানিকে  উদ্বুদ্ধকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার নবান্নে  রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শিল্প সংক্রান্ত বেশ কিছু বিষয়ে দু‘জনের আলোচনা হয়৷ বৈঠকের পর তিনি জানান, শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি খুশি ৷ রাজ্যের শিল্প পরিস্থিতি ইতিবাচক৷

জিয়েগলার বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গ সবচেয়ে ভালো বিনিয়োগ গন্তব্যস্থলগুলির মধ্যে একটি।

রাজ্যের অর্থমন্ত্রী তাঁকে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানান যা অনুষ্ঠিত হবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।

 

Bengal seeks GI tag for handicrafts

The West Bengal State Council of Science and Technology is seeking GI recognition for various handicrafts which are unique in character and have the potential to be marketed nationally and internationally.

Officials of the state patent office, in co-ordination with the department of Micro, Small and Medium Enterprises (MSME) have recently applied for GI tags for seven handicraft products like ‘Patachitra’ paintings, ‘Dokra’, wooden mask, ‘Chhau’ mask, ‘Madur’ etc.

Diverse handicraft products

In West Midnapore district, it is estimated that there are about 4,500 weavers who are involved in making of ‘Madhukathi’ mats made from grass weed. In recent years, they have diversified into making curtains, hats, purse etc.

Similarly in Cooch Behar, the craftsmen make ‘Sitalpati’ mat, which is famous for its glossiness, smoothness and fineness of texture. The expensive cane product is specially suited for hot and humid climates as it is very cool.

In Purulia, the ‘Chhau’ mask is famous and is used for ‘Chhau’ dance and also for decoration purpose as wall hangings. In Bankura, artisans have retained the thousands of years old wax casting technique with ‘Dokra’ products like figures of gods and goddesses, birds, animals besides jewellery.

 

হস্তশিল্পের ওপর GI ট্যাগের স্বীকৃতি চায় বাংলা

পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এবার তাদের হস্তশিল্পের বিভিন্ন পণ্যদ্রব্য ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাজারজাত করার জন্য GI ট্যাগের স্বীকৃতি চেয়েছে।

সম্প্রতি রাজ্যের পেটেন্ট কার্যালয়ের কর্মকর্তারা, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) বিভাগের সহযোগিতায় সাতটি হস্তশিল্পজাত দ্রব্য যেমন – পটচিত্র, পেইন্টিং, ডোকরা, কাঠের মুখোশ, ছৌ মুখোশ ও মাদুর ইত্যাদিকে GI ট্যাগের স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছে।

বিভিন্ন হস্তশিল্প:

অনুমান করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৪,৫০০ জন তাঁতি ঘাস আগাছা থেকে মাদুরকাঠি তৈরির সঙ্গে যুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে, তারা পর্দা, টুপি, পার্স ইত্যাদি বিচিত্র পণ্যদ্রব্য তৈরি করছে।

একইভাবে কুচবিহারে তৈরি হয় শীতল পাটি মাদুর যা এর উজ্ঞ্বলতা, মসৃণতার জন্য বিখ্যাত। ব্যয়বহুল এই জিনিসটি গরম ও আর্দ্র আবহাওয়ায় জন্য উপযুক্ত, এটি খুব ঠাণ্ডা।

পুরুলিয়ার ছৌ নাচ ও ছৌ মুখোশ বিখ্যাত এবং দেওয়ালের চিত্রের জন্য অনেক প্রসাধনী ব্যবহার করা হয়।

বাঁকুড়ায়, ডোকরার তৈরি পণ্য দ্রব্য যেমন পাখি, পশু, গয়নার পাশাপাশি হাজার বছরের পুরনো শিল্পকে ডোকরার মাধ্যমে আজ বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা।