PM’s politics of coercion won’t work on Trinamool: Partha Chatterjee

Narendra Modi’s politics of coercion will have no impact on Trinamool Congress chief Mamata Banerjee and she will carry on with her demand to withdraw demonetise high value notes, Partha Chatterjee, party’s secretary general said on Wednesday.

Partha Chatterjee said Mamata Banerjee would continue with her movement against Narendra Modi who was looting the country and planning to sell it.

“Mamata Banerjee’s fight against Modi babu who is looting the country and planning to sell it will continue and she will stick to her demand to withdraw demonetisation of high value notes,” he said.

Partha Chatterjee alleged that BJP with the help of central agencies tried to scare the political parties that had criticised demonetisation of high value notes and launched movement against Modi’s decision. “How many jails do you have and what are their capacities. If needed, arrest all of us but the movement against your arbitrary and dictatorial decision will continue,” he maintained.

He said people were fed up with Modi’s hypocrisy and Amit Shah’s ‘goondaism’. “Modi babu’s hypocrisy and Amit Shah’s ‘goondaism’ have ruined the country and the country has never experienced such vindictive politics,” he added.

Partha Chatterjee said all development work in the state had been stalled due to demonetisation. There is no work in agriculture sector. People are denied of treatment because of lack of cash. Workers in the unorganised sector are worst hit. Even salaried people could not withdraw their own money. “The whole country is facing economic crisis and no one knows when the situation will improve,” he said.

Partha Chatterjee said: “Since November 8 night when Modi announced demonetisation of high value notes, Reserve Bank of India has become Modi Bank of India. It is issuing an instruction and on the very next day it is being withdrawn and a fresh instruction is issued. There is no planning and the government is being run whimsically.”

He reiterated that movement of Trinamool Congress would continue and the party would fight till the end. “We will fight till the end of this arbitrary rule. Such a big decision was taken without any home work and the people are suffering because of this hasty policy,” he remarked.

 

ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবেনা: পার্থ চট্টোপাধ্যায়

নরেন্দ্র মোদীর এই চমকানো ধমকানোর রাজনীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের নোটবাতিল সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি থেকে এক চুলও সরাতে পারবে না, সে কথাই আরও একবার স্পষ্ট করে দেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন জারি থাকবে। নরেন্দ্র মোদীর জমানায় দেশে লুঠতরাজ চলছে ও দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে।

“কেন্দ্রের নোটবাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি থেকেও তিনি সরবেন না“ তিনি বলেন।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যে সকল রাজনৈতিক দলগুলি মোদীর নোটবাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে ও আন্দোলনে নেমেছে তাদেরকে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। আপনার কাছে কত জেল আছে আর তাতে কত লোক রাখতে পারবেন? দরকার হলে আমাদের সকলকে গ্রেফতার করুন, কিন্তু, তাতেও আপনার হঠকারী ও স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “মোদী বাবুর ভণ্ডামি এবং আমিত শাহের গুণ্ডামি দেশকে শেষ করে দিয়েছে, এদেশে এইরকম প্রতিহিংসাপরায়ন রাজনীতি কেউ করেনি।“

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, নোটবাতিলের ফলে এ রাজ্যে উন্নয়নের সমস্ত কাজ পুরো থমকে গেছে। কৃষিক্ষেত্রে কারোর কোনও কাজ নেই। টাকার অভাবের জন্য রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অসংগঠিত খেত্রের কর্মীরা আরও বেশি বিপর্যস্ত হয়েছেন। চাকুরীজীবী মানুষ নিজের বেতনের টাকা তুলতে পারছেন না। “পুরো দেশ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন ও কেউ জানেন না এই পরিস্থিতির হাত থেকে কবে রেহাই পাওয়া যাবে।”

তিনি বলেন, “৮ই নভেম্বর সন্ধ্যেবেলা মোদীর নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মোদী ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পরিনত হয়েছে। এরা আজ একটা সিদ্ধান্ত ঘোষণা করছে, তারপরের দিন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করছে ও নতুন আরেকটা নতুন সিদ্ধান্ত জারি করছে। এদের কোনও পরিকল্পনা নেই আর খেয়ালখুশিমত সরকার চলছে।“

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “আমরা এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ অবধি লড়ে যাব। কোনও পরিকল্পনা ছাড়াই এতবড় একটা সিদ্ধান্ত নেওয়া হল। মানুষ এই হঠকারী সিদ্ধান্তের জন্য আজ দুর্দশার মধ্যে রয়েছে।”

 

Bengal CM warns of stern action against sand mafia

Chief Minister Mamata Banerjee on Tuesday instructed the administration to take stern action against the sand mafia.

During the administrative meeting held with senior state government officials, she said “Do not spare the sand mafia. Take stringent action against them.”

The CM said the sand mafia were involved in illegal excavation from river bed and said it would have to be stopped. “If anyone is caught, he/she will not be spared and stern action will be taken against him/her,” she maintained.

 

বেআইনি বালি খাদানের বিরুদ্ধে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে।

উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক চলাকালীন তিনি বলেন, “বালি মাফিয়াদের কোনও ভাবেই ছাড়া যাবে না, ওদের বিরুদ্ধে
কঠিন ব্যাবস্থা গ্রহন করুন।“

মুখ্যমন্ত্রী বলেন, এই বালি মাফিয়ারাই নদীগর্ভ থেকে বালি চুরি করে নিচ্ছে, এটা বন্ধ করতে হবে। যারা ধরা পড়বে, তাদের রেয়াত করা হবে না, কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

There is cash crunch as well as bank crunch: Mamata Banerjee in Bankura

Bengal Chief Minister Mamata Banerjee slammed the Centre today yet again saying that the situation on ground due to demonetisation is grim. She later took to Twitter to post her views.

The Chief Minister said, as an effect of demonetisation, labourers were not getting wages under the 100 Days’ Work Scheme. Earlier, 30,000 people used to work under the scheme in Bankura, which has now come down to 10,000.

She said that the money received for paying those who work under the scheme has also come down drastically – less by Rs 135 crore.

The CM said, “The situation on ground is very grim. With weekly limit of Rs 24000, banks were supposed to give Rs 96000 per month. For 100 Days’ Work, workers get Rs 5000+ in a month. Banks are unable to give this amount also. What will the people eat?”

The rural economy is in tatters. “The rural economy is dependent on cooperative banks. Even they are not receiving money” the CM said.

Mamata Banerjee added, “There are no workers to harvest paddy. Crores of people have lost their jobs. The rural people are suffering immensely. This is an area where there is bank. Imagine the situation where there is no bank”.

She went on: “There is cash crunch as well as bank crunch”.

She admonished the Central Government and asked it to “first create the infrastructure for cashless economy; only bhashan won’t do. Every day a decision is changed it means this is an unstable government.”

 

টাকা ও ব্যাঙ্ক দুইই অমিলঃ নোট বাতিল ইস্যুতে বাঁকুড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোটবাতিলের বিরুদ্ধে আবারও সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোটবাতিলের ফলে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে।

তিনি বলেন, নোটবাতিলের ফলে ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না। যেখানে আগে বাঁকুড়ায় ১০০ দিনের কাজে ৩০,০০০ শ্রমিক কাজ করত, সেই সংখ্যা আজ মাত্র ১০,০০০ – এ এসে নেমেছে।

১০০ দিনের কাজে বাঁকুড়া জেলা বরাদ্দের ১৩৫ কোটি টাকা কম পেয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “বাস্তবের চিত্রটি খুবই ভয়ঙ্কর। সপ্তাহে সর্বোচ্চ ২৪,০০০ টাকা তুলতে পারার কথা, সেই হিসেবে ব্যাঙ্ক মাসে ৯৬,০০০ টাকা দিতে পারে। ১০০ দিনের কাজে নিযুক্তরা মাসে ৫,০০০ টাকার মত পেয়ে থাকেন। ব্যাঙ্ক এই টাকাও দিতে পাছে না। মানুষ খাবে কি করে? গ্রামীণ অর্থনীতি খুব সংকটে।”

তিনি বলেন, “গ্রামের অর্থনীতি প্রধানত নির্ভর করে সমবায় ব্যাঙ্কগুলির ওপর। সমবায় ব্যাঙ্কগুলি পর্যন্ত টাকা পাচ্ছে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধান তোলার জন্য কোনও মজুর পাওয়া যাচ্ছে না। কোটি কোটি মানুষ তাদের জীবিকা হারিয়েছেন। গ্রামের মানুষরা ভয়ঙ্কর কষ্টে আছে। এখানে ব্যাঙ্ক আছে, তাতেই পরিস্থিতি এইরকম, তাহলে ভাবুন যেখানে ব্যাঙ্ক নেই, সেখানে কি অবস্থা।”

তিনি বলেন, “টাকা ও ব্যাংক দুইই অমিল।”

তিনি কেন্দ্রকে সাবধান করে বলেন, “প্রথমে ক্যাশলেস অর্থনীতির জন্য পরিকাঠামো তৈরি করুন, শুধু ভাষণে কাজ হবে না। প্রতিদিন সরকার নিজেদের একটি করে সিদ্ধান্ত বদলাচ্ছেন; এই সরকারের স্থিতিশিল নয়।”

Bengal Govt to set up leopard safari, deer park in Khoyerbari

In a unique move, the State Government has decided to set up a leopard safari park of international standards at Khoyerbari in Madarihat block, which will be one of the major tourist attractions in Bengal.

The State Government also wants to set up a deer park and a bird watching centre, where visitors can see various species of birds.

Several initiatives have also been taken to give a new look to Eco Park in Kunjanagar and the tiger rehabilitation centre in Khoyerbari, close to the Jaldapara forest.

Leopards that often enter residential localities would be rehabilitated in the proposed safari park. The deer park would have a breeding centre that would help in increasing the number of the deer species on the verge of extinction.

Once the projects are completed, they are expected to become tourist hot spots. The number of tourists to Bengal have increased in recent years, with the State securing the 5th position in terms of tourist inflow.

খয়েরবাড়িতে চিতা সাফারি ও ডিয়ার পার্ক শুরু করতে উদ্যোগী রাজ্য সরকার

উত্তরবঙ্গে পর্যটনের আরও বিকাশ ঘটাতে মাদারিহাট ব্লকের খয়েরবাড়িতে একটি আন্তর্জাতিক মানের চিতা সাফারি পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওখানে একটি ডিয়ার পার্ক ও পক্ষিরালয় নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জলদাপাড়ার নিকটস্থ কুঞ্জনগরের ইকো পার্ক ও ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রটিকেও নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য বন দপ্তরের ২৩ হেক্টর জমির ওপর গড়ে উঠবে এই চিতা সাফারি ও ডিয়ার পার্ক। পুরো জমির জরিপ ও বাকি প্রয়োজনীয় রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষের দিকে।

যে সব চিতা মাঝে মাঝে লোকালয়ে ঢুকে পড়ে, তাদের ওই পার্কে পুনর্বাসিত করা হবে।

প্রকল্পটি শেষ হলে আশা করা যায়, এটি পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। বিগত পাঁচ বছরে বাংলায় প্রচুর পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের সংখ্যা অনুসারে রাজ্যগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা।

 

Statement from Trinamool Congress at 6:30 PM on Demonetisation

Statement from Trinamool Congress

 

Government clarification absurd. What’s relation between Demonitization and the BJP party? Why is this theory being floated all of a sudden? Was there an attempt to fool people with that misleading statement on Friday? Of course only old notes received before November 8 can be deposited. Is the Government now even forcing some to become Government and party spokespersons?

 

Derek O’Brien,

Chief National Spokesperson and

Parliamentary Party Leader,  Rajya Sabha

Trinamool showcases achievements of Bengal Govt at Commonwealth Parliamentary Association Conference in London

Trinamool Congress held up the achievements of transforming Bengal under the able leadership of Chief Minister Mamata Banerjee at the Commonwealth Parliamentary Association Conference, held in London earlier this week.

Trinamool’s Deputy Leader of Rajya Sabha, Sukhendu Sekhar Roy and Lok Sabha MP, Dr Kakoli Ghosh Dastidar, at different sessions during the meet, provided information regarding the development of Bengal in the last five years, to delegates from political parties of 53 nations.

The two Members of Parliament informed the delegates about schemes like Kanyashree and Yuvashree, and about measures taken for conserving the environmental by the Bengal Government.

Sukhendu Sekhar Roy participated in a seminar regarding environment where he pointed out that in the third world, policies regarding industrialisation should be taken keeping agriculture and farmers in mind.

Dr Kakoli Ghosh Dastidar held forward the vision of Mamata Banerjee at the inaugural session. She informed the delegates about the success of Kanyashree scheme which has brought down trafficking and under-age marriage.

 

লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে বাংলার সাফল্য তুলে ধরল তৃণমূল কংগ্রেস

লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন সাফল্য ও বাংলার পরিবর্তনের ছবি তুলে ধরল তৃণমূল কংগ্রেস।

রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় ও লোকসভার সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার দুজনেই পৃথক সেশনে ৫৩ টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের উপস্থিতিতে বাংলার গত ৫ বছরের সাফল্য ও উন্নয়নের কথা তুলে ধরেন।

বিশেষ করে কন্যাশ্রী ও যুবশ্রীর মত প্রকল্প এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে রাজ্য সরকারের যে সদিচ্ছা ও বাস্তবায়নের পর উপকৃত লক্ষ লক্ষ মানুষের প্রতিক্রিয়া জানতে উৎসাহী হয়েছেন অন্য দেশের সাংসদরা।

জলবায়ু সংক্রান্ত সম্মেলনে দেশের তরফে বক্তব্য রাখেন সুখেন্দু শেখর রায়, তিনি উল্লেখ করেন, দূষণ রুখতে যে সমস্ত প্রযুক্তি প্রয়োজন তা তৃতীয় বিশ্বের দেশের নেই। শিল্প কারখানাকে অগ্রগতির সোপান ভাবলেও কৃষি ও কৃষকের কথা মাথায় রেখেই সরকারি কর্মসূচি নেওয়া উচিত।

উদ্বোধনী সম্মেলনে কন্যাশ্রী প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন তুলে ধরেন ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। নারী ক্ষমতায়ন নিয়েও বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,  নারী শিক্ষা ও অগ্রগতিতে কন্যাশ্রী শুধু বাংলা নয় এখন গোটা বিশ্বের মডেল।

 

 

Saugata Roy speaks on The Right of Persons with Disabilities Bill, 2014 | FULL TRANSCRIPT

Madam, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014, I am so happy to see the condition of the house today. If only the ruling party had this intention in mind, then the debate on demonetisation could have been held. I am so happy at this situation, Madam, you sitting quietly without getting excited and the Ministers all sitting in their seats; this is an ideal situation, why we could not do it, I lament.

The session is a washout in any case, but, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014

First thing I want to mention is that this Bill was brought to Rajya Sabha in 2014. At that time Mr. Arun Jaitley was the Leader of Opposition in Rajya Sabha; he said that this Bill should not be passed urgently; we should send it to the Standing Committee. The Standing Committee submitted its report in 2015 and now the Bill has come in 2016. Of course, it is better late than never; it took more than two years in actually passing of the Bill.

There is no doubt that Bill has very many improved features for which we must commend The Government. For the first time a comprehensive legislation has been brought forward for the aid of those who are disadvantaged – some from birth, some through accidents or, diseases acquired later. They are the really the most unfortunate condemned people in our society.

It is good that the Parliament is one in passing this Bill. Whatever our political differences, we are with the very disadvantaged people. They have shown that much of humanity and compassion which is a good thing in itself.

Now there are certain – Mr. Venugopal has spoken at length – good features in the Bill, which the Minister has also mentioned. The main thing is that they have included 21 categories as part of disabilities. For instance, for the first time autism, an intellectual problem for learning disorders, has been included. For the first time learning disorders like dyslexia has been included. I did not know for a long time that there was a disease such as dyslexia. Only after seeing Aamir Khan’s Taare Zameen Par, I came to know that there is such a learning disorder. So now that has also been included. And for the first time acid attack victims have been, included.

Madam, the other day during the release of B Mahtab’s book, we were talking of the problems of the old people, senior citizens, the elderly who were hit by geriatric diseases such as Parkinson’s Disease. Now Parkinson’s Disease has also been included as a disability which I strongly commend. Also for the first time, blood disorders – like, thalassemia, haemophilia – have been included, they were not there earlier, we know what problems people with thalassemia and haemophilia havee faced.

Now, I support Mr Venugopal, when he said that reservation should be increased to five per cent instead of four per cent as promised in the Bill. I hope that in this atmosphere of cordiality the Minister will accede to our request. There is no loss of prestige if you accept the Opposition’s recommendation in this very important matter of reservation for the persons with disabilities. Also there is five per cent reservation in land allotments by the Government. So, if there is five per cent reservation there, there should be five per cent reservation in employment.

Now, the Central and State Advisory Boards are being formed and our Parliament will elect members to the Central Board, MLAs will also elect members to the State Advisory Boards. As Mr Venugopal has suggested, I again support him that the District Advisory Boards should also have representatives of the people. If you don’t want MLAs and MPs, at least district ZIlla Parishad members, some people’s representatives should be kept in the District Advisory Boards.

Now, for the first time a national fund for the persons with disabilities is being created and it will mainly depend on Central allotments. I do hope finance ministers in future will allot sufficient fund for the help of the persons with disabilities.

There is also a committee on research on disabilities, which is very good because a lot of these disabilities could be cured if there is proper training.

Now, there are two points in I would like to mention in brief. Our country is not friendly to the specially-abled people. Madam, you travel to the West very often. Every building there has a ramp. Every medium of transport has a ramp for people with orthopaedic problems. We have not been able to introduce that in our trains, in our buses, and even in some of our Government buildings, these ramps have not been put for specially-abled people. This should be strictly implemented.

Madam, I have been working with the specially-abled people for many years. The National Institute of Orthopedically Handicapped is in my constituency, in Bonhooghly. Also, branches of the National Institute of Visually Handicapped and Hearing Impaired are also in the same campus. But, I find that NIOH is very badly maintained and managed. There is a big rush of patients there but not sufficient doctors, particularly doctors who can perform surgery on the orthopedically disabled. I want the Minister to give personal attention.

Madam, many people do not know that the Central Government has a scheme to give free appliances to the handicapped – wheel chairs, tricycles, blind sticks, hearing aids etc. All this is distributed freely. But, we have to organise camps. Now to organise a camps for thousand or two thousand people, it takes a lot of money, there is no help from the Government.

And then again in camps, there is a problem that unless they have the Disability Certificate, they will not get this aid from the Government of India. So, I would request the Minister, to make this provision of having certificate, not compulsory, not mandatory, but optional. Rules for camps need to be made simple.

Madam, we support this Bill wholeheartedly with the 59 amendments. Now there is not much left to amending the Bill accept the reservation. In this context, I would quote from Tagore:

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান |
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান

[O my unfortunate country, those who have been insulted by you, ultimately the country will be insulted by them. So unless we can do proper justice to the disabled, we shall not be fulfilling our duties as citizens of the country.]

Lastly, the Minister promised that he would bring a Bill on Transgenders (already there is a Private Members’ Bill on the subject). I would request him to also expedite the Bill so that can pass it unanimously again just as we are passing this Right of Persons with Disabilities Bill, 2014 in a Parliament session raked by controversies and disturbed by commotion.

Thank you.

Week 5: Despite the Opposition’s efforts, Treasury benches prevented discussion on demonetisation

The final week of Parliament also saw the Opposition parties, including Trinamool Congress, demand discussions on demonetisation. However, the treasury benches continuously tried to disrupt proceedings.

On December 14, 16 leading Opposition parties held a joint press conference in New Delhi. Sudip Bandyopadhyay of Trinamool Congress said that the “voice of Opposition is being gagged” in Parliament and that “what is happening is not just unfortunate but disgraceful”.

In the Rajya Sabha, on December 14, Nadimul Haque spoke on behalf of the party supporting the Right of Persons with Disabilities Bill, 2014. A speech supporting the same Bill was given by Saugata Roy in the Lok Sabha on December 16.

On December 15, the Trinamool Members of Parliament held a protest against demonetisation outside Parliament.

On that same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay even said that “a discussion could have been initiated, without any Rules”. However, the ruling party did not let it happen.

The 241st session of Parliament (Winter Session) ended today, that is, on December 16.

 

 

শীতকালীন অধিবেশনের পঞ্চম সপ্তাহে সংসদ চলতে দিল না সরকারপক্ষ
সংসদের শীতকালীন অধিবেশনের শেষ সপাহেও নোটবাতিল নিয়ে আলোচনা হল না। বিরোধী দলগুলি আলোচনার দাবি জানালেও সরকার পক্ষ সমানে বাধা দিয়ে আলোচনা হতে দিল না।

ডিসেম্বরের ১৪ তারিখ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। যা ঘটছে তা খুবই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।”

রাজ্যসভায় ডিসেম্বরের ১৪ তারিখ, নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে “The Right of Persons with Disabilities Bill, 2014″র পক্ষে সওয়াল করেন

ডিসেম্বরের ১৫ তারিখ তৃণমূল কংগ্রেসের সাংসদরা নোটবাতিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন।

ওই দিনই লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নিয়ম ছাড়াই আলোচনা হতে পারে।“ যদিও সরকার পক্ষ সেটা হতে দেয় নি।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় ডিসেম্বরের ১৬ তারিখ।

 

Trinamool protests outside RBI office in Kolkata against demonetisation

Trinamool Congress legislators staged a demonstration outside RBI office in BBD Bag over the ever-increasing ordeal of common people even after one month of demonetisation of high value notes.

The Trinamool MLAs, led by party secretary general Partha Chatterjee and senior leaders Firhad Hakim, Sovan Chatterjee and Sobhandeb Chatterjee, marched towards RBI building on BBD Bag. The MLAs held posters and placards highlighting the ordeal of people.

Partha Chatterjee said that one month had lapsed but no relief had been given to the people. Long queues are still seen in front of ATMs and banks and there was shortage of notes. “People are standing in the queues for hours to get their own money. More than 100 people have died and RBI is not informing about the exact amount of notes it has given in different banks in the state. This is most unfortunate. RBI should come out with a statement,” he said.

Trinamool Congress will hold meetings and rallies all over the state for the next three days to protest against demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অভিযান তৃণমূলের

নোট বাতিলের প্রতিবাদে কলকাতার বুকে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সুর চড়াল।

বুধবার তৃণমূলের মন্ত্রী ও বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে রিজার্ভ ব্যাঙ্কের সামনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ দেখান; অন্যদিকে, বাংলার সব ব্লকে নোটবন্দীর প্রতিবাদে মিটিং–‌মিছিল করেন তৃণমূলের নেতার ও কর্মীরা। তাঁরা স্লোগান তোলেন, মোদি হঠাও, দেশ বাঁচাও। নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বুধবার সকালে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ঠিক করে বিধানসভা থেকে হেঁটে বিধায়কেরা বিক্ষোভ দেখাতে যাবেন রিজার্ভ ব্যাঙ্কের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিনের এই কর্মসূচি নেওয়া হয়। বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে যান রিজার্ভ ব্যাঙ্কের সামনে। ব্যাঙ্কের সামনে একটি ছোট লরিও রাখা হয়। সেখান থেকে মাইক্রোফোনে বক্তব্য পেশ করেন পার্থ চ্যাটার্জি, শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চ্যাটার্জি, সুব্রত বক্সি।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, শশী পাঁজা, অসীমা পাত্র, বিধায়ক সুজিত বসু, নির্মল ঘোষ, তাপস রায়, নার্গিস বেগম, গুলশান মল্লিক, মালা সাহা, বৈশালী ডালমিয়া–‌সহ অনেকে। স্লোগান দেওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, বৃহস্পতিবারও বেলা সাড়ে ১২টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের সামনে একইভাবে বিক্ষোভ দেখানো হবে। তৃণমূল ভবনে খবর এসেছে, বিভিন্ন জেলায় এদিনের কর্মসূচি সফল হয়েছে। বৃহস্পতিবারও এই কর্মসূচি পালন করা হবে। চলবে শুক্রবার পর্যন্ত।‌

 

 

We are ready for a discussion in Parliament even tomorrow: Sudip Bandyopadhyay

Statement by Sudip Bandyopadhyay, Leader of AITC Parliamentary Party in Lok Sabha

Prime Minister Narendra Modi is accountable and answerable to Parliament. The voice of Opposition is being gagged. Sixteen Opposition parties are speaking in a united voice.

We have given Adjournment Motions from Day 1. We gave our Notice under Rule 56, Congress gave its under Rule 184. From the Government’s side they wanted a discussion under Rule 193.

An understanding was reached that the Opposition will begin a discussion but suddenly a rumour was spread that the Opposition will not let the House run after they speak. So, BJP wants to speak first.

We are ready for a discussion even tomorrow. What is happening is not just unfortunate but disgraceful.

 

 

আমরা কালকেও নোট বাতিল ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত: সুদীপ বন্দ্যোপাধ্যায়

লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি:

প্রধানমন্ত্রী সংসদের কাছে দায়বদ্ধ। বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে। ১৬টি বিরোধী দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ।

আমরা প্রথম দিন থেকেই মুলতুবি প্রস্তাব আনছি। তৃণমূল ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী নোটিশ দিয়েছে, কংগ্রেস ১৮৪ নম্বর অনুযায়ী নোটিশ দিয়েছে। সরকারের তরফ থেকে ১৯৩ নম্বর মেনে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে।

একটি সমঝোতা হয়েছিল যে বিরোধীরা আলোচনা শুরু করবে, কিন্তু, হঠাৎ গুজব ছড়ানো হল যে বিরোধীরা বক্তব্য রাখার পর তাদের তরফে আর কক্ষ চলতে দেওয়া হবে না। সেই জন্য বিজেপি আগে বক্তব্য রাখতে চায়।

আমরা কালকেও আলোচনার জন্য প্রস্তুত আছি। এই পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত।