Let there be a tide of protests against demonetisation: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, while inaugurating Joydeb Mela in Bardhaman district today, came down hard on the Centre for the loss that demonetisation has caused to farmers, small traders, tea garden and jute industry workers.

“People are unable to withdraw their own money from banks. Small traders have been badly hit. Farmers do not have money to buy seeds. Tea gardens, the jute industry, small-scale enterprises have suffered. People are not getting pension,” she said while pointing out a survey report which say 30% people have lost their jobs due to demonetisation.

“People are suffering. Workers under the 100 Days’ Work Scheme are not receiving wages. Banks do not have money”, the Chief Minsiter said, and on top of that, “92% rural areas do not even have banks”.

She accused the Prime Minister of peddling plastic currency: “Modi Babu has become a salesman of plastic currency”. But only a very small percentage of people possess cards, and not all shops accept cards: “Will people eat plastic?”

She said, “Tughlaqi decisions have crippled the economy. I have seen many governments at Centre but never seen a Tughlaqi government like this”.

“120 people have lost their lives. Will Modi Babu take responsibility?” the CM asked.

She also harped on the vindictive attitude of the Central Government: “Anyone who speaks out against the Centre is branded corrupt and agencies are sent after them”.

She “urged everyone to come forward and protest”. “Let there be a tide of protests”, she said.

Mamata Banerjee ended her speech with a rallying cry: “We were with the people. We are with the people. We will stay beside the people”.

 

মানুষ বলছে মোদী বাবু এবার বিদায় নিনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বীরভূম জেলার কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন।

তিনি বলেন, দেশে ৯২শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই, এই সিদ্ধান্তের ফলে মানুষ চরম ভোগান্তির শিকার, ছোট ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। চা বাগান, জুট মিল থেকে শুরু করে ছোট কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কৃষকদের কাছে ফসলের বীজ কেনার টাকা নেই, ৩০% মানুষ কর্মহীন হয়ে পড়েছে, ১০০ দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না।

পাশাপাশি তিনি বলেন, যেখানে ব্যাঙ্ক আছে সেখানেও মানুষ ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারছে না, বয়স্ক মানুষরা পেনশন পাচ্ছেন না। কারন কোনও বাঙ্কের কাছেই টাকা নেই। তিনি আরও বলেন, মোদীবাবু প্লাস্টিক টাকার সেলসম্যান হয়েছেন। মানুষ কি প্লাস্টিক খাবে?

নোট বাতিলের ফলে ব্যাংকের লাইনে দাড়িয়ে যে ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, মোদী বাবু কি এতজন মানুষের মৃত্যুর দায় নেবেন?

তিনি বলেন, মানুষের কাছে টাকা নেই। সাধারণ মানুষের সাদা টাকা এখন কালো হয়ে গেছে আর বিজেপির কালো টাকা সাদা হয়ে গেছে। এই সরকার মানুষের থেকে কর সংগ্রহ করে এখন মানুষকেই চোর বলছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমি অনেক সরকার দেখেছি কিন্তু এরকম তুঘলকি সরকার কখনোও দেখিনি, এই তুঘলকি শাসকদের তুঘলকি সিদ্ধান্ত দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে যেই মুখ খুলছে তার পিছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে।

তিনি সকলকে আবেদন জানান প্রতিবাদে এগিয়ে আসার জন্য। তিনি বলেন, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। বাংলাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।”

 

 

 

 

Day 2 of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta

Today was the second day of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta.

Trinamool MPs of Lok Sabha and Rajya Sabha held a sit-in demonstration at South Avenue for the second day. The dharna began with 2 minutes silence for the 120 people who lost their lives due to demonetisation. Several MPs – Saugata Roy, Kalyan Banerjee, Sukhendu Sekhar Roy, Kakoli Ghosh Dastidar, Sisir Adhikari, Sultan Ahmed – made short speeches highlighting the sufferings of people every hour.

A dharna was organised just three kilometres away from the office of the Central Bureau of Investigation (CBI) in Bhubaneswar. Senior Trinamool Congress leaders including Secretary General of the party Partha Chatterjee, All India General Secretary, Subrata Bakshi, Chandrima Bhattacharya and Manish Gupta  attended the dharna.

Dharnas were also organised in front of CGO complex and RBI headquarters in Kolkata. They will continue even today.

Protests are being organised in Punjab, Kishanganj (Bihar), Manipur, Tripura, Assam, and Jharkhand against the note ban and the suffering that is being caused to the people.

 

নোট বাতিলের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ দ্বিতীয় দিন

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্ত ও তার ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিরুদ্ধে  এবং কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ  দ্বিতীয় দিন।

দিল্লির সাউথ এভিনিউতে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ধর্ণা দেন। সকাল ১১টায় নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ধর্ণা। এরপর প্রত্যেক ঘন্টায় বর্ষীয়ান সাংসদরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ।

ওড়িশার ভুবনেশ্বরের সিবিআই অফিসের মাত্র তিন কিঃ মিঃ দুরে আজ ধর্ণা দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, মনীশ গুপ্ত প্রমুখ।

ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলবে প্রতিবাদ।

 

CBI has become ‘Conspiracy Bureau of Investigation’: Mamata Banerjee

Today, during the inauguration of Mati Utsav in Bardhaman, Bengal Chief Minister Mamata Banerjee once again lashed out at the Centre’s decision to demonetise Rs 500 and Rs 1,000 currency notes last November. The decision has brought untold miseries upon the people.

“Farmers are suffering due to demonetisation. Daily wagers are starving”, said the Chief Minister. She pointed out to the futility of asking people to deposit the demonetised currencies into their bank accounts and exchange them with new ones, since “92% of the rural areas do not have banks or post offices”.

She then tore into the Central Government’s argument of striving for a cashless society and paying through cards.

“The Centre talks of a cashless society while the people cannot even withdraw their own money from banks” because “40% of the banks do not have money”. “They are talking of cashless India. But people have become ‘cash less’”; so “will people eat plastic money?”

Mamata Banerjee said, “Two months of Modi’s ‘note bandi’ has spelt doom for the people. Bengal has lost revenue worth Rs 5,500 crore in two months”.

On the failed promise of the Prime Minister to bring back black money stashed in foreign accounts, she said, “Modi has failed to bring back black money from abroad. Who gave the Centre the right to take away people’s white money?”

She said, “The Central Bureau of Investigation (CBI) has instead become ‘Conspiracy Bureau of Investigation’”.

“The current situation”, the Chief Minister said, “is worse than the Emergency. The economy has been bulldozed. Markets are on a downward spiral. This is a signal of bad times”.

During these times of dire straits, she said, “it is our responsibility to stand by the people and lend a voice to their problems,” at the same time, daring the Centre to “arrest” her for taking the side of the common people and protesting.

 

সিবিআই এখন ‘কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বর্ধমানে মাটি উৎসবের সূচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

তিনি বলেন, “নোট বাতিলের ফলে চাষিরা সমস্যার সম্মুখীন, ক্ষেত-মজুররা খেতে পাচ্ছেন না। যে দেশের ৯২ শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই”।

“কেন্দ্রীয় সরকার ক্যাশলেস অর্থনীতির কথা বলছে অথচ সাধারন মানুষ নিজের টাকাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছে না। কারন ৪০ শতাংশ বাঙ্কে টাকা নেই। মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। তাহলে মানুষ কি প্লাস্টিক মানি খাবে?” তিনি প্রশ্ন করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মোদীর নোটবন্দির ২ মাস আর জনগনের সর্বনাশ, ২৫ শতাংশ রাজস্ব কমে গেছে। ২ মাসে রাজ্যে ৫৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে”।

সিবিআই এখন “কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় “দেশের অবস্থা জরুরির থেকেও খারাপ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হয়েছে, বাজার এখন নিম্নমুখী, খুব খারাপ সময়ের দিকে এগোচ্ছি আমরা।”

সবশেষে তিনি বলেন, “বিপদের সময় সাধারন মানুষের পাশে দাঁড়ানো ও তাদের কষ্টের কথা তুলে ধরা এটা আমাদের কর্তব্য, সাধারন মানুষের পাশে থাকার জন্য ও তাদের হয়ে প্রতিবাদ করার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছে হলে তাঁকে গ্রেফতারও করতে পারে”।

Trinamool is organising nationwide protests against Modi babu’s shameless flop-show: Mamata Banerjee

In a statement on Twitter, Bengal Chief Minister Mamata Banerjee said that the Trinamool Congress is organising nationwide protests against Narendra Modi’s “shameless flop-show” (implying the draconian policy of demonetisation).

She announced the staging of dharnas over the next three days, that is, Monday, Tuesday and Wednesday, in Bengal, Odisha (Bhubaneswar), Punjab, Bihar (Kishanganj), Manipur, Tripura, Assam, Jharkhand and Delhi.

Mamata Banerjee, through her statement, also demanded that “restrictions should be removed” on the withdrawal of cash from banks and ATMs because of the “hardships being faced by millions due to demonetisation”.

Today, about 35 Trinamool MPs have begun a peaceful protest, on South Avenue in New Delhi, against demonetisation and the resultant suffering caused to millions. It would continue till 6 pm.

 

মোদী বাবুর নির্লজ্জ ফ্লপ শোয়ের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে নামল তৃণমূলঃ মমতা বন্দ্যোপাধ্যায়

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “নরেন্দ্র মোদীর ‘নির্লজ্জ ফ্লপ শোয়ের’ (হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস।

তিনি জানান, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তিনদিন ব্যাপী বাংলা, ওড়িশা (ভুবনেশ্বর), পাঞ্জাব, বিহার (কিষাণগঞ্জ), মনিপুর, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও দিল্লীতে ধর্ণা চলবে।

এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ব্যাঙ্ক ও এটিএম-এর মাধ্যমে টাকার লেনদেনের ক্ষেত্রে “বিধিনিষেধ বা ঊর্ধ্বসীমা” তুলে নেওয়ারও দাবি জানান।

এই প্রতিবাদে আজ দিল্লীর সাউথ অ্যাভিনিউতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সাংসদরা। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই ধর্ণা।

 

 

 

Modi Hatao Desh Bachao: Trinamool launches countrywide protests

The country-wide protests of Trinamool Congress against the political vendetta of the Centre and the arbitrary decision of the Narendra Modi Government to demonetise high-value bank notes started today, with party MLAs and senior leaders demonstrating outside the Reserve Bank of India (RBI) and the CGO Complex in Salt Lake. The protests would continue for the next three days.

Mamata Banerjee has been carrying out her fight against demonetisation that has claimed more than 110 lives and that has has led to a huge loss for the entire country.

The demonstrations started from 9 am and will continue till 6 pm on all the three days at both the RBI and the CGO complex.

At the same time, protest marches would also take place in other States.

 

 

আজ থেকে দেশজুড়ে তিনদিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের বিরুদ্ধে দেশ জুড়ে তৃণমূলের প্রতিবাদ অব্যাহত। আজ থেকে আন্দোলনের রূপরেখা নিয়ে আরও একবার পপ্তহে নামছে তৃণমূল। আজ থেকে শুরু হয়ে তিনদিন ব্যাপী চলবে এই প্রতিবাদ কর্মসূচি।

নোট বাতিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই চলবে। নোট বাতিলের ফলে ১১১ জনেরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আজ একদিকে কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের অফিসের সামনে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি করবে বিধায়ক ও মন্ত্রীরা।অন্যদিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরের সামনে প্রতিবাদে সামিল হবেন দলের অন্য নেতারা।

রিজার্ভ ব্যাঙ্ক ও সিজিও কমপ্লেক্সে এই কর্মসূচি শুরু হবে সকাল ৯ টায় এবং চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

একইসঙ্গে ভিন রাজ্যেও চলবে প্রতিবাদ সভা।

 

 

Mamata Banerjee shows solidarity with land movement of tribals in Jharkhand

Trinamool Congress supremo Mamata Banerjee expressed solidarity with tribals in Jharkhand against forceful acquisition of land from tribals by the Bharatiya Janata Party-led Jharkhand government.

She said on Friday: “Around 1500 acres of land were forcefully acquired from tribals in Jharkhand and given to someone as it had happened in Singur.”

“They sought our support to build protest against such forceful acquisition of land and a team comprising the state Agriculture Minister Purnendu Basu and MLAs including Srikanto Mahato and Sadhyarani Tudu will go to Jharkhand to speak to the land losers. They will file a report after visiting the place and then I will visit the place,” the Chief Minister added.

She further said: “I would visit all the BJP-led states (to raise voice against the on-going dictatorship going on in the country).”

It may be mentioned that Banerjee had already given a call for demonstration against the use of different agencies by the Centre for political purpose. There will be demonstrations across Bengal and other States on January 9, 10 and 11.

 

The image is representative

 

ঝাড়খণ্ডের আদিবাসীদের পাশে মমতা

ঝাড়খণ্ডের জমি আন্দোলনে আদিবাসীদের পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ৩ জনকে পাঠাচ্ছেন তিনি। তাঁরা হলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, শান্তিরাম মাহাতো, সন্ধ্যা টুডু এবং শ্রীকান্ত মাহাতো। তাঁরা ফিরে এসে মুখ্যমন্ত্রীকে ঘটনার রিপোর্ট দেবেন। তারপর মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে যাবেন।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বললেন, ‘‌বিজেপি বলেছে আমাকে মারবে। রিপোর্ট পাওয়ার পর আমি ওদের রাজ্যে যাব। ঝাড়খণ্ডে দেড় হাজার একর জমি নিয়ে আদিবাসীরা লড়াই শুরু করেছে। ৯,‌ ১০, ‌১১ জানুয়ারি তৃণমূলের ধর্না আছে।’‌‌‌

 

BJP trying to use Guv’s office for political purposes: Partha Chatterjee

Claiming that the Bharatiya Janata Party is trying to use the office of the Governor for political purpose, secretary general of the party Partha Chatterjee said that Trinamool Congress would protest if Raj Bhavan is used for political purpose.

He once again raised question on deployment of CRPF jawans near BJP party office without any permission from the state government.

“How could the CRPF jawans, whose duty is to provide security of BJP leader Rahul Sinha, were sent to the spot without permission of the state?” he raised the question.

 

রাজ্যপালের অফিস রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যপালের দপ্তরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে বিজেপি, বৃহস্পতিবার এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি ও বলেন যে তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করবে।

তিনি আবারও প্রশ্ন তোলেন রাজ্য সরকারকে না জানিয়ে কি করে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হল বিজেপির কার্যালয়ের বাইরে।

“বিজেপি নেতা রাহুল সিনহার সুরক্ষার দায়িত্তে থাকা আধা সামরিক বাহিনীকে কি করে রাজ্যের অনুমতি ছাড়া ঘটনাস্থলে পাঠানো হল?” বলেন তিনি

Bengal Govt plans underground network for cable TV lines

The Bengal Government is planning to construct an underground network of cable TV lines in an effort to keep the city clean, state Urban Development Minister said on Wednesday.

“In New Town, we have done it and will start soon in Bidhannagar. In Kolkata, we will soon start a pilot project for underground laying of cable TV lines,” he said at the inauguration of ‘Cable TV Show’.

He said this is part of a plan by Chief Minister Mamata Banerjee who wants the city to look more beautiful without wires hanging from every nook and corner. According to the minister, this would also give jobs to many unemployed youth in the city.

The move would minimise chances of any outside disturbances in connectivity as sometimes wires get damaged during cyclones, felling of trees and other similar instances.

 

ভূগর্ভস্থ কেবল তারের ব্যবস্থা করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

দৃশ্যদূষণ রুখতে এবার ভূগর্ভস্থ কেবল তারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তিলোত্তমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই এই ব্যবস্থা।

বুধবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ইতিমধ্যেই নিউ টাউনে ভূগর্ভস্থ কেবল তার নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিধাননগরেও এই ব্যবস্থা করা হবে। খুব শীঘ্রই কলকাতায় পাইলট প্রজেক্ট হিসেবে এই  নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ সেখানে চারদিকে কালো ঝুলন্ত তার মহানগরীর সৌন্দর্য নষ্ট করছে। মন্ত্রীর কথামত এর ফলে বেশ কিছু বেকার লোকের কর্মসংস্থানও হবে।

এই পদক্ষেপের ফলে বাইরের বিভিন্ন আঘাত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে গিয়ে যেসব ক্ষতি হয় সেইসব সম্ভাবনা কমবে।

 

Modi Babu using CBI, ED to terrorise those who criticise him: Mamata Banerjee

Mamata Banerjee today slammed the Centre today and said that the Prime Minister Modi Babu is using central agencies like the CBI and ED against those who criticise him. She accused the Centre of being busy with note bandi, riot mongering and curtailing the rights of people.

She said she cannot be silenced by fear-mongering.

While criticizing Centre’s decision of demonetising 500 and 100 rupee notes, she said that from self help groups to small traders and workers who went to other states, all are suffering.

“Even business at fairs has declined. Small businesses are closing down,” she added. Jute mills are shutting down, tea garden workers are suffering. Do all farmers, mazdoors have debit and credit cards, she questioned.

“Democracy is by the people for the people of the people. The Centre has turned it to by the emergency, for the emergency, of the emergency,” Mamata Banerjee said.

She said that people will not accept the financial emergency imposed by the Centre. Bengal will lead the way in times of crisis, when all others are remaining silent, she said.

 

মোদী বাবুর বিরোধিতা করলে উনি তাকে সিবিআই ও ইডি দিয়ে ভয় দেখাচ্ছেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান মোদী বাবুর সিদ্ধান্তের বিরোধিতা যেই করছে উনি তাকেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি দিয়ে ভয় দেখাচ্ছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নোটবাতিল, দাঙ্গা লাগানো ও জনগনের অধিকার কিভাবে কেড়ে নেওয়া যায় সেই নিয়ে ব্যস্ত আছে।

তিনি আরও বলেন, ভয় দেখিয়ে তাঁকে অন্যায়ের প্রতিবাদ করা থেকে পিছিয়ে আনা যাবে না।

৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন এই সিদ্ধান্তের ফলে স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র ব্যাবসায়ী ও কর্মীরাও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন মেলাতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। চটকলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, চা বাগানের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। সব কৃষক, মজুররা কি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যাবহার করে?

মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের গনতান্ত্রিক অধিকার কেরে নেওয়ার চেষ্টা চলছে। গনতন্ত্র সাধারন মানুষের জন্য। কেন্দ্রীয় সরকার এই গণতন্ত্রে জরুরি অবস্থা তৈরি করেছেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের এই জোর করে চাপিয়ে দেওয়া অর্থনৈতিক জরুরি অবস্থা মানুষ গ্রহন করবে না, এই চরম দুরবস্থার সময় বাকিরা যখন নীরব, তখন বাংলাই সকলকে পথ দেখাবে।

 

Mamata Banerjee completes two years on Twitter

On the occasion of the Foundation Day of the All India Trinamool Congress, on January 1, 2015, West Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee joined micro blogging website Twitter, calling it a new beginning. She greeted people on the New Year 2015 in her first ever tweet.

Within two years, @Mamataofficial has around 7.05 lakh followers and has posted 2162 tweets.

Mamata Banerjee has been tweeting on varied issues, ranging from making political statements, to greeting people, paying homage to icons on their birth/death anniversaries or congratulating sporting personalities for achieving success and sharing new about development in Bengal.

Here are some of top her tweets: