Trinamool MPs not to attend first two days of Budget Session

Statement by All India Trinamool Congress Parliamentary Party:

Trinamool MPs will not be present in Parliament on the first two days of the Budget Session in protest against demonetisation which was implemented without taking Parliament into confidence, and restrictions on withdrawal limits from bank accounts which are still in force.

In the ensuing session, Trinamool will, among other issues, raise the issue of the illegal arrest of its Lok Sabha leader and another MP which is a clear case of political vendetta by the ruling party at the Centre by misusing CBI and abusing its power.

 

Issued on behalf of AITC Parliamentary Party,

Derek O’Brien,
Kalyan Banerjee,
Sukhendu Sekhar Roy,
Saugata Roy,
Dinesh Trivedi.

 

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে বিবৃতিঃ 

সংসদকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয়। ব্যাঙ্ক থেকে টাকা তোলার বিধি নিষেধও এখনোও তোলা হয়নি। এর প্রতিবাদে বাজেট অধিবেশনের প্রথম দু’দিন সংসদে উপস্থিত থাকবে না তৃণমূলের কোনও সাংসদ।
কেন্দ্রীয় সরকার সিবিআইকে নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যাবহার করছে এবং লোকসভায় তৃণমূলের দলনেতা ও অন্য একজন সাংসদকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। আসন্ন অধিবেশনে অন্যান্য বিষয়ের পাশাপাশি এই বিষয়গুলিও সংসদে তুলবে তৃণমূল।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে
ডেরেক ও’ব্রায়েন,
কল্যাণ বন্দ্যোপাধ্যায়,
সুখেন্দু শেখর রায়,
সৌগত রায়,
দীনেশ ত্রিবেদী।

अखिल भारतीय तृणमूल कांग्रेस परिषदीय दल के तरफ से बयान:

नोटबंदी के मुद्दे पे संसद को विश्वास में नहीं लेने के कारण और cash withdrawal की सीमा नहीं हटाने के विरोध में , बजट सत्र के पहले दो दिनों में तृणमूल के कोई भी सांसद Parliament में मौजूद नहीं रहेंगे।
आने वाले सत्र में, दूसरे मामलों के साथ, तृणमूल अपने लोक सभा के नेता और दूसरे एक सांसद के अवैध गिरफ़्तारी का मुद्दा उठायेगा। उनकी गिरफ़्तारी राजनैतिक प्रतिशोध का एक नमूना है और जिसे केंद्र के ruling पार्टी ने CBI का ग़लत इस्तेमाल कर और अपनी क्षमता का दुरुपयोग कर सिद्ध किया है।
अखिल भारतीय तृणमूल कांग्रेस परिषदीय दल के तरफ से
डेरेक ओ’ब्रायन,
कल्याण बंद्योपाध्याय,
सुखेंदुशेखर राय,
सौगात राय,
दिनेश त्रिवेदी।

Unique Sculpture Garden Coming Up At Eco Park In March

A unique sculpture garden which is coming up at Eco Park will be inaugurated in March. The garden will portray through murals and paintings, the history of Bengal from Sri Chaitanya to Satyajit Ray.

There will be 12 murals associated with great movements that had taken place in Bengal from Sri Chaitanya’s time. There will be a mural on the Battle of Plassey. The contribution of Raja Ram Mohan Roy and Bankim Chandra will also be displayed. There will be murals on the Santal and Indigo revolution.

Swami Vivekananda’s call to the youth will also be displayed along with the contribution of Sri Aurobindo, the revolutionary who later became a saint. The contribution of Netaji Subhas Chandra and INA will be displayed. There will be murals on the history of Bengal’s cultural evolution from Lalan Fakir to Kazi Nazrul Islam.

Life of Rabindranath Tagore and setting up of Visva Bharati will also be displayed. There will be a mural of Satyajit Roy and his world of films. Besides the murals, there will be 52 portraits of great personalities coming from different walks of life. There will be portraits of Sri Chaitanya up to Begum Rokeya.

 

ইকো পার্কে চালু হবে ভাস্কর্য উদ্যান

মার্চ মাসে ইকো পার্কে যাত্রা শুরু হবে এক অনন্য ভাস্কর্য উদ্যানের। নানা ছবির মাধ্যমে এই উদ্যানে তুলে ধরা হবে বাংলার ইতিহাস।

শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু করে বাংলায় নানা পর্যায়ের ইতিহাস সংক্রান্ত ১২টি ছবি থাকবে এখানে। পলাশীর যুদ্ধ, রাজা রামমোহন রায়, বঙ্কিম চন্দ্রের অবদান তুলে ধরা হবে। সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে নীল বিদ্রোহের ইতিহাসও থাকবে এখানে।

স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সাথেও স্থান পাবে লালন ফকির ও নজরুলের কথাও। রবীন্দ্রনাথের জীবনীও বিষয় হবে এখানকার একটি ছবির। সত্যজিৎ রায়ের সিনেমা নিয়েও থাকবে ছবি।

এছাড়াও ৫২জন মনীষীর প্রতিকৃতি থাকবে এই উদ্যানে।

Workers throng Shramik Mela 2017

Over 10,000 workers attended the Shramik Mela 2017 that made them aware of the facilities and schemes they are entitled to avail. An initiative by the state labour department, the Shramik Mela has been a yearly feature of the Mamata Banerjee government, creating awareness among workers.

The programme informs participants of the different labour schemes and benefits that they are entitled to avail. It also allows them to interact with industry owners and government authorities. About 30 stalls were set up in the mela this year. Issues related to labour laws and schemes, including minimum labour wages, were discussed at the mela.

The state labour department has been working to provide ‘Samajik Mukti’ card to about 1.5 crore workers of the unorganised sector in Bengal.

Six new books by Mamata Banerjee at 41st International Kolkata Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee’s relentless fight against demonetisation has become the theme for one of her books released at the 2017 Kolkata International Book Fair. Note-Kotha details her fight against this anti-people decision of the Central Government. This is one of the six books that Mamata Banerjee has written, that have been released at the book fair this year.

Another major release is Singur Joyee, her book on the successful fight for farmers’ rights in Singur, a fight that has become a milestone in the crusade for land rights worldwide, and of course a landmark in the Mamata Banerjee’s illustrious career in public life.

Manusher Joy 2016 is based on Mamata Banerjee’s successful campaign for the 2016 Assembly election, which resulted in the Trinamool Congress Government winning the mandate for a second successful five-year term.

The other three books written by the Chief Minister that released at the 2017 Book Fair are Byaktityo, a book of poems, Namanjoli Dwitiyo, the second part of her book of names, and Khushbu.

The Chief Minister has expressed her happiness at being able to have written six books, despite her busy schedule. With these six, Mamata Banerjee has completed 69 books.

 

বইমেলায় মুখ্যমন্ত্রীর ৬ বই

বইমেলায় পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা ৬টি বই। নোট বাতিল নিয়ে তাঁর লেখা বই ‌‘‌নোট কথা’‌। নোট বাতিলের ফলে দেশ জুড়ে যে ভোগান্তি হয়েছে তারই প্রতিবাদে এই বইটি।

নোট বাতিল কাণ্ডের আগে সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়। কৃষকদের জমি ফিরিয়ে দিতে বলে। বৃত্ত সম্পূর্ণ হয় মমতা ব্যানার্জির ১০ বছরের আন্দোলনের। জমি আন্দোলনের ইতিহাস ও গতিপ্রকৃতির কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ‘‌সিঙ্গুর জয়ী’‌ বইটিতে।

এ ছাড়া ‘‌নামাঞ্জলি ২’‌, ‘‌ব্যক্তিত্ব’‌, ‘‌মানুষের জয় ২০১৬’‌ এবং ‘‌‌মহাশ্বেতা দেবী ‌এক জীবনেই স্মৃতিকথা সংগ্রহ’‌। বইগুলি প্রকাশ করেছে দে’‌জ পাবলিশার্স। বইগুলি থাকবে বইমেলায় জাগো বাংলার স্টলে।

‘‌মানুষের জয় ২০১৬’‌ নামটি বলছে তৃণমূলের দ্বিতীয়বার বিধানসভা নির্বাচন জয়ের কথা। বইটি তিনি উৎসর্গ করেছেন সাধারণ মানুষকে।‌

 

 

 

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal government is committed towards prevention of pollution levels in the State. To achieve this goal, the government is taking several initiatives. The government is going to introduce environment-friendly buses in the State.

The Chief Minister will flag off seven CNG buses today on the sidelines of Khadya Sathi Dibas and Police investiture ceremony. The buses will start plying on the roads for public from 30 January, 2017.

Two private bus manufacturing companies have been given the contract to make 20 CNG buses, out of which 10 are ready. Seven of these will be displayed at Red Road today. The CNG bus service will be initially rolled out in Asansol-Raniganj region.

 

রাজ্যে পরিবেশ-বান্ধব সিএনজি বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

দূষণ রোধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই সারা রাজ্য জুড়ে পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ রেড রোডে সাতটি সিএনজি বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবেশ-বান্ধব বাসগুলি রেড রোডের প্রদর্শনীতেই প্রথম বার পথে নামবে। এর পর ৩০ তারিখ থেকে তা রাস্তায় চলবে।

রাজ্য সরকার দু’টি বাস প্রস্তুতকারী সংস্থাকে মোট ২০টি বাস তৈরির জন্য বরাত দিয়েছে। তার মধ্যে ৭টিকে রেড রোডে এ দিন বের করা হবে। এই পরিষেবা প্রথমে রানিগঞ্জ ও আসানসোলের মধ্যে চালু করা হবে ।

More initiatives towards advanced healthcare in Bengal

On the sidelines of Khadya Sathi Dibas celebrations and the police investiture ceremony at Red Road today, Bengal Chief Minister Mamata Banerjee inaugurated several healthcare initiatives that opened new frontiers in the sector in the State.

The Chief Minister inaugurated two Mother and Child Care Hubs – a 126-bedded one at Medical College and Hospital in Kolkata and a 170-bedded one at Bankura Sammilani Medical College and Hospital, the 500-bedded MR Bangur Multi Super-Specialty Hospital in Kolkata, 14 state-of-the art operation theatres and a renovated Ramrikdas Harlalka Hospital in Kolkata, with 100 beds for neurological treatment.

Under the leadership of Mamata Banerjee, healthcare in Government hospitals in Bengal has become more accessible and advanced. Beds and medicines are free at the hospitals and health centres. Infant mortality rate in the State has come down to 26 while institutional delivery has risen to 90%. There has been considerable increase in the number of medical seats in the State, and nine more medical colleges are on the anvil.

 

বাংলায় উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ

খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের সূচনার পাশাপাশি আজ রেড রোডে উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

আজ মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সেগুলি হল – কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২৬ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭০ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, কলকাতায় ৫০০ শয্যা ও ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এম.আর.বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্নায়ুরোগ চিকিৎসার জন্য ১০০ শয্যার নবরূপে নির্মিত রামরিকদাস হরলালকা হাসপাতাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি হাসপাতালগুলির পরিষেবা আরও দ্রুত ও উন্নত হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।

রাজ্যে শিশু মৃত্যুর হার কমে হয়েছে ২৬। রাজ্যে অনেকগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং বেশ কিছু মেডিকেল কলেজের পুনঃসংস্করণ করা হয়েছে।

 

Financial rights of the people have been snatched away: Mamata Banerjee on demonetisation

Attacking the Central Government sharply, Bengal Chief Minister Mamata Banerjee Wednesday said that the Centre snatched away the financial freedom of the common people of India through demonetisation.

“People are not able to withdraw their own money from banks. Democratic and political rights are meaningless without financial rights. Central govt has once again made us dependent despite so many years of independence,” she said while addressing reporters at Sukna.

She made an appeal to the Centre to take back all limits on cash withdrawal immediately. She maintained that people will not forgive the Centre for causing them so much suffering due to demonetisation.

Mamata Banerjee also said that Trinamool is being targeted because the party protested against demonetisation. “Sudip Bandyopadhyay is innocent. He has committed no fault. This is political vendetta, nothing else,” she said.

 

সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বাতিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে নিজের টাকা তুলতে পারছেন না। অর্থনৈতিক অধিকার কেড়ে নিলে রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার অর্থহীন হয়ে পড়ে। স্বাধীনতার এত বছর পরেও কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্তের জন্য আজ মানুষ পরাধীন”।

তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সব বিধি নিষেধ প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন এই গণতান্ত্রিক শোষণ ও শাসন আগামীদিনে ভারতের মানুষ ক্ষমা করবে না।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “উনি কোন অপরাধ করেননি, উনি নির্দোষ। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়”।

 

Railways facing neglect: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee expressed grief over the loss of lives  in the derailment of Jagdalpur-Bhubaneswar Hirakhand Express and alleged the Railways is now neglected and given less priority with curtailment in the Budget.

Mamata Banerjee, who had previously served as the Rail Minister, took to Twitter hours after the derailment. She wrote: “Railways carries crores of people every day. It is the lifeline of the nation. We are proud of our Indian Railways employees. However, now Railways is neglected & being given less priority. The Budget is being curtailed. Safety and security are being compromised.”

“We don’t blame the minister, he is earnest in his efforts. But govt needs to address issues urgently,” the CM said in another tweet.

Mamata Banerjee also offered condolences to the family of the deceased.

 

রেলকে কম গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার রাতে হীরাখণ্ড এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মুখ্যমন্ত্রী জানান, “ভারতীয় রেল দৈনিক কয়েক কোটি যাত্রী বহন করে। এটাই দেশের জীবনরেখা। আমরা ভারতীয় রেলের কর্মচারীর কাজে গর্বিত। অথচ রেল বিভাগ অবহেলার শিকার। রেলকে খুব কম গুরুত্ব দেওয়া হচ্ছে। রেলের জন্য বাজেট কমানো হচ্ছে। যাত্রীদের সুরকশা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপস করা হচ্ছে। আজকের দুর্ঘটনায় আমি মর্মাহত। অনেক যাত্রী প্রাণ হারিয়েছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করি,। তাদের নিকটজনকে আমার সমবেদনা জানাই”।

তিনি আর একটি টুইটে লেখেন, ‘আমরা মন্ত্রীকে দোষ দেব না। তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এই বিষয়টিকে দ্রুত গুরুত্ব দেওয়া উচিত সরকারের।’

 

Netaji had a clear vision for the country: Mamata Banerjee

West Bengal Government is celebrating ‘Subhas Utasav’ to commemorate the 120th birth anniversary of Netaji Subhas Chandra Bose. The festival is being organised by the Department of Youth Affairs, Govt of West Bengal. The festivities began on 22nd January and will also continue today.

The official function of the State government to observe Netaji’s birth anniversary took place at Darjeeling Mall today at 12 noon. Chief Minister Mamata Banerjee and other dignitaries were present.

Speaking on the occasion, the Chief Minister said: “Netaji’s birthday is as important for us just like Independence Day or Republic Day.”

“The birth anniversary of Netaji is observed every year but nobody knows about his death. This is a tragedy,” she said

The Chief Minister said, “Netaji was a leader of the country and a true leader does not discriminate but works for all. Netaji had a very clear vision for the country, he conceived the Planning Commission.” She also paid her respects to those who served in the Indian National Army.

The Chief Minister reiterated that the State Government had declassified all Netaji Files in possession with the government. She announced that the Government has allotted Rs 10 lakh for the renovation of the house where Netaji stayed in the Hills.

Celebrations in the past took place in Kolkata but on the initiative of Chief Minister Mamata Banerjee, the official celebration of Netaji’s birth anniversary is held in Darjeeling since 2014.

Many programmes and competitions including processions, exhibitions on the life and work of Subhas Chandra, quizzes on him, debates, sit & draw competition, essay writing and other events are being organised across the State to mark Netaji’s 120th birth anniversary.

 

দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট: মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২০তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘সুভাষ উ९সব’। রাজ্য যুবকল্যান দপ্তরের উদ্যোগে গতকাল শুরু হয়েছে এই উ९সব।

অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মত নেতাজীর জন্মদিনও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমরা প্রতি বছর নেতাজীর জন্মদিন পালন করি কিন্তু তাঁর মৃত্যুদিন সম্পর্কে কোন তথ্য আমাদের জানা নেই। এটা একটা ট্রাজেডি”।

তিনি আরও বলেন, “নেতাজী দেশের নেতা ছিলেন। প্রকৃত নেতা কখনো বিভেদ করে না। কোনো বিভেদকারী দেশের নেতা হতে পারে না।নেতাজী দূরদর্শী ছিলেন। দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট। তিনি প্ল্যানিং কমিশনের পরিকল্পনা করেছিলেন”। আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের প্রতিও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানান, নেতাজী পাহাড়ে যে বাড়িতে থাকতেন তা সংস্কারের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং নেতাজীর ফাইলও প্রকাশ করেছে রাজ্য সরকার।

এর আগে সরকারি অনুষ্ঠান হত কলকাতায়; মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৪ সাল থেকে নেতাজীর জন্মবার্ষিকী দার্জিলিঙে পালন করা হয়। নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যজুড়ে বসে আঁকো, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা, পদযাত্রা, প্রদর্শনী, ক্যুইজ ও বিতর্কসভার আয়োজন করা হয়েছে।

 

 

I want the Hills to prosper: Mamata Banerjee in Kurseong

Chief Minister Mamata Banerjee today inaugurated the sixth edition of Uttar Banga Utsab. The inaugural ceremony was held at Kurseong.

The CM inaugurated the 100-bedded ESI Hospital at Siliguri, HDU at Kurseong sub-divisional hospital, SNCU at Darjeeling hospital, and the newly-renovated blood bank at Siliguri District Hospital. The CM also launched the tiger safari at Bengal Safari Park in north Bengal.

Speaking on the occasion, she said: “We want Hills to prosper. We want peace. Violence will bear no fruit. GTA Board and local municipalities are not run by us or else we could have done much more work for the people.”

She added, “We have already formed 12 development boards in the Hills. Three more (Gurung, Khas and Hill Minority) will be set up. We have allotted Rs 264.78 crore to the various boards for carrying out developmental work. I will come back to the Hills again. I want my brothers and sisters in the Hills to be happy.”

She will also be holding the administrative review meeting for the district on January 24 where she will take a stock of the progress of the development works undertaken by the state government. She will return to Kolkata on January 25.

 

আমি পাহাড়ের উন্নতি চাইঃ কার্শিয়াঙে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গে ষষ্ঠতম উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠান হয় কার্শিয়াঙে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমি পাহাড়ের উন্নতি চাই, পাহাড়ে শান্তি বজায় থাকুক। জিটিএ এবং স্থানীয় পুরসভা আমাদের হাতে থাকলে আমরা মানুষের জন্য আরও কাজ করতে পারতাম”।

তিনি আরও জানান, ইতিমধ্যেই তিনি বিভিন্ন জনজাতির জন্য ১২টি উন্নয়ন বোর্ড গঠন করে দিয়েছেন। আজ আরও ৩টি উন্নয়ন বোর্ডের ঘোষণা করলেন। সেগুলি হল – গুরুং ডেভেলপমেন্ট বোর্ড, খস হিতকারি ফাউণ্ডেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড ও পাহাড়িয়া মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড। তিনি বলেন, আমি আবারও পাহাড়ে আসব। আমি চাই আমার পাহাড়ের ভাই-বোন খুশি থাকুক।

রবিবার সন্ধ্যেবেলায় তিনি দার্জিলিং পৌঁছবেন। প্রতি বছরের মত এবারও ২৩ জানুয়ারি দার্জিলিং ম্যালে নেতাজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মানুষের জনসমাগম হবে এই অনুষ্ঠানে।

পাহাড়ের জাতীয় এবং রাজ্য সড়ক সংস্কারের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গল মহলের মতোই পুলিশের হিমাল, তরাই ডুয়ার্স স্পোর্টসের বিভিন্ন খেলায় জয়ীদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আগামী ২৪ জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী সেখানে জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা হবে। আগামী ২৫ জানুয়ারি তিনি কলকাতা ফিরবেন।