Nothing wrong with eggs in Bengal: CM

Following the anxiety of the public over the issue of “artificial eggs” having plastic-like quality, Chief Minister Mamata Banerjee has encouraged people of Bengal to consume eggs with any fear.

“I had a discussion with the Bengal poultry foundation. I have given them the responsibility to label eggs produced in Bengal. Bengal produces 80 lakh eggs. There is no problem with eggs produced in Bengal. Just check that they should be Bengal eggs,” she said.

The CM said action will be taken if something is discovered. “We will become self-sufficient in egg production. We will set up poultries for ducks like we have for hens,” she said.

 

বাংলার ডিম নির্ভয়ে খান: মুখ্যমন্ত্রী

প্লাস্টিক ডিম নিয়ে রাজ্য তোলপাড়। এই অবস্থায় অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। সোমবার খড়্গপুরের জনসভায় তাঁর ঘোষণা, ‘‘বাংলার ডিমে কোনও সমস্যা নেই। বাংলার ডিম নির্ভয়ে খান।’’

মুখ্যমন্ত্রী বলেন, “আদৌ প্লাস্টিক ডিম হয় কি না, কোনটাকে প্লাস্টিক বলা হচ্ছে, এটা আমাকে একটু দেখে নিতে হবে। বাইরে থেকে যে ডিম আসছে তা একটু দেখে নিতে হবে। সব দিক দেখে নিতে আরও তিন-চার দিন সময় লাগবে।”

রাজ্যের ডিম যাতে সহজে চেনা যায়, সে জন্য দোকানিদের ‘বাংলার ডিম’ লেখা সাইনবোর্ড ঝোলানোরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

ম্যাগি-বিতর্ক টেনে তিনি বলেন, “যখন ম্যাগি নিয়ে খুব অভিযোগ উঠল, সবাই ভয়ে ম্যাগি খাওয়া বন্ধ করে দিল। পরে জানলাম, রাজ্যে এ নিয়ে কোনও অভিযোগ হয়নি।“ তবে প্লাস্টিক ডিমের বিষয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট সন্দিহান। তাঁর কথায়, “আমি জানতে চেয়েছিলাম, এটা কে রটালো? আমার কাছে যতদূর খবর, তাঁরা না কি বাংলার নয়।”

Bengal will not tolerate any discrimination: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said that the State won’t tolerate any discrimination regarding funds from the Centre.

She demanded to know why the Centre has stopped funds for Backward Regions Grant Fund (BRGF) and development in Left Wing Extremism affected areas. She said that while Bengal has 88 fast-track courts and 45 women’s police stations, Gujarat has zero fast track courts. Yet, Centre allocated Rs 400 crore to Gujarat while Bengal received nothing.

She said that banks are not sanctioning loans to self-help groups under Anandadhara scheme. Students are not getting money under Swami Vivekananda Means cum Merit Scholarship. She said banks cannot deprive people like this.

The Chief Minister also said that while the State has started a Rs 500 crore water supply project named ‘Jala Tirtha’, the Centre was yet to take any action regarding Ghatal Master Plan.

 

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

আজ আরও একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা কোনও রকম বঞ্চনা মেনে নেবে না।

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য BRGF এর টাকা কেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, “বাংলায় ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, গুজরাতে শূন্য। অথচ গুজরাতের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৪০০ কোটি টাকা আর বাংলার জন্য কিছু নেই”।

তিনি আরও বলেন আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর লোকেদের ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাচ্ছে না ছাত্রছাত্রীরা

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৫০০ কোটি টাকা জল তীর্থনামে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছে। অথচ ঘাটাল মাস্টার প্ল্যানএর জন্য কিছু করেনি কেন্দ্র।

 

Always cross-check information you see on social media: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today strongly condemned the politics of riots and communal violence at a public meeting in Kharagpur. She said that Bengal will never tolerate politics of hate.

“I believe in equality of all religions. Just like I participate in Durga Puja, I participate in Eid and Christmas also. I was born in a Hindu family. I do not need lectures in Hinduism from people who use religion for politics,” she said.

She also said that she will pray to Maa Durga to teach a lesson to the Ravans who are harassing people. She said a mother never discriminates between her children.

Referring to rumours of a ban on Mangal Aaroti at Dakkhineshwar temple, the CM said: “One Union Minister posted on FB that we have banned Mangal Aaroti at Dakkhineshwar. How can an Union Minister spread misleading information? What country are we living in? I pray to Maa Bhabotarini to give them (BJP) some good sense. We never indulge in politics over Maa Kali.”

She asked people to always cross-check the information you see on social media. “Do not believe in rumours,” the CM advised.

 

 

সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পড়লে সর্বদা তা যাচাই করে নেবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

প্রতিহিংসার রাজনীতি ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আজ আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের একটি জনসভায় তিনি বলেন বাংলা কোন রকম হিংসার রাজনীতি বরদাস্ত করবে না।  

“আমি বিশ্বাস করি সব ধর্ম এক। আমি যেমন দুর্গা পুজোয় যাই, তেমনই ঈদ ও ক্রিসমাসেও অংশগ্রহণ করি। আমি হিন্দু পরিবারে জন্মেছি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের কাছে আমি হিন্দু ধর্মের পাঠ চাইনা”, বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন তিনি মা দুর্গার কাছে প্রার্থনা করেন, যে সব রাবণ মানুষকে হয়রান করছে তাদের যেন তিনি শিক্ষা দেন।

দক্ষিণেশ্বরে মা কালীর আরতি বন্ধ হওয়ার গুজব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলে, “একজন কেন্দ্রীয় মন্ত্রী গুজব রটিয়েছেন আমরা নাকি দক্ষিণেশ্বরে মঙ্গল আরতি বন্ধ করে দিয়েছি।  একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এরকম গুজব রটাতে পারেন? আমরা এ কোন দেশে বাস করছি? মা ভবতারিণী ওদের সুমতি দিন। মা কালী কে নিয়ে আমরা রাজনীতি করি না”।

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়াতে কোনো খবর পড়লে আগে যাচাই করে নেবেন। গুজবে কান দেবেন না”।

 

Bengal Govt to do away with revenue on agricultural land

Bengal Chief Minister Mamata Banerjee today announced that the State Government will no longer take revenue for agricultural land. The announcement was made to give farmers a relief because they have been hit hard by demonetisation and kharif crops have suffered, the CM said.

She also appealed to the Centre to waive farm loans. She said that before elections the BJP had made a promise to waives farmers’ loans but have done nothing yet.

The CM today inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the Paschim Medinipur district from a public meeting at Kharagpur College Maidan. The projects inaugurated today by the Chief Minister include a Krishak Bazar, a market complex, water supply projects, a flood rehabilitation centre, road projects, government buildings, godowns among others. She will also distributed benefits for various schemes.

 

Highlights of the Chief Minister’s speech:

  • We have started a scheme for those who have lost jobs due to demonetisation
  • We work for people all round the year; not just during elections
  • We have already distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. This year too we will distribute 35 lakh cycles
  • We will give cycles to Prani Mitra workers, ICDS and Asha workers. We have increased the honorarium for ICDS and Asha workers
  • From Sabuj Shree at birth to Samabyathi during death, we have schemes for birth till death
  • We give rice at Rs 2/kg to 8 crore people. We have started digital ration cards
  • Over 80,000 folk artistes receive monthly stipend of Rs 1000. We will register one lakh more artistes
  • Six multi super speciality hospitals have been set up in West Midnapore district alone
  • We have started water supply project ‘Jala Tirtha’ worth Rs 500 crore
  • A new stadium is being built at Medinipur and Kharagpur
  • Bengal will become self-sufficient in egg production. We will set up poultries for ducks like we have for hens
  • Bengal produces 80 lakh eggs annually. By next year we will produce 80 lakhs more
  • We are cultivating onion in arid zones of Bankura and Purulia. We have started a Hilsa Research Centre in Bengal
  • People in Bengal get healthcare for free in government hospitals. Even kidney transplant, heart operations performed for free

 

 

কৃষকদের সব ঋণ মুকুব করে নিল রাজ্য সরকার

রাজ্য সরকার কৃষকদের সব ঋণ মুকুব করে নিল – আজ খড়গপুরের একটি জনসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে খারিফ শস্য চাষের প্রচুর ক্ষতি হয়েছে তাই কৃষকদের সমস্যার কোথা ভেবেই রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্ত ।

কৃষকদের ঋণ মুকুব করে নেওয়ার জন্য কেন্দ্রকেও আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন নির্বাচনের আগে বিজেপি বলেছিল কৃষকদের সব ঋণ মুকুব করে দেবে অথচ তারা এখনও কোন পদক্ষেপ নেয়নি।

আজ খড়গপুরের কলেজ মাঠের এই জনসভাতে একগুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কৃষক বাজার, একটি মার্কেট কমপ্লেক্স, জল সরবরাহ প্রকল্প, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়স্থল। গুদামঘর সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বেলদা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের সাহায্যের জন্য আমরা একটি প্রকল্প চালু করেছি
  • শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর আমরা মানুষের জন্য কাজ করি
  • গত বছর আমরা ৩৫ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবেঃ
  • প্রাণী মিত্র কর্মী, আই সি ডি এস ও আশার কর্মীদেরও আমরা সাইকেল দিচ্ছি। আই সি ডি এস ও আশার কর্মীদের ভাতা বৃদ্ধি করেছি
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বিভিন্ন সরকারী প্রকল্প চালু করেছি। জন্মের পর সবুজ শ্রী প্রকল্প ও মৃত্যুর পর সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কেজি দরে চাল দিচ্ছি। আমরা ডিজিটাল রেশন কার্ড চালু করেছি
  • ৮০ হাজারেরও বেশি লোক শিল্পী ১০০০ টাকা মাসিক ভাতা পান। আমরা ১ লক্ষ শিল্পীকে এই প্রকল্পে আওতাভুক্ত করব
  • পশ্চিম মেদিনীপুরে ৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে
  • ৫০০ কোটি টাকা ব্যয়ে ‘জল তীর্থ’ প্রকল্প চালু করেছি আমরা
  • মেদিনীপুর ও খড়গপুরে একটি নতুন স্টেডিয়াম তৈরী হচ্ছে
  • ডিম উৎপাদনে বাংলা স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা মুরগীর পোল্ট্রির পাশাপাশি হাসের পোলট্রিও তৈরী করব
  • ৮০ লক্ষ ডিম উৎপাদিত হয় বাংলায়। আগামী বছর আমরা আরও ৮০ লক্ষ ডিম বেশি উৎপাদন করব
  • বাঁকুড়া ও পুরুলিয়ায় আমরা পেঁয়াজ চাষ করছি। বাংলায় ইলিশ নিয়ে গবেষণার সেন্টার চালু করেছি আমরা
  • বাংলার মানুষ সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায়। কিডনি প্রতিস্থাপন, হার্ট অপারেশন বিনামূল্যে করা হয়

 

 

 

Bengal CM to begin her 5-day tour of Paschimanchal today

Chief Minister Mamata Banerjee is expected to announce the bifurcation of West Midnapore and Burdwan into the much-awaited two more districts during her five-day long tour to Paschimanchal starting today.

Jhargram district will be carved out of West Midnapore and it will be announced as the 22nd district of the state on April 4. Further, Burdwan district will be bifurcated into Burdwan East and Burdwan West. Burdwan West will be the 23rd district that will start functioning as a new district on April 7 in the presence of the Chief Minister.

The CM will chair an administrative review meeting of West Midnapore district at Kharagpur today. She will be present in the programme on Tuesday when Jhargram will start functioning as a new district. The CM will be holding the administrative review meeting of Purulia and Bankura districts respectively on April 5 and 6. From Bankura, she will be going to Asansol to attend the programme from where another new district will be announced.

 

আজ থেকে পশ্চিমাঞ্চলের জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর

আজ থেকে পাঁচ দিনের পশ্চিমাঞ্চলের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের উপহার হিসেবে দুটি জেলা রাজ্যবাসীকে উপহার দেবেন মুখ্যমন্ত্রী। একটি ঝাড়গ্রাম ও অন্যটি বর্ধমান পশ্চিম।

পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরী হচ্ছে ঝাড়গ্রাম জেলা যা আগামী ৪ এপ্রিল ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। অন্যদিকে বর্ধমান ভেঙে তৈরী হচ্ছে ২৩ তম জেলা বর্ধমান যা ৭ এপ্রিল থেকে প্রশাসনিক কাজকর্ম শুরু করবে।

আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামী মঙ্গলবার একটি অনুষ্ঠানে ঝাড়গ্রামকে জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ ও ৬ এপ্রিল পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। অন্য নতুন জেলাটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য আসানসোলের একটি কর্মসূচীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

People will give a fitting reply to the Centre democratically: Abhishek Banerjee at Diamond Harbour

Trinamool Youth Congress President and Diamond Harbour MP Abhishek Banerjee addressed a huge public meeting at Diamond Harbour today. This was his first public meeting in six months, after he met with an accident last October.

During his speech he thanked the people for their love, support and blessings. He said he is back from near-death experience because of the wishes and prayers of people. Terming this as his ‘second innings’ in politics, Abhishek said we have to reach out to people with a renewed vigour.

“Even if all political parties come together against Trinamool in Panchayat polls, nobody can defeat us. People are with us. There is no alternative to Mamata Banerjee in Bengal. People have rejected the unholy nexus of CPI(M) and Congress,” he said.

Attacking the Centre for its step-motherly attitude, Abhishek said, “We will not bow our heads before Delhi.” He added that the Centre is misusing the agencies to intimidate Trinamool. “But they do not know Trinamool is different from other parties,” Abhishek commented, adding that people will give a fitting reply to the Centre democratically.

He came down heavily against a party that was involved in child trafficking. Demanding a thorough investigation into the issue, he said they have place in Bengal. “We will protect the rights of the people of Bengal,” the MP said.

Abhishek also gave out a strong message of communal harmony at the rally. “There is no difference between Hindus and Muslims. Our culture teaches us ‘Sarva Dharma Samannay’. Swami Vivekananda had said everyone has the freedom to eat what they please,” he said. Nobody has the right to dictate what people will eat, what they will wear, Abhishek added.

Sharpening the attack on BJP, he said Trinamool has fulfilled the promises it made during elections but the Centre has failed to live up to the promises they made.

 

মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দীর্ঘ ছয়মাস পর একটি জনসভা করলেন। গত বছর অক্টোবর মাসে একটি দুর্ঘটনার পর মৃত্যুর সাথে লড়াই করে সুস্থ হয়ে তিনি ফিরে এলেন জনতার দরবারে।

বক্তব্য রাখার সময় তিনি সকলকে ধন্যবাদ জানান তাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য। তিনি বলেন মানুষের আশীর্বাদ ও প্রার্থনার জন্যই তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছেন। আজকের জনসভাকে তিনি তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেন। তিনি বলেন দলের কর্মীদের মানুষের কাছে নতুন উদ্যমে পৌঁছে যেতে হবে।

সব রাজনৈতিক দল এক হয়ে লড়লেও তৃণমূলকে হারাতে পারবে না। মানুষ আমাদের সাথে আছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। মানুষ সিপিএম ও কংগ্রেসের অনৈতিক জোটকে প্রত্যাখ্যান করেছে,” বলেন অভিষেক।

বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করায় কেন্দ্রকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “দিল্লির কাছে বাংলা হার মানবে না।” তিনি ও বলেন যে নানা এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমাতে পারবেনা কেন্দ্র। মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে, বলেন তিনি।

শিশু পাচার নিয়েও সরব হন অভিষেক। তিনি বলেন শিশু পাচারের চাইতে ঘৃণ্য অপরাধ হয় না। পাচারচক্রের সাথে জড়িতদের কড়া শাস্তি দাবি করেন তিনি এবং বলেন যারা এই কাজে যুক্ত তাদের বাংলায় স্থান নেই।

জনসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেন তরুণ এই সাংসদ। তিনি বলেন, হিন্দু আর মুসলমানের কোনো তফাৎ নেই। আমাদের সংস্কৃতি শেখায় সর্ব ধর্ম সমন্বয়ের কথা। তিনি আরও বলেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সবার নিজের পছন্দের খাবার খাওয়ার স্বাধীনতা আছে। কেউ ঠিক করে দিতে পারে না কে কি খাবে বা কে কি পরবে।

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে অভিষেক বলেন, তৃণমূল নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে কিন্তু কেন্দ্র এখনও নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ।

Magur fish to be cultivated in Jangalmahal

Women from the Self-Help Groups in the Jangalmahal region would soon be initiated into cultivating magur fish (called catfish in English), which is a delicacy and hence, in high demand.

Under the initiative of the Bengal Government, four hatcheries would be created for the purpose and to start with, women from the Self-Help Groups would be given magur hatchlings.

Within six to seven months, the hatchlings would grow big enough to be sold in markets, with each fish weighing 80 to 100 kg. The fishes would be bought by the State Fisheries Development Corporation Limited of West Bengal, through which they would be released into the markets.

This initiative would lead to higher production of magur, which in turn would lead to lowering of prices, and generation of employment too in the Jangalmahal region. There are plants to export the fish to neighbouring States too.

Immediately after becoming Chief Minister in 2011, Mamata Banerjee had launched developmental schemes to bring the backward Jangalmahal region to the level of the rest of Bengal. As a result, now Jangalmahal is smiling.

 

 

জঙ্গলমহলে চাষ হবে দেশি মাগুর

জঙ্গলমহলের জলাশয়ে চাষ হবে দেশি মাগুর মাছ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও এই প্রকল্পে যুক্ত করা হবে।

৪টি হ্যাচারি বানানো হবে। মাছের চারা দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। রাজ্য ম९স্য উন্নয়ন নিগম তাঁদের কাছ থেকে তা কিনে নেবে। এর ফলে মাছের উ९পাদন বাড়বে।

পাশাপাশি জঙ্গলমহলে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিবেশী রাজ্যেও এই মাছ পাঠানোর পরিকল্পনা রয়েছে।

২০১১ সালে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে–পড়া জঙ্গলমহলের উন্নয়নে জোর দিয়েছিলেন। একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পও চালু করেছেন। জঙ্গলমহল এখন হাসছে।

৬–৭ মাসের মধ্যে চারামাছ বাজারে বিক্রির জন্য তৈরি হয়ে যাবে। মাছের ওজন হবে মোটামুটি ৮০–১০০ গ্রাম।

রাজ্যের ম९স্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, ‌‘মাছের উ९পাদন বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে আরও কম দামে মাছ কিনতে পারবেন’‌।

Budget Session Week 4: Trinamool puts forward views on crucial Bills

The fourth week of this Budget Session saw Trinamool Congress MPs putting forth the party’s views on important Bills like the GST Bills, The Appropriation (Railways) Bill, 2017 and The Mental Healthcare Bill, 2016. Issues of political, economic and social urgency like the Indo-Bangladesh Teesta Water Treaty and the crackdown on meat-sellers were also spoken on. The party’s MPs also asked questions and made Zero Hour mentions on important topics.

LOK SABHA

March 27, 2017

Bills
Saugata Roy made a Point of Order on the GST Bills.
Saugata Roy spoke on the Indo-Bangladesh Teesta Water Treaty.
Ratna De Nag spoke on The Mental Healthcare Bill, 2016.
Idris Ali spoke on The Mental Healthcare Bill, 2016.
Mumtaz Sanghamita spoke on The Mental Healthcare Bill, 2016.

Question Hour
Mumtaz Sanghamita asked Supplementary Questions on child labour.

Zero Hour
Idris Ali made a Zero Hour mention on the problem of flooding in his constituency.

March 28, 2017

Bills
Mriganka Mahato spoke on The National Institutes of Technology, Science Education & Research (Second Amendment) Bill, 2016.
Aparupa Poddar spoke on The Collection of Statistics (Amendment) Bill, 2017.

Question Hour
Sultan Ahmed asked Supplementary Questions on the death of CRPF jawans in red zones.

Zero Hour
Saugata Roy made a Zero Hour Mention on communal clash in Gujarat.

March 29, 2017

Bills
Kalyan Banerjee spoke on the GST Bills.
Saugata Roy spoke on the GST Bills.

Question Hour
Tapas Mandal asked Supplementary Questions on the poor quality of food served in trains.
Kalyan Banerjee asked Supplementary Questions on fast-track courts.

March 30, 2017

Bills
Saugata Roy spoke on the amendments to the Finance Bill, as recommended by the Rajya Sabha.
Saugata Roy spoke on Sustainable Development Goals.

Question Hour
Bijoy Chandra Barman asked Supplementary Questions on the new coal block allocation policy.

Zero Hour
Ratna De Nag made a Special Mention seeking the reopening of a cancer research centre in Chandernagore.
Dasarath Tirkey made a Special Mention on the damages to tea gardens in Alipurduar district during monsoon.

March 31, 2017

Bills
Saugata Roy made a Zero Hour mention on the situation in Kashmir.

Question Hour
Ratna De Nag asked a Supplementary Question on neurogenetic testing facilities.

Zero Hour
Aparupa Poddar Zero Hour mention on the need for better infrastructure in Ajmer to accommodate pilgrims during Urs.

RAJYA SABHA

March 27, 2017

Bills
Sukhendu Sekhar Roy spoke on The Finance Bill, 2017.

March 29, 2017

Bills
Vivek Gupta spoke on The Finance Bill, 2017.
Sukhendu Sekhar Roy made a Point of Order on the Finance Minister’s reply on The Finance Bill, 2017.
Debabrata Bandyopadhyay spoke on The Appropriation (Railways) Bill, 2017.

Zero Hour
Vivek Gupta made a Zero Hour mention on the need for uniform travel advisories across airlines.

March 30, 2017

Bills
Derek O’Brien sought clarification from the Railway Minister on The Appropriation (Railways) Bill, 2017.

Question Hour
Sukhendu Sekhar Roy asked a Supplementary Question on the nuclear reactors located in Kovvada.

March 31, 2017

Bills
Derek O’Brien raised a Point of Order on not tabling a Bill on a Friday afternoon.

Zero Hour
Md Nadimul Haque made a Zero Hour mention on the crackdown on meat-sellers across the country.

Question Hour
Manish Gupta asked a Supplementary Question on artificial insemination programme for cattle.
Vivek Gupta asked Supplementary Questions on internet connectivity to Gram Panchayats in Bengal.

 

It was a fruitful week for the party.

Trinamool’s Derek O’Brien raises a Point of Order on not tabling a Bill on a Friday afternoon

FULL TRANSCRIPT

This is with reference to Rule 29. Please see page 236 of the Revised List of Business, on the Factories (Amendment) Bill. This happened when the Enemy Property Bill came up too, Sir.

This is a Friday afternoon, it is an earnest request not to put this in the List of Business because we discussed something in good spirit to not to list a Bill on a Friday afternoon even if the business of the House collapses. Give us the assurance that this Bill will not be taken up today.

Aparupa Poddar speaks on the need for better infrastructure at Ajmer to accommodate pilgrims during Urs

FULL TRANSCRIPT

Ajmer is a popular tourist attraction and a major pilgrimage site. It is estimated thousands of pilgrimage visit the holy shrine at Dargah Sharif from all over India and abroad.

During Urs, Ajmer is beyond its capacity. The surrounding areas near the Dargah urgently need a facelift. There was an announcement of 10 iconic religious places including Ajmer-Dargah Sharif to be under the standard operating procedure for observing international standards.

Sir, my demand is the basic facility should be given to the people coming from all over India and abroad.