Didi led an anti-CAA protest march in Hills today

Today, Mamata Banerjee led a 4-km-long protest march in Darjeeling hills against the new citizenship law. The rally began at Bhanu Bhakta Bhavan near Mall in Darjeeling and concluded in the Chowkbazar area.. For the last few weeks, Didi has been leading protests across the State against this unconstitutional law.

Several protest marches have been held in Kolkata, led by Mamata Banerjee. Trinamool Chhatra Parishad and Trinamool Mahila Congress have held sit-in demonstrations as well. 

Bangla is the only State to boycott the meeting on NPR called by the Union Government. At the inauguration of the Uttarbanga Utsav too she had said that there will be no NPR and CAA in Bangla. She assured the people that she would guard them 365 days a year.

 

NRC & CAB two sides of the same coin: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Friday said the NRC and the CAB are two sides of the same coin and the TMC will oppose it till the end.

Speaking at the annual Sanhati Dibas rally at Mayo Road, she said the National Register of Citizens and the Citizenship (Amendment) Bill were being taken up by the Centre to divert attention of the people from the economic slowdown.

“If you give citizenship to all the communities, we will accept it. But if you discriminate on the basis of religion, we will oppose it and also fight against it,” the chief minister said.

‘Are Hilsa, Jamdani also infiltrators?’ – Mamata Banerjee targets BJP Over Assam NRC

Attacking the BJP-led central government over exclusion of 40 lakh people in the final draft of Assam-NRC, Bangla Chief Minister Mamata Banerjee on Monday accused the saffron party of being “anti-Bengali”.

Taking a swipe at the BJP, the Trinamool Congress chief asked if hilsa fish, Jamdani saree, sandesh and mishti doi, which are originally from East Bengal ( in undivided India), would also be branded as “infiltrators or refugees”.

Asserting that these 40 lakh people are “very much Indians”, she questioned the criteria on which they have been excluded.

The CM has been attacking the BJP government at the Centre over National Register for Citizens (NRC) which has excluded names of over 40 lakh citizens in the final draft for want of necessary documents in Assam.

“What is going on in the country is injustice. The BJP with their extremist ideology is trying to create division among the people. I think they are playing the politics of revenge among the countrymen. We are not for this kind of politics,” she said.

She accused the BJP of being “anti-Bengalis” and “anti-Bangla”.

They (the BJP) must not forget that speaking Bengali is not a crime. It is the fifth most spoken language in the world. What is BJP’s problem with Bangla? Are they scared of the intellect of the Bengalis, their culture. They must not forget that Bangla is the cultural mecca of the country,” she said.

অমিত শাহ, ক্ষমা চান, নয়তো আইনি প্রক্রিয়া শুরু করা হবেঃ তৃণমূল কংগ্রেস

আজ কলকাতায় বিজেপির সভাপতি অমিত শাহ এক জনসভা করেন। সেই সভায় অমিত শাহ রাজ্য সরকারের ওপর ভিত্তিহীন অভিযোগ আনেন। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।

তিনি বলেন, “অমিত শাহ আজকে বাংলাকে অপমান করেছেন, বাংলাকে অসম্মান করেছেন। বাংলার সভ্যতা, বাংলার শুদ্ধ সূচী, সুস্থ রুচি উনি বোঝেন না। এসব ওনাকে কি বোঝাব? বাংলার যে একটা সংস্কৃতি আছে, উনি সেটাকে অপমান করেছেন। তিনি ডাহা মিথ্যে দুর্নীতির কথা বলেছেন। উনি যদি ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চান, অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব। সভ্যতার একটা সীমা থাকে, সম্মানের একটা সীমা থাকে। সেই সীমা অমিত শাহ আজ অতিক্রম করেছেন। অমিত শাহ, আপনি আগে নিজের ইতিহাস দেখুন, হলফনামা দেখুন।”

ডেরেক ও’ব্রায়েন অমিত শাহের বিষয়ে আরও বলেন, “উনি দুর্নীতির ডাকাত, দাঙ্গার ডাকাত। এইসব ধরনের রাজনীতি আগে যেখানেই করে থাকুন না কেন, এই রাজনীতি বাংলায় চলবে না। একদিনের জন্য আসবেন, বাংলাকে অপমান করে পালিয়ে যাবেন। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। সোজা ভাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, হয় ক্ষমা চান, আর যদি না চান, আমরা আইনি ব্যবস্থা নেব। ”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটি একটি ফ্লপ শো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাংলায় কোনও দুর্নীতির অভিযোগ আনলে, বাংলার মানুষ তা মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা-ভরসা প্রশ্নাতীত। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দুর্নীতির কাদা ছোঁড়ার চেষ্টা করা হয়েছে।”

রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীর (National Register of Citizens or, NRC) বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা শুধু বাংলার বিষয় নয়, এটা পুরো দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়। আমাদের রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীর বিষয়ে বক্তব্য পরিষ্কার, এটা বাংলার একার ব্যাপার না, এটা রাজস্থান, পাঞ্জাব, বিহার, আসামেরও বিষয়। গোর্খা, গরীব, প্রান্তিক মানুষ, বীর সেনা, জনপ্রতিনিধিদের, এমনকি প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের মানুষদেরও ঐ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক বাঁচাও, এটাই আমাদের স্লোগান। এটা কোনও সস্তার দাঙ্গা লাগানোর স্লোগান না। কোনও দাঙ্গার রাজনীতি বাংলায় চলবে না। আমরা আমাদের সীমার মধ্যে থেকে, শান্ত-নম্র ভাবে বলেছি, আমাদের বাংলার পারম্পরিক সংস্কৃতি আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মেনে চলি। আজ অমিত শাহ তাঁর সীমা ছাড়িয়েছেন।”