Without any big investment, Durga Puja is the biggest investment: Mamata Banerjee

Planning, preparations and resource mobilisation for Durga Puja, the biggest festival of Bengal, begins at least three months before the actual Puja begins. “It is an industry that becomes active for three months, where the involvement can’t be seen. But I feel that without any big investment, it is the biggest investment”, Chief Minister Mamata Banerjee said while inaugurating the Suruchi Sangha Puja in south Kolkata today.

So many people are involved right from forming the ideas and themes to procuring raw material, creating the pratimas and structures, the decorations, the lighting — the festival begins even before Mahalaya, she pointed out. The pandals in the city as well as the districts are “very beautiful this year, and the creativity of those involved is quite good”. A large number of clubs had been given items to promote the Football World Cup that begins in the country early next month, the semi-final and final of which will be held in Kolkata.

Urging the public to enjoy the festivities, she reiterated that people must not fall prey to conspiracies and rumours. “There are people who do not like our enjoyment and happiness and will try to disrupt through false Facebook posts and tweets. You must counter this and say that such things don’t happen in Bengal, where the people celebrate every festival and take part in every tradition”. She said some people in the past had resorted to lying, conspiring and spreading wrong information, but had not succeeded. “They have forgotten we are from Bengal, and proud to have been born here. We want the progress and happiness of its people”.

The Chief Minister said she had no objection over immersions taking place on all days. But usually, they don’t take place on Ekadoshi (the day after Vijaya Dashami), which this year coincides with the observation of Muharram. The people in Bengal respect all faiths and traditions — let them be carried out peacefully and in harmony, she implored. Assuring the public that everything will take place in an orderly manner, she said that the police and administration would be there all through to help out. “Enjoy the Pujas fearlessly and with happiness. See the creativity, the wide range of artistry and feel the goodness of Durga Puja in Bengal, which is famous all over the world”.

 

দুর্গাপুজো বিগ নয়, বিগেস্ট ইনভেস্টমেন্টঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী, তিনি ওই পুজোর থিম সঙও রচনা করেছেন।

তিনি আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ যার কিছু খেলা কলকাতায় অনুষ্ঠিত হবে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলার ফুটবলকে তথা খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। প্রতিটি ক্লাবে অনেক উপহার দেওয়া হয়েছে এই প্রতিযোগিতার প্রচার করতে। আগের তুলনায় এখন পুজোমন্ডপগুলি আগে উদ্বোধন হওয়ায় ট্রাফিক পুলিশের ওপর যে পরিমাণ চাপ বৃদ্ধি হয়েছে, সে কথাও মনে করিয়ে দেন।

এই পুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বিনিয়োগ হয়, লক্ষ লক্ষ শ্রম দিবস তৈরি হয়। অগণিত শিল্পীদের জীবিকা নির্বাহ হয়, বিভিন্ন ধরনের শিল্পীরা যুক্ত থাকেন প্রতিটা পুজোতে। এর ফলে শিল্পের বিকাশ হয়, শিল্পীদের মধ্যে আরও ভালো কাজ করার প্রতিযোগিতা বাড়ে, ফলে শিল্পের উন্নতি হয়, বাড়ে রাজ্যের শিল্পের মান। তিনি বলেন পুজো শুধু বিগ নয়- ‘বিগেস্ট ইনভেস্টমেন্ট’। অনেক আইডিয়া এই প্যান্ডেল থেকে নিয়ে গিয়ে অনেকে ক্ষুদ্র শিল্পে কাজে লাগায়।বিভিন্ন পুজোর বিভিন্ন রকমের থিমের তিনি প্রশংসা করেন।

তিনি জনসাধারণকে সতর্ক করে বলেন, “কোনও চক্রান্তে ভুল বুঝবেন না। কিছু কিছু মানুষ ফেসবুককে ফেকবুক হিসেবে ব্যবহার করে, টুইট করে মিথ্যে কথা বলে, মানুষের সঙ্গে মানুষের সংঘাত লাগানোর চেষ্টা করে। অনেকে বাংলার আনন্দ সহ্য করতে পারে না, অনেকে নিরানন্দের ভূমিকা তৈরি করেন, আপনারা সবাই এটাকে কাউন্টার করুন। কাউন্টার করে বলুন, বাংলা এর জায়গা নয়, বাংলার বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাঁদের ছেড়ে কথা বলব না। সাড়া পৃথিবীতে একটা উৎসব দেখান যারা বাংলার মতো করে যেকোনো উৎসবকে উৎসাহিত করতে পারে। এখানে প্রচুর গণপতি পুজো হয়, কখনও কি ভাবি ওটা মহারাষ্ট্রের পুজো? গুরু নানকের জন্মদিন পালন করি, কখনও ভাবি ওটা পাঞ্জাবের পুজো? দেশনেতা কারা হয়? যাদের সারা দেশ নেতা বলে মনে করে। এ সমাজে কিছু ভালো লোক আছে, কিছু খারাপ লোক আছে, কিছু ‘গুডি গুডি’ আছে, যারা ভেরি ডেঞ্জারাস। এরা মিথ্যে বলবে, কুৎসা করবে, চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, একটা ভোজপুরি সিনেমার ছবি দিয়ে বলছে বাংলার ঘটনা, বাংলাদেশের একটা ঘটনার ফটো দিয়ে বলছে এটা বসিরহাটে হচ্ছে- পুরোটাই মিথ্যে কথা। বাংলায় এসব জিনিস হয় না। বাংলার মাটি কখনও অমানবিক, দানবিক হতে পারে না। এ মাটি কৃষ্টি, সংস্কৃতি, জাগরনের মাটি। বাংলা সাড়া বিশ্বকে পথ দেখায়, তাই, বাংলা- বিশ্ব বাংলা। বাংলার মাটিতে আমরা জন্মেছি, আমরা গর্বিত। অনেক বড় উৎসব আছে, কিন্তু, একটা রাজ্যের একটা উৎসবকে কেন্দ্র করে সাড়া বিশ্বে উৎসব হয়, কেউ দেখাতে পারবেন? প্রত্যেকটা দেশ থেকে লোক আসছে, পুজো দেখতে। মানুষে মানুষে এত মিল আর কোথাও কেঊ দেখাতে পারবে না।”

তিনি বিসর্জন প্রসঙ্গে বলেন, “আমার কোনও আপত্তি নেই, যে যবে খুশি বিসর্জন দিক, তবে বাড়ির পুজো কেউ একাদশীতে বিসর্জন দেয় না। আমি প্রচার করে ধর্ম মানি না, সব ধর্মকে ভালবাসি। আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ ভাবে বিসর্জন ও মহরম পালন করা। একটা দাঙ্গা লাগানো খুব সহজ, এদের কাজ হল বাংলার বদনাম করা। বাংলায় দাঙ্গা হল, বাংলায় পুজো হল না, তাই এরা চায়। বলল, জগন্নাথদেবের মন্দিরে আমায় ঢুকতে দেওয়া হবে না, কারণ আমি হিন্দু না, তো সেখানে পুরোহিতরা আমাকে প্রায় আলিঙ্গন করে নিয়ে গেছে। যারা আমার জন্ম নিয়ে প্রশ্ন তোলে, তাদের বাংলার মাটি প্রশ্রয় দেয় না। এত নিম্ন রুচি, মানসিকতা, সঙ্কীর্ণতা, এটা রাজনীতি, সমাজ সংস্কার নয়, আমরা এগুলকে ঘৃণা করি, আমাদের এখানে পুরান, কোরান, বাইবেল, গ্রন্থসাহেব, ত্রিপিটক সব থাকবে।”

তিনি আরও বলেন যে -প্রতিটি পুজো কমিটির দায়িত্ব বেড়ে গেছে, আমি তাদের অভিনন্দন জানাই। কেউ কেউ চক্রান্ত করতে পারে, মানুষকে দুঃখী করার চেষ্টা করতে পারে, আমি চাই মানুষ যেন দুঃখী না হয়। আপনারা চিন্তা করবেন না, নিশ্চিন্তে ভালভাবে শান্তিতে পুজো করুন। প্রশাসন আপনাদের সঙ্গে আছে, পাড়ার ছেলেমেয়েদের সাহায্য চাই।

পুজোর দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ, বিদেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত মানুষকে শারদীয়ার শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী।

 

 

Jago Bangla’s Festive Edition 2017 is a literary treat for all

The Jago Bangla Festive Edition 2017 is a literary treat for the all.

The cover of the festive edition of Jago Bangla has been designed by the party Chairperson Mamata Banerjee, like every year. The magazine begins with her poem – Maa and also features her article ‘Kandarir Kalam’.

Several senior party leaders – Subrata Bakshi, Partha Chatterjee, Sudip Bandopadhyay, Derek O’Brien, Subrata Mukherjee, Sovandeb Chatterjee, Suvendu Adhikari, Sovan Chatterjee, Aroop Biswas, Firhad Hakim, Purnendu Bose and Abhishek Banerjee – have penned articles in this year’s edition among others.

Besides political columns, this year’s edition contains a play by Bratya Bose, paintings by Suvaprasanna and Jogen Chowdhury, a touch of history by Sukhendu Sekhar Roy alongside articles by economist Abhirup Sarkar, academician Nrisingha Prasad Bhaduri, Gautam Brahma and others.

The fiction section contains stories penned by noted writers like Sirshendu Mukherjee, Tapan Bandapadhyay, Sekhar Bose and Amar Mitra while the poetry section features poems by noted poets like Nirendranath Chakraborty, Joy Goswami, Subodh Sarkar and Srijata.

You can collect the hard copy of the festive edition from Jago Bangla stalls at Puja pandals across the State. You can read it online here.

জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৪: একনজরে

প্রতি বছরের মতো এবছরেও জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৪ প্রকাশিত হল মহালয়ার পুণ্যলগ্নে, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এবারও বইটির প্রচ্ছদটি এঁকেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কাণ্ডারির কলম’ শীর্ষক মূল প্রচ্ছদের লেখাটিও লিখেছেন তিনিই; এছাড়া তাঁর লেখা ‘মা’ নামক একটি কবিতা রয়েছে এই সংখ্যাটির শুরুতেই।

বিভিন্ন বিষয়ে কলম ধরেছেন আরও নেতা নেত্রীরা: সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন ও ডেরেক ও’ব্রায়েন প্রমুখ।

এছাড়াও নানা বিষয় বিশ্লেষণ করেছেন নির্বেদ রায়, প্রবীর ঘোষাল, মানস ভূঁইয়া, গৌরীশঙ্কর দত্ত ও আশিস বন্দ্যোপাধ্যায়। এই বইটিতে থাকছে রাজ্য সরকারের উন্নয়নের কথা, নিবন্ধ, সাক্ষাৎকার, নাটক, এছাড়াও বিভিন্ন বিষয়।

শুধু এই নয়, বহু বিশিষ্ট লেখকের লেখাও থাকছে এখানে, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জয় গোস্বামী, সুবোধ সরকার ছাড়াও বহু কবি লিখেছেন অসাধারন কিছু কবিতা।

সব মিলিয়ে প্রতিবারের মত জাগো বাংলার এই উৎসব সংখ্যাটিও এককথায় আনপুটডাউনেবেল।

সারা রাজ্যে যে কোনো পুজো প্যান্ডেলে জাগো বাংলার স্টলগুলি থেকে সহজেই এই বইটি সংগ্রহ করা যাবে। অনলাইনেও পড়তে পারেন আপনি এই উৎসব সংখ্যা। ক্লিক করুন এখানে।

 

Dear Boys: An initiative by Kolkata police on respecting women

Kolkata Police has launched an initiative named ‘Dear Boys’ to educate teenage school boys – from class IX to XII in 20 schools – in showing respect to women.

The project is directed at teenage boys especially because it is pertinent to realise at a young age that women too are humans with every right to stay out for as long as they want to, wear what they wish to – and everyone must respect that.

Boys who inculcate these values in them will grow up into sensitive and responsible men, and will not be unnecessarily judgmental about women’s choices.

Kolkata Police is conducting this campaign also through posts on its Facebook page. The initiative has found support on social media with many users welcoming the move and giving valuable suggestions.

 

ডিয়ার বয়েজঃ কলকাতা পুলিশের নবতম উদ্যোগ

কিশোর বয়সেই যাতে ছেলেরা মহিলাদের সম্মান করতে শেখে তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ নিয়েছে এক অভিনব উদ্যোগ। স্কুলপড়ুয়া কিশোরদের প্রশিক্ষণ দেবে পুলিশ যাতে তারা মহিলাদের সম্মান জানাতে শেখে। ২০টি স্কুলের ক্লাস ৯ থেকে ১২ এর ছাত্রদের মধ্যে মহিলাদের প্রতি সম্মানবোধ জাগিয়ে তুলতে দেওয়া হবে প্রশিক্ষণ।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ডিয়ার বয়েজ’। কিশোর বয়সেই ছেলেদের নারীর প্রতি সম্মানের ব্যাপারে অবগত করানোই উদ্দেশ্য এই উদ্যোগের। বড় হয়ে এই ছাত্ররা যাতে দায়িত্ববান পুরুষ হতে পারে, তাই নিশ্চিত করবে কলকাতা পুলিশ।

এর উদ্যোগকে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বাহবা জানিয়েছে।

Source: inuth.com

 

‘Ekushe Annapurna’ now to be available in the districts too

The State Government is now extending the popular ‘Ekushe Annapurna’ scheme of food servings to the districts. They are available from the Annapurna mobile outlets run by the Bengal Government agency, Benfish, and come at just Rs 21 – hence the name. They are available from 12 pm to 3 pm.

‘Ekushe Annapurna’ is the brainchild of Chief Minister Mamata Banerjee. Each plate consists of a 50 gram (g) piece of fish, 100 gms rice, 75 g masoor dal and 50 g vegetables.

Now the government has decided to extend the availability of these delicious and popular servings to the districts. Twenty-one mobile vans are run in Kolkata. Now the government would run 29 more vans, in different district towns.

Besides the price, the close scrutiny on the quality of the foods is also a reason for the huge success.

 

জনপ্রিয় একুশে অন্নপূর্ণা এবার জেলায় জেলায়

 

মাত্র একুশ টাকা৷ তাতেই মিলছে ডাল, ভাত, তরকারি, মাছ৷ কলকাতায় ব্যপক জনপ্রিয়তা অর্জনের পর, এবার জেলায় জেলায় ছুটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের আহার৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যা ভরসা দিয়েছে মাছে-ভাতে বাঙালিকে৷

কী থাকে অন্নপূর্ণার থালায়? মৎস্য দপ্তরের উদ্যোগে একুশ টাকায় এখানে পাওয়া যায় ৫০ গ্রাম ওজনের একটি মাছ, ১০০ গ্রাম ভাত, ৭৫ গ্রাম মুসুর ডাল ও ৫০ গ্রাম সবজি৷ ডালহৌসি, ধর্মতলা, গড়িয়া সহ শহরের একাধিক জায়গায় ঘোরে বেনফিশের এই ‘অন্নপূর্ণা’ গাড়ি৷ দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এই গাড়ির সামনে দাঁড়ালেই মেলে খাবার৷

Tea garden workers should be given Puja bonuses: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a media interaction at Nabanna today after a meeting between the State Government and representatives of Gorkha Janmukti Morcha (GJM). The meeting was called by the State’s Chief Secretary to discuss issues regarding the tea gardens in the hills.

The Government has asked all concerned parties, including the garden owners, the unions and tea associations, to reopen the tea gardens and pay the workers the bonus due to them. Another meeting would be held on September 21 in Siliguri with the Labour Commissioner to finalise these issues.

The Chief Minister said the government wanted to know from the Hill leaders how the people in the Hills were faring. She said the situation in the region had improved now. The State Government has always wanted development and peace in the Hills. She wished her brothers and sisters in the Hills well.

Mamata Banerjee also offered her greetings to the people on the occasion of Durga Puja. The inauguration of various pandals started from today.

 

 

চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস দেওয়া হোকঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নবান্নে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজ মুখ্য সচিব একটি বৈঠক ডেকেছেন। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। চা বাগান নিয়ে আলোচনা হয়েছে”।

চা বাগান খুলে দিতে ও শ্রমিকদের বোনাস দিতে বলা হয়েছে। আগামী ২১ তারিখ একটি বৈঠক হবে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা জানতে চেয়েছি পাহাড়ের মানুষজন কেমন আছেন। পাহাড় এখন অনেক স্বাবাভিক হয়ে গেছে। আমরা পাহাড়ের উন্নয়ন চাই, শান্তি চাই। পাহাড় অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। পাহাড়ের ভাই বোন ভালো থাকুক”।

তাঁর কথায়, “কোনরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা বরদাস্ত করব না, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে”।

Maintain peace and harmony during Durga Puja, Muharram, urges CM

Bengal Chief Minister Mamata Banerjee has urged the people of the state to maintain peace and harmony during Durga Puja and Muharram. Formally announcing that visarjan on Dashami will now be allowed up to 10 pm, but will not be allowed the next day because of Muharram, she said some persons had been deliberately twisting the festive spirit and efforts to maintain peace by spreading misinformation and mischievous aspersions.

They had tried to say that Bengal and Kolkata police were unable to manage the two occasions, and that the police in Mumbai were more efficient. But it must be remembered that no state other than Bengal holds Durga Puja on such a large scale. If Ganesh Puja immersion and Muharram happened together, maintaining order would not have been easy. For the last five years, Bengal has been successfully holding immersion of Durga and Muharram together.

A few people are spreading canards and indulging in dirty politics. They take out processions carrying weapons, which is illegal. But they must realise that Bengal is different. We are a peace-loving, wise and mature people and will not give in to attempts to disrupt law and order or create tension. Those who cannot tackle us politically are resorting to CBI, ED and other agencies. They are even trying to create tension and riot-like situations. But Bengal is different. We will not yield to such attempts, the chief minister said.

Durga Puja is a festival of joy. Some have said the Government was curbing the tradition of bidding farewell to the Goddess with the smearing of vermilion. That can never be…the festive spirit cannot be curtailed. Wives can smear vermilion as much as they want on Vijaya Dashami, followed by immersion. Then, with a break of one day, immersions will again resume, culminating in the Carnival on Red Road on October 3.

The festive season starts tomorrow with Viswakarma Puja, followed two days later by Mahalaya. Let the days of Durga Puja be spent in joy; let there be no false propaganda, no spreading of hatred, she said, requesting everyone to maintain harmony, good spirits, and respect for each other.

 

 

দুর্গাপুজো ও মহরমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে দুর্গাপুজো ও মহরমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানান। তিনি বলেন- “জনসাধারণের আবেদন মেনে দশমীর দিন সন্ধে ৬টার বদলে সময় বাড়িয়ে করা হল রাত ১০ টা । ১ তারিখ মহরম পড়েছে তাই কোনও বিসর্জন হবে না, আর আমাদের তিথি অনুযায়ী একাদশী পড়েছে, একাদশীর দিন আমরা কোনও ঘরের ঠাকুর বিসর্জন দিয়ি না, এমনকি পাড়ার গুলোও দেয় না। কেউ যদি মনে করেন বাংলার শান্তি, সংস্কৃতি কেড়ে নেবেন, তাঁদের বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না, আপনারাও ভালো থাকুন, ভালো ভাবে পুজো কাটান।

কেউ কেউ নোংরামি, চক্রান্ত করে বলছে মুম্বইয়ের পুলিশ দক্ষ, বাংলার পুলিশ দক্ষ নয়। বাংলার মত কোন রাজ্যে এত ব্যাপকভাবে দুর্গা পুজো হয় না। এক একটা রাজ্যের এক একটা উৎসব। মুম্বইয়ে গণেশ পুজো বড় করে পালন করা হয়। মুম্বইয়ে যদি গণপতি বিসর্জন আর মহরম একদিনে হলে ওরা সামলাতে পারত না। গত ৫ বছর ধরে আমরা পুজো ও মহরম একসাথে সামলাচ্ছি দক্ষতার সাথে।

অস্ত্র নিয়ে কোনও মিছিল করা যাবে না। অস্ত্র রাখতে গেলে লাইসেন্স লাগে। অস্ত্র নিয়ে মিছিল বেআইনি। অস্ত্র নিয়ে মিছিল করার চেষ্টা হলে সরকার কঠোর পদক্ষেপ করবে। মনে রাখতে হবে বাংলাটা একটু অন্যরকম, বাংলা- বাংলার মতো চলে, বাংলার মানুষ এসব পছন্দ করে না, বাংলার মানুষ শান্তিপ্রিয়, সচেতন নাগরিক। যারা রাজনীতিটা রাজনীতি দিয়ে করতে পারে না, তারা সিবিআই দিয়ে ইডি দিয়ে দাঙ্গা লাগিয়ে, চক্রান্ত করে, দিস ইস দেয়ার গেম প্ল্যান। দাঙ্গা সবসময় কঠোর হস্তে মোকাবিলা হবে, পুজো তেও মানুষ শান্তিতে থাকতে পারবে না? এই পলিটিক্স কেন? রাজনীতিটা রাজনীতি দিয়ে করা ভালো।

আমাদের যেমন জাতীয় উৎসব দুর্গাপুজো, তারপরে আসে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, হিন্দুস্তানি ভাই বোনেদের ছট পুজো আসে। দুর্গাপুজো হচ্ছে আনন্দের উৎসব। দশমীর দিন, ২তারিখ, ৩তারিখ, ৪তারিখ ও বিসর্জন হবে- আর তার মধ্যে আমাদের পুজা কার্নিভাল আছে ৩ তারিখে রেড রোডে।

আগামী কালই বিশ্বকর্মা পুজো, আর তার ১ দিন পর মহালয়া। ১৮তারিখ থেকে আমারও পুজো উদ্বোধন শুরু হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব শান্তিপূর্ণ ভাবে পুজো কাটান এবং ‘সর্বধর্ম সমন্বয়’ রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলে গিয়েছেন, স্বামী বিবেকানন্দ যে কথা বলে গিয়েছেন, আমরা তাঁদের সকলকে মর্যাদা দিয়ে আমরা সবাই সবার মতো করে এই পুজো পালন করব, আমরা যেন কোনও প্ররোচনায় পা না দিই। মিথ্যা প্রচার করে নয়, কুৎসা নয়, আমাদের উৎসবের দিনগুলো যাতে ভালো করে কাটে,
সকলকে শারদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।”

 

 

Bengal to spend Rs 12,180 cr more on infra push: Bengal CM

In a major push to infrastructure development in Bengal, the Trinamool Congress Government has decided to spend Rs 12,180 crore in addition to the Rs 20,155 crore allocated in this year’s budget for the purpose.

This was stated by Chief Minister Mamata Banerjee at a media interaction at the state secretariat, Nabanna yesterday. The amount, she said, would be spent for the construction of roads, bridges, flyovers, water and electrification projects, and warehouses for the storage of foodgrains in the next two to three years. A committee has been formed under the chief secretary for monitoring them.

As many as 12 flyovers will be built along with a complete overhaul of the power distribution system, bridges, flyovers and various other projects. She further said that the government had sent a proposal to the Railway Ministry for a bullet train linking Andal to Kolkata.

The government is allocating Rs 6,195 crore extra to the State Public Works Department (PWD) and an additional Rs 2,862 crore to the Urban Development and Municipal Affairs Department. Rs 850 crore will be given to West Bengal Warehouse Corporation for constructing warehouses to store foodgrain.

The projects that will be taken up by the PWD include four-laning of the Kalyani Expressway and Belgharia Expressway connectivity, Bankura-Durgapur Road and Kolkata-Basanti Road up to Ghatakpukur, and flyovers at Manicktala crossing along AJC Bose Road, over Ganesh Chandra Avenue, at New Market towards MG Road crossing and from Tartala to Jadavpur Phanri via Prince Anwar Shah Road.

Work to be undertaken by the Urban Development Department includes the construction of a giant wheel at the riverside Millenium Park in Kolkata, and trans-municipal water supply schemes for Dankuni, Uttarpara, Konnagar, Rishra, Sreerampore and Baidyabati.

In the power sector, the government is allocating as much as Rs 2,273 crore, including for three units of the Kolaghat Thermal Power Station, which will be renovated and modernised along with two units of Sagardighi and Kolaghat (Unit 1).

Bengal is developing Andal Airport in Durgapur to take a part of the load off the airport in Kolkata. The Chief Minister said that the State Government had sent a proposal to the Centre for a bullet train connecting Andal with the city. A passenger from the Andal airport can commute within 45 minutes to the city by a bullet train.

She maintained that Bengal has been marching ahead despite financial constraints. She said that development cannot take place without infrastructure. Once these projects are complete, Bengal will attain the golden era, she added.

 

Source: Millennium Post

 

 

পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

 

রাজ্যে পরিকাঠামো উন্নয়নের ওপর আরও জোর দিতে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করল সরকার। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৭-১৮ অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
এদিন মুখ্যমন্ত্রী জানান, অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বুলেট ট্রেন চালু করার জন্য রাজ্য সরকার একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছে। তিনি বলেন, “রাজ্যে পরিকাঠামো বাড়লে বিনিয়োগ বাড়বে। গত ছ’‌বছরে বাংলা অনেক এগিয়ে গেছে। ভারত সেরা থেকে বিশ্ব সেরা হয়েছে। আর্থিক সমস্যা রয়েছে। তবু রাজ্য জুড়ে খাদ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জল–সহ সবক্ষেত্রেই আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন বছরে এই প্রকল্পগুলি শেষ হয়ে গেলে বাংলায় স্বর্ণযুগ আসবে”।
সড়ক প্রকল্পে উন্নয়ন:

মিলেনিয়াম পার্কে কলকাতা আই প্রকল্পের জন্য ২৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ইএম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড ক‌রিডর,গড়িয়াহাট রোড দক্ষিণে উড়ালপুল, কল্যাণী এক্সপ্রেসওয়ের ৪২ কিলোমিটার এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগকারী চার কিলোমিটার রাস্তা চার লেন, কলকাতা–বাসন্তী রোডের ঘটকপুকুর পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা চার লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন ফ্লাইওভারঃ

  • তারাতলা থেকে টালিগঞ্জ ও আনোয়ার শাহ রোড হয়ে যাদবপুর ফাঁড়ি পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৭০ কোটি টাকা
  • সুকান্ত সেতু থেকে সেলিমপুর পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৪৮ কোটি টাকা
  • শিয়ালদহ ব্রিজ থেকে স্টেশন পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ২১ কোটি টাকা
  • সেক্টর ফাইভ কলেজ মোড় থেকে রাজারহাট পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৬৮ কোটি টাকা
  • মানিকতলা ক্রসিং থেকে এজেসি বোস রোড পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ৩৫০ কোটি টাকা
  • গণেশচন্দ্র অ্যাভিনিউ থেেক এমজি রোড পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৩৭৫ কোটি টাকা
  • সৈয়দ আমির আলি অ্যাভিনিউ থেকে মা ফ্লাইওভার পর্যন্ত ফ্লাইওভার
  • ভাগীরথী নদীর ওপর কালনায় সেতু তৈরি। পাচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

 

পরিকাঠামোয় অতিরিক্ত বরাদ্দঃ

আগে বরাদ্দ ছিল ২০,১৫৫.৬১ কোটি টাকা। অতিরিক্ত ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হল।
পানীয় জল প্রকল্পঃ

জলের সমস্যার কথা মাথায় রেখে ১৩৬৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর ফলে ডানকুনি, উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি,চাপদানি পুরসভা এবং তার সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা মিটবে।
বিদ্যুৎ:

বিদ্যুতের সমস্যা সমাধান করতে ২২৭৩ কোটি টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে সাগরদিঘি তিন এবং চার নম্বর ইউনিট, কোলাঘাটের এক নম্বর ইউনিট সংস্কার করা হবে। নিউ টাউনে উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

এছাড়াও বেহালা, বালুরঘাট, কোচবিহার, মালদায় ছোট ছোট বিমানবন্দরগুলি ঢেলে সাজা হচ্ছে। ইতিমধ্যে ২৬টি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। খাদ্যশস্য মজুত করতে গুদাম তৈরির জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত প্রকল্প শেষ হলে রাজ্যে সুবর্ণযুগ আসবে। বাড়বে বিনিয়োগ।

 

 

Bengal Govt extends Swasthya Sathi coverage to 55.5 lakh more government employees and volunteers

The Bengal Government has extended the coverage of its Swasthya Sathi health insurance scheme, to include several more categories of Bengal Government employees. The health security scheme would now cover 55.5 lakh more government employees and volunteers associated with various State Government developmental programmes.

The Swasthya Sathi health insurance scheme is one of the pet projects of Chief Minister Mamata Banerjee, who wants health security to be prioritised for all those employed by the government, both permanently as well as part-time. She is in charge of the Health and Family Welfare Department.

In the last few months, the State Government has gradually added ASHAs (accredited social health activists), ICDS (Integrated Child Development Scheme) employees and volunteers, members of self-help groups (SHGs), home guards, NVF (National Volunteer Force) volunteers, civic police volunteers, rural police volunteers, disasters management volunteers, members of panchayat offices, including the contractual, part-time and daily wage earners, part-time faculty and contractual employees of colleges and universities under the State Government, and the contractual, part-time and daily wage earners under a few other departments.

Now, with this latest announcement, made via newspaper advertisements, Swasthya Sathi has come to include the following categories:

• Para teachers,
• Samprasarak/samprasarika of all Shishu Shiksha Kendras, Madrasa Shiksha Kendras and Madhyamik Shiksha Kendras,
• Contractual employees of Sarva Shiksha Abhiyan, State Rural Health Scheme and State Civic Health Scheme,
• ASHA supervisors,
• Doctors of State Child Health Scheme,
• Contractual homeopathic, ayurvedic and unani doctors and compounders, cleaners
• Other employees under State Urban Employment Scheme,
• Elected municipal representatives,
• Employees of various development authorities and civic local bodies,
• Contractual employees who are recruited in accordance with the specific approval of the State Finance Department and paid with money from the treasury of grants-in-aid,
• Teachers and non-teaching staff of primary schools, secondary schools and government-aided madrasah and their families.

 

স্বাস্থ্য সাথীর আওতায় এখন আরও ৫৫.৫ লক্ষ রাজ্যবাসী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে শুরু করেন স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি হলঃ

• প্রতি বছর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা
• ক্যান্সার, নিউরো-সার্জারি, হার্ট-সার্জারি, লিভারের বা রক্তের অসুখ প্রভৃতি কঠিন অসুখের ক্ষেত্রে ৫লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা
• স্বামী ও স্ত্রী উভয়ের বাবা-মা সহ পরিবারের সকলের জন্যও সুরক্ষা
• আগে থেকে থাকা কোনও অসুখের জন্যও সুরক্ষার ব্যবস্থা
• স্মার্ট-কার্ড ভিত্তিক, নগদহীন, কাগজহীন অন-লাইন ব্যবস্থা
• সম্পূর্ণ প্রিমিয়াম রাজ্য সরকার বহন করে এবং সুবিধা প্রাপকদের থেকে কোনও অবদান নেওয়া হয় না

এই প্রকল্পের আওতায় আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। যেমনঃ

আশা কর্মী, আইসিডিএস কর্মী ও সহায়ক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, হোম গার্ড/এনভিএফ সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, গ্রীন পুলিশ স্বেচ্ছাসেবক, গ্রামীণ পুলিশ স্বেচ্ছাসেবক, দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক

এনারা ছাড়াও ত্রি-স্তর পঞ্চায়েত সদস্য ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন চুক্তিভিত্তিক/আংশিক সময়ের/দৈনিক নিযুক্ত কর্মী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক ও চুক্তিভিত্তিক কর্মী এবং বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক/আংশিক সময়ের/দৈনিক নিযুক্ত কর্মীদের এই প্রকল্পের আওতায় আনা হয়।

এবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পকে আরও সম্প্রসারিত করে

• পার্শ্বশিক্ষক,
• শিশু শিক্ষা কেন্দ্র/মাদ্রাসা শিক্ষা কেন্দ্র/মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্প্রসারক/সম্প্রসারিকা,
• সর্ব শিক্ষা মিশনের চুক্তিভিত্তিক কর্মী,
• রাষ্ট্রীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প ও রাষ্ট্রীয় নগর স্বাস্থ্য প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মী,
• আশা সুপারভাইজার এবং রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসক,
• চুক্তিভিত্তিক হোমিওপ্যাথি, আয়ুষ ও ইউনানী চিকিৎসক ও কম্পাউন্ডার,
• রাজ্যের আরবান এমপ্লয়মেন্ট প্রকল্পে নিযুক্ত সাফাই ও অন্য কর্মী, নির্বাচিত পৌর প্রতিনিধি,
• বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ এবং নগরীয় স্থানীয় সংস্থার কর্মচারী,
• অর্থ দপ্তরের নির্দিষ্ট অনুমতি অনুসারে নিযুক্ত এবং ট্রেজারির থেকে বা অনুদান থেকে মাইনে দেওয়া হয় এমন চুক্তিভিত্তিক কর্মী,
• প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী এবং পরিবার এবং
• অনুমোদিত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী এবং পরিবারদের

এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

Bengal CM forms new boards for north Bengal

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday announced the formation of new boards for north Bengal.

One of these newly formed boards is the Rajbangshi Development & Cultural Board, for which MLA Ananta Deb Adhikari has been chosen as the Chairman and Vanshibadhan Burman as the Vice Chairman. The headquarters of the Rajbangshi Development & Cultural Board will be at Cooch Behar.

Along with this, the Kamtapur Language Academy was also formed- the headquarters of which will be in Jalpaiguri. Nrisingha Prasad Bhaduri will be the President of the Academy while Atul Rai has been chosen as the Vice-President.

Moreover, a Rajbangshi Language Academy is already in existence; Jalpaiguri MP Bijay Chandra Barman is the President of this Academy.

 

রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবেঃ মুখ্যমন্ত্রী

 

রাজ্যে বিলুপ্তপ্রায় রাজবংশী ও কামতাপুরি ভাষাকে ‘অগ্রাধিকারপ্রাপ্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজ ও প্রকাশনায় অন্যান্য ভাষার মতো এই দুটি বিলুপ্তপ্রায় ভাষাও স্বীকৃতি পাবে।
গতকাল শিলিগুড়ি সফরে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পাশাপাশি তিনি রাজবংশীদের জন্য উন্নয়ন একাডেমি গড়ার কথাও ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই রাজবংশী ভাষার অ্যাকাডেমি চালু করা হয়েছিল। এবার সেই ভাষাটি রাজ্যের দপ্তরের কাজেও স্বীকৃতি পেল”।

তিনি আরও বলেন, এবার রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবে। এই অ্যাকাডেমির চেয়ারম্যান হবেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। এই অ্যাকাডেমি প্রায় হারিয়ে যাওয়া এই ভাষার উন্নয়নে কাজ করবেন। তিনি জানান শুধু স্বীকৃতিই নয়, প্রায় হারিয়ে যাওয়া ভাষাগুলোকে যাতে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে প্রতিষ্ঠিত দুই অ্যাকাডেমির পাশাপাশি কাজ করবে রাজ্য।

রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন অনন্ত দেব অধিকারী, এবং ভাইস চেয়ারম্যান হলেন বংশীবদন বর্মণ।

Kolkata records 8% dip in fatal accidents: Report

Kolkata has managed to significantly bring down the number of accidents -both fatal and non-fatal -in 2016 in comparison with the previous year.

The launch of the Safe Drive Save Life campaign, coupled with strict enforcement of speed rules in the city seem to have made the difference, claim top Lalbazar officers.

According to the latest road accident report – based on leading cities of India – prepared by the Union ministry of road transport and highways, 2016 witnessed 388 fatal accidents on Kolkata’s streets. There were 421 fatal accidents in 2015 and 431 in 2014.

Not only did the number of fatal accidents fall by 7.8% but also the total figure of non-fatal accidents dropped by a substantial 18%.

A comparison with other cities will put things into perspective. In 2016, Delhi saw 1,591 people dying on roads and Chennai witnessed 1,183 deaths.

Similarly, there were a total of 4104 accidents in the city in 2016 compared to 4981 in 2015. The severity of accidents (number of persons killed per 100 accidents) is at an all-time low of 9.9, much lesser than Mumbai (16.6) or Delhi (21.6).The national average is 19.8.

Between July 8 and December 31, 2016 – after the safety drive was launched – number of deaths of helmetless drivers came down to 32 (from 61 during the corresponding period in 2015).

 

কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে ৮ শতাংশঃ রিপোর্ট

২০১৫র তুলনায় ২০১৬ সালে কলকাতায় পথ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমেছে আট শতাংশ। মুখ্যমন্ত্রীর চালু করা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা অভিযানের পাশাপাশি গাড়ির গতিবিধির ওপর কঠোর নজরদারির ফলে এটি সম্ভব হয়েছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের পেশ করা রিপোর্টে দেখা গেছে ২০১৬ সালে কলকাতার রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ৩৮৮টি। ২০১৪তে যে সংখ্যা ছিল ৪৩১ ও ২০১৫ সালে ৪২১টি। পাশাপাশি, ২০১৬ সালে কলকাতায় পথ দুর্ঘটনার সংখ্যা ৪১০৪, যা ২০১৫ সালে ছিল ৪৯৮১।

শুধু যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৮ শতাংশ কমেছে, তাই নয়। পথ দুর্ঘটনার সংখ্যাও কমেছে ১৮ শতাংশ।

অন্যান্য শহরের তুলনায় কলকাতায় দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কম। ২০১৬ সালে দিল্লীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ১৫৯১টি, চেন্নাইতে ঘটেছে ১১৮৩টি।

দুর্ঘটনার প্রকটতা (প্রতি ১০০টি দুর্ঘটনায় মৃতের সংখ্যা) সব থেকে কম কলকাতাতেই, ৯.৯%। যা মুম্বই (১৬.৬%), দিল্লী (২১.৬%) বা জাতীয় গড় (১৯.৮%) এর তুলনায় অনেক কম।

সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা অভিযানের পর ৮ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বর ২০১৬ এর মধ্যে হেলমেটবিহীন বাইক আরোহীর মৃত্যু কমে দাঁড়িয়েছে ৩২এ (যা ২০১৫ সালে ছিল ৬১টি)।