We celebrate festivals of all religion with equal importance: Mamata Banerjee

Propagating the message of communal harmony, Bengal Chief Minister Mamata Banerjee on Sunday said: “We celebrate festivals of all religion with equal importance and give significance to the feeling of the people.”

She visited Doi Ghat and Takta Ghat to greet people on Chhath Puja on Sunday evening. The state Urban Development minister, and the Kolkata Mayor and state Fire minister, accompanied the Chief Minister on the occasion.

Hundreds of people gathered at the bank of river Hooghly to offer Chhath puja. After greeting the people, Banerjee said that the state government had developed and improved the condition of the ghats on the bank of river Hooghly, which were in a dilapidated state for decades.

“We value the traditions. I visit the ghats on the day of Chhath Puja every year and we celebrate all festivals with equal importance. Durga Puja and Kali Puja are over. In December, there will be Christmas and it will also be celebrated in the state with equal pomp and pleasure,” she said, adding that this year Monday has been declared a holiday for state government employees for Chhath Puja.

The Chief Minister urged the people not to hurry unnecessarily and to reach the river bank peacefully to offer their puja. She said that the administration and the police were working to help the people.

 

আমরা সব ধর্মের উৎসব সমান মর্যাদার সঙ্গে পালন করিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আবারও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা সকল জাতি ধর্মের মানুষকে সমান মর্যাদা দিই, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উত্সব আমরা সমান উদ্দীপনার সঙ্গে পালন করি।”

তিনি দহি ঘাট ও তক্তা ঘাটে গিয়ে ছট পুজোর উপলক্ষে উপস্থিত জনতাকে শুভেচ্ছা বার্তা জানান।  সেখানে উপস্থিত ছিলেন রাজ্য নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ও দমকল মন্ত্রী।

ছট পুজোর উদ্দেশ্যে হুগলী নদীর ধারে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানানোর পর মুখ্যমন্ত্রী বলেন, হুগলী নদীর দুই পাড় দশকের পর দশক ধরে জীর্ণ অবস্থায় পড়ে ছিল, রাজ্য সরকার পুরো ঘাটের সংস্কার করেন ও উন্নয়ন করেন।

“আমরা ঐতিহ্যের মর্যাদা দিই। আমি প্রতি বছর ছট পুজোর সময় ঘাটে আসি পুজো দেখতে, আমরা সকল ধর্মের সকল উত্সব সমান মর্যাদার সঙ্গে পালন করি। দুর্গা পুজো ও কালী পুজো শেষ হয়ে গেছে। ডিসেম্বর মাসে খ্রিষ্টমাস, সেটাও সমান মর্যাদার সঙ্গে পালন করা হবে।” তিনি আরো জানান, ছট পুজো উপলক্ষে সোমবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

তিনি আরও বলেন, “অযথা কেউ পুজো নিবেদনের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে সকলে নিজের পুজো নিবেদন করুন, রাজ্য প্রশাসন ও পুলিশ তাদের সাহায্য করতে ওখানে উপস্থিত আছে।”

 

Mamata celebrates Mother Teresa’s sainthood with the poorest-of-the-poor

“Our soil is for unity, we stand for unity,” chief minister Mamata Banerjee said on Friday. She couldn’t have found a more opportune moment, nor a better place for airing the message of peace. It was the Bengal government’s celebration of thanksgiving for St Teresa of Kolkata, in association with the Missionaries of Charity. The venue was Shanti Dan, destitutes home set up by Mother Teresa, where the chief minister wished to celebrate the canonization of “St Teresa of Calcutta” with the poorest of the poor.

She reiterated that in times of political and religious intolerance as this, complete communal harmony prevailed in Bengal. “This (our state) is like a joint family, somebody may be Sikh, or Muslim, or Christian or a Hindu. (For everyone), humanity comes first. “Javed (Khan) is a Muslim, Derek a Christian…they are all here to attend this function.”

“It’s my privilege to be at Shanti Dan today. We went to Vatican and there Mother became saint Mother. Now, she’s St Teresa, but she’s Mother for all.” The audience, who included destitutes, specially-abled men, women and children, cheered on.

During her speech, the chief minister recalled her meeting with Saint Teresa, during a communal unrest, at Loreto Sealdah. “I was moving on the road, and Mother was the only other person, who was also moving, alone, keeping a watchful eye that night. I am lucky to have met her, get her blessings.”

 

মাদারের আদর্শে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতার সেন্ট টেরেসাকে ধন্যবাদ জানানোর জন্য মাদার টেরেসার তৈরী করা শান্তিদানে রাজ্য সরকার ও মিশনারিজ অফ চ্যারিটির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা একটা যৌথ পরিবার৷ এটাই আমাদের বিশ্বাস৷ মানবিকতাই আমাদের ধর্ম৷ সবাইকে ভালোবাসাই আমাদের কাজ৷ মাদার টেরেসা এই সত্য মেনে নিয়েই কাজ করতেন৷ আমাদেরও সেটাই ধর্ম৷”

তাঁর কথায় এই বার্তা সকলকে জানানোর জন্য এর থেকে ভালো সুযোগ ও স্থান তিনি আর পাবেন না। উক্ত সভায় মাদার টেরেসাকে শ্রদ্ধা জানানো হয় ওনার সন্ত উপাধি লাভের জন্য।

মুখ্যমন্ত্রী জানান সারা দেশব্যাপী এই রাজনৈতিক ও ধার্মিক অসহিষ্ণুতার সময়েও আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নজিরবিহীন। তিনি বলেন “আমাদের রাজ্য একটি যৌথ পরিবারের মতো, হয়ত কেউ শিখ, কেউ মুসলিম, কেউ খ্রিষ্টান, কেউ হিন্দু। কিন্তু সকলের কাছেই মানবতা সবার আগে। জাভেদ খান একজন মুসলিম, ডেরেক একজন খ্রিষ্টান, কিন্তু দুজনেই সমান আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত।”

“এই শান্তিদানে আসতে পেরে আমি গর্বিত। আমি ভাটিক্যানেও গেছিলাম যেখানে মাদার টেরেসাকে ‘সেন্ট’ আখ্যা দেওয়া হয়। তিনি সন্ত হলেও সকলের কাছে তিনি মাদার হয়েই থাকবেন।” এই বক্তব্য শুনে সভায় উপস্থিত সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কোনো এক দাঙ্গার সময় শিয়ালদহ লরেটো স্কুলে মাদার টেরেসার সঙ্গে করা এক সাক্ষাতের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। “পরিস্থিতির ওপর নজর রাখতে আমি সারা রাস্তায় ঘুরছিলাম, ওদিকে মাদারও একা রাস্তায় ঘুরছিলেন পরিস্থিতির ওপর নজর রাখতে। ভাগ্যক্রমে ওনার সঙ্গে দেখা হয় এবং আমি ওনার আশীর্বাদ লাভ করি।”

 

GST rates a victory for Bengal, states: Amit Mitra

The chairman of the empowered committee of state finance ministers, Dr Amit Mitra, said GST rates fixed on Thursday were a great victory for Bengal and other states. He also pointed out that the rates -0%, 5%, 12%, 18% and 28% -would not have any inflationary impact on the common man.

Bengal is likely to gain from the GST regime as the cess on coal will continue for now, along with the ones on primary education and rural development. Both education and rural development cess are linked with petroleum products, which is not under GST now.

Bengal earns a revenue of Rs 700 crore from coal cess and Rs 500 crore from the two others. The state now has a combination of ad valorem cess of 25% on the value of coal production and a royalty of Rs 5.50-7 per tonne, depending on the grade of coal.

Dr Mitra said that all states fought for 0% GST on grain, though a 6% rate was initially proposed on this. “There would have been inflationary pressure due to this. In a state like West Bengal, there is no VAT on foodgrain, so we all fought for 0% rate on it,“ he said.

The minister also argued that minimum rate of 5% -down from the original 6% -was fixed on the insistence of states. “We protested against 6% minimum rate and brought it down to 5%. For industry , even 1% is huge and can have inflationary impact.The highest slab is also kept at 28% as we were against any slab beyond 30%, which Value Added Tax has,“ Dr Mitra added.

Elaborating on the nittygritty of the new regime, Dr Mitra said revenue officials of different states would together decide on items for the standard category of 12% and 18%, keeping in mind that inflation had to be kept in check.

 

জিএসটি হার বাংলা ও রাজ্যগুলির জন্য লাভজনক হবে: অমিত মিত্র

বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি কমিটির চেয়ারম্যান তথা বাংলার অর্থমন্ত্রী মাননীয় ডঃ অমিত মিত্র বলেন, জিএসটির যে হার নির্ধারিত হয়েছে সেটি বাংলা ও অন্যান্য রাজ্যের জন্য একটি বড় জয়। ০, ৫, ১২, ১৮, ২৮ শতাংশ হার সাধারণ মানুষের জন্য কোনও সমস্যা সৃষ্টি করবে না।

প্রাথমিকভাবে খাদ্যশস্যের ওপর ৬ শতাংশ কর বসানোর প্রস্তাব থাকলো সব রাজ্যই ০ শতাংশ করের দাবি তোলে। ডঃ অমিত মিত্র বলেন, “খাদ্য শস্যের ওপর ৬ শতাংশ সেস বসলে মূল্যবৃদ্ধির পরিস্থিতি সৃষ্টি হাত, তাই আমরা সকলেই ০ শতাংশের দাবি তুলি। বাংলার মত রাজ্যে খাদ্যশস্যের ওপর কোনো ভ্যাট বসানো হয়নি।”

তিনি আরও বলেন যে সর্বনিম্ন জিএসটি হার ৬ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পেছনেও রাজ্যদের ভূমিকা ছিল। শিল্পের জন্য ১ শতাংশ করও মূল্যবৃদ্ধি সৃষ্টি করতে পারে। সর্বোচ্চ হার ২৮ শতাংশ রাখা হয় কারণ আমরা ৩০ শতাংশের চেয়ে বেশি করের বিরোধী; ভ্যাটের ক্ষেত্রেও তাই ছিল।

জিএসটির যে চারটি কর শ্রেণী বা স্ল্যাব ধার্য করা হয়েছে, তার কোনটাতে কোন দ্রব্য থাকবে এবার বিভিন্ন রাজ্যের সচিবরা আলোচনার মাধ্যমে ঠিক করবেন বলেও জানান ডঃ অমিত মিত্র।

Kolkata International Film Festival 2016 to screen films from 65 countries

The Kolkata International Film Festival (KIFF) will kickstart the carnival of cinema on November 11 this year with the screening of 155 films from 65 countries across 105 screens at 13 venues in the city.

After being upgraded into a festival of masses, not a selected few, by Chief Minister Mamata Banerjee in 2011, the festival now boasts a competitive section too.

In this edition, in a new initiative, 18 shows of nine films will be screened as part of the ‘Parae Parae Cinema’. An exhibition on Uttam Kumar is also on the cards. Mamata Banerjee wanted KIFF to be a festival for all. That has been the endeavour for all the organisers.

China is the focal country this year. Seven films from China, including ‘American Dreams in China’, ‘Black Coal, Thin Ice’ and ‘Wolf Totem’, have been included in the festival.

Another new section in KIFF would be biopics where seven films on the lives of filmmakers will be shown. Besides large screens, a selection of old classical films will also be shown in theatres across the city.

The government has upgraded the screens at Rabindra Sadan and Nandan-II to 2k projection system, he added. The Bengal government has taken an initiative with actress Jaya Bachchan to restore old films.

 

বাংলার গন্ধ মেখে উঠবে চলচ্চিত্র উ९সবের পর্দা

শুরু হচ্ছে ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব। ৬৫ দেশের ১৫৫টি ছবি নিয়ে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উ९সব। দেখানো হবে ১৩ টি পর্দায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে এই উ९সবের সুর।

এবার চলচ্চিত্র উ९সবের থিম হল ‘সিনেমার সবাই, সবার সিনেমা’। আক্ষরিক অর্থে ২২ তম চলচ্চিত্র উ९সবে যেন বৈচিত্র্যের সমাহার। ১১ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও দেখানো হবে বাংলা ছবি।

‘পাড়ায় পাড়ায় সিনেমা’ এর অংশ হিসাবে ৯ টি ছবির ১৮টি শো প্রদর্শিত হবে। উত্তম কুমারের ছবির উপর একটি প্রদর্শনী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী সকলে এই উ९সবে সামিল হোক।

এবছরের উ९সবে চিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। রয়েছে সেই দেশের ৭ টি সিনেমা। অ্যামেরিকান ড্রিমস ইন সিনেমা, ব্ল্যাক কোল, থিন আইসএবং উল্ফ টোটেম দেখানো হবে এই উ९সবে।

চলচ্চিত্র উ९সবের ছবি দেখানো হবে নন্দন–১, নন্দন–২, নন্দন–৩ ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রক্সি, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, কার্নিভাল সিনেমা, মিত্রা ও সিটি সেন্টার–১ এর আইনক্সে। ইতিমধ্যেই রবীন্দ্র সদন ও নন্দন চত্বর সবুজায়ন কড়া হচ্ছে ও আরও জায়গা বাড়ানো হচ্ছে। উ९সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।‌‌‌‌

 

Solid waste management project of Bengal’s Hooghly district draws international attention

A solid waste management project of urban bodies in Hooghly district of Bengal has drawn the attention of world’s environment groups. Organic fertilisers of Jibon Jyoti brand, being produced by Uttarpara-Kotrung municipality of Hooghly district, are made from bio-degradable solid waste collected from six municipalities.

The project has now been selected to compete with similar projects of two first world cities — Milan and Auckland — for an international award on best practices in solid waste management.

The initiative in Hooghly is part of the Rs 170-crore Kolkata Solid Waste Management Improvement Project and covers the civic bodies of Uttarpara-Kotrung, Konnagar, Rishra, Serampore, Baidyabati and Champdani. It has been funded by Japan International Cooperation Agency (JICA).

A drive down the 20-km stretch between Uttarpara and Baidyabati along the west bank of the Hooghly river will show the results of the path-breaking initiative. Any resident of the towns down the road will agree that their neighbourhoods were far from being clean even five years ago.

Secretary of the state’s municipal affairs department and chief executive officer of Kolkata Metropolitan Development Authority (KMDA), is to attend the finale of the competition in New Mexico City, with the chairman of Uttarpara-Kotrung municipality. The awards ceremony is scheduled for December 1.

Bengal Govt to set up five medical and seven nursing colleges

The Bengal Government on Friday announced setting up of five new medical colleges and seven nursing institutes.

At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion. Apart from the proposed five, the state plans to have nine more medical colleges, taking the tally to 26.

The five new medical colleges will come up at Cooch Behar, Raigunj, Rampurhat, Purulia and Diamond Harbour. The nursing institutes would be located at Ghatal, Barasat, Basirhat, Jangipur, Jhargram, Uluberia and Kamarhati.

The new medical colleges will be attached to the district or referral hospitals, with the distance between them being planned to be 10km.

The new nursing colleges will be set up at Ghatal, Barasat, Jangipur, Jhargram, Uluberia, Basirhat and Sagar Dutta Medical College.

 

 

পাঁচটি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

শুক্রবার আরও পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার৷

বর্তমানে বাংলায় ১৬ টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ১২ টি সরকারি, ৩ টি বেসরকারি এবং একটি কেন্দ্রীয় সরকারের। এই পাঁচটি যোগ হলে মোট মেডিকেল কলেজের সংখ্যা হবে ২১। প্রস্তাবিত পাঁচটি ছাড়াও আরও নয়টি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গের কোচবিহার ও রায়গঞ্জ এবং রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ডহারবারে তৈরি হবে এই পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ৷

নতুন মেডিকেল কলেজগুলিকে জেলা হাসপাতালগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য সেগুলি ১০ কিমি দূরত্বে তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

নার্সিং কলেজগুলি তৈরি হবে ঘাটাল, বারাসাত, বসিরহাট, জঙ্গিপুর, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া এবং সাগর দত্ত মেডিকেল কলেজে।

 

Sister Nivedita’s 150th birth anniversary celebrations begin

The 150th birth anniversary of Sister Nivedita will be celebrated by the state government in a grand manner. The inaugural function was held at Sisir Mancha on Friday, where state Education minister Partha Chatterjee and president of Bagbazar Math Swami Nityamuktananda were present.

The state government has set up a committee, comprising dignitaries of Ramakrishna Math and Mission including general secretary Swami Suhitananda, assistant secretary Swami Suvirananda and Swami Suvakarananda for the celebrations.

It was Chief Minister Mamata Banerjee who took special interest in acquiring and renovating the house of Sister Nivedita at 16 Bosepara Lane and hand it to Ramakrishna Sarada Math. The Chief Minister also acquired Roy Villa in Darjeeling, where Sister Nivedita died on October 13, 1911, and handed it over to Ramakrishna Mission.

A programme will be held at Bosepara Lane, where renovation of the building is being carried out in full swing. Noted personalities of the 19th century – from Tagore to Jagadish Chandra Bose, Aurobindo Ghosh to Gopal Krishna Gokhale – used to visit the house.

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের সূচনা করল রাজ্য সরকার

আজ ভগিনী নিবেদিতার ১৫০ তম জন্ম শতবর্ষ উপলক্ষে শিশির মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বাগবাজার মঠের সভাপতি স্বামী নিত্যামুক্তানন্দ।

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের জন্য রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে আছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী সুহিতানন্দ, সহ সম্পাদক স্বামী শুভিরানন্দ এবং স্বামী শুভাকরনন্দ মহাশয় সহ অন্যান্য প্রতিনিধিরা।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই রাজ্য সরকার ভগিনী নিবেদিতার বোসপাড়া লেনের বাসস্থান সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেই বাড়িটি তুলে দেওয়া হয়েছে  রামকৃষ্ণ মিশন ও মঠকে। দার্জিলিঙের রায় ভিলা, যেখানে ভগিনী নিবেদিতা শেষ নিশ্বাস ত্যাগ করেন, সেই বাড়িটিও তুলে দেওয়া হয় রামকৃষ্ণ মিশন ও মঠকে।

বোসপাড়া লেনে যেখানে ভবনের সংস্কারকাজ পুরোদমে চলছে সেখানেও একটি অনুষ্ঠান হবে।  উল্লেখ্য, ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট ব্যক্তিত্ব – রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জগদীশ চন্দ্র বসু, অরবিন্দ ঘোষ গোপালকৃষ্ণ গোখলে – সকলেরই এখানে যাতায়াত ছিল।

e-Health centre launched in New Town

A new e-Health centre at New Town was inaugurated by the State Urban Development Minister on Tuesday. The New Town Kolkata Development Authority (NKDA) West Bengal will run the service mainly for the people of low income group.

The e-Health service will now be available in three places of the New Town.

The e-health centre will have a general physician and paramedical staff. The centre is charging only Rs 50 for its service. It is pocket friendly and many poor people could avail this facility.

A patient can undergo preliminary check-ups and consult a doctor online from the e-health centre. It will cater to first aid and other basic primary healthcare requirements, like sugar and pressure tests. The reports will be sent online to the doctors. Then the doctors will give the necessary advice.

New Town, being a sophisticated township has planed many new initiatives. The city is being made with top class facilities in the line of reputed in cities across the globe. New Town will also house some private hospitals which are in the making.

 

নিউটাউনে চালু হল ই-হেল্থ সেন্টার

নিউ টাউনে একটি নতুন ই-হেল্থ সেন্টার চালু হল। মঙ্গলবার মাননীয় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এই সেন্টারের উদ্বোধন করেন। সাধারণ নাগরিকদের চিকিৎসার চাহিদা পূরণ করতে পশ্চিমবঙ্গের নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ এই সেন্টারটি চালু করল।

বর্তমানে নিউ টাউনের তিনটি জায়গায় এই ই-হেল্থ কেয়ার পরিষেবা চালু হবে। কেন্দ্রগুলি – স্বপ্নভোর এবং অ্যাকশান এরিয়ায় অবস্থিত।

এই ই-হেল্থ সেন্টারগুলিতে সাধারণ চিকিৎসকরা ছাড়াও প্যারামেডিক্যাল কর্মীরা থাকবেন। সেবা কেন্দ্রের চার্জ মাত্র ৫০ টাকা। এর ফলে গরীব মানুষরা সহজেই এখানে চিকিৎসার সুবিধা পাবেন।

এই কেন্দ্রে রোগীরা তাদের প্রাথমিক চেক আপ করানোর পাশাপাশি ডাক্তারের সঙ্গে আলোচনা করে তাদের থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন। এখানে বিভিন্নন প্রাথমিক চিকিৎসা যেমন – সুগার, প্রেসার ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। অনলাইনে ডাক্তারদের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং তারপর ডাক্তাররা প্রয়োজনমতো পরামর্শ দেবেন।

নিউ টাউনের সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু বেসরকারি হাসপাতালও তৈরি হচ্ছে।

Bengal is the gateway to south-east Asia: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated US-based hospitality chain JW Marriott’s debut hotel in the city on Tuesday, reiterating her contention that the state had a conducive environment for businesses to flourish.

The opening of JW Marriott hotel in the city proves that Bengal is the destination for investment as it is the gateway to south-east Asian countries, she said while inaugurating the hotel on Eastern Metropolitan Bypass.

Stressing on the strategic importance of Bengal for business, she said, “Bengal is not just a destination for Kolkata. It is the gateway to countries like Nepal, Bhutan, Bangladesh, and accessible to Bangkok, Singapore and Myanmar.”

She thanked the authorities of the biggest hotel chain in the world for opening the hotel before the Bengal Global Business Summit scheduled to be held on January 20-21, 2017 where delegates from many foreign countries to the city will attend this conference.

The Bengal CM also informed about the company’s plan to invest in another hotel at Siliguri. The superstructure, spread over 1.3 acres of land on Hillcart Road, would comprise 138 rooms. It will be thrown open to the public by the end of 2017.

 

 

রাজ্যে লগ্নি বাড়ছে পর্যটন শিল্পে, খুশি মুখ্যমন্ত্রী

রাজ্যে পর্যটন শিল্প বাড়ছে৷ ভিনদেশের পর্যটকরা আসছেন৷ তাই হোটেল ব্যবসা বাড়ছে৷ একের পর এক বিলাসবহুল হোটেল খুলছে রাজ্যে৷ কলকাতায় জে ডবলিউ ম্যারিয়ট হোটেলের উদ্বোধনে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি বলেন, “দীপাবলির আগে কলকাতাকে আলোকিত করল ম্যারিয়ট হোটেল৷ আপনারা এগিয়ে যান৷ আমরা সঙ্গে আছি৷” পাশাপাশি আগামী ২০-২১ জানুয়ারি বেঙ্গল গ্লোবাল সামিট হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও প্রকল্প যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সরকার সবসময় সাহায্য করে৷ সহযোগিতা করে৷ কলকাতা হল নেপাল, ভুটান, বাংলাদেশ শুধু নয়, ব্যাংকক, সিঙ্গাপুর, মায়ানমারের গেটওয়ে৷ পর্যটকদেরও পছন্দের গন্তব্য৷ শিল্পও বাড়ছে৷ বহু হোটেল তো আছে৷ নতুন অনেকে আসছে৷ ব্যবসা না হলে তারা আসত?”

সায়েন্স সিটির কাছেই ম্যারিয়ট গোষ্ঠীর হোটেল দরজা খুলল মঙ্গলবার৷ যদিও পুরোপুরি পরিষেবা চালু হতে আরও কয়েকদিন লাগবে৷ কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু বুকিং হয়ে গিয়েছে৷ মনি গোষ্ঠী ও সত্ত্বা গোষ্ঠীর হাত ধরে কলকাতায় পা রাখল ম্যারিয়ট৷ ২৮১টি ঘর, মহানগরের সর্ববৃহৎ বলরুম, নিশি-উপভোগের জন্য নাইট ক্লাব ‘গোল্ড’, সুইমিং পুল, স্পা এবং আরও অনেক কিছু, যার জন্য সেপ্টেম্বর পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১২০০ কোটি টাকা৷ যে প্রকল্পের উদ্বোধনে চিফ অপারেটিং অফিসার রাজীব মেমন বলেছেন, “কলকাতা সম্পর্কে ধারণা বদলেছে৷ এক সময় সুনামে কিছুটা হলেও ঘুন ধরেছিল, এখন সেই অবস্থা বদলেছে৷” এজন্য মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি৷ অর্থমন্ত্রীর সহযোগিতার কথা বলে তাঁর মন্তব্য, “উনিও এই প্রকল্প গড়ে তোলার জন্য নানাভাবে সাহায্য করেছেন, উৎসাহিত করেছেন৷”

Investment Bengal

Eye on US biz ties, Dr Amit Mitra attends midnight meet

In order to strengthen business ties with US, Bengal Finance, Commerce and Industries minister Dr Amit Mitra spent one-and-a-half hours with the US India Business Council (USIBC), a little after Monday midnight, on video conference.

The meeting, attended by USIBC president Mukesh Aghi, global CEO of MasterCard Ajay Banga, Ambassador Frank Wisner, consul general of India in New York Riva Ganguly Das and 35 others, was held in New York. Along with Dr Mitra, Trinamool MP and spokesperson Derek O’Brien pitched Bengal as the next global destination.

Pointing out that at the macro-economic level, the growth of Bengal stood far above that of the rest of the country, the state finance minister cited four examples based on 2015-16 figures that showed that the state outpaced GVA growth nationally by 4.72%, industrial sector growth by 3.29%, agricultural sector growth by 4.45% and services sector growth by 4.79%.

Dr Mitra further said that the state economy was at a more solid footing compared to that during the Left rule in 2010-11. The GSDP (at current prices) has doubled, fiscal deficit and revenue deficit has been brought down, and state’s own taxes have doubled in four years. Plan expenditure has grown thrice and capital expenditure has grown by seven times. Physical infrastructure in the state had grown fourfold, he added.

“Changes in Bengal in the past five years have been palpable and terrific,” said Ajay Banga, chairman emeritus of USIBC & global CEO of MasterCard.

“The 90-minute meeting was purposive. The Q&A session was also invigorating. We are glad that delegates in NYC were receptive to hard numbers about Bengal growth story of 5 years under the leadership of Mamata Banerjee,” O’Brien said.

 

মার্কিন শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

রীতিমতো নজিরবিহীনভাবে মধ্যরাতে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হল। সোমবার রাত সাড়ে ১১টা থেকে সওয়া ১টা পযর্ন্ত নবান্নের ১৩ তলার কনফারেন্স রুম থেকে ওই ভিডিও কনফারেন্স করেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। অপরদিকে নিউইয়র্কের মিডটাউনের মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ড রুমে ছিলেন প্রায় ৫০ জন শিল্পপতি ও শিল্পসংস্থার কর্ণধার। সেই তালিকায় গ্লোবাল মাস্টার কার্ডের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ফ্র্যাঙ্ক উইজনারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিলেন।

রাজ্য সরকার তথা এদেশের প্রতিনিধি হিসাবে নিউইয়র্কে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন এবং নিউইয়র্কে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। রাজ্য সরকারের তরফে অমিত মিত্র ছাড়াও শিল্পদপ্তরের প্রধান সচিব এসএম কৃষ্ণা এবং ডব্লুবিআইডিসি’র ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে সময় তখন বেলা ২টো। ভিডিও কনফারেন্সের শুরুতেই মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে দ্বিতীয় বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে তারা জানিয়ে দেয়, পেপসি, কোকাকোলা, কগনিজ্যান্ট-র মতো মার্কিন সংস্থা রা঩জ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, এশিয়ান দেশগুলির গেটওয়ে। অমিত মিত্র রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাখ্যা করে বলেন, রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ রাজ্য থেকে বাংলাদেশ, নেপাল, ভুটানেও ব্যাবসার সুযোগ রয়েছে। কগনিজ্যান্ট নতুন করে ১৫ একর জমি নিয়েছে। সেখানে পুনরায় তথ্যপ্রযুক্তি সংস্থা চালু করবে। নতুন করে ১৫ হাজার কর্মসংস্থান হতে চলেছে। কোকাকোলা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের প্রতিষ্ঠানে ‘মাজা’ তৈরি হচ্ছে। রাজ্যে বিনিয়োগের সব সম্ভাবনা রয়েছে।

সেই সব দিক ব্যাখ্যা করতে গিয়ে কত রাস্তা হয়েছে, কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার উল্লেখ করেন অমিতবাবু। মার্কিন শিল্পপতিরা অমিতবাবুর কাছে জিএসটি নিয়ে রাজ্যের স্ট্যান্ড জানতে চান। তিনি বলেন, আর কোনও সংস্থাকে একাধিক ট্যাক্স দিতে হবে না। একটি ট্যাক্সের মাধ্যমে সব ট্যাক্স দেওয়া যাবে। তিনি যে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান, তাও জানিয়ে দেন। সেই ভিডিও কনফারেন্সে নিউইয়র্কে উপস্থিত রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও কেন্দ্রীয় সরকারের ভূমিকারও ব্যাখ্যা করেন। ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কে অভিজ্ঞ ফ্র্যাঙ্ক উইজনারও পৌনে দু’ঘণ্টার ভিডিও কনফারেন্স নানা বিষয় তুলে ধরেন। জানতে চান, দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।

পশ্চিমবঙ্গের শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তনও জানতে চান অমিত মিত্রের কাছে। অমিতবাবু তাঁদের কাছে আগেই পাঁচ পাতার নোট পাঠিয়েছিলেন। সোমবার গভীর রাতে রাজনৈতিক পরিবর্তনের পুরো ব্যাখ্যা করেন। জানিয়ে দেন, রাজ্য স্থায়ী সরকার চলছে। সেই সঙ্গে পরিকাঠামো, ভারী শিল্প, শিক্ষা, পর্যটন, তথ্যপ্রযুক্তি সেক্টরে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে আগামী ২০-২১ জানুয়ারি বিশ্ববঙ্গ সম্মেলনে হাজির হওয়ার জন্য মার্কিন শিল্পপতিদের কাছে আবেদন করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদল এ রাজ্যে আসতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।