Bengal CM meets the Prime Minister, seeks funds due to the State

Bengal Chief Minister Mamata Banerjee on Monday met Prime Minister Narendra Modi seeking release of funds over Rs 10,000 crore due to the state under various centrally sponsored schemes.

In nearly half an hour meeting, the Chief Minister, who has long been seeking debt moratorium for her state, discussed West Bengal’s debt situation with the PM. “We discussed about the debt situation of the state and release of funds due to the state under various projects and schemes,” CM Mamata Banerjee said after the meeting.

“Around Rs 10,459 crore is pending with the Centre, I apprised the Prime Minister about that and the problems arising out of that. I requested him to ensure that the funds are released. He said he will try to release the funds,” the CM added.

 

বাংলার দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন আর্থিক দাবিদাওয়া নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিগত বাম সরকারের বিপুল অঙ্কের ঋণ শোধ করতে হচ্ছে রাজ্যেকে। তার উপরে বেশ কিছু প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অনেক প্রকল্পে কমেছে কেন্দ্রীয় বরাদ্দ।

প্রায় আধ ঘণ্টার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, “রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে। বাংলার বিপুল ঋণের বোঝার কথা বলেছি। বিভিন্ন প্রকল্পে বরাদ্দর ব্যাপারেও কথা হয়েছে”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রায় ১০,৪৫৯ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র, তার একটি তালিকাও প্রধানমন্ত্রীকে দিয়েছি। রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছি, উনি বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন”।

 

One-horned rhinos of Bengal to get two new homes

Many of the one-horned rhinoceros of Gorumara and Jaldapara national parks will soon get new homes as the state government has prepared natural habits by developing two other parks — one of which is situated close to Gorumara and the other at Patlakhawa in Cooch Behar.

There are currently more than 255 one-horned rhinos in Gorumara and Jaldapara. Bengal Forest Minister said that the department has a plan to shift around 50 one-horned rhinos to the new forest parks that are coming up in North Bengal.

Natural habitats are there in two new parks where the rhinos would be shifted. The department has also taken up various schemes to build infrastructure. The project aims at the promotion and conservation of the endangered species.

This project will also help in promoting tourism in north Bengal. Chief Minister Mamata Banerjee has laid great stress in promoting tourism in north Bengal besides other places.

 

এবার নতুন ঠিকানা পেতে চলেছে বাংলার এক শিংওয়ালা গন্ডার

গরুমারা ও জলদাপাড়া ন্যাশানাল পার্কের এক শিংওয়ালা গন্ডাররা শীঘ্রই নতুন ঠিকানা পেতে চলেছে। রাজ্য সরকার ২টি নতুন পার্ক তৈরি করেছে তাদের জন্য। একটি গরুমারার কাছে ও অন্যটি কোচবিহারের পাতলাখাওয়া’য় নতুন পার্ক তৈরি করেছে রাজ্য বন দপ্তর।

এই মুহূর্তে গরুমারা ও জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যে এক শিংওয়ালা গণ্ডারের সংখ্যা ২৫৫র বেশী। রাজ্যের বনমন্ত্রী বলেন, আনুমানিক ৫০টি এক শিংওয়ালা গন্ডারকে নতুন পার্ক দুটিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। পরিকাঠামো তৈরির জন্য নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ।

এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে পর্যটনেরও বিকাশ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই উত্তরবঙ্গে পর্যটনের ওপর জোর দিয়েছেন।

AC mini buses to be flagged off in Kolkata today

State Transport Minister Suvendu Adhikari will flag off a fleet of 10 air-conditioned mini buses today.

Five air-conditioned mini-buses will be flagged off at Netaji Subhas Chandra Bose International Airport. Another five such buses will be flagged off from the bus depot of the West Bengal Transport Corporation at Joka.

This is the first time ever in the history of the state’s transport sector when such air-conditioned mini-buses are getting introduced. Five of the buses will be plying on Kolkata Airport to Esplanade route and the other five on Behala-Joka to Esplanade route.

Each of the buses with 30 seats is the first-of-its-kind in the state to have panic buttons, GPS system and surveillance cameras.

 

কলকাতায় চালু হচ্ছে এসি মিনিবাস পরিষেবা

আজ কলকাতায় এসি মিনিবাস পরিষেবার সূচনা করবেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদম বিমানবন্দর থেকে ৫টি ও জোকার সরকারি বাস ডিপো থেকে আরও ৫টি বাসের শুভ সূচনা করা হবে।

এই প্রথম রাজ্যে এসি মিনিবাস পরিষেবা চালু হচ্ছে।

৩০-সিট বিশিষ্ট এই বাসগুলি দুটো রুটে চলবে – বিমানবন্দর-এসপ্ল্যানেড ও বেহালা/জোকা-এসপ্ল্যানেড। প্রত্যেকটি বসে থাকবে যাত্রীদের জন্য প্যানিক বাটন, জিপিএস ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা।

Bengal CM launches Misti Hub in Bardhaman

On Friday, after inaugurating a new district in Paschim Bardhaman, Chief Minister Mamata Banerjee inaugurated a Misti Hub in Bardhaman with a remote control from the Asansol Police Line.

The Misti Hub has come up at an approximate cost of around Rs 2.51 crore. The Misti Hub will have 15 shops. Banerjee had announced the Misti Hub while inaugurating Maati Utsav in Bardhaman in 2016. She had directed the concerned officials to take necessary steps so that the construction work could be completed on time. Following the Chief Minister’s instructions, the construction work was done on a war footing. Ever since the announcement, the members of Bardhaman Sitabhog Mihidana Traders’ Welfare Association (BSMTWA) started receiving orders for sweets including langcha, mihidana and sitabhog.

The announcement of constructing of Misti Hub has already seen a tremendous response from the people across the state. The decision of constructing a Misti Hub was taken after considering the business potential of the locally-made traditional sweets in various parts of the state. The traditional sweets of Bardhaman would be sold in small packets in all the outlets of Biswa Bangla.

The Bengal Chief Minister also announced that the same sweets will also be marketed abroad. A member of the BSMTWA said that a particular standard will be maintained to prepare the sweets in the hub. He also said that they have also got the GI certification that will allow no one else to use the technique to prepare sitabhog and mihidana.

 

বর্ধমানে মিষ্টি হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার আসানসোলের এক জনসভায় পশ্চিম বর্ধমানকে রাজ্যের ২৩তম জেলা হিসেবে স্বীকৃতি দেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি আসানসোল পুলিশ লাইন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বর্ধমানের মিষ্টি হাবের উদ্বোধন করেন।

এই মিষ্টি হাবটি তৈরী করতে আনুমানিক খরচ হয়েছে ২.৫১ কোটি টাকা। এই মিষ্টি হাবে থাকছে ১৫টি দোকান। ২০১৬ সালে বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রী এই মিষ্টি হাব তৈরীর কথা ঘোষণা করেন। তিনি আধিকারিকদের নির্দেশ দেন নির্ধারিত সময়ের মধ্যে মিষ্টি হাবের নির্মাণ সম্পূর্ণ করার। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়েছে মিষ্টি হাব। উদ্বোধনের পর থেকেই বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন ল্যাংচা, মিহিদানা ও সীতাভোগের অর্ডার পাওয়া শুরু করেছে।

মিষ্টি হাব তৈরীর কথা ঘোষণার পর থেকেই সারা রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মিষ্টিগুলোর ব্যাবসার প্রবল সম্ভবনা দেখেই তিনি রাজ্যের বিভিন্ন অঞ্চলে মিষ্টি হাব নির্মাণের সিদ্ধান্ত নেন। ছোট ছোট প্যাকেট করে বর্ধমানের ঐতিহ্যবাহী মিষ্টি বিশ্ব বাংলার স্টলে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, বিদেশেও পাড়ি দেবে এই মিষ্টি। বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসনের এক সদস্য বলেন, এই হাবে যে মিষ্টি তৈরি করা হবে, তার গুনমান বিচারের জন্য থাকবে সুনির্দিষ্ট মাপকাঠি। তারা জিআই সার্টিফিকেটও পেয়ে গেছেন, যার ফলে সীতাভোগ ও মিহিদানা তৈরীতে তাঁরা যে পদ্ধতি অবলম্বন করবেন, সেটা আর কেউ করতে পারবে না।

 

Made-in-Jangalmahal handicrafts a hit at Biswa Bangla stores

The rich culture of the Adivasis of the Jangalmahal region of Bengal is now helping many of them earn a livelihood. Handicrafts made by artistes of the region have become a hit with customers at the Biswa Bangla stores, a brainchild of Chief Minister Mamata Banerjee. In fact, the idea of selling these particular handicrafts at the stores is also the idea of the Chief Minister.

The development of the Jangalmahal region has been one of her priorities. The long-neglected region, once the hotbed of insurgency, has been seeing the face of development every since the Trinamool Congress-led Government came to power in 2011.

Over the last four months, since the eight Biswa Bangla stores spread over Bengal and in New Delhi began selling the handicrafts made in the Jangalmahal region, products worth Rs 3 lakh have been sold, which is a big achievement, according to State Government officials.

This success has prompted the Government to connect 80 to 100 artistes from Paschim Medinipur, Purulia and Bankura districts permanently with this work. The money earned from the sales is directly debited to the bank accounts of the artistes who have created them.

The Government is fully paying for transporting the products to the showrooms. Now it has also decided to provide training to artistes in the use of machinery so that more can be made is less time.

The handicrafts are primarily made of bamboo, cane, grass, wood and stone; some are made using the terracotta technique too. In fact, items made of the latter are among the best-selling ones, along with plates, bowls and glasses made of black stone.

The range of products available at the Biswa Bangla stores – various types of sari, ornaments, accessories, handicrafts, instruments used by folk artistes, paintings, handmade toys, terracotta products, edibles like nolen gur, honey, pickles and others – caters to the widest variety of tastes.

In a short span of a little more than three years, since the first store opened at Kolkata International Airport on February 22, 2014, the Biswa Bangla stores have been making a world of difference to Bengal’s traditional craftsmen and weavers, earning them rich dividends and thus enabling respectable livelihoods, as well as the preservation and the propagation of the rich traditions of Bengal.

 

 

হস্তশিল্পে বিশ্ব বাংলা মাতাচ্ছে জঙ্গলমহল 

জঙ্গলমহলের হস্তশিল্পীদের তৈরি রকমারি জিনিসপত্র ইতিমধ্যেই দেশ-বিদেশে যথেষ্ট জনপ্রিয়। বিশ্ব বাংলা বিপণন কেন্দ্রগুলির হিসেব অনুযায়ী মাত্র চার মাসের উদ্যোগে ওই অঞ্চলে তৈরি তিন লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে।

পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া-সহ জঙ্গলমহলের প্রায় ১৫ জন শিল্পী দেড় বছরের কাজের বরাত পেয়েছেন। তার মধ্যে তিন মাসের কাজের অগ্রিম দেওয়া হয়েছে শিল্পীদের, যা নজিরবিহীন। আরও ৮০ থেকে ১০০ জন শিল্পীকে এই কাজের সঙ্গে পাকাপাকি ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাঁশ, বেত, ঘাস, কাঠ-সহ বিভিন্ন উপকরণ দিয়ে ঘর সাজানো এবং দৈনন্দিন জীবনে কাজে লাগার মতো হাতে তৈরি শিল্পসামগ্রী তৈরি করেন জঙ্গলমহলের আদিবাসীরা। এই সব পণ্য ছাড়াও নজর কেড়েছে পাথরের তৈরি কালো রঙের থালা, বাটি, গ্লাস, টেরাকোটাও। বিশ্ব বাংলার বিপণন কেন্দ্রগুলিতে এখন এই সব পণ্যের চাহিদাই বেশি।

যে-সব শিল্পী বরাত পাচ্ছেন, তাঁদের তৈরি শিল্পপণ্য বিপণন কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় খরচ দিচ্ছে রাজ্য সরকার। আর পণ্যের দাম সরাসরি চলে যাচ্ছে শিল্পীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়া আদিবাসী শিল্পীদের কাজে উৎসাহ দিতে যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার আটটি বিপণন কেন্দ্র রয়েছে। সেখানে বাংলার শিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের শাড়ি, লোকশিল্পীদের ব্যবহৃত যন্ত্র, হস্তশিল্পসামগ্রী, এমনকী নলেন গুড়ও রাখা হয়।

উল্লেখ্য, বিপণন কেন্দ্রগুলিতে আদিবাসীদের তৈরি হস্তশিল্প রাখার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Trinamool spoke up for the people in Parliament, be it the interest rate cut for small savings or the GST Bill

This was an eventful week for Trinamool Congress. On April 5, Trinamool MPs protested outside Parliament against the cut in interest rates for small savings schemes, which has affected a lot of people in the country. Trinamool Congress put forth its views on this issue in the two Houses of Parliament too. The party also moved two Amendments on the GST Bill.

LOK SABHA

April 5, 2017

Bills
Saugata Roy spoke on the issue of interest rate cut for small savings schemes.
Saugata Roy spoke on The Footwear Design and Development Institute Bill, 2017.

April 6, 2017

Bills
Kalyan Banerjee spoke on The Taxation Laws (Amendment) Bill, 2017.

Question Hour
Kalyan Banerjee asked a Supplementary Question on tidal wave energy.

April 7, 2017

Bills
Arpita Ghosh spoke on The Motor Vehicles (Amendment) Bill, 2016.
Ratna De Nag spoke on The Motor Vehicles (Amendment) Bill, 2016.

Question Hour
Arpita Ghosh asked a Supplementary Question on remuneration for Anganwadi workers.
Ratna De Nag asked a Supplementary Question on miscarriages.

 

RAJYA SABHA

April 5, 2017

Bills
Derek O’Brien spoke on the GST Bill.

April 6, 2017

Bills
Nadimul Haque spoke on the interest rate cut for small savings schemes.
Sukhendu Sekhar Roy spoke on the GST Bill.
Derek O’Brien moved Amendments on the GST Bill.

Special Mention
Ahamed Hassan made a Special Mention on the World Bank’s appreciation of the panchayat system of Bengal.

April 7, 2017

Zero Hour
Vivek Gupta made a Zero Hour mention on the delay in the delivery of passports.
Ahamed Hassan made a Zero Hour mention seeking the Centre’s help in combating wheat blast disease in Bengal.

Question Hour
Sukhendu Sekhar Roy asked a Supplementary Question on the speed limits trains passing through the elephant corridors in north Bengal need to maintain.
Manish Gupta asked a Supplementary Question on the dignity of the railway system getting affected by random advertisements.

Thus it was an eventful week for the party in both the Lok Sabha and the Rajya Sabha.

Paschim Bardhaman becomes the 23rd district of Bengal

Today Bengal Chief Minister Mamata Banerjee declared Paschim Bardhaman as a district at a public meeting in Asansol.

On April 4, Jhargram began its journey as a district. In February, Kalimpong was declared as a district by the CM. Earlier, in 2014, Alipurduar became the 20th district of the State. Two more districts – Basirhar and Sunderbans – will be carved out of North and South 24 Parganas districts.

The CM also inaugurated 34 projects worth Rs 190 crores today. She also distributed the benefits of various government schemes.

 

Highlights of her speech:

  • Every year, April 7 will be celebrated as the birthday of Paschim Bardhaman district
  • The new district comprises Bardhaman Paschim, Asansol and Durgapur
  • People do not have to go to Kolkata for administrative work anymore
  • Today, Mishti Hub in Bardhaman has also been inaugurated
  • Rs 302 cr has been given to Kulti Municipality by the PHE Dept
  • A Rs 143.65 cr proposal for Asansol and Agnibina Township has been sent by the Asansol Municipal Corp
  • Rs 173 cr has been granted for water supply
  • Industrial parks have been set up on 1,500 acres in the district
  • 100% electrification has been achieved in this district
  • 5 polytechnic colleges, 2 ITIs, Kazi Nazrul University set up
  • We have enabled India’s first greenfield airport at Andal, named after Kazi Nazrul
  • Rs 1,012 cr spent on setting up small-scale industries in the district
  • 22,000 youth given financial aid under Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa
  • 100% institutional delivery has been achieved by the district; multi super-speciality hospital being set up in Asansol
  • Relief scheme for 45,000 people taken up for those affected by coal mine subsidence
  • 44,500 flats under housing scheme being built for coal mine subsidence-affected
  • Government schemes now reach 95% of the people living in the 2 districts
  • 24 SNSUs, 5 SNCUs, 2 multi super-speciality hospitals built in Bardhaman district
  • 7 fair-price medicine shops, 2 fair-price diagnostic centres have been set up
  • 2 Govt colleges, an agricultural university, Mati Tirtha have been set up
  • We have schemes covering the whole lifespan of a person
  • We have given scholarships to minorities, bicyles under Sabuj Sathi Scheme and aid under Yuvashree Scheme
  • Free shoes, uniforms, school-books have been given to primary school children
  • From now on, we will give free copies to children from classes 6 to 12
  • We have started Samarthan Scheme for people who have lost their jobs due to Demonetisation
  • Healthcare is free in Bengal
  • ICDS and ASHA workers have been brought under Swasthya Sathi Scheme
  • We are providing rice at Rs 2/kg
  • We have given land pattas to 3 lakh people
  • We are renovating crematoria and burial grounds under Baitarini Scheme
  • We will not tolerate any riots in Bengal
  • Who are they to decide who eats what?
  • We do not indulge in the politics of division
  • Religion and politics are not the one and the same; they (BJP) do not understand the culture of the country

 

 

২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল ‘পশ্চিম বর্ধমান’

আজ ২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল বর্ধমান জেলা। আসানসোলের একটি জনসভা থেকে বর্ধমানকে নতুন জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মিষ্টি হাব সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।

আসানসোল ও দুর্গাপুরকে নিয়ে তৈরী এই নতুন জেলা ‘পশ্চিম বর্ধমান’। ১৯০ কোটি ২৯ লক্ষ টাকার ৩৪টি প্রকল্পের উদ্বোধন এবং ৩৯৭ কোটি টাকার ৪৮টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক আটতলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবনের শিলান্যাস  করার পাশাপাশি জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে নানা সরকারি প্রকল্পের পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • প্রতি বছর ৭ এপ্রিল ‘পশ্চিম বর্ধমান’ জেলার জন্মদিবস পালন করা হবে
  • আসানসোল, দুর্গাপুর ও বর্ধমান পশ্চিম নিয়ে এই নতুন জেলা তৈরী হল
  • সরকারী কাজের জন্য এখন আর মানুষকে কলকাতা ছুটে যেতে হয় না
  • আজ বর্ধমান ‘মিষ্টি হাবের’ উদ্বোধন করা হল
  • জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে কুলটি পুরসভাকে ৩০২ কোটি টাকা দেওয়া হয়েছে
  • আসানসোল ও অগ্নিবীণা টাউনশিপ এর জন্য ১৪৩.৬৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে
  • জল সরবরাহ প্রকল্পে ১৭৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • জেলার ১৫০০ একর জমিতে শিল্প তালুক তৈরী হয়েছে
  • এই জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়েছে
  • ৫টি নতুন পলিটেকনিক কলেজ, ২ টি আই টি আই কলেজ তৈরী হয়েছে
  • আমরা কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তৈরী করেছি। তাঁর নামে অণ্ডালে বিমানবন্দর হয়েছে
  • এই জেলায় ক্ষুদ্র শিল্পে ১ হাজার ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • স্বামী বিবেকানন্দ কর্মসংস্থান প্রকল্পে ২২ হাজার যুবক-যুবতীকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছ
  • আসানসোলে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে, এই জেলায় ১০০% ইন্সটিটিউশন ডেলিভারি হয়ে গেছে
  • কয়লাখনির ধসে আক্রান্তদের পুনর্বাসনের জন্য আমরা আবাসন তৈরী করব
  • আবাসন প্রকল্পে আমরা ৪৪,৫০০ বাড়ি তৈরী করা হবে
  • এই ২ জেলা মিলিয়ে প্রায় ৯৫% মানুষের কাছে আমরা সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি
  • বর্ধমান জেলায় ২৪টি এস এন এস ইউ, ৫ টি এস এন সি ইউ, ২টি মাল্টি সুপার হাসপাতাল তৈরী হয়েছে
  • ৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ২টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরী হয়েছে
  • ২টি নতুন সরকারী কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, মাটি তীর্থ তৈরী হয়েছে
  • জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের প্রকল্প রয়েছে
  • সংখ্যালঘুদের জন্য স্কলারশিপ, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছি আমরা
  • প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে জুতো, বই, পোশাক দেওয়া হচ্ছে
  • ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমরা এখন থেকে বিনামূল্যে খাতা দেব
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা ‘সমর্থন’ প্রকল্প চালু করেছি
  • বাংলায় সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়
  • আই সি ডি এস ও আশা কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে
  • আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি মানুষকে
  • ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি
  • ‘বৈতরণী’ প্রকল্পের আওতায় আমরা শশ্মান ও কবর স্থানগুলির সংস্কার করেছি
  • মা-বোনেরা সিঁদুর খেলে শান্তির জন্য আর ওরা তরোয়াল খেলে মানুষ কাটার জন্য
  • আমরা বাংলায় কোনরকম দাঙ্গা বরদাস্ত করব না
  • কে কি খাবেন সেটা কি ওরা (বিজেপি) ঠিক করে দেব?এভাবে কখনোও দেশ চলে না
  • আমরা বিভাজনের রাজনীতি করি না
  • ধর্ম আর রাজনীতি এক নয়, ওরা (বিজেপি) দেশের সংস্কৃতি জানে না
  • বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হোক হে ভগবান

 

Mamata Banerjee hits out at BJP for brandishing swords at Ram Navami rally

Bengal Chief Minister on Thursday Mamata Banerjee hit out at the BJP for brandishing swords during Ram Navami procession.

At a public rally in Purulia, the CM said: “It is not the culture of the Hindus to carry swords in religious processions and some BJP leaders and workers were found carrying swords and other weapons in the Ram Navami procession on Wednesday. The law will take its course as carrying weapons in Hindu religious processions is illegal. What will happen if people belonging to other religions want to carry weapons in processions,”

She added, “As BJP is in power at the Centre, its followers in the state feel that they can do whatever they like. But this will not be tolerated and law will take its own course as no one is above law,” Mamata Banerjee said the way BJP had carried out Ram Navami procession it appeared as if they had some sort of monopoly over Lord Rama. “For generations, Rama Navami has been observed in Ramrajatala in Howrah and I observed Basanta Puja before I left my home in Kolkata,” the Chief Minister said.

Didi said, “The weapons look good in the hands of Goddess Durga as she used them to kill evil. But, they do not look good and proper in the hands of those who are using religion to divide people.” She added: “Lord Rama had used flowers to worship and his so called followers are using weapons to scare people.”

The CM said people in Bengal believed in the philosophy of love and cooperation. “If I meet with an accident and two men run to the blood bank to donate blood for me then will the doctor ask them which religion they belong to,” she asked. She said the people would foil any effort to divide Bengal on the basis of religion. She asked people not to get provoked by those who “use religion for political benefit.”

 

অস্ত্রের হুঙ্কার বাংলার সংস্কৃতি নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। বুধবার বাংলার বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে যে সব মিছিল করা হয়েছে সে সম্পর্কে মমতা বলেন, ‘‌এবার থেকে রাজনৈতিক নেতারা অস্ত্র নিয়ে মিছিল করলে, আইন আইনের মতো ব্যবস্থা নেবে। তরোয়াল দেখিয়ে মিছিল করা চলবে না। রাম রাবণ বধ করেছিলেন তরোয়াল দিয়ে নয়। রাম পুজো করেছিলেন ফুল দিয়ে।’‌

মমতা বলেন, ‘‌এরা ধমকাতে এবং চমকাতে মিছিল করেছেন। আমাদের ভদ্রতার সুযোগ নিয়েছেন। কাল যদি অন্য ধর্মের মানুষ তরোয়াল নিয়ে মিছিল করেন তখন কী হবে?‌ দুজনের মধ্যে তো তখন মারামারি লেগে যাবে। ঘরে ঘরে আগুন লাগবে। শিখদের সঙ্গে কৃপাণ, সেটা আমরা বহুকাল ধরে দেখে এসেছি। তঁাদের কখনও এভাবে রাস্তায় দেখিনি। ওটা তো ওঁদের ধর্মের একটা প্রতীক। মা দুর্গার হাতে যে অস্ত্র শোভা পায়, আজ যে নেতারা রাস্তায় সন্ত্রাস করতে নেমেছেন, তাঁদের হাতে অস্ত্র শোভা পায় না।’‌

মমতা আক্রমণ করেন সিপিএম, বিজেপি ও কংগ্রেস–‌কে। তিনি বলেন, ‘‌এরা কিন্তু একে অপরের কোলে বসে দুলছে। সিপিএম, বিজেপি বাংলা থেকে শেষ হয়ে যাবে। ভবিষ্যতে বিজেপিও ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। গেরুয়া ফেট্টি পরে দলের সংগঠন বাড়ানো যায় না। বাংলার সংস্কৃতিকে আগে চিনতে হবে। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না।’‌ মমতা বলেন, আমার বাড়িতেও রামনবমীর দিন পুজো হয়েছে। কোথাও আমি আমার বাড়ির পুজোর কথা তো বলিনি। লোকের বাড়িতে বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়েছে। রামনবমীর দিন বিজেপি কোনও পুজো করল না। গেরুয়া ফেট্টি লাগিয়ে স্লোগান দিল, চিৎকার করল। মিছিল করে বলল, আমরা কারা— দাঙ্গা করি। আমরা কারা—ভেদাভেদ করি।’‌

মমতা রামকৃষ্ণ ও বিবেকানন্দের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘‌এরা যখন বাংলার সংস্কৃতি শিখিয়েছেন, তখন বিজেপি কোথায় ছিল?‌ তখন তো ওদের দলটাই ছিল না। আমরা কেউ কখনই বলি না যে, আমরাই একমাত্র পুজো করি। এটা আমাদের ধর্ম নয়। আমি হিন্দু ধর্ম নিয়ে গর্ববোধ করি। শুধু তাই নয়, শিখ, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্ম নিয়ে আমি গর্ববোধ করি। আমি যেমন দুর্গাপুজোর উদ্বোধনে যাই, ঠিক তেমনি বড়দিনে গির্জায় যাই, ইদে যাই। এটাই তো বাংলার সংস্কৃতি। রামকৃষ্ণ, বিবেকানন্দ শিখিয়েছেন সকলকে ভালবাসতে হয়। সব ধর্মকে সম্মান করতে।’‌

মমতা এদিন বলেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। রাম যেমন অশুভ শক্তি রাবণকে পরাজিত করেছিলেন, আসুন আমরা সকলে মিলে এই রাবণদের (‌গেরুয়াধারীদের)‌ ধ্বংস করার কাজে নামি। আপনারা ঐক্যবদ্ধ হন। ভয় পাবেন না। আদিবাসী ভাই ও বোনেরা কোনও গুজবে কান দেবেন না। আমার ওপর ভরসা রাখুন।

Ahamed Hassan makes a Special Mention on the World Bank’s appreciation of the panchayat system of Bengal

FULL TRANSCRIPT

Gram panchayats are the cornerstones of the Panchayati Raj system. From the time of our country’s independence, Gandhi ji and Nehru ji had envisioned gram swaraj along with purna swaraj. The hallmark of an efficient and transparent gram panchayat is when it attains decentralised and participatory local self-governance. The gram panchayat system of Bengal has been able to deliver the highest standard of services in terms of e-governance, general working and financial management, even in areas outside the purview of the regular work. This has been acknowledged by the World Bank which said, in a letter from its South Asia vice-president that in terms of transparency, the State panchayat system can be easily compared to the best governed institutions in the world, and that this has been maintained for the last six years. to bring transparency to the working of gram panchayats, the Panchayat Department of the State brought an app. The details of all panchayat work carried out by the gram panchayats including the costs incurred as well as photographic evidence are logged in the app which are then verified by the department. In the interest of transparency too, it has been made mandatory by the Bengal Government that all tenders published by the zilla parishads have to be published online in the form of e-tenders. Under the leadership of the Chief Minister of West Bengal, Hon. Mamata Banerjee, the gram panchayats of the State are most transparent and efficient, bringing prosperity to all corners of rural Bengal. I therefore urge the Government to follow the Bengal model to bring transparency and efficiency in the working of all gram panchayats.

Kalyan Banerjee speaks on The Taxation Laws (Amendment) Bill, 2017

FULL TRANSCRIPT

Sir, I do not know from whose mind it has come and it has been changed, but I give you thanks for Clause 2, that is, the extended meaning, after the words “the area of a Customs station”, the words “or a warehouse” shall be inserted. And in your objects and reasons, you said that, in Clause 3 … it is proposed to amend this again to include ‘warehouse’ in the definition of ‘customs area’ to ensure that an importer will not be required to pay the proposed integrated goods and service tax at the time of removal of goods from customs station to warehouse.

This grey area existed for a long period of time and so many interpretations have been made but today you have really clarified and have made a very definite definition and that’s the reason I feel that this part is really very good.

I would like to come to the next point, which is Clause 3, 108A. A person who is responsible for maintaining records of registration or statements of account holding, any other information – it is a liability that they have to maintain this. My second point is about the part where the proper officer considers that the information furnished under sub-section 1 is defective. I would like to know, who is the proper officer? This proper officer has not been defined. You cannot appoint a ‘proper officer’ according to your wish and terms, by any notification.

So far, you have given a chance of giving a reply to them, in case of any defect. But so far 108B is concerned, where you have imposed that if you fail to give the information to the proper officer, every day they have to pay a fine of only Rs 100, which, according to me, a lesser punishment. The punishment should be increased. Why would an authority specified under 108A (1) be failing to discharge statutory duties? If someone fails to discharge statutory duties, that person should be penalised more. All high-ranking officers have been defined under 108 (a) and they are been paid by the State Exchequer, so should they be committing any delay? If they delay, why should there be only a Rs 100 penalty? Why should you not start disciplinary proceedings against them? Why should they not be liable? The officer should give the information immediately. If the penalty is not increased, nobody would be aware of the implications of these statutory things. The officers are bound to do it.

Now, I point out to you the Central Excise Act, as far as Clause 8 is concerned, where the Section A has been amended and Section Survey inserted; wherein, in respect of any goods, if the Central Government is satisfied that the duty to be levied under Section 3 may be increased and that circumstances exist to render immediate action. I say this is an excessive delegation. There cannot be arbitrary exercise of power. In law it is said that absolute power corrupts absolutely. Now, why should you give such an unlimited power, unlimited discretionary power? What are the objective determinations behind the purpose of that? This part gives excessive power, excessive delegatory power, and hence is capable to be abused. Now, so far this part is concerned – Part 3 (b) (i) – this, according to us, gives excessive delegatory power. This should not be there. We are all for constructive criticism; but we are not as such opposing the Bill.

Sir, we understand, this is the Bill and it is the consequential one; these four Bills which have been given in the list, and these Bills are needed. Despite our objections and our Amendments, we have to accept whatever is there, excepting a few things which I have pointed out, and I hope the Hon. Minister of State, who is here, will take care of the points which I have said. You have to understand what the stark reality is at the ground-level. The stark reality is the power with the Central Excise officers, the customs officers, police, etc. If you give them absolute power, with no restrictions, then that power will be abused. Therefore, I request you to keep some safeguards there. One who has committed a fault should be penalised. In my speech I have said so. However, no officer should arbitrarily exercise power. Kindly keep this safeguard in mind.

With this I end my speech.