Bhatora gets the perfect Mother’s Day gift – a waiting hub for pregnant women

Bhatora, the lone island area in Howrah district, got the perfect gift for Mother’s Day yesterday – a waiting hub for pregnant women. The island is surrounded by the rivers Mundewari and Rupnarayan.

This is the fourth such waiting hub, or waiting hut, as it is also called, being set up by the State Government, after the three set up in the Sundarbans.

This is a crucial addition to the health infrastructure of the region. Deliveries would be carried out at the hub by a team of doctors and nurses. The team will function round the clock. The hub will have the capacity to accommodate 10 pregnant women at a time.

This is another step towards ensuring 100 per cent institutional delivery in Howrah district – at present it is 96.1 per cent.

Presently, pregnant women from the island, which has a population of around 25,000, have to be taken across the Mundeswari River to hospitals in Joypur or Bagnan.

 

গর্ভবতী মহিলাদের জন্য আরও একটি ওয়েটিং হাব তৈরী করছে রাজ্য সরকার

হাওড়া জেলার ভাতোরা দ্বীপে গর্ভবতী মহিলাদের জন্য একটি ওয়েটিং হাব তৈরী করছে রাজ্য সরকার। মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদী বেষ্টিত এই দ্বীপ। গতকাল মাতৃ দিবসের উপলক্ষে এই উপহার পেল হাওড়া জেলা।

এই নিয়ে ৪টি ওয়েটিং হাব তৈরী করল রাজ্য সরকার। এর আগে সুন্দরবনে তিনটি ওয়েটিং হাব তৈরী করা হয়েছে।

এই জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানেই ডেলিভারি করানো হবে। ডাক্তার ও নার্সদের একটি টিম দিনরাত্রি এখানে উপস্থিত থাকবে। একসাথে ১০ জন গর্ভবতী মহিলার চিকিৎসা হবে এই হাবে।

হাওড়া জেলায় ইন্সটিটিউশন ডেলিভারি ১০০ শতাংশ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে হাওড়া জেলায় ইন্সটিটিউশন ডেলিভারি ৯৬.১ শতাংশ।

এই এলাকার জনসংখ্যা প্রায় ২৫০০০। এখানকার গর্ভবতী মহিলাদের মুণ্ডেশ্বরী নদী পাড় হয়ে যেতে হয় জয়পুর বা বাগনানের হাসপাতালে। এটি তৈরী হলে সেই সমস্যা আর থাকবে না।

 

To reduce human-animal conflict, Bengal Forest Dept constructs toilets

To reduce conflict between human and wild animals in the more forested regions of the State, the Bengal Forest department has taken up an elaborate scheme to construct toilets for the people living in forests and adjoining areas.

After conducting a thorough research, Forest Department officials have found that in many cases, villagers died after being attacked by elephants and other animals while entering the forest for open defecation.

Therefore, to check the human-animal conflicts in these areas, the department has decided to construct toilets in every household situated in the vicinity of forests in all the subdivisions.

The project has already been completed in the Baikunthapur forest division in North Bengal, where 350 households situated in forested areas have had toilets constructed in their homes.

In October 2014, the State Government had launched Mission Nirmal Bangla, a brainchild of Chief Minister Mamata Banerjee. Under this, various sanitation projects were taken up at different levels, including setting targets for various departments to achieve cleanliness and sanitation by forming administrative mechanisms for the same.

 

মানুষ-পশু সংঘাত এড়াতে বনাঞ্চলে অভিনব উদ্যোগ বন দপ্তরের

মানুষ ও বন্য প্রাণীদের সংঘাত এড়াতে বনাঞ্চলের বাসিন্দাদের জন্য আরও শৌচালয় নির্মাণের সিদ্ধান্ত নিল বন দপ্তর।

বহু ক্ষেত্রে দেখা গেছে যে স্থানীয় মানুষ শৌচকর্ম করতে জঙ্গলে গেলে অনেক সময়ই বন্য প্রানী দ্বারা আক্রান্ত হন। তাই বন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে বনাঞ্চলে বসবাসকারী পরিবারগুলির জন্য শৌচাগার নির্মাণ করার।

এই প্রকল্পের কাজ উত্তরবঙ্গের বৈকুন্ঠপুর বনাঞ্চলে ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে ৩৫০ টি পরিবারের জন্য শৌচালয় নির্মাণ হয়েছে।

 

 

 

Solar-hydro route for green power project in Purulia

Bengal is going solar this time to run generators that will pump water to a reservoir uphill in Purulia’s Ayodhya Hills during off peak hours, 10 years after the successful installation of Purulia Pumped Storage Project. The state power department will set up a 1,000MW solar-hydro power project when the existing project is a thermal-hydro mix.

The proposal was cleared in the state cabinet meeting on Monday. The purpose of this multifunction power plant is to pave the way for energy generation without fossil carriers — a first of its kind in the country — when Bengal has a lopsided 96:4 thermal-hydro ratio in power generation.

The objective is to use the afternoon sunlight to run turbines to lift stored water from a reservoir at a lower altitude in Ayodhya Hills to a reservoir on the upper side during off-peak hours that can help meeting the peak demand. Planned to be installed within 81 months from Monday, the second project is being funded by the Japan Bank of International Cooperation (JICA).

“This will be the first solar-driven pumped storage project in the country — clean and green. The project has been estimated at Rs 4650.79 crore. The state government will bear 15% of the project cost while the rest will come from JICA,” State Power Minister Shobhandeb Chattopadhyay said. The generated energy will be wheeled to the power grid to meet the peak demand.

 

পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে জোর রাজ্য সরকারের

রাজ্যে এই প্রথম স্বচ্ছ ও সবুজ বিদ্যুৎ তৈরী হবে অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পরিবেশ বান্ধব ১০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে।

সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই অনুমোদন মিলেছে। ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৪টি পাম্প বসানো হবে। এই প্রকল্পের মোট সময়সীমা ধরা হয়েছে ৮১ মাস। প্রকল্পের জন্য খরচ হবে ৮৬৫০.৬৯ কোটি টাকা।

এর আগে পুরুলিয়ায় ৯০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র তৈরী হয়েছে। তবে নতুন প্রকল্পটি সম্পূর্ণ আলাদা। এতদিন পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের টুর্গায় তাপবিদ্যুতের মাধ্যমে জলকে উঠিয়ে তা জলবিদ্যুতে নামানো হত। এবার সৌরবিদ্যুতের মাধ্যমে জল উঠিয়ে আপার ড্যামে জলবিদ্যুতের মাধ্যমে নামানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সৌরশক্তিকে ব্যবহার এই যুগান্তকারী পদক্ষেপ এই প্রথম।

একইসঙ্গে সাগরদিঘি প্রকল্পে আরও ৬৫০ মেগাওয়াট উৎপাদন হবে। মূলত ২০২২ সালের দিকে তাকিয়ে এই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর ফলে ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা মিটবে।

KMC’s first blood bank coming up in south Kolkata

Kolkata Municipal Corporation (KMC) is setting up its first blood bank – to be located in south Kolkata, at 242 Kalighat Road.

Councillors of all wards of the corporation organise blood donation camps all through the year. Now these blood units would be stored at the new blood bank, the advantage being that the units would be available at the State Government-determined rates, which are lower at those at private hospitals and blood banks.

The chemical treatments required for proper storage of the blood and blood components would be carried out at private hospitals KMC would tie up with.

This step is meant to help not only the city residents but people from all over the State, especially the poor, who cannot afford high prices.

 

দক্ষিণ কলকাতায় প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরী করবে কলকাতা পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরী করতে চলেছে কলকাতা পুরসভা । দক্ষিণ কলকাতার ২৪২,কালীঘাট রোডে ব্লাড ব্যাঙ্কটি তৈরী করা হবে।

এর আগে কলকাতা পুরসভার কোনও ব্লাড ব্যাঙ্ক ছিল না। সংগৃহীত রক্ত সংরক্ষণের জন্য যে সমস্ত প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় তার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই কাজ করা হবে।

কলকাতা পুরসভার সব ওয়ার্ডের কাউন্সিলররাই প্রতি বছর বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকেন। সেই সমস্ত সংগৃহিত রক্তই জমা করা হবে পুরসভার তৈরী করা ব্লাড ব্যাঙ্কে।

এর ফলে শহরের বেসরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে যে অৰ্থের বিনিময়ে রক্ত দেওয়া হয় ,তার থেকে কম দামে ,অথাৎ সরকারি দামে এখান থেকে রক্ত দেওয়া হবে।

আলো ,রাস্তা ,নিকাশি এবং জল সরবরাহ পরিষেবার মতোই ব্লাড ব্যাঙ্ক পরিষেবাও কলকাতা পুরসভার একটি বাড়তি পরিষেবা। কলকাতা পুরসভার অন্তর্গত বাসিন্দারা এর ফলে যেমন উপকৃত হবেন ,তেমনই দূর -দূরান্ত থেকে আসা মানুষজনও এর দ্বারা উপকৃত হবেন।

কলকাতায় ব্লাড ব্যাঙ্কের চাহিদা রয়েছে। গরিব, মধ্যবিত্ত মানুষদের পরিষেবা দেওয়ার মতো স্বার্থের কথা ভেবেই এই প্রথম কলকাতা পুরসভা ব্লাড ব্যাঙ্ক তৈরী করার প্রয়াস নিয়েছে।

 

On Mother’s day, Mamata Banerjee dedicates poem to all mothers

Today is Mother’s Day. The second Sunday of May is celebrated the world over as a tribute to the mother who selflessly devotes all her life to the well-being of her child.

On this occasion, Chief Minister Mamata Banerjee has conveyed her greetings through social media to all mothers.

She has also written a poem titled ‘Maa’, dedicated to all mothers.

The poem is reproduced below.

Maa

Jotoi dekhi totoi jani
Maa amader aswosto bani
Ofuronto maayer bhalobasa
Amader jogar banchar asha

Mayer mukh sworgosukh
Bhuliye deye sokol dukh
Maayer bodon molin hole
Sob hoye jay golmele

Oshustho holey maayer hath
Snehobhora bhalobasar chhap
Duhshomoye maayer anchol
Aral kore bipod sokol
‘Maa’ je moder ‘Maa’
Momottwobhora hasi niyei onuprerona dao maa

Maa jar nei se boro ekla,
Byathar somoy jay na dukkhoke bhola
Maayer dak asol dak
Pichu dakleo ashirbaad

Maa ke jara bhalobase na
Sneho ki jinish tara jane na
Maayer mon sontaner dhon
Maa je moder maa
Jotoi dekhi totoi bhabi
Swad tobu mete na

 

 

মাতৃ দিবসে সকল মায়েদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালিত হয়।

মাতৃ দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকল মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উপলক্ষে তিনি একটি কবিতাও লিখেছেন। কবিতাটির নাম ‘মা’।

 

‘মা’

যতই দেখি ততই জানি
মা আমাদের আশ্বস্ত বাণী
অফুরন্ত মায়ের ভালোবাসা
আমাদের জোগাড় বাঁচার আশা।

মায়ের মুখ স্বর্গ সুখ,
ভুলিয়ে দেয় সকল দুখ,
মায়ের বদন মলিন হলে
সব হয়ে যায় গোলমেলে।

অসুস্থ হলে মায়ের হাত,
স্নেহভরা ভালোবাসার ছাপ
দুঃসময়ে মায়ের আঁচল,
আড়াল করে বিপদ সকল
‘মা’ যে মোদের ‘মা’,
মমত্বভরা হাসি নিয়েই অনুপ্রেরণা দাও মা।

মা যার নেই সে বড় একেলা,
ব্যাথার সময় যায় না দুঃখকে ভোলা,
মায়ের ডাক, আসল ডাক
পিছু ডাকলেও আশীর্বাদ।

মা কে যারা ভালোবাসে না,
স্নেহ কি জিনিস তারা জানে না,
মায়ের মন, সন্তানের ধন,
মা যে মোদের মা,
যতই দেখি ততই ভাবি
স্বাদ তবু মেটে না।

 

Free passes for mothers at Mother’s Wax Museum

Mother’s Wax Museum in New Town has instituted a Mother’s Day gift this year – free passes to mothers and their kids.

On Mother’s Day, celebrated all over the world on May 14, many children take their mothers out for treats. So, those kids who would visit Café Ekante at Eco Park, opposite the wax museum, with their mothers, would be given two free tickets for Mother’s Wax Museum.

HIDCO, the Bengal Government agency which looks after the museum as well as Eco Park, has instituted this gift.

Picture: YouTube – WBHIDCO Ltd.

 

 

মাতৃদিবসে মায়েদের জন্য মাদার্স ওয়াক্স মিউজিয়ামে ফ্রি পাস

আজ মাদার্স ডে-র উপলক্ষে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে নতুন এক পদ্ধতিতে পালন করার জন্য ব্যাবস্থা করেছে হিডকো। জানা গিয়েছে, এই দিনে মা এবং তার সন্তানকে একসঙ্গে করে মাদার টেরেজার মোমের মূর্তিতে মাল্যদান করা হবে। তাও যারা করবেন তাঁদের জন্য বিনামূল্যে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে হিডকো।

এই গরমের দিনে খাটি বাঙালি খাবারের জন্য নিউটাউনে হিডকো বছর খানেক আগেই তৈরি করেছিল ক্যাফে একান্তে নামক একটি রেস্তোরাঁ। যেখানে বছরের নানা সময়ের সঙ্গে তাল মিলিয়ে খাবার পাওয়া যায়। তাই ওই দিন যারা ক্যাফে একান্তে রেস্তোরাতে খেতে যাবেন তাদেরকে দুটি করে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে।

প্রসঙ্গত মাদার্স ডে-র দিনে অনেক সন্তানই তাঁর মাকে একটা ভাল ট্রিট দিতে চায়। তাই ওই দিন এমনিতেই যে ক্যাফে একান্তে রেস্তোরাঁতে ভিড় বাড়বে তা আগে থেকেই জানে কর্তৃপক্ষ। সেই কারণে মাদার্স ডে-তে যাতে ‘মা’কে তার সন্তান আরও ভাল কিছু উপহার দিতে পারে তার জন্যই হিডকোর পক্ষ থেকে ওই ব্যাবস্থাপনা করা হয়েছে।

নিউটাউনকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তাতে যে কোনও আন্তর্জাতিক মানের ভ্রমণস্থলের সঙ্গে পাশাপাশি জায়গা পায় ওই নিউটাউন। সেখানে লন্ডনের মাদাম তুসোর আদলে তৈরি মাদার্স ওয়াক্স মিউজিয়াম বর্তমান দিনে যে কোনও মানুষের কাছেই একটা বড় পাওনা। তাই সেই জায়গাকে যারা এতদিন পর্যন্ত চোখের দেখা দেখে উঠতে পারেননি তাঁদের কাছে এবার একটা বড় সুযোগ গড়ে দিল হিডকো কর্তৃপক্ষ।

Implementing ICDS – Bengal shows the way

Integrated Child Development Scheme (ICDS) plays a pivotal role in providing health and nutrition service to pregnant mothers, lactating mothers and children. During the last few years, the State Government has consistently increased the financial support to these workers and helpers.

Hon’ble Chief Minister has recently brought all the Anganwadi workers and helpers under the comprehensive health insurance ‘Swasthya Sathi’. Their monthly honourium has also been increased by Rs 500.

A total of 1377360 pregnant and lactating women have been provided supplementary nutrition (January, 2015). The state has introduced enhanced financial provision for ICDS SNP in all the districts from Nov’14 at the rate of Rs. 9, Rs. 7 and Rs. 6 for severely malnourished children, pregnant & lactating mothers and others respectively.

 

মা ও শিশুদের পুষ্টির জোগানে মমতার স্পর্শ বাংলায়

গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা আইসিডিএসের ভুমিকা অপরিসীম।

এ রাজ্যে, জানুয়ারি ২০১৫ পর্যন্ত ১৩৭৭৩৬০ জন গর্ভবতী ও প্রসূতিদের পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাস থেকে রাজ্য সরকার সব জেলায় বর্ধিত হারে অর্থনৈতিক সহায়তা করছে আইসিডিএস এসএনপি-তে।

গত ছ’বছরে রাজ্যসরকার এই প্রকল্পে নিযুক্ত কর্মী ও সহযোগীদের জন্য অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে চলেছে যাতে প্রকল্প বাস্তবায়নে ত্রুটি না থাকে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহযোগীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছেন। তাঁদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে।

Welfare of mothers – Always a priority for Maa, Mati, Manush Govt

A mother is the first, foremost and best friend of everyone’s life as no one can be true and real like her.

Trinamool’s slogan in 2011 was Maa, Mati, Manush. Mothers have always been a pillar of support, and a source of strength for us.

Inspired by Mamata Banerjee, the Bengal Government has taken several steps in the last six years for the welfare of mothers.

Due to sustained effort of the State Government in improving the health infrastructure through its various programmes, noticeable improvements have been observed in health parameters of the State.

Here are some of the welfare measures for mothers by Trinamool Government:

  • The State Government has initiated a process of setting up of 13 Mother and Child Hubs (MCH).
  • Three new Waiting Huts have been set up for pregnant mothers in remote areas of Sunderbans.
  • 35 Nutritional Rehabilitation Centres (NRCs) have been operationalized for management of severely malnourished children with counselling of their mothers.
  • Eastern India’s first Human Milk Bank – ‘Madhur Sneha’ – and Cord Blood Bank have been set up at SSKM Hospital.
  • During the last five years, Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26 and Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

 

মাতৃকল্যাণে নানা উদ্যোগ মা, মাটি, মানুষের সরকারের

সবার জীবনেই মায়ের গুরুত্ব অপরিসীম। মা হল আমাদের সবথেকে প্রিয় বন্ধু, কেউ তার জায়গা নিতে পারে না। ২০১১ সালের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল ‘মা মাটি মানুষ’ – মা, মাদার, আম্মা আমাদের প্রেরণা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৬ বছরে রাজ্য সরকার মাতৃকল্যাণের জন্য নিয়েছে অনেক পদক্ষেপ। তারই ফলস্বরূপ অভূতপূর্ব পরিবর্তন এসেছে রাজ্যে।

রাজ্য সরকারের নেওয়া কিছু উদ্যোগ:

  • ১৩ টি মাদার এন্ড চাইল্ড হাব তৈরী করছে রাজ্য
  • সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী মায়েদের জন্যও তৈরি হয়েছে তিনটি ওয়েটিং হাব
  • অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য ৩৫টি নিউট্রিশ্যানাল রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরী করছে রাজ্য
  • এসএসকেএম হাসপাতালে নির্মিত হয়েছে পূর্ব ভারতের প্রথম মাতৃদুগ্ধ ব্যাঙ্ক “মধুর স্নেহ” ও কর্ড ব্লাড ব্যাঙ্ক
  • গত পাঁচ বছরে রাজ্যে শিশু মৃত্যুর ৩২ থেকে হার কমে হয়েছে ২৬, হেলথ সেন্টার ও হসপিটালে ইন্সটিট্যুশানাল ডেলিভারি ৬৫% বেড়ে হয়েছে থেকে ৯০%

Be alert and take immediate action to prevent riots: CM tells police

Chief Minister Mamata Banerjee on Friday instructed the police force to take immediate steps to maintain law and order, and prevent riots.

The chief minister presided over the administrative review meeting in Howrah on Friday afternoon. She asked the police to be on alert and take immediate action if anybody tries to foment communal trouble.

“The police should always remain alert and keep an eye on each and every incident. Don’t ignore any information and cross check its veracity. Use civic police, green police and local clubs to gather ground-level information. Some people from outside are trying to foment communal discord,” she said.

She asked the police to be on the road and play an effective role to maintain law and order. “Lot of false propaganda is being carried out that nothing has been done in Dhulagarh. It is absolutely false. Why don’t they tell the facts about how many people were arrested? How many people were given compensation by the government?” she said.

“A TV channel had shown a one-sided report about Dhulagarh. It did not say any word on action taken by the government, she said. The fact is that the state government is reconstructing the houses and shops affected in Dhulagarh violence in addition to payment of compensation of Rs 2.5 crore,” the CM said.

 

দাঙ্গা রুখতে পুলিসকে আরও তৎপর হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

হাওড়ায় প্রশাসনিক বৈঠকে সাঁকরাইলের ধূলাগড়ের অশান্তির কথা উত্থাপন করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়ে গেলেন, বাংলায় তিনি কোনও দাঙ্গা, অশান্তি আর উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবেন না।

তিনি বলেন, “দিল্লির একটা চ্যানেল ধুলাগড়ের ঘটনা নিয়ে যা ইচ্ছে তাই করে গেছে। সরকারের কাজগুলোর কথা তো লেখেনি। ধুলাগড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি/দোকান গুলি পুনর্নির্মাণ করে দিচ্ছে রাজ্য সরকার। ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।”

তিনি পুলিশকে নির্দেশ দেন, অশান্তিতে যারা উসকানি দেবে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশ কমিশনারের কাছ থেকে গ্রামীণ জেলার পুলিশ সুপার সুমিত কুমারকে সাহায্য ও পরামর্শ নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি তাঁদের বলেন, মানুষের সঙ্গে যোগসূত্র বাড়ান, ক্লাব, ভালো মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। এলাকায় বড় কোনও অনুষ্ঠান থাকলে আগাম ব্যবস্থা নিন। পুলিশ দেখলে গুন্ডারা যাতে ভয় পায়, সেটা করুন। কেউ দাঙ্গা বাধাতে চাইলে সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।তিনি পুলিশকে বলেন, ঝুঁকি নিতে হবে।

Chief Minister Mamata Banerjee to honour successful Kanyashrees

In August, when the Kanyashree Dibas (Kanyashree Day) celebrations for this year would be taking place (Kanyashree Dibas falls on August 14), Bengal Chief Minister is going to hand over awards to successful Kanyashrees, that is, Kanyashree beneficiaries – to those who have achieved success in their studies as well as below-18 beneficiaries who have stood on their feet by learning some skill.

The Kanyashree Scheme of the Bengal Government has been an unqualified success. Begun in October 2014 on the personal initiative of Chief Minister Mamata Banerjee, it has achieved to a large extent its main aims – encourage and enable education of girl children, prevent child marriage and trafficking of women through the awareness generated by education, and through the financial support for their education, enable girl children, especially those from poor families, to achieve self-sufficiency, self-awareness and self-confidence.

Kanyashree has encouraged girl children to stand up against their being married off against their will, to the extent of even having their parents arrested in some extreme cases. These social and educational successes have brought Kanyashree Scheme international fame too: the United Nations has earmarked the scheme as an international role model.

As per the scheme, girl children from the ages of 13 to 18 get Rs 750 per month to enable them to continue with their studies. Moreover, after crossing 18 and before reaching 19, Rs 25,000 is deposited into the accounts of girl children, to be used for further studies or as expenses towards their marriage. However, there is a rider: if the girl is married off before 18 years of age, the Rs 25,000 is not given. Thus this encourages the beneficiaries to continue their studies and marry at the right time.

The scheme is on course to achieve a new high-water mark soon – 40 lakh beneficiaries. With 39,22,650 enrolments, that’s now a given. This target, to be achieved within three years, was set at the outset of the scheme by Chief Minister Mamata Banerjee. Along with almost 40 lakh beneficiaries, there are 90 lakh applicants too.

 

 

সফল ‘কনাশ্রী’ দের পুরস্কৃত করবে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী’র সেরা কন্যাদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ১১ আগস্ট শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভালো কাজের ভিত্তিতে ওই সংবর্ধনা দেওয়া হবে।ভালো কাজের জন্য সেরা কন্যাদের সম্মানিত করে উৎসাহিত করতে চান মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত ৩৯ লক্ষ ২২ হাজার ৬৫০ জনের নাম কন্যাশ্রী প্রকল্পে নথিভুক্ত হয়েছে।

২০১৩-১৪ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল, বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের পড়াশুনো চালিয়ে যাওয়ায় উৎসাহ দেওয়া – তাই মেয়েদের জন্য স্কলারশিপ চালু করেন। কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর বাল্যবিবাহ রোধে রাজ্যে অনেকটাই সাফল্য মিলেছে। তবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিশোরী বা যুবতীদের শুধুমাত্র আর্থিক স্কলারশিপই নয়, প্রশিক্ষণও দেওয়া হবে। এ ব্যাপারে কারিগরি দপ্তরের সঙ্গেও কথাবার্তা চলছে।

কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই শুধু কেন্দ্রীয় সরকারের তরফেই নয়, বিদেশ থেকেও সমাদৃত হয়েছে। ইউনেস্কো’র তরফে পুরস্কৃত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারও পশ্চিমবঙ্গের এই প্রকল্পকে অনুসরণ করে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে।

কন্যাশ্রী প্রকল্পের অম্তর্গত পড়ুয়াদের মধ্যে যারা অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তাদের বার্ষিক ৭৫০ টাকা করে দেওয়া হয় আর বয়স ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।