No limit to number of family members covered under Swasthya Sathi scheme

The Bengal Government has removed the limit to the number of family members who can be covered under the Swasthya Sathi Scheme. Rs 1,363 crore 72 lakh has been allotted to the scheme by the State Government.

The scheme was notified by Chief Minister Mamata Banerjee in December 2016, and started functioning from January 3, 2017. Till now, 35,13,140 people have been enrolled in the scheme; another 9,61,741 would be enrolled soon.

Besides the person, his/her wife/husband and children, the husband and wife’s parents would also be enrolled in the scheme.

Under the scheme, a premium of upto Rs 1.5 lakh would be paid by the State Government. For critical illnesses, upto Rs 5 lakh would be paid by the State Government. For returning home after being released from hospital, each person would be given Rs 200.

Additionally, the cost of medicines for the first five days would also be paid by the government. The details of patients are kept secure in e-health cards for easy online access.

The number of government hospitals brought under the scheme is 308 and the number of private hospitals is 314.

Source: Bartaman

 

স্বাস্থ্যসাথি প্রকল্পে পরিজনের সংখ্যার ঊর্ধ্বসীমা থাকছে না

স্বাস্থ্যসাথি প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।

২০১৬ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরের ৩ জানুয়ারি প্রকল্পটি শুরু হয়। এখনও পর্যন্ত ৩৫ লক্ষ ১৩ হাজার ১৪০টি পরিবার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই আরও ৯ লক্ষ ৬১ হাজার ৭৪১টি পরিবার অন্তর্ভুক্ত হবে।

বর্তমানে আইসিডিএস কর্মী, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, গ্রিন ভলান্টিয়ার, সিভিল ডিফেন্স, ভিলেজ ভলান্টিয়ার, বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রকল্পেরঅন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে পঞ্চায়েত ও শিক্ষার সঙ্গে যুক্ত কর্মীদেরও স্বাস্থ্যসাথি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

এই প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই। স্বামী ও স্ত্রী’র উভয়পক্ষের বাবা ও মা’কে পরিবারের সদস্য হিসাবেএই প্রকল্পে অন্তর্ভুক্ত করা যাবে। চিকিৎসার জন্য বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা বিমা দেওয়া হবে। আর দুরারোগ্য ব্যাধির জন্য দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা।

৩১৪টি বেসরকারি হাসপাতাল এবং ৩০৮টি সরকারিহাসপাতালকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিকিৎসার পর বাড়ি যাওয়ার জন্য ২০০ টাকা করে পরিবহণ খরচ দেওয়া হচ্ছে। এমনকী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পাঁচদিনের ওষুধের খরচও দেওয়া হচ্ছে। চিকিৎসা সংক্রান্তসমস্ত তথ্য ই-হেলথ রেকর্ডে রাখা হয়। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১,৩৬৩ কোটি ৭২ লক্ষ টাকা।

 

Replica of village coming up at Eco Park

In a bid to acquaint the visitors with the beauty and uniqueness of rural Bengal, a replica of a village is being set up at the Eco Park in New Town on the outskirts of Kolkata. It is likely to be opened in December.

The village will come up on three acres of land. There will be 40 huts, many of which have been constructed so far.

There will be 70 statues of village men along with a tulsi mandap, a rath and a palki, the traditional mode of transport in rural Bengal for centuries.

A replica of an actual paddy field will be built. Hand fans taller than man’s height will be put up at the front boundary wall. An eatery shaped like the musical instrument, dhamsa will be constructed keeping in mind the rural ambience.

It may be mentioned that since its inception in January 2012, the footfall at Eco Park has reached over 80 lakh, including both domestic and foreign visitors, with hundreds coming each year. The nature park was the brainchild of Chief Minister Mamata Banerjee, who named it Prakriti Tirtha.

Source: Millennium Post

 

এক টুকরো গ্রাম বাংলা এবার ইকো পার্কে

রুপসী বাংলার রুপ ও বৈচিত্র মানুষের কাছে তুলে ধরতে এবার ইকো পার্কে তৈরী হচ্ছে গ্রাম বাংলার এক টুকরো রেপ্লিকা। জোরকদমে চলছে কাজ; ডিসেম্বর মাসের মধ্যেই জনগণের জন্য খোলা হবে ইকো পার্কের এই অংশটি।

গ্রাম বাংলার এই রেপ্লিকাতে থাকছে ৪০টি কুঁড়েঘর; আর থাকবে গ্রাম বাংলার মানুষের ৭০টি মূর্তি। থাকবে রথ ও পালকির প্রতিরুপ। থাকবে ধানক্ষেত, হাতে টানা পাখা। থাকবে তুলসীতলাও। ধামসার আদলে একটি খাবারের জায়গাও তৈরি হবে।

হিডকো কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশী ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে গ্রাম বাংলার রুপ তুলে ধরার জন্যই এই উদ্যোগ।

প্রসঙ্গত, ২০১২ সালে ইকো পার্ক তৈরী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৮০ লক্ষ মানুষ এখানে এসেছেন। এই পার্কের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন ‘প্রকৃতি তীর্থ’।

Not just MSMEs, even exporters hit by GST in West Bengal: Amit Mitra

Reiterating his stand against the July 1 roll-out of the goods and services tax (GST), West Bengal finance minister, Amit Mitra, on Thursday said the GST hasn’t benefitted either the exporters or the micro, small and medium enterprises (MSME) in the country. Besides, the transition to GST hasn’t been smooth.

“I had repeatedly said to postpone the launch of July 1. What is the impact? It is everyday postponements. They are saying that the Goods and Service Tax Network (GSTN) could not take the load, this is what I had predicted but they did not pay heed to that,” he said during an interactive session with industry body Assocham.

Mitra alleged that the GSTN has to handle around 300-340 crores of up-linking and the government tested it with 200 companies per state, of which 30 per cent “didn’t work well”.

The Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government is one of the sharpest critics of the July 1 roll-out of the GST. The government’s stance is based on the projection that the MSME segment in particular, which is yet to understand GST, will be hit hard. Also, the state government had questioned the country’s preparedness to meet the July 1 deadline.

“MSMEs are in jeopardy and now I come to know that even exports have been hit. I have asked Union Finance Minister (Arun) Jaitley to produce a white paper and call an emergency meeting. The matter has to be taken up at the GST council. People are desperate,” he added.

The state finance minister also urged industry bodies like Assocham to speak out in case the industry faces difficulties and their associations are unable to voice their concerns on the problems faced in the wake of the GST roll-out. Mitra further, asked the industry body to provide him with inputs so that the ongoing issues can be taken up at the right forum.

 

জিএসটি নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন অমিত মিত্র

রাজ্য সরকার নীতিগতভাবে জিএসটি’র পক্ষে। কিন্তু যেভাবে জিএসটি চলছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদৌ খুশি নন, তা নিয়ে বারবার তিনি সরব হয়েছেন। তাড়াহুড়ো করে এই কর ব্যবস্থা চালু করতে গিয়ে শিল্পমহল বেকায়দায় পড়ছে বলে অভিযোগ এনেছেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। এবার তিনি শিল্পসভায় এসে এই নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন। বোঝালেন, জিএসটি’র নামে যা চলছে, তাতে আপনাদেরই ক্ষতি। তবে শিল্পমহলকে এই আরজি জানাতে গিয়ে প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় সরকারকে খোঁচাও দিলেন অমিত মিত্র। শিল্পপতিদের বললেন, আগে যেভাবে আপনারা কোনও বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারতেন বা সরব হতে পারতেন, সেভাবে এখন আর করা যায় না। এখন এই বিষয়ে সরকার অনেক সতর্ক নজরদার। সরকার বলতে তিনি যে নরেন্দ্র মোদির সরকারকেই বিঁধছেন, তা বুঝিয়ে তিনি বলেন, আমি বুঝি এখনকার পরিস্থিতিটা।

সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত মিত্র বলেন, জিএসটি যে একটা বিরাট সমস্যা তৈরি করতে চলেছে, সেই বিষয়ে আমরা সবার আগে সরব হয়েছিলাম। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যাঁরা রপ্তানি করেন, তাঁরাও বিরাট বিপদে পড়ে গিয়েছেন। এখনও জিএসটি পরিকাঠামো তৈরি হয়নি। শিল্পের সব কিছুই এখন থমকে আছে। এই নিয়ে জিএসটি কাউন্সিলকে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ১ জুলাই থেকে এই করবিধি চালু হয়েছে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে জিএসটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে কাউন্সিলের কাছে আমরা জানতে চেয়েছি।

জিএসটি’র কারণে ইনসপেক্টররাজ আরও বাড়বে বলে আগেও অভিযোগ করেছিল রাজ্য সরকার। এদিনের শিল্পসভায় সেই প্রসঙ্গ টেনে এনে অমিতবাবু বলেন, শুধু ইনসপেক্টররাজ নয়, এক্ষেত্রে শিল্পপতিদের জেলে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রীর সাফাই, আমাদের হাতে ভ্যাট থাকার সময় আমরা ছ’বছরে মাত্র দু’টি ক্ষেত্রে কর ফাঁকির বিরুদ্ধে এফআইআর করেছি। কিন্তু একজনকেও জেলে পাঠানো হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে দু’কোটি টাকার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি এবং পাঁচ কোটি টাকার মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি জুটতে পারে কপালে।

জিএসটি নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে অ্যাসোচেমকে সরব হতে বলেন অমিতবাবু। অবশ্য এর পাশাপাশি তিনি বলেন, আপনারা এখন তো বেশি কিছু বলতেও পারবেন না। এরপরই অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনি জানেন। যাঁরাই সরব হবেন, তাঁদের অনুষ্ঠানে মন্ত্রীরা আসবেন না। আগেও সরকারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হত। সেক্ষেত্রেও হয়তো মন্ত্রীরা রেগে গেলেন। কিন্তু সেই রাগ ১০ দিনে নেমেও যেত। এখন গোটা বিষয়টিকেই দেখা হয় অনেক বেশি নিবিড়ভাবে। ফলে সমস্যা বেশি।

 

Ensure prices of essential goods do not rise during Pujo: Bengal CM to task force

Chief Minister Mamata Banerjee directed members of task force to take necessary measures so that there is no rise in the prices of essential goods ahead of Durga Pujo and other festivals. She also directed several measures to reduce the gap between prices of vegetables in wholesale and retail markets.

The Chief Minister held a meeting with members of the Task Force and some ministers including state Agriculture minister Purnendu Basu and state Agriculture Marketing minister Tapan Dasgupta.It is learnt that the matter related to the wide gap between prices of certain vegetables in

It is learnt that the matter related to the wide gap between prices of certain vegetables in wholesale and retail market has come up during the meeting. The Chief Minister directed members of the task force to take immediate steps so that the vegetables are sold at appropriate prices.

The members have been asked to intensify their vigil in the markets in the city and other urban areas in the state. The task force had been visiting the markets in the city to keep a tab on the prices of essential goods. Now, the visit will be more frequent and steps will be taken against the traders if found selling vegetables at a premium price without any valid reason.

Potatoes are getting sold in the markets at the right prices. This year, potato cultivation in the state was quite good and there is a requirement of 36 lakh metric tonne in the state and around 8 lakh metric tonne will be exported to other states. The state government is also giving emphasis on increasing the storage capacity of onions.

At the same time, the Agriculture Marketing department has also been asked to increase the number of Sufal Bangla stalls in the state. At present there are around 50 Sufal Bangla stalls in different parts of the state and there is a target to set up more than 100 such stalls. The state government runs the Sufal Bangla stalls where mainly Farmers Producers Organisations (FPOs) directly sell their produce. People get fresh vegetables and at the right prices as there is no involvement of any middlemen.

 

মূল্য নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

গতকাল নবান্নে শাক সবজির বাজার দর নিয়ন্ত্রণ নিয়ে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষি, কৃষি বিপণন, মৎস্য দপ্তরের পাশাপাশি সেচ, বিদ্যুৎ এবং উদ্যানপালন দপ্তরের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

বন্যার সুযোগ নিয়ে কোনও ব্যবসায়ী যাতে চড়া দরে মাছ, সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে না পারে, তার জন্য কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এই নজরদারির পাশাপাশি শহর, শহরতলি এবং জেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান চালানোর নিদানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বন্যায় সবচেয়ে দুর্ভোগে পড়া উত্তরবঙ্গের কৃষকদের সরকারি সহায়তা দ্রুততার সঙ্গে দিতে হবে। আগামী বর্ষার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের সমস্ত ছোট নদীগুলি ড্রেজিং করানোর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে রাজ্যের আলুর মজুত ভাণ্ডার সম্পর্কেও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে এখন ৪৪ লক্ষ টন আলু মজুত রয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত খাওয়ার এবং বীজ বানানোর জন্য লাগবে ৩৬ লক্ষ টন।

এছাড়াও শহরাঞ্চলে মানুষের সুবিধার জন্য সুফল বাংলা স্টল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি কিভাবে আরও ভালো করা যায় সেই বিষয়েও আলোচনা হয়।

 

 

Bengal CID to create Suraksha Sathi app to give crime control a fillip

The investigation and intelligence wing of Bengal’s police force, CID (Criminal Investigation Department) is soon going to come out with an app, ‘Suraksha Sathi’ to enable people to send information anonymously to the police, which can be of immense help.

It must be mentioned that the police force in Bengal has done a lot in the last few years to form a closer bond with the people, from launching apps for establishing a police-public interface (‘Bondhu’ app by Kolkata Police) to running self-defence programmes for women (‘Suraksha’) to conducting public awareness programmes all through the year.

The Suraksha Sathi app is another effort at reaching out to the public. Through this app, anyone can send information regarding any crime or suspicious activity to the police, and also complaints against any errant cop.

Another useful aspect about this app is that any user can send information to the police if he/she himself/herself is in trouble too.

Chief Minister Mamata Banerjee wants the public to work hand-in-hand with the police everywhere in the state, and become an integral part of law-keeping. The Suraksha Sathi app is a major step up towards achieving that aim. After all, a little caution on the part of everyone would be a big step towards upholding the security of the state.

Source: Aajkal

 

রাজ্যে অপরাধ কমাতে সুরক্ষা সাথী অ্যাপ

রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি উদ্যোগ নিচ্ছে রাজ্যের অপরাধ কমাতে, শান্তি বজায় রাখতে।

রাজ্যবাসী একটু সতর্ক হলে বাইরের শত্রু ঘরে ঢুকতে পারবে না-এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের কাছে হয়ত তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু তাঁরা এ সব বিষয়ে মুখ খুলতে চান না। বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে চাইছে প্রশাসন। তার প্রথম পদক্ষেপ হল ‘সুরক্ষা সাথী অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে আপনি সব রকম তথ্য সেখানে দিতে পারবেন। আপলোড করতে পারবেন ছবি। আপনার নামধাম কেউ জানতে পারবেন না।

সিআইডি চাইছে রাজ্যের মানুষ পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে অপরাধ কমাতে সাহায্য করুক। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সিআইডি আরও সতর্ক এবং এই ধরনের পদক্ষেপ নিয়েছে। পুলিশ মানে ভয়ের কিছু নয়, পুলিশ মানুষের সঙ্গে রয়েছে এবং থাকবে।

এই অ্যাপে যুক্ত হলে আরও অনেক সুবিধা পাবেন আপ ব্যবহারকারীরা। নিজে কোনও সমস্যায় পড়লে, তা সহজেই পৌঁছে যাবে সিআইডি-র কাছে। এতে আপনি পুলিশের বন্ধু হতে পারেন। নিজের রাজ্যের জন্য একটু দায়িত্বশীল হলেই নিজের ঘরও নিরাপদ থাকবে।

 

 

Durga Puja Bishorjon Carnival on Red Road to be held on October 3 this year

Chief Minister Mamata Banerjee announced that carnival on Red Road with idols of goddesses Durga and her entourage will be held on October 3.

The Bishorjon Carnival, initiated by Bengal Chief Minister Mamata Banerjee, is a unique show that gives people an opportunity to all to see the best pratimas at one place.

A special procession of about 39 Durga Puja committees, who won Biswa Bangla Sharad Samman, was organised last year on Red Road on the way to the bishorjon, or immersion.

 

আগামী ৩রা অক্টোবর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে রেড রোডে

জোরকদমে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতার সবক’টি পুজো কমিটির প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ৩রা অক্টোবর রেড রোডে অভিনব নিরঞ্জনের শোভাযাত্রা হবে। সেই কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

গত বছর থেকে এই বিসর্জনের শোভাযাত্রা শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার যা সাধারণ মানুষকে একসঙ্গে সব বিখ্যাত প্রতিমা দেখার সুযোগ করে দিয়েছে। গত বছর ৩৯ টি পুজো এতে অংশগ্রহণ করেছিল।

 

Bengal Govt to provide ration in flood-affected areas even without cards

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee yet again stands by the people at an hour of crisis. The State Food and Supplies Department has decided to distribute ration at flood-affected areas even without cards, the minister has said. Dealers who do not follow this decision will be penalised.

The State Government is also taking initiatives to open temporary ration shops in the flood-affected areas. Consumers unable to produce their cards are being allowed to collect ration by registering their names in the books.

The Food and Supplies Department will also ensure seamless supply of rice and wheat to the relief camps.

 

কার্ড না আনলেও মিলবে রেশন, বন্যাদুর্গতদের পাশে খাদ্য দপ্তর

বন্যার জন্য কোনও রেশন গ্রাহক কার্ড আনতে না পারলেও তাঁকে খাদ্যশস্য দিতে বলা হয়েছে। এই সব সিদ্ধান্ত রেশন ডিলাররা না মানলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

এর পাশাপাশি বন্যা কবলিত এলাকায় অস্থায়ী রেশন দোকান খোলার জন্য নির্দেশ দিল খাদ্য দপ্তর। দুর্গত মানুষজন রেশন কার্ড দেখাতে না পারলেও খাতায় রেজিস্ট্রি করে তাঁদের চাল-গম দিচ্ছে খাদ্য দপ্তর।

ত্রাণ শিবিরে চাল-গম জোগান অব্যাহত রাখতে বদ্ধপরিকর খাদ্য দপ্তর।

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গত এলাকার মানুষজন যাতে খাদ্যের সংকটে না পড়ে, তার জন্য অস্থায়ী রেশন দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। বন্যায় জল জমায় অনেক জায়গাতেই রেশন দোকান বন্ধ হয়ে গিয়েছে। এতে বন্যাদুর্গতদের দুর্ভোগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে কোনও রাস্তার উপর বা উঁচু জায়গায় অস্থায়ী শিবির খুলে রেশন দোকান চালাতে বলা হয়েছে।

Film on how Govt schemes, including Kanyashree, help girl child to achieve her dreams

After wowing the world at the United Nations Public Service Awards in The Hague last June, the Kanyashree Scheme is now entering the world of celluloid. Not just Kanyashree but Yuvashree, Sabuj Sathi and others are also garnering the attention of everyone – schemes behind most of whose ideations lay the vision of Chief Minister Mamata Banerjee, a vision which has made the governance of Bengal the cynosure of all eyes in India. Film-maker Suman Mukhopadhyay is going to make a film on the scheme.

According to the film-maker, the raw material for good Bengali films is taken from real-life events, and there is no bigger reality now than the successful running of such schemes.

Already plays have been staged with the ideas for the stories taken from various the various schemes and their huge positive impacts. Now comes the turn of films. According to the director, the story of the film revolves around a girl named Ichha (meaning ‘wish’) and how the schemes of the government helped her to stand up for herself and become someone of worth to society.

Ichha is the daughter of poor parents living in a village. Despite the tough conditions of her life, she dreams of becoming a doctor. Kanyashree helps her to complete school, where she gets to eat through the Mi-Day Meal Scheme. Her good performances in class result in her getting a bicycle through the Sabuj Sathi Scheme, to travel to school and back. Her father gets work under the 100 Days’ Work Scheme, and the money he gets helps to run the family.

After successfully completing school, she comes to Kolkata to complete higher education and at this stage too, another scheme comes to her help – Yuvashree, through which she gets scholarship. She completes her higher education successfully too, and through the help of her school teacher and a youth leader, she sees the flowering of her dreams. In this way, it would be shown in the film how, at every stage of life, government schemes help Ichha to overcome the adversities of life and achieve success.

 

“কন্যাশ্রী” সিনেমা এবার নেদারল্যান্ডসে

নেদারল্যান্ডসের হেগ শহরে সাড়া বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পর এবার বাংলার সেলুলয়েডের দুনিয়ায় পা রাখতে চলেছে মা মাটি মানুষের সাধের “কন্যাশ্রী”। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলায় জায়গা করে নিয়েছে কন্যাশ্রী থেকে যুবশ্রী। তাই বর্তমান সরকারের একাধিক উদ্যোগকে কেন্দ্র করে এবার ছবি তৈরিতে মাঠে নামলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। এই ছবির বিষয়ে তিনি জানান, ‘বাংলা ছবিতে মূল রসদ সংগ্রহ করা হয় বাস্তবিক ঘটনার প্রেক্ষাপট থেকেই। বর্তমানে কন্যাশ্রী’র মত সফল বাস্তব সত্য আর কথাও নেই।

ইতিমধ্যেই সরকার কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ কে নিয়ে রঙ্গমঞ্চে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। তাই এবার কন্যাশ্রীকে সরাসরি সেলুলয়েডের পর্দায় তুলে ধরারই চেষ্টা করছি। বছর দুই আগে থেকেই কন্যাশ্রী বিষয়ের ওপর চলচিত্র বানানোর পরিকল্পনা ছিল। এবার সেই চিন্তাই রুপায়নের পথে’।

ছবির গল্পের বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘আমি আজ থেকে ১০ বছর এগিয়ে নিয়ে গিয়ে মানুষের কাছে কন্যাশ্রীর সফতলাকে তুলে ধরছি এই গল্পে। এখানে ইচ্ছা নামে একটি মেয়ের জীবনকে কেন্দ্র করেই এই গল্প আবর্তিত হবে। গল্পে একটি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ইচ্ছা। বাবা-মা ও তার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নকে ঘিরেই তার জীবন। ইচ্ছার কন্যাশ্রীর অর্থে স্কুলে পড়া, সেখানকার মিড ডে মিল খেয়ে খিদে মেটানো, স্কুলে ভালো ফল করায় ‘সবুজ সাথী’র পক্ষ থেকে সাইকেল পাওয়া। এছাড়াও সংসারের অচলাবস্থা কাতাতে ইচ্ছার বাবার ১০০ দিনের কাজে যুক্ত হওয়া। এইভাবেই প্রতিটি স্তরেই তুলে ধরা হবে সরকারি প্রকল্পের বিভিন্ন উদ্যোগকে। তারপর আসতে আসতে স্কুলের গণ্ডি পেরিয়ে কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে আসা এবং যুবশ্রী’র অনুদানে পড়া শেষ করে কীভাবে শেষ পর্যায়ে গ্রামের শিক্ষক ও যুবনেতার সাহায্যে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়েই এগোবে চিত্রপট।

 

Bengal: Low-weight & anaemic children, women decreased significantly

The number of low-weight and anaemic children under five years and women in Bengal is decreasing rapidly, according to a recent report by the Union Ministry of Women & Child Development. The ministry came to the conclusion after analysing and comparing the National Family Health Surveys of 2005-06 (NFHS-3) and 2015-16 (NFHS-4).

According to the data, the percentage of underweight children under five years of age came down from 38.7 to 31.5; the number of anaemic children also came down – from 61 per cent to 54.2 per cent.

The percentage of underweight women in Bengal between the ages of 15 and 49 years decreased in the ten-year period from 39.1 per cent to 21.3 per cent, while the percentage women suffering from anaemia came down from 63.2 to 62.5 per cent.

When compared to the national averages too, the performance of Bengal is significant.

The report presented data collated from the NFHS-3 and NFHS-4 reports for rural areas regions separately, and in that respect too, Bengal fared quite well.

 

Source: Bartaman

 

 

কম ওজন ও রক্তাপ্লতায় ভোগা শিশু-মহিলার হার কমেছে রাজ্যে, প্রকাশ কেন্দ্রীয় রিপোর্টে

 

কম ওজন ও রক্তাল্পতায় ভোগা মহিলা এবং পাঁচ বছরের কম বয়সি শিশুর হার লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে পশ্চিমবঙ্গে। আজ লোকসভায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের পেশ করা একটি রিপোর্টে বিষয়টি স্পষ্ট হয়েছে। ২০০৫-০৬ সালেরন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (এনএফএইচএস-৩) এবং ২০১৫-১৬ সালের এনএফএইচএস-৪-এর পরিসংখ্যান উল্লেখ করে ওই রিপোর্ট পেশ করা হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ সালে পশ্চিমবঙ্গে কম ওজনের শিশুর (পাঁচবছরের নীচে) হার ছিল ৩৮.৭ শতাংশ। পরবর্তী দশ বছরের মধ্যেই (এনএফএইচএস-৪) তা কমে দাঁড়িয়েছে ৩১.৫ শতাংশে। একইভাবে রক্তাল্পতায় ভোগা শিশুর সংখ্যাও উল্লিখিত দশ বছরে ৬১ শতাংশ থেকে কমে ৫৪.২ শতাংশহয়েছে।

একই সমস্যায় ভুগতে থাকা রাজ্যের মহিলাদের (১৫ থেকে ৪৯ বছরের মধ্যে) হারও নির্ধারিত সময়সীমায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০০৫-০৬ সালে রাজ্যে কম ওজনের (আন্ডারওয়েট) সমস্যায় ভোগা মহিলার হার ছিল ৩৯.১শতাংশ। দশ বছর পরে তা কমে দাঁড়িয়েছে ২১.৩ শতাংশে। আর রক্তাল্পতায় ভুগতে থাকা মহিলার সংখ্যাও দশ বছরে ৬৩.২ শতাংশ থেকে কমে ৬২.৫ শতাংশ হয়েছে। এদিন পেশ করা রিপোর্টে আলাদাভাবে দেশের গ্রামাঞ্চলের ছবিওতুলে ধরেছে সংশ্লিষ্ট মন্ত্রক। স্বাভাবিকভাবেই গ্রামবাংলাতেও ওই দুই ক্ষেত্রেই আক্রান্তদের হার লক্ষ্যণীয়ভাবে কমেছে।

একইসঙ্গে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ লিখিতভাবে জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, উল্লিখিত দশ বছরে সারা দেশেই কম ওজন এবং রক্তাল্পতায় ভোগা মহিলা ও শিশুর হার কমেছে। সারা দেশে রক্তাল্পতারসমস্যায় ভোগা শিশুর হার ৬৯.৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫৮.৪ শতাংশে। এক্ষেত্রে মহিলাদের হার ৫৫.৩ থেকে কমে হয়েছে ৫৩ শতাংশ। আবার কম ওজনের ক্ষেত্রে শিশুর হার সারা দেশে ৪২.৫ শতাংশ থেকে কমে হয়েছে ৩৫.৭শতাংশ। মহিলার হার ৩৫.৫ শতাংশ থেকে হ্রাসপ্রাপ্ত হয়েছে ২২.৯ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, সারা দেশেই এই হার আরও কমিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই অনেক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

News source: Bartaman, Image source: CINI

Online service – e-raktakosh – to give information about availability of blood in Bengal

Information about supplies of blood in the blood banks of Bengal, be they government or private – how many units of which blood group are available – can now be had online. This service, called e-raktkosh, facilitated by Chief Minister Mamata Banerjee, was inaugurated recently.

Currently, Bengal has 67 State Government blood banks, 15 Central Government blood banks and 46 private blood banks. According to information available from the website, as of August 7, there were 10,544 units of blood available in the state.

Recently, as part of its sixth foundation day, the State Government had organised state-wide blood donation camps, as a result of which a large amount of blood has been deposited in the state’s blood banks.

 

Source: Aajkal

 

 

ব্লাড ব্যাঙ্কের তথ্য দেবে ই-রক্তকোষ

কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের রক্ত আছে, তা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। নাম দেওয়া হয়েছে ই-রক্তকোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।

সরকারি ও বেসরকারি মিলে রাজ্যে ১১৭টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। ৭ আগস্টের তথ্য অনুসারে, রক্ত রয়েছে ১০হাজার ৫৪৪ ইউনিট। ন্যাশানাল হেলথ পোর্টালে গিয়ে এই অপশনে ক্লিক করলেই রক্তকোষের তথ্য বেরিয়ে আসবে। সরকারি লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্কের সংখ্যাঃ- সরকারি ৬৭ টি, কেন্দ্রীয় ১৫ এবং বেসরকারি ৪৬টি।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তাঁদের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক মাস ব্যাপী সারা রাজ্যে রক্তদান শিবিরের আয়োজন করেন। এর ফলে বিপুল পরিমাণ রক্ত জমা হয় রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে।