People of Bengal defeated all conspiracies during festive season: Mamata Banerjee

Today, Bengal Chief Minister Mamata Banerjee attended a Bijoya Sammilani function organised by the police at Jhargram.

Greeting people on the occasion, she expressed happiness that people of Bengal set an example of communal harmony during the festive season.

Excerpts of her speech:

Congratulations to everyone for ensuring a peaceful Durga Puja. This year, Muharram and Durga Puja happened at the same time, just like in 1982. For the last four to five years, the people of Bengal have been celebrating Durga Puja and Muharram at the same time. This year, the celebrations were totally incident-free, for which I congratulate the people of Bengal.

We all follow some religion or the other, but we all celebrate festivals together. A celebration is transformed into a festival only when everyone comes together.

A lot of conspiracies were hatched, but to the credit of you all, no untoward incident happened during the happy festival. I convey my ‘pranam’ and my ‘salam’ to everyone. Remember, it is because of you all standing together that Bengal is as united as it is today.

We have been holding the Durga Puja Carnival for the last two years. Nobody can do it the way Bengal does it. From next year, the day before or after the carnival in Kolkata, similar carnivals would be held in all the districts. As a result, all Biswa Bangla Sharad Samman award winners, be they from Kolkata or from anywhere in Bengal, would be able to participate in a grand carnival en route to their immersions.

I say it with conviction that the way Durga Puja and Muharram are held together, Ganapati Puja and Muharram can never be. What Bengal can do none can. In Bihar and Uttar Pradesh, immersions were on put hold on the day of Muharram, but nobody said anything. Here, even a case was filed. We abided by the court’s decision. But the biggest judgement was delivered by the people.

It is because of the people’s patience and deep creativity that you have been able to do what you did. We are very happy that the festival of football has started in Kolkata.

It is to Bengal’s credit that FIFA officials are coming here to conduct meetings, where they have said Salt Lake Stadium has the potential to become the world’s best stadium. This is our pride.

The kind of promotion that I have seen in Kolkata, ZI am seeing in Jhargram too. I am feeling very happy, and happiness is meant to be shared with all. This is the season of festivals.

In Jangalmahal, 30,000 boys and girls are getting the opportunity now to play football. One the occasion of the Un-17 World Cup, we are giving away 1.5 lakh footballs. The footballs are branded ‘Joyee’, each of which costs Rs 2,500. These have been made by village girls, and the State Refugee Relief and Rehabilitation Department is in charge of the manufacturing. We are giving five footballs each to every school, college and club committee.

The philosophy by which we can all live together happily should be the basis of our religion. The best religion is the one which talks of including all humanity within its ambit. The interpretation of religion is loving and uniting all of humanity. The true religion is about dousing fires, and not setting fire to.

 

 

উৎসবের সময় বাংলার মানুষ কোন চক্রান্তে পা দেয়নিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন। সেখানে তিনি জনসাধারণকে বিজয়ার শুভেচ্ছা জানান।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পুজোর দিনগুলো সুন্দর ভাবে, শান্তিপূর্ণ ভাবে আপনারা পালন করেছেন। মহরম ও পুজো একসঙ্গে ছিল। ১৯৮২ সালে একই সাথে মহরম ও পুজো পড়েছিল। গত ৪/৫ বছর ধরে পুজো-মহরম একসাথে বাংলার মানুষ করে এসেছে সারা দেশের সাথে। কিন্তু, মনে রাখবেন, এবার কোনও ঘটনা ঘটেনি, টোটাল ইন্সিডেন্ট ফ্রি। এই পুজো-মহরম বাংলার মানুষ একসাথে পালন করেছে, এর কৃতিত্ব সকল মানুষের।

ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সব মানুষ মিলিত হতে পারলে, তবেই তো উৎসব উৎসারে উৎসারিত হয়।

অনেক চক্রান্ত হয়েছিল, অনেক ষড়যন্ত্র হয়েছিল, আমি কৃতজ্ঞ বাংলার মানুষ এই খেলায় পা দেয়নি, বাংলার মানুষ এই চক্রান্তে পা দেয়নি। আমি প্রতিটা মানুষকে আমার সালাম জানাই, প্রণাম জানাই। মনে রাখবেন, আপনারা আছেন বলেই বাংলার এই শক্তি।

দুর্গাপুজোর কার্নিভাল গত দুবছর ধরে আমরা করছি। এবার থেকে আমরা যেদিন বিশ্ববাংলা কার্নিভাল করব, তার পরের দিন, অথবা তার আগের দিন, জেলাগুলোও একটা করে কার্নিভাল করবে। অর্থাৎ জেলায় যে ঠাকুরগুলো বিশ্ব বাংলা পুরস্কার পাবে তারা একসাথে লাইন দিয়ে বিসর্জন দিতে যাবে।

আমি চ্যালেঞ্জ করে বলি, গণপতি বিসর্জন ও মহরম কেউ একসঙ্গে করে দেখাতে পারবে না। বাংলা যা পারে, অন্য কেউ তা পারে না। বিহারে মহরমের দিন বিসর্জন বন্ধ ছিল, উত্তরপ্রদেশেও ছিল, সেখানে তো কেউ কিছু বলেনি। এখানে কোর্টে কেস পর্যন্ত করা হয়েছে। কোর্টের অর্ডারও আমরা মেনেছি। কিন্তু মানুষ যেটা মানে সেটাই সবচেয়ে বড় বিচার।

মানুষ ধৈর্য, সহনশীলতা, সৃজনশীলতা দেখিয়েছে; তাই আজ আপনারা এটা করতে পেরেছেন যা আর কেউ করতে পারবে না।

সকলকে ভালো রাখার ও ভালোবাসার নামই ধর্ম। যে ধর্ম মানবিকতার কথা বলে সেটাই সবচেয়ে বড় ধর্ম। একতাই সম্প্রীতি, ধর্ম আমাদের এটাই শেখায়। ধর্মের অপর নাম মানুষকে ভালোবাসা, মানুষকে এক করে রাখা, ধর্ম মানে আগুন লাগানো নয়, আগুন নিভিয়ে দেওয়া।

কলকাতায় ফুটবল উৎসব শুরু হয়েছে, আমরা খুব খুশি। আজ ফিফার লোকেরা বাংলায় এসে বৈঠক করছে, এটা বাংলার কৃতিত্ব। তারা বলেছে কলকাতার সল্টলেক স্টেডিয়াম বিশ্বের এক নম্বর স্টেডিয়ামে পরিণত হতে পারে। এটা আমাদের গর্ব।

কলকাতায় যে প্রচার দেখেছি ঝাড়গ্রামে এসেও আমি একই প্রচার দেখছি। আমার খুব ভালো লাগছে; আনন্দ ভাগ করে নিতে হয়।

জঙ্গলমহলের ৩০ হাজার ছেলেমেয়ে এখন ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এবার বিশ্ব ফুটবল উৎসব উপলক্ষে আমরা প্রায় দেড় লক্ষ ফুটবল দেওয়ার ব্যবস্থা করেছি। ফুটবলটির নাম ‘জয়ী’, যার মূল্য আড়াই হাজার টাকা। এগুলি তৈরি করছে গ্রামের মেয়েরা, দায়িত্বে আছে পুনর্বাসন দপ্তর। প্রতিটি স্কুল, কলেজ, ক্লাব কমিটিকে আমরা ৫ টি করে বল দিয়েছি।

 

 

State Govt opening 8 Sufal Bangla outlets in north Bengal

After the success of Sufal Bangla in the districts of south Bengal and in Kolkata, the State Agriculture Marketing Department is going to open Sufal Bangla outlets in Kurseong, Kalimpong and other parts of north Bengal.

Besides Kurseong and Kalimpong, Sufal Bangla stalls will also come up in Siliguri (two stalls), Jalpaiguri, Raiganj, Cooch Behar, and Alipurduar. All the stalls in north Bengal are expected to become operational by November.

It may be mentioned that the Sufal Bangla stalls have been introduced to ensure that common people get fresh vegetables at the correct price. The stalls are mainly run by different farmers’ producers’ organisations (FPOs), who collect the vegetables directly from farmers. Thus the stalls benefit farmers as well as the common people – the former because they do not need to depend on middlemen and hence get to keep the entire amount from selling their produce.

At present, there are 19 permanent Sufal Bangla stalls and 48 mobile stalls, 22 of the latter having been introduced just ahead of Durga Puja. According to an official of the Agriculture Marketing Department, during the days of the Durga Puja, the total turnover of the Sufal Bangla stalls had gone up, so much so that operators had to stock vegetables twice a day.

The Agriculture Marketing Department has set a target of establishing 100 Sufal Bangla stalls all across the state by the end of the current financial year, that is, March 2018.

 

‘সুফল বাংলা’ এবার পাড়ি দেবে উত্তরবঙ্গে

 

দক্ষিণবঙ্গে অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের কৃষি বিপণন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে কার্শিয়ং, কালিম্পং ও উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় সুফল বাংলার স্টল খোলার। স্টল খোলার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছে কৃষি বিপণন দপ্তর।

কার্শিয়ং, কালিম্পং-এর পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ারেও খুলবে সুফল বাংলা বিপণি। শিলিগুড়িতে খুলবে দু’টি স্টল। পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে এই স্টলগুলির খুলে যাওয়ার কথা।

প্রসঙ্গত, সুফল বাংলা বিপণি খোলা হয় সাধারন মানুষকে ন্যায্য মূল্যে তাজা সবজি বিক্রি করার জন্য। সরাসরি চাষিদের থেকে সবজি কিনে সুফল বাংলা কেন্দ্রে তা বিক্রি করা হয়। এর ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্যও পান।

এই মুহূর্তে, দক্ষিণবঙ্গে মোট ১৯ টি স্থায়ী এবং ৪৮ টি ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল আছে। এর মধ্যে পুজোর আগে ২২ টি ভ্রাম্যমাণ স্টল শুরু করা হয়। দপ্তরের লক্ষ্য আগামী বছর মার্চ মাসের মধ্যে এই সংখ্যা ১০০ তে নিয়ে যাওয়ার।

Source: Millennium Post

#BiswaBanglayBiswaCup – Extensive online promotion for FIFA U-17 World Cup in Bengal

The Bengal Government is making every effort to promote the state on the back of the FIFA Under-17 World Cup. With the world’s attention on the city, this is the best time to promote Kolkata and Bengal. The government is using both online and offline methods to promote the state.
For example, the hashtag #BiswaBanglayBiswaCup is being extensively used on Twitter, Facebook and other online platforms to promote the government’s activities. All advertising, both online and offline, regarding the World Cup has the tagline ‘Biswa Banglay Biswa Cup’, along with the logo of FIFA.

Teasers have been put up across the city, with the tagline ‘Ebar Khela, Jombe Bangla’, coined by Chief Minister Mamata Banerjee herself, the big football fan that she is. The State Government has been spreading the brand, Biswa Bangla, again a conception of Mamata Banerjee, across Facebook, Twitter, YouTube, Instagram and across the State Government’s websites.

A separate website has been created on the World Cup and related facilities like health, police, etc. A YouTube channel has been set up where a music video specially created for the World Cup by the State Government has been uploaded, whose lyrics and music are both by the Chief Minister. The video has been a massive hit, as proved by the number of clicks.

Needless to say, behind the planning and execution, the hand of the Chief Minister was everywhere. Mamata Banerjee took an active part in the whole planning for the mega tournament and was intent on making Kolkata the best host city in every way.

ফুটবল ঘিরে বাংলার চোখ ডিজিটালে

 

বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড তো ছিলই। সেই সঙ্গে যুব বিশ্বকাপের আগমনে এখন সরগরম কলকাতা। রাজ্য সরকারের নতুন স্লোগানও তাই দুইয়ের বন্ধনে নজরকাড়া— #বিশ্ববাংলায়বিশ্বকাপ!

সামনে ‘হ্যাশট্যাগ’-এর অর্থ সহজবোধ্য। এই আধুনিক দুনিয়ায় বিপণনের কোনও দরজাই বন্ধ রাখতে চায় না রাজ্য সরকার। সেখানে প্রধান পথই ‘ডিজিটাল’। লক্ষ্য একটাই— যুব বিশ্বকাপে রাজ্যকে তার শতাব্দী প্রাচীন যাবতীয় ঐশ্বর্য-সহ দুনিয়ার সামনে এক ‘ক্লিকে’ হাজির করা।

তাই হ্যাশট্যাগ-স্লোগান যেমন আছে, তেমনই আছে শহরজুড়ে বিশ্বকাপের ‘টিজার’। পুজো পর্যন্ত যা ছিল, ‘গৌরবের শহরে গর্বিত আমরা’। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তেই তা পাল্টে হয়েছে— ‘এবার খেলা, জমবে বাংলা’। মুখ্যমন্ত্রীর লেখা এই টিজার নিয়ে জোর প্রচার শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে।

ফুটবল-উৎসবে যোগ দিতে বাংলায় আসার আগেই বিশ্ববাসী যাতে জমাটি আবহের আঁচ পেতে পারে, তার জন্য ওয়েবসাইট, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম— সর্বত্রই ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড ছড়িয়ে দিয়েছে রাজ্য।

ওয়েবসাইটে মিলছে বাংলার ফুটবল, ঐতিহ্য, পর্যটন, খাবারের হদিস। সেই সঙ্গে পুলিশ, চিকিৎসা-সহ জরুরি পরিষেবা সংক্রান্ত তথ্যও। চাইলে এই ওয়েবসাইট থেকেই খেলার টিকিট কাটতে পারেন দর্শকেরা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোর প্রচারের পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের আকর্ষণ করতে চলছে নানা প্রতিযোগিতাও।

Source: Anandabazar Patrika

Bengal CM to inaugurate three more blood banks, four more platelet separation units

Three more blood banks are going to be set up by the Bengal Government – two in south Bengal and one in the north. Chief Minister Mamata Banerjee would inaugurate all three on October 11.

The blood banks are being set up in Panskura in Purba Medinipur district, Gopiballavpur in Paschim Medinipur district and Chanchal in Malda district. All the three are located inside multi super-speciality hospitals. These hospitals are a brainchild of Mamata Banerjee for creating a high-quality health infrastructure in her beloved Bengal.

With the completion of these three, the number of State Government-run blood banks has risen from 70, and combined with private blood banks, to 131.

To complement the demand for blood components, the government has set up four more platelet separation units – at Nadia and Asansol District Hospitals, Cooch Behar MGN Hospital and Murshidabad Medical College Hospital. This would take the number of component separation units in State Government hospitals to 17.

Nowadays, doctors often prescribe separate blood components like platelets, plasma, etc. for patients as not always are all components of blood required. This also saves precious units of blood, which can be used only when required.

There are two main ways to increase the number of units of blood components available – to organise regular blood donation camps (which the Bengal Government conducts regularly, and also, under active encouragement by the government, do various clubs, doctors’ and other associations, etc.) and to separate components from 80 per cent of the blood collected.

According to State Health Department officials, plans are on to put up display boards at all government blood banks with information on the number of units of blood and blood components at the current time.

 

রাজ্যে চালু হচ্ছে তিনটি নতুন সরকারি ব্লাড ব্যাঙ্ক, সঙ্গে আরও চারটি প্লেটলেট পৃথকীকরণ ইউনিট

রাজ্যে চালু হচ্ছে আরও ৩ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক। এগুলি হচ্ছে পাঁশকুড়া, চাঁচোল এবং গোপীবল্লভপুরে। এই ৩ টি জায়গাতেই সুপার স্পেশালিটি হাসপাতালে এই ব্লাড ব্যাঙ্ক চালু হবে।

আগামী ১১ অক্টোবর এই ৩ টি ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলি চালু হলে রাজ্যে ব্লাড ব্যাঙ্কের সংখ্যা ৬৭ থেকে বেড়ে হবে ৭০। সরকারি-বেসরকারি মিলিয়ে এই সংখ্যাটি বেড়ে হবে ১৩১টি।

শুধু ব্লাড ব্যাঙ্কই নয়, রাজ্যে প্লেটলেট এবং বিভিন্ন ধরনের রক্তের উপাদানের চাহিদা মেটাতে আরও ৪ টি রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা বা কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হচ্ছে। এগুলি হবে নদীয়া ও আসানসোল জেলা হাসপাতাল, কোচবিহার এমজিএন হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এগুলি চালু হলে রাজ্যে সবশুদ্ধ ১৭ টি জায়গায় রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা থাকবে।

সাধারণ মানুষ যাতে প্রতি মুহূর্তে রক্ত, প্লেটলেট এবং অন্যান্য উপাদানগুলির স্টক সম্পর্কে জানতে পারেন, সেজন্য প্রতিটি সরকারি ব্লাড ব্যাঙ্কের সামনে ডিসপ্লে বোর্ড চালু করতে হবে।

Source: Bartaman

Trinamool Congress supporters take part in huge protest marches across Bengal

A state-wide protest was organised today by the Trinamool Congress against the politics of negativity being carried on by the BJP, including causing riots and indulging in destructive activities.

Kolkata as well as the major towns and cities across Bengal saw huge protest marches, led by senior party leaders. In Kolkata, leaders like Partha Chatterjee, Subrata Mukherjee and others led protests at multiple locations in Kolkata like Behala, Gariahat, Hazra, etc.

At Behala, Partha Chatterjee addressed the crowd of marchers. He said that these protests are the people’s way of expressing their disgust for the way the BJP has been trying to create trouble in Bengal.

He said that Trinamool has information that the BJP is trying to create trouble in the Hills. The things their leaders are saying and doing shows that they do not want to abide by the Constitution. The way they are trying to support the GJM proves that. The people of Bengal have rejected Bimal Gurung as well as BJP. Partha Chatterjee said that Bimal Gurung needs to be arrested immediately.

“Let them (BJP) start a democratic protest against us, and we will counter that. But the way Mamata Banerjee’s image is being insulted in the most malicious manner, is not expected. We will give our lives but will not allow any disrespect to Mamata Banerjee.”

He further said that BJP may want to turn to violence, but Trinamool wants to point towards the development it has brought to Bengal.

“Today, we have been forced to bring out this protest march. Day after they, they have been threatening us with dire consequences. But then that is the only thing they can do. Neither do they have the support of the people nor any message of development. They are marching with tridents (trishul), swords and other weapons.”

“We led a long, hard democratic movement to remove a 34-year-old government from power, and we are continuing to work in a democratic manner, abiding by the rule of law. Hence, I want to congratulate everyone who has joined this protest today on behalf of Mamata Banerjee.”

“They brought anti-people measures like demonetisation. They did not pay heed to the problems pointed out by us before implementing GST. We had predicted that the country’s economy would be hampered badly because of demonetisation, and we have been proved true.”

“That BJP is a violent party has been proved over time; their mask of civility has been torn apart. It was proved again by yesterday’s incidents in Kolkata what kind of party it is.”

He ended by saying that Trinamool Congress was, is and will continue to be with the people of Bengal, who have given a huge thumbs-up to Mamata Banerjee’s message of growth and development.

রাজ্য জুড়ে বিশাল বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা

 

বিজেপি যে দাঙ্গা, বিভাজন ও ধ্বংসের রাজনীতি রাজ্যে চালাচ্ছে তার বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে তৃণমূল কংগ্রেস। বর্ষীয়ান নেতারা কলকাতা সহ সারা রাজ্যে বিভিন্ন শহরে এই বিক্ষোভ কর্মসূচীর অঙ্গ হিসেবে আয়োজিত পদযাত্রার নেতৃত্ব দেন। অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এইসব পদযাত্রায় অংশ নেন। কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্বেরা কলকাতার বিভিন্ন অঞ্চলে যেমন বেহালা, গড়িয়াহাট, হাজরায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন।

বেহালায় পার্থ চট্টোপাধ্যায় মিছিলে অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, “বিজেপি কোনও কোনও অংশে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। গুরুংকে প্রত্যাখান করেছে বাংলার মানুষ, পাহাড়ে গিয়ে গুরুঙ্গের সঙ্গে কথা বলছে। যে গুরুংকে রাষ্ট্রদোহিতার আইনে খোঁজা হচ্ছে। এমপি যিনি দার্জিলিং থেকে জিতেছেন, গুরুংদের ভরসায় তিনি যে ধরনের কথা বলছেন, তাঁকে ও গুরুংকে আলাদা করা যায় না। যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি সংবিধানকে লঙ্ঘিত করছেন। গণতান্ত্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করুক, কিন্তু যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃত করা হচ্ছে, অসম্মান জানানো হচ্ছে, আমাদের ব্লকের সভাপতি তার জবাব দেবেন। আমরা সরাসরি নরেন্দ্র মোদী ও অমিত শাহ’কে জানিয়ে দিতে চাই, ঘাস ফুলকে কাটবেন না, যতই কাটে তৃণমূল ততই বাড়ে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান হবে, আমরা প্রাণ দোবো জান দোবো, তবু পদ্মফুলে ছাপ দিয়ে ডেকে আনবো না কুমিরকে। এরা আগুন লাগাতে চায়, আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই। এরা বোমা ছুঁড়ে ক্ষমতা দখল করতে চায়, আমরা উন্নয়ন দেখিয়ে মানুষের মন জয় করতে চাই।”

তিনি আরও বলেন, “যখন উন্নয়নের বাণী নেই, তখন অস্ত্র নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। ৩৪বছরের অপশাসনকে অপসারিত করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। সংবিধান মেনে রাজ্যের হাতে যে ক্ষমতা আছে, আমরা তার মধ্যে থেকেই কাজ করতে চাইছি। যারা গণ্ডগোল করছেন, তাদের বলতে চাই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আজ আমরা শুধু এই প্রতিবাদে পথে নামলাম। জিএসটি-তে আমাদের কথা শোনা হচ্ছে না, নোটবন্দিতে বলেছিলাম আর্থিক অবস্থা খারাপ হবে, আজ তা খারাপ হয়েছে। বিজেপি যে গুণ্ডাবাজ, দাঙ্গাবাজ আজ সেই মুখোশ খুলে পড়েছে। আমরা উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের সাথে আছি।”

 

Huge improvement in sports infrastructure in Bengal

The sports infrastructure in Bengal during the last six years, under the leadership of Chief Minister Mamata Banerjee has improved significantly.

The Department of Youth Services and Sports has undertaken a lot of programmes on the education, health, employment and holistic mental and physical development of students and the youth.
Development of playgrounds: Financial assistance given to 331 institutions/ organisations

Setting up of multi-gyms: Financial assistance given to 2,244 institutions / organisations

Construction of mini indoor games facilities: Financial assistance given to 635 institutions/ organisations

Tournaments: Organisation of Annual Youth Festivals and Jangalmahal Cup, and financial assistance to police authorities for conducting the Sunderban Cup and Himal-Tarai Dooars Sports Festival.

Mountaineering and adventure sports: Encouraging the youth to take up mountaineering and adventure sports activities under the aegis of the West Bengal Mountaineering and Adventure Sports Foundation (WBMASF). During the last six years, 18 mountaineers from the state have conquered Mt Everest (compare this to only 4 from 1947 to May 2011). Stringent rules have been framed to select the climbers for Mt Everest and other 8000 metres above peaks. Through the department, rock climbing courses, coastal trekking, mountaineering expeditions, mountaineering courses at the Himalayan Mountaineering Institute (HMI) in Darjeeling, assistance to mountaineering clubs, etc. are organised. Radhanath Sikdar and Tenzing Norgay Adventure Awards and Chhanda Gayen Bravery Award have been introduced, and are given every year.

Bangla Yuba Kendra: To create a healthy socio-cultural ambience, a three-tier organisation (block-level, district-level and state-level) named Bangla Yuba Kendra has been set up to coordinate the different programmes of this department.

Budgetary allocation: The Plan Expenditure has increased by multiple times in the last six years – from Rs 5.52 crore during 2010-11 to Rs 185.3 crore during 2016-17 in the case of Youth Services and from Rs 29.29 crore during 2010-11 to Rs 237.21 crore during 2016-17 in the case of Sports.

Building of stadiums and sports complexes: Stadiums in Nayagram (Jhargram district), Salboni (Paschim Medinipur district), Memari and Bhatar (Purba Bardhaman district), Onda (Bankura district), Islampur (Uttar Dinajpur) and Uluberia (Howrah district), Archery Academy in Jhargram district, swimming pools in Baruipur and Canning (South 24 Parganas district), sports academy (including stadium) in Khatra (Bankura district), sports complexes (including stadiums) in Barrackpore and Naihati (North 24 Parganas district), and sports complex at Tala Park in Kolkata.

Renovation and modernisation of sports infrastructure: Flood lighting and renovation of the Mohun Bagan, East Bengal and Mohammedan Sporting grounds in Kolkata, flood lighting of Kanchenjungha Stadium in Siliguri, renovation of Lebong Stadium in Darjeeling, the indoor stadium at Rajbati Stadium Complex in Cooch Behar, Howrah Municipal Corporation Stadium, Eastern Ground in Chinsura, the swimming pool in Barijhati (both in Hooghly district) and Jhargram Stadium, upgradation and renovations of Bolpur and Suri Stadiums (Birbhum district), Ranaghat, Shantipur, Krishnagar,Kalyani and Nabadwip Stadiums (Nadia district), and Spandan Sports Ground at Kalna Aghorenath Park Stadium (Purba Bardhaman), construction of Balurghat Indoor Sports Complex (Dakshin Dinajpur district), construction and renovation of stadiums in Diamond Harbour Sports Complex and Kultali Dr BR Ambedkar College (South 24 Parganas district), renovation of Aurobindo Stadium (Purba Medinipur district), construction of Rakhal Memorial Sports Complex (Purba Medinipur district) and indoor stadium and sports hostel in Purulia and Kashipore Stadium (Purulia district), and the development of DSA Stadium, Brindabani Park and Satya Chowdhuri Indoor Stadium in Malda.

Management and monitoring of sporting activities: Management and monitoring of sporting activities in the districts to achieve the goals of district and sub-divisional sports councils.

Awards: Khel Samman to 89 present sportspersons, Banglar Gourab awards to 114 retired sportspersons, Kriraguru Sammans to 34 eminent coaches and Lifetime Achievement Awards to eight eminent sports personalities.

FIFA Under-17 World Cup: Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) has been upgraded and beautified for the FIFA Under-17 World Cup matches to be held there.

 

 

ছ’বছরে ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি বাংলার

 

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই যুগান্তকারী পরিবর্তন এসেছে বাংলার ক্রীড়ার চিত্রপটে। শুধু খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া নয়, গড়ে উঠছে খেলোয়াড় তৈরি হবার পরিকাঠামো। খুলে গেছে আরও নতুন খেলার দিক।

জেলার খেলাধুলোর পরিচালন ও নজরদারিতে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর গুরুত্ব দিয়েছে এবং লক্ষ্য অর্জনে জেলা ও মহকুমা স্পোর্টস কাউন্সিলগুলিকে পুনর্গঠন ও কার্যকরী করে তুলেছে।

অতীত এবং বর্তমান কৃতী ক্রীড়া ব্যাক্তিত্বদের কৃতিত্ব অর্জনের স্বীকৃতি জানানো রাজ্যের যুব কল্যাণ এবং এবং ক্রীড়া বিভাগের পরিকল্পনায় রয়েছে। ‘খেল সম্মান’ দ্বারা ৮৯ জন বর্তমান খেলোয়াড়, ‘বাংলার গৌরব’ সম্মানে ১১৪ জন অতীত খেলোয়াড়, ‘ক্রীড়াগুরু’ সম্মানে ৩৪ জন প্রখ্যাত কোচ এবং ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে’ ৮ জন প্রখ্যাত ব্যাক্তিত্বকে এই সময়কালের ভিতর সম্মাননা জ্ঞাপন করা হয়েছে।

রাজ্যের ৮৩৬৩ ক্লাবকে যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগ খেলাধুলা এবং স্থায়ী সম্পদের জন্য আর্থিক সহায়তা দান করেছে। রাজ্য পর্যায়ের স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকে প্রত্যেক খেলাধুলোর জন্যও ৫লক্ষ টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর সুন্দরবন কাপ, হিমাল-তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব আয়োজনের জন্যও পুলিশ কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দান করেছে.

এই বছরে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাই, আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় রেখে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং তার সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন ও সৌন্দর্যায়ণ হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা পর্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে সম্পূর্ণ শ্রীবৃদ্ধিসাধন, খেলার মাঠ, আলোর ব্যবস্থা, অভ্যাসের জায়গা সহায়ক সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

আর্থিক কর্মসম্পাদন যা ২০১০-১১ সালে ছিল ২৯.২৯ কোটি টাকা, তা আজ ২০১৬-১৭ সালে বেড়ে হয়েছে ২৩৭.২১ কোটি টাকা।

নতুন করে তৈরি হয়েছে:-

১. ঝাড়গ্রামের নয়াগ্রাম স্টেডিয়াম

২. ঝাড়গ্রামের আর্চারি আকাদেমি

৩. পশ্চিম মেদিনীপুরে শালবনি স্টেডিয়াম

৪. পূর্ব বর্ধমানে মেমারি স্টেডিয়াম

৫. পূর্ব বর্ধমানে ভাতার স্টেডিয়াম

৬. দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে সুইমিং পুল

৭. দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এ সুইমিং পুল

৮. বাঁকুড়ার খাতরা’য় স্পোর্টস আকাদেমি এবং স্টেডিয়াম

৯. উত্তর ২৪ পরগণার বারাকপুরে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১০. উত্তর ২৪ পরগণার নৈহাটিতে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১১. হাওড়ায় উলুবেড়িয়া স্টেডিয়াম

১২. কলকাতার টালাপার্কে স্পোর্টস কমপ্লেক্স

১৩. উত্তর দিনাজপুরের ইসলামপুরে স্টেডিয়াম

১৪. বাঁকুড়ায় ওন্দা স্টেডিয়াম

বিদ্যমান ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক সংস্কার, আধুনিকীকরণ-এর রূপায়ণ বা সূচনা:-

১. কলকাতার মোহন বাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে ফ্লাড লাইটিংয়ের ব্যবস্থা এবং পরিকাঠামোর সংস্কার

২. দার্জিলিং-এ লেবং স্টেডিয়ামের সংস্কার এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি, দার্জিলিং-এ ফ্লাড লাইটিং-এর ব্যবস্থা

৩. কোচবিহারে ইনডোর স্টেডিয়াম, রাজবাটি স্টেডিয়াম কমপ্লেক্সের মেরামতি/সংস্কার

৪. দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ইনডোর স্পোর্টস কমপ্লেক্স

৫. মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম কমপ্লেক্সের কাঁটাতারের বেড়াসহ সীমানা প্রাচীর নির্মাণ

৬. মালদায় বৃন্দাবনি পার্কের ডিএসএ স্টেডিয়াম এবং সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামের উন্নয়ন

৭. বীরভূমে বোলপুর স্টেডিয়াম এবং সিউড়ি স্টেডিয়াম উন্নয়ন এবং সংস্কার

৮. নদিয়ার রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী, নবদ্বীপ স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার এবং বিভুতি ক্লাব খেলার মাঠ (বীরনগর)-এ ক্লাব হাউস তথা গ্যালারির নির্মাণ কাজ

৯. দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার স্পোর্টস কমপ্লেক্স এবং কুলতলি এবং ডাঃ বি আর আম্বেদকর কলেজ স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার

১০. পূর্ব মেদিনীপুরে রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্স এবং অরবিন্দ স্টেডিয়ামের সংস্কার

১১. পুরুলিয়ায় ইনডোর স্টেডিয়াম, স্পোর্টস হোস্টেল এবং কাশীপুরের কাশীপুর স্টেডিয়াম, পুরুলিয়া

১২. হাওড়ার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টেডিয়ামের সংস্কার

১৩. হুগলিতে ইস্টার্ন গ্রাউন্ড, চুঁচুড়া ও বারিজহাটিতে সুইমিং পুলের সংস্কার

১৪. পূর্ব বর্ধমানে স্পন্দন স্পোর্টস গ্রাউন্ড, কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়াম-এর সংস্কার ও উন্নিতকরণ

১৫. ঝাড়গ্রামে ঝাড়গ্রাম স্টেডিয়াম সংস্কার

Mamata Banerjee pens promo song for U-17 World Cup

Bengal Chief Minister Mamata Banerjee has penned a promo song for the FIFA Under-17 World Cup; it was launched on September 20.

The World Cup started from October 6. The Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata will host 10 matches, including the final, from October 8 to October 28.

The song reflects the excitement and feelings associated with football. At the same time, the message of communal harmony has also been given through the song. The song has been launched in audio format, and a video format will come out soon.

The song will be distributed among Durga Puja organisers and it will be played in many Durga Puja mandaps.

The Chief Minister takes a keen interest in the development of sports in the state and taken a number of measures including setting up infrastructure, starting tournaments, and giving awards and monetary aids to sportspersons and clubs.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গত ২০সে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং-এর উদ্বোধন হল।

এই বিশ্বকাপ শুরু হবে ৬ই অক্টোবর। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মত ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আছে ফাইনালও। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮সে অক্টোবর।

এই খেলায় মানুষের যে ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, সেটি গানে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও আছে, এই গানটির অডিওটি প্রকাশিত হয়েছে, ভিডিওটি প্রকাশিত হবে খুব শীঘ্রই।

দুর্গা পুজো আয়োজকদের এই গানটি বিতরণ করা হবে ও এটি মণ্ডপগুলিতে চালানো হবে।

মুখ্যমন্ত্রী ২০১১ সাল থেকেই ক্রীড়া জগতকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন। অনেক পদক্ষেপ নিয়েছেন যার মধ্যে পরিকাঠামো উন্নয়ন থেকে, টুর্নামেন্ট শুরু করা, ক্লাব ও খেলোয়াড়দের পুরস্কার ও অর্থনৈতিক অনুদানও আছে।

Source: Millennium Post

 

 

 

State Govt to inaugurate Khelashree Scheme through distribution of footballs

The Youth Affairs and Sports Department of the Bengal Government has instituted the Khelashree Scheme to encourage sporting activities. This is yet another developmental initiative by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

As per the scheme, schools, colleges and clubs of the state would be given five footballs each. Madhyamik and Higher Secondary schools, High Madrasahs, colleges, universities, all clubs from the first to the fifth divisions of the Kolkata League as well as all clubs and sports institutions which have been getting annual financial aids from the State Government would get these footballs.

The footballs would be distributed during a programme to be organised on October 9 and 10. To drive awareness about this scheme and the programme, On October 7, colourful processions would be taken out in all the districts.

খেলাশ্রী প্রকল্পে ফুটবল বিতরণ করবে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে চালু হয়েছে ‘খেলাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে আরও এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যের সব স্কুল ও ক্লাবগুলিকে ৫ টি করে ফুটবল প্রদান করা হবে। যেমন – মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, হাই মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলকাতা লিগের ১ম ডিভিশন থেকে ৫ম ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাব এবং ২০১১ সাল থেকে অনুদানপ্রাপ্ত সব ক্লাব ও সংগঠন।

আগামী ৯ ও ১০ অক্টোবর একটি অনুষ্ঠানে এই ফুটবল বিতরণ করা হবে। এই উপলক্ষে ৭ অক্টোবর প্রতিটি জেলায় কেন্দ্রীয় ভাবে বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হবে। ২০১১ সাল থেকে খেলাধুলার উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের লক্ষ্যে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ক্লাব ও সংগঠনগুলিকে অনুদান দেয়।

Source: Sangbad Pratidin

 

Bengal Tourism Dept to train students to act as guides during World Cup

‘Atithi Bandhu’ or ‘Friend of Guest’ – around 200 students studying Hospitality and Tourism Management courses in Kolkata have been trained to act as such during the days of the FIFA Under-17 World Cup in Kolkata. Ten matches, including the final would be played in the city.

They would be guides to some of the approximately 3,000 foreign tourists expected to be in the city daily during the duration of the World Cup. This number is expected to become 10,000 per day around the days of the final.

The Bengal Tourism Department is involved in getting these students trained in Spanish, Portuguese and German – languages other than English which are expected to be the mother tongues of most of the foreign tourists – at the Ramakrishna Mission Institute of Culture, as well as giving them other necessary training to turn them into effective tourist guides.

Kolkata is one of the favourite cities with foreign tourists and the grand sporting occasion is expected to act as a major boost to the number. Be it Victoria Memorial, India Museum, Kalighat Temple or the other historical and cultural sites of Kolkata, or the places linked to the lives of Mother Teresa, Rabindranath Tagore and Satyajit Ray – the three most-recognised personalities from the City of Joy – these ‘Atithi Bandhus’ or ‘Friends of Guests’ would be the ideal people to interpret the significance of these places and guide tourists through them.

Details regarding the identities of these guides – like names, e-mail addresses, etc. – as well as the cost of hiring them would be available on the website of the State Tourism Department. Tourists can contact the guides directly through the website.

This is not a one-off project though. The State Government, through the Tourism Department, is going to make ‘Atithi Bandhu’ an ever-continuing project, for foreign tourists arrive in Kolkata throughout the year; and Christmas is the next big occasion.

Source: Anandabazar Patrika

 

অতিথিকে ফুটবলের শহর চেনাবে বন্ধু

 

ফুটবল-মহোৎসব দেখার পাশাপাশি এবার ফুটবলের শহরটাও ঘুরে দেখবেন বিদেশি অতিথিরা। ‘পুজোর শহর’ বদলে যাচ্ছে ‘যুব বিশ্বকাপ ফুটবলের শহরে’। ফুটবল দেখতে দেখতে কলকাতাকে দেখার ইচ্ছে হলে কোনও চিন্তা নেই। আপনাকে শহর ঘুরিয়ে দেখাবে অতিথি-বন্ধু।

চিলে, ইংল্যান্ড, ইরাকের ফুটবলারেরা ইতিমধ্যেই কলকাতায় হাজির। মেক্সিকোও দু’এক দিনের মধ্যে এসে পড়বে। চার দেশের ফুটবলারদের সঙ্গেই আসছেন কয়েক হাজার সমর্থক। এই বিদেশিদের কাছে টেনে কলকাতার পর্যটনকে জনপ্রিয় করতে এখন মরিয়া রাজ্য সরকার।

রাজ্যের নতুন অস্ত্র— ‘অতিথি-বন্ধু’। এরা আসলে হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্টের বাছাই করা শ’দুয়েক পড়ুয়া। যাদের তৈরি করা হয়েছে বিশেষ প্রশিক্ষণ দিয়ে। ‘অতিথি-বন্ধুরা বিদেশি পর্যটকদের নিয়ে যাবেন তাঁদের পছন্দসই সাবেক কলকাতার নানা জায়গায়।

অতিথি-বন্ধুরা সকলেই ইংরেজিতে স্বচ্ছন্দ। গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে স্প্যানিশ, পর্তুগিজ ও জার্মান ভাষায় কথা বলার প্রাথমিক পাঠও তাঁদের দেওয়া হয়েছে। নাম, ই-মেল আইডি-সহ অতিথি-বন্ধুদের যাবতীয় তথ্য দেওয়া থাকছে রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইটে। সেখানেই যোগাযোগ করে কথাবার্তা আগাম সেরে রাখতে পারবেন বিদেশিরা। গোটা বন্দোবস্তের অবশ্যই কিছু খরচ রয়েছে। একই ভাবে সাম্মানিক পাবেন অতিথি-বন্ধুরাও।

গ্রুপ পর্বের খেলা চলার সময়ে কলকাতায় দৈনিক গড়ে ৩ হাজার পর্যটক থাকবেন। ফাইনালের সময়ে তা ১০ হাজার ছাড়াবে। এদের থাকার জন্য শহরের পাঁচতারা হোটেলগুলি সহ ধর্মতলার আশপাশের হোটেলগুলিকেও তৈরি রাখা হচ্ছে। বিশ্বকাপ শেষ হলেও অতিথি-বন্ধুদের কাজ ফুরোবে না। কলকাতায় বিদেশিদের আনাগোনা লেগেই থাকে। বড়দিনে তা আরও বাড়বে।

 

 

Trinamool Congress announces programme of protest against BJP across Bengal

Trinamool Congress General Secretary Partha Chatterjee held a press conference today to announce a state-wide programme of protest by Trinamool Congress against the BJP tomorrow, that is, October 7.

It will be against the politics of negativity being carried on by the BJP, including causing riots and indulging in destructive activities.

The protests will be staged across all the districts and in Kolkata as well, from 1 pm to 2 pm. In Kolkata, they will be staged at Dharmatala, Hazra More, Shyambazar More, Gariahat More, Garia More, Tollygunge Phanri, bus stand for route no. 14 in Behala, Sakher Bazar, Taratala More and 8B Bus Stand in Jadavpur.

He said that the protests will be held in an orderly manner to cause minimum inconvenience to the people. The Trinamool Congress believes in conducting its activities in a democratic manner.

Partha Chatterjee appealed to everyone to join this protest against those who have insulted Chief Minister and Trinamool Congress Chairperson Mamata Banerjee.

 

 

রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিল তৃণমূল কংগ্রেস

আগামীকাল, ৭ই অক্টোবর রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

বিজেপি যে ধরনের বিভাজনের, দাঙ্গার ও ধ্বংসের রাজনীতি চালাচ্ছে তার বিরুদ্ধে হবে এই প্রতিবাদ।

দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত প্রতি জেলায় এই প্রতিবাদ চলবে আগামীকাল। কলকাতায় এই প্রতিবাদী মঞ্চ হবে ধর্মতলা, হাজরা মোড়, শ্যামবাজার মোড়, গড়িয়াহাট মোড়, গড়িয়া মোড়, টালিগঞ্জ ফাঁড়ি, বেহালার ১৪নম্বর বাস স্ট্যান্ড, সখের বাজার, তারাতলা মোড় ও যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ডে।

তিনি বলেছেন, এই প্রতিবাদ করা হবে শৃঙ্খলাপূর্ণ ভাবে, যাতে করে নিত্য যাত্রীদের কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়। তৃণমূল দল সবসময় গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের কর্মসূচী পালন করে থাকে।

বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের প্রতিবাদ হিসেবে এই কর্মসূচীতে তিনি সকল মানুষকে যোগ করবার আবেদন জানান।