Bengal Govt introduces ‘Banglar Bari’ project to provide flats to those below poverty line

The Bengal Government has introduced the ‘Banglar Bari’ project to provide flats to people living below poverty line (BPL) in municipality areas.

The government has decided to build four-storied buildings in municipal areas to ensure permanent shelter to people from financially weaker sections.

The buildings will be constructed by the State Urban Development Agency (SUDA). Priority will be given to families headed by women and financially weaker families whose monthly income is less than Rs 10,000.

The beneficiaries have to apply to SUDA to get a flat under the project. Local municipalities have to ensure that the beneficiaries are from the BPL category and that the applicants don’t have any concrete houses.

The project will immensely benefit people in the BPL category in urban areas under different municipalities.

 

 

১০ হাজার টাকা পর্যন্ত আয়ের মানুষদের পুর এলাকায় নিখরচায় ফ্ল্যাট দেবে রাজ্য

 

পুর এলাকার গরিব ও দুঃস্থ মানুষ, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গৃহহীন অংশের (ইকোনমিক্যালি উইকার সেকশন) জন্য বহুতল আবাসন বানাচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত।

ভূমি ও গৃহহীনদের জন্য আবাসন তৈরির এই প্রকল্পের পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। এখানে হবে ‘জি প্লাস থ্রি’ আবাসন। প্রতিটি ফ্ল্যাট হবে ৩৮৫ বর্গফুট কার্পেট এরিয়ার। ফ্ল্যাট পাওয়ার জন্য উপভোক্তাকে এক পয়সাও দিতে হবে না। তাই উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন(ইডব্লুএস) নির্ধারণের উল্লেখিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

কোনও পুর এলাকায় যে পরিবারের কোনও জমি বা বাড়ি নেই এবং যে পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকা পর্যন্ত, কেবলমাত্র তারাই এই আবাসনে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবে। ফ্ল্যাটের আবেদন জানাতে হবে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)-এর কাছে।

Record turnout for U-17 World Cup in Kolkata, Bengal CM congratulates all

Chief Minister Mamata Banerjee congratulated people from different walks of life, from administration to police as well as the spectators for making the recently concluded Under-17 World Cup tournament a grand success.

She tweeted on Monday: “Kolkata achieves a unique position in the U-17 World Cup. Out of 13 lakh 47 thousand spectators in India who watched the U-17 matches in all the venues, Kolkata is the highest with 6 lakh 8 thousand watching it at the Vivekananda Yuba Bharati Krirangan. This is more than 45% of the total spectator count. Next highest is Delhi with 19.78%. The per match spectator average in India is 25,906, while in Kolkata it is 55, 345- more than double. It is all about our passion for football and the excellent arrangements at the Yuba Bharati Krirangan. My best wishes to all.”

It may be mentioned that FIFA officials who had visited Kolkata had praised the stadium and the infrastructure. Chief Minister Mamata Banerjee took a personal interest and held a series of meetings with senior officials of different departments to make the U-17 World Cup a grand success.

Bidhannagar Municipal Corporation (BMC) had kept the area outside the stadium clean. The roadside gardens were decorated and roads were brightly illuminated. The police along with BMC specified the areas where the spectators could park their vehicles.
State Transport department deployed special buses to ferry the spectators to the venue from the districts as well as from different important points in the city. After the matches were over, the department provided buses so that the spectators coming from the district could return home safely.

There was heavy deployment of policemen outside the stadium and after the matches ended after 10 pm, the police guided the spectators to the respective areas from where the state-run buses left for different areas.

Coordination among various government departments coupled with Mamata Banerjee’s constant monitoring had made the event a grand success.

 

যুব বিশ্বকাপে দর্শকের সংখ্যা বিচারেও কলকাতা অনবদ্য: মুখ্যমন্ত্রী

বিষয়টা যখন খেলা, বিশেষত ফুটবল, তখন তা নিয়ে আবেগের বিচারে সারা দেশের মধ্যে কলকাতার অবস্থান অনবদ্য, এক নম্বরে। যুব বিশ্বকাপ উপলক্ষে সেই কথাটা আরও একবার প্রমাণ হল।

সোমবার ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে দেশের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি দর্শক মাঠে এসেছেন। গোটা ভারতের বিভিন্ন স্টেডিয়ামে প্রায় ১৩ লক্ষ ৪৭ হাজার দর্শক মাঠে এসেছিলেন। কিন্তু, শুধুমাত্র কলকাতায় এসেছিলেন ৬ লক্ষ ৮ হাজার দর্শক। যা মোট দর্শকের প্রায় ৪৫ শতাংশ। এরপরই রয়েছে দিল্লির স্থান। দিল্লিতে মোট দর্শকের ১৯.৭৮ শতাংশ মাঠে এসেছিলেন। এছাড়াও প্রতিটি ম্যাচে গোটা দেশে গড়ে যেখানে ২৫ হাজার ৯০৬ জন দর্শক মাঠে এসেছিলেন, সেখানে কলকাতায় প্রতিটি ম্যাচে গড়ে ৫৫ হাজার ৩৪৫ জন দর্শক মাঠে এসেছেন। অর্থাৎ, দ্বিগুণেরও বেশি।

মুখ্যমন্ত্রী বলেছেন, ফুটবলের প্রতি আমাদের আবেগ এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই এটা সম্ভবপর হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য খেলার দিন গড়ে ৬০০ বাস চালানো হলেও ফাইনালের জন্য ৭০০-র বেশি বাস রাস্তায় নামানো হয়েছিল। শুধু মিলনমেলা-উল্টোডাঙা বা করুণাময়ী-উল্টোডাঙা রুটে নয়, বারাসত, জোকা, বেহালা, দমদম, ডানলপসহ শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে দর্শকদের মাঠে এনেছে সরকারি বাস। একই সঙ্গে প্রতিটি বাসের লোকেশন ‘পথদিশা’ অ্যাপে দেওয়ায় যাত্রীদের সুবিধা হয়েছে বলেই অনেকে মনে করছেন।

State Govt organises symposium with co-op societies for direct paddy procurement

State Food & Supplies Minister said on Monday that his department has set a target of purchasing 52 lakh metric tonne of paddy for the year 2018 and will start the process of purchasing paddy right from November 1.

The price for paddy per quintal has been pegged at Rs 1,550 and the state government will provide an additional stipend of Rs 20 per quintal to encourage farmers to sell paddy directly to the government or through the cooperative societies in the state. The state government will spend Rs 200 crore annually for this additional farmer stipend.

Addressing a first of its kind symposium to ensure smooth paddy procurement by the cooperative societies directly from the farmers so that the latter gets the minimum support price, the minister said that the government is determined to stop distress sales of paddy.

According to the minister, around 36.35 lakh metric tonne will be converted into rice and the rest will be kept for emergency purposes in case of any natural calamity or disaster. The procurement process will be done through 341 central purchasing centres that has been set up across the districts in the state. A farmer can sell a maximum of 90 quintals of paddy directly to the government and will quickly get the money credited to his bank account through NEFT transfer.

The department is opening two toll-free numbers 18003455504 and 18003451967 that will address queries on procurement. The state government has sanctioned an amount of Rs 800 crore which will be utilised in construction of godowns with a total capacity of 5 lakh metric tonne by the year 2018.

State Cooperation Minister said that his department will stress upon activating the dormant Kisan Credit Cards and open up cooperative societies that have become non-functional for some reasons.

Source: Millennium Post

 

সরাসরি ধান সংগ্রহের জন্য সমবায় সমিতিগুলির সঙ্গে বৈঠক রাজ্য সরকারের

চাষিদের থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ করার জন্য রাজ্য সমবায় দপ্তর একটি প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করেছিল সমবায় সমিতিগুলির সদস্যদের সঙ্গে। রবীন্দ্র সদনে এই বৈঠক হয়।  রাজ্যে এইরকম উদ্যোগ এই প্রথম। এই বৈঠকে অংশ নেয় ২৩টি জেলার ৭০০টি সমবায় সমিতি ও কিছু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা।
আগামী নভেম্বর মাসে নতুন খরিফ মরশুমের শুরুতেই ধান কেনার জন্য প্রায় ছ’ হাজার কোটি টাকার ব্যবস্থা করেছে রাজ্য। অর্থ দপ্তর দিয়েছে ৪,১০০ কোটি টাকা।
আগামী এপ্রিল-মে মাসের মধ্যে ৫২ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টা হবে। চাষিরা ধানের অভাবী বিক্রি করছেন, এই খবর পাওয়া মাত্রই হস্তক্ষেপ করা হবে। ধান কেনা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য দুটি টোল ফ্রি টেলিফোন চালু করেছে খাদ্য দপ্তর। নম্বর দুটি হল, ১৮০০-৩৪৫-৫৫০৪ এবং ১৮০০-৩৪৫-১৯৬৭।

চাষিদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে গ্রামের কৃষি সমবায়গুলির বড় ভূমিকা রয়েছে। একথা স্মরণ করিয়ে দিতেই সমবায় দপ্তর এদিন এই বিশেষ বৈঠকটি ডেকেছিল। খাদ্যমন্ত্রী ও সমবায়মন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, পরিবহণমন্ত্রী, বিভিন্ন সমবায় সংস্থার কর্তা ও সরকারি আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এবার ধান কেনার যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, তার মধ্যে ৩৪ লক্ষ টন সমবায়গুলির মাধ্যমে কিনবে চার

State Govt to census of transgenders, provide voter cards

The West Bengal Transgender Development Board (WBTDB) is planning to conduct a census of transgenders across the state and make voter ID cards for them so that they can cast their votes.

The chairperson of the board, who is also the Minister of State for Women and Child Welfare, said that the government is trying to increase the visibility of the transgender community.

Under the initiative of Chief Minister Mamata Banerjee, the State Government has already taken some measures. Representatives from this community were in the judges’ panel that went around the pandals selecting the best Durga Pujas in Kolkata. Three awards were also earmarked for the best transgender-friendly Durga Pujas in the city.

The government is also planning awareness programmes on transgenders at the upper primary and secondary levels in the state schools.

Source: Millennium Post

রূপান্তরকামীদের শুমারি করে ভোটার কার্ড প্রদান করবে রাজ্য সরকার

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডর ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে রাজ্যজুড়ে রূপান্তরকামীদের শুমারি করবে রাজ্য সরকার। শুমারি শেষ হলে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে তাদের প্রদান করা হবে ভোটার কার্ড।

রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই বোর্ডের চেয়ারপার্সন বলেন, রূপান্তরকামীদের সমাজের মূল ধারায় আনতে সচেষ্ট রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নিয়েছে। এই সম্প্রদায়ের প্রতিনিধিরা দুর্গাপুজোর বিচারক মণ্ডলীর সদস্য হয়ে দুর্গাপুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করেছেন। শহরের রূপান্তরকামী-বান্ধব তিনটি দুর্গাপুজো কমিটি পুরস্কৃতও হয়েছে।

রাজ্যের সমস্ত স্কুলে উচ্চ-প্রাথমিক ও মাধ্যমিক স্তরে রূপান্তরকামীদের ব্যাপারে সচেতনতা বাড়ানোর পরিকল্পনাও আছে রাজ্য সরকারের।

Bengal Finance Dept going fully digital

A welcome change is soon to happen in the working of the State Finance Department.
According to a recent instruction issued by the finance secretary, all paper files would soon have to be done away with in favour of digital storage.

Digitisation with respect to government activities has been gradually coming since the introduction of the Integrated Financial Management System (IFMS) in 2014. The system was introduced to enable a proper accounting of the money allotted and spent by the department for its various activities, including the payment of salaries.

This change to a paperless democracy in the working of the State Government has in fact caught the attention of the entire country.

Digitisation has some distinct advantages:

File tracking: IFMS has made the tracking of all files much easier. Whenever a file is received by a person or sent to another person after due processing, everyone with access to the system gets to know about the acknowledgement or signing off, respectively.

Accuracy of data: There is much less chance of making mistakes with respect to the input of any data.

Cost effectiveness: Change to digitisation saves a lot of money, which was spent in buying registers.

Space optimisation: Along with cost, a lot space occupied by the stored registers is also saved on.

Effective archiving: Once paper gets old, it gets damaged, either due to the ageing itself or due to being eaten up by insects or maybe by dampness. Digitisation of files removes the chances of all of these happening.

Source: Ei Samay

অর্থ দপ্তর এবার পুরোপুরি ডিজিটাল

পেপারলেস ব্যুরোক্র্যাসি-ই মন্ত্র করল নবান্ন। অর্থ দপ্তরের তরফে অর্থসচিব একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন দপ্তর ও বিভাগগুলির দৈনন্দিন কাজকর্মে বিভিন্ন স্তরে প্রমাণ সাইজের রেজিস্টার সমেত নানা কাগুজে খতিয়ানের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। কর্মী ও অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে, যাবতীয় তথ্য সুরক্ষিত রাখতে হবে ডিজিটাল তথ্য ভাণ্ডারেই।

এই ক্ষেত্রে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম যে অনুঘটকের কাজ করেছে, তাও নির্দেশিকায় উল্লেখ আছে। ২০১৪ সালে অর্থ দপ্তর বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগের আর্থিক বরাদ্দ ও লেনদেনের হিসেবের বিলি বন্দোবস্ত, নজরদারি ও নিয়ন্ত্রণের জন্যই এই ডিজিটাল মাধ্যমের সূচনা করে। এমনকি, কর্মীদের বেতন সহ নানা পাওনার হিসেব নিকেশের কাজে এই ডিজিটাল মাধ্যমের ব্যবহার শুরু হয়। প্রশাসনিক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির এই প্রয়োগ সারা দেশেরই নজর কেড়েছে।

আইএফএমএস-এর মতো অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হওয়ার পর আর্থিক ও প্রশাসনিক পরিচালনা ও নিয়ন্ত্রণে কাগজের ব্যবহার বহুলাংশেই অর্থহীন হয়ে পড়েছে। পাশাপাশি, অনেক ক্ষেত্রে এমন প্রবণতাও লক্ষ্য করা যায়, কাগজেকলমে তথ্য-পরিসংখ্যান নথিভুক্ত করার সময় ভুলভ্রান্তি হয়। জাবেদা খাতা সহ কাগজের ব্যবহার কমলে কিছুটা ব্যয় সঙ্কোচও হবে। কাগুজে রেজিস্টার-খতিয়ান-নোটবুক প্রভৃতি সংরক্ষণের জন্য প্রচুর জায়গার দরকার হয়। তা ছাড়া পুরনো নথিগুলি সময়ের সঙ্গে নষ্ট হয়ে যায়। হারিয়েও যায়। কাগজের ব্যবহার কমলে নানা ক্ষেত্রে লাভই হবে বলে আশা করা যায়।

Bengal Govt allocates funds for improving school infrastructure

The Bengal Government has allotted funds worth more than Rs 50 crore to improve facilities at government and government-aided schools across Bengal. The facilities include safe drinking water, additional classrooms, boundary walls, etc.

The break-up of the developmental activities is as follows:

Rs 39 crore 2 lakh 78 thousand for additional classrooms for 422 schools in Howrah, Hooghly, Jalpaiguri, Cooch Behar, Kolkata, Malda, Murshidabad, Nadia, North and South 24 Parganas, Purulia, Siliguri, and Purba and Paschim Medinipur districts.
Rs 7 crore 52 lakh 82 thousand 800 for additional classrooms for 106 more schools in Alipurduar, Bankura, Birbhum, and Purba and Paschim Bardhaman. These 528 schools in all include primary, upper primary, secondary as well as higher secondary schools.
Rs 4.25 lakh for safe drinking water for 250 schools, including 120 primary and 130 upper primary schools.
·A few more crores have been allotted for district-wise development projects for schools.

This is a major step in Chief Minister Mamata Banerjee’s efforts to improve the standard of schools in Bengal.

Source: Bartaman

স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ রাজ্যের

বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে একসঙ্গে বহু কোটি টাকা বরাদ্দ করল স্কুলশিক্ষা দপ্তর। পুজোর আগে এই খবরে খুশি শিক্ষামহল। আড়াইশো স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহ, বিভিন্ন জেলার স্কুলে অতিরিক্ত ক্লাসরুম, সীমানা পাঁচিল প্রভৃতি তৈরির মতো বহু উন্নয়নমূলক কাজ সেই অর্থে করা হবে।

হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ৪২২টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার টাকা। এর মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক— সব ধরনের স্কুলই রয়েছে।

আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের ১০৬টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরি করতে পৃথকভাবে বরাদ্দ হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৮২ হাজার ৮০০ টাকা। এছাড়াও, রাজ্যের ২৫০টি স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ টাকা। এর মধ্যে প্রাথমিক স্কুল ১২০টি এবং উচ্চ প্রাথমিক স্কুল ১৩০টি। এছাড়াও জেলাভিত্তিক কিছু প্রকল্পের জন্য আরও কয়েক কোটি অর্থ ছাড়া হয়েছে।

State Govt making Purulia, Bankura major hubs of grape cultivation

The Bengal Government is taking up cultivation of grapes in a big way in Purulia and Bankura districts. It is taking the help of the National Research Centre for Grapes (NRCG) to make the state a major hub of grape production.

Experts have found that the soil and the climate condition in these two districts are congenial for large-scale grape cultivation. Taldangra and parts of Chatna in Bankura, and areas adjacent to the Ayodhya Hills and parts of Balarampur in Purulia are being used for the cultivation.

Recently, the State Government’s Paschimanchal Unnayan Affairs Department, for the first time, took up an initiative for pomegranate cultivation in Purulia, Bankura and Jhargram districts.

Source: Millennium Post

পুরুলিয়া ও বাঁকুড়ায় আঙুর চাষের ওপর জোর রাজ্য সরকার

বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় আঙুর চাষের উদ্যোগ নিচ্ছে রাক্য সরকার। এই দুই জেলাকে আঙুর চাষের বড় হাবে পরিণত করতে রাজ্য সরকার সাহায্য নেবে ন্যাশানাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস-এর।

বিশেষজ্ঞদের মতে, এই দুই জেলার আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী। বাঁকুড়া জেলার তালড্যাংরা ও ছাতনার কিছু অংশ এবং পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় ও বলরামপুরের কিছু জায়গায় হচ্ছে আঙুর চাষে।

ইতিমধ্যেই পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর উদ্যোগ নিয়েছে বেদানা চাষের।

Buses to ply all night in Kolkata

The State Transport Department is taking steps to runs buses all through the night in Kolkata. Thus, like in New York, London or Washington DC, there would soon be 24-hour availability of bus service across the city, which would be an impressive feat indeed.

During the Durga Puja as well as during the Indian Premier league (IPL) match days, the State Government had run bus services late into the night, which was highly appreciated by the public.

Initially, the government would run the services from the airport, Howrah Station, Esplanade and a few other busy areas. The services would started immediately after the completion of the FIFA Under-17 World Cup.

Source: Khabar 365 Din

কলকাতা শহরে সারা রাত মিলবে সরকারি বাস

২৪ঘণ্টা সচল থাকবে শহর। নিউইয়র্ক, লন্ডন, ওয়াশিংটনের মতো এবার সারা রাত বাস চলবে তিলোত্তমায়। রাজ্য সরকারের তৎপরতায় সারা রাত বাস পরিষেবা সাধারণ মানুষকে স্বস্তি দেবে। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাতে বাস পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। আগামী দিনে সাধারন মানুষের সুবিধার্থে রাতে বাস পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পুজোর সময়, কলকাতায় আইপিএল চলাকালীন রাতে বাস পরিষেবা চালু রাখে রাজ্য পরিবহণ দপ্তর।

শুধু কোনও উৎসব, অনুষ্ঠান নয়, সারা বছর যাতে এই বাস পরিষেবা চালু রাখা যায়, তারই প্রচেষ্টা শুরু করতে চলেছে রাজ্য পরিবহণ দপ্তর। তবে এই মুহূর্তে এয়ারপোর্ট, হাওড়া, ধর্মতলা সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে সরকারি বাস পরিষেবা দেওয়া হবে। রাতের ট্রেনে বা বিমানে যারা কলকাতায় আসছেন তাঁদের যাতায়াতের ক্ষেত্রে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্যই সারা রাত ধরে বাস পরিষেবা দেওয়ার ভাবনা। আসন্ন যুব বিশ্বকাপের পরেই রাতে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।

Rural roads infrastructure has undergone a sea-change under Trinamool rule

Ever since the Trinamool Congress Government came to power in 2011, led by Mamata Banerjee, there has been huge improvement in the rural roads infrastructure of Bengal. The Chief Minister has ensured the construction of 13, 571 km of rural roads over the last six years (as a comparison, the Left Front Government, over a period of 11 years – from 2000 to 2011 – constructed 10, 239 km of roads).

Currently, the State Panchayats and Rural Development Department is carrying out upgrading of the existing rural roads in Paschim Medinipur, Jhargram, Bankura and Purulia districts. In Jhargram, which has become a new district recently, massive work is on to construct new roads as well as upgrade existing ones.

Over and above that, the department has submitted a detailed project report (DPR) for a 3,300 km stretch to the Centre. In all the 23 districts and 341 blocks, the construction of rural roads is in full swing.

Chief Minister Mamata Banerjee has repeatedly asked her officials to ensure that there is an improvement in rural connectivity and drinking water is made available in every household of rural Bengal. Accordingly, the Panchayats and Rural Development Minister, along with senior officials and engineers of the department, chalked out a blueprint for the construction of rural roads.

Source: Millennium Post

তৃণমূল সরকারের আমলে গ্রামীণ রাস্তা নির্মাণ পেয়েছে এক নতুন মাত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২০১১ সালে রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর গ্রামীণ রাস্তা তৈরীর পরিকাঠামোতে এসেছে আমুল পরিবর্তন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত ৬ বছরে ১৩,৫৭১ কিঃমিঃ গ্রামীণ রাস্তা তৈরী হয়েছে (তুলনামূলক ভাবে দেখলে, বামফ্রন্ট সরকার ২০০০-১১ সাল পর্যন্ত তৈরী করেছিল ১০,২৩৯ কিঃ মিঃ রাস্তা)।
বর্তমানে, রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পুরনো গ্রামীণ রাস্তার সংস্কার করছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। ঝাড়গ্রাম, যা সদ্য নতুন জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেখানে নতুন রাস্তা তৈরীর পাশাপাশি পুরনো রাস্তার সংস্কারও চলছে।
এর পাশাপাশি দপ্তর ৩৩০০কিঃ মিঃ নতুন রাস্তা তৈরীর ডিপিআর তৈরী করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে। ২৩টি জেলার ৩৪১টি ব্লকে রাস্তা তৈরির কাজ জোর কদমে চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আধিকারিকদের বলেছেন গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছনোর কাজে জোর দিতে। সেই অনুযায়ী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অন্যান্য আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গ্রামীণ রাস্তা তৈরীর ব্লুপ্রিন্ট তৈরী করেছে।

Leopard safari in north Bengal

After the immense success of the Bengal Safari Park near Siliguri, the State Government has now planned to launch a leopard safari at Khairbari Eco Park, adjoining the Jaldapara forest in Madarihat.

The safari is going to take place in a 23-acre area. The area has already been identified. Only the permission of the Central Zoo Authority is awaited, which is expected soon. As of now there are eight leopards and a royal Bengal tiger at Khairbari Eco Park.
According to an officer of the Forest Department, which is implementing the project, one of the ideas behind creating the leopard safari is attracting visitors to north Bengal during the rainy season, when the core jungle areas remain shut.

According to sources in the Forest Department, there are plans to offer wildlife attractions in more areas in north Bengal.

Sources: The Telegraph and Sangbad Pratidin

জলদাপাড়ায় এবার লেপার্ড সাফারি পার্ক

বেঙ্গল সাফারি পার্কের ধাঁচে এবার জলদাপাড়ার জঙ্গল সংলগ্ন খয়েরবাড়িতে লেপার্ড সাফারি পার্ক তৈরির কথা ভাবছে রাজ্য বন দপ্তর। পার্কের জন্য জমি চিহ্নিতকরণের কাজ শেষ, শুধু প্রয়োজন জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন। বনমন্ত্রী এই কথা বলেন।

শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্ক ইতিমধ্যেই মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। খয়েরবাড়িকেও সেভাবেই তুলে ধরতে চান রাজ্য বন দপ্তর। খয়েরবাড়িকে নতুন করে সাজানোর জন্য ২৩ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে।

আশা করা হচ্ছে জমে যাবে লেপার্ড সাফারি। মন্ত্রী বলেন, বনের প্রাণীদের খাদ্য বাসস্থান এবং নিরাপত্তার কথা চিন্তা করে একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে।

ডুয়ার্সের দুই জঙ্গলে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের জন্য আরও দুটি নতুন বাসস্থান খোঁজা হয়েছে। বনমন্ত্রী আরও বলেন, বর্ষায় জঙ্গলের আলাদা আকর্ষণ থাকে। বহু পর্যটক বর্ষায় বনসংলগ্ন এলাকায় থাকার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু, বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন ঋতু হওয়ায়, বন্ধ রাখা হয় জঙ্গল। এই সময় জঙ্গল লাগোয়া কিছু