WB Govt plans ropeway service at Buxa Fort in north Bengal

The West Bengal Tourism Department, in a bid to attract tourists, is planning to set up the fourth ropeway in the State, between Rajabhatkhawa village and Buxa Fort in Kalchini block, Alipurduar district. It will be the second ropeway service for tourists in north Bengal, after the one in Darjeeling.

In recent times, the Tourism Department has taken initiatives to set up ropeways in Mukutmanipur in Birbhum district and in the Ayodhya Hills in Purulia district, the latter a part of Jangalmahal.

Once the ropeway service connecting Buxa Fort becomes functional, 14 villages in that area will be befitted from the increased tourist footfalls.

Incidentally, the historic Buxa Fort has been attracting much more tourists after road networks were revamped by the present Government.

 

পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর উত্তরবঙ্গের বক্সা ফোর্টে রোপওয়ে চালু করছে

অযোধ্যা, মুকুটমণিপুর, দার্জিলিং পাহাড়ের পর এবার রাজ্যের চতুর্থ রোপওয়ে তৈরি হতে চলেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বক্সাতে৷ পর্যটনে নতুন দিশা আনতে এবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে বক্সা ফোর্টে চালু হচ্ছে রোপওয়ে।

এই রোপওয়ের মাধ্যমে রাজাভাতখাওয়া গ্রামকে বক্সা ফোর্টের সঙ্গে যুক্ত করবে।

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের সান্তলাবাড়ি থেকে বক্সা কোর্ট পর্যন্ত রাস্তারও আমূল সংস্কার ও বক্সা কোর্টের ঠিক পাশেই পর্যটকদের থাকার জন্য আধুনিক লজ নির্মাণ হবে৷ এ কথা জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব৷

সম্প্রতি রাজ্য পর্যটন বিভাগ জঙ্গলমহলের মধ্যে মুকুটমণিপুর এবং অযোধ্যা পাহাড়ে রোপওয়ে চালু করার জন্য উদ্যোগ নিয়েছে।

একবার এই রোপওয়ে চালু হয়ে গেলে ১৪টি গ্রাম সহ এলাকার সকলে এবং পর্যটকরা যথেষ্ট উপকৃত হবে।

উল্লেখ্য,বর্তমান সরকার সড়ক পথ তৈরি করার পর বক্সা ফোর্ট তার ঐতিহাসিক ঐতিহ্যের জন্য পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে।

WB Govt forms GoS to speed up the deep sea port at Tajpur

The state government has formed a Group of Secretaries (GoS) to recommend the suitable investment model that to be taken up to develop the first state-owned deep sea port in Tajpur, West Bengal.

The policy was formed in the meeting of Cabinet Standing Committee on Industry headed by Chief Minister Mamata Banerjee in Nabanna on Wednesday.

In a press conference in Nabanna on Wednesday, Dr Amit Mitra that that the firm, CRISIL has submitted the report and they have also recommended a set of investment models besides assessing the profit to be generated once the port becomes fully functional.

The GoS will be headed by the Chief Secretary with principal secretaries of the departments who are related to the project like transport and finance, as other members.

The GoS has been formed to talk to experts in construction of ports and submit a report after studying the transaction advisory report of CRISIL suggesting the model that the state should take up within the next 10 to 15 days. The report of GoS will be the report of the state government complementing the report of CRISIL that had prepared the detailed project report. He said there are two basic models.

The State has to make an initial investment to attract investors if equity model is taken up or there is open tendering model that would need private investment from the very beginning or else there is also provision for “hybrid model”. But whatever the model would be, bidding through e-tendering will be done. Within a month after the GoS submits its report to the Chief Minister, the Request for Proposal for bidding will be issued and it would take around three to three and half years to complete the Phase-I of the project that will come up at a cost of Rs 5,000 crore.

In Phase-I, six of the total 15 berths will be constructed and rest of the nine berths will come up in Phase-II.

All the terminals will be multipurpose ones. There will be facilities to handle petroleum, dry bulk cargo and container cargoes in all the terminals. Moreover, there would be dredging work of only 18.8 km channels.

The silt that would be dredged out will be used again to form a reclaim land of a dimension of 2 km in length and 2.5 km in breadth on which the major portion of the port will come up. Thus there is no need of any land acquisition.

Vessels with a parcel size of 60,000 tonnes will able to avail the port with 15 metre draft which is several times more than that of the Haldia Port.

Dr Mitra said as per the projection of CRISIL, there will be 15.9 per cent post tax internal rate of return (IRR) and 20.2 per cent would be the post tax equity internal rate of return. Moreover, the next present value project cost would be Rs 2,199 crore over the next 30 years which suggests that it is going to be a highly profitable port.

The port is situated just at a distance of 8 km from the state highway. The nearest railway point is just 12 km away. Thus, there no much expenditure needed for infrastructure like construction of bridges as it is required for the Sagar port.

At the same time two ports will come up in Kulpi including one with a ship breaking and building unit.

 

তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি করছে রাজ্য সরকার

কলকাতা, হলদিয়ার পর আরও চারটি বন্দর তৈরি হচ্ছে রাজ্যে৷ তাজপুর ও শঙ্করপুরের মাঝে তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি  করছে রাজ্য৷

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কুলপিতেও একটি বন্দর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে৷ এ ক্ষেত্রে প্রথম পর্যায়ে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার। বন্দরকে ঘিরে শিল্পতালুক গড়ে উঠবে ও প্রচুর কর্মসংস্থানের সুযোগ মিলবে বলে মনে করছেন রাজ্যের আধিকারিকরাও৷

বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্প বিষয়ক ক্যাবিনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রক্রিয়া অনুমোদিত হয় ৷ রাজ্য সরকারের সচিবদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে৷ ১৫ দিনের মধ্যে ‘গ্রুপ অফ সেক্রেটারিজ’ রিপোর্ট দেবে মুখ্যমন্ত্রীকে৷

শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে৷ প্রথম পর্যায়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে৷ যেহেতু ১১৬ বি জাতীয় সড়ক থেকে ওই এলাকার দূরত্ব মাত্র আট কিলোমিটার ও কাঁথি রেলস্টেশন থেকে বড়জোর ২৩ কিলোমিটার, তাই পরিকাঠামোর ক্ষেত্রে খুব বেশি খরচ করতে হবে না রাজ্যকে৷

শিল্পমন্ত্রীর কথায়, “কোনও ব্রিজ করতে হবে না৷ কাছের রেল পয়েন্ট প্রায় ১২ কিলোমিটার৷ পরিকাঠামোয় খরচ করতে হবে ১৬০ কোটি টাকার মতো৷ সবমিলিয়ে প্রায় ১৫ মিটারের মতো গভীর হবে এই সমুদ্র বন্দর৷ সমুদ্র থেকে তৈরি করতে হবে প্রায় ১৮ কিলোমিটার চ্যানেল৷ এর ফলে বড় জাহাজ আসতে পারবে”।

তিনি আরও জানান, “প্রথম দফায় ছটি বার্থ তৈরি করা হবে৷ পরের দফায় হবে ৯টি বার্থ৷ তাজপুরের প্রত্যেকটি টার্মিনাল বহুমুখী কাজের হবে৷ ড্রাই কার্গোর সঙ্গে কন্টেনার কার্গো হিসাবেও কাজ করতে পারবে”।

 

West Bengal to observe Raksha Bandhan as Sanskriti Divas

West Bengal Government has decided to celebrate Raksha Bandhan festival as ‘Sanskriti Divas’.

On the initiative of the Chief Minister Mamata Banerjee, the State Youth Affairs Department will organise programmes in every block of the state.

Incidentally, the history behind this festival dates back to the year 1905 when the British Empire decided to divide Bengal province. During that time Rabindranath Tagore arranged a ceremony to celebrate Raksha Bandhan to strengthen the bond of love and togetherness between the Hindus and the Muslims of Bengal and fight against the British Empire unitedly.

West Bengal Government under Mamata Banerjee values the culture of unity and brotherhood in Bengal and always works towards maintaining the spirit of fraternity and solidarity amongst communities.

 

Image source 

 

বাংলা জুড়ে সংস্কৃতি দিবস হিসেবে পালিত হবে রাখি উৎসব

পশ্চিমবঙ্গ সরকার রাখি উৎসব ‘সংস্কৃতি উৎসব’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, রাজ্য যুবকল্যাণ বিভাগ রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে অনুষ্ঠানের আয়োজন করেছে।

উল্লেখ্য, রাখি উৎসবকে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হয়। সেই সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে হিন্দু ও বাংলার মুসলমানদের মধ্যে একতা প্রতিষ্ঠা করার জন্য এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ সরকার একতা এবং বাংলায় ভ্রাতৃত্বের সংস্কৃতিকে মর্যাদা দিয়েছে এবং সবসময় সংহতি বজায় রাখার চেষ্টা করছে।

 

Mamata Banerjee walks for road safety awareness

West Bengal Chief Minister Mamata Banerjee today walked for a special cause – spreading road safety awareness.

With eminent personalities, celebrities and school children in tow, Ms Banerjee, who is also the Trinamool Congress Chairperson, walked to promote ‘Safe Drive Save Life,’ a road safety initiative launched by her Government.

The procession began at Ramlila Maidan in Moulali, then would its way through BB Ganguly Street and Chittaranjan Avenue to end at the statue of Mahatma Gandhi at the junction of Mayo Road and Dufferin Road in Esplanade.

The State Government in July launched the ‘Safe Drive Save Life’ initiative aimed at inculcating a sense of safe driving and responsible road behaviour.

Besides cracking down on rash drivers, the Government has introduced the ‘no helmet no petrol’ rule, forbidding petrol pump owners from selling fuel to bikers who are without any safety headgear.

 

পথ নিরাপত্তা নিয়ে আজ রাজপথে মুখ্যমন্ত্রী

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নিয়ে আজ দুপুরে কলকাতার রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঐতিহাসিক রাখিবন্ধনের দিনটিকে এই সামাজিক সচেতনতা কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে।

আজ দুপুরে মৌলালির রামলীলা ময়দান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে সম্পন্ন হয় পদযাত্রা৷ সঙ্গে ছিল বর্ণাঢ্য মিছিল৷ স্লোগান ছিল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’৷

গোটা কর্মসূচি পরিচালনা করে কলকাতা পুলিশ৷ মুখ্যমন্ত্রী ছাড়াও এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা৷

রাজ্যে সড়ক দুর্ঘটনা ঠেকাতে জোরকদমে নানা কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার৷ স্বয়ং মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছেন৷ গত জুলাই মাসে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। হেলমেট ছাড়া বাইক চলাচল রাজ্যে নিষিদ্ধ হয়েছে৷

মুখ্যমন্ত্রীর পরবর্তী স্লোগান, ‘সাবধানে চালাও৷ জীবন বাঁচাও’৷ জেলাগুলিতেও এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে৷

 

 

 

WB CM resumes surprise visits to hospitals

West Bengal Chief Minister Mamata Banerjee who holds the health portfolio has resumed making surprise visits to state-run medical colleges and hospitals in the city. She wants to take a closer look at the healthcare services in these medical institutes.

After coming to power for the first time in Bengal in 2011, the Chief Minister had started to pay surprise visits to many government hospitals to streamline the public healthcare system.

After taking oath for the second time, the West Bengal Chief Minister had took on to surprise visits again. On Tuesday, she visited Chittraranjan Sevasadan for 15 minutes.

She inquired about the ongoing projects and services for patients. The Chief Minister also paid a visit to the Fair Price Medicine shop in the hospital premises inquired about the availability of medicines and other details from the people standing in the queue.

 

The image is representative

 

সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট শুরু করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্য মন্ত্রী মেডিকেল কলেজসহ শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট শুরু করলেন। এই সব মেডিকেল ইনস্টিটিউট গুলির পরিকাঠামো আরও বিশদে খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী।

২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী জন স্বাস্থ্য পরিষেবা ঠিক করতে অনেক সরকারি হাসপাতালেই সারপ্রাইজ ভিজিট শুরু করেছেন।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আবার ও তিনি সারপ্রাইজ ভিজিট করে হাসপাতাল পরিদর্শন করেন। মঙ্গলবার, তিনি ১৫ মিনিটের জন্য চিত্তরঞ্জন সেবাসদনে যান। ঘুরে দেখেন হাসপাতালের পরিস্থিতি৷

মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ নাগাদ মুখ্যমন্ত্রী সটান হাজির হন চিত্তরঞ্জন সেবাসদনের ‘এনকোয়ারি’ বিভাগে৷ জানতে চান, মা ও শিশুরা পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কি না, নির্মাণকাজ কেমন গতিতে চলছে ইত্যাদি৷  এর পরই মুখ্যমন্ত্রী চলে যান ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কাউণ্টারে৷ সেখানে গিয়ে রোগীদের কাছে জানতে চান, তাঁরা সব ওষুধ দোকান থেকে পাচ্ছেন কি না৷কয়েকটি প্রেসক্রিপশনও পরীক্ষা করেন মুখ্যমন্ত্রী৷

Investment Bengal

Binani Group plans investments worth Rs 10,000 cr in Bengal

The Binani Group that started its journey in metal business from Howrah 150 years ago, has lined up a mega investment plan for Bengal.

It plans to reconnect with Bengal with an investment of over Rs 10,000 crore in cement business. The project may generate employment to more than 10,000 people.

The managing director of Binani Cement on Tuesday met Bengal Finance and Industry Minister Dr Amit Mitra to discuss the revised investment proposal. The state has already offered land to the group for its proposed ventures.

“The state government here has undertaken a lot of development work. We want to be a part of that,“ spokesperson from the Binani Group said.

 

বাংলায় ১০,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা বিনানি গ্রুপের

প্রায় দেড়শ বছর আগে ধাতু ব্যবসার মাধ্যমে হাওড়া থেকে বিনানি গ্রুপ তাদের পথ চলা শুরু করেছে। বাংলায় এখন তারা আবার লগ্নি করতে ইচ্ছুক।

বাংলায় ১০০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ সঙ্গে সঙ্গে সিমেন্ট ব্যবসার সঙ্গে বাংলার পুনরায় সংযোগ স্থাপন করার পরিকল্পনা করছে এই গ্রুপ। এই প্রকল্পের মাধ্যমে ১০,০০০ এরও বেশি মানুষের কর্মসংস্থান হবে।

মঙ্গলবার বিনানি সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মঙ্গলবার রাজ্যের অর্থ ও শিল্প মন্ত্রী ডঃ অমিত মিত্রের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্য ইতিমধ্যেই তাদের প্রস্তাবিত উদ্যোগের জন্য জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে।

বিনানি গ্রুপের মুখপাত্র বলেন, “রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। আমরাও এর অংশীদার হতে চাই”।

 

 

‘Safe Drive, Save Life’ awareness rally today

With the inspiration of West Bengal Chief Minister Mamata Banerjee, the Department of Youth Services, Government of West Bengal will organise an awareness rally for ‘Safe Drive, Save Life’ initiative. The rally will begin at 2 PM today.

The programme will be observed in all 341 blocks, 117 municipalities, 6 municipal corporations, 144 wards of Kolkata Municipal Corporation, 19 district headquarters and GTA area to enhance awareness about traffic rules.

Students, youth, teachers, professors, artists, sportspersons, professionals, intellectuals, MPs, MLAs, elected representatives of local bodies, administrative officers and common people have been requested to participate in this rally.

 

আজ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা পদযাত্রা

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং যুব কল্যাণ বিভাগের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ একটি সচেতনতামূলক সমাবেশের আয়োজন করেছে। আজ দুপুর ২টোয় শুরু হবে পদযাত্রা।

এই রাজ্যের ৩৪১টি ব্লকে, ১১৭টি পৌরসভা ও ৬টি মিউনিসিপালিটি কর্পোরেশনে, কলকাতা পৌর সংস্থার অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ডে, ১৯টি জেলা সদরে এবং জিটিএ ট্র্যাফিক অনুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ কর্মসূচি পালিত হবে।

প্রতিটি এলাকার ছাত্র-যুবক-শিক্ষক-অধ্যাপক-শিল্পী-খেলোয়াড়-পেশাজীবী ও বুদ্ধিজীবী অংশের সমস্ত মানুষের পাশাপাশি এলাকার সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত ও পৌর প্রতিনিধি সহ সরকারি কর্মচারী, পুলিশ ও প্রশাসনের সব স্তরের কর্তা ব্যক্তি ও সাধারণ মানুষকে এই পদযাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

Aadhaar card impasse: TMC Parliamentary team will meet PM, says Mamata Banerjee

A Trinamool Congress Parliamentary team will meet the Prime Minister Narendra Modi and will urge him to resolve the impasse over issuing of Aadhaar cards, party Chairperson Mamata Banerjee said on Tuesday.

She said despite repeated requests, the Centre did not resolve the problem. Of 9 crore people in the state, more than 2.5 crore people have not received their Aadhaar cards. The problem started after the Centre decided to complete the procedure of issuing Aadhaar cards by August 31.

She said the state government would launch massive campaign involving all sections of people including students urging the people to maintain cool.

“The Centre has failed to resolve the issue and on the contrary has made Aadhaar cards mandatory for many of its projects,” the Chairperson said.

She had raised the issue during her meeting with the Prime Minister in Delhi recently. She maintained that non availability of Aadhaar cards was creating serious law and order problem.

 

Image Source: India Today

 

আধার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে তৃণমূলের সংসদীয় দল

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এবং আধার কার্ড সংক্রান্ত সবরকম সমস্যা সমাধান করার আর্জি জানাবে, মঙ্গলবার একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আধার কার্ড নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গুরুতর আইন-শৃঙ্খলার সমস্যা দেখা দিয়েছে”।

তিনি বলেন, বার বার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্রে আধার কার্ড  সমস্যা সমাধান করেনি। রাজ্যের ৯ কোটি মানুষের মধ্যে ২.৫ কোটির বেশি মানুষ তাদের আধার কার্ড পান নি। কেন্দ্র নিজের মত সময়সীমা ঠিক করেছে ৩১শে আগস্ট আর তারপর থেকেই সমস্যা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র আধার কার্ড সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে এই   কার্ড বাধ্যতামূলক করেছে”।

সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি বলেন যে আধার কার্ডের অপর্যাপ্ততা গুরুতর আইন-শৃঙ্খলা সমস্যা তৈরি করছে।

 

 

Bengal launches ‘Kanyshree Mobile App’

In a bid to help girl students obtain benefits under the Kanyashree scheme within the shortest possible time after submitting their application, the state government has introduced internet-based platforms on the third Kanyashree Divas.

The mobile app on Kanyashree scheme will enable a user to know the status of their application. One can also lodge their grievances through the app. At the same time, a user can also view activities and events related to Kanyashree.

On Sunday, the third Kanyashree Divas was celebrated. The celebrations are being held at all levels across the state, where already 34 lakh girl students have received benefits under the scheme.

Dr Amit Mitra, the state finance minister, launched the Kanyashree App  and an internet-based facility called Kanyashree Online 4.0. An SMS service was also introduced on Sunday. Dr Sashi Panja, the state women and child development minister was also present at the event.

The Kanysahree Online 4.0 internet service has been introduced to help students get detailed information related to the scheme and certificates of more than three lakh girls who received the one-time grant of Rs 25,000 was generated online on Sunday itself.

Till date, funds have been directly transferred to the bank accounts of more than seven lakh girls – who received the Rs 25,000 grant – and 31 lakh girls – whose have got the annual scholarship of Rs 750.

Lauding the project, Foroogh Foyouzat, Chief of Field Services, UNICEF India, said: “The initiative is close to my heart. Kanyashree has contributed in reducing the cases of child marriages. It is also helping in reducing the dropout rates in the schools. Educating people is an effective way to reduce child marriage and it will help in taking the country forward.”

 

‘কন্যাশ্রী মোবাইল অ্যাপ’ চালু করল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘কন্যাশ্রী’ প্রকল্প এবার আরও এক ধাপ এগিয়ে গেল। ১৪ই আগস্ট উত্তরণ ঘটল ‘কন্যাশ্রী অ্যাপ’-এর। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পের সুফল ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র৷ পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রীরা আর্থিক সাহায্য পাচ্ছেন৷ বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে৷

‘কন্যাশ্রী অ্যাপ’-এর মাধ্যমে এই প্রকল্পের অধীন ছাত্রীরা আবেদনপত্রের পরিস্থিতি জানতে পারবেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠিকমতো পড়েছে কি না, আবেদনপত্রের বর্তমান অবস্থান, ফর্মে কোনও ত্রুটি ছিল কি না, পরবর্তী অনুষ্ঠানের দিন ও সময়– এ যাবতীয় বিষয় এবার অ্যাপসের মাধ্যমে জানতে পারবে ছাত্রীরা৷

রবিবার তৃতীয় কন্যাশ্রী দিবস পালিত হল। শুধু কলকাতায় নয়, সারা রাজ্য জুড়ে সমস্ত জেলায় পালিত হয়েছে এই দিনটি যেখানে সারা রাজ্যে মোট ৩৪ লক্ষ কন্যা এই প্রকল্পের সুবিধা পেয়েছে।

রবিবার ‘কন্যাশ্রী অ্যাপ’-এর উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ রবিবার থেকে এসএমএস পরিষেবাও চালু হল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা ও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কন্যাশ্রীর কে-ওয়ান প্রকল্পে ইতিমধ্যে ৩১ লক্ষ ছাত্রী বার্ষিক ৭৫০ টাকা করে পাচ্ছে৷ কে-টু প্রকল্পে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৭ লক্ষ ছাত্রীকে৷ অনলাইনে ৪.০ ইন্টারনেট পরিষেবার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকল্প সম্বন্ধে ও সার্টিফিকেট সমস্ত তথ্য পাবে।

এ বছর কন্যাশ্রী প্রকল্পে প্রথম হয়েছে নদিয়া জেলা৷ দ্বিতীয় স্থান বীরভূম ও তৃতীয় স্থান পেয়েছে কলকাতা৷ ভাল কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে বাঁকুড়া ও মালদহ জেলা৷

ইউনিসেফের কর্মকর্তারা জানালেন, কন্যাশ্রী প্রকল্পের সুফল মিলেছে৷ স্কুলছুটের সংখ্যাও অনেক কমেছে৷ বাল্যবিবাহের সংখ্যাও কমেছে। এর মাধমে আগামী দিনে নারী শিক্ষার অনেক প্রসার ঘটবে।

City livelihood centres launched to help urban poor, self-help groups

In a bid to generate employment opportunities and uplift the livelihood of the underprivileged people in the urban parts, the state government has decided to set up city livelihood centres (CLC) or Nagar Jibika Kendra.

With the setting up of the CLCs, members of self help groups (SHGs) will get information that will help them in marketing their products in a better way and as a result increase the chances of getting better prices for their products.
At the same time, unemployed youths in different districts can visit the CLCs in their respective areas to get job related information.
In the first phase, 28 such centres will come up at different places including Asansol in Burdwan; Krishnanagar, Nawadip and Kalyani in Nadia; Madhayamgram, Naihati, Barrackpore, Bongaon, Barasat, Basirhat, Kamarhati and Bhatpara in North 24 Parganas; Chinsurah, Uttarpara and Serampore in Hooghly; Haldia and Tamralipta in East Midnapore; Alipurduar; Englishbazar in Malda; Bankura and Uluberia in Howrah; Behrampore in Murshidabad; Kharagpur in West Midnapore; Purulia; and Jalpaiguri.
The centres will come up under the West Bengal State Urban Livelihood Mission.

দরিদ্র ও স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করার জন্য চালু হবে নগর জীবিকা কেন্দ্র

কর্মসংস্থানের সুযোগ তৈরী করার জন্য এবং গ্রামীণ অঞ্চলের সব রকম সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানুষের জীবিকা উন্নয়নের জন্য, রাজ্য সরকার সিটি লাইভলিহুড সেন্টার বা নগর জীবিকা কেন্দ্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সিটি লাইভলিহুড সেন্টার তৈরির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর (SHGs) সদস্যরা প্রয়োজনীয় তথ্য পাবেন যার মাধ্যমে তারা তাদের উৎপাদিত পণ্যদ্রব্য বাজারজাত করতে পারবেন এবং এর ফলস্বরূপ তাদের পণ্যের জন্য ভালো দাম পাবার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

একই সময়ে, বিভিন্ন জেলায় বেকার যুবকরা তাদের নিজ নিজ এলাকার সিটি লাইভলিহুড সেন্টার পরিদর্শন করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য পাবেন।

প্রথম দফায়, বর্ধমানের আসানসোল সহ বিভিন্ন স্থানে ২৮ টি কেন্দ্র তৈরি হবে; কৃষ্ণনগর, নবদ্বীপ ও নদীয়াতে কল্যাণী; মধ্যমগ্রাম, নৈহাটি, ব্যারাকপুর, বনগাঁ, বারাসত, বসিরহাট, কামারহাটি ও উত্তর ২৪ পরগনা ভাটপাড়ায়; চুঁচুড়া, উত্তরপাড়া ও হুগলির মধ্যে শ্রীরামপুর; হলদিয়া ও পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত; আলিপুরদুয়ার; মালদহের ইংলিশবাজার; বাঁকুড়া এবং হাওড়ার উলুবেড়িয়া; মুর্শিদাবাদের বহরমপুর; পশ্চিম মেদিনীপুরের খড়গপুর; পুরুলিয়া ও জলপাইগুড়ি।

এই কেন্দ্রগুলি ওয়েস্ট বেঙ্গল আরবান লাইভলিহুড মিশনের অধীনে আসবে কেন্দ্রগুলি।