3 districts of Bengal among top 6 in the country in terms of access to sanitation

A survey commissioned by the Union Ministry of Drinking Water and Sanitation on households’ access to sanitation facilities, conducted by Quality Council of India, has found that three districts of West Bengal are among the top six in India.

The districts of Nadia, Purba Medinipur and Hooghly are among the country’s toppers.

The survey was conducted by Quality Council of India on behalf of the Ministry, covering 75 districts, encompassing nearly 70,000 household across 2,530 villages.

In April 2015, West Bengal Chief Minister Mamata Banerjee had declared Nadia as the first Open-Defecation Free (ODF) district in the country. This was the result of Nirmal Bangla Abhiyan, undertaken to eliminate open defecation in West Bengal, which was a pioneering effort in the country.

The achievement was recognised internationally too. UNICEF selected the district administration of Nadia as the first prize winner for the 2015 United Nations Public Service Award in the category of ‘Improving the Delivery of Public Services’.

Since then, the State has made rapid progress. Mamata Banerjee has also declared April 30 as Nirmal Bangla Diwas.

 

দেশের শীর্ষ ৬ নির্মল জেলার মধ্যে বাংলার ৩ জেলা

কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় জানা গেছে নির্মল জেলার তালিকায় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি জেলা প্রথম দশের মধ্যে স্থান অর্জন  করেছে।

নদিয়া, পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

মন্ত্রালয়ের পক্ষ থেকে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া ৭৫ টি জেলার ২,৫৩০ গ্রামের প্রায় ৭০,০০০ পরিবারের উপর এই সমীক্ষা চালিয়েছে।

২০১৫ সালের এপ্রিল মাসে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম নদিয়া জেলাকে ‘প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলা’ হিসেবে ঘোষণা করেন।  সমীক্ষা করে দেখা যায়, গ্রামাঞ্চলে প্রায় ১০ লক্ষ পরিবারের মধ্যে লাখ তিনেকের শৌচাগার নেই। ওই বছর ২ অক্টোবর থেকে জেলা প্রশাসন নিজস্ব ‘সবার শৌচাগার’ প্রকল্প চালু করে।

এই কৃতিত্ব আন্তর্জাতিক স্তরেও স্বীকৃটি পেয়েছে। ২০১৫ সালে ইউনিসেফ নদিয়া জেলাকে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী ঘোষণা করে এবং পুরস্কৃত করে।

তারপর থেকে  রাজ্য দ্রুত গতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী ৩০ এপ্রিল দিনটিকে ‘নির্মল বাংলা দিবস’ ঘোষণা করেছেন।

 

German delegation likely to attend Bengal Global Business Summit, 2017

The presence of Chief Minister Mamata Banerjee has created a lasting impression in the minds of the German business fraternity and a big delegation from the country is expected to attend the Bengal Global Business Summit, scheduled to held on January 20 and 21 next year, state Finance minister
Dr Amit Mitra said.

Vikram Solar, one of the leading solar energy solution providers based in Bengal, has signed an MoU with Teamtechnik of Germany to upgrade and expand its production capacity for Rs 400 crore. An MoU was signed between Sanjay Kajaria-led Hastings Group and German security system company Abus to export bio-jute packaging materials.

Before leaving Germany, Dr Mitra said the German businessmen were impressed by the development that had taken place under Mamata Banerjee’s leadership. She met the businessmen and had detailed discussions with them. Representatives from the German manufacturing and engineering, foundry and automobile industries called on the Chief Minister and expressed satisfaction over the meeting. 55 business-to-business and business-to-government talks had taken place and talks had taken place.

Asked what impact the visit would have in Germany, Mitra said the confidence building measures (CBM) had been very successful and now both the countries would have to translate thoughts into action. “I am hopeful that a big German delegation will come for the BGBS next year,” he said.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আগ্রহী বহু জার্মান সংস্থা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতি জার্মান ব্যবসায়ীদের ভীষণ ভাবে অভিভূত করেছে ও আশা করা যায় আগামী বছরের ২০-২১ জানুয়ারী যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে তাতে একটি বড় জার্মান প্রতিনিধি দল অংশ নেবে, এমনটাই মনে করছেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র।

অতিপরিচিত সৌরবিদ্যুৎ সরবরোহকারী সংস্থা বিক্রম সোলার একটি মৌ-সাক্ষর করেছে জার্মানির টেমটেকনিক নামক সংস্থার সঙ্গে। ৪০০ কোটি টাকার বিনিয়োগে তারা উৎপাদন ক্ষমতা বাড়াতে ইচ্ছুক। সঞ্জয় কেজরিয়ার নেতৃত্বে হেস্টিংস গ্রুপ ও জার্মান সংস্থা আবাস এর মধ্যে আরো একটি মৌ সাক্ষর হয়েছে বায়ো-জুট প্যাকেজিং দ্রব্য রপ্তানির জন্য।

জার্মানি ছাড়ার আগে অমিত মিত্র জানান, মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হয়েছে তাতে জার্মান শিল্পপতিরা মুগ্ধ। শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ নিয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। জার্মান উত্পাদন ও কারিগরি, গাড়ি শিল্পের প্রতিনিধিরা এই বৈঠকের পর খুব খুশি। শিল্পমন্ত্রী জানান যে গত ৪ দিনে ৫৫টি বি-টু-বি ও বি-টু-জি বৈঠক হয়।

অমিত বাবু বলেন ” আমি আশাবাদী একটি বড় জার্মান প্রতিনিধিদল আগামী বছরের বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিটে অংশগ্রহণ করতে আসবেন।”

Biswa Bangla products to be available in Germany

An interaction was organized by Government of West Bengal, Consulate General Munich, BVMW and FICCI in Munich on Thursday.

The speakers included prof Dr. Wolgang Reinhardt From BVMW, former CEO, BVMW and Chairman, CUD, Baden-Wurttemberg, Bernd Reuters from German Ministry, Head of Division International Economic Relations, Ministry of Economic Affairs, Labour and Housing, State of Baden-Wurttemberg and senior secretaries of Government of West Bengal.

They were invited to bring a delegation of major auto, engineering,textile and other members to Bengal.

The 160 years old AMANN Group of Germany represented by Sanjeev Grewal, Regional Director said they were Interested in setting up a large textile industry in Bengal manufacturing specialized threads. The dialogue will continue as all the dignitaries were invited to Bengal.

The interaction was attended by Senator H.C. Zaki Kursun, GM, East West, a large importer of home furnishing textiles. He said he is highly interested in sourcing from Bengal. The Benga MSMET Department will facilitate linking with private textile manufacturers of Bengal.

More than 60 German Companies were present to interact with the Government and Business delegates of India. The seminar was followed by meeting with Dr. Gisela Splett, Honorable state Secretary of Ministry of Finance of the state Baden-Wurttemberg and also another meeting with Breuninger Department Store of Biswa Bangla.

 

বার্লিন-মিউনিখের স্টলে পাওয়া যাবে পণ্য

বঙ্গ বাণিজ্যে তাদের লগ্নি আরও বাড়াচ্ছে জার্মান সংস্থাগুলি৷ নতুন করে আরও কিছু সংস্থা রাজ্যে বিনিয়োগ করবে৷ মিউনিখে রাজ্য সরকার আয়োজিত শিল্প সম্মেলনের পর সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে বৃহস্পতিবার স্পষ্ট জানালেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক পদক্ষেপ ও সম্মেলনে অসাধারণ আহ্বানের জন্যই জার্মান শিল্পমহলের ব়্যাডারে ধরা পড়েছে বাংলা৷।

বিশেষ তাৎপর্যপূর্ণ হল, এদিন স্টুটগার্টে ছিল একটি শিল্পসভা৷ যেখানে গিয়েছিল রাজ্যের একটি উচ্চপর্যায়ের শিল্প-প্রতিনিধিদল৷ সেই শিল্পসভায় জার্মানির ৬০টি সংস্থা ছিল৷ তারা প্রত্যেকেই বাংলা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে৷ অমিতবাবু এই প্রসঙ্গে বলেন, “আমরা আশা করেছিলাম ২০-৩০টি সংস্থা আসবে৷ কিন্তু এই যে বিপুল সংখ্যক সংস্থা এসেছে, এটাই সাফল্যের ইঙ্গিত দিচ্ছে৷”

অমিতবাবু বলেন “এদিন শিল্পসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন থেকে বিশ্ববাংলার প্রোডাক্টগুলি বার্লিন, মিউনিখ, বন-সহ জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সরকারি-বেসরকারি বিপণিতে পাওয়া যাবে৷ এই ব্যাপারে এদিন একটি চুক্তি হয়েছে৷ বাংলার কুটির ও হস্তশিল্প সম্পর্কে জার্মান শিল্পপতিদের মধ্যে আকর্ষণ তৈরি হয়েছে৷”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে জার্মানির দক্ষিণ প্রান্তের শহর স্টুটগার্টে গিয়েছিল রাজ্য সরকারের শিল্প-প্রতিনিধিদল৷ সেখানে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে সেখানকার শিল্পোদ্যোগী ও উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন শিল্পকর্তারা৷ স্টুটগার্টের বণিকসভার সঙ্গে আলোচনার পাশাপাশি জার্মানির ক্ষুদ্রশিল্পের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে চেয়েছেন মিউনিখ সফরে আসা বাংলার শিল্পকর্তারা৷

আজ, শুক্রবার কলকাতায় ফেরার বিমানে উঠছেন মুখ্যমন্ত্রী৷ বিকালে উড়ান৷ তিনি কলকাতা পৌঁছবেন শনিবার সকালে৷

Bengal to undertake drive to achieve 100 per cent literacy

The state mass education department is going to undertake a literacy drive in the city in order to achieve 100 per cent literacy rate.

Around 12 lakh men and women have registered their names in the 9 districts where literacy rate is comparatively low. Among the total 12 lakh, around 11.27 lakh people have appeared in the examination, of which around 60 per cent are women.

The state government is planning to cover around 12 lakh people under the literacy drive within March next year.

Around 1,364 Lok Siksha Kendra was set up at 9 districts to spread awareness and make the programme a success.

The state government is giving an emphasis on a special literacy drive among the physically challenged and backward classes.

 

সাক্ষরতার হার ১০০ শতাংশ করার উদ্যোগ রাজ্য সরকারের

সাক্ষরতা হার ১০০ শতাংশ করার জন্য রাজ্য গণশিক্ষা বিভাগ উদ্যোগ নিতে চলেছে। আগামী বছর মার্চ মাসের রাজ্যের প্রায় ১২ লক্ষ মানুষকে সাক্ষর করে তোলার একটি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১২ লক্ষ লোক ৯ টি জেলায় (যেখানে শিক্ষার হার তুলনামূলকভাবে কম) তাদের নাম নথিভুক্ত করেছেন। মোট ১২ লাখের মধ্যে প্রায় ১১.২৭ লক্ষ মানুষ পরীক্ষায় বসেছেন যার মধ্যে ৬০ শতাংশ মহিলা।

এই পরিকল্পনাকে সফল করতে ও মানুষকে এব্যাপারে আরও সচেতন করতে ৯ টি জেলায় মোট ১,৩৬৪ টি লোক শিক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে।

রাজ্য সরকার প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণীর ওপরও বিশেষভাবে জোর দিচ্ছে।

 

 

In a first, sanction plans to be handed over along with plots in Gitabitan township

Setting a precedent in the country, the Urban Development department of Bengal has decided to hand over plots – along with the sanction plan – to set up structures on them at Gitabitan in Santiniketan.

Gitabitan project, named by Chief Minister Mamata Banerjee, is coming up on 127 acre of land. Necessary amendments to the Building Rules will be made to facilitate the project. A tender will be floated after the Puja to find out the buyers.

The state government has decided to set up six townships in Santiniketan (Gitabitan on 127 acre), Baruipur (Uttam City on 86 acre), Asansol (Agnibina on 59 acre), Kalyani (Samriddhi on 51.4 acre) Howrah (Dumurjala on 51.4 acre) and Siliguri (Teesta on 84 acres).

The state government has also come up with a township policy. All the modern townships will have specific themes.

The image is representative

 

স্যানক্শন প্ল্যানও দেওয়া হবে গীতবিতান থিম সিটি প্রকল্পে 

মুখ্যমন্ত্রীর স্বপ্নের গীতবিতান থিম সিটিতে জমির সাথে স্যানক্শন প্ল্যান ও দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। তার জন্য প্রয়োজনীয় সংশোধন করা হবে আবাসন আইনে। পুজোর পর বিজ্ঞপ্তি জারি করা হবে।

১২৭ একর জমির ওপর গড়ে উঠতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামকরণ করা গীতবিতান প্রকল্প।

রাজ্য সরকার ছয়টি থিম উপনগরী গড়ে তুলতে চায়: শান্তিনিকেতনে গীতবিতান (১২৭ একর), বারুইপুরে উত্তম নগরী (৮৬ একর), আসানসোলে অগ্নিবীণা (৫৯ একর), কল্যাণীতে সমৃধ্ধি (৫১.৪ একর), হাওড়াতে ডুমুরজালা (৫১.৪ একর) ও শিলিগুড়িতে তিস্তা (৮৪ একর)।

গীতবিতান এমন ভাবে তৈরী করা হবে যাতে শান্তিনিকেতনের পরিবেশ আরও সমৃদ্ধ হয়। এই উপনাগরিতে অত্যাধুনিক সব বন্দোবস্ত থাকবে পরিবেশ ও প্রযুক্তির মেলবন্ধন ঘটে।

Bengal to celebrate Golden Jubilee Year of International Literacy Day

The Bengal Mass Education and Library Services department will celebrate the golden jubilee year of International Literacy Day  at Rabindra Sadan today. The State Panchayat and Rural Development and PHE Minister Subrata Mukherjee will deliver the inaugural lecture on the occasion.

On the occasion a padayatra with over 1000 participants will also be organised on the same day.

The West Bengal government is planning to reduce illiteracy by ten per cent within the next five years. The Government has identified nine districts in the state upon which special attention is being given. The districts include CoochBehar, Jalpaiguri, North and South Dianjpur, Malda, Murshidabad, Birbhum, Bankura and Purulia.

Besides implementing the State-funded Literacy Programme, the Mass Education department is also running Social Welfare Homes, providing education and training for the disabled students, running the Shramik Vidyapith, Kolkata as well as the People’s (Janata) Government College, Banipur, North 24 Parganas and People’s (Janata) Government College at Kalimpong.

 

 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের স্বর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করবে বাংলা

আজ রবীন্দ্র সদনে দি বেঙ্গল মাস এডুকেশন এন্ড লাইব্রেরি সার্ভিস ডিপার্টমেন্ট দ্বারা আয়োজিত হতে চলেছে সাক্ষরতা দিবসের স্বর্ণ জয়ন্তী বর্ষ  অনুষ্ঠান।  রাজ্য পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় উদ্বোধনী বক্তৃতা দেবেন।

এই উপলক্ষে একই দিনে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, প্রায় ১০০০ জনেরও বেশি লোক অংশগ্রহণ করবেন।

রাজ্য সরকার আগামী পাঁচ বছরের মদ্ধ্যে আরো দশ  শতাংশ মানুষকে শিক্ষিত করার লক্ষমাত্রা স্থির করেছে। এর জন্যে বিশেষ করে নয়টি জেলা কে চিহ্নিত করা হয়েছে ও তাদের ওপর বিশেষ নজর দেওয়া হবে।  জেলাগুলি হল – কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া।

সরকার নিহিত সাক্ষরতা কার্যক্রম ছাড়াও গন শিক্ষা দফতর সমাজ সংস্কারি  হোম, ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া, কলকাতা শ্রমিক বিদ্যাপীঠ, উত্তর ২৪ পরগনার বানীপুর ও কালিম্পঙে সরকারি কলেজ চালনা করছে।

 

Bengal excels in providing drinking water to villages, control pollution

Adding another feather in its cap Bengal now excels in providing drinking water to the villages as well as in controlling pollution by technical means.

The State Public Health Engineering department has now requested for a package of Rs 10,000 Cr for carrying out a project to provide arsenic and fluoride-free drinking water to all the villages in the State.

Incidentally, Bengal has been the first and only State to start using the mobile app to pinpoint water sources for drinking water and map it with Geo-tag, which was devised by the Central Ministry.

The State PHE department has installed 217 laboratories to constantly check the quality of ground water. Also, all tube wells are being pinpointed by GI mapping. The laboratories have been given smart phones to do the mapping through the mobile app. Incidentally, Bengal also holds the first place in creating the number of laboratories to research on water quality.

 

দূষণমুক্ত পানীয় জল সরবরাহের জন্য সারা দেশে নজির গড়ল বাংলা

বাংলার মুকুটে যোগ হল আরও একটি পালক। গ্রামে গ্রামে পানীয় জল পরীক্ষাগারে প্রযুক্তির ব্যবহার ও দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে থাকার সুবাদে অন্য রাজ্যের তুলনার এগিয়ে বাংলা।

রাজ্যকে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণমুক্ত করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিনিধিরা ১০ কোটি টাকার একটি প্রেজেন্টেশন দেবে।

ঘটনাচক্রে, বাংলাই প্রথম রাজ্য যারা কেন্দ্রের গ্রামীণ জলসরবরাহ মন্ত্রকের তৈরি মোবাইল অ্যাপ ব্যবহার করে। জলের উৎস চিহ্নিত করে তা অ্যাপের মাধ্যমে আপলোড করে দিলে টা আপনাআপনিই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এবং ছবি তোলার তারিখ ও সময় সহ জিও ট্যাগ করে নেবে।

রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর রাজ্যব্যাপী ২১৭ টি ল্যাবরেটরির মাধ্যমে প্রতিনিয়ত পানীয় জলের গুনমান পরীক্ষা করে চলেছে। এছাড়া প্রতিটি নলকূপকে ভৌগলিকভাবে চিহ্নিত করে তাঁর জি আই এস ম্যাপিং করা হচ্ছে এবং রাজ্যের প্রতিটি ব্লকে সমস্ত নলকূপকে পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রতিটি ল্যাবরেটরিকে স্মার্ট ফোন দেওয়া হয়েছে সার্ভে করার জন্য। ঘটনাচক্রে, পানীয় জল পরীক্ষাগারের সংখ্যার বিচারেও দেশে প্রথম বাংলা।

 

New tourist destinations in north Bengal for the Pujas

Ratneswar Jheel, Sikiajhora, Bakla, West Damdim, Chamurchi, Chalsa, Meteli, Saktia, Khushiya Udyan, Lataguri Lake, Madhubani Park, Mangalbari, Ramsai, Maora Valley, Murti, Jalpesh Temple, Tilabari, Batabari, Jatileswar Temple – some new, some old, soon to get a touch of the new. These are going to be the hot destinations for the Puja holidays.

The West Bengal Tourism Department, under instructions from Chief Minister Mamata Banerjee, is developing these 19 destinations at a cost of Rs 25 crore. They are located in the districts of Jalpaiguri and Alipurduar. The infrastructure being readied would enable an average of 200 tourists at a time to enjoy the facilities at each of these resorts. Most of these would be inaugurated in September, after Viswakarma Puja. A few would be completed in October.

The projects would be implemented with the help of the local panchayat samitis, municipalities and district magistrates. The local bodies would keep 20% of the profits from these facilities. This would act as an incentive for the local bodies to take care of the maintenance of these resorts and related facilities.

 

পুজোয় উত্তরবঙ্গে পর্যটনের নতুন ঠিকানা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজোর আগে উত্তরবঙ্গে পর্যটকদের জন্য ১৯টি নতুন পর্যটন কেন্দ্র চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। এর জন্য খরচ হচ্ছে মোট ২৫ কোটি টাকা। পুরনো পর্যটন কেন্দ্রগুলি সংস্কারের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক মানের নতুন পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। একদিনে একসঙ্গে ২০০ পর্যটক এই নতুন কেন্দ্রগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

রত্নেশ্বর ঝিল, সিকিয়া ঝোরা, বাকলা, পশ্চিম ডামডিম, চামুর্চি, চালসা, মেটেলি, সাকতিয়া, খুশিয়া উদ্যান, লাটাগুড়ি দীঘি, মধুবনি পার্ক, মঙ্গলবাড়ি, রামশাই, মাওরা ভ্যালি, মূর্তি, জল্পেশ মন্দির, তিলাবাড়ি, বাটাবাড়ি, জটিলেশ্বর মন্দির – কিঞ্ছু নতুন ও কিছু পুরনো মিলিয়ে উত্তরবঙ্গে অনেকগুলি নতুন পর্যটন কেন্দ্র আসছে। এগুলিই পুজোর প্রধান আকর্ষণ। এর মধ্যে অধিকাংশই বিশ্বকর্মা পুজোর পর সেপ্টেম্বরে উদ্বোধন হয়ে যাবে, বাকীগুলোর কাজ অক্টোবরে সম্পন্ন হয়ে যাবে। মেগা ট্যুরিজম হাবের যে ৪টি প্রকল্প রয়েছে সেগুলি পুজোর আগেই খুলে দেওয়া হবে।

এই প্রকল্পের কাজগুলি সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি, পুরসভা ও জেলাশাসকের দফতরের মাধ্যমে করা হহবে। ২০% লাভ রেখে কাজের বরাত দেওয়া হবে। এর ফলে দপ্তর পরিচালনা ও পর্যটন কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণ করা হবে।

 

“Come to Bengal and invest”: Mamata tells investors in Munich

West Bengal Chief Minister Mamata Banerjee today made an impassioned plea to investors, both foreign and those in the country, to invest in the state and assured them that her government would pull out all the stops to help and support.

“We will help. Give us the choice, we will give you all options. If you want to set up industry, the state government will give land from the land bank. Our land bank, land policy is ready. If you come, we will be happy,” Banerjee said while addressing a business meeting in Munich.

Mamata Banerjee, who led a business delegation to Munich to explore investment opportunities, urged the German auto major BMW to consider investing in the state and said, “We have enough opportunities in transport sector. You will see with your own eyes the opportunities in Bengal,” she said.

“If you think about India, first think about Bengal. Bengal is the gateway to Bangladesh, Bhutan, Nepal. If you invest, you will get a ready market,” she told the investors.

“If you want to invest, you have to set up one unit. Only ancillaries (industries) will not serve the purpose,” she said.

Giving a personal touch to her fervent plea, the Chief Minister said, “please consider me as your sister. Consider Bengal as your home. Bengal is the destination”.

State finance minister Amit Mitra, who had a meeting yesterday with senior management of the BMW in Munich had described it as a productive meeting.

“We told BMW that all options are open for them to invest in Bengal,” he had stated.

 

জার্মানিকে বাংলায় লগ্নির ডাক মমতার

বাংলা পূর্ব এশিয়ার প্রবেশপথ। এখানে কারখানা করলে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারত এবং দক্ষিণ এশিয়ার বাজার পাবেন। আমাদের ল্যান্ডব্যাঙ্ক রয়েছে, বিনিয়োগের উপযুক্ত জায়গা রয়েছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বুধবার মিউনিখে এভাবেই বি এম ডব্লু–কে বাংলায় বিনিয়োগ করার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গাড়ি শিল্পের পাশাপাশি বাংলায় ম্যানুফ্যাকচারিং শিল্প গড়তেও জার্মান শিল্পোদ্যোগীদের আহ্বান জানিয়েছেন। জার্মান শিল্পপতি ও উদ্যোক্তাদের উদ্দেশে মিউনিখের সিটি সেন্টারে শিল্প সম্মেলনে মমতা বলেন, শুধু কারখানাই নয়, অনুসারী শিল্প করতেও আসুন।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় অনেক জায়গা আছে যেখানে জল, বিদ্যুৎ, আলো প্রচুর আছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বাভারিয়া প্রদেশের আইনমন্ত্রী উইনফ্রেইড হাউসব্যাককে পাশে বসিয়ে মমতা বলেন, আমাদের ল্যান্ডব্যাঙ্ক আছে। বাংলায় কর্মসংস্কৃতি ফিরেছে। এখন আমাদের রাজ্যে আর কোনও কর্মদিবস নষ্ট হচ্ছে না। বাংলায় রেডি মার্কেট পাবেন। আপনাদের পণ্যের জন্য নতুন করে বাজার খুঁজতে হবে না। বাংলা এখন বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা। আপনারা আসুন।

এদিনের শিল্প সম্মেলনে রাজ্যের ২৯ জন শিল্পপতির একটি দল যোগ দিয়েছেন। সম্মেলনে বাংলার শিল্পপতিদের অনেকে গত ৫ বছরে পশ্চিমবঙ্গে এই সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, তাঁদের এই সরকারের সময়ে কাজ করতে কোনও অসুবিধা হয়নি। সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবরকম সহযোগিতা তাঁরা যখনই চেয়েছেন, পেয়েছেন। জানা গেছে, এদিন শিল্প সম্মেলনে জার্মানির কয়েকটি শিল্প সংস্থার প্রতিনিধিরা বাংলায় বিনিয়োগ করার কথা ভাবছেন বলে জানিয়েছেন।

জার্মান শিল্পপতিদের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করেন। বলেন, জার্মানির সঙ্গে ভারতের মৈত্রী বন্ধন গড়ে তুলেছিলেন ম্যাক্সমুলার। বলেন, জার্মান ও বাংলার সম্পর্ক দীর্ঘজীবী হোক।

মুখ্যমন্ত্রী বলেন, গাড়ি শিল্পই হোক আর ম্যানুফ্যাকচারিং— বাংলায় বিনিয়োগ করলে আপনারা সবরকম সহযোগিতা, সমর্থন পাবেন। বাংলার তরুণ প্রজন্ম রয়েছে। তাঁদেরকেও আপনারা কাজে লাগাতে পারবেন। জার্মান শিল্পোদ্যোগীদের উদ্দেশে মমতা বলেন, আপনারা এসেছেন। আমি গর্বিত। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। ২০ ও ২১ জানুয়ারি কলকাতায় গ্লোবাল বিজনেস সামিট হবে। আপনারা আসুন।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমি বিশ্বাস করি কাজ বেশি কথা কম। এভাবেই চলি। এদিনের বৈঠকে সিমেন্সের সুনীল মাথুর উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব–ফুটবল চ্যাম্পিয়ন জার্মানি। আর বাংলার মানুষ ফুটবল–পাগল। রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখে। আমিও রাত জেগে দেখি। জার্মানির অনেক জিনিস আমরা কলকাতায় ব্যবহার করি। আপনারা যখনই আসবেন, বাংলায় কোনও বাধা পাবেন না। সবরকম সমর্থন, সহযোগিতা আপনারা পাবেন। বাংলায় বিনিয়োগ করলে এশিয়ার অন্য দেশগুলিতেও আপনাদের পণ্যের বাজার পাবেন। পূর্ব এশিয়ার গেটওয়ে পশ্চিমবঙ্গ। আমাদের পরিবহণ ব্যবস্থা ভাল। ল্যান্ডব্যাঙ্ক আছে।

Bengal CM to meet German industry houses, seek investments

Bengal Chief Minister Mamata Banerjee will today hold a meeting with representatives of the German business houses at City Centre, Munich. The Chief Minister will be accompanied by the State finance and industry minister Dr Amit Mitra and a business delegation consisting industry captains from Bengal.

A preliminary meeting was held between the Chief Minister and the business delegation from Bengal yesterday. The Chief Minister urged the industry captains to showcase their experience of doing business in Bengal to their German counterparts. It was also decided regarding which sectors should be highlighted in the meeting,

The Bengal Chief Minister had earlier visited Singapore, London, Bhutan and Bangladesh and held industry meets . Under the present Government there has been a complete turnaround by the State regarding work culture and infrastructure development.

লগ্নি টানতে আজ মিউনিখে শিল্প সম্মেলন মুখ্যমন্ত্রীর

বাংলায় জার্মানির লগ্নির প্রত্যাশাকে সামনে রেখে আজ মিউনিখের সিটি সেণ্টারে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারের শিল্প সম্মেলন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই নজিরবিহীন শিল্প সম্মেলনে জার্মান শিল্পমহলের শীর্ষস্থানীয় বহু প্রতিনিধি উপস্থিত থাকবেন৷

অটোমোবাইল সংস্থা ও সিমেন্স-সহ বহু সংস্থা আজ রাজ্যের আহ্বানে শিল্প সম্মেলনে যোগ দিতে পারে৷ ইউরোপের মাটিতে এই গুরুত্বপূর্ণ শিল্প সম্মেলনে টাটা গোষ্ঠীর প্রতিনিধি সহ থাকছেন দেশের প্রথমসারির কয়েকজন শিল্পোদ্যোগী৷ টিম বাংলাকে নিয়ে মমতা রোট্যাচ ইগার্ন থেকে মিউনিখে গিয়ে শিল্প সম্মেলনে যোগ দেবেন৷

মিউনিখের সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বাংলার শিল্পোদ্যোগীরা৷ মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দেশ থেকে আসা শিল্পোদ্যোগীদের সঙ্গে  শিল্প সম্মেলনের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করেন৷ বৈঠকে শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য সচিবরাও ছিলেন৷ ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নয়, আপনারাই রাজ্যের শিল্পের কথা জার্মান শিল্পমহলের কাছে তুলে ধরবেন৷” রাজ্যের শিল্প পরিবেশের কোন দিকগুলি সম্মেলনে তুলে ধরা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়৷

২০১৭ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে মিউনিখের এই শিল্প সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর, লন্ডন, ভুটান ও বাংলাদেশ সফরে গিয়েও শিল্প সম্মেলন করেছেন৷ দেশের মধ্যেও বাণিজ্যনগরী মুম্বই এবং দিল্লিতেও শিল্প সম্মেলন করেছেন তিনি৷‘বদলে যাওয়া’ বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন্ শিল্প সংস্থা৷