Bengal Govt to set up five medical and seven nursing colleges

The Bengal Government on Friday announced setting up of five new medical colleges and seven nursing institutes.

At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion. Apart from the proposed five, the state plans to have nine more medical colleges, taking the tally to 26.

The five new medical colleges will come up at Cooch Behar, Raigunj, Rampurhat, Purulia and Diamond Harbour. The nursing institutes would be located at Ghatal, Barasat, Basirhat, Jangipur, Jhargram, Uluberia and Kamarhati.

The new medical colleges will be attached to the district or referral hospitals, with the distance between them being planned to be 10km.

The new nursing colleges will be set up at Ghatal, Barasat, Jangipur, Jhargram, Uluberia, Basirhat and Sagar Dutta Medical College.

 

 

পাঁচটি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

শুক্রবার আরও পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার৷

বর্তমানে বাংলায় ১৬ টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ১২ টি সরকারি, ৩ টি বেসরকারি এবং একটি কেন্দ্রীয় সরকারের। এই পাঁচটি যোগ হলে মোট মেডিকেল কলেজের সংখ্যা হবে ২১। প্রস্তাবিত পাঁচটি ছাড়াও আরও নয়টি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গের কোচবিহার ও রায়গঞ্জ এবং রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ডহারবারে তৈরি হবে এই পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ৷

নতুন মেডিকেল কলেজগুলিকে জেলা হাসপাতালগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য সেগুলি ১০ কিমি দূরত্বে তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

নার্সিং কলেজগুলি তৈরি হবে ঘাটাল, বারাসাত, বসিরহাট, জঙ্গিপুর, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া এবং সাগর দত্ত মেডিকেল কলেজে।

 

Forest dept to give special training to employees to curb poaching

To check the incidents of poaching in the forests of north Bengal, the state forest department is planning to provide special training to its employees conducting vigil.

The department will not only provide incentives to the people who will gather information on the poachers, but they will be also be given various prizes for their job.

The department has a plan to give special training to the forest protection committee members as well. The forest dwellers will be involved in the plan. Training would be given to the local villagers. The people who will be a part of the plan will be brought under a security cover apart from the monetary benefits.

 

উত্তরবঙ্গের জঙ্গলে চোরাশিকার রুখতে নয়া উদ্যোগ রাজ্যের

উত্তরবঙ্গের জঙ্গলে চোরা শিকার রুখতে এক নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য বন দপ্তর। চোরা শিকার দমনে কর্মীদের প্রশিক্ষণ দেবে বন দপ্তর। স্থানীয় মানুষদের মধ্যে সচেতনতার প্রসারও করা হবে ।
যে সকল মানুষ চোরা-শিকারিদের ব্যাপারে তথ্যপ্রদান করতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে। আর্থিক পুরস্কার দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণ দেওয়া হবে বনরক্ষা কমিটির সদস্যদেরও। যারা চোরা-শিকারিদের ব্যাপারে তথ্যপ্রদান করতে পারবেন তাদের সুরক্ষার ব্যবস্থাও করবে বন দপ্তর।

Sister Nivedita’s 150th birth anniversary celebrations begin

The 150th birth anniversary of Sister Nivedita will be celebrated by the state government in a grand manner. The inaugural function was held at Sisir Mancha on Friday, where state Education minister Partha Chatterjee and president of Bagbazar Math Swami Nityamuktananda were present.

The state government has set up a committee, comprising dignitaries of Ramakrishna Math and Mission including general secretary Swami Suhitananda, assistant secretary Swami Suvirananda and Swami Suvakarananda for the celebrations.

It was Chief Minister Mamata Banerjee who took special interest in acquiring and renovating the house of Sister Nivedita at 16 Bosepara Lane and hand it to Ramakrishna Sarada Math. The Chief Minister also acquired Roy Villa in Darjeeling, where Sister Nivedita died on October 13, 1911, and handed it over to Ramakrishna Mission.

A programme will be held at Bosepara Lane, where renovation of the building is being carried out in full swing. Noted personalities of the 19th century – from Tagore to Jagadish Chandra Bose, Aurobindo Ghosh to Gopal Krishna Gokhale – used to visit the house.

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের সূচনা করল রাজ্য সরকার

আজ ভগিনী নিবেদিতার ১৫০ তম জন্ম শতবর্ষ উপলক্ষে শিশির মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বাগবাজার মঠের সভাপতি স্বামী নিত্যামুক্তানন্দ।

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের জন্য রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে আছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী সুহিতানন্দ, সহ সম্পাদক স্বামী শুভিরানন্দ এবং স্বামী শুভাকরনন্দ মহাশয় সহ অন্যান্য প্রতিনিধিরা।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই রাজ্য সরকার ভগিনী নিবেদিতার বোসপাড়া লেনের বাসস্থান সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেই বাড়িটি তুলে দেওয়া হয়েছে  রামকৃষ্ণ মিশন ও মঠকে। দার্জিলিঙের রায় ভিলা, যেখানে ভগিনী নিবেদিতা শেষ নিশ্বাস ত্যাগ করেন, সেই বাড়িটিও তুলে দেওয়া হয় রামকৃষ্ণ মিশন ও মঠকে।

বোসপাড়া লেনে যেখানে ভবনের সংস্কারকাজ পুরোদমে চলছে সেখানেও একটি অনুষ্ঠান হবে।  উল্লেখ্য, ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট ব্যক্তিত্ব – রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জগদীশ চন্দ্র বসু, অরবিন্দ ঘোষ গোপালকৃষ্ণ গোখলে – সকলেরই এখানে যাতায়াত ছিল।

e-Health centre launched in New Town

A new e-Health centre at New Town was inaugurated by the State Urban Development Minister on Tuesday. The New Town Kolkata Development Authority (NKDA) West Bengal will run the service mainly for the people of low income group.

The e-Health service will now be available in three places of the New Town.

The e-health centre will have a general physician and paramedical staff. The centre is charging only Rs 50 for its service. It is pocket friendly and many poor people could avail this facility.

A patient can undergo preliminary check-ups and consult a doctor online from the e-health centre. It will cater to first aid and other basic primary healthcare requirements, like sugar and pressure tests. The reports will be sent online to the doctors. Then the doctors will give the necessary advice.

New Town, being a sophisticated township has planed many new initiatives. The city is being made with top class facilities in the line of reputed in cities across the globe. New Town will also house some private hospitals which are in the making.

 

নিউটাউনে চালু হল ই-হেল্থ সেন্টার

নিউ টাউনে একটি নতুন ই-হেল্থ সেন্টার চালু হল। মঙ্গলবার মাননীয় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এই সেন্টারের উদ্বোধন করেন। সাধারণ নাগরিকদের চিকিৎসার চাহিদা পূরণ করতে পশ্চিমবঙ্গের নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ এই সেন্টারটি চালু করল।

বর্তমানে নিউ টাউনের তিনটি জায়গায় এই ই-হেল্থ কেয়ার পরিষেবা চালু হবে। কেন্দ্রগুলি – স্বপ্নভোর এবং অ্যাকশান এরিয়ায় অবস্থিত।

এই ই-হেল্থ সেন্টারগুলিতে সাধারণ চিকিৎসকরা ছাড়াও প্যারামেডিক্যাল কর্মীরা থাকবেন। সেবা কেন্দ্রের চার্জ মাত্র ৫০ টাকা। এর ফলে গরীব মানুষরা সহজেই এখানে চিকিৎসার সুবিধা পাবেন।

এই কেন্দ্রে রোগীরা তাদের প্রাথমিক চেক আপ করানোর পাশাপাশি ডাক্তারের সঙ্গে আলোচনা করে তাদের থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন। এখানে বিভিন্নন প্রাথমিক চিকিৎসা যেমন – সুগার, প্রেসার ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। অনলাইনে ডাক্তারদের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং তারপর ডাক্তাররা প্রয়োজনমতো পরামর্শ দেবেন।

নিউ টাউনের সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু বেসরকারি হাসপাতালও তৈরি হচ্ছে।

Bengal is the gateway to south-east Asia: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated US-based hospitality chain JW Marriott’s debut hotel in the city on Tuesday, reiterating her contention that the state had a conducive environment for businesses to flourish.

The opening of JW Marriott hotel in the city proves that Bengal is the destination for investment as it is the gateway to south-east Asian countries, she said while inaugurating the hotel on Eastern Metropolitan Bypass.

Stressing on the strategic importance of Bengal for business, she said, “Bengal is not just a destination for Kolkata. It is the gateway to countries like Nepal, Bhutan, Bangladesh, and accessible to Bangkok, Singapore and Myanmar.”

She thanked the authorities of the biggest hotel chain in the world for opening the hotel before the Bengal Global Business Summit scheduled to be held on January 20-21, 2017 where delegates from many foreign countries to the city will attend this conference.

The Bengal CM also informed about the company’s plan to invest in another hotel at Siliguri. The superstructure, spread over 1.3 acres of land on Hillcart Road, would comprise 138 rooms. It will be thrown open to the public by the end of 2017.

 

 

রাজ্যে লগ্নি বাড়ছে পর্যটন শিল্পে, খুশি মুখ্যমন্ত্রী

রাজ্যে পর্যটন শিল্প বাড়ছে৷ ভিনদেশের পর্যটকরা আসছেন৷ তাই হোটেল ব্যবসা বাড়ছে৷ একের পর এক বিলাসবহুল হোটেল খুলছে রাজ্যে৷ কলকাতায় জে ডবলিউ ম্যারিয়ট হোটেলের উদ্বোধনে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি বলেন, “দীপাবলির আগে কলকাতাকে আলোকিত করল ম্যারিয়ট হোটেল৷ আপনারা এগিয়ে যান৷ আমরা সঙ্গে আছি৷” পাশাপাশি আগামী ২০-২১ জানুয়ারি বেঙ্গল গ্লোবাল সামিট হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও প্রকল্প যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সরকার সবসময় সাহায্য করে৷ সহযোগিতা করে৷ কলকাতা হল নেপাল, ভুটান, বাংলাদেশ শুধু নয়, ব্যাংকক, সিঙ্গাপুর, মায়ানমারের গেটওয়ে৷ পর্যটকদেরও পছন্দের গন্তব্য৷ শিল্পও বাড়ছে৷ বহু হোটেল তো আছে৷ নতুন অনেকে আসছে৷ ব্যবসা না হলে তারা আসত?”

সায়েন্স সিটির কাছেই ম্যারিয়ট গোষ্ঠীর হোটেল দরজা খুলল মঙ্গলবার৷ যদিও পুরোপুরি পরিষেবা চালু হতে আরও কয়েকদিন লাগবে৷ কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু বুকিং হয়ে গিয়েছে৷ মনি গোষ্ঠী ও সত্ত্বা গোষ্ঠীর হাত ধরে কলকাতায় পা রাখল ম্যারিয়ট৷ ২৮১টি ঘর, মহানগরের সর্ববৃহৎ বলরুম, নিশি-উপভোগের জন্য নাইট ক্লাব ‘গোল্ড’, সুইমিং পুল, স্পা এবং আরও অনেক কিছু, যার জন্য সেপ্টেম্বর পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১২০০ কোটি টাকা৷ যে প্রকল্পের উদ্বোধনে চিফ অপারেটিং অফিসার রাজীব মেমন বলেছেন, “কলকাতা সম্পর্কে ধারণা বদলেছে৷ এক সময় সুনামে কিছুটা হলেও ঘুন ধরেছিল, এখন সেই অবস্থা বদলেছে৷” এজন্য মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি৷ অর্থমন্ত্রীর সহযোগিতার কথা বলে তাঁর মন্তব্য, “উনিও এই প্রকল্প গড়ে তোলার জন্য নানাভাবে সাহায্য করেছেন, উৎসাহিত করেছেন৷”

Investment Bengal

Eye on US biz ties, Dr Amit Mitra attends midnight meet

In order to strengthen business ties with US, Bengal Finance, Commerce and Industries minister Dr Amit Mitra spent one-and-a-half hours with the US India Business Council (USIBC), a little after Monday midnight, on video conference.

The meeting, attended by USIBC president Mukesh Aghi, global CEO of MasterCard Ajay Banga, Ambassador Frank Wisner, consul general of India in New York Riva Ganguly Das and 35 others, was held in New York. Along with Dr Mitra, Trinamool MP and spokesperson Derek O’Brien pitched Bengal as the next global destination.

Pointing out that at the macro-economic level, the growth of Bengal stood far above that of the rest of the country, the state finance minister cited four examples based on 2015-16 figures that showed that the state outpaced GVA growth nationally by 4.72%, industrial sector growth by 3.29%, agricultural sector growth by 4.45% and services sector growth by 4.79%.

Dr Mitra further said that the state economy was at a more solid footing compared to that during the Left rule in 2010-11. The GSDP (at current prices) has doubled, fiscal deficit and revenue deficit has been brought down, and state’s own taxes have doubled in four years. Plan expenditure has grown thrice and capital expenditure has grown by seven times. Physical infrastructure in the state had grown fourfold, he added.

“Changes in Bengal in the past five years have been palpable and terrific,” said Ajay Banga, chairman emeritus of USIBC & global CEO of MasterCard.

“The 90-minute meeting was purposive. The Q&A session was also invigorating. We are glad that delegates in NYC were receptive to hard numbers about Bengal growth story of 5 years under the leadership of Mamata Banerjee,” O’Brien said.

 

মার্কিন শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

রীতিমতো নজিরবিহীনভাবে মধ্যরাতে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হল। সোমবার রাত সাড়ে ১১টা থেকে সওয়া ১টা পযর্ন্ত নবান্নের ১৩ তলার কনফারেন্স রুম থেকে ওই ভিডিও কনফারেন্স করেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। অপরদিকে নিউইয়র্কের মিডটাউনের মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ড রুমে ছিলেন প্রায় ৫০ জন শিল্পপতি ও শিল্পসংস্থার কর্ণধার। সেই তালিকায় গ্লোবাল মাস্টার কার্ডের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ফ্র্যাঙ্ক উইজনারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিলেন।

রাজ্য সরকার তথা এদেশের প্রতিনিধি হিসাবে নিউইয়র্কে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন এবং নিউইয়র্কে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। রাজ্য সরকারের তরফে অমিত মিত্র ছাড়াও শিল্পদপ্তরের প্রধান সচিব এসএম কৃষ্ণা এবং ডব্লুবিআইডিসি’র ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে সময় তখন বেলা ২টো। ভিডিও কনফারেন্সের শুরুতেই মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে দ্বিতীয় বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে তারা জানিয়ে দেয়, পেপসি, কোকাকোলা, কগনিজ্যান্ট-র মতো মার্কিন সংস্থা রা঩জ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, এশিয়ান দেশগুলির গেটওয়ে। অমিত মিত্র রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাখ্যা করে বলেন, রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ রাজ্য থেকে বাংলাদেশ, নেপাল, ভুটানেও ব্যাবসার সুযোগ রয়েছে। কগনিজ্যান্ট নতুন করে ১৫ একর জমি নিয়েছে। সেখানে পুনরায় তথ্যপ্রযুক্তি সংস্থা চালু করবে। নতুন করে ১৫ হাজার কর্মসংস্থান হতে চলেছে। কোকাকোলা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের প্রতিষ্ঠানে ‘মাজা’ তৈরি হচ্ছে। রাজ্যে বিনিয়োগের সব সম্ভাবনা রয়েছে।

সেই সব দিক ব্যাখ্যা করতে গিয়ে কত রাস্তা হয়েছে, কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার উল্লেখ করেন অমিতবাবু। মার্কিন শিল্পপতিরা অমিতবাবুর কাছে জিএসটি নিয়ে রাজ্যের স্ট্যান্ড জানতে চান। তিনি বলেন, আর কোনও সংস্থাকে একাধিক ট্যাক্স দিতে হবে না। একটি ট্যাক্সের মাধ্যমে সব ট্যাক্স দেওয়া যাবে। তিনি যে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান, তাও জানিয়ে দেন। সেই ভিডিও কনফারেন্সে নিউইয়র্কে উপস্থিত রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও কেন্দ্রীয় সরকারের ভূমিকারও ব্যাখ্যা করেন। ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কে অভিজ্ঞ ফ্র্যাঙ্ক উইজনারও পৌনে দু’ঘণ্টার ভিডিও কনফারেন্স নানা বিষয় তুলে ধরেন। জানতে চান, দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।

পশ্চিমবঙ্গের শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তনও জানতে চান অমিত মিত্রের কাছে। অমিতবাবু তাঁদের কাছে আগেই পাঁচ পাতার নোট পাঠিয়েছিলেন। সোমবার গভীর রাতে রাজনৈতিক পরিবর্তনের পুরো ব্যাখ্যা করেন। জানিয়ে দেন, রাজ্য স্থায়ী সরকার চলছে। সেই সঙ্গে পরিকাঠামো, ভারী শিল্প, শিক্ষা, পর্যটন, তথ্যপ্রযুক্তি সেক্টরে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে আগামী ২০-২১ জানুয়ারি বিশ্ববঙ্গ সম্মেলনে হাজির হওয়ার জন্য মার্কিন শিল্পপতিদের কাছে আবেদন করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদল এ রাজ্যে আসতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Don’t instigate communal violence, cautions Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Monday cautioned political parties not to create communal tension ahead of Kali Puja.

“There may be groups trying to provoke communal violence. Be extremely careful. If there are attempts to instigate people then inform the police immediately. Do not allow rumours to spread,” the Chief Minister said at Nabanna.

The Chief Minister said that those trying to create divisions among people are against the welfare of the state. “The State Government will not tolerate any kind of destructive activities. All emergency department personnel will be on duty during the forthcoming festive days, as they had been during the recently concluded Durga Puja. Appreciate their efforts and cooperate with them so that the coming festival days remain totally peaceful,” the Chief Minister said.

At the State cabinet meeting yesterday, the Chief Minister issued a note of caution against probable instigation to spread communal violence. She asked all her cabinet colleagues to be extra careful during the festival days. Public representatives have also been asked to make themselves accessible to the masses and keep a close vigil on the situation. The police force have also been instructed to take immediate and strong action against anyone attempting to spread rumours.

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কালীপুজো, ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর সময় রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি পুজো কমিটিগুলি ও সাধারণ মানুষের কাছেও আবেদন রেখেছেন কোনওরকম প্ররোচনার ফাঁদে পা না দিতে।

তাঁর কথায়, “চক্রান্ত হচ্ছে বা অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। বাংলা বিশ্বের দরবারে যাতে গর্ব করার মতো জায়গায় না থাকতে পারে, তার জন্য চক্রান্ত চলছে। কেউ বিভেদ করতে চাইলে মেনে নেবেন না”।

সোমবার নবান্নের সামনে দমকলের নতুন ৫০টি গাড়ির যাত্রার সূচনা অনুষ্ঠানে যেমন এই বার্তা দিয়েছেন, তেমনই মন্ত্রীসভার বৈঠকেও মন্ত্রীদের সতর্ক থাকতে বলেছেন তিনি। সেখানে ধর্মীয় উসকানির বিষয়টিও স্পষ্ট সতর্ক করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অনেকেই সাম্প্রদায়িক বিভেদ ঘটাতে উসকানি দিচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে। আগেও এমন খবর এসেছে।বিধায়কদের পাশে নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে সতর্ক নজর রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার দমকলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  বলেন, “সবাই যেন ভালো থাকে। দুর্ভোগ বা দুর্যোগের উ९সব চাই না।” তিনি সতর্ক করে দিয়েছেন, খেয়াল রাখতে হবে আমার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ধর্মে-কর্মে বিভেদ করে যারা, তারাই ধ্বংস করে, সৃষ্টি নয়। আমরা মৃত্যু নয়, জীবন চাই।” পাশাপাশি ধর্মীয় বিভেদকারীদের বিষয়ে মানুষকে সতর্ক করে তিনি বলেন, “যারা ধর্মের নামে বিভেদ করে, তারা পরিবারের মধ্যে বিভেদ করবে। এলাকায় এলাকায় বিভেদ করে দেবে। এটাই ওদের কাজ।”

তিনি বলেন, “দুঃখ, কষ্ট থাকতে পারে, তা বলে উত্সব থেমে থাকবে না। অপসংস্কৃতি নয়, সংস্কৃতি চাই। বাংলার মাটি সভ্যতার মাটি। পাঁচ বছরে বাংলায় অনেক কাজ হয়েছে। আরও কাজ করতে হবে।”

 

 

Bengal Govt provides irrigation assistance to Singur farmers

The Bengal Government, under the initiative of Chief Minister Mamata Banerjee has taken upon a project to set up 56 deep tube-wells in five moujas of Singur so that farmers are able to take up proper irrigation measures.

After returning cultivable lands to the farmers in Singur, mini deep tube-wells are now being set up in Gopalnagar, Khasebheri, Beraberi, Singer Bheri and Bajemelia moujas.

Incidentally, the erstwhile Left Front Government had dismantled 50 tube-wells in the region in 2006.

The work for setting up the tube-wells was taken up in war footing and a part of the work has already been completed. The Government had a view to ensure the setting up of a proper irrigation system in the returned farmlands in Singur, and it has kept its word. The Government has also provided the farmers with farming equipment and crop seeds.

It may be recalled that the land in Singur was so fertile that it yielded three crops per year. Mamata Banerjee had made it a point to stand beside the farmers of Singur and she kept her promise by starting the providing of cultivable land to the farmers on October 20.

 

সিঙ্গুরের কৃষকদের সেচের কাজে সাহায্য করবে প্রশাসন

সেচের কাজে যাতে কৃষকদের কোনোভাবে বাধার সম্মুখীন না হতে হয়, সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প গ্রহণ করেছেন, যার মাধ্যমে সিঙ্গুরের অন্তর্গত ৫টি মৌজাতে ৫৬টি গভীর নলকূপ নির্মাণ করা হবে।

আপাতত, কৃষিজমি ফেরত দেওয়ার পর গোপালনগর, খাসেবেড়ি, বেড়াবেড়ি, সিঙেরবেড়ি ও বাজেমেলিয়া মৌজাগুলিতে ছোট ছোট নলকূপ তৈরী করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ববর্তী বাম সরকার ২০০৬ সাল থেকে ওই অঞ্চলের ৫০টি নলকূপ বন্ধ করে দিয়েছিল।

আপাতত নলকূপ নির্মাণের কাজ চলছে ও বেশ কিছুটা কাজ এগিয়েও গেছে। সরকারের পূর্বনির্ধারিত দিনের মধ্যেই সব কৃষককে তাদের কৃষিজমি ফেরত দেওয়া হয়েছে, সঙ্গে তাদের কৃষিকাজে প্রয়োজনীয় সব উপকরণ ও ফসলের বীজ প্রদান করা হয়েছে।

সিঙ্গুরের জমি এতটাই উর্বর ছিল যে সেখানে বছরে ৩ বার চাষ করা যেত। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন এবং তাঁর দেওয়া কথামতো তিনি ২০ অক্টোবর থেকে কৃষকদের কৃষি জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

 

Bengal CM flags off 50 fire tenders from Nabanna

Bengal Chief Minister Mamata Banerjee today flagged off 50 fire tenders from Nabanna, which will serve under different fire stations across the State. The State Fire Services & Emergency Services Minister was present on the occasion along with other Government officials.

Of the 50 fire tenders, 20 are of 5000-litre capacity, which are equipped with low-pressure pumps, and cutting and lifting equipment. The rest 30 are of 2500-litre capacity, which can move into narrow lanes and hilly areas with ease. All of these are also equipped with modern water mist technology. The State now has more than 650 operational fire tenders.

The Government has prioritised the modernisation of fire and emergency services, setting up modern control rooms in the State headquarters as well as in the divisional headquarters equipped with a modern communication system, and facilities for recording and analysing calls and dispatching fire tenders to the affected places, GPS system in fire tenders for finding out their locations, etc. Fire stations have been provided with mobile sets and walki-talkies.

The new equipment and machinery that has been added to the fleet include high- and low-pressure water tenders, mid-sized water tenders, emergency tenders, operational vehicles, motorcycles, two hydraulic platforms (one 54 metre and the other 42 metres high) for fire-fighting and rescue in high-rise buildings, hydraulic rescue tools, circular saw, chainsaw and diamond saw (three types of cutting and breaking tools), compressor machine for BA sets, various types of search and rescue equipment, towing vehicles, and various types of station-level equipment like lock cutters, face masks, suction hoses, foam-making branches, insulated axes, insulated pliers, searchlights, hose control clamps, short branches, different types of extinguishers, etc.

 

 

নবান্নে ৫০টি দমকল গাড়ির শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ অগ্নিনির্বাপণ ও জরুরী পরিষেবার ব্যবস্থাপনায় আজ নবান্ন থেকে ৫০-টি নতুন দমকল গাড়ির শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বেশ কিছু আধুনিকীকরণ হয়েছে এবং সেই সঙ্গে নতুন আধুনিক কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, রেকর্ডিং,,অ্যানালাইজিং , ডিসপ্যাচিং-এর সঙ্গে সঙ্গে দমকলগুলি কখন কোথায় আছে তা জানার জন্য জিপিএস সিস্টেম সহ অনেকরকম সুযোগ-সুবিধা চালু করা হয়েছে। ফায়ার স্টেশনগুলিকে মোবাইল সেট এবং ওয়াকি-টকি পরিষেবা প্রদান করা হয়েছে।

আজ যে পঞ্চাশটি দমকলের উদ্বোধন করা হল তার মধ্যে ২০-টি ইঞ্জিন ৫,০০০ লিটার এবং বাকি ৩০-টি ২,৫০০ লিটার ক্ষমতাসম্পন্ন। এগুলি আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং অল্প জায়গায় খুব সহজেই ব্যবহার্য। বর্তমানে রাজ্যে ৬৫০-টি কার্যকরী দমকল রয়েছে।

নতুন কিছু নির্বাপক সরঞ্জাম ও যন্ত্রপাতিরও ব্যবস্থা করা হয়েছে, যেমন হাই এবং লো প্রেশার ওয়াটার টেন্ডার, মাঝারি আকারের ওয়াটার টেন্ডার, এমারজেন্সি টেন্ডার, অপারেশনাল যানবাহন, মোটরসাইকেল, দুটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম (একটি ৫৪ মিটার এবং অপরটি ৪২ মিটার), হাইড্রোলিক রেসকিউ টুলস্‌, মাস্ক, সাকশান হোস, ফোম তৈরির পাইপ, ইনসুলেটেড অ্যাক্স, ইনসুলেটেড পিলার, সার্চলাইট, বিশেষ নিয়ন্ত্রণ ক্ল্যাম্প, ইত্যাদি।

 

 

Modern agro-science technologies to be used for better cultivation in Singur

The State Agriculture Department will introduce modern agro-science-based technologies for better cultivation of the 997 acres of land in Singur, in consultation with farmers to develop a new arena of agro-economy.

The State Government will be providing all sorts of support to the farmers until the first crop is harvested.

The State Irrigation Department would ensure sufficient supply of water for agriculture in the entire area. The Panchayat Department will also be completing a set of work that needs to be done for the benefits of the farmers.

Initially, the farmers in Singur have been recommended to cultivate spinach and mustard as it would help in preparing the soil for cultivation of potato.

 

The image is representative

 

আধুনিক প্রযুক্তি নির্ভর চাষের মাধ্যমে সিঙ্গুরের কৃষকদের সাহায্য করবে রাজ্য

সিঙ্গুরের ৯৯৭ একর জমিতে ভালোভাবে চাষের জন্য এবং সিঙ্গুরের কৃষি-অর্থনীতির উন্নয়নের জন্য আধুনিক কৃষি-প্রযুক্তির মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য কৃষি দপ্তর।

রাজ্য সরকার কৃষকদের সবরকম সহায়তা প্রদান করবে যতদিন না পর্যন্ত প্রথম ফসল তোলা হয়।

রাজ্য সেচ দপ্তর ওই এলাকায় প্রয়োজনীয় জল সরবরাহ করবে। পঞ্চায়েত দপ্তরও কৃষকদের উন্নতির জন্য বেশ কিছু উদ্যোগ নিতে চলেছে।

প্রাথমিকভাবে, সিঙ্গুরে কৃষকদের পালংশাক ও সর্ষে চাষ করতে সুপারিশ করা হয়েছে।