Week 3: Trinamool Congress again leads the Opposition chorus in Parliament

The third week of the 2016 Winter Session of Parliament saw the major Opposition parties demanding discussions on demonetisation and the presence of the Prime Minister during those debates as well.

Two major incidents were brought to the notice of the Parliament by the Trinamool Congress.

On the last day of the week, December 2, there was a furore in both Houses of Parliament over the issue of the sudden deployment of the Army in 19 places in Bengal, without discussing with the State Government.

In the Rajya Sabha, Sukhendu Sekhar Roy gave a notice under Rule 267 (suspension of business) and raised the issue, which was supported by all Opposition parties.

During the discussion, Derek O’Brien, the Leader of the Party in the Rajya Sabha, raised a Point of Order regarding the placing of selective documents by the Minister regarding the role of the Army.

Sudip Bandyopadhyay, the Leader of the Party in the Lok Sabha, raised the same issue.

A day before, on December 1, Derek O’Brien had demanded an enquiry to be instituted by the Government on the issue of the flight carrying Bengal Chief Minister Mamata Banerjee being denied immediate permission to land at Kolkata Airport, despite the pilot reporting the plane being short on fuel.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha had made an important intervention after the Minister’s reply on the issue of the flight snag.

Sudip Bandyopadhyay had taken up the same issue in the Lok Sabha.

Earlier, on November 28, Sudip Bandyopadhyay had demanded the adoption of Adjournment Motion to enable discussion on demonetisation.

The next day, November 29, saw Sudip Bandyopadhyay asking for the clubbing of the discussions on demonetisation and the amendments brought in the Taxation Laws (Second Amendment) Bill, 2016, since the latter is related to demonetisation.

On the same day, Saugata Roy in the Lok Sabha demanded a full-fledged discussion on the Taxation Laws (Second Amendment) Bill, 2016, strongly criticising the Government’s decision to pass the Bill in a hasty manner.

On November 30, Derek O’Brien, demanded the presence of the Prime Minister in the Rajya Sabha during the debate on demonetisation.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha gave a Notice under Rule 267, asking the Chairman to enable the House to make obituary references for the army jawans killed in clashes with terrorists in Jammu and Kashmir and for the people who had died as a consequence of the implementation of demonetisation.

In the Lok Sabha, on November 30, Sudip Bandyopadhyay again pressed the Speaker to grant the Opposition’s demand for a discussion on demonetisation, followed by voting.

Later in the day, Derek O’Brien demanded the Prime Minister withdraws his remarks on the Opposition outside Parliament before the debate on demonetisation can begin.

In the Lok Sabha, Sudip Bandyopadhyay repeated his earlier demand of the discussion on demonetisation to be taken up, along with voting.

Thus ended the third week of the 2016 Winter Session, during which the Trinamool Congress once again led the Opposition chorus in Parliament.

 

 

তৃতীয় সপ্তাহেও বিরোধীদের নেতৃত্ব দিল তৃণমূল

 

২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহেও বিরোধীরা নোটবাতিল নিয়ে আলোচনার দাবিতে ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তর্ক করার দাবীতে সংসদ সরব রাখল।

দুটি বড় দুর্ঘটনা সংসদের নোটিশে আনল তৃণমূল কংগ্রেস।

দোসরা ডিসেম্বর তৃতীয় সপ্তাহের অন্তিম দিনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করে রাজ্যের ১৯টি স্থানে সেনাবাহিনী মোতায়েন করার জন্য সংসদের উভয় কক্ষই উত্তাল রাখেন বিরধিরা।

২৬৭ নম্বর নিয়ম অনুযায়ী রাজ্যসভায় নোটিশ দেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, যা সকল বিরোধীদল সমর্থন করেন।

আলোচনা চলাকালীন রাজ্যসভায় ত্রিনমুলের দলনেতা ডেরেক ও ব্রায়েন পয়েন্ট অফ অর্ডার ঘোষণা করেন যেখানে তিনি উল্লেখ করেন, সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিছু বাছাই করা নথি পেশ করেছেন সংসদে

লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন

তার আগের দিন ডেরেক ও ব্রায়েন দাবি তোলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যপাধ্যায়ের বিমানচালক জ্বালানি কম থাকার কারনে বারবার বিমানবন্দরকে অনুরধ করা সত্তেও কেন তার বিমানকে নামতে দেওয়া হয়নি, সেই ব্যাপারে সরকার যাতে অনুসন্ধান করেন

কেন্দ্রীয় মন্ত্রী এই ব্যাপারে উত্তর দেওয়ার পর সুখেন্দু শেখর রায় একটি খুব মুল্যবান কথা বলেন

সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন

২৮সে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব আনেন ও নোটবাতিলের ব্যাপারে আলোচনার দাবি জানান

তার পরের দিন, ২৯সে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ও আয়করের দ্বিতীয় সংশোধনী আইনের ব্যাপারে আলোচনার দাবি করেন কারন ওই দুটি বিষয় একে অপরের সঙ্গে জড়িত

ওইদিনেই লোকসভায় সৌগত রায় হঠকারী ভাবে সংসধনি আইন পাস করানোর তিব্র নিন্দা করেন ও বিস্তারিত আলোচনার দাবি জানান

৩০সে নভেম্বর ডেরেক ও ব্রায়েন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নোটবাতিলের অপর তর্কের দাবি তোলেন

২৬৭ নম্বর নিয়ম মেনে রাজ্য সভায় সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেন কাশ্মিরে নিহত সেনাদের সঙ্গে সঙ্গে নোটবাতিলের ফলে যারা মারা গেছেন তাদেরকেও শ্রধধা জানাতে

৩০সে নভেম্বর লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও অধ্যক্ষকে দাবি জানান, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের

ওইদিনই ডেরেক ও ব্রায়েন দাবি করেন নোট বাতিলের ওপর আলোচনা শুরু করার আগে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সংসদের বাইরে করা বিরোধীদের ব্যাপারে তাঁর কতুক্তি নিয়ে

লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই একই দাবি তোলেন, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের

এভাবেই ২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহ সেশ হল যেখানে বিরোধীদের সকলকে নেতৃত্ব দিল তৃনমূল।

 

Point of Order raised by Derek O’Brien on placing of selective documents by MoS Defence

Sir, this is a Point of Order under Rule 249 – authentication of papers being placed on the table. As per your request, the Minister has placed a paper on the table on the issue of the Army in Bengal. Sir, these documents, which have been placed in the House, are dated November 27-29.

Sir, my contention is that this is selective placing of documents. I want to put on record here, Sir – give me the permission – on Monday morning I will present documents here which are contrary to that because they are dated November 30 and December 1.

The issue is about December 1, not November 27-28. Please allow me permission to place those documents. And by the way, Sir, even for these documents, they are not being authenticated as per the rules of the Rajya Sabha. I will also place on record that the Chief Secretary of Bengal and the Kolkata Police Commissioner have given them in writing.

Demonetisation: Trinamool stages dharna outside Tea Board office in Kolkata

Intensifying the protest against demonetisation, the Trinamool Trade Union leaders on Thursday staged a dharna in front of the Tea Board in Kolkata.

Addressing the demonstration programme of Trinamul Congress’s trade wing INTTUC involving the tea garden workers right in front of Tea Board, Sovandeb Chatterjee said, “Workers in tea gardens are on the brink of starvation due to the present cash crunch. The tea garden owners are unable to pay wages to them. This Tea Board is non-functional.”

INTTUC on Thursday submitted a deputation before the chairman of the Tea Board, seeking its intervention to alleviate the poor condition of the tea garden workers in the state.

Rajya Sabha MP and INTTUC leader Dola Sen alleged discrimination by the Central Government in regard to the tea gardens in Assam and Bengal. “There are no ATM’s in tea gardens. The workers have to travel  a distance of 10 km for drawing cash and in most cases they are finding that the machines are unable to dispense cash. The tea garden workers will have no other option but to commit suicide if this situation continues,” Ms Sen said.

 

নোট বাতিল ইস্যুতে চা শ্রমিকদের পাওনার দাবিতে টি বোর্ড অফিসের বাইরে ধর্ণা তৃণমূলের

নোটবাতিলের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর করতে তৃণমূলের শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার কলকাতার টি বোর্ডের অফিসের সামনে ধর্ণা দেয়।

টি বোর্ডের  ঠিক সামনে চা বাগানের কর্মীদের নিয়ে তৃণমূলের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসির ধর্ণার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “চা বাগানের মালিকরা টাকার অভাবে শ্রমিকদের তাদের পারিশ্রমিক দিতে পারছে না, তাই, শ্রমিকদের অনাহারে দিন কাটাতে হচ্ছে। এই টি বোর্ড কি কাজ করছে?”

আইএনটিটিইউসির পক্ষ থেকে এদিন টি বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দেওয়া হয়। ওই ডেপুটেশনে চা বাগানের কর্মীদের চরম দুর্ভোগ উপশম করার জন্য টি বোর্ডের সাহায্য চাওয়া হয়েছে।

রাজ্যসভার সাংসদ ও আইএনটিটিইউসির নেত্রী দোলা সেন অভিযোগ করেন বাংলা ও অসমের চা বাগানের কর্মীদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করেছেন কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, “চা বাগানের কোথাও কোনো এটিএম নেই, শ্রমিকদের অন্তত ১০ কিঃ মিঃ আস্তে হয় নিকটস্থ এটিএমটির জন্য, কিন্তু, সিংহভাগ ক্ষেত্রেই মেশিনগুলিতে কোনো টাকাই থাকছে না। এই অচলাবস্থা আর কিছুদিন চললে চা বাগানের শ্রমিকদের জন্য আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।”

 

Picture courtesy: Sangbad Pratidin

RBI’s disbursement of new notes discriminatory: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday alleged that the Reserve Bank of India’s (RBI) disbursement of new currency notes to States has been discriminatory.

With long queues outside banks and ATMs running dry on the first day of the month, Mamata Banerjee took to Twitter and wrote, “The salaried class people are not getting their own money from banks for their livelihood”, adding that if the organised sector was facing such serious crisis then one could easily imagine how grim the situation in the unorganised sector was.

Taking the country’s central bank head on, the Trinamool Congress supremo alleged that the RBI had “not given many state governments critically necessary funds despite announcements & promises”.

Rare Commodity

Terming the new Rs 500 note as a “rare commodity”, Mamata Banerjee alleged that the new notes have not been seen in most parts of Bengal.

“There is total discrimination in disbursement of cash between States,” she wrote on Twitter, adding that the RBI must release figures regarding how much currency was given to each state.

Demonetisation “draconian”

Ever since the Modi government’s announcement on demonetisation, Mamata Banerjee has been steadfast in her criticism of the move. The Trinamool Congress has demanded a complete rollback of the decision, terming it “draconian”.

In fact, Mamata Banerjee was the first Chief Minister to oppose the move. She has led protests against the move in Delhi, Lucknow and Patna.

 

নতুন নোট পাঠানো নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে রিজার্ভ ব্যাঙ্ক: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অভিযোগ তোলেন, রাজ্যগুলোতে নতুন নোট পাঠানোর ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে রিজার্ভ ব্যাঙ্ক।

মাসের প্রথম দিন ব্যাঙ্ক ও এটিএম কাউন্টারগুলোর বাইরে সুদীর্ঘ লাইন হলেও ব্যাঙ্ক ও এটিএমগুলির ভাঁড়ার শুন্য। দিদি টুইটারে লেখেন “চাকুরীজীবি মানুষেরা নিজেদের সংসার চালানোর জন্য নিজেদের হকের বেতনের টাকাও পাচ্ছেন না।”

তিনি গভীর উদ্বেগের সঙ্গে জানান, যদি সংগঠিত ক্ষেত্রে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে অসংগঠিত ক্ষেত্রে পরিস্থিতি কি ভয়ানক তা অনুমান করা যায়।

তৃণমূল নেত্রী বলেন, “অনেক ঘোষণা ও প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজ্যগুলিকে প্রয়োজনীয় নোটের প্রায় কিছুই পাঠানো হয়নি।”

বিরল বস্তু

নতুন ৫০০ টাকার নোটকে “বিরল বস্তু” আখ্যা দিয়ে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা সহ দেশের বেশির ভাগ জায়গাতেই এই নোট দেখা যাচ্ছে না।

তিনি টুইট করে দাবি জানান যে রিজার্ভ ব্যাঙ্কের এখনই জানিয়ে দেওয়া উচিত কোন রাজ্যকে তারা কত টাকা পাঠিয়েছেন।

 

 

Flight carrying Mamata Banerjee denied permission to land despite low fuel, Derek O’Brien demands an enquiry | FULL TRANSCRIPT

I have given a Notice under Rule 267 because members of this House and the country needs to know what happened last night. The Chief Minister of Bengal was coming from Patna on an one-hour flight. The pilot, when the plane was 200 km away from Kolkata, announced that they were eighth in the sequence of landing. Subsequently, the pilot has gone on record, saying that he informed the ATC that he was short of fuel, so he be allowed to land.

The landing was delayed. The flight hovered around for – some people are saying 15, some people are saying 30 minutes – but a considerable amount of time. Now after that, which the ATC is saying, another flight was allowed to land. The bottom line is that the pilot had no other option; they had to land that and there was a full emergency situation, there were fire engines, there were ambulances out there. An emergency-like situation was created.

The question here is, is there more to it than meets the eye. Sir, this is not a one-off occasion. I am not making any insinuations. Today it is one Opposition leader. Is it a coincidence that this Opposition leader is today at the forefront? There are other Opposition leaders – there is Behenji, there is Sharad Yadav Ji, there is Congress, there is JD(U). Sir, I am not making any allegation.

Sir, please understand. I am not an aviation expert, but I can tell you that when a pilot seeks landing, and you tell him don’t land, and the plane is short on fuel, this can’t happen. Why was it denied to land in the first place? That is why I am saying, today it is one Opposition leader, tomorrow it can be anyone. This is more and more suspicious, because this kind of “ultra-authoritarianism” is happening in many, many spheres. So I seek your protection.

Now, we don’t want to know what could have happened. Three pilots would be called for an enquiry. But this is about the Chief Minister of a State, along with a hundred other passengers. If the Chief Minister of a State is under so much pressure, what happens to normal people in the State?

Sir, I am not insinuating anything but there is a school of thought that believes that this too may be a controversy. This is “tanashahi” of another kind.

Intervention by Derek O’Brien’s intervention Minister’s reply on Mamata Banerjee’s flight snag

If nobody’s life was at stake, why were the emergency services like fire engines and ambulances at the runway?

 

Bengal Govt takes up schemes to make educated unemployed youth self-reliant

The state Self Help Groups department has chalked out several schemes to rope in educated unemployed youth up to the panchayat level to make them self-reliant.

The State Self Help Group Minister said it has been decided to set up offices in 37 sub-divisions in nine districts. Officials of the Self Help Group department will function to reach to panchayat level.

Muktidhara is a pet project of Chief Minister Mamata Banerjee to bring an overall development of the Self Help Groups in the state and the steps taken by the minister of the department would let people from the grassroot level to derive the benefits of the Muktidhara scheme.

The plan of the state Self Help Group department is to set up five to ten Self Help Groups (SHG) in each panchayat. There would be around 10 youth in each of the SHG. The State Government will be providing all sorts of help and support to the SHGs.

With the youth forming SHGs they would also become eligible to get loans at a minimum rate of interest which would help them increase the volume of their business.

The department would also help them in selling their produce directly to exporters without intervention of any middlemen. It would help them to get right price for their produce.

 

শিক্ষিত বেকারদের স্বনির্ভর করতে উদ্যোগ রাজ্য সরকারের  

রাজ্য স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক দপ্তর কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে যার দ্বারা পঞ্চায়েতের অন্তর্গত সকল শিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলা যায়। এই দপ্তরের মন্ত্রী বলেন নয়টি জেলার ৩৭ টি জায়গায় তারা দপ্তর তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে। দপ্তরের আধিকারিকরা পঞ্চায়েতে গিয়ে কাজ করবেন।

মুক্তিধারা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক দপ্তর ইতিমধ্যেই রাজ্যের সকল স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নের কাজে লিপ্ত।

দপ্তরের পরিকল্পনা আছে প্রতিটি পঞ্চায়েতে পাঁচ থেকে দশটি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার। আনুমানিক দশজন করে যুবক যুবতীরা প্রতিটি গোষ্ঠীতে থাকবেন। সরকার এইসকল গোষ্ঠীদের সর্বতভাবে সাহায্য করবে।

এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়ার ফলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা একদম স্বল্প সুদে ঋণ পেতে পারবে ও তারা তাদের নিজেদের ব্যবসায় সেই টাকা নিযুক্ত করে তাদের ব্যবসা বাড়াতে পারবে।

স্বনির্ভর গোষ্ঠী দপ্তর তাদের সাহায্য করবে যাতে তারা নিজেরা নিজেদের পণ্য উৎপাদন করে সরাসরি রপ্তানীকারীদের হাতে তুলে দিতে পারবে। এর ফলে তারা তাদের পণ্যের উপযুক্ত মূল্য পাবে।

Bengal Finance Minister Amit Mitra slams note ban

“Only an authoritarian government can calmly cause such misery to people,” said Nobel Laureate Amartya Sen on the government’s demonetisation move. Concurring with this thought Amit Mitra, Finance Minister of Bengal said no democracy with a money market has withdrawn 86 percent money from the market.

Dr Mitra said FMCG sales have fallen by 35-40 percent. About 70 percent of secondary steel plants in Bengal are not working after demonetisation. India is seeing recessionary tendency due to this move, he added. It will take six months for the government to remonetise the economy, Dr Mitra said. Economists have also agreed that gross domestic product (GDP) will decline by 100-300 bps due to demonetisation.

Joining the crusade against the currency ban, Dr Mitra said the government was not prepared to implement this scheme. Due to the cash clean-up, informal sector in all states is in deep trouble, he said. On deposits made in Jan Dhan account, he said for political purposes government had leaked that West Bengal ranked number one when on the contrary, the state is ranked number 10.

Talking about the Income Tax Amendments Bill announced by the government on Monday, the economist said the government has admitted its failure by introducing an amnesty scheme for the black marketeers.

Dr Mitra, who is also the Chairman of the Goods and Services Tax (GST) Panel, said the indirect tax regime is the biggest fiscal reform in the country and it not a tax rate issue. Since the roll-out of the demonetisation scheme, there are serious concerns over GST rules. The scheme is a second whammy for the states, much bigger than GST process, Dr Mitra said.

Trinamool’s Derek O’Brien demands the presence of the Prime Minister in RS during the debate on demonetisation | FULL TRANSCRIPT

Sir, this is a serious issue. We want a debate in this House. We want the debate to continue. But the Prime Minister has said a lot of things outside the House, painting all political parties in a very poor light. He needs to come here and tender an apology. Let us carry on with the debate after that.

Bengal Govt to organise Bangla Sangeet Mela in north Bengal

Music lovers in north Bengal will no more have to travel to Kolkata to be a part of the Bangla Sangeet Mela, as for the first time ever the state government has decided to hold the music fest in north Bengal districts as well.

This year’s Bangla Sangeet Mela in Kolkata will be held from December 14 to 21, with Chief Minister Mamata Banerjee inaugurating the eight-day extravaganza. In north Bengal, the Sangeet Mela will be held on December 16, 17 and 18.

The venues for the fest in North Bengal have also been selected. Artists from all the seven districts in the region will be performing at the events. Besides eminent artists, new talents will also get an opportunity to showcase their art at the Sangeet Mela.

 

 

উত্তরবঙ্গে সঙ্গীত মেলার আয়োজন করছে রাজ্য সরকার

বাংলা সংগীত মেলার জন্য উত্তরবঙ্গে সঙ্গীত প্রেমীদের আর কলকাতা যেতে হবে না। এই প্রথমবার উত্তরবঙ্গেও সংগীত মেলার আয়োজন করতে চলেছে রাজ্য সরকার।

কলকাতায় এই বছরের বাংলা সঙ্গীত মেলা শুরু হবে ১৪ ডিসেম্বর, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ৮ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এই সঙ্গীতমেলা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের ১৬, ১৭ ও ১৮ তারিখে।

উত্তরবঙ্গের কোন কোন স্থানে এই মেলা হবে তা ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছে। উত্তরবঙ্গের ৭টি জেলা থেকে শিল্পীরা আসছেন এখানে পারফর্ম করার জন্য। বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি, নতুন প্রতিভারাও এখানে সুযোগ পাবেন।

 

 

Three new districts to come into existence on Poila Boishakh

The Bengal Government has got the approval of the Calcutta High Court for the formation of three new districts – Asansol, Kalimpong and Jhargram, informed Chief Minister Mamata Banerjee.

“We will immediately start the procedure for the creation of the three new districts. We are hopeful that the procedure will be completed and the districts will be inaugurated by April 2017,” the Chief Minister said at Nabanna.

Currently, there are 20 districts in the state. The last new district to be formed was Alipurduar in June 2014, which was created by dividing Jalpaiguri.

Asansol will be hived out of Burdwan. Similarly Kalimpong will be hived out of Darjeeling and Jhargram from West Midnapore.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

The Chief Minister also said a team of officials will start visiting the areas that will come under the jurisdiction of the three new districts of Asansol, Kalimpong and Jhargram.

“The team for Kalimpong will be head by the state chief secretary. A team lead by the state home secretary will visit Asansol. The team for Jhargram will be led by the state personnel & administrative reforms secretary, the state police director general and Kolkata police commissioner,” the Chief Minister said.

 

পয়লা বৈশাখে আত্মপ্রকাশ হবে বাংলার নতুন তিন জেলার

কলকাতা হাই কোর্ট অনুমোদন দেওয়াতে তিনটি নতুন জেলা তৈরির কাজ আরও গতি পেল। আদালত যে তিনটি নতুন জেলা তৈরী করার অনুমতি দিয়েছে, সেগুলি হল – আসানসোল, কালিম্পঙ ও ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রী জানান আগামী পয়লা বৈশাখেই আত্মপ্রকাশ হবে নতুন তিন জেলার।

নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন “আমরা এখন নতুন তিনটি জেলা তৈরির কাজ আরও এগিয়ে নিয়ে যাবো। আমরা আশা করছি সমস্ত প্রয়োজনীয় কাজ ২০১৭ সালের এপ্রিল মাসের আগেই শেষ হয়ে যাবে।”

এই মুহূর্তে এই রাজ্যে ২০টি জেলা রয়েছে। সর্বশেষ জলপাইগুড়ি জেলা ভেঙে অলিপুরদুয়ার জেলা তৈরী হয় ২০১৪ সালের জুন মাসে।

বর্ধমান জেলা ভেঙে তৈরী হবে নতুন জেলা আসানসোল। দার্জিলিং জেলা ভেঙে তৈরী হবে কালিম্পঙ এবং পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরী হবে ঝাড়গ্রাম।

রাজ্য সরকারের আরও পরিকল্পনা রয়েছে সুন্দরবন ও বসিরহাটকেও জেলা ঘোষণা করার।

মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান সংশ্লিষ্ট আধিকারিকরা এখন থেকে নতুন জেলা তৈরীর কাজ দেখতে পরিদর্শনে যাবেন।

মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের মুখ্সচিবের নেতৃত্বে একটি দল যাবে কালিম্পঙে, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি দল যাবে আসানসোলে। ঝাড়গ্রামের দলটিকে নেতৃত্ব দেবে রাজ্য প্রশাসনিক সচিব, রাজ্য পুলিশ ডিরেক্টর ও কলকাতা পুলিশের কমিশানার।”