Week 4 in Parliament: Opposition organises Black Day protest, ruling party disrupts LS

Trinamool Congress staged a series of protests at the Parliament complex all through the fourth week of the Winter Session to protest against demonetisation.

December 8 was celebrated as Black Day by Opposition parties, being the completion of one month since the decision of demonetisation was announced. Members of Parliament from Trinamool Congress as well as other parties in the Opposition staged a protest at Parliament.

On the first day of the fourth week, December 5, Trinamool Congress staged a protest against demonetisation and its ill-effects at the statue of Mahatma Gandhi inside the Parliament complex.

On Friday, December 9, another protest was staged by Trinamool Congress MPs outside Parliament, who displayed a banner carrying the full list of names of the 93 people who have died so far as a consequence of demonetisation, while waiting in queues outside banks and ATMs.

Inside Parliament, the first day of session during this week, that is, December 5, saw Sudip Bandyopadhyay asking the Speaker of the Lok Sabha to enable the initiation of the discussion on demonetisation as early as possible, asking why the Government is shirking from a discussion time and again.

On December 7, Sukhendu Sekhar Roy in the Rajya Sabha raised a Point of Order regarding a BJP leader from Bengal being caught with lakhs of cash and arms.

On December 8, he asked the Deputy Chairman inside the House that the Rajya Sabha be allowed to mourn the tragic deaths due to demonetisation.

Sukhendu Sekhar Roy raised the issue of mourning the deaths once again on December 9.

Through the week, Congress had given a Notice for discussion under Rule 184 and the Trinamool Congress under Rule 56, while some others wanted it to take place under Rule 193.

On December 9, even a No Rule discussion on demonetisation was agreed upon by the Opposition parties in the Lok Sabha, wherein discussion was to have taken place under no specific rules. The MPs of the treasury benches (ruling coalition), though, refused to relent, disrupting the House repeatedly, preventing the Opposition members from speaking. Ultimately the House had to be adjourned for the day.

Thus, demonetisation was again the focus during the fourth week of the 2016 Winter Session of Parliament, which saw Opposition MPs staging protests against the issue, including the Black Day protest of December 8, and ruling party MPs disrupting the Lok Sabha to prevent a discussion in the Lok Sabha on the same issue.

 

সংসদের চতুর্থ সপ্তাহঃ বিরোধীদের কালা দিবস পালন, শাসক দল বিঘ্নিত করল লোকসভা

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহে নোটবাতিলের বিরুদ্ধে সংসদ চত্বরে একগুচ্ছ ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

নোটবাতিল ঘোষণার একমাস পুরন হয় ডিসেম্বরের ৮ তারিখ, ওইদিন সমস্ত বিরোধী দলগুলি মিলে কালা দিবস পালন করে। সংসদ চত্বরে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখান।

চতুর্থ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এই নোটবাতিল ও তাঁর খারাপ প্রভাবের বিরুদ্ধে ধর্না দেয়।

ডিসেম্বরের নয় তারিখ আরেকটি বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদদরা সংসদের বাইরে যেখানে তাঁরা একটি প্রতিলিপি প্রদর্শন করেন যেখানে ওই ৯৩ জন ব্যাক্তির নাম রয়েছে যারা এই নোটবাতিল ঘোষণার ফলে ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাড়িয়ে জীবন দিয়েছেন।

ডিসেম্বরের পাঁচ তারিখ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষর কাছে নোটবাতিলের ওপর দ্রুত আলোচনার দাবি জানান। সঙ্গে এও জানতে চান শাসক দল কেন এই আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে?

ডিসেম্বরের সাত তারিখ রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় বিজেপি নেতার বহু লক্ষ টাকা নিয়ে ধরা পড়ার ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার আনেন।

ডিসেম্বরের আট তারিখ তিনি রাজ্য সভায় দাবি জানান এই নোটবাতিলের ফলে যেসকল মানুষ প্রান দিয়েছেন তাদের উদ্দেশ্যে রাজ্যসভায় শোক প্রকাশ করা হোক।

ডিসেম্বরের নয় তারিখেও তিনি রাজ্যসভায় একই দাবি রাখেন।

পুরো সপ্তাহ ধরে কংগ্রেস নোটিশ দেন ১৮৪ নম্বর নিয়মে আলোচনা করার ও তৃণমূল ৫৬ নম্বর নিয়মে ও অন্যান্য দলগুলি ১৯৩ ধারায় নোটিশ দেন আলোচনার জন্য।

ডিসেম্বরের নয় তারিখে কোনও নিয়ম না মেনেই বিরোধীরা আলোচনার জন্য রাজি হন। সরকার পক্ষের সাংসদরা এর বিরোধিতা করেন ও বারংবার সভা উত্তাল করে তোলেন ও বিরোধীদের কথা বলতে বাধা দেন। শেষ অবধি ওইদিনের মত কক্ষ মুলতুবি হয়ে যায়।

সব মিলিয়ে বলা যায়, শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহেও মুল কেন্দ্রবিন্দু হয়ে থাকল নোটবাতিল। যেখানে বিরোধীরা ধর্নার পর ধর্না করে গেল, আট তারিখ কালা দিবসও পালন করল ও অন্যদিকে শাসকদল সংসদ চলতে দিল না যার ফলে নোটবাতিল নিয়ে কোনও আলোচনা না হয়।

 

Unified West Bengal Transport to adorn Biswa Bangla logo

Biswa Bangla logo will now be the of Calcutta State Transport Corporation (CSTC), which has been renamed West Bengal Transport Corporation (WBTC), the unified entity of three state transport undertakings — CSTC, Calcutta Tram Corporation (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC).

THe branding of unified STUs as WBTC has already started. All buses, trams and vessels will carry this symbol. The process of sharing logistics — like depot and maintenance has also started. This will help in utilizing the workforce far more efficiently to provide better and consistent services.

Already, depots like Santragachhi, airport, Nabanna, Howrah, Sealdah and Joka are being shared among buses on the basis of routes. Gradually, all other depots will follow suit. This will help to rationalize manpower. Like CTC may lack engineers, but WBSTC has them in abundance. So the shortage can be met effectively, now. The three corporations together have over 2,500 buses, 300 trams and over 100 vessels.

Route overlapping that caused unnecessary bleeding of the STUs can be done away with. According to transport officials, clear-cut routes and well-spaced-out timings needed to be worked out so that buses are evenly distributed and they get adequate passengers.

বিশ্ব বাংলা লোগো দ্বারা সজ্জিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থার যানবাহনে

এবার থেকে বিশ্ব বাংলা লোগো থাকবে পশ্চিম বঙ্গ পরিবহন সংস্থার যানবাহনগুলিতে। কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, কলকাতা ট্রাম কোম্পানি ও পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন সংস্থাকে একজোট করে পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা তৈরী করা হয়েছে।

সবকটি সংস্থা একছাতার তলায় এসে কাজ করা শুরু করে দিয়েছে। সব ধরনের পরিবহন মাধ্যমে এই লোগো থাকবে। ডিপো ও রক্ষণাবেক্ষণও ভাগাভাগি করে কাজ শুরু করে দেওয়া হয়েছে। এর ফলে উন্নত মানের পরিষেবা দেওয়া সম্ভব।

ইতিমধ্যেই সাঁতরাগাছি, বিমানবন্দর, নবান্ন, হাওড়া, শিয়ালদহ ও জোকার ডিপোগুলো রুট ভিত্তিক ভাগাভাগি করে কাজ শুরু করে দেওয়া হয়েছে। এর ফলে লোকবল ভালোভাবে ভাগাভাগি হবে। যেমন কলকাতা ট্রাম কোম্পানিতে ইঞ্জিনিয়ারের সংখ্যা কম থাকলেও পশ্চিম বঙ্গ পরিবহন সংস্থায় সেই সংখ্যাটি যথেষ্ট। এই তিন সংস্থা মিলিয়ে মোট ২৫০০ বাস, ৩০০ ট্রাম ও ১০০টি জাহাজ আছে।

একই রুটে অধিক বাস যাওয়ার ফলে যে অসুবিধা হচ্ছিল, সেটাও এবার কমবে। পরিবহন আধিকারিকরা বলেছেন, নির্দিষ্ট রুট ও নির্দিষ্ট সময়ের ব্যাবধানের ফলে বাসগুলি সমানভাবে বণ্টন হবে ও যথেষ্ট যাত্রী পাওয়া যাবে।

Govt not allowing the Opposition to speak in Parliament: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today alleged that the Modi government was not allowing opposition parties to speak on the issue in Parliament, describing it as “most unfortunate”.

“This is most unfortunate. The opposition parties wanted to speak on demonetisation and run the House. Why did the government not allow the opposition to speak? This means the cat is out of the bag. The cashless have now become faceless,” she said in a tweet.

At a press conference on Thursday she had said that the note withdrawal had led to an “economic disaster” in the country and the Prime Minister had “no moral right” to continue.

 

সংসদে বিরোধীদলগুলিকে আলোচনার সুযোগ দিচ্ছে না সরকার: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইট করে বলেন, মোদী সরকার নোটবাতিল ইস্যুতে বিরোধীদের সংসদে আলোচনা করতে দিচ্ছে না। এই ঘটনাকে তিনি “দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করেন।

“খুব দুর্ভাগ্যজনক। বিরোধীরা সংসদ চালাতেও চায় এবং নোটবাতিল নিয়ে আলোচনাও করতে চায়। কিন্তু, সরকার কেন বিরোধীদের কথা বলতে দিচ্ছে না? তার মানে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। ক্যাশলেসদের আর কোথাও মুখ দেখানোর জায়গা নেই।” টুইট করে বলেন তিনি।

এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, সাড়া দেশ জুড়ে এই নোটবাতিলের সিদ্ধান্ত ধীরে ধীরে “অর্থনৈতিক অরাজকতায়” পরিণত হয়েছে। সঙ্গে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আর “নৈতিক ভাবে” ক্ষমতায় থাকার অধিকার নেই।

Sukhendu Sekhar Roy speaks in Rajya Sabha on deaths due to demonetisation

While I share the agony and anguish expressed by several members on the problems faced by wheat farmers, I would request the Chair to take a sense of the House whether an obituary reference be made to the 100 odd people who have lost their lives while standing in queues of banks and ATMs. Even yesterday a lady lost her life while standing in the bank queue. The Chair must take a sense of the House. Shouldn’t obituary references be paid to those who lost their lives?

India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP: Amit Mitra

Criticing the governments move to demonetise old Rs 500/1,000 notes, Bengal Finance Minister Amit Mitra on Thursday said India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP.

The old high denomination notes were demonetised from November 9. Since then long queues are being witnessed at bank branches and outside ATMs for cash withdrawal.

“Just imagine for Rs 400 crore of supposedly fake money, according to the government itself, you kill or demonetise over Rs 14.5 lakh crore or may be Rs 15 lakh crore.

“I mean what kind of policy is this. Another serious question, we recently saw some new fake money, I am told according to reports. What does this mean. This is horrendous,” the West Bengal minister said.

Calling demonetisation “the biggest scam that is about to happen”, Dr Mitra said it will provide no gain, but only acute pain.

“If these figures (deposits of old notes in banks) are right because what it seems to me is if all the money comes back there was not enough black money… This has two serious implications. One, it could be that the government was purely ignorant because it does not consult anybody…or they have in effect facilitated some people from converting black into white, effectively ending up with no RBI surpluses,” he said.

Dr Mitra also slammed the Centre for trying to enforce cashless economy without preparing grounds for it. “Doesn’t the PM know 86% people have no means to go to cashless economy? 92% villages are unbanked as per RBI figures. There are 21000 unorganised mandis in the country, 383 lakh unorganised units in MSME, which obviously use cash. A major part of any big economy is in cash. To move them into cashless economy is a major task. This cannot be done by destabilising the economy,” he said.

The Bengal Finance Minister, who is also the Chairman of the Empowered Committee of State Finance Ministers on GST, said, “The whole tax architecture will have to change, which is a huge challenge in the form of destabilisation. Can we not move GST a little bit on so that when the economy stabilises (and) people come back to normal living conditions, you bring in another disruption?”

 

নোট বাতিলের ফলে ৪.৭ লক্ষ কোটি টাকা ক্ষতি হতে পারে দেশের জিডিপির: অমিত মিত্র

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে বাংলার অর্থমন্ত্রী আমিত মিত্র বৃহস্পতিবার বলেন, এই তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের জিডিপির ক্ষতি হবে চার লক্ষ ৭০ হাজার কোটি টাকা।

৮ই নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার পর থেকে আজ অবধি প্রতি এটিএম ও বাঙ্কের বাইরে সুদীর্ঘ লাইন দেখা যাচ্ছে টাকা তোলার জন্য।

“ভেবে দেখুন, কেন্দ্রীয় সরকার আনুমানিক ৪০০ কোটি টাকা নকল নোটের জন্য সাড়ে ১৪ বা ১৫ লক্ষ কোটি টাকা বাতিল করল। এটা কি ধরনের সিদ্ধান্ত?” তিনি আরও বলেন যে পরিস্থিতি খুবই ভয়াবহ।

অমিত মিত্র বলেন নোট বাতিল দেশের সব থেকে বড় কেলেঙ্কারি যার ফলে জনসাধারনের অপরিসীম কষ্ট ছাড়া আর কিছুই লাভ হল না।

“যে সংখ্যক পুরোনো নোট বাঙ্কে ফিরে এসেছে, সেই সংখ্যাটি যদি যথাযথ হয়, তার থেকে দুটি ব্যাপার বোঝা যায়। প্রথম, কেন্দ্রীয় সরকারের কাছে এই ব্যাপারে কোনও তথ্যই ছিল না, কারন, তারা কাওর সঙ্গে কোনও আলোচনাই করেননি। অথবা, তারা কিছু মানুষকে কালো টাকা সাদা করার সুযোগ করে দিল যে কারনে রিজার্ভ বাঙ্কের কাছে কোনও অধিক টাকা জমা পড়ে নি।”

আমিত মিত্র ক্যাশলেস ইকোনমির ব্যাপারেও কড়া সমালোচনা করে বলেন, কোনও প্রস্তুতি না নিয়েই সরকার ক্যাশলেস ইকোনমির ওপর জোর দিচ্ছেন। “প্রধানমন্ত্রী কি জানেন না যে ৮৬ শতাংশ মানুষের কাছে ক্যাশলেস ইকোনমির সামর্থ নেই। রিজার্ভ বাঙ্কের নথি অনুযায়ী ৯২ শতাংশ গ্রামে বাঙ্ক নেই। দেশে ২১০০০ অসংগঠিত মান্ডি আছে। ৩৮৩ লক্ষ অসংগঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে যারা পুরোপুরি ভাবে নগদ টাকায় লেনদেন করেন। এই দেশের সিংহভাগ ব্যাবসাই চলে নোটের ওপর। এই সমস্তকে ক্যাশলেস ইকোনমির দিকে নিয়ে যাওয়া একটি বিশাল কাজ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে সেদিকে এগোনো যায়না,” আমিত মিত্র বলেন।

বাংলার অর্থমন্ত্রী, যিনি অর্থমন্ত্রীদের জিএসটি বিষয়ক এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যানও বটে, আরও বলেন, “জিএসটি লাগু করতে গেলে দেশের কর পরিকাঠামো নতুন করে সাজাতে হবে। নোট বাতিলের জন্য দেশের অর্থনীতি ইতিমধ্যেই সংকটে। তাই, আমরা কি কিছুদিন পরে জিএসটি লাগু করতে পারি না যখন দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে?”

Govt a salesman, trying to sell plastic cards: Mamata Banerjee

The Centre has turned into a salesman trying to sell plastic cards, Chief Minister Mamata Banerjee said on Thursday, minutes after Union Finance Minister held a press conference advocating digital transactions.

“The Govt is acting like a salesman. They have started selling products. They have started selling plastic cards… This is a desperate attempt to divert from the main issue. They are making more than a blunder a day,” she said in a series of tweets.

Sharpening her attack on Prime Minister Narendra Modi over demonetisation, Mamata Banerjee said he must resign because the move has led to “economic disaster” in the country and he has “no moral right” to continue.

Alleging the country’s growth and business have been hit due to demonetisation, she said the Prime Minister “doesn’t trust” anyone and “doesn’t understand” what is good for the country.

“There is no teamwork. He did not consult experts. It is a one-man dictatorship. It is a one-man made disaster. It is a dangerous tendency,” she told reporters at Nabanna.

 

প্রধানমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি, তোপ মমতার

 

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ৩০দিন পরও মানুষের ভোগান্তির কোনও শেষ নেই। জোগান নেই পর্যাপ্ত টাকার। এই অবস্থায় বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডিজিটাল ট্রানজাকশানের কথা জানানোর পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেন্দ্র এখন প্লাস্টিক কার্ডের বিক্রেতা হয়ে গেছে।

তিনি টুইট করে জানান, “সরকার সেলস ম্যানের মত আচরণ করছে। ওরা জিনিসপত্র বিক্রি করা শুরু করেছে। প্লাস্টিক কার্ড বিক্রি করছে। মূল বিষয় থেকে সরে যাওয়ার একটি মরিয়া প্রচেষ্টা। তাঁরা একদিনে একাধিক ভুল করছে”।

এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের অর্থনীতি আজ অন্ধকারে। দেশের প্রধানমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি।

দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হওয়ার পাশাপাশি গণতন্ত্রেও জরুরি অবস্থা চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

তিনি আরও বলেন, নোট বাতিলের এই হঠকারী তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের ব্যবসা বাণিজ্য ও উৎপাদনের প্রচুর ক্ষতি হচ্ছে।  প্রধানমন্ত্রী কাউকে বিশ্বাস করেন না, নিজে যা ভালো মনে করেন তাই করেন। এমনকি কি করলে দেশের ভালো হবে তা বুঝতেও চান না।

তিনি নবান্নে সাংবাদিকদের জানান, “কোন দলবদ্ধতা নেই, বিশেষজ্ঞদের সঙ্গে কোন পরামর্শ করা হয়নি। এটি একনায়কতন্ত্র। এটা মানুষের তৈরি করা বিপর্যয়। দেশে ‘ওয়ান ম্যান ডিক্টেরশিপ শো’ চলছে”।

Demonetisation a man-made disaster, Modi looted taxpayers’ money: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday again lashed out at Prime Minister Narendra Modi as a month passed since the government announced that old Rs 1,000 and Rs 500 notes will cease to be legal tender.

Mamata Banerjee, who has been staunchly against the move since the start, on Thursday, claimed that people have been subjected to harassment and financial insecurity in the one month since demonetisation.

Urging the Prime Minister to clarify the situation and take entire responsibility for it, she alleged that ever since demonetisation, government’s every move has been shrouded in mystery.

“Everything is done in huge secrecy, like he (PM Modi) is some Ali Baba. He should realise he is occupying a constitutional post,” the Chief Minister said.

Earlier in the day, she tweeted a list of 90 people who have died due to hardships following demonetisation of high value notes.

“One month of harassment, pain, hopelessness, financial insecurity and utter chaos,” she wrote on her Facebook page, “that is all that the common people has got after the black decision on demonetisation announced a month back on November eight”. “PM must clarify the situation to the nation and take entire responsibility,” she said.

Mamata Banerjee, who has been spearheading protests against demonetisation outside the Parliament termed it a “man made disaster” and “financial emergency”. Hitting out at Modi, she said that he has “looted people’s money”.

“Where is the black money? This is public money that you have taken, without consulting anybody before making the decision,” she said lashing out at Modi. “He (Modi) thinks as if he is a tiger, and the only one who is right,” Mamata Banerjee added in disdain.

Claiming that no black money has been recovered, the Trinamool Congress Chairperson said, “Only white money of the common people has been snatched away.”

Mamata also questioned the motives behind the government’s move, alleging that nobody but the prime minister and his aides have benefited from the scheme.

“Even no black money has been recovered from foreign countries. In the name of recovery of so called black money, the ruling party at the Centre has created assets in the form of land, bank deposits, gold, diamonds and has become more and more capitalist,” the CM said.

She also hit out at the Prime Minister over his absence from the House. “Many prime ministers have assumed office but nobody did this what Narendra Modi has done… Parliament is liable to people. That was not taken into account,” she added.

She said in her statement, “Production has nosedived, agricultural activities have been shattered, buying and selling is down drastically, the economy is in shambles – the entire country is passing through an unprecedented financial emergency.

“Untold sufferings have come down in the lives of farmers, labourers, workers of unorganised sectors, tea garden, beedi and jute workers, employed class, students, sick, old and infirm people,” the chief minister said in her statement.

“The common man is helpless. Mothers and sisters have been forced to give away their small personal savings to run the family in the face of serious cash crunch.”

“No one knows when this unfortunate ordeal will end. No one knows when good senses will prevail to stop this mindless harassment and sufferings of common people. No one knows what good has happened to the country and its people with this big, black decision,” the chief minister said.

Calling for immediate action to restore trust and confidence of the people on banking and financial sectors, Banerjee said, “People must have hassle-free access to their own money and feel secure that their money is safe with banks and financial institutions.”

“We have raised the issue repeatedly in Parliament and in different other platforms. Leading economists have criticized this mindless demonetisation. But there is no response yet,” she added.

 
সাধারণ মানুষের টাকা লুঠ করছে মোদী সরকার: নোট বাতিলের পূর্তিতে বললেন মুখ্যমন্ত্রী

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে ঘোষণা প্রধানমন্ত্রী নভেম্বর মাসে করেছিলেন, তার এক মাস পূর্ণ হল আজ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন।

মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, আজও বলেন নোটবাতিল ঘোষণার এক মাস পরেও জনসাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, এই সিদ্ধান্তর ফলে দেশবাসীর যে চরম দুর্ভোগ হয়েছে, তার দায়ভার যেন তিনি গ্রহন করেন। তিনি বলেন, এই নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপই রহস্যে মোড়া।

মুখ্যমন্ত্রী বলেন, সব কিছু গোপনীয়তার সঙ্গে করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজেকে কোনও আলিবাবা ভাবছেন, তার সঙ্গে এটা ভুলে যাচ্ছেন যে তিনি সাংবিধানিক কোনও পদে আসিন।

নোটবাতিলের ফলে সাধারন মানুষের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরতে তিনি তার কিছুক্ষন আগে টুইট করেন যে ৯০ জন মানুষ এই নোটবাতিলের ফলে মারা গিয়েছেন তাঁদের নামের তালিকা দিয়ে।

তিনি ফেসবুকে লেখেন, “এক মাস ব্যাপী দুর্ভোগ, যন্ত্রণা, আশাহীনতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও অরাজকতা, নোটবাতিল ঘোষণার পর এই এক মাসে এটাই মানুষের প্রাপ্তি।”

মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে বলেন “ম্যান মেড ডিসাস্টার” ও “অর্থনৈতিক অরাজকতা” আখ্যা দেন। তিনি মোদীর ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, “উনি জনসাধারনের টাকা লুঠ করেছেন।”

“কোথায় কালো টাকা? এটা জনসাধারনের টাকা যেটা আপনি তাঁদের থেকে কেড়ে নিয়েছেন। এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আগে উনি কারও পরামর্শ নেওয়ারও প্রয়োজন মনে করেন নি।“ মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী নিজেকে বাঘ ভাবেন ও একমাত্র নিজে যা করছেন, সেটাই ঠিক।“

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কোনও কালো টাকা উদ্ধার হয়নি। তিনি বলেন, “শুধুমাত্র করদাতা ও গরিবমানুষের টাকা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে।“ তিনি প্রশ্ন তোলেন এই পদক্ষেপের ফলে কারা লাভবান হয়েছে? একমাত্র প্রধানমন্ত্রী ও তার অনুগতরা ছাড়া আর কাউর কোনও উপকার হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, “বিদেশ থেকে কোনও কালোটাকা উদ্ধার হয় নি, কালো টাকা উদ্ধারের নাম করে শাসক দল নিজেদের সম্পত্তি কিনে গেছে, জমি, বাঙ্কের টাকা, সোনা, হিরে আরও কত কিছু, ধনীরা আরও ধনী হয়ে উঠেছে।“

প্রধানমন্ত্রীর সংসদে না থাকার কথাও বলেন, তিনি বলেন,”অনেক প্রধানমন্ত্রী এর আগে অল্পবিস্তর গড়হাজির থেকেছেন, কিন্তু, নরেন্দ্র মোদী যা করছেন, সেটা নজিরবিহীন, সংসদ জনগনের কাছে দায়বদ্ধ, এটা তিনি ভুলে গেছেন।“

তিনি জানান, উৎপাদন প্রায় বন্ধ, চাষের কাজ বন্ধ, কেনা বেচা অসম্ভব কমে গেছে। সারা দেশের অর্থনীতি এক ভীষণ রকম অরাজকতার সম্মুখীন হয়েছে।

কৃষক, শ্রমিক, অসংগঠিত খেত্রের কর্মী, চা বাগানের শ্রমিক, বিড়ি ও পাট শ্রমিক, চাকুরীজীবী মানুষ, ছাত্র, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, দুর্বল মানুষ সকলের জীবনেই চলছে অবর্ণনীয় কষ্ট।

“সাধারন মানুষ অসহায়, মা-বোনেদের বিপদের সংসারের সময় সামাল দেওয়ার সামান্য পুঁজিও সরকার জোর করে তাদের থেকে কেড়ে নিয়েছে“ তিনি বলেন।

ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোর ওপর থেকে মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে কেন্দ্রর এখনি কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, “মানুষের নিজের টাকার ওপর যথেষ্ট অধিকার থাকা উচিত ও তাদের এটা বোঝা উচিত যে তাদের টাকা ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোয় সুরক্ষিত আছে।“

“আমরা সংসদ ও অন্যান্য জায়গায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সওয়াল করেছি, এই সিদ্ধান্তের বিরোধিতা নামকরা অর্থনীতিবিদরাও করছেন, কিন্তু কেন্দ্রের থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।”

Bengal Global Business Summit 2017 to emphasize on port, mining and MSME

Port, mining and MSME will be the key areas to focus at Bengal Global Business Summit (BGBS) 2017.

Eyeing the third edition of BGBS, set to stage in on January 20-21, the Bengal Government is ready to proclaim mega investment proposals, a sizeable portion of which will come from private players in these sectors, the officials of industry and commerce department believe.

The Government recently framed a Maritime Policy with the help of global analytical company Crysil. With that, the government has also opened opportunities to widen ‘port based industrialisation’ to add a sharp edge in Bengal’s trade scenario.

Displaying the State as the possessor of third largest mineral resources across the nation, the State Government will look forward to get investment in mining sector as well. However, the commerce and industry department will promote sectors like textile, gems and jewellery, leather, jute, forging, casting, apparel and handicraft under MSMEs. The state government has already announced an investment to the tune of Rs 16,000 crore and 10,000 direct job creations in Tajpur Port and in the port-led industrial circuit there. The department has initiated Adani Ports and Essar Ports for investment there.

The development of robust infrastructure in ports, exploring various opportunities in consultation with global analytical firms and development of inland waterways to optimally leverage its maritime advantages are already underway. Now, West Bengal Industrial Development Corporation Limited (WBIDC) is ready to promote deep sea port at Tajpur, Sagar Island and new port with ship building facility at Kulpi.

The State will also talk about the coal reserves of Deocha Pachmi in West Bengal, second largest in the world, at 2,00,000 million tonne, alone can create many jobs. The Deucha Panchmari Dewangunj coalmines project will be implemented jointly by West Bengal Mineral Development Corporation and Bengal Birbhum Coalfields Ltd. The project is likely to be operational in 2019 and will employ about one lakh people.

The Geological Survey of India (GSI) have indicated that Bengal has untapped reserves of iron ore, dolomites, tungsten, fireclay, granite and sand.

The State has tied up with Kudremukh Iron Ore Company (KIOCL) for iron ore deposit exploration. Recently, Kudremukh, a public sector company, has joined hands with the West Bengal Mineral Development and Trading Corporation (WBMDTC) to start a joint venture of Rs 850 crore.

MSMEs are undoubtedly the area which will get most of the attention in the upcoming BGBS. Handicraft, textile, jute, gems and jewellery have huge prospect in this state as adequate land is ready for making industrial parks.

The facts that would be showcased are various facilities and advantages of port-based industrialisation. The deep sea port at Bhor Sagar, which is a joint venture between the Centre and state government, will cost around Rs 16,000 crore. The work is under process in equity participation by Kolkata Port Trust and the state government. The project is also looking for a concessionaire through public private partnership (PPP). The requirement of land is 347 acre which is already in possession.

The green field port at Tajpur is going to be constructed in a revenue share model, as the state government is not looking for a joint venture with the Centre here. The state will build the main infrastructure and invite private players for the rest of the infrastructure. Revenue share model will be followed for the business.

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় গুরুত্ব দেওয়া হবে বন্দর, খনি, ক্ষুদ্র শিল্পকে

বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে ২০-২১ জানুয়ারি ২০১৭তে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে।

বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন এবার তৃতীয় বর্ষে। বড় বিনিয়োগ টানতে তৈরী রাজ্য সরকার। শিল্প ও বানিজ্য দপ্তরের বিশ্বাস এই বিনিয়োগের একটি বড় অংশ আসবে বেসরকারি বিনিয়োগকারীদের থেকে।

রাজ্য সরকার ইতিমধ্যেই একটি সামুদ্রিক নীতি (মেরিটাইম পলিসি) তৈরি করেছে বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান ক্রিসিলের সহযোগিতায়। বন্দর ভিত্তিক শিল্পের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

দেশের তৃতীয় সর্ববৃহৎ খনিজ সম্পদের অধিকারি রাজ্য হওয়ার কারনে রাজ্য সরকার খনিতেও অনেক লগ্নি আনতে সচেষ্ট । শিল্প ও বানিজ্য দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত বস্ত্র, রত্ন, গয়না, চামড়া, পাট, কামারশিল্প, ঢালাই ও হস্তশিল্পকেও তুলে ধরবে।

Forest dept launches e-patrolling app in Buxa Tiger Reserve

The state Forest department officers can now monitor the movement of the beat officers who work in the deep forest regions. The department launched a mobile application, by which the movements of the forest beat officers can
be observed.

This will not only boost the work culture but also ensure the safety and security of the beat officers who
work in deep forest areas risking their lives.

The state Forest department has launched the app service in Buxa Tiger Reserve at the Buxa National Park in Alipurduar district.

The is an android application and was earlier launched in Sundarbans Tiger reserve at Sundarbans National Park.

বক্সা ব্যাঘ্র প্রকল্প অঞ্চলের জন্য ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ চালু করলো বন দপ্তর

গভীর বনাঞ্চলে যেসব কর্মীরা কাজ করেন তাদের ওপর নজর রাখতে পারবে রাজ্য বন বিভাগের কর্মকর্তারা। বন দপ্তর ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে।

শুধু তাই নয়, গভীর অরণ্যে কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এর মাধ্যমে তাদের নিরাপত্তার দিকেও নজর রাখা হবে।  রাজ্য বন বিভাগ আলিপুরদুয়ার জেলার বক্সা ন্যাশনাল পার্কের বক্সা ব্যাঘ্র প্রকল্পও এই অ্যাপ্লিকেশন চালু করেছে।

এটি একটি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন এবং সুন্দরবনের জাতীয় পার্কে সুন্দরবন টাইগার রিজার্ভে এটি চালু করা হয়েছিল।

 

 

 

E-governance in Bengal to get major boost with expansion of govt data centre

The Bengal government is all set to upgrade and expand the infrastructure of its Data Centre, which facilitates the information technology (IT) related services of different government departments.

With an estimated investment of Rs 56.64 crore, the state IT department will initiate the project which is supposed to be ready for operation by May 2017.

The government had set up the state data centre (SDC) in the year 2009-2010 under the national e-governance plan to facilitate hosting of IT services for different government departments.

E-governance has been one among the core reforms that Chief Minister Mamata Banerjee has successfully undertaken in the last five years. Most of the state-run services can now be availed via e-governance, which is easier, faster and apt.

For consolidation of the services, applications and infrastructure to provide efficient electronic delivery of G2G (Government to Government), G2C (Government to Citizen) and G2B (Government to Business), the SDC plays a vital role.

These services can also be delivered by the states through common delivery platform seamlessly supported by core connectivity infrastructure such as State Wide Area Network (SWAN) and Common Service Centre (CSC), where connectivity will be extended up to village level.

With these shared service centers, implemented and managed by a competent Data Centre Operator (DCO), individual departments can now focus more on service delivery.

 

রাজ্যের ই-গভর্নেন্স পরিকাঠামো বিকাশের উদ্যোগ সরকারের

রাজ্যে ই-গভর্ন্যান্স পরিষেবাকে আরও উন্নত করতে স্টেট ডাটা সেন্টারের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আনুমানিক ৫৬.৬৪ কোটি টাকার এই প্রকল্পটি ২০১৭ সালের মে মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তর এই কাজটি শুরু করতে চলেছে।

গত পাঁচ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বৈপ্লবিক সিদ্ধান্তগুলির একটি অবশ্যই ই-গভর্ন্যান্স পরিষেবায় জোর দেওয়া। এই মুহূর্তে সরকারের বহু পরিষেবাই গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকেন।

স্টেট ওআইড এরিয়া নেটওয়ার্ক এবং কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই সকল পরিষেবা প্রত্যন্ত গ্রামের গ্রাহকদের কাছেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।