1,100 unemployed youths receive financial assistance under Gatidhara scheme

In the wake of acute unavailability of cash due to the demonetisation policy of the Central Government, the Bengal Government has taken the initiative to provide financial aid to unemployed youths through the Gatidhara scheme.

The State Transport Department on Friday handed over financial assistance to 1,100 unemployed youths for buying commercial vehicles at a programme held in Allen Park on Park Street.

Gatidhara is a scheme introduced to inspire the youth of Bengal to explore potentialities in the transport sector by operating (own or otherwise) small/medium vehicles for commercial purposes. The objective of the scheme is to generate both urban and rural self-employment by providing financial assistance job-seekers enrolled with the State Employment Bank.

 

 

গতিধারা প্রকল্পে মাধ্যমে ১,১০০ পরিবার আশার আলো দেখবে

কেন্দ্রের নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তের পর দেশ জুড়ে আর্থিক সংকটের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করল রাজ্য সরকার।

পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে গতিধারা প্রকল্পের আওতায় প্রায় ১১০০ বেকার যুবক যুবতীদের হাতে গাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা তুলে দিল রাজ্য সরকার। এর ফলে কর্মসংস্থান হবে।

গতিধারা প্রকল্প

রাজ্যের নিবন্ধীকৃত বেকার যুবক যুবতীর বাণিজ্যিক গাড়ি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দিয়ে পরিবহনের ক্ষেত্রে জীবিকার সুযোগ করে দিতে সূচনা হয়েছিল গতিধারা প্রকল্পের। এই প্রকল্পে উপভোক্তারা গাড়ির এক্স – শোরুম মূল্যের ৩০ শতাংশ (সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত) সরকারের থেকে সহায়তা হিসেবে পাবে।

Saugata Roy speaks on The Right of Persons with Disabilities Bill, 2014 | FULL TRANSCRIPT

Madam, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014, I am so happy to see the condition of the house today. If only the ruling party had this intention in mind, then the debate on demonetisation could have been held. I am so happy at this situation, Madam, you sitting quietly without getting excited and the Ministers all sitting in their seats; this is an ideal situation, why we could not do it, I lament.

The session is a washout in any case, but, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014

First thing I want to mention is that this Bill was brought to Rajya Sabha in 2014. At that time Mr. Arun Jaitley was the Leader of Opposition in Rajya Sabha; he said that this Bill should not be passed urgently; we should send it to the Standing Committee. The Standing Committee submitted its report in 2015 and now the Bill has come in 2016. Of course, it is better late than never; it took more than two years in actually passing of the Bill.

There is no doubt that Bill has very many improved features for which we must commend The Government. For the first time a comprehensive legislation has been brought forward for the aid of those who are disadvantaged – some from birth, some through accidents or, diseases acquired later. They are the really the most unfortunate condemned people in our society.

It is good that the Parliament is one in passing this Bill. Whatever our political differences, we are with the very disadvantaged people. They have shown that much of humanity and compassion which is a good thing in itself.

Now there are certain – Mr. Venugopal has spoken at length – good features in the Bill, which the Minister has also mentioned. The main thing is that they have included 21 categories as part of disabilities. For instance, for the first time autism, an intellectual problem for learning disorders, has been included. For the first time learning disorders like dyslexia has been included. I did not know for a long time that there was a disease such as dyslexia. Only after seeing Aamir Khan’s Taare Zameen Par, I came to know that there is such a learning disorder. So now that has also been included. And for the first time acid attack victims have been, included.

Madam, the other day during the release of B Mahtab’s book, we were talking of the problems of the old people, senior citizens, the elderly who were hit by geriatric diseases such as Parkinson’s Disease. Now Parkinson’s Disease has also been included as a disability which I strongly commend. Also for the first time, blood disorders – like, thalassemia, haemophilia – have been included, they were not there earlier, we know what problems people with thalassemia and haemophilia havee faced.

Now, I support Mr Venugopal, when he said that reservation should be increased to five per cent instead of four per cent as promised in the Bill. I hope that in this atmosphere of cordiality the Minister will accede to our request. There is no loss of prestige if you accept the Opposition’s recommendation in this very important matter of reservation for the persons with disabilities. Also there is five per cent reservation in land allotments by the Government. So, if there is five per cent reservation there, there should be five per cent reservation in employment.

Now, the Central and State Advisory Boards are being formed and our Parliament will elect members to the Central Board, MLAs will also elect members to the State Advisory Boards. As Mr Venugopal has suggested, I again support him that the District Advisory Boards should also have representatives of the people. If you don’t want MLAs and MPs, at least district ZIlla Parishad members, some people’s representatives should be kept in the District Advisory Boards.

Now, for the first time a national fund for the persons with disabilities is being created and it will mainly depend on Central allotments. I do hope finance ministers in future will allot sufficient fund for the help of the persons with disabilities.

There is also a committee on research on disabilities, which is very good because a lot of these disabilities could be cured if there is proper training.

Now, there are two points in I would like to mention in brief. Our country is not friendly to the specially-abled people. Madam, you travel to the West very often. Every building there has a ramp. Every medium of transport has a ramp for people with orthopaedic problems. We have not been able to introduce that in our trains, in our buses, and even in some of our Government buildings, these ramps have not been put for specially-abled people. This should be strictly implemented.

Madam, I have been working with the specially-abled people for many years. The National Institute of Orthopedically Handicapped is in my constituency, in Bonhooghly. Also, branches of the National Institute of Visually Handicapped and Hearing Impaired are also in the same campus. But, I find that NIOH is very badly maintained and managed. There is a big rush of patients there but not sufficient doctors, particularly doctors who can perform surgery on the orthopedically disabled. I want the Minister to give personal attention.

Madam, many people do not know that the Central Government has a scheme to give free appliances to the handicapped – wheel chairs, tricycles, blind sticks, hearing aids etc. All this is distributed freely. But, we have to organise camps. Now to organise a camps for thousand or two thousand people, it takes a lot of money, there is no help from the Government.

And then again in camps, there is a problem that unless they have the Disability Certificate, they will not get this aid from the Government of India. So, I would request the Minister, to make this provision of having certificate, not compulsory, not mandatory, but optional. Rules for camps need to be made simple.

Madam, we support this Bill wholeheartedly with the 59 amendments. Now there is not much left to amending the Bill accept the reservation. In this context, I would quote from Tagore:

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান |
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান

[O my unfortunate country, those who have been insulted by you, ultimately the country will be insulted by them. So unless we can do proper justice to the disabled, we shall not be fulfilling our duties as citizens of the country.]

Lastly, the Minister promised that he would bring a Bill on Transgenders (already there is a Private Members’ Bill on the subject). I would request him to also expedite the Bill so that can pass it unanimously again just as we are passing this Right of Persons with Disabilities Bill, 2014 in a Parliament session raked by controversies and disturbed by commotion.

Thank you.

Week 5: Despite the Opposition’s efforts, Treasury benches prevented discussion on demonetisation

The final week of Parliament also saw the Opposition parties, including Trinamool Congress, demand discussions on demonetisation. However, the treasury benches continuously tried to disrupt proceedings.

On December 14, 16 leading Opposition parties held a joint press conference in New Delhi. Sudip Bandyopadhyay of Trinamool Congress said that the “voice of Opposition is being gagged” in Parliament and that “what is happening is not just unfortunate but disgraceful”.

In the Rajya Sabha, on December 14, Nadimul Haque spoke on behalf of the party supporting the Right of Persons with Disabilities Bill, 2014. A speech supporting the same Bill was given by Saugata Roy in the Lok Sabha on December 16.

On December 15, the Trinamool Members of Parliament held a protest against demonetisation outside Parliament.

On that same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay even said that “a discussion could have been initiated, without any Rules”. However, the ruling party did not let it happen.

The 241st session of Parliament (Winter Session) ended today, that is, on December 16.

 

 

শীতকালীন অধিবেশনের পঞ্চম সপ্তাহে সংসদ চলতে দিল না সরকারপক্ষ
সংসদের শীতকালীন অধিবেশনের শেষ সপাহেও নোটবাতিল নিয়ে আলোচনা হল না। বিরোধী দলগুলি আলোচনার দাবি জানালেও সরকার পক্ষ সমানে বাধা দিয়ে আলোচনা হতে দিল না।

ডিসেম্বরের ১৪ তারিখ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। যা ঘটছে তা খুবই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।”

রাজ্যসভায় ডিসেম্বরের ১৪ তারিখ, নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে “The Right of Persons with Disabilities Bill, 2014″র পক্ষে সওয়াল করেন

ডিসেম্বরের ১৫ তারিখ তৃণমূল কংগ্রেসের সাংসদরা নোটবাতিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন।

ওই দিনই লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নিয়ম ছাড়াই আলোচনা হতে পারে।“ যদিও সরকার পক্ষ সেটা হতে দেয় নি।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় ডিসেম্বরের ১৬ তারিখ।

 

Mamata Banerjee inaugurates Kolkata Christmas Festival

Park Street has been lit up for a fortnight-long Christmas celebration which was inaugurated today by Bengal Chief Minister Mamata Banerjee.

Mamata Banerjee flagged off the festival, being organized by the State Tourism department with Apeejay Surendra, by lighting a Christmas tree at Allen Park.

It will include a series of cultural programmes along with food stalls at the city’s party street that will continue till January 2. Every evening, there would be performances by city’s well known bands.

The department is also organising a tour to the colonial churches of Kolkata, Bandel and Chandernagore. The trips will include visits to churches for midnight mass. Those willing to visit the Danish, Portuguese and French churches at Hooghly will have the option of attending the midnight mass at Bandel Church.

 

আজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজেছে পার্ক স্ট্রিট। আজ অ্যালান পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন হল।

একই সঙ্গে ক্রিসমাস ট্রি আলোকিত করে সূচনা হয়ে গেল ক্রিসমাস ফেস্টিভালের। একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন খাবারের স্টল ও থাকছে এই উৎসবে। উৎসব চলবে ২রা জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক সন্ধ্যায় বিভিন্ন ব্যান্ড পারফর্ম করবে।

ক্রিসমাস ফেস্টিভালের পাশাপাশি প্রথমবার ক্রিসমাস ট্যুরেরও আয়োজন করেছে রাজ্য পর্যটন দপ্তর। ২৪ ডিসেম্বর রাতে কলকাতা, চন্দননগর ও ব্যান্ডেল চার্চ ঘোরানো ও প্রার্থনায় অংশগ্রহণেরও সুযোগ থাকবে এই প্যাকেজে।

We are ready for a discussion in Parliament even tomorrow: Sudip Bandyopadhyay

Statement by Sudip Bandyopadhyay, Leader of AITC Parliamentary Party in Lok Sabha

Prime Minister Narendra Modi is accountable and answerable to Parliament. The voice of Opposition is being gagged. Sixteen Opposition parties are speaking in a united voice.

We have given Adjournment Motions from Day 1. We gave our Notice under Rule 56, Congress gave its under Rule 184. From the Government’s side they wanted a discussion under Rule 193.

An understanding was reached that the Opposition will begin a discussion but suddenly a rumour was spread that the Opposition will not let the House run after they speak. So, BJP wants to speak first.

We are ready for a discussion even tomorrow. What is happening is not just unfortunate but disgraceful.

 

 

আমরা কালকেও নোট বাতিল ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত: সুদীপ বন্দ্যোপাধ্যায়

লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি:

প্রধানমন্ত্রী সংসদের কাছে দায়বদ্ধ। বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে। ১৬টি বিরোধী দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ।

আমরা প্রথম দিন থেকেই মুলতুবি প্রস্তাব আনছি। তৃণমূল ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী নোটিশ দিয়েছে, কংগ্রেস ১৮৪ নম্বর অনুযায়ী নোটিশ দিয়েছে। সরকারের তরফ থেকে ১৯৩ নম্বর মেনে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে।

একটি সমঝোতা হয়েছিল যে বিরোধীরা আলোচনা শুরু করবে, কিন্তু, হঠাৎ গুজব ছড়ানো হল যে বিরোধীরা বক্তব্য রাখার পর তাদের তরফে আর কক্ষ চলতে দেওয়া হবে না। সেই জন্য বিজেপি আগে বক্তব্য রাখতে চায়।

আমরা কালকেও আলোচনার জন্য প্রস্তুত আছি। এই পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত।

Bengal Tourism creates packages for the year-end festive season

West Bengal Tourism Development Corporation (WBTDC) has created special tour packages on the occasion of the upcoming festive season, comprising Christmas and New Year. Three packages have been planned.

A special tourist bus would take people on a tour of the well-known churches of Kolkata on the evening of December 24. Included in this package are trips to Mother House and to the midnight mass at St James Church. The price has been kept at an affordable Rs 1,050 per person.

Another package has been planned comprising a tour of the well-known churches of Kolkata, Chandannagar and Bandel, which includes churches of French and Portuguese heritage. For this tour, the price is Rs 1,250 per person.

For the last evening of the year, that is, December 31, a package titled ‘Welcome 2017’ has been created, for which tourists would be taken on a luxury cruise along the Ganga on board MV Sumangal. For Rs 2,999, tourists would be treated to cultural programmes as well as indoor games and a celebratory ushering in of 2017 at midnight.

All these tour packages can be booked either at the WBTDC office at BBD Bag in Kolkata or through the website of WBTDC.

 

 

বর্ষশেষে বিশেষ ভ্রমণ প্যাকেজ পশ্চিমবঙ্গ পর্যটনের

এবার বর্ষশেষে বিশেষ ভ্রমণ প্যাকেজের আয়োজন করছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন বিভাগ।বাসে এবং প্রমোদতরণীতে ভ্রমনার্থীদের ঘুরতে যাওয়ার বন্দোবস্ত করেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।

জনপ্রতি ১০৫০ টাকা খরচ হবে এই ভ্রমণে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার সমস্ত চারচ ঘুরিয়ে দেখাবে এই বিশেষ বাস। দেখানো হবে মাদার হাউস, সেন্ট জেমস চার্চের মধ্য রাতের প্রার্থনা।

পাশাপাশি কলকাতা ও হুগলির সমস্ত চার্চ দর্শনের সুযোগ মিলবে ভ্রমনার্থীদের। কলকাতা ও চন্দননগর দর্শনে জনপ্রতি খরচ হবে ১২৫০ টাকা।

‘ওয়েলকাম ২০১৭’ টুরে বছর শেষের সন্ধ্যেয় গঙ্গাবক্ষে ভ্রমনার্থীদের নিয়ে যাবে ‘ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন’। ‘এমভি সুমঙ্গল’ প্রমোদতরণীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে নানা ধরনের ইনডোর গেমস ও রাত ১২ টায় বর্ষবরণের সুযোগ।

কলকাতায় পর্যটন উন্নয়ন নিগমের বিবাদী বাগ শাখার অফিসে গিয়ে এই ট্যুর প্যাকেজ বুক করা যাবে। এছাড়াও অনলাইনে www.wbtdc.gov.in   www.wbtourism.gov.in  এই দুটি ওয়েবসাইটের মাধমে বুক করা যাবে।

 

President of India to inaugurate Bengal Global Business Summit 2017

The President of India Pranab Mukherjee will inaugurate the two-day Bengal Global Business Summit (BGBS) on January 20, 2017, state Finance Minister Dr Amit Mitra confirmed. He said business delegations from Japan, Germany, United States of America, Canada, Italy and China would take part in the two-day meeting. It will be held at the Milan Mela ground.

In 2016, the Prime Minister of Bhutan, Tshering Togbe opened the two-day business meet on January 7 to 9 and the proposal for business was Rs 2.50 lakh crore. Bengal Chief Minister Mamata Banerjee had announced on the concluding day of the meet that in 2017, it would be held on January 20 and 21, 2017. The business proposals in 2017 are expected surpass those in previous years.

The chief minister’s relentless drive to bring investment to Bengal has been appreciated throughout the country. Many top businessmen have said Bengal was the right destination to invest in the country. The land bank and township policy announced by the state government have attracted businessmen who have shown interest to invest in the housing sector and set up townships. The state government has earmarked the area of the township which the promoters will have to buy through e-auction. The state government will set up infrastructure up to the boundary wall of the township.

A big logistics hub is coming up at Baidyabati off Dankuni. A memorandum of understanding was signed between the state transport department and Calcutta Goods Transport Association to set up the logistic hub before 2016 BGBS. The association has submitted a DPR to the state transport department which is being studied.

Mamata Banerjee’s fruitful discussion with German and Italian members of the chambers of commerce of both the countries is likely to have its impact on BGBS where representatives of both the countries are likely to be present.

A delegation from Bengal led by Finance minister Amit Mitra had visited BMW factory in Germany and some top bosses of the German car giant may attend BGBS. A Chinese delegation will also attend the BGBS.

Talks are on with a cycle manufacturing company to set up its unit in Bengal. Bengal had opened the country’s first joint venture cycle manufacturing factory Sen Raleigh in Asansol.

 

২০১৭ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

২০১৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলা দুদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিতে জাপান, জার্মানি, আমেরিকা, কানাডা, ইতালি, চিন ও অন্যান্য দেশ থেকে প্রতিনিধি দল আসছেন।

২০১৬ সালের সম্মেলন উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে; বিনিয়োগ প্রস্তাব আসে ২.৫ লক্ষ কোটি টাকার।

সাড়া দেশ জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পোদ্যোগ সমাদৃত হচ্ছে। অনেক শীর্ষ বাণিজ্য সংস্থা বলেছেন বাংলা এই মুহূর্তে বিনিয়োগের আদর্শ স্থান। রাজ্য সরকারের ঘোষণা করা ল্যান্ড ব্যাঙ্ক ও আবাসনের নীতি অনেক বিনিয়োগকারীকে আকর্ষিত করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্মান ও ইতালিয়ান চেম্বার অফ কমার্সের কর্তাদের সঙ্গে আলোচনার ফলস্বরুপ তাদের বাণিজ্য প্রতিনিধিদলের এই সম্মেলনে যোগ দেওয়া খুবই আশানুরূপ বলে মনে করা হচ্ছে। ডঃ অমিত মিত্রর নেতৃতে বাংলা থেকে এক বাণিজ্য প্রতিনিধিদল জার্মানির বিএমডব্লিউ কারখানায় যান ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

চিন থেকেও একটি বাণিজ্য প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। একটি সাইকেল প্রস্তুতকারী সংস্থার সঙ্গেও কথা চলছে বাংলায় তাদের একটি শাখা খোলার জন্য। দেশের মধ্যে বাংলা প্রথম আসানসোলে একটি যৌথ উদ্যোগে সাইকেল তৈরির কারখানা খুলেছে।

WB CM inaugurates Bangla Sangeet Mela 2016

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the seven-day-long Bangla Sangeet Mela 2016 at Nazrul Mancha today. About 1,800 singers and 300 musicians, including those from USA, UK and Bangladesh, are going to perform during the musical extravaganza, from December 15 to 21.

The Chief Minister also gave away the Sangeet Mahasamman and Sangeet Samman awards to eminent artistes. She also inaugurated the renovated Rabindra-Okakura Bhawan, an auditorium in Salt Lake.

This is the first time when the Bangla Sangeet Mela is being held in four places in north Bengal, including in Kurseong, Kalimpong, Darjeeling and Siliguri, simultaneously.

In Kolkata, the week-long programme will be held at ten different venues, – Rabindra Sadan, Rabindra Sadan Mukta Mancha, Sisir Mancha, Madhusudan Mancha, Madhusudan Mukta Mancha, Hedua Park, Deshapriyo Park, Phani Bhusan Vidyabinode Yatra Mancha, Rabindra-Okakura Bhavan and Moharkunja. The programmes at all the venues will start from 3 pm and end at around 8 pm on all the seven days.

On the eve of Bangla Sangeet Mela, there will also be programmes at 28 schools, colleges and localities under the banner of ‘Para-e Para-e Sangeet Mela’. Eminent artistes whose health didn’t permit them to travel to the 10 venues will be performing in the localities closest to their residences.

There will also be a discussion on the topic ‘Bangla Sangeet-e Biswa Sangeet-er Prabhab’ (effect of international music on Bengali music) on Decemeber 17 at Rabindra Mukta Mancha, an open-air venue situated at the newly beautified area in the Nandan-Rabindra Sadan complex. There will also be an exhibition in the memory of legendary artistes at Gaganendra Pradarshanshala.

 

 

বাংলা সঙ্গীত মেলা ২০১৬-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

 

আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিন ব্যাপী (১৫ই ডিসেম্বর থেকে ২১সে ডিসেম্বর) সঙ্গীত মেলা ২০১৬র উদ্বোধন করেন নজরুল মঞ্চে। রাজ্যের এই বিশাল সঙ্গীত সমারোহে আমেরিকা, ইংল্যান্ড ও বিভিন্ন দেশের শিল্পী মিলিয়ে প্রায় ২০০০ শিল্পী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের সঙ্গীত মহাসম্মান ও সঙ্গীত সম্মান প্রদান করা হয়।

এই প্রথম বার সঙ্গীত মেলা উত্তরবঙ্গের ৪টি স্থানে অনুষ্ঠিত হবে, কার্শিয়ং, কালিম্পং, দার্জিলিং ও শিলিগুড়িতে।

কলকাতায় ১০টি স্থানে অনুষ্ঠিত হবে এই মেলা, রবীন্দ্রসদন, রবীন্দ্রসদন মুক্তমঞ্চ, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ, মধুসূদন মুক্ত মঞ্চ, হেদুয়া পার্ক ও দেশপ্রিয় পার্কে। এই প্রতিটি স্থানেই প্রতিদিন বিকেল ৩টেয় অনুষ্ঠান শুরু হবে ও সন্ধ্যে ৮টায় শেষ হবে। প্রায় ১৮০০ শিল্পী এখানে সঙ্গীত পরিবেশন করবেন। এখানে আমেরিকা, ইংল্যান্ড থেকেও যেমন শিল্পীরা আসবেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও শিল্পীরা আসবেন।

এই সঙ্গীত মেলা চলা কালীন ২৮টি স্কুল, কলেজ ও বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে “পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা”। যেসকল স্বনামধন্য শিল্পীরা শারীরিক কারনে কোন মঞ্চে যেতে পারবেন না, তাঁরা তাঁর নিকটবর্তী এই ২৮টি স্থানের কোথাও সঙ্গীত পরিবেশন করতে পারবেন।

নন্দন ও রবীন্দ্র সদনের সদ্য শোভিত রবীন্দ্র মুক্ত মঞ্চে ১৭ই ডিসেম্বর বাংলা সঙ্গীতে বিশ্ব সঙ্গীত শীর্ষক একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।   গগনেন্দ্র প্রদর্শনশালায়ে কিংবদন্তী শিল্পীদের স্মৃতির উদ্দেশ্যে একটি প্রদর্শনীরও আয়োজনও করা হবে।

Demonetisation is a major catastrophe: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today called demonetisation a “visionless policy”, which has caused “a major catastrophe”.

She wrote this in a post on Facebook, through which she expressed her deep anguish about the loss of jobs, especially in the unorganised sector.

She wrote, “Crores of people have become victims of visionless policy. It’s a major catastrophe”.

She went on to write that “the draconian decision of demonetisation by the Central Government has drastically affected about 5 crore workers in the country”.

“It is indeed a major setback for the employees since independence”.

Writing about the unorganised sector, Mamata Banerjee wrote, “According to reports, around 1.25 crore workers in the country in unorganised sector, e-commerce, leather, jute, textiles, glass, beedi, gems and jewellery sectors and daily wage earners under Government schemes like MNREGA have either lost jobs or have been seriously affected due to cash crunch”.

Even in the big industries, “retrenchment process is going on, which has made or will make huge number of workers jobless”.

She went on to write about her profound sorrow at the sufferings caused due to demonetisation: “I can feel with deep sorrow the extensive sufferings and ordeal that these people are going through now”.

She ended her post on a note of grave concern: “It is a matter of great concern that I wanted to share with all of you”.

 

নোটবাতিল একটি ভয়ঙ্কর বিপর্যয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন নোটবাতিল একটি দিগ্বিদিকহীন সিদ্ধান্ত যার ফলে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে।

তিনি তাঁর ফেসবুকে একটি লেখার মাধ্যমে এই নোটবাতিলের ফলে অসংগঠিত ক্ষেত্রে প্রচুর মানুষের কর্মহীন হয়ে পড়ার ঘটনায় ক্ষোভ জাহির করেছেন।

তিনি লেখেন, “এই দিশাহীন সিদ্ধান্ত প্রনয়ন করার ফলে কোটি কোটি মানুষ আজ জীবিকাহীন হয়ে পড়েছে, এক ভয়াবহ পরিস্থিতি উপস্থিত হয়েছে।“

তিনি আরো লেখেন, “কেন্দ্রীয় সরকারের এই নোটবাতিলের কঠোর সিদ্ধান্ত নেওয়ার ফলে রাতারাতি দেশ জুড়ে প্রায় পাঁচ কোটি মানুষ তাদের জীবিকা হারিয়েছে।“

“স্বাধীনতা লাভের পর কোন শ্রমজীবী মানুষকে এরম বিপদের সম্মুখীন হতে হয়নি।“

অসংগঠিত খেত্রের কথা বলতে গিয়ে তিনি লেখেন, “রিপোর্ট অনুযায়ী অসংগঠিত খেত্রের ১.২৫ কোটি কর্মী, ই-কমার্স, চর্ম শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প, কাচ শিল্প, বিড়ি, গহনা শিল্প ও সরকারি প্রকল্পে কর্মরত দিনমজুররা হয় পুরোপুরি জীবিকাহীন হয়ে পড়েছে বা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে নোটের যোগান না থাকায়।

“এমনকি বড় বড় শিল্প প্রতিষ্ঠানেও ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে যা হয়ত ইতিমধ্যেই বা খুব শীঘ্রই আরও প্রচুর মানুষকে জীবিকাহীন করে দেবে।“

তিনি নোটবাতিলের ফলে মানুষের অভাবনীয় দুর্দশায় ব্যাথিত হয়ে আরও লেখেনঃ “আমি খুব দুঃখের সঙ্গে অনুভব করতে পারছি সাধারন মানুষ কি কথিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত করছেন।“

তিনি সবশেষে লেখেন, “এটি একটি গভীর চিন্তার বিষয়, যা আমি আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই।“

 

Country’s largest indoor sports arena planned in Kolkata

Kolkata may soon get one of the largest indoor sports arenas of the country with a capacity to accommodate upto 15,400 people at one time.

The proposed indoor stadium’s capacity will be 15,400. The capacity of the city’s Netaji Indoor stadium is 12,000.

Keeping in mind West Bengal Chief Minister Mamata Banerjee’s Green City Project, the proposed stadium will have solar power and will come up on ten acres of land near the Deer Park in Eco Park. The facility will have lawn tennis, ‘ kho kho’, ‘kabaddi’, badminton, basket ball and table tennis courts.

The project is in the planning stage. A design has been prepared as per instructions of the Chief Minister. The HIDCO board has passed the design during its recently held meeting and now the design will be forwarded to the state government for approval..

The stadium will have four entrances for vehicles and four entrances for pedestrians with lifts to carry players and VIPs. There will also be two gymnasiums and changing rooms for players, the area under the stadium will be rented out to various offices for commercial purpose aimed at generating revenue.

New Town will also get a state-of-the-art Biswa Bangla Convention Centre. Construction work has already started with a completion target of March 2017 and HIDCO officials claimed the centre will be the largest convention centre in eastern India.

The convention centre, as per our information, will be the largest convention centre of its kind in the country, with the main single conference hall having a capacity to accommodate 3,000 people.

The focus is to create a global network and promote conference tourism in the state. The centre will be more like the convention centres at Hanover and Dusseldorf in Germany. The expositions and conferences that will be held in the centre will generate revenue for the state. The convention centre will have two auditoriums, six banquet rooms, seminar rooms, exhibition area, various types of restaurants, swimming pool, library, board rooms, book shops and spa. The entire unit is spread across ten acres of land and is coming up near the HIDCO Bhawan.

 

দেশের বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা

 

১৫,৪০০ আসন বিশিষ্ট দেশের সব থেকে বড় বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা। প্রস্তাবিত এই স্টেডিয়ামটির আসন সংখ্যা হবে ১৫,৪০০, নেতাজী ইনডোর স্টেডিয়ামের আসন সংখ্যা ১২,০০০।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রীন সিটি প্রকল্পের কথা মাথায় রেখে, এই প্রস্তাবিত ক্রীড়াঙ্গনটি তৈরি হবে ইকো পার্কের ডিয়ার পার্কের পাশেই, ১০ একর জমির ওপর এটি গড়ে উঠবে, পুরোপুরিভাবে চালিত হবে সৌরশক্তির দ্বারা। এখানে লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, খোখো, কাবাডি ও বাস্কেটবল খেলার সুবিধে থাকবে।

আপাতত এই প্রকল্পটি পরিকল্পনার স্তরে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি নকশাও তৈরি করা হয়েছে। হিডকোর সাম্প্রতিক মিটিং-এ এটির অনুমোদনও পাওয়া গেছে। এবার রাজ্য সরকারের অনুমোদনের জন্য এই নকশাটি পাঠানো হবে।

এই স্টেডিয়ামে ৪টি প্রবেশদ্বার থাকবে যানবাহনের জন্য ও আরও ৪টি প্রবেশদ্বার থাকবে পথচারীদের জন্য। ওখানে লিফট থাকবে খেলোয়াড় ও বিশেষ অতিথিদের জন্য। ওখানে ২টি ব্যায়ামাগার ও ১টি বিশ্রামাগার থাকবে খেলোয়াড়দের জন্য। স্টেডিয়ামটির নিচের অংশ বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হবে বাণিজ্যিক কারনে ব্যাবহার করার জন্য, যা থেকে স্টেডিয়ামটির আয় আসবে।

নিউ টাউন একটি অনন্য বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্র পেতে চলেছে। যেটি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লক্ষ্য স্থির করা হয়েছে পুরব ভারতের বৃহত্তম এই সম্মেলন কেন্দ্রটি ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে এটি তৈরি করার। এটির মুল কনফারেন্স হলে একসঙ্গে ৩০০০ মানুষ বসতে পারবেন।

এটি তৈরি করার মুখ্য উদ্দেশ্য হল বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ও কনফারেন্স ট্যুরিজ্‌মকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি মুলত জার্মানির দুসেলদরফের হ্যানোভারের কনফারেন্স সেন্টারের আদলে তৈরি করা হয়েছে। এখানে অনুষ্ঠিত সব অনুষ্ঠান থেকে রাজ্যের আয় বাড়বে। এখানে ২টি প্রেক্ষাগৃহ, ৬টি বাঙ্কোয়েট রুম, সেমিনার রুম, প্রদর্শনী কেন্দ্র, বিভিন্ন রেস্টুরেন্ট, সুইমিং পুল, লাইব্রেরি, বোর্ড রুম, বইয়ের দোকান ও স্পা থাকবে। পুরো জায়গাটি হিডকো ভবনের কাছে ১০একর জমির ওপর তৈরি করা হচ্ছে।