Mamata Banerjee slams Centre on Tamil Nadu Chief Secretary raid

Bengal Chief Minister Mamata Banerjee today slammed the Centre after central agencies carried out raids at the residence of the Chief Secretary of Tamil Nadu.

Calling it “vindictive” and “unethical”, the Chief Minister wondered if the raid was aimed at disturbing the federal structure. She also demanded to know why raids are not conducted on Amit Shah or others who collect money.

Here is her full statement:

Earlier the Principal Secretary of Arvind Kejriwal was raided and harassed. Now I read Chief Secretary of Tamil Nadu has also been raided. Why this vindictive, unethical, technically improper action? Is it only to disturb the federal structure? Why don’t they raid Amit Shah and others who are collecting money?

While corruption needs to be condemned strongly, the raid on Chief Secretary of Tamil Nadu by Central agencies devalues the institution of head of the civil service.

The proper procedure should have been to take the State leadership into confidence and removing him from the post prior to any preemptive action, based on information.

 

তামিলনাড়ু মুখ্যসচিব এর বাসভবনে আয়কর ভবনের তল্লাশির তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সংস্থা তামিলনাড়ু মুখ্যসচিব এর বাসভবনে অভিযান চালানোয় কেন্দ্রের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পদক্ষেপকে “প্রতিহিংসাপরায়ণ” এবং “অনৈতিক” বলে মুখ্যমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করাই পদক্ষেপের লক্ষ্য।  কেন অমিত শাহ বা যারা টাকা সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে না বলেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াঃ

আগে অরবিন্দ কেজরিওয়ালের প্রধান সচিবকে হেনস্থা করেছে। এখন তামিলনাড়ুর মুখ্য সচিবের কথা পড়লাম। তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর।

কেন এমন উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিহিংসাপরায়ণ, অনৈতিক পদক্ষেপ? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করতেই এই পদক্ষেপ/ চক্রান্ত?

কেন ওরা অমিত শাহ এবং অন্যান্যরা যারা টাকা সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না?

দুর্নীতি দমনের তীব্র নিন্দা করা উচিত কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলি যেভাবে তামিলনাড়ু মুখ্যসচিবের বাড়িতে অভিযান চালালো তা সিভিল সার্ভিসেস ব্যবস্থার অবমাননা।

এমন ঘটনায় শীর্ষ আমলাদের সঙ্গে গুরুত্বের অবনমন হয়। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনাই সঠিক পদ্ধতি।

6th Kolkata International Children’s Film Festival to be inaugurated on Christmas eve

The 6th edition of the week-long Kolkata International Children’s Film Festival will have a ‘Feluda package’ aimed at commemorating the 50th anniversary of Satyajit Ray’s creation Feluda, the sleuth who solved numerous mysteries with his wit and courage.

Organised by the state Shishu Kishore Academy of the state government, the festival, which will begin on 24 January and continue till 31 December, has science fiction as it’s theme and will screen films like Terminator series, Star Wars, The Martian, ET: Extra Terrestrial, and Despicable Me among others.

An exhibition on ‘The Magical World of Science Fiction Films’ will also be held at Gaganendra Pradarshanshala. Festival’s executive director and MP Arpita Ghosh said world cinema, short films, documentaries and animations will also be showcased.

Not will all the films made so far featuring Feluda will be screened, there will also be seminars and interactive sessions that will see film maker Sandip Ray, son of Satyajit Ray whose film Double Feluda will be the inaugural one, participating. As many as 200 films from 33 countries will be shown in the festival. It will also showcase about 20 Indian children’ films, said Arpita Ghosh..

One interesting feature of this year’s festival is that there will be a separate adda zone for children where they can just enjoy themselves, singing, dancing, eating or just chatting among themselves. There will also be a workshop where children could have a small initiation into disciplines like editing, photography.

Bengal CM inaugurates numerous projects for East Midnapore district

Bengal Chief Minister Mamata Banerjee inaugurates and lays the foundation stones for a bouquet of developmental processes for East Midnapore district at Kolaghat today. She also addresses a public meeting.

Among the projects to be inaugurated by the Chief Minister today includes a power sub-station, Kisan Bazars, a marketing hub, a fire station, solar powered irrigation projects, government offices, a host of road projects and CCTV control room for Digha.

The Bengal Chief Minister also lays foundation stones for numerous projects including a college, a power station, road projects, river-bank renovation projects, a hostel and godowns for agicultural produces.

She also distributes benefits like cuclys under Sabuj Sathi, Geetanjali, Shikshashree, equipment for fishermen, agricultural machinery and scholarships and grants.

 

Here are some excerpts of her speech: 

We conducted the last administrative review meeting of the year today

We will conduct a state-level administrative meeting in Kolkata on 6 January

A new division is coming up in Midnapore regions for better governance

A new road project has been taken up to connect south Bengal with north Bengal

We have sanctioned a 90 km long 3 lane expressway from Nandakumar to Henria

From marketing centres to polytechnics, we are taking several development initiatives for East Midnapore

We will modernise Kolaghat thermal power station in a phase wise manner

 

পূর্ব মেদিনীপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাওয়ার সাব স্টেশন, কিষাণ বাজার, মার্কেটিং হাব, দমকল কেন্দ্র, সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্প, সরকারি ভবন, রাস্তা সহ সিসিটিভি কন্ট্রোল রুম ইত্যাদি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।এছাড়া একটি কলেজ, একটি পাওয়ার সাব স্টেশন, রাস্তা, নদীর পাড় সংস্করণ, ছাত্রাবাস সহ বিভিন্ন সেচ প্রকল্পের শুভ শিলান্যাসও করেন তিনি।

সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, কৃষক বার্ধক্য ভাতা, মৎস্যজীবীদের তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, স্কলারশিপ ইত্যাদি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

এদিন সভামঞ্চ থেকে তিনি জানান, আজকের এই বৈঠক এই বছরের শেষ প্রশাসনিক বৈঠক। কলকাতায় আগামী ৬ জানুয়ারি একটি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক হবে।

তিনি জানান পূর্ব মেদিনীপুরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। পূর্ব মেদিনীপুর সহ ৪টি জেলা মিলে গড়া হয়েছে মেদিনীপুর ডিভিশন।উত্তর ও দক্ষিণবঙ্গকে যুক্ত করার জন্য একটি নতুন সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে।

এছাড়া, নন্দকুমার থেকে হেঁড়িয়া পর্যন্ত  ৯০ কিমি দীর্ঘ একটি রাস্তার কাজ শুরু হবে খুব শীঘ্রই। মার্কেটিং সেন্টার থেকে পলিটেকনিক কলেজ সহ অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ফেজ অনুযায়ী আধুনিকীকরণ করা হবে।

 

Bengal CM warns of stern action against sand mafia

Chief Minister Mamata Banerjee on Tuesday instructed the administration to take stern action against the sand mafia.

During the administrative meeting held with senior state government officials, she said “Do not spare the sand mafia. Take stringent action against them.”

The CM said the sand mafia were involved in illegal excavation from river bed and said it would have to be stopped. “If anyone is caught, he/she will not be spared and stern action will be taken against him/her,” she maintained.

 

বেআইনি বালি খাদানের বিরুদ্ধে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে।

উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক চলাকালীন তিনি বলেন, “বালি মাফিয়াদের কোনও ভাবেই ছাড়া যাবে না, ওদের বিরুদ্ধে
কঠিন ব্যাবস্থা গ্রহন করুন।“

মুখ্যমন্ত্রী বলেন, এই বালি মাফিয়ারাই নদীগর্ভ থেকে বালি চুরি করে নিচ্ছে, এটা বন্ধ করতে হবে। যারা ধরা পড়বে, তাদের রেয়াত করা হবে না, কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

There is cash crunch as well as bank crunch: Mamata Banerjee in Bankura

Bengal Chief Minister Mamata Banerjee slammed the Centre today yet again saying that the situation on ground due to demonetisation is grim. She later took to Twitter to post her views.

The Chief Minister said, as an effect of demonetisation, labourers were not getting wages under the 100 Days’ Work Scheme. Earlier, 30,000 people used to work under the scheme in Bankura, which has now come down to 10,000.

She said that the money received for paying those who work under the scheme has also come down drastically – less by Rs 135 crore.

The CM said, “The situation on ground is very grim. With weekly limit of Rs 24000, banks were supposed to give Rs 96000 per month. For 100 Days’ Work, workers get Rs 5000+ in a month. Banks are unable to give this amount also. What will the people eat?”

The rural economy is in tatters. “The rural economy is dependent on cooperative banks. Even they are not receiving money” the CM said.

Mamata Banerjee added, “There are no workers to harvest paddy. Crores of people have lost their jobs. The rural people are suffering immensely. This is an area where there is bank. Imagine the situation where there is no bank”.

She went on: “There is cash crunch as well as bank crunch”.

She admonished the Central Government and asked it to “first create the infrastructure for cashless economy; only bhashan won’t do. Every day a decision is changed it means this is an unstable government.”

 

টাকা ও ব্যাঙ্ক দুইই অমিলঃ নোট বাতিল ইস্যুতে বাঁকুড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোটবাতিলের বিরুদ্ধে আবারও সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোটবাতিলের ফলে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে।

তিনি বলেন, নোটবাতিলের ফলে ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না। যেখানে আগে বাঁকুড়ায় ১০০ দিনের কাজে ৩০,০০০ শ্রমিক কাজ করত, সেই সংখ্যা আজ মাত্র ১০,০০০ – এ এসে নেমেছে।

১০০ দিনের কাজে বাঁকুড়া জেলা বরাদ্দের ১৩৫ কোটি টাকা কম পেয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “বাস্তবের চিত্রটি খুবই ভয়ঙ্কর। সপ্তাহে সর্বোচ্চ ২৪,০০০ টাকা তুলতে পারার কথা, সেই হিসেবে ব্যাঙ্ক মাসে ৯৬,০০০ টাকা দিতে পারে। ১০০ দিনের কাজে নিযুক্তরা মাসে ৫,০০০ টাকার মত পেয়ে থাকেন। ব্যাঙ্ক এই টাকাও দিতে পাছে না। মানুষ খাবে কি করে? গ্রামীণ অর্থনীতি খুব সংকটে।”

তিনি বলেন, “গ্রামের অর্থনীতি প্রধানত নির্ভর করে সমবায় ব্যাঙ্কগুলির ওপর। সমবায় ব্যাঙ্কগুলি পর্যন্ত টাকা পাচ্ছে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধান তোলার জন্য কোনও মজুর পাওয়া যাচ্ছে না। কোটি কোটি মানুষ তাদের জীবিকা হারিয়েছেন। গ্রামের মানুষরা ভয়ঙ্কর কষ্টে আছে। এখানে ব্যাঙ্ক আছে, তাতেই পরিস্থিতি এইরকম, তাহলে ভাবুন যেখানে ব্যাঙ্ক নেই, সেখানে কি অবস্থা।”

তিনি বলেন, “টাকা ও ব্যাংক দুইই অমিল।”

তিনি কেন্দ্রকে সাবধান করে বলেন, “প্রথমে ক্যাশলেস অর্থনীতির জন্য পরিকাঠামো তৈরি করুন, শুধু ভাষণে কাজ হবে না। প্রতিদিন সরকার নিজেদের একটি করে সিদ্ধান্ত বদলাচ্ছেন; এই সরকারের স্থিতিশিল নয়।”

Bengal Govt to set up leopard safari, deer park in Khoyerbari

In a unique move, the State Government has decided to set up a leopard safari park of international standards at Khoyerbari in Madarihat block, which will be one of the major tourist attractions in Bengal.

The State Government also wants to set up a deer park and a bird watching centre, where visitors can see various species of birds.

Several initiatives have also been taken to give a new look to Eco Park in Kunjanagar and the tiger rehabilitation centre in Khoyerbari, close to the Jaldapara forest.

Leopards that often enter residential localities would be rehabilitated in the proposed safari park. The deer park would have a breeding centre that would help in increasing the number of the deer species on the verge of extinction.

Once the projects are completed, they are expected to become tourist hot spots. The number of tourists to Bengal have increased in recent years, with the State securing the 5th position in terms of tourist inflow.

খয়েরবাড়িতে চিতা সাফারি ও ডিয়ার পার্ক শুরু করতে উদ্যোগী রাজ্য সরকার

উত্তরবঙ্গে পর্যটনের আরও বিকাশ ঘটাতে মাদারিহাট ব্লকের খয়েরবাড়িতে একটি আন্তর্জাতিক মানের চিতা সাফারি পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওখানে একটি ডিয়ার পার্ক ও পক্ষিরালয় নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জলদাপাড়ার নিকটস্থ কুঞ্জনগরের ইকো পার্ক ও ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রটিকেও নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য বন দপ্তরের ২৩ হেক্টর জমির ওপর গড়ে উঠবে এই চিতা সাফারি ও ডিয়ার পার্ক। পুরো জমির জরিপ ও বাকি প্রয়োজনীয় রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষের দিকে।

যে সব চিতা মাঝে মাঝে লোকালয়ে ঢুকে পড়ে, তাদের ওই পার্কে পুনর্বাসিত করা হবে।

প্রকল্পটি শেষ হলে আশা করা যায়, এটি পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। বিগত পাঁচ বছরে বাংলায় প্রচুর পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের সংখ্যা অনুসারে রাজ্যগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা।

 

Prime Minister is blind to the sufferings of people: Mamata Banerjee

Maintaining her attack on the Centre over the issue of demonetisation, Bengal Chief Minister Mamata Banerjee today accused the Prime Minister of being blind to the sufferings of common people. She was addressing a public meeting in Bankura.

“Farmers are suffering. People do not have cash to buy supplies. Traders are also suffering but PM fails to see their woes. By the time realisation dawns on him, nation will be destroyed,” she said.

“There are long queues outside banks. Labourers are not getting wages under 100 days work. How will their families run?” the CM said. “Even Venezuela started demonetisation but when they saw people are suffering, the decision was withdrawn,” she added.

She also warned against attempts being made to disturb the peace in the State. “Bengal is a land of harmony, peace & progress. Hindus, Muslims, Sikhs, Christians all live together here,” she said.

The CM added that she will continue to work for the people as long as she is alive.

 

মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পাচ্ছেন না প্রধানমন্ত্রীঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল নিয়ে আবারও কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন সাধারণ মানুষ চরম দুর্ভোগে অথচ প্রধানমন্ত্রী নিশ্চুপ।

তিনি বলেন, “কৃষকরা ভুগছে, তারা চাষের জন্য বীজ কিনতে পারছেন না। সাধারণ মানুষের কাছে টাকা নেই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার। ক্ষুদ্র ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের ব্যবসা বন্ধ, কিন্তু প্রধানমন্ত্রী এসব কিছুই দেখতে পাচ্ছেন না। যখন তিনি বুঝতে পারবেন ততদিনে দেশ ধ্বংস হয়ে যাবে”।

তিনি আরও বলেন, “ব্যাংকে লম্বা লাইন। ১০০ দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছে না। তারা কিভাবে তাদের সংসার চালাবে? ভেনেজুয়েলা নোট বাতিল করেছিল, কিন্তু যখন তারা দেখেছে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন তখন তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে”।

তিনি বলেন বাংলার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও প্রগতির জায়গা। এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকে”।

সবশেষে তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করে যাব”।

Bengal CM orders formation of steering committee to monitor solid waste management system

The Bengal government has constituted a steering committee to monitor the solid waste management across the state. Bengal Chief Minister Mamata Banerjee instructed senior bureaucrats and environment experts to form the committee, soon after Kolkata, along with 10 other cities from across the globe, was honoured with the best cities of 2016 award in recognition of its inspiring and innovative programme with regard to solid waste management.

Kolkata is the only Indian city to receive the prestigious award. It received the award during the C40 Mayors’ Summit held in Mexico City.

The committee will soon set up guidelines for Urban Local Bodies (ULBs) as well as Panchayat areas.

 

সলিড ওয়েস্ট মানাজেমেন্টের জন্য স্টিয়ারিং কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে সলিড ওয়েস্ট মানাজেমেন্টের আরও আধুনিকীকরণের জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চপদস্থ আমলা ও পরিবেশবিদদের নির্দেশ দিয়েছেন এই কমিটি তৈরি করতে।

এই কমিটি খুব শীঘ্রই নির্দেশিকা তৈরী করবে পৌরসভা ও পঞ্চায়েতগুলির জন্য।

উল্লেখ্য, সলিড ওয়েস্ট মানাজেমেন্টের ক্ষেত্রে কলকাতা বিশ্বের দশটি সেরা শহরের মধ্যে একটি। মেক্সিকো শহরে অনুষ্ঠিত সি-৪০ মেয়র সমাবেশে এই সম্মান প্রদান করা হয় কলকাতাকে।

 

2016 Winter Session of Parliament: Centre refuses Oppn’s just demands, leading to disruptions

All through the 2016 Winter Session of Parliament, the Opposition parties, including the Trinamool Congress, demanded discussion on demonetisation, the draconian decision that the Central Government had thrust on the people of the country.

However, the ruling dispensation repeatedly refused to heed this just demand from the Opposition parties, leading to constant disruptions.

The Trinamool Congress cornered the Centre over the issue of demonetisation in both the Lok Sabha and the Rajya Sabha right from the opening week.

On the opening day, that is, November 16, Trinamool Congress parliamentarians from both houses of Parliament staged a demonstration outside the Parliament in New Delhi, opposing the move of demonetisation by the Centre and demanding its rollback.

On the third day too, that is, November 18, too, the party’s MPs from both the Houses assembled near the Gandhi statue outside Parliament to stage a dharna, highlighting the plight of the common people due to demonetisation.

Trinamool Congress was the first political party to give a notice of suspension in the Rajya Sabha.

On November 17, in the Rajya Sabha, Derek O’Brien demanded voting after discussion on the issue of demonetisation. He said, “We think that beyond the debate there should be a voting”.

On the same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay moved an Adjournment Motion under Rule 56 on the issue. He said, “Let this decision be withdrawn temporarily to chalk out a final plan”.

On November 18, Sudip Bandyopadhyay once again demanded a discussion under Rule 56 to censure the Central Government on demonetisation.

The second week of the 2016 Winter Session of Parliament was quite eventful. On November 24, Derek O’Brien in the Rajya Sabha gave a scathing reply to the Centre’s decision on demonetisation, outlining the hardships that the people of the country have been facing for the last 15 days (since demonetisation).

A day earlier, Sudip Bandyopadhyay in the Lok Sabha, as the voice of the united Opposition, had demanded a discussion on the issue of demonetisation under Rule 56, which entails voting after the debate.

On November 23, the opposition parties represented in Parliament, including Trinamool Congress, had staged a joint protest against the Government’s decision on demonetisation at the statue of Gandhi Ji inside the Parliament complex.

On November 25, Derek O’Brien strongly criticised the attitude of the Centre towards those who oppose its views and policies: “I said this in the House yesterday. If we oppose the Government’s policy it does not mean we are in favour of corruption”. He also asked for the Prime Minister to come to the Rajya Sabha and apologise for his comments earlier in the morning. He said, “Does the Prime Minister think he alone is a saint and we are all devils? The Prime Minister must come to the House and apologise”.

On the same day, Sudip Bandyopadhyay also came down severely on the Prime Minister’s insult to those opposing the draconian decision of demonetisation through his comments earlier that day. As he said, “On a day when we are trying to find a solution as to how the House can function, the Prime Minister has made comments that have hurt the Opposition. We demand that the Prime Minister withdraws his comments and apologises for the comments he has made”.

The third week of the 2016 Winter Session of Parliament saw the major Opposition parties demanding discussions on demonetisation and the presence of the Prime Minister during those debates as well.

Two major incidents were brought to the notice of the Parliament by the Trinamool Congress.

On the last day of the week, December 2, there was a furore in both Houses of Parliament over the issue of the sudden deployment of the Army in 19 places in Bengal, without discussing with the State Government.

In the Rajya Sabha, Sukhendu Sekhar Roy gave a notice under Rule 267 (suspension of business) and raised the issue, which was supported by all Opposition parties.

During the discussion, Derek O’Brien, the Leader of the Party in the Rajya Sabha, raised a Point of Order regarding the placing of selective documents by the Minister regarding the role of the Army.

Sudip Bandyopadhyay, the Leader of the Party in the Lok Sabha, raised the same issue.

A day before, on December 1, Derek O’Brien had demanded an enquiry to be instituted by the Government on the issue of the flight carrying Bengal Chief Minister Mamata Banerjee being denied immediate permission to land at Kolkata Airport, despite the pilot reporting the plane being short on fuel.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha had made an important intervention after the Minister’s reply on the issue of the flight snag.

Sudip Bandyopadhyay had taken up the same issue in the Lok Sabha.

Earlier, on November 28, Sudip Bandyopadhyay had demanded the adoption of Adjournment Motion to enable discussion on demonetisation.

The next day, November 29, saw Sudip Bandyopadhyay asking for the clubbing of the discussions on demonetisation and the amendments brought in the Taxation Laws (Second Amendment) Bill, 2016, since the latter is related to demonetisation.

On the same day, Saugata Roy in the Lok Sabha demanded a full-fledged discussion on the Taxation Laws (Second Amendment) Bill, 2016, strongly criticising the Government’s decision to pass the Bill in a hasty manner.

On November 30, Derek O’Brien, demanded the presence of the Prime Minister in the Rajya Sabha during the debate on demonetisation.

Sukhendu Sekhar Roy in the Rajya Sabha gave a Notice under Rule 267, asking the Chairman to enable the House to make obituary references for the army jawans killed in clashes with terrorists in Jammu and Kashmir and for the people who had died as a consequence of the implementation of demonetisation.

In the Lok Sabha, on November 30, Sudip Bandyopadhyay again pressed the Speaker to grant the Opposition’s demand for a discussion on demonetisation, followed by voting.

Later in the day, Derek O’Brien demanded the Prime Minister withdraws his remarks on the Opposition outside Parliament before the debate on demonetisation can begin.

In the Lok Sabha, Sudip Bandyopadhyay repeated his earlier demand of the discussion on demonetisation to be taken up, along with voting.

Trinamool Congress staged a series of protests at the Parliament complex all through the fourth week of the Winter Session to protest against demonetisation.

December 8 was celebrated as Black Day by Opposition parties, being the completion of one month since the decision of demonetisation was announced. Members of Parliament from Trinamool Congress as well as other parties in the Opposition staged a protest at Parliament.

On the first day of the fourth week, December 5, Trinamool Congress staged a protest against demonetisation and its ill-effects at the statue of Mahatma Gandhi inside the Parliament complex.

On Friday, December 9, another protest was staged by Trinamool Congress MPs outside Parliament, who displayed a banner carrying the full list of names of the 93 people who have died so far as a consequence of demonetisation, while waiting in queues outside banks and ATMs.

Inside Parliament, the first day of session during this week, that is, December 5, saw Sudip Bandyopadhyay asking the Speaker of the Lok Sabha to enable the initiation of the discussion on demonetisation as early as possible, asking why the Government is shirking from a discussion time and again.

On December 7, Sukhendu Sekhar Roy in the Rajya Sabha raised a Point of Order regarding a BJP leader from Bengal being caught with lakhs of cash and arms.

On December 8, he asked the Deputy Chairman inside the House that the Rajya Sabha be allowed to mourn the tragic deaths due to demonetisation.

Sukhendu Sekhar Roy raised the issue of mourning the deaths once again on December 9.

Through the week, Congress had given a Notice for discussion under Rule 184 and the Trinamool Congress under Rule 56, while some others wanted it to take place under Rule 193.

On December 9, even a No Rule discussion on demonetisation was agreed upon by the Opposition parties in the Lok Sabha, wherein discussion was to have taken place under no specific rules. The MPs of the treasury benches (ruling coalition), though, refused to relent, disrupting the House repeatedly, preventing the Opposition members from speaking. Ultimately the House had to be adjourned for the day.

The final week of Parliament also saw the Opposition parties, including Trinamool Congress, demand discussions on demonetisation. However, the treasury benches continuously tried to disrupt proceedings.

On December 14, 16 leading Opposition parties held a joint press conference in New Delhi. Sudip Bandyopadhyay of Trinamool Congress said that the “voice of Opposition is being gagged” in Parliament and that “what is happening is not just unfortunate but disgraceful”.

In the Rajya Sabha, on December 14, Nadimul Haque spoke on behalf of the party supporting the Right of Persons with Disabilities Bill, 2014. A speech supporting the same Bill was given by Saugata Roy in the Lok Sabha on December 16.

On December 15, the Trinamool Members of Parliament held a protest against demonetisation outside Parliament.

On that same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay even said that “a discussion could have been initiated, without any Rules”. However, the ruling party did not let it happen.

The 241st session of Parliament (Winter Session) ended on December 16.

 

একনজরে ২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশন: বিরোধীদের বৈধ দাবী মানল না সরকার

 

২০১৬র সংসদের পুরো শীতকালীন অধিবেশনে তৃণমূল সহ বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের সারা দেশবাসীর ওপর চাপিয়ে দেওয়া নোটবাতিলের মর্মান্তিক সিদ্ধান্তের ওপর আলোচনার দাবি জানিয়ে গেল। সরকারের তরফ থেকে ক্রমাগত বাধা প্রদান করে আলোচনার থেকে তারা বিরত থাকল।

চলতি পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা দু’জায়গাতেই কেন্দ্রীয় সরকারকে পুরো কোনঠাসা করল তৃণমূল কংগ্রেস। শীতকালীন অধিবেশনের প্রথম দিন মানে ১৬ই নভেম্বর পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এই নোট বাতিলের বিরুদ্ধে। তৃতীয় দিনেও একই ভাবে পার্লামেন্টের বাইরে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের সদস্যরা নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।

তৃণমূল কংগ্রেস প্রথম পার্টি যারা মুলতুবি প্রস্তাব আনেন রাজ্যসভায়। ১৭ই নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন আলোচনার পর ভোটের দাবি জানান। একই দিনে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী মুলতুবি প্রস্তাব আনেন ও বলেন একটি সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই নোট বাতিল কার্যকর করা হোক। পরের দিনও লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় একই দাবি তোলেন।

নানারকম ঘটনার মধ্যে দিয়ে কাটল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ। ২৪শে নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন উপযুক্ত জবাব দেন কেন্দ্রের এই দিশাহীন নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ও তা কার্যকর করে বিগত ১৫ দিনের দেশের মানুষের কি পরিমান ভোগান্তি বাড়ানো হয়েছে, তার জবাব হিসেবে। তার আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সকল বিরোধী দলের পক্ষ থেকে ৫৬ নম্বর নিয়ম মেনে নোট বাতিলের ওপর আলোচনা ও তার পর ভোটাভুটির দাবি তোলেন। ২৩শে নভেম্বর তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সংসদের সামনে গান্ধী মূর্তির তলায় একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি নীতির প্রতিবাদে।

যে সকল দল সরকার ও তার এই কার্যকলাপের বিরোধিতা করছে, তাদের প্রতি সরকারের আচরণের তীব্র সমালোচনা করেন ডেরেক ও ব্রায়েন। ২৫শে নভেম্বর, তিনি বলেন, “আমি গতকাল কক্ষে বলেছি, আমরা যদি সরকারের নীতির সমালোচনা করি, তার মানে এই না যে আমরা কালো টাকার পক্ষে”, তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসার ও সেদিন সকালে বিরোধীদের ব্যাপারে এরকম কটূক্তি করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কি ভাবেন যে সব বিরোধীরা চোর আর উনি একা সাধুপুরুষ? প্রধানমন্ত্রী এই সভায় আসুন ও বিরোধীদের কাছে ক্ষমা চান।”

ওই দিনই তার কিছুক্ষন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তীব্র প্রতিবাদ জানান প্রধান মন্ত্রীর বিরোধীদের ব্যাপারে কটূক্তির বিরোধিতা করে। তিনি বলেন , “যে সময় আমরা একটি উপায় খুঁজছি কি করে সভা চালানো যায়, সেসময় প্রধানমন্ত্রীর এরকম একটি উক্তি বিরোধী দলগুলিকে খুব বেদনা দিয়েছে। আমরা দাবি জানাই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য ফিরিয়ে নিন ও বিরোধীদের থেকে ক্ষমা চান।”

২০১৬ সালের সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহেও বিরোধীরা নোটবাতিল নিয়ে আলোচনার দাবিতে ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তর্ক করার দাবীতে সংসদ সরব রাখল।

দুটি বড় দুর্ঘটনা সংসদের নজরে আনল তৃণমূল কংগ্রেস। দোসরা ডিসেম্বর তৃতীয় সপ্তাহের অন্তিম দিনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করে রাজ্যের ১৯টি স্থানে সেনাবাহিনী মোতায়েন করার জন্য সংসদের উভয় কক্ষই উত্তাল রাখেন বিরধিরা। ২৬৭ নম্বর নিয়ম অনুযায়ী রাজ্যসভায় নোটিশ দেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, যা সকল বিরোধীদল সমর্থন করেন। আলোচনা চলাকালীন রাজ্যসভায় তৃণমুলের দলনেতা ডেরেক ও ব্রায়েন পয়েন্ট অফ অর্ডার ঘোষণা করেন যেখানে তিনি উল্লেখ করেন, সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিছু বাছাই করা নথি পেশ করেছেন সংসদে।
লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন। তার আগের দিন ডেরেক ও ব্রায়েন দাবি তোলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যপাধ্যায়ের বিমানচালক জ্বালানি কম থাকার কারনে বারবার বিমানবন্দরকে অনুরধ করা সত্তেও কেন তার বিমানকে নামতে দেওয়া হয়নি, সেই ব্যাপারে সরকার যাতে অনুসন্ধান করেন। কেন্দ্রীয় মন্ত্রী এই ব্যাপারে উত্তর দেওয়ার পর সুখেন্দু শেখর রায় একটি খুব মুল্যবান কথা বলেন।লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই ব্যাপারে কথা তোলেন।

২৮শে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব আনেন ও নোটবাতিলের ব্যাপারে আলোচনার দাবি জানান। তার পরের দিন, ২৯শে নভেম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ও আয়করের দ্বিতীয় সংশোধনী আইনের ব্যাপারে আলোচনার দাবি করেন কারন ওই দুটি বিষয় একে অপরের সঙ্গে জড়িত। ওইদিনেই লোকসভায় সৌগত রায় হঠকারী ভাবে সংসধনি আইন পাস করানোর তিব্র নিন্দা করেন ও বিস্তারিত আলোচনার দাবি জানান।

৩০শে নভেম্বর ডেরেক ও ব্রায়েন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নোটবাতিলের অপর তর্কের দাবি তোলেন। ২৬৭ নম্বর নিয়ম মেনে রাজ্য সভায় সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেন কাশ্মিরে নিহত সেনাদের সঙ্গে সঙ্গে নোটবাতিলের ফলে যারা মারা গেছেন তাদেরকেও শ্রদ্ধা জানাতে। ওইদিন লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও অধ্যক্ষকে দাবি জানান, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের। ওইদিনই ডেরেক ও ব্রায়েন দাবি করেন নোট বাতিলের ওপর আলোচনা শুরু করার আগে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সংসদের বাইরে করা বিরোধীদের ব্যাপারে তাঁর কতুক্তি নিয়ে। লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই একই দাবি তোলেন, নোটবাতিলের ওপর আলোচনা ও তারপর ভোটের।

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ সপ্তাহে নোটবাতিলের বিরুদ্ধে সংসদ চত্বরে একগুচ্ছ ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

নোটবাতিল ঘোষণার একমাস পুরন হয় ডিসেম্বরের ৮ তারিখ, ওইদিন সমস্ত বিরোধী দলগুলি মিলে কালা দিবস পালন করে। সংসদ চত্বরে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখান। চতুর্থ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বরের ৫ তারিখ গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এই নোটবাতিল ও তাঁর খারাপ প্রভাবের বিরুদ্ধে ধর্না দেয়।

ডিসেম্বরের ৯ তারিখ আরেকটি বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদদরা সংসদের বাইরে যেখানে তাঁরা একটি প্রতিলিপি প্রদর্শন করেন যেখানে ওই ৯৩ জন ব্যাক্তির নাম রয়েছে যারা এই নোটবাতিল ঘোষণার ফলে ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাড়িয়ে জীবন দিয়েছেন। ডিসেম্বরের ৫ তারিখ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষর কাছে নোটবাতিলের ওপর দ্রুত আলোচনার দাবি জানান। সঙ্গে এও জানতে চান শাসক দল কেন এই আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে?

ডিসেম্বরের ৭ তারিখ রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় বিজেপি নেতার বহু লক্ষ টাকা নিয়ে ধরা পড়ার ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার আনেন। ডিসেম্বরের ৮ তারিখ তিনি রাজ্য সভায় দাবি জানান এই নোটবাতিলের ফলে যেসকল মানুষ প্রান দিয়েছেন তাদের উদ্দেশ্যে রাজ্যসভায় শোক প্রকাশ করা হোক। ডিসেম্বরের ৯ তারিখেও তিনি রাজ্যসভায় একই দাবি রাখেন। পুরো সপ্তাহ ধরে কংগ্রেস নোটিশ দেন ১৮৪ নম্বর নিয়মে আলোচনা করার ও তৃণমূল ৫৬ নম্বর নিয়মে ও অন্যান্য দলগুলি ১৯৩ ধারায় নোটিশ দেন আলোচনার জন্য।

ডিসেম্বরের ৯ তারিখে কোনও নিয়ম না মেনেই বিরোধীরা আলোচনার জন্য রাজি হন। সরকার পক্ষের সাংসদরা এর বিরোধিতা করেন ও বারংবার সভা উত্তাল করে তোলেন ও বিরোধীদের কথা বলতে বাধা দেন। শেষ অবধি ওইদিনের মত কক্ষ মুলতুবি হয়ে যায়।

সংসদের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহেও নোটবাতিল নিয়ে আলোচনা হল না। বিরোধী দলগুলি আলোচনার দাবি জানালেও সরকার পক্ষ সমানে বাধা দিয়ে আলোচনা হতে দিল না।

ডিসেম্বরের ১৪ তারিখ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। যা ঘটছে তা খুবই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।” রাজ্যসভায় ডিসেম্বরের ১৪ তারিখ, নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে “The Right of Persons with Disabilities Bill, 2014″র পক্ষে সওয়াল করেন।
ডিসেম্বরের ১৫ তারিখ তৃণমূল কংগ্রেসের সাংসদরা নোটবাতিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন। ওই দিনই লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নিয়ম ছাড়াই আলোচনা হতে পারে।“ যদিও সরকার পক্ষ সেটা হতে দেয় নি।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় ডিসেম্বরের ১৬ তারিখ।

Trinamool showcases achievements of Bengal Govt at Commonwealth Parliamentary Association Conference in London

Trinamool Congress held up the achievements of transforming Bengal under the able leadership of Chief Minister Mamata Banerjee at the Commonwealth Parliamentary Association Conference, held in London earlier this week.

Trinamool’s Deputy Leader of Rajya Sabha, Sukhendu Sekhar Roy and Lok Sabha MP, Dr Kakoli Ghosh Dastidar, at different sessions during the meet, provided information regarding the development of Bengal in the last five years, to delegates from political parties of 53 nations.

The two Members of Parliament informed the delegates about schemes like Kanyashree and Yuvashree, and about measures taken for conserving the environmental by the Bengal Government.

Sukhendu Sekhar Roy participated in a seminar regarding environment where he pointed out that in the third world, policies regarding industrialisation should be taken keeping agriculture and farmers in mind.

Dr Kakoli Ghosh Dastidar held forward the vision of Mamata Banerjee at the inaugural session. She informed the delegates about the success of Kanyashree scheme which has brought down trafficking and under-age marriage.

 

লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে বাংলার সাফল্য তুলে ধরল তৃণমূল কংগ্রেস

লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন সাফল্য ও বাংলার পরিবর্তনের ছবি তুলে ধরল তৃণমূল কংগ্রেস।

রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় ও লোকসভার সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার দুজনেই পৃথক সেশনে ৫৩ টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের উপস্থিতিতে বাংলার গত ৫ বছরের সাফল্য ও উন্নয়নের কথা তুলে ধরেন।

বিশেষ করে কন্যাশ্রী ও যুবশ্রীর মত প্রকল্প এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে রাজ্য সরকারের যে সদিচ্ছা ও বাস্তবায়নের পর উপকৃত লক্ষ লক্ষ মানুষের প্রতিক্রিয়া জানতে উৎসাহী হয়েছেন অন্য দেশের সাংসদরা।

জলবায়ু সংক্রান্ত সম্মেলনে দেশের তরফে বক্তব্য রাখেন সুখেন্দু শেখর রায়, তিনি উল্লেখ করেন, দূষণ রুখতে যে সমস্ত প্রযুক্তি প্রয়োজন তা তৃতীয় বিশ্বের দেশের নেই। শিল্প কারখানাকে অগ্রগতির সোপান ভাবলেও কৃষি ও কৃষকের কথা মাথায় রেখেই সরকারি কর্মসূচি নেওয়া উচিত।

উদ্বোধনী সম্মেলনে কন্যাশ্রী প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন তুলে ধরেন ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। নারী ক্ষমতায়ন নিয়েও বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,  নারী শিক্ষা ও অগ্রগতিতে কন্যাশ্রী শুধু বাংলা নয় এখন গোটা বিশ্বের মডেল।