A destructive party is selling off the country: Mamata Banerjee

Coming down heavily on the Centre on the issue of demonetisation and political vendetta, Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee today said everyone is suffering due to ‘Super Emergency’.

“Modi Babu bulldozed his decision. Institutions were not allowed to do their job. Whoever is speaking up is being silenced with fear-mongering. Agencies are hounding them,” she said.

“Within hours of announcement of demonetisation I raised my voice. Why did they introduce Rs 2000 notes after banning Rs 1000? People will ban Modi Sarkar soon,” the CM added.

She thundered, “They promised situation will normalise within 50 days. Nothing has improved. Are 50 days not over? Why are restrictions on withdrawal limit still in place?”

She said Trinamool cannot be scared by fear-mongering tactics. “They thought TMC is made of soft mud so even rats can dig it. We fight with tigers, we won’t get rattled by a push from rats,” the Chief Minister said.

She reiterated that CBI has become ‘Conspiracy Bureau of India’.

Highlighting the sufferings of people across all strata of society, she said the protests will continue and the next course of action will be decided after Gangasagar Mela.

Day 3 of Trinamool’s nationwide protests against demonetisation & political vendetta

Today was the third day of Trinamool’s nationwide protests against demonetisation and political vendetta by the Centre. A delegation of Trinamool MPs met the Honourable President today in Delhi.

From November 8, 2016, the day demonetisation was announced, Mamata Banerjee has been vocally protesting against the policy which has led to immense suffering of the people. She has been actively tweeting against the Narendra Modi government and has also addressed rallies in Delhi, Lucknow, Patna and Kolkata.

Trinamool MPs had been sitting on dharna for the last three days in Delhi. Similar dharnas were held in front of RBI office and CGO complex in Kolkata. Dharnas were held in Punjab, Manipur, Tripura, Bihar, Jharkhand, Odisha also.

Mamata Banerjee has given the slogan ‘Modi Hatao, Desh Bachao’ and demanded that a ‘National Government’ be formed to save the country from this mess.

 

নোট বাতিল ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ তৃতীয় দিন

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত ও কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ ছিল তৃতীয় দিন।

আজ দিল্লিতে দুপুর ২ টোয় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।

২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। টুইটারেও তিনি মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে দিল্লি, লখনউ, কলকাতা ও পাটনার জনসভাতেও তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

গত ৩ দিন ধরে তৃণমূল সাংসদরা নোটবাতিলের সিদ্ধান্ত ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দিল্লীর সাউথ অ্যাভিনিউতে ধর্ণায় বসছেন। ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলেছে প্রতিবাদ।

দেশকে রক্ষার স্বার্থে ইতিমধ্যেই জাতীয় সরকার গঠনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ‘মোদী হাঠাও, দেশ বাঁচাও’ স্লোগানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Bengal records highest bank credit flow to MSME sector for last 5 years

Bengal recorded the highest bank credit flow to Micro, Small and Medium Enterprises (MSME) sector for last five years across the nation to the tune of US $15 billion.

Apart from highest MSME credit flow to the tune of US $ 15 billion, the state is second largest in the country in terms of the number of MSME enterprises. There are 3.7 million enterprises doing business in Bengal.

The involvement of people in Bengal’s MSME sector is also heart-warming thing to promote among the Indian and overseas investors. The state is the second largest in the country in terms of number of people employed in MSMEs, which is 8.6 million.

Bengal has a steady 8 per cent growth rate in MSMEs in 2014-15 and it has 19 per cent MSME’s share of state’s Gross Value Added (GVA) in 2014-15. The state government has set up a US $ 30 million or approximately Rs 200 Crore Venture Capital Fund (VCF) to ensure a fast MSME growth. The government also set up MSME Felicitation Centre (MFCs) in every district to provide single window services to the entrepreneurs.

Chief minister Mamata Banerjee led the success story of MSME in Bengal. The government created 331 new MSME clusters. The market value of the fixed asset in MSME in Bengal is US $ 5.9 billion – which is considered to be her single-handed achievement.

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সেরা বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত পাঁচ বছরে ব্যাংক থেকে সব থেকে বেশি ঋণ পেয়েছে বাংলা, যার সংখ্যা হল প্রায় ১৫ বিলিয়ন ডলার।

সব থেকে বেশি ঋণ পাওয়ার পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারেও পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে। বাংলায় প্রায় ৩৭ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে।

রাজ্যে বিপুল সংখ্যক মানুষ, প্রায় ৮৬ লক্ষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত এই ক্ষেত্রেও বাংলা দেশে দ্বিতীয় স্থানাধিকারী।

২০১৪-৫ আর্থিক বর্ষে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৃদ্ধি হয়েছে ৮ শতাংশ যা রাজ্যের জিভিএ’র ১৯ শতাংশ। এমএসএমই বিকাশের জন্য রাজ্য সরকার প্রায় ২০০ কোটি টাকার তহবিল চালু করেছে। জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে এমএফসি বা এমএসএমই সহায়তা কেন্দ্র যাতে উদ্যোগপতিদের অল্প সময়ের মধ্যে সবরকম ভাবে সাহায্য করা যায়।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এই জয় যাত্রার কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৩৩১টি নতুন ক্লাস্টার তৈরি করেছে। এই মুহূর্তে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্থাবর সম্পত্তির বাজারদর প্রায় ৪০,০০০ কোটি টাকা। এর কৃতিত্ব অবশ্যই মুখ্যমন্ত্রীর।

 

Let there be a tide of protests against demonetisation: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, while inaugurating Joydeb Mela in Bardhaman district today, came down hard on the Centre for the loss that demonetisation has caused to farmers, small traders, tea garden and jute industry workers.

“People are unable to withdraw their own money from banks. Small traders have been badly hit. Farmers do not have money to buy seeds. Tea gardens, the jute industry, small-scale enterprises have suffered. People are not getting pension,” she said while pointing out a survey report which say 30% people have lost their jobs due to demonetisation.

“People are suffering. Workers under the 100 Days’ Work Scheme are not receiving wages. Banks do not have money”, the Chief Minsiter said, and on top of that, “92% rural areas do not even have banks”.

She accused the Prime Minister of peddling plastic currency: “Modi Babu has become a salesman of plastic currency”. But only a very small percentage of people possess cards, and not all shops accept cards: “Will people eat plastic?”

She said, “Tughlaqi decisions have crippled the economy. I have seen many governments at Centre but never seen a Tughlaqi government like this”.

“120 people have lost their lives. Will Modi Babu take responsibility?” the CM asked.

She also harped on the vindictive attitude of the Central Government: “Anyone who speaks out against the Centre is branded corrupt and agencies are sent after them”.

She “urged everyone to come forward and protest”. “Let there be a tide of protests”, she said.

Mamata Banerjee ended her speech with a rallying cry: “We were with the people. We are with the people. We will stay beside the people”.

 

মানুষ বলছে মোদী বাবু এবার বিদায় নিনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বীরভূম জেলার কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন।

তিনি বলেন, দেশে ৯২শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই, এই সিদ্ধান্তের ফলে মানুষ চরম ভোগান্তির শিকার, ছোট ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। চা বাগান, জুট মিল থেকে শুরু করে ছোট কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কৃষকদের কাছে ফসলের বীজ কেনার টাকা নেই, ৩০% মানুষ কর্মহীন হয়ে পড়েছে, ১০০ দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না।

পাশাপাশি তিনি বলেন, যেখানে ব্যাঙ্ক আছে সেখানেও মানুষ ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারছে না, বয়স্ক মানুষরা পেনশন পাচ্ছেন না। কারন কোনও বাঙ্কের কাছেই টাকা নেই। তিনি আরও বলেন, মোদীবাবু প্লাস্টিক টাকার সেলসম্যান হয়েছেন। মানুষ কি প্লাস্টিক খাবে?

নোট বাতিলের ফলে ব্যাংকের লাইনে দাড়িয়ে যে ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, মোদী বাবু কি এতজন মানুষের মৃত্যুর দায় নেবেন?

তিনি বলেন, মানুষের কাছে টাকা নেই। সাধারণ মানুষের সাদা টাকা এখন কালো হয়ে গেছে আর বিজেপির কালো টাকা সাদা হয়ে গেছে। এই সরকার মানুষের থেকে কর সংগ্রহ করে এখন মানুষকেই চোর বলছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমি অনেক সরকার দেখেছি কিন্তু এরকম তুঘলকি সরকার কখনোও দেখিনি, এই তুঘলকি শাসকদের তুঘলকি সিদ্ধান্ত দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে যেই মুখ খুলছে তার পিছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে।

তিনি সকলকে আবেদন জানান প্রতিবাদে এগিয়ে আসার জন্য। তিনি বলেন, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। বাংলাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।”

 

 

 

 

Day 2 of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta

Today was the second day of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta.

Trinamool MPs of Lok Sabha and Rajya Sabha held a sit-in demonstration at South Avenue for the second day. The dharna began with 2 minutes silence for the 120 people who lost their lives due to demonetisation. Several MPs – Saugata Roy, Kalyan Banerjee, Sukhendu Sekhar Roy, Kakoli Ghosh Dastidar, Sisir Adhikari, Sultan Ahmed – made short speeches highlighting the sufferings of people every hour.

A dharna was organised just three kilometres away from the office of the Central Bureau of Investigation (CBI) in Bhubaneswar. Senior Trinamool Congress leaders including Secretary General of the party Partha Chatterjee, All India General Secretary, Subrata Bakshi, Chandrima Bhattacharya and Manish Gupta  attended the dharna.

Dharnas were also organised in front of CGO complex and RBI headquarters in Kolkata. They will continue even today.

Protests are being organised in Punjab, Kishanganj (Bihar), Manipur, Tripura, Assam, and Jharkhand against the note ban and the suffering that is being caused to the people.

 

নোট বাতিলের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ দ্বিতীয় দিন

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্ত ও তার ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিরুদ্ধে  এবং কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ  দ্বিতীয় দিন।

দিল্লির সাউথ এভিনিউতে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ধর্ণা দেন। সকাল ১১টায় নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ধর্ণা। এরপর প্রত্যেক ঘন্টায় বর্ষীয়ান সাংসদরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ।

ওড়িশার ভুবনেশ্বরের সিবিআই অফিসের মাত্র তিন কিঃ মিঃ দুরে আজ ধর্ণা দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, মনীশ গুপ্ত প্রমুখ।

ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলবে প্রতিবাদ।

 

Bengal Tourism to set up more lodges in north Bengal

The state Tourism department has decided to set up more tourist lodges in various parts of North Bengal and it has already identified land where the proposed lodges would be constructed.

A tourist lodge will be set up inside the forest near Chalsa. A tourist lodge would also come up at Domhani area of Jalpaiguri.

A Day Centre would also be constructed in the forest area of Bhutanghat in Alipurduar.

The tourists lodges are being constructed in places abound in natural beauty.

It may be mentioned that after coming to power, the Mamata Banerjee-led Trinamool Congress government laid great stress on developing the tourism infrastructure across the state.

A host of new projects have come up promoting various tourist spots in the state. Homestay has also been given a special importance by the government. It is aimed at helping boost the socio-economic condition of villagers in North Bengal. Tiger Safari is also coming up in North Bengal, which is believed to be one of the largest attractions in the state.

 

উত্তরবঙ্গে আরও লজ তৈরী করবে পর্যটন দপ্তর

উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে পর্যটকদের জন্য আরও লজ তৈরি করার রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য উপযুক্ত জমিও চিহ্নিত করা হয়ে গেছে। এমন জায়গা নির্বাচন করা হয়েছে যেখানে পর্যটকরা প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

চালসার কাছে জঙ্গলে একটি লজ তৈরি করা হবে, জলপাইগুড়ির দোমহনিতেও তৈরি করা হবে আরেকটি লজ। আলিপুরদুয়ারের ভুটানঘাটের জঙ্গলে একটি ডে-সেন্টার তৈরি করা হবে। উত্তরবঙ্গের আর্থসামাজিক পরিকাঠামো আরও মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সারা রাজ্য জুড়েই পর্যটনের বিকাশে জোর দিয়েছে। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে আরও উন্নত করতে শুরু হয়েছে নানা প্রকল্প।

রাজ্য সরকারের তরফে হোম স্টে ব্যবস্থার ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গে “টাইগার সাফারি” শুরু হতে চলেছে; আশা করা যায় এর ফলে উত্তরবঙ্গের পর্যটন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

 

 

Bengal CM lays foundation stone for Baul Academy in Birbhum

Bauls, the mystic minstrels of Bengal, will now have an academy at Kenduli in Birbhum. Chief minister Mamata Banerjee today laid the foundation stone of the upcoming Baul academy at the onset of the Joydeb Mela.

The academy will be named after Joydeb, the 13th-century poet who penned ‘Geet Govinda’ from his ancestral home at Kenduli.

Speaking on the occasion, the Chief Minister said: “A visit to Birbhum is incomplete without meeting the Bauls and listening to them play the ektara. Baul songs help in shaping our lives. With just an ektara they create such soulful music.”

“We have to develop the Baul Academy into a world-class exhibition centre where people from across the world will come,” she added.

The Chief Minister also said, “We have started Lok Prasar Prakalpa for our folk artistes. 80,000 artistes have been registered under the scheme. We request local clubs to give opportunity to local artistes to perform.”

কেন্দুলিতেবাউল লোক উ९সবেরসূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ বাউল ও লোক উ९সব ২০১৭ র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জয়দেব মেলা থেকে বাউল অ্যাকাডেমির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

জুন মাসে এই অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নেওয়ার পর কাজ শুরু হয়ে গেছে। অ্যাকাডেমির নামকরণ হবে ত্রয়োদশ শতকের কবি জয়দেবের নামে।

অজয় নদীর তীরে কেন্দুলিতে জয়দেবের মন্দিরে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়, প্রতি বছর বাউলরা এখানে মিলিত হয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করে।

বাউল ও ফকিরদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী প্রতি বছর এই মেলায় অংশগ্রহণ করেন। সমগ্র রাজ্যে এই মেলা খুব জনপ্রিয়। রাজ্যের সব জায়গা থেকে বাউলরা আসেন এই মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • এটা পৌষ মাস। নতুন ধান ঘরে তোলার সময়
  • বছরের এই সময় পিঠে উ९সব, পায়েস উ९সব, বাউল উ९সব হয় সারা বাংলা জুড়ে
  • নবান্ন থেকে হোলি, ক্রিসমাস থেকে দুর্গা পুজো সব উ९সব বাংলায় পালিত হয়
  • বাউলদের একতারার গান না শুনলে, তাদের সঙ্গে দেখা না করলে বীরভূম সফর সম্পূর্ণ হয় না
  • আজ আমরা বাউল অ্যাকাডেমির শিলান্যাস করলাম
  • বাউল গান আমাদের মাটির গান। শুধুমাত্র একতারার মাধ্যমে তারা এত সুন্দর সুর সৃষ্টি করে
  • বাউল অ্যাকাডেমিকে বিশ্বমানের প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে সারা বিশ্বের মানুষ আসতে পারবেন
  • বীরভূমে অনেক আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে। বীরভূমের জঙ্গলে আমরা ইকো-ট্যুরিজম প্রকল্প শুরু করব
  • বীরভূমে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ। ওই আদলে আমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করব
  • লোক শিল্পীদের জন্য আমরা লোক প্রসার প্রকল্প শুরু করেছি। ৮০০০০ লোক শিল্পী এই প্রকল্পের আওতায় আছেন
  • আমি লোকাল ক্লাবগুলিকে অনুরোধ করেছি লোকাল শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য

 

 

CBI has become ‘Conspiracy Bureau of Investigation’: Mamata Banerjee

Today, during the inauguration of Mati Utsav in Bardhaman, Bengal Chief Minister Mamata Banerjee once again lashed out at the Centre’s decision to demonetise Rs 500 and Rs 1,000 currency notes last November. The decision has brought untold miseries upon the people.

“Farmers are suffering due to demonetisation. Daily wagers are starving”, said the Chief Minister. She pointed out to the futility of asking people to deposit the demonetised currencies into their bank accounts and exchange them with new ones, since “92% of the rural areas do not have banks or post offices”.

She then tore into the Central Government’s argument of striving for a cashless society and paying through cards.

“The Centre talks of a cashless society while the people cannot even withdraw their own money from banks” because “40% of the banks do not have money”. “They are talking of cashless India. But people have become ‘cash less’”; so “will people eat plastic money?”

Mamata Banerjee said, “Two months of Modi’s ‘note bandi’ has spelt doom for the people. Bengal has lost revenue worth Rs 5,500 crore in two months”.

On the failed promise of the Prime Minister to bring back black money stashed in foreign accounts, she said, “Modi has failed to bring back black money from abroad. Who gave the Centre the right to take away people’s white money?”

She said, “The Central Bureau of Investigation (CBI) has instead become ‘Conspiracy Bureau of Investigation’”.

“The current situation”, the Chief Minister said, “is worse than the Emergency. The economy has been bulldozed. Markets are on a downward spiral. This is a signal of bad times”.

During these times of dire straits, she said, “it is our responsibility to stand by the people and lend a voice to their problems,” at the same time, daring the Centre to “arrest” her for taking the side of the common people and protesting.

 

সিবিআই এখন ‘কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বর্ধমানে মাটি উৎসবের সূচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

তিনি বলেন, “নোট বাতিলের ফলে চাষিরা সমস্যার সম্মুখীন, ক্ষেত-মজুররা খেতে পাচ্ছেন না। যে দেশের ৯২ শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই”।

“কেন্দ্রীয় সরকার ক্যাশলেস অর্থনীতির কথা বলছে অথচ সাধারন মানুষ নিজের টাকাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছে না। কারন ৪০ শতাংশ বাঙ্কে টাকা নেই। মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। তাহলে মানুষ কি প্লাস্টিক মানি খাবে?” তিনি প্রশ্ন করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মোদীর নোটবন্দির ২ মাস আর জনগনের সর্বনাশ, ২৫ শতাংশ রাজস্ব কমে গেছে। ২ মাসে রাজ্যে ৫৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে”।

সিবিআই এখন “কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় “দেশের অবস্থা জরুরির থেকেও খারাপ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হয়েছে, বাজার এখন নিম্নমুখী, খুব খারাপ সময়ের দিকে এগোচ্ছি আমরা।”

সবশেষে তিনি বলেন, “বিপদের সময় সাধারন মানুষের পাশে দাঁড়ানো ও তাদের কষ্টের কথা তুলে ধরা এটা আমাদের কর্তব্য, সাধারন মানুষের পাশে থাকার জন্য ও তাদের হয়ে প্রতিবাদ করার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছে হলে তাঁকে গ্রেফতারও করতে পারে”।

Trinamool is organising nationwide protests against Modi babu’s shameless flop-show: Mamata Banerjee

In a statement on Twitter, Bengal Chief Minister Mamata Banerjee said that the Trinamool Congress is organising nationwide protests against Narendra Modi’s “shameless flop-show” (implying the draconian policy of demonetisation).

She announced the staging of dharnas over the next three days, that is, Monday, Tuesday and Wednesday, in Bengal, Odisha (Bhubaneswar), Punjab, Bihar (Kishanganj), Manipur, Tripura, Assam, Jharkhand and Delhi.

Mamata Banerjee, through her statement, also demanded that “restrictions should be removed” on the withdrawal of cash from banks and ATMs because of the “hardships being faced by millions due to demonetisation”.

Today, about 35 Trinamool MPs have begun a peaceful protest, on South Avenue in New Delhi, against demonetisation and the resultant suffering caused to millions. It would continue till 6 pm.

 

মোদী বাবুর নির্লজ্জ ফ্লপ শোয়ের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে নামল তৃণমূলঃ মমতা বন্দ্যোপাধ্যায়

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “নরেন্দ্র মোদীর ‘নির্লজ্জ ফ্লপ শোয়ের’ (হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস।

তিনি জানান, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তিনদিন ব্যাপী বাংলা, ওড়িশা (ভুবনেশ্বর), পাঞ্জাব, বিহার (কিষাণগঞ্জ), মনিপুর, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও দিল্লীতে ধর্ণা চলবে।

এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ব্যাঙ্ক ও এটিএম-এর মাধ্যমে টাকার লেনদেনের ক্ষেত্রে “বিধিনিষেধ বা ঊর্ধ্বসীমা” তুলে নেওয়ারও দাবি জানান।

এই প্রতিবাদে আজ দিল্লীর সাউথ অ্যাভিনিউতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সাংসদরা। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই ধর্ণা।

 

 

 

Soil is our inspiration, our ‘karmabhoomi’: Mamata Banerjee at Mati Utsav inauguration

Chief Minister Mamata Banerjee today felicitated 21 farmers with Mati Samman award for their extraordinary achievements in the agriculture sector, on the sidelines of Mati Utsav in Burdwan.

Mamata Banerjee had initiated Mati Utsav after coming to power to promote the agriculture sector of the state. This year it will continue from January 9 for the next five days at Mati Tirtha. This year around 116 stalls of different departments of the state government have been set up from where the farmers would get opportunity to showcase, promote and sell their produce.

Speaking on the occasion she said that the soil is “our inspiration, our karmabhoomi”. She said while Bengal started Mati Utsav in 2012, United Nations declared 2015 as the ‘International Year of the Soils’. She said, “What Bengal thinks today, the world thinks tomorrow.”

The Chief Minister announced that 14 March will be observed as Krishak Divas and ‘Krishi Ratna’ and ‘Krishi Samman’ awards will be given away on that day. Lyangcha Hub in Burdwan will also be inaugurated on that day.

The Chief Minister said, “I believe in constructive development. We must not engage in destructive politics.”

 

 

মাটি আমাদের অনুপ্রেরণা, মাটি আমাদের কর্মভুমি: মাটি উ९সবের সূচনায় মুখ্যমন্ত্রী

আজ মাটি উ९সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কৃষিক্ষেত্রে অসাধারন নৈপুণ্যের পরিচয় দেওয়ার জন্য ২১জন কৃষককে আজ মাটি সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহর সংলগ্ন সাধনপুর কৃষিখামারে ‘মাটি তীর্থ কৃষি কথা’র স্থায়ী মঞ্চে ১৩০টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষিক্ষেত্রকে আরও উন্নত করতেই এই মাটি উ९সবের সূচনা করেন। আজ থেকে শুরু হয়ে আগামী ৫ দিন ব্যাপী চলবে এই উ९সব।

এবারের উ९সবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১১৬টি বিপনন কেন্দ্র থাকবে এই উ९সব প্রাঙ্গনে যেখানে কৃষকরা সুযোগ পাবেন তাদের ফসল মানুষের সামনে তুলে ধরার ও পাশাপাশি বিক্রিরও।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • ২০১২ সালে আমরা প্রথম মাটি উ९সবের সূচনা করি, ২০১৫ সালে মাটি উৎসবের ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ
  • বাংলা আজ যা ভাবে সমগ্র বিশ্ব তা ভাবে আগামীকাল
  • মাটি তীর্থকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে হবে
  • মাটি আমাদের অনুপ্রেরণা, মাটি আমাদের করমভুমি ভুমি, সংস্কৃতির ভুমি
  • চাষবাস ও কৃষিকাজে এক নম্বরে বর্ধমান
  • বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ৫০০ কোটি টাকার প্রকল্পের কাজ নিয়েছি
  • বর্ধমানে কর্মতীর্থ, কৃষক বাজার, পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
  • বর্ধমানে কৃষি বিশ্ববিদ্যালয়, মিষ্টির হাব (ল্যাংচা হাব, মিহিদানা হাব) তৈরি হচ্ছে
  • আগামী ১৪ মার্চ কৃষক দিবসের দিন ‘কৃষি সম্মান’ ও ‘কৃষক রত্ন’ পুরস্কার দেওয়া হবে
  • আগামী ১৪ মার্চ ল্যাংচা হাবের উদ্বোধন হবে
  • আমি গঠনমূলক কাজ পছন্দ করি, ধ্বংসাত্মক কাজের পক্ষে আমি নই
  • মুরগীর মত হাঁসের পোল্ট্রি করার পরিকল্পনা রয়েছে আমাদের, এর ফলে অনেক কর্মসংস্থান হবে