Bengal Govt to provide transgenders with medical assistance

Transgender people in the state who are willing to change their sex will be able to get medical assistance from the state government for sex reassignment surgery at the RG Kar Medical College and Hospital.

Under this unique initiative of the state government, the surgery would be conducted on the people whose gender could not be determined from their childhood. The surgeries would be conducted free of cost. It is a very lengthy and critical process involving many surgeries. In case one is willing to become a girl, surgeries namely, facial feminisation, breast augmentation, voice feminisation, must be done. The candidates must undergo hormone replacement therapy.

People aged between 17 and 25 and whose sex could not be determined will get the opportunity of availing the surgery if they desire to change their gender. Those having gender identity disorder will mostly be covered under this new scheme that the health department is going to launch.

RG Kar Medical College and Hospital is the first state run hospital in the state where such surgery would be conducted. State health department has also planned to introduce the facility in the SSKM Hospital, the only state run super-specialty hospital in Bengal. It was learnt that initially, specialist doctors from the SSKM will provide assistance to RG Kar Hospital.

If a person belonging to the third gender appeals to the state health department, a special review committee will examine the candidature and consider every aspect before allowing the applicant to undertake the sex-change surgery. The review committee will go through the candidature to check if the pre requisite criteria were met. Counseling would be given to those who will apply for sex change to prepare them mentally so that they can accept the sudden changes in their bodies.

A nodal committee has been formed with representatives from various departments of the hospital which is examining various aspects of the new initiative. The health department has asked the RG Kar Hospital authorities to put in place the necessary infrastructure for the project. The state government will bear the entire cost of the project.

 

Image courtesy: The Quint

 

রুপান্তরকামীদের লিঙ্গ পরিবর্তন করার অস্ত্রোপচার করতে সহায়তা করবে রাজ্য সরকার

যে রুপান্তরকামীরা নিজেদের লিঙ্গ পরিবর্তনে ইচ্ছুক, তাদের অস্ত্রোপচারে সাহায্য করবে রাজ্য সরকার। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ থেকে ২৫ বয়স পর্যন্ত সকল রুপান্তরকামীদের এই সহায়তা দেওয়া হবে

রাজ্য সরকার পরিচালিত আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই প্রথম এই রকমের সার্জারি হবে। স্বাস্থ্য দপ্তরের আরও পরিকল্পনা আছে পরবর্তীকালে এই সার্জারি রাজ্য সরকার পরিচালিত বাংলার সুপার স্পেসালিটি হাসপাতাল, এসএসকেএমে’ও করার। প্রথমে এসএসকেএমে’র অভিজ্ঞ ডাক্তাররা আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারিতে সহায়তা করবেন।

যদি কোনও তৃতীয় লিঙ্গের ব্যাক্তি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানান, একটি বিশেষ কমিটি ব্যাপারটি খতিয়ে দেখবে। আবেদনকারীদের কাউন্সেলিং করা হবে যাতে তারা মানসিক ভাবে প্রস্তুত হতে পারে শরীরের এই বিপুল পরিবর্তনকে গ্রহন করার জন্য।

এই নতুন উদ্যোগের জন্য একটি নোডাল কমিটি গঠন করা হয়েছে।

 

 

Biogas-driven buses to ply Kolkata soon

India’s first eco-friendly bus to run on biogas is going to debut in Kolkata in a few months.

As many as 12 60-seater non-AC buses running on human and animal waste would ply 12 routes in the city, starting with the 17.5-km Ultadanga-Garia route. Two other routes that have been decided are Ultadanga-Tollygunge and Ultadanga-Sector V (Salt Lake). Nine other routes are yet to be finalised.

The State Transport Department would run these buses, which are part of a Central project. Once the pilot run is successful, these biogas-run buses would be introduced on a bigger scale, across the country.

The buses would initially charge a nominal fare of Re 1, irrespective of the distance covered. Even later, the fares are expected to be extremely low, given a kg of biogas costs only Rs 30.

Biogas is a non-toxic, colourless and flammable gas that can be used as fuel for vehicles, cooking and generating electricity. It principally consists of methane.

 

কলকাতায় চালু হচ্ছে বায়োগ্যাস চালিত বাস

লাগামহীন দূষণ থেকে তিলোত্তমাকে মুক্তি দিতে এবার বায়োগ্যাস চালিত বাস নামাচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। দেশের মধ্যে কলকাতাতেই এই ধরনের বাস প্রথম যাত্রা শুরু করছে। ৩০ মার্চ থেকে এই বাসে চড়তে পারবেন শহরবাসী।

উল্টোডাঙা থেকে গড়িয়া – প্রায় ১৭.৫ কিলোমিটার রুটে চলবে এই বাস। উল্টোডাঙা-টালিগঞ্জ ও উল্টোডাঙা-সেক্টর ৫ পর্যন্ত দুটি রুট আপাতত চিহ্নিত হয়েছে। যে পথে বাসভাড়া বর্তমানে ১২ টাকা, বায়োগ্যাস চালিত বাসে সেই রুটের ভাড়া হবে ১ টাকা।

প্রথমে একটি, পরে ধীরে ধীরে এক ডজন বাস নামানো হবে শহরে। বর্জ্য পদার্থ থেকে উৎপাদিত জ্বালানিতে চলবে এই বাস। এক কিলোগ্রাম বায়োগ্যাসে নতুন বাসগুলি ২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এর জন্য খরচ হবে মাত্র ৩০ টাকা। নতুন ও বিকল্প জ্বালানি শক্তি মন্ত্রকের ভর্তুকিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কলকাতায় পরীক্ষামূলক যাত্রা সফল হলে রাজ্যজুড়েও এই পরিষেবার সূচনা হবে। বীরভূমের দুবরাজপুরে ফিনিক্স যে  বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছে সেখান থেকে ট্যাঙ্কারে করে ওই গ্যাস কলকাতায় এনে পাম্পে রাখা হবে। আপাতত ১০টি পাম্প বসানোর অনুমতি পাওয়া গেছে। প্রথম পাম্পটি হবে উল্টোডাঙায়। তবে এই বায়োগ্যাস চালিত বাসে কোনও এসি মেশিন থাকবে না।

Efforts on to make Ganga Sagar Mela plastic waste-free: Bengal PHE Minister

As lakhs of pilgrims will take the holy dip on ‘Makar Sankranti’ on Saturday, Bengal PHE and Panchayat & Rural Development Minister Subrata Mukherjee on Friday said this year’s Gangasagar Mela is declared as ‘Green Mela’ and efforts are on make it plastic waste-free.

“Altogether 8,200 toilets have been set up by the district administration as the Gangasagar Mela, 2017 has been declared as ‘Green Mela’ this year and efforts are made to make it plastic waste-free,” the Minister said.

Speaking about the final arrangements, the Minister said the State Government was providing all kinds of support to people coming to attend the Mela from across the country. “State administration is always active to tackle any untoward incident,” he said.

He also said six lakh people have visited the Mela so far and around 15 to 16 lakh people were likely to attend it till Sunday. A total of 40 ambulances have been kept ready for providing medical assistance to the pilgrims, besides deployment of security personnel in large number, he said. Altogether 155 CCTV cameras have been installed and a drone was also in action to maintain security at the fairgrounds, the Minister added.

 

গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছেঃ সুব্রত মুখোপাধ্যায়

আজ মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর আগমন হয়েছে গঙ্গাসাগর মেলায়। রাজ্যের জন স্বাস্থ্য কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গতকাল জানান, “এবছরের গঙ্গাসাগর মেলাকে ‘সবুজ মেলা’ ঘোষণা করা হয়েছে এবং মেলাকে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ মুক্ত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ৮,২০০টি শৌচাগার তৈরি করেছে জেলা প্রশাসন”।

মন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল তীর্থযাত্রীদের সবরকমভাবে সাহায্য করছে রাজ্য সরকার। তাদের নিরাপত্তার জন্যও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন যে কোন রকম দুর্ঘটনার মোকাবিলা করতে প্রস্তুত।”

তিনি আরও জানান, “এখনও পর্যন্ত ৬ লাখ মানুষ উপস্থিত হয়েছেন মেলা প্রাঙ্গনে ও আগামী রবিবারের মধ্যে আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ মানুষ গঙ্গাসাগরে উপস্থিত হবেন। ৪০টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে তীর্থযাত্রীদের চিকিৎসার সহায়তার জন্য। প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি ১৫৫টি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে সঙ্গে একটি ড্রোনও থাকছে নজর রাখতে”।

 

Bengal CM wishes the people for Poush Sankranti, Lohri, Magh Bihu and Pongal

Bengal Chief Minister Mamata Banerjee has wished the people on the occasions of the harvest festivals of various communities.

Over today and yesterday, she has wished the people, through Twitter, on the occasions of Nabanna (Poush Sankranti), Lohri, Bihu (Magh or Bhogali Bihu) and Pongal.

Yesterday, she had also extended her best wishes to all pilgrims who had arrived in Bengal to travel to the island of Ganga Sagar, to take a holy dip at the confluence of the river Ganga and the Bay of Bengal and offer prayers in the Kapil Muni Temple, on the occasion of Makar Sankranti (called Poush Sankranti in Bengal).

 

পৌষ সংক্রান্তি, লোরী, মাঘ বিহু এবং পোঙ্গালের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বিভিন্ন রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আজকের এই নতুন ফসল তোলার দিনে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল ও আজ টুইটারের সকলকে পৌষ সংক্রান্তি, লোরী, বিহু (মাঘ ও ভোগালি) ও পোঙ্গাল উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় আগত সকল তীর্থযাত্রীদেরও অভিনন্দন  জানিয়েছেন।

 

 

 

WB CM slams replacement of the Gandhi ji’s picture with the PM’s in KVIC calendar

In a statement on Twitter today, Bengal Chief Minister Mamata Banerjee condemned the replacement of the picture of the ‘Father of the Nation’, Mahatma Gandhi and the symbol charkha with the Prime Minister’s picture in the 2017 wall calendar and table diary published by the Khadi Village Industries Commission (KVIC).

She wrote: “The great symbol of charka and Mahatma Gandhi now gets replaced by Modi babu”.

She went on to write: “In the calendar and diary of Khadi (KVIC) 2017 Modi replaced Mahatma Gandhi ji. Gandhiji is the Father of the Nation. Modi ji what???”

 

গান্ধীজির জায়গায় মোদীর ছবি, ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

খাদি গ্রামোদ্যোগ কমিশনের ওয়াল ক্যালেন্ডার ও টেবিল ডায়েরিতে মহাত্মা গান্ধীর বদলে এ বছর জায়গা করে নিয়েছেন নরেন্দ্র মোদি। এই ইস্যুতে টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে তিনি লিখেছেন, “অহিংসার প্রতীক চরকা ও গান্ধীজির জায়গায় এখন নরেন্দ্র মোদীর ছবি। খাদি গ্রামোদ্যোগ কমিশনের ওয়াল ক্যালেন্ডার ও টেবিল ডায়েরিতে মহাত্মা গান্ধীর বদলে রয়েছে মোদীর ছবি। গান্ধীজি জাতির জনক ছিলেন, মোদী বাবু তাহলে কি?”
Statement by Mamata Banerjee on Twitter:

 

mamata banerjee sagar island

Pilgrims laud Bengal Govt’s arrangements for Ganga Sagar Mela

Pilgrims who have arrived in Sagar Island to take a holy dip in the confluence of river Ganga expressed their satisfaction with the arrangement made by the state government.

The state government made an elaborate arrangement to help the pilgrims reach their destination and return safely without facing any trouble. Chief Minister Mamata Banerjee held a review meeting on January 5 over the preparation for Ganga Sagar Mela where more than 14 lakh pilgrims visit every year.

Subrata Mukehrjee, the state PHE minister, and Sobhandeb Chatterjee, the state Power minister, had visited the Sagar Island to take a stock of the preparation of the mela. The state PHE department is the nodal agency to organise the mela, but many departments had worked together to ensure that pilgrims could safely reach the venue.

The Transport department had ensured additional bus services both in the mainland and the island. There are more buses this time to take people from the transit points in Sagar Island to the mela ground.

Thousands of civil volunteers, all local youth, have been deployed in the mela to keep the area clean. They will ask people to avoid open defecation. Their main task would be to keep the mela premises clean. Steps have also been taken to ensure uninterrupted power supply in the mela premises.

 

গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনায় রাজ্য সকারের প্রশংসা করলো পুণ্যার্থীরা

প্রতি বছরের মত এবছরও গঙ্গাসাগরের পুন্যার্থীদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। গত ৫ জানুয়ারি মাননীয়া মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা নিয়ে একটি বৈঠক করেন, যেখানে প্রায় প্রতি বছর ১৪ লক্ষ পুন্যার্থীর সমাগম হয়।

সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গোটা এলাকা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য গঙ্গাসাগর পরিদর্শনে গিয়েছিলেন। রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই মেলার আয়োজন করে। তবে পুন্যার্থীরা যাতে নিরাপদে পৌঁছতে পারে এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বিভাগ একসঙ্গে কাজ করেছে।

ট্রানজিট পয়েন্ট থেকে সাগর মেলায় মানুষকে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন দপ্তর অতিরিক্ত বাস পরিষেবা চালু করেছে।

মেলা প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাজার হাজার সিভিল ভলেন্টিয়ার, স্থানীয় যুবকদের মেলায় মোতায়েন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরিও রাখা হয়েছে। এবার ১০ হাজার অতিরিক্ত শৌচাগার তৈরি করা হয়েছে। কি কি করণীয় ও কি কি করণীয় নয় এমন নির্দেশিকা সম্বলিত বিভিন্ন ভাষার লিফলেট বিলি করছে প্রশাসন। এছাড়াও মেলা প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন বিদ্যু९ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Bengal CM inaugurates 21st ‘Jatra Utsav’

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the 21st edition of ‘Jatra Utsav’ today. The inaugural ceremony was held at Kachhari Maidan, Barasat. The 32 day-long festival will be held in Barasat on January 13 and 14 and then from January 15 till February 13 in Baghbazar.

The Bengal Government, under the initiative of the Chief Minister has been instrumental in providing jatra artistes with several facilities including bringing them under mediclaim.

Setting up of a data bank on jatra is also under process. The Government had also increased the annual remuneration of poor jatra artistes from to Rs 9,000, from Rs 8,000, in 2015.

The State Government has come up with ‘Jatra Darpan’ – a booklet containing information on jatra groups – and has given a copy to all district magistrates and superintendents of police in the districts in an effort to rejuvenate the jatra culture in the State.

 

Salient points from the Chief Minister’s speech at the inauguration:

  • This is the 21st year of Jatra Utsav. I extend my greetings to all jatra artistes and people of Barasat.
  • The theme of Jatra Utsav is ‘Banglar Jibon Jatra’. It is a part of our lives.
  • We give financial aid (Rs 9,000) to 399 Jatra artistes every year.
  • We give Rs 1,000 per month to 80,000 folk artistes. They also perform in Government functions.
  • It is our aim to protect the heritage and culture of Bengal.
  • We have honoured Makhanlal Natto with Banga Bibhushan.
  • Different districts have different fairs and festivals that reflect their cultures.
  • In Birbhum, Baul Utsav is held; in Bardhaman, Mati Utsav is celebrated; and in the Jangalmahal region, we organise Jangalmahal Utsav.
  • We organise Himal-Terai-Dooars Utsav in Darjeeling; we organise North Bengal Utsav too.
  • I salute the jatra artistes as they reach out to people so beautifully through their art.

 

 

২১তম যাত্রা উসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ একুশতম যাত্রা উসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাতের কাছারি ময়দানে হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।

৩২ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি প্রথমে ১৩-১৪ জানুয়ারী বারাসাতে অনুষ্ঠিত হবে। তারপর, ১৫ জানুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী বাগবাজারে চলবে যাত্রা উসব।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যাত্রা শিল্পীদের কল্যানে নানা প্রকল্প গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্যবীমার ব্যবস্থাও করা হবে তাদের জন্য। একটি যাত্রা ডাটা ব্যাংক তৈরিরও কাজ চলছে। ২০১৫ সাল থেকে রাজ্য সরকার গরিব যাত্রা শিল্পীদের বার্ষিক ভাতা ৮০০০ থেকে বাড়িয়ে ৯০০০ করে দিয়েছে।

যাত্রা শিল্পের পুনরুদ্ধারের জন্য রাজ্য সরকার ‘যাত্রা দর্পন’ নামক একটি পুস্তিকাও তৈরী করেছে। নোট বাতিলের ফলে যাত্রা শিল্পীরা চরম সমস্যার সম্মুখীন এদিন সভামঞ্চ থেকে সেকথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • এটা ২১ তম যাত্রা উ९সব, আমি যাত্রাশিল্পীদের ও বারাসাতের মানুষকে আমার শুভেচ্ছা জানাই
  • যাত্রা উ९সবের থিম হল ‘বাংলার জীবনযাত্রা’। এটা আমাদের জীবনের অঙ্গ
  • আমরা প্রতি বছর ৩৯৯ জন যাত্রা শিল্পীদের ৯০০০ টাকা দিয়ে সাহায্য করি
  • ৮০০০০ লোক শিল্পীকে আমরা মাসে ১০০০ টাকা করে দিই, তাদেরকে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগও দেওয়া হয়
  • বাংলার ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করা, শিল্পীদের প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য
  • মাখনলাল নট্টকে আমরা বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত করেছি
  • বিভিন্ন জেলায় উ९সব, মেলার মাধ্যমে তাদের ঐতিহ্যকে ধরা হয়
  • বীরভূমে বাউল উ९সব, বর্ধমানে মাটি উ९সব, জঙ্গলমহলে জঙ্গলমহল উ९সব হয়
  • দার্জিলিঙে আমরা হিমাল-তরাই-ডুয়ার্স উ९সবের পাশাপাশি উত্তরবঙ্গ উৎসবের আয়োজন করি
  • আমি আমাদের যাত্রা শিল্পীদের স্যালুট জানাই, তাদের অভিনয় ও গানের মাধ্যমে মানুষের কাছে সহজেই পৌঁছে যান যাত্রা আপনারা

 

Bengal Govt to provide ‘fish-meal’ @ Rs 21 under ‘Ekushe Annapurna’ initiative

Bengal Fisheries Department has taken a novel initiative through which ‘Fish Meal’ will be made available to the public at just Rs 21. In general, Bengalis prefer fish, which is rich in nutrients.

The Annapurna Thali, as it has been named will have fish curry with a piece of fish weighing 50 gms, 100 gms of rice and 75 gms of lentil dal and 50 gms of vegetable curry, prices at RS 21. ‘Ben Fish’ vehicles will be selling the fish thalis at important junctions around the city and districts. The thalis will be jacketed and covered and the food quality will be of high standard.

The Fisheries department had conducted a trial run which had been successful. Now, the project will be launched from February, 2017 with 21 ‘Ben Fish’ vehicles.

 

Image is representative (source)

 

২১ টাকায় মাছ-ভাতের আস্বাদ দেবে রাজ্য সরকারের ‘একুশে অন্নপূর্ণা’

মাত্র একুশ টাকায় মিলবে ডাল, ভাত, তরকারি, মাছ৷ শুধু কলকাতা শহরই নয়, জেলায় জেলায় ম९স্য দপ্তরের এই নয়া প্রকল্পের সুবিধা মিলবে। রাজ্যের ম९স্য দপ্তরের নয়া এই প্রকল্প সাধারণের মনও কেড়েছে। একুশ টাকায় মিলবে ৫০ গ্রাম ওজনের একটি মাছ, ১০০ গ্রাম ভাত, ৭৫ গ্রাম মুসুর ডাল ও ৫০ গ্রাম সবজি৷

ডালহৌসি, ধর্মতলা, গড়িয়া সহ শহরের একাধিক জায়গায় ঘুরবে বেনফিশের এই ‘অন্নপূর্ণা’ গাড়ি৷ দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এই গাড়ির সামনে দাঁড়ালেই মিলবে খাবার৷ আগামী তিন মাসের মধ্যে একুশটা গাড়ি চলবে শহরে ও জেলায়৷ ধীরে ধীরে বাড়ানো হবে গাড়ির সংখ্যা৷ ছ মাসের মধ্যে শহরে ও জেলায় পঞ্চাশটি অন্নপূর্ণা গাড়ি নামাতে চলেছে ম९স্য দপ্তর৷

হিন্দুমতে ঘরের খাবার যোগান দেন দেবী অন্নপূর্ণা তাই নাম রাখা হয়েছে ‘একুশে অন্নপূর্ণা’। কাগজের প্যাকেটে থাকবে খাবার৷ তা ঢাকা থাকবে একটি প্লাস্টিক জ্যাকেট দিয়ে৷ কম টাকায় খাবার মিললেও গুণমানের দিকেও বিশেষ নজর দিচ্ছেন ম९স্য দপ্তরের আধিকারিকরা৷

ম९স্য দপ্তর সূত্রে খবর, আপাতত বেশ কয়েকটি জায়গায় এই প্রকল্পের ট্রায়াল রান দেওয়া হয়েছে৷ সেখানে যাঁরা এই খাবার খেয়েছেন, তাঁরা প্রশংসা করেছেন৷ ম९স্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার কথা বারবার বলেন৷ ইতিমধ্যেই দু’টাকা কিলো দরে চাল দিচ্ছে রাজ্য সরকার৷ এবার তাই ম९স্য দপ্তর মানুষের কাছে সস্তায় পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে চায়৷ তার জন্যই শুরু হচ্ছে ‘একুশে অন্নপূর্ণা’ প্রকল্প৷”

 

Mishti Hub in Burdwan to be inaugurated on March 14

Within two days after Chief Minister Mamata Banerjee announced that Mishti Hub in Burdwan will be inaugurated in the next two months, traders have started receiving orders for traditional sweets which will be prepared in the under-construction hub.

On January 9, the Chief Minister announced that the proposed Mishti Hub will be inaugurated on March 14. She made the announcement from the inaugural ceremony of Mati Utsav.

The decision to set up the hub was taken considering the business potential of the locally made traditional sweets and it was decided to sell the sweets in small packets in all the outlets of Biswa Bangla. She had also announced that the same sweets will be marketed abroad.

 

Image is representative (source)

 

বর্ধমানে ‘মিষ্টি হাব’ উদ্বোধন হবে ১৪ই মার্চ

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী দুমাসের মধ্যে উদ্বোধন হবে বর্ধমানের মিষ্টি হাবের। মুখ্যমন্ত্রীর ঘোষণার দুদিনের মধ্যে কারিগররা মিষ্টি তৈরির অর্ডার পেতে শুরু করেছেন।

গত ৯ জানুয়ারি মাটি উৎসবের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ১৪ তারিখ ‘মিষ্টি হাব’ এর উদ্বোধন হবে।

বাংলার জনপ্রিয় মিষ্টিগুলোই এখানে তৈরি হবে।বিশ্ব বাংলা স্টলগুলিতে প্যাকেটে করে এই মিষ্টি বিক্রি হবে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে একই মিষ্টি বিদেশেও বাজারজাত করা হবে।

 

CPI(M) had ‘Harmads’ and BJP has ‘Jallads’: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today accused him of “removing crucial files” related to the notes ban. She also alleged that demonetisation was a “ploy to transform white money into black and black money into white”.

“They (Modi government) have turned the CBI into the Conspiracy Bureau of India and are using it for pursuing vendetta politics. The CBI has created a back office to come up with false evidence against our leaders to implicate them in chit fund cases,” she alleged.

Mamata Banerjee alleged that the CPI(M) had entered into a “political match-fixing” with the BJP as it was “under the Left rule that the chit funds had mushroomed in the state”.

“It was during the CPI(M) regime that Rose Valley and Saradha chit funds came into being. What were the SEBI and RBI doing then? Several top CPI(M) leaders were involved in the chit fund business but none of them was summoned. It only shows that the CPI(M) and the BJP have teamed up in Bengal,” she said.

 

 

সিপিএমের ছিল ‘হার্মাদ’, বিজেপির আছে ‘জল্লাদ’: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব ফাইল সরিয়ে ফেলা হয়েছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ নোট বাতিল সাদা টাকাকে কালো টাকায় রুপান্তরিত করার এক কৌশল।

তিনি বলেন, “ওরা সিবিআই কে কন্সপিরেসি ব্যুরো অফ ইন্ডিয়ায় পরিণত করে তা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে লাগাচ্ছে।  একটা ব্যাক অফিস তৈরি করেছে সেখানে আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রমাণ তৈরি করছে”।

সিপিএমএর সঙ্গে বিজেপির ম্যাচ ফিক্সিং হয়েছে। বাম আমলে রাজ্যে যখন চিট ফান্দ তৈরি হয়েছিল তখন ওরা কি করছিল?কেন পদক্ষেপ নেয়নি এই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “রোজ ভ্যালি, সারদা তৈরি হয়েছে সিপিএমের আমলে। সেই সময় আরবিআই, সেবি কেন চিট ফাণ্ড ব্যবসা করতে দিয়েছিল? অনেক সিপিএম নেতা এই চিট ফান্ডের সঙ্গে জড়িত। তাদের কেন তলব করা হচ্ছে না? এর থেকেই স্পষ্ট সিপিএম-বিজেপি বাংলায় একজোট হয়েছে”।