WBTC bus drivers and conductors get new uniforms

In order to give them an identity makeover, West Bengal Transport Corporation (WBTC) has introduced a uniform for the drivers and conductors, as well as the inspectors, of its buses.

The shirt is sky blue in colour while the trousers are dark blue. Significantly, the two chest pockets are imprinted with the identifiers of two of the most-recognised projects of the Bengal Government. The right pocket has written on it ‘Safe Drive Save Life’, the government’s landmark and very well-received safe driving project, while on the left pocket is the blue-green-yellow logo of Biswa Bangla, the government’s all-encompassing brand for all things Bengal.

There are 2,347 drivers and 2,398 conductors manning the 1,300 buses of the WBTC. In addition, there are a large number of inspectors. All are required to wear the uniform. Initially, two sets of uniforms are being given to them.

Over the last six years, since the Trinamool Congress Government has been in power, the transport sector of Bengal has seen a marked change. New and state-of-the-art buses, new routes, app for tracking buses, improved social benefits for the workers, and now, new uniforms – it has been good fortune all the way.

রাজ্য সরকারের বাসের ড্রাইভার ও কন্ডাক্টররা পাবেন নতুন উর্দি

এক নতুন পরিচিতি তৈরি করার লক্ষ্যে রাজ্য পরিবহণ নিগম একটি উর্দি দিচ্ছে ড্রাইভার, কন্ডাক্টর ও বাসের ইন্সপেক্টরদের।

জামাটি হবে আকাশী নীল রঙের ও প্যান্ট হবে গাড় নীল রঙের। জামায় বুক পকেটে থাকবে দুটি। এই পকেট দুটিতে রাজ্যের সবচেয়ে বিখ্যাত দুটি প্রকল্প মুদ্রিত থাকবে। ডান পকেটে লেখা থাকবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবং বাম পকেটে থাকবে বিশ্ব বাংলার লোগো।

এই মুহূর্তে ২৩৪৭ জন ড্রাইভার, ২৩৯৮ জন কন্ডাক্টর ১৩০০টি বাস চালান। প্রচুর সংখ্যায় ইন্সপেক্টর আছে, সবাইকে এই উর্দি পরতে হবে। প্রাথমিক ভাবে দু জোড়া উর্দি দেওয়া হবে সবাইকে।

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা পাওয়ার পর আমুল পরিবর্তন এসেছে পরিবহণ দপ্তরে। অত্যাধুনিক বাস, নতুন রুট, বাস ট্র্যাক করার অ্যাপ, কর্মীদের জন্য উন্নত সামাজিক পরিষেবা এবং এবার নতুন উর্দি-এটা সব দিয়েই ভালো দপ্তরের জন্য।
Source: Aajkal

Bengal Govt to earthquake-proof Kolkata’s iconic Town Hall

As part of the ongoing restoration project of the iconic Town Hall, a heritage structure, being undertaken by the Bengal Government, it has been decided to upgrade it to an earthquake-proof building.

The strengthening of the more-than-200-year-old structure is being undertaken keeping in mind the series earthquakes, though of lesser intensity, in the past few years. Experts from IIT Roorkee have prepared a detailed report on restoring the structure, and the decision for earthquake-proofing is based on it.

An official from the Public Works Department (PWD), which is overseeing the restoration, said that as per the planning, fibre-reinforced concrete around the huge pillars in front of Town Hall will strengthen it and at the same time, steel will be used to fix the structure of the roof with the pillars.

At the same time, the lighting arrangements will be done in such a way that they add more elegance to the building’s look.

টাউন হলকে ভূমিকম্প-রোধক বানাবে রাজ্য সরকার

2

ইতিমধ্যেই টাউন হলের সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে এই ঐতিহাসিক ভবনটিকে ভূমিকম্প-রোধক বানাবে রাজ্য।

গত কয়েক বছরে কলকাতায় বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যদিও সেগুলির প্রবলতা খুব বেশি ছিল না, তবুও সংশয় থেকেই যায়। ঠিক এই কারণেই, দুশো বছরেরও বেশী পুরনো এই ভবনটিকে ভূমিকম্প-রোধক বানাতে উদ্যোগী সরকার। আইআইটি রুরকির বিশেষজ্ঞরা এই বাড়িটি সংস্কারের বিশদ রিপোর্ট তৈরী করেছে ভূমিকম্পের বিষয়টি মাথায় রেখেই।

পূর্ত দপ্তর এই সংস্কারের দায়িত্বে। ফাইবার-যুক্ত-কংক্রিট দিয়ে এই হলের থামগুলিকে মজবুত করা হচ্ছে। থামের সাথে যুক্ত ছাদের অংশটিতে স্টিল ব্যবহার করা হবে।

এছাড়াও, টাউন হলের শোভাবৃদ্ধির জন্য আলো দিয়ে সাজানোও হবে।

Source: Millennium Post

We must live and grow together; divisive forces are country’s enemies: Bengal CM

 

Bengal Chief Minister Mamata Banerjee today distributed prizes for the Junglemahal Cup Sports Tournament as well as announced and inaugurated several developmental projects for the region at a public ceremony in Indpur, Bankura.

“Our Government had introduced this sporting event five years ago to encourage sports and cultural activities among the local youth and nurture talent in football, kabaddi, archery, chou and many other disciplines.
So many star players of yesteryears are present here to encourage the youngsters,” she said. “I am proud of the young generation from Jangalmahal who are now advancing in education, skill development, sports and cultural activities.”

Statewide celebrations to mark Wildlife Day were also flagged off today during the programme at Bankura. Alongwith wildlife protection, the environment too must be protected, she stressed. Numerous new government schemes were initiated and benefits were distributed among the region’s people as well.

Nearly 2,500 clubs and about 30,000 youths from the Junglemahal areas participated in the sports and cultural competitions. Jerseys, footballs and Rs 25,000 were given to each of the clubs to encourage sports among the youth. Attempts are on by the police department to give jobs to the winners, she added.

At a place where fear once prevailed, free training and development of the tribal youth, along with food and education, are now being provided. Scholarships and loans for higher education have also been made available. Medical treatment without cost and increasing the age limit for government job applications have also been arranged for the people from these areas. “And yet, some people are saying that nothing has been done for the tribal population. Do not heed these false comments. Go ahead with the opportunities that are with you now,” she told the gathering.

The Central Government has stopped giving funds. It has curtailed various schemes. We will continue with the programmes with our own money. But we will not tolerate anyone’s accusations or anger. We are humane, and we will be known for that. We work for all the people, and we will live and grow together. No one from outside is burnt to death in Bengal. Those who are pursuing divisiveness are enemies of the country, she said. Everyone must maintain peace, and those who are spreading harmful rumours must be reported to the police, she concluded.

 

সারা বাংলা একদিন বিশ্বজয় করবে, মানুষের মুখে হাসি ফোটাবে: মুখ্যমন্ত্রী

 

আজ বাঁকুড়ার ইন্দপুরের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবাও প্রদান সহ জঙ্গলমহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও দেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আদিবাসী,তপশিলি ভাই বোনেরা আমার গর্ব। আদিবাসীদের জন্য অনেক উন্নয়ন করেছে আমাদের সরকার। আড়াই হাজার ক্লাবকে জার্সি, ফুটবল সহ ২৫০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন প্রতিভা উঠে আসে। যারা বিজয়ী হয়েছেন তাদের চাকরি দেবে পুলিশ, প্রক্রিয়া চলছে।

আজ বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণ সংরক্ষণের পাশাপাশি পরিবেশ ভালো রাখা, শান্তি, সংহতি রক্ষা করাও আমাদের কর্তব্য। সবুজ বাঁচাও। সৃষ্টির নামই সংস্কৃতি। ধ্বংস নয়, সৃষ্টি করুন।

আগে বাঁকুড়া, পুরুলিয়ায় আসতে মানুষ ভয় পেত। মাওবাদী আতঙ্কে মানুষ ভয়ে বাড়ি থেকে বেরোতে পারত না, বেরোলে মাওবাদী তকমা দিয়ে দেওয়া হত। মাওবাদীরা গ্রামের মানুষের ওপর অত্যাচার করত। আজ আমি গর্ব করে বলতে পারি আর কোন মাওবাদী এলাকা নেই, সব মানুষ আজ মুক্ত। সাধারণ মানুষ আজ ভালো আছে।

আজ জঙ্গলমহল হাসছে। আদিবাসী ছেলেমেয়েদের বিনা পয়সায় ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে, উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়া হচ্ছে। আদিবাসীদের চাকরিতে আবেদনের জন্য বয়সসীমা ৪৫ বছর, তপশিলিদের জন্য ৪৩, আর সাধারণদের জন্য এই বয়সসীমা করা হয়েছে ৪০ বছর পর্যন্ত।

আমাদের সরকার সাঁওতালি, অল চিকি, কুরুক, কুর্মালি, নেপালি, গুরুমুখি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আমদের সরকারই প্রথম আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিয়েছে। আজ বাংলার সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।

গরীব, মধ্যবিত্ত হওয়া কোন অপরাধ নয়। কিছু কিছু লোক মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যে আদিবাসীদের জন্য নাকি কোন কাজ হয়নি।অপপ্রচারে কান দেবেন না।

আজ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এই জেলায় ৪ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, মাদার চাইল্ড হাব তৈরি করা হয়েছে।

প্রসূতি ও গর্ভবতীদের জন্য আরও ১০০০ মাতৃযান দেওয়া হচ্ছে। সেখানে একজন নার্স ও সহকর্মী থাকে। পলিটেকনিক কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাস্তা সব তৈরি করা হয়েছে। ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে। সব জেলায় উন্নয়নের কাজ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের এখন ক্ষতিপূরণ দেওয়া হয়।

দিল্লির সরকারের কিছু বড় বড় নেতা আছে যাদের কোন কাজ নেই শুধু বড় বড় কথা বলে বেড়ায়। গুজরাতে দলিত, আদিবাসীদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কিন্তু বাংলা তাদের ভালবাসে। বাংলায় কোন ভেদাভেদ নেই, সবাই সমান।

বাংলায় ৩ লক্ষ গরীব মানুষকে পাট্টা দেওয়া হয়েছে। ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়ে শিক্ষাশ্রী স্কলারশিপ পায়। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ আরও বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। ৮১ লক্ষ ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয়েছে। ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার সব টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। নিজেদের টাকা দিয়ে আমরা সব প্রকল্প চালাব কিন্তু কারো চোখ রাঙানি সহ্য করব না।

আমাদের ভাতে মেরে লাভ নেই কারণ, আমাদের রাজ্যেই ধান উৎপাদন হয়। আমাদের সরকার কৃষিজমির সব খাজনা মুকুব করে দিয়েছে।

নোট বাতিল ও জি এস টির ফলে প্রায় দেড় কোটির বেশি লোক বেকার হয়ে গেছে।

আমরা মানুষ এটাই আমাদের পরিচয়। আমরা সকলের জন্য কাজ করি। সবাইকে ভালবাসতে হবে। বাংলা, বাংলার মা মাটি মানুষ আমাদের গর্ব, সারা বাংলা একদিন বিশ্বজয় করবে, মানুষের মুখে হাসি ফোটাবে। এটাই বাংলার পরিচয়। মাথা উঁচু করে আমাদের এগিয়ে যেতে হবে।

বাংলায় কাউকে পুড়িয়ে মারা হয় না। মানুষ সবচেয়ে বড় কথা। সকলকে শান্তি রক্ষা করতে হবে। কেউ উল্টোপাল্টা প্রচার করলে সাথে সাথে পুলিশকে জানাবেন। আগের সরকার ৩৪ বছর এই সব জেলাকে ভুলে গিয়েছিল।

জঙ্গলমহলের মানুষ আমাদের গর্ব। সকলকে একসাথে নিয়েই এগিয়ে যেতে হবে.

State Govt issues guidelines for private schools in Bengal

In light of the recent untoward incidents in some private schools in Kolkata, the State Government yesterday issued a set of guidelines for such schools in Bengal to follow.

The guidelines were the result of a meeting between the State School Education Department and representatives of private schools.

1. All schools must put up adequate number of CCTV cameras. No area of a school, other than the bathrooms, should be outside the range of CTV cameras.

2. Girls’ schools must have adequate number of ayahs. This is particularly important for schools with male teachers to observe.

3. In school buses for girls, there must be female attendants alongside male attendants.

4. As long as there are students in a school, there must be security personnel too.

 

বেসরকারি স্কুলে অনভিপ্রেত ঘটনায় লাগাম টানতে নয়া নির্দেশিকা

সদ্য রাজ্যের কয়েকটি বেসরকারি স্কুলে ঘটে যাওয়া কিছু অনভিপ্রেত ঘটনার জেরে বেসরকারি স্কুলগুলির উপর বেশ কিছু নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বৈঠকে বিভিন্ন স্কুলে ঘটে যাওয়া ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে উৎকণ্ঠা প্রকাশ করা হয়। এই ঘটনা যাতে আগামিদিনে না ঘটে তার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওযা হয়েছে।

১. স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি লাগাতে হবে। বাথরুম ছাড়া স্কুলের কোনও অংশকেই সিসিটিভির আওতার বাইরে রাখা যাবে না।

২. মেয়েদের স্কুলে যথেষ্ট পরিমাণে আয়া রাখতে হবে। বিশেষত পুরুষ টিচার রয়েছেন এমন স্কুলগুলির ক্ষেত্রে এটি বাধ্যতামূলক।

৩. মেয়েদের স্কুল বাসে এবার থেকে পুরুষের পাশাপাশি মহিলা অ্যাটেন্ডারও রাখতে হবে।

৪. স্কুলে পড়ুয়া থাকাকালীন নিরাপত্তা রক্ষীও রাখতে হবে।

 

Source: biswabanglasangbad.com

World-class tourism facilities in the Sundarbans

The Bengal Government is planning to convert the Sundarbans into a tourism centre of international standards. The UNESCO World Heritage Site is one of the most popular tourist spots in India, and draws many international tourists too.

The North 24 Parganas district administration has already submitted a master plan to the State Tourism Department. Based on this, a detailed project report (DPR) is being prepared by the department.

According to the master plan, river cruises will be available to crisscross the mangrove forest, through the jungle-shrouded rivers and streams. The cruises will be organised on houseboats, where tourists can stay for a few days. There will be houseboat terminals at various points where the vessels can be hired. Seaplanes can be boarded to get beautiful bird’s-eye views of the delta region.

A Tiger Reserve Circuit will be set up. Hanging bridges, connected to trees, will be constructed in forested areas to view tigers and other animals from a safe distance. Migratory and other birds can be watched from birds watch towers.

Environment-friendly resorts and restaurants will be set up along the coasts. There will be no concrete constructions – only wood-and-thatch houses, one or two storey high. Mostly, solar energy would be used. Home stay facilities would also be set up at various locations.

All outdoor lights will be solar-powered. For leisure rides on the beaches, battery-run four-wheelers would be available. Other facilities being planned for tourists include aquamarine parks, swimming pools, floating markets and theatres.

 

বিদেশের ধাঁচে পর্যটন কেন্দ্র হচ্ছে সুন্দরবনে

ইউনেসকোর হেরিটেজ সাইট তকমা পাওয়া সুন্দরবনকে ঘিরে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে এজন্য বন্যপ্রাণ, ঐতিহ্যপূর্ণ বাদাবনকে সুরক্ষাবলয়ের মধ্যে রেখে তার বাইরের দ্বীপাঞ্চল, সমুদ্র সৈকতকে সাজিয়ে পর্যটনের সেরা ঠিকানা করতে চাইছে সরকার, যাতে দেশ ও বিদেশের পর্যটকরা বেশি সংখ্যায় সুন্দরবনে আসতে পারেন। পর্যটকদের থাকা, খাওয়া ও আমোদ-প্রমোদের জন্য আন্তর্জাতিক মানের পরিকাঠামো তৈরির বিষয়টি পরিকল্পনার মধ্যে রয়েছে।

পরিকল্পনার অঙ্গ হিসেবে জঙ্গলের মধ্যে নদীর বুক চিরে বেড়ানোর জন্য থাকবে অত্যাধুনিক হাউসবোট, রিভার ক্রুজ। যার কোনও শব্দ হবে না। ওই হাউসবোটে রাত্রিবাস করা যাবে। পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় পরিবেশবান্ধব হাউসবোট টার্মিনাল করার কথা ভাবা হয়েছে। আকাশপথে সমুদ্র সৈকত দেখার জন্য সিপ্লেন আনার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখানোর জন্য টাইগার রিজার্ভ সাফারি সার্কিট তৈরি করা হবে।

পাশাপাশি হেঁটে জঙ্গলের অনেকটা গভীরে যাওয়ার জন্য গাছের মাথার উপর দিয়ে ঝুলন্ত সাঁকো তৈরি করা হবে। দেশী ও পরিযায়ী পাখি দেখার জন্য তৈরি হবে বার্ড ওয়াচ টাওয়ার। সমুদ্র সৈকতগুলিতে থাকা ও খাওয়ার জন্য পরিবেশবান্ধব অত্যাধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন রিসর্ট ও রেস্তরাঁ হবে।

তবে কোথাও কংক্রিটের কোনও নির্মাণ হবে না। সব জায়গায় কাঠ, খড় দিয়ে একতলা ও দোতলা ঘর তৈরি হবে। অধিকাংশ জায়গাতেই জ্বালানো হবে সৌরবাতি। সমুদ্র সৈকতে পর্যটকদের ঘোরার জন্য ব্যাটারিচালিত চার চাকার গাড়ি চালানো হবে। যাতে কোনও দূষণ না হয়।

পর্যটকদের বিনোদনের জন্য আলাদা করে অ্যাকোয়া মেরিন পার্ক, সুইমিং পুল, ভ্রাম্যমাণ বাজার, থিয়েটার থাকবে। বেশ কয়েকটি জায়গায় হোম স্টে তৈরি করা হবে।

Source: Bartaman

Politics of divisiveness will not be tolerated by the people of Bengal: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today embarked on a tour of Paschimanchal districts. Today she addressed a public meeting at Kanksa in Paschim Bardhaman district. She inaugurated and laid the foundation stones for a slew of projects on the occasion.

Highlights of her speech:

A bridge over the River Ajay at Shibpur in Kanksa block will soon be completed, at a cost of Rs 164 crore. The foundation stones for the construction of two more bridges have been laid.

Eleven ambulances, called Matri Jan, were distributed for transporting pregnant women and young children to hospitals free of cost. The ambulances will contain all life-saving medicines and equipment. All across Bengal, 1,000 such ambulances are being distributed.

Agriculture and industry co-exist in Bengal. We have abolished khajna tax on agricultural land. We have provided help to farmers affected by the floods.

We have set up an airport in Andal, 6,000 micro and small enterprise units, Panagarh Industrial Park, IT Park, Deucha-Pachami coal mine project.

Projects worth Rs 2,668 crore have been taken up for controlling floods and for irrigation, as a result of which 30 lakh families will benefit.

Several steps have been taken for the welfare of Adivasis. A separate department for the Adivasis was set up by the Trinamool Congress Government in 2013.

Shikshashree Scholarship is being given to 57 lakh SC, ST and Adivasis children. The State Government is also helping Adivasi artistes.

We have distributed scholarships to 1.71 crore students belonging to minority communities. We give a loan of Rs 10 lakh for for pursuing higher education in the country and Rs 20 lakh for foreign education.

Santhali language has been given recognition through the teaching and propagation of the Ol Chiki script.

Our aim is to work for everybody. We do not differentiate on the basis of religion.

A man was burnt to death in Rajasthan. Why should this happen?

Trinamool does not follow the culture that the BJP speaks of. We do not like that culture. We will fight politically. Let others speak ill, we will not.

The Ma-Mati-Manush Government is a government for everyone. Every human being is equal to me.

We give rice at Rs 2 per kg to 8.5 crore people, electricity free of cost, scholarships, bicycles to school-going children. Our government has schemes to cover the whole lifespan of a person. We do real work for the people, not indulge in empty talk.

We have started Matrisneha Scheme at the PG Hospital in Kolkata. We have started Samabyathi and Baitarini Schemes. We have introduced a lot of social schemes. Subsidies to farmers, artistes and for jute cultivators are being give.

The Centre is taking away all our earnings in the name of servicing debts.

We provide shoes, uniforms, mid-day meal to primary school students. We are providing nutritious food to malnourished kids. This is our social responsibility.

We gave Rs 50,000 to the families of workers who lost their jobs in other States due to demonetisation. We want them to stand on their feet, even if they open a tea stall.

A lot of people from other States work in Bengal. We consider them our own. Our people will go to other places, people from other States will come to Bengal – isn’t this normal? We cannot drive others away from Bengal. We love them.

A Dalit man was killed in Gujarat because he went to a dandiya festival. They did not allow Padmavati to release. An innocent man was burned alive in Rajasthan. How long can we allow these incidents to continue?

This is the land of Rabindranath and Nazrul. We respect Ambedkar, Gandhiji, Swami Vivekananda, Maulana Abul Kalam Azad. We will not allow divisive politics in Bengal. Those who indulge in divisiveness, people will teach them a lesson politically.

They cannot stand the fact that we oppose their (anti-people) policies. So they want to stop all funds to Bengal. We were affected by floods but did not receive a single penny. But Assam and Bihar (both BJP-ruled States) receives Centre assistance.

There are attempts to cause riots by spreading falsehoods and peddling lies. They kill Adivasis and Dalits but feed lies to Adivasis here. I urge you all not to believe their canards.

There was a time when Adivasis in Jangalmahal used to survive by eating ants. Now we provide rice at Rs 2/kg to them. They live with dignity now. They receive healthcare for free; we provide them dhamsa-madol, education. We have also initiated a pension scheme for kendu leaf collectors.

Kanyashree girls will show the way to the rest of the country. They are our pride. Kanyashree – the name is famous all over the world. One day, Sabuj Sathi and Sabuj Shree will also become renowned.

Our government is with the common people, the poor people, labourers, farmers. More than 12,000 farmers committed suicide in Maharashtra. We want our farmers to remain safe and sound. We provide all assistance in times of their need. They are our pride.

We have created 81 lakh jobs in the last six years. We have appointed 1 lakh civic volunteers. We have distributed 3 lakh land pattas and built 3 lakh homes. We will create more. We have created 45,000 flats for the people of Asansol. We will set up 25,000 more.

Do not pay heed to lies and slander. Some people peddle lies to besmirch our characters, to incite violence and riots. Bengal will never tolerate these conspiracies.

I am always with the people and for the people. People are our pride. My best wishes and humble thanks to all.

Stay healthy, stay safe. Advance wishes for Christmas. Celebrate Nabanna in a befitting manner. May the new year bring peace and prosperity for all.

 

 

বাংলায় বিভেদের রাজনীতি মানুষ মেনে নেবে নাঃ মুখ্যমন্ত্রী

 

আজ কাঁকসায় একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।0

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

1শীঘ্রই কাঁকসার শিবপুরে অজয় নদীর ওপর ১৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হবে। এছাড়া আরও ২ টি সেতুর শিলান্যাস করা হল।

গর্ভবতী, প্রসূতি মহিলা ও বাচ্চাদের বিনাপয়সায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই জেলায় ১১ টি অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে ‘মাতৃ যান’। তাতে সবরকম জীবনদায়ী ওষুধও থাকবে। সমগ্র বাংলায় ১০০০ টি নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে।

শিল্প ও কৃষির সহাবস্থান বাংলায়। আমাদের সরকার কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের আমরা সবরকম সহায়তা করেছি।

অণ্ডাল বিমানবন্দর, ৬০০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আই টি পার্ক, দেউচা পাচামি কয়লা প্রকল্প ইত্যাদি তৈরি করা হয়েছে।

বন্যা নিয়ন্ত্রন ও সেচের কাজে উন্নয়নের জন্য ২৬৬৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, এর ফলে ৩০ লক্ষ পরিবার উপকৃত হবেন।

আদিবাসীদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ২০১৩ সালে আদিবাসী দপ্তর তৈরি করা হয়েছে। ৫৭ লক্ষ SC/ST ও আদিবাসী ছেলেমেয়েরা শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছে। আদিবাসী শিল্পীদেরও সহায়তা করছে রাক্য সরকার।

১ কোটি ৭১ লক্ষ সংখ্যালঘু ভাইবোনেরা স্কলারশিপ পেয়েছে। এখানে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ এবং বাইরে পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে।

অল চিকি ও সাঁওতালি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি।

সকলের জন্য কাজ করতে হবে এটাই আমাদের লক্ষ্য। আমরা ধর্মে ধর্মে কোন ভেদাভেদ করি না। সব মানুষ আমার আপনজন।

রাজস্থানে একজনকে পুড়িয়ে মেরে ফেলা হল। কেন এটা হবে?

বিজেপি যে কালচারে কথা বলে তৃণমূল কংগ্রেসের কালচার সেটা নয়। আমরা এই কালচার আমরা পছন্দ করি না। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। অন্য কেউ খারাপ কথা বললেও আমরা বলব না।

মা-মাটি-মানুষের সরকার সকলের জন্য। আমার কাছে সব মানুষ সমান।

সাড়ে ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কিলো চাল দিই, বিনামূল্যে চিকিৎসা, স্কলারশিপ, সাইকেল দেয় আমাদের সরকার।

স্বাস্থ্য সাথী প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প করেছে আমাদের সরকার। কথায় নয় আমরা কাজে করে দেখাই।

পি জি হাসপাতালে আমরা ‘মাতৃস্নেহ’ প্রকল্প চালু করেছি। ‘সমব্যাথি’ ও ‘বৈতরনী’ প্রকল্প চালু করেছি। আমরা অনেক সামাজিক কর্মসূচি পালন করি। আমাদের সব টাকা কেটে নিওয়ে যাচ্ছে কেন্দ্র। তবুও আমরা কৃষক ভাতা, শিল্পী ভাতা, পাট্টা সহ বিভিন্ন সুবিধা দিচ্ছি। দেনায় রাজ্যটাকে বিক্রি করে সিপিএম চলে গেছে। কেন্দ্রের সরকার, পয়সা তো দেয় না, পয়সা কেড়ে নেয়।

প্রাইমারি স্কুলের বাচ্চারা জুতো পাচ্ছে, ড্রেস পাচ্ছে, মিডডে মিল পাচ্ছে, অপুষ্টিজনিত শিশুরা খাবার জিনিস পাচ্ছে, এগুলোই তো সামাজিক কর্মসূচী।

যখন নোটবন্দি করা হল, অনেক লোক বিভিন্ন রাজ্যে কাজ করত, তাদের কাজ চলে গেল। আমাদের সরকার একমাত্র সরকার, প্রত্যেক পরিবারকে ৫০০০০ টাকা করে দিয়েছি, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।

আমি এখনও বলি, মোটা ভাত খাওয়াবার, মোটা কাপড় দেওয়ার ক্ষমতা আমাদের আছে। বাইরে থেকে কেউ কাজ হারিয়ে এখানে ফিরে এলে তাকে অন্তত ৫০০০০ টাকা দিয়ে ১টা চায়ের দোকান খোলানোর ক্ষমতা আমরা রাখি।

আমাদের এখানে অনেক বাইরের লোক কাজ করেন, আমরা তাদের বাইরের লোক মনে করি না, ঘরের বলে মনে করি। বাইরের ছেলেরা বাংলায় আসবে, বাংলার ছেলেরা বাইরে যাবে, এটাই তো স্বাভাবিক। বিহারের যারা এখানে থাকেন, তাদের আমরা বলতে পাড়ি না আপনারা এখান থেকে চলে যান। আমি তাদের ভালবাসি।

এক দলিত ভাই গুজরাটে গেছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পদ্মাবতী সিনেমা নিয়ে একজন প্রতিবাদ করেছিল, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল। রাজস্থানে একটি ছেলে অন্যায় কাজ করতে গেছিল, তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল। কতদিন চলবে এই জিনিস?

বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। আম্বেদকর, গান্ধীজীকে, বিবেকানন্দকে, মৌলনা আবুল কালাম আজাদকে আমরা সম্মান করি। বাংলার মাটিতে ভাগাভাগির খেলা হবে না। আর কেউ করতে চাইলে, বাংলার মানুষ তাকে একদম রাজনৈতিক ভাবে তাড়িয়ে দিন।

ওরা ভাবে, বাংলা কেন আমাদের বিরুদ্ধে বলে? বাংলাকে ভাতে মারো। বন্যায় কৃষকদের জমি দুবে গেছে, আসাম, বিহারকে টাকা দিয়েছে, বাংলাকে দেয়নি।

নানা রকম, দাঙ্গা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত করার চেষ্টা করা হয়। আর মিথ্যে বলা হয়। আদিবাসীদের পরিবারকে হত্যা করা হয়। দলিত পরিবারকে হত্যা করা হয়। আর এখানে আদিবাসী ভাই বোনেদের কাছে গিয়ে মিথ্যে বলা হয়। ওদের কথা একদম বিশ্বাস করবেন না। ওরা ভীষণ মিথ্যে কথা বলে, অপপ্রচার করে। টাকা নিয়ে কুৎসা করে।

আগে আদিবাসীরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকত। আমি ২ টাকা কিলো চাল দেওয়া শুরু করেছি। এখন মানুষ সম্মান পায়, বিনা পয়সায় চিকিৎসা পায়, ধামসা মাদল পায়, শিক্ষা পায়, সব ব্যাপারে সাহায্য করি আমরা। যারা কেন্দু পাতা তোলে, তাদের সাহায্য করি, ৬০ বছর হয়ে গেলে পেনশন দিই।

কন্যাশ্রীর মেয়েরা আগামীদিন ভারতবর্ষকে পথ দেখাবে। এরা আমাদের গর্ব। সারা পৃথিবীর কাছে কন্যাশ্রী একটা নাম। আগামী দিন সবুজ সাথী একটা নাম হবে। সবুজশ্রীও একটা নাম হবে।

আমাদের সরকার, সাধারন মানুষের, গরীব মানুষের, খেটে খাওয়া মানুষের, ক্ষেত মজুরদের, কৃষকদের পক্ষে। মহারাষ্ট্রে ১২,৬০০ কৃষক মারা গেছে না খেতে পেয়ে। আমি চাই আমাদের কৃষকরা ভালো থাকুন, তাদের ফসল নষ্ট হলে, সঙ্গে সঙ্গে আমরা তাদের সাহায্য করি। কারো কাছে তাদের হাত পাততে না হয়, কৃষকরা আমাদের গর্ব।

গত সাড়ে ৬ বছরে ৮১ লক্ষ ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নেওয়া হয়েছে। আরও নেওয়া হবে। তিন লক্ষ লোককে পাট্টা দিয়েছে আমাদের সরকার। তিন লক্ষ লোককে বাড়ি তৈরী করে দিয়েছি। আরও অনেককে আমরা করে দেব। রানিগঞ্জের মানুষকে আমরা আবেদন করব, আমরা ৪৫০০০ ফ্ল্যাট করে দিয়েছি, আরও ২৫০০০ করব।

যদি কেউ উল্টোপাল্টা বলে মিথ্যে কথা রটায়, কুৎসা রটায়, চরিত্র হনন করে, অপপ্রচার করে, দাঙ্গা লাগায়, ভয় পাবেন না, বাংলার মাটি দাঙ্গাকে, কুৎসাকে, চক্রান্তকে, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয় না।

জনগণের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকব। মা মাটি মানুষকে, ধন্যবাদ, জিন্দাবাদ জানাই। আপনারাই সমাজের গর্ব, সমাজের ভবিষ্যৎ।

ভালো থাকুন, সুস্থ থাকুন। বড় দিনের উৎসবের অভিনন্দন জানিয়ে যাই। নতুন ধান নিয়ে নবান্ন উৎসবে গর্ববোধ করবেন। নতুন বছরে আপনাদের ঘোরে ঘোরে মঙ্গল শঙ্খ বাজুক।

Bengal Govt to start karimeen fish cultivation in Haldia

Within eight to nine months, Bengalis in the state would be getting to enjoy a new tasty fish: karimeen. This favourite of Kerala is going to be cultivated in Haldia with the help of the Fisheries Department.

The fishes are going to be cultivated by fisherwomen of Haldia block, in Purba Medinipur district. The Fisheries Department has trained about 50 fisherwomen for one-and-a-half months at one of its farms.

Though cultivated in sweet water in Kerala, this fish can also thrive in brackish water. Hence these fishes would be cultivated in farms in the coastal regions of Haldia block.

 

হলদিয়ায় হচ্ছে কারিমীন মাছের চাষ

আগামী শারদ উৎসবে মৎস্য প্রিয় বাঙ্গালিকে উপহার হিসেবে নতুন মাছের স্বাদ দিতে উদ্যোগী হল রাজ্যের মৎস্য দপ্তর।

কেরলের অতি প্রিয় কারিমীন মাছ আগামী ৮/৯ মাসের মধ্যে আট থেকে আশি বছর বয়সের বাঙালির খাবার পাতে জায়গা করে নিতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের মহিলা মৎস্যজীবীদের হাত ধরে প্রথম বাংলায় আগমন ঘটতে চলেছে এই রাজ্যে।

হলদিয়ার মৎস্য দপ্তরের ফিশারি ফার্মে দেড় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর ৫০ জন মৎস্যজীবীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় মাছের পোনা।

কেরলের কারিমীন একটি আদিবাসী পর্যায়ের মাছ। যা প্রধানত মহাদেশীয় উপদ্বীপের পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকুল ভাগ বরাবর পাওয়া যায়। এই মাছের বিজ্ঞানসম্মত নাম ইট্রোপ্লাস সুরেটেনসিস, ইংরিজিতে পার্ল স্পট ফিশ; সারা গা জুড়ে সাদা সাদা দাগ থাকে বলে এর নাম মুক্ত গোছা।

কেরলে শুধুমাত্র মিষ্টি জলে চাষ হলেও, এই মাছ ঈষৎ নোনা জলেও চাষ করা যায়। এর ফলে রাজ্যের মৎস্যজীবীরা বাড়তি উপার্জনের সুবিধা পাবে।

 

Source: Khabar 365 Din

The image is representative (source)

Sea crabs: The new dish to look out for at SFDC outlets

At the Ahare Bangla food festival being held at New Town Mela Ground, a new item is being served by the State Fisheries Development Corporation (SFDC): sea crabs. Various dishes based on sea crabs are being sold this year.

The food festival, whose third edition is being held this year, is open to everyone from December 8 to 11. Lunch items would be available from 12 PM to 3 PM, snacks from 3 PM to 6 PM and dinner items from 6 PM to 9 PM.

For many years now, fishermen in Digha have been catching these sea crabs. SFDC has known the demand for these crabs for some time now – not just in the state and in other parts of the country like in New Delhi and Mumbai (including in five-star hotels), but also in other countries, from enquiries from Japan and United Arab Emirates (UAE).

Now it is firming up plans to buy these crabs from fishermen in a systematic way and supply them to various places. For export, the countries being planned to be sent to are Japan, South Korea, China, Australia and the Gulf countries, and to Europe.

 

রঙিন কাঁকড়ার বাহারি পদে চমক দিতে চাইছে মৎস্য নিগম

সমুদ্রের রঙিন কাঁকড়ার পদ এবার বাঙালির পাতে তুলে দিতে চাইছে মৎস্য দপ্তর। দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগম এই পরিকল্পনা করেছে। রঙিন কাঁকড়াগুলি সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। নিগমের দীঘা প্রকল্পের আধিকারিকদের কথায়, গত ১০ বছর ধরে এই কাঁকড়া মৎস্যজীবীদের জালে অল্প অল্প করে ধরা পড়ছিল। কিন্তু গত দু-তিন বছরে এর পরিমাণ অনেকটাই বেড়েছে।

‘আহারে বাংলা’ উৎসবে প্রথম সাধারণ বাঙালির জন্য এই কাঁকড়ার পদ আনা হচ্ছে। পরে খোলাবাজারেও বিক্রি করা হবে। সমুদ্রে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে এই রঙিন কাঁকড়ার চাহিদা ভালো।

শুধু ‘আহারে বাংলা’ নয়, পরবর্তীতে কলকাতার খোলাবাজারেও এই কাঁকড়া বিক্রি করতে চাইছে নিগম। সেই সঙ্গে কাঁকড়া বিভিন্ন পদ নিগমের রেস্তরাঁতে খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশ-বিদেশের বাজারে এই কাঁকড়া বিক্রি করে কীভাবে মুনাফা করা যায়, সেই পরিকল্পনাও করা হচ্ছে।

বিদেশে রঙিন কাঁকড়ার সবথেকে বেশি চাহিদা জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া এবং ইউরোপে। আরব দুনিয়াতেও ধীরে ধীরে এই কাঁকড়ার চাহিদা বাড়ছে। এছাড়াও কলকাতা সহ দিল্লি, মুম্বইয়ের বড় বড় পাঁচতারা-সাততারা হোটেলে রঙিন কাঁকড়ার চাহিদা প্রচুর।

Source: Bartaman

The image is representative (source)

We will announce a new IT Policy at BGBS 2018: Bengal CM at Infocom

Bengal Chief Minister Mamata Banerjee today attended the inaugural ceremony of Infocom 2017. She announced that the new IT Policy of the State will be unveiled at Bengal Global Business Summit, 2018.

The CM highlighted the role played by Bengal in driving the digital transformation in India. She spoke at length about e-governance initiatives of the State. Mamata Banerjee invited industrialists to invest in Bengal.

 

Highlights of Mamata Banerjee’s speech:

  • Bengal is the flag-bearer of digital transformation in India. This transformation began six years ago. Bengal has shown the way to the rest of the country, and for that has won the first prize from the Central Government.
  • E-governance and e-taxation have been started. Bengal was the first state to integrate online customisation in work related to customs, for which we have received awards. Bengal is doing a lot of work but silently, and leading the country in various aspects.
  • The previous government was not interested in implementing IT processes. On the other hand, we have been stressing on that from day one. Many companies are opening up facilities in the state; they are doing good work.
  • We have set up a IIIT in Kalyani. Other IT parks have been set up in Siliguri, Rajarhat and Sonarpur.
  • We will announce a new IT Policy at Bengal Global Business Summit, 2018, which will be held on 16-17 January, 2018.
  • Bengal is now a global destination. There is ideal condition to set up industry. Come, invest in Bengal; we will provide all necessary help. Bengal is a digital platform.
  • Bengal is the destination for investment in the future. Economically, geographically, politically – in all aspects – Bengal is stable.
  • We are proud of our youths. They are very talented. The youth are our driving force. Bengal’s talent is famous worldwide.
  • We have doubled our revenue income in six years. 80 lakh mandays were lost due to bandhs in the past; now the number is zero. We do not support bandhs.
  • Bengal is ahead of the national average in terms of GDP growth, agricultural growth, industrial growth. We have created 81 lakh employment in six years.
  • Our actions speak louder than words. We believe in doing rather than making empty promises.

 

 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসিঃ মুখ্যমন্ত্রী

 

আজ ইনফোকম -২০১৭ র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসি (তথ্যপ্রযুক্তি নীতি) ঘোষিত হবে।

এদিন শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • ডিজিটাল ট্রান্সফরমেশনের পথিকৃৎ বাংলা। ৬ বছর আগে বাংলায় এই প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাই সকলকে পথ দেখিয়েছে এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে বাংলা ভারতের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে।
  • ই–গভর্ন্যান্স, ই-ট্যাক্সেশন প্রক্রিয়া চালু হয়েছে। আবগারি দপ্তরও আমাদের পুরস্কার দিয়েছে। সারা ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যারা প্রথম এই প্রক্রিয়া শুরু করে। বাংলা নীরবে কাজ করে যাচ্ছে। বাংলাই দেশকে পথ দেখিয়েছে।
  • আগের সরকার এই বিষয়ে উৎসাহী ছিল না। কিন্তু আমরা আসার পর এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে একের পর এক ভালো কাজ করে যাচ্ছে।
  • আমরা কল্যাণীতে ট্রিপল আই টি চালু করেছি। এছাড়া শিলিগুড়ি, বর্ধমান, রাজারহাট, সোনারপুরে আই টি সেক্টর রয়েছে।
  • আগামী জানুয়ারি মাসের ১৬-১৭ তারিখে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমরা নতুন আই টি পলিসি ঘোষণা করব।
  • বাংলা এখন শিল্পের গন্তব্যস্থল। বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। আসুন বাংলায় বিনিয়োগ করুন, আমরা আপনাদের সব রকম সহযোগিতা করব। বাংলা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
  • বাংলাই ভবিষ্যতে বিনিয়োগের ঠিকানা। অর্থনৈতিক, ভৌগোলিক, রাজনৈতিক সব দিক থেকে বাংলা স্টেবল।
  • আমরা আমাদের যুব সপ্রদায়ের জন্য গর্বিত, তারা খুবই মেধাবী এবং তারাই আমাদের শক্তি। বাংলার প্রতিভা সারা বিশ্বে স্বীকৃত।
  • ৬ বছরে আমাদের রাজ্যস্ব দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। আগে ৮০ লক্ষ শ্রম দিবস নষ্ট হতো এখন সেই সংখ্যা শূন্য । আমরা বনধ সমর্থন করি না।
  • ভারতের তুলনায় বাংলার জি ডি পি গ্রোথ অনেক ভালো, আর্থিক বৃদ্ধি দ্বিগুন হয়েছে। এছাড়া কৃষি, শিল্প সবেতেই বৃদ্ধি বেশ ভালো হয়েছে। এই ৬ বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
  • আমরা অনেক কাজ করছি। আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি।

Handicraft artisans witness marked growth under the Trinamool Congress Govt

Chief Minister Mamata Banerjee’s zeal for taking Bengal back to its glory days is bearing fruit. Minister of State for Micro, Small and Medium Enterprises (MSME) Department recently said that the Trinamool Congress Government has brought about a marked growth in the socio-economic condition of handicrafts artisans in the rural reaches of the state by giving them platforms to sell their items. He was speaking at the prize-distribution ceremony of the State Handicrafts Expo in New Town.

As many as 40 handicrafts and handloom fairs are organised by the Trinamool Congress Government at various locations every year. During the previous Left Front Government, only 12 such fairs used to be held.

The minister followed it up with another comparison – from the various fairs, handicraft items worth nearly Rs 40 crore are sold every year, compared to Rs 18 crore during the previous government’s rule. Not just that, many of the handicraft items have found a market abroad, courtesy again, the current State Government.

The government is also bearing the travel expense of the artisans who bring their products from far-off districts and showcase them at the fairs. To ensure that the artisans do not face any difficulties, the MSME Department is also waiving the entry fees for the participants.

 

তৃণমূলের আমলে হস্তশিল্পের প্রসার ঘটেছে

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হস্তশিল্পীদের তৈরী সামগ্রী নিয়ে বিগত বাম শাসনে সারা রাজ্যে মেলা হত মাত্র ১২টি। আর ২০১১ সালে রাজ্যে শাসনভার বদলানোর পর তা বেড়ে হয়েছে ৪০টি। সেই আমলে সব মেলা মিলিয়ে সর্বোচ্চ বিক্রি হয়েছিল ১৮ কোটি ৭৪ লক্ষ টাকার। সেখানে গত বছরই ৪০টি মেলায় ৪৫ কোটি টাকার বেশী বিক্রি হয়েছে।

এবার হস্তশিল্প মেলা হচ্ছে নিউটাউনের ইকো পার্কে। সেখানে ১০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। ইতিমধ্যেই ১১ কোটি ৫৪ লক্ষ টাকার জিনিস বিক্রি হয়েছে। এভাবেই রাজ্যের বর্তমান সরকার হস্তশিল্পীদের তৈরী করা নানা সামগ্রী বিপণনের সুযোগ ও সম্ভাবনা বাড়িয়েছে।

এই পরিসংখ্যান দিয়ে রাজ্য সরকারের সাফল্য ব্যাখ্যা করেন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী। ইকো পার্কে এদিন রাজ্য পর্যায়ে হস্তশিল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৭৫ জনকে আর্থিক পুরস্কার ও মানপত্র তুলে দেন তিনি।

Source: Millennium Post