Exhibitions to showcase projects of polytechnic & ITI students

The State Technical Education Department, in a bid to encourage students of polytechnic colleges and industrial training institutes (ITI) students to churn out innovative models or projects, has decided to hold exhibitions for showcasing their work.

The department is planning to hold the first exhibition soon at the Kudghat ITI in Tollygunge in Kolkata.

The Technical Education, Training and Skill Development minister, while announcing the decision recently, said that these exhibitions would give the students to a platform to display their projects for which they put in a lot of hard work. The best projects would be awarded.

At present, there are 240 ITIs and more than 162 polytechnic colleges in Bengal, both numbers including State Government-run and private institutes.

According to an official of the department, it is also pushing for the reintroduction of apprentices in industries across the state; for example, he said, opportunity exists in the nearly 65 jute mills in the state.

 

পলিটেকনিক/আইটিআই পড়ুয়াদের কারিগরী তুলে ধরতে প্রদর্শনী

পলিটেকনিক ও আইটিআই পড়ুয়াদের উৎসাহিত করতে তাদের তৈরী বিভিন্ন প্রোজেক্ট নিয়ে এবার থেকে একটি প্রদর্শনীর আয়োজন করবে রাজ্য কারিগরী শিক্ষা দপ্তর।

প্রথম প্রদর্শনীটি আয়োজিত হবে টালিগঞ্জের কুদ্ঘাটের আইটিআই কলেজে।

কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও ক্ষমতা উন্নয়ন মন্ত্রী বলেন, পড়ুয়াদের কষ্ট করে তৈরী করা বিভিন্ন মডেল জনসমক্ষে তুলে ধরতে একটি মঞ্চ তৈরী করে দেবে এই ধরনের প্রদর্শনী।

এই মুহূর্তে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৪০টি আইটিআই ও ১৬২টি পলিটেকনিক কলেজ আছে।

 

New food processing unit in Haringhata

The Bengal Government is setting up a food processing unit in Haringhata in Nadia district to process goat meat. There is huge demand for the item in Bengal and this plant will satisfy part of that demand.

West Bengal Livestock Development Corporation is setting up the plant on a plot of 2 acres. Rs 3 crore has been sanctioned for the project.

The unit would have the capacity to process 300 goats at a time, that is, in each of the six-hour shifts. The meat would be packed in 500 gram and 1 kilogram packets. At full capacity, it is expected for the plant to produce 2.5 tonnes of packed meat per day.

This plant is the result of the success of a pilot project through which goat meat was being sold from the Haringhata Meat outlets. After the plant becomes operational, the meat would be sold from 240 outlets across the state.

মাংসের বিপুল চাহিদা মেটাতে খাদ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট হচ্ছে হরিণঘাটায়

রাজ্যে খাসির মাংসের বাজার ধরতে হরিণঘাটায় নতুন প্ল্যান্ট তৈরি করছে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম। নতুন প্ল্যান্টে একসঙ্গে ৩০০টি খাসি প্রসেসিং করার পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

এতদিন হরিণঘাটা মিটের আউটলেটে প্রসেসিং করা চিকেন বিক্রি করা হত। এবার থেকে এক কেজি এবং ৫০০ গ্রামের প্যাকেট করে খাসির মাংস বিক্রি করা হবে। কিছুদিন যাবৎ পরীক্ষামূলকভাবে কয়েকটি আউটলেট থেকে সামান্য পরিমাণে খাসির মাংস বিক্রি করা হয়েছিল। সেটারই বিপুল চাহিদা দেখেই রাজ্যের সর্বত্র খাসির মাংস সরবরাহ করার জন্য এই নতুন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাস থেকেই প্ল্যান্ট চালু হয়ে যাবে।

২ একর জমি নিয়ে প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। প্ল্যান্ট তৈরির জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত মেশিনে খাসি কাটা হবে। প্রতিদিন প্ল্যান্ট থেকে প্রায় আড়াই টন মাংস পাওয়া যাবে।

মেশিন বসে গেলে আপাতত বাজার থেকেই খাসি কিনে তা প্রসেস করা হবে। তখন ২৪০টি আউটলেট থেকেই খাসির মাংস পাওয়া যাবে।

Source: Bartaman

Bengal Govt to set up machinery to convert brackish water into drinkable water

The Bengal Government has decided to set up a Rs 108-crore project in Hasnaban in North 24 Parganas district, on the Ichhamati River, with Israeli machinery, to turn brackish water into drinkable sweet water.

This project by the State Public Health Engineering Department for converting brackish water will be able to convert both river and lake water.

The North 24 Parganas district faces the problem of arsenic in ground water, and the rivers and many of the lakes in the Sundarbans region of the district record brackishness in water at 42 to 45 per cent. Hence, this converting of brackish water will provide a sustainable source of drinking water.

The government already provides drinking water piped from the Hooghly River.

 

নদী পুকুরের লোনা জলকে পানযোগ্য করার নয়া প্রকল্প রাজ্যের

লোনা জলের এলাকা তথা সুন্দরবন অঞ্চলের মানুষের জন্য লোনা জলকে মিষ্টি করার নতুন প্রকল্প রাজ্য সরকার। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য ইজরায়েল থেকে মেশিন আনানো হবে। হাসনাবাদের ইছামতী নদীতে প্রায় ১০৮ কোটি খরচ করে এই প্রকল্প তৈরী করবে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। পাশাপাশি সুন্দরবন অঞ্চলের পুকুরের লোনা জলকেও মিষ্টি করার জন্য পাইলট প্রোজেক্ট নিয়েছে সরকার। এজন্য জার্মানি থেকে অত্যাধুনিক মেশিন আনানো হয়েছে।

জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে জানানো হয়েছে ভূগর্ভস্থ পানীয় জ্বলে আর্সেনিক ও ফ্লোরাইড থাকার সম্ভাবনা থাকে। উত্তর ২৪ পরগনা জেলায় আর্সেনিকের পরিমাণও মারাত্বক। বিকল্প পানীয় জল সরবরাহ করার জন্য গঙ্গা থেকে জল তুলে পরিস্রুত করে ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। কিন্তু, সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে লোনার পরিমাণ প্রায় ৪২-৪৫ শতাংশ। তাই, ওইভাবে পরিস্রুত করা সম্ভব হয় নি।

হাসনাবাদ জেলায় ওই নতুন প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইলেকট্রিক মোটরেই এই প্রকল্প চালানো হবে। নদীর জলের পাশাপাশি সুন্দরবন অঞ্চলের পুকুরের জলকেও মিষ্টি ও পরিস্রুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বড় প্রকল্পের থেকে অনেক কম টাকা খরচ করে ছোট ছোট এলাকার জন্য এই নতুন ধরনের প্রকল্প তৈরী করা হবে।

সম্প্রতি সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের চাড়ালখালি এলাকায় স্থানীয় একটি পুকুরে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর পাইলট প্রোজেক্ট করেছে। জারামানি থেকে মেশিন আনালেও যেহেতু এটি ছোট প্রকল্প, তাই, খরচ হয়েছে ৪৪ লক্ষ টাকা। এই প্রকল্পগুলিতে সোলার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

Source: Bartaman

Centre should learn from Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several schemes and projects at Nadia district.

The CM also launched the construction work of 12,000 km of roads across the State from the stage. By 2019, 35,000 rural roads would be constructed in the State.

Some of the projects inaugurated by the CM today include blood component separation units, blood banks, power sub-stations, bridges, youth hostels, schools etc. She laid the foundation stones for power sub-stations, water supply projects, biogas plant, fisheries project, jetties among others.

The Chief Minister also distributed benefits under schemes like Kanyashree, Sabuj Sathi, Anandadhara, Gatidhara, and gave away land pattas, Kisan Credit Cards and other benefits.

 

Highlights of her speech:

  • Nadia district was neglected during the 34 years of Left Front rule. Now there is a tide of development.
  • Khajna tax on agricultural land has been abolished in Bengal. We have given compensation worth Rs 1200 crore for crops destroyed in floods
  • We have created a fund of Rs 100 crore so that farmers do not have to resort to distress selling.
  • Old age pension of farmers has been hiked to Rs 1000. Additional 34,000 farmers will receive the pension.
  • We have set up a Muslin Tirtha in Nadia district.
  • Tourism push in Nadia – Nabadwip heritage city and Mayapur World Heritage Centre.
  • 90% people of the State receive direct benefits from the State.
  • Construction of 12,000 km of roads have been flagged off today.
  • Our government never takes any decision which is against the interests of the people.
  • Our students are our pride.
  • We have increased the amount of Kanyashree scholarship to Rs 1000. University students have also been brought under the scheme.
  • We have started a merit scholarship for students to pursue higher education.
  • We have distributed 70,000 cycles to students of classes IX-XII.
  • We have started a new scheme ‘Ruposhree’ to help families, with annual income less than 1.5 lakh, in marrying their daughters off.
  • The Centre loves to beat their own drums. They have a scheme ‘Beti Bachao Beti Padhao’. Budget for the entire country is Rs 100 crore. In Bengal, we have spent Rs 5000 crore for Kanyashree.
  • The government is planning to bring FRDI Bill. Your savings will no longer be safe in banks. This will give rise to chit funds. Where will the poor people go? What will farmers, labourers, workers do?
  • In the name of demonetisation they have destroyed the economy. Small traders are suffering because of GST.
  • 12,000 farmers have committed suicide all over the country; mostly in BJP-ruled States.
    They are talking about doubling farmers’ income. How will they do it?
  • They announced a health insurance scheme without allocating money. Now they are saying States have to pay 40% cost. How can they force the States?
  • Bengal is a model in healthcare. Treatment is free at hospitals. Our Swasthya Sathi scheme covers 50 lakh people.
  • We have social security schemes for the unorganised sector.
  • We give rice and wheat at Rs 2/kg.
  • The Left Front Govt left behind a huge debt burden and the Centre takes away most of our revenue to pay off the instalments.
  • From birth to death, we have schemes for all phases of life.
  • We have reduced the interest rate on loans for self-help groups. We provide 30% subsidy on the loans.
  • স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে ঋণ নিতে পারেন তাই আমরা সুদের হার কমিয়ে দিয়েছি
  • The Centre has stopped funds for ICDS and ASHA workers. But now we are running these projects with our own funds.
  • We have provided scholarships to more than 1.7 crore minority students. 57 lakh SC/ST students have received scholarships.
  • We will hand over land pattas to refugees very soon.
  • Some parties incite Hindu-Muslim tension, stoke communal fire to put hurdles in the path of development.
  • Do not pay heed to the BJP. We have to maintain communal harmony. I appeal to everyone to ensure peace.
  • Hinduism brings everyone together. The religion is centuries old. BJP, which was formed in the 1980s, stands an aberration in the name of Hinduism.
  • Our youths and students must strive to make Bengal the best in the world.

 

 

বাংলাকে দেখে শেখা উচিত কেন্দ্রের: মুখ্যমন্ত্রী

আজ নদীয়া জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

আজ নদীয়া জেলা থেকে মুখ্যমন্ত্রী ১২০০০ কিঃমিঃ নতুন গ্রামীণ সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করেন। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের মধ্যে ৩৫০০০ গ্রামীণ সড়ক নির্মাণ সম্পূর্ণ হবে।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট, ব্লাড ব্যাঙ্ক, ডিজিটাল এক্সরে মেশিন, চক্ষু অপারেশনের জন্য বায়মেট্রিক মেশিন, ৩৩/১১ কে ভি সাব স্টেশন, চুর্নি নদীর ওপর সেতু, যুব আবাস, বিদ্যালয় ভবন, উচ্চ বাতিস্তম্ভ স্থাপন ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, ১৩২/৩৩ কে ভি সাব স্টেশন, ১০টি কর্মতীর্থ, ভাগীরথী নদীর জল পরিশ্রুতকরণ কেন্দ্র, ভাগীরথী নদীর তীরে পাড় বাঁধানো, মৎস্য প্রকল্প, ১৭টি বায়োগ্যাস প্ল্যান্ট, ২১০২ টি তাঁতঘর, বন্যাত্রান শিবির, স্থায়ী জেটি ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, গতিধারা, পাট্টা, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • সিপিএমের আমলে নদিয়া জেলা অনেক অবহেলিত হয়েছে। এখন সেখানে উন্নয়নের জোয়ার।
  • বাংলায় কৃষকদের সব ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে সরকার।
  • কৃষকদের যাতে অভাবী ফসল বিক্রি করতে না হয় তার সহায়ক মূল্য হিসেবে একটি তহবিল তৈরি করা হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।
  • কৃষকদের পেনশন ৭৫০ টাকা বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। আরও প্রায় ৩৪ হাজার কৃষক এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে।
  • নদিয়া জেলায় মসলিন তীর্থ তৈরী করা হয়েছে।
  • আগামী দিন নবদ্বীপ হেরিটেজ সহ মায়াপুর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে নদিয়া জেলার পর্যটন অনেক উন্নত হবে।
  • রাজ্যের সব জেলায় প্রায় ৯০ শতাংশ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
  • ১২,০০০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। আজ শুভ সূচনা হল।
  • আমাদের সরকার মা মাটি মানুষের সরকার। এই সরকার জনগণের বিরুদ্ধে কোন কাজ করে না। মা মাটি মানুষের সরকারের কথার দাম খুব বেশি।
  • আমাদের ছাত্র সমাজ আমাদের গর্ব।
  • কন্যাশ্রী স্কলারশিপের টাকা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও এই স্কলারশিপের আওতায় আনা হয়েছে।
  • ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আমরা মেরিট স্কলারশিপ চালু করা হয়েছে।
  • নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রায় ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে।
  • নতুন প্রকল্প ‘রূপশ্রী’ চালু করা হয়েছে। বার্ষিক ইনকাম ১.৫ লক্ষ টাকা হলে সেই পরিবারের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহের জন্য ২৫০০০ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার।
  • দিল্লির সরকার মুখে বড় বড় কথা বলে। ওদের একটি প্রোগ্রাম আছে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, তার বাজেট মাত্র ১০০ কোটি টাকা আর বাংলার কন্যাশ্রী প্রকল্পে আমরা ৫০০০ কোটি টাকা খরচ করেছি।
  • কেন্দ্রীয় সরকার FRDI বিল আনার পরিকল্পনা করছে। এর ফলে জনগণের টাকা ব্যাঙ্কের দরকার মতো ব্যাঙ্ক নিয়ে নেবে জনগণকে জিজ্ঞেস না করেই। মানে সাধারণ মানুষ ব্যাঙ্কে টাকা রেখে নিশ্চিন্ত হতে পারবে না। গরীব মানুষ, কৃষক, শ্রমিক কোথায় রাখবে? এটা কালা কানুন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
  • নোটবন্দীর নামে মানুষের লক্ষ্মীর ভাঁড়গুলো কেড়ে নিয়েছ, জিএসটির জন্য একটা দোকান চলছে না ভালো করে।
  • ১২০০০ কৃষক সারা দেশে আত্মহত্যা করেছে, তাঁর মধ্যে সবচেয়ে বেশী যেখানে বিজেপির শাসন আছে। এখন বলছে কৃষকদের আয় বাড়াবো, কোথা থেকে বাড়াবে?
  • কেন্দ্র মিথ্যে কথা বলে দিল, আমরা হেলথ স্কিম করব, কোথা থেকে করবে? টাকা কোথায়? এখন বলছে রাজ্যকে ৪০ ভাগ দিতে হবে, কেন রাজ্য দেবে? রাজ্যের ক্ষমতা থাকলে, নিজে করবে।
  • বিনা পয়াসায় চিকিৎসা দিই আমরা। বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা দিই আমরা। স্বাস্থ্য সাথী প্রকল্পে আমাদের ৫০ লক্ষ লোক আছে।
  • অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আমাদের প্রকল্প আছে।
  • ২ টাকা কিলো চাল, গম আমরাই একমাত্র দিই।
  • সিপিএমের দেনা করে গেছে আর বিজেপির সরকার আমাদের থেকে কেটে ৪৮০০০ কোটি টাকা নিয়ে যায়।
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শিশুসাথী থেকে সমব্যাথী, প্রকল্প আছে আমাদের।
  • স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে ঋণ নিতে পারেন তাই আমরা সুদের হার কমিয়ে ২% করে দিয়েছি, ৩০% সাবসিডি দিই আমরা।
  • কেন্দ্রীয় সরকার আইসিডিএস, আশা প্রোজেক্ট বন্ধ করে দিয়েছে, এখন আমরা নিজেরা টাকা দিয়ে এই প্রোজেক্ট চালু রেখেছি।
  • ১.৭১ কোটি সংখ্যালঘু, তফসিলি ও আদিবাসীদের ৫৭ লক্ষ ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে।
  • যারা এন্টাইটেল্ড রিফিউজি তাদের পাট্টা দেওয়া হচ্ছে, ১৩ হাজার রেডি আছে পাট্টা।
  • যারা কাজ করে না, ধর্ম নিয়ে রাজনীতি করে, শুধু হিন্দু মুসলমান লাগিয়ে দেয়, গাড়ি জ্বালিয়ে দেয়, তাদের সমর্থন করি না।
  • সাম্প্রদায়িক দাঙ্গায় কেউ যাবেন না, বিজেপির কথা শুনে কেউ ঘর ভাঙবেন না, ওদের মতো সর্বনাশা দল কম আছে।
  • আমরা হিন্দুধর্মের লোক, আমরা হিন্দুকেও ভালবাসি, মুসলমানকেও ভালবাসি। বিজেপি একটা রাজনৈতিক দল, ১৯৮৪ সালে জন্ম, ওরা আমায় জ্ঞান দেবেন, আজ নতুন করে ওরা আমাদের হিন্দুধর্ম শেখাবে? ওরা হিন্দুধর্মকে অপমান করে।
  • ছাত্র যৌবন স্বপ্ন দেখুন এই বাংলাকে বিশ্বসেরা করে তোলার।

 

Bengal Govt to open 10 more blood banks, 21 more component units

The Bengal Government is to open ten more blood banks in the state in 2018. With these, the total number in the state will increase to 84.

Not just that, with the increasing demand for blood components, the government is setting up blood component separation units (BCSU) in 21 existing blood banks. The work for these would be over before the panchayat elections. With these 21, the number of BCSUs would increase to 38.

The above information came from a senior official of the State Health Department.

The new blood banks would be located in Birpara, Tehatta, Dinhata, Nandigram, Metiabruz, Salboni, Debra, Mathabhanga, Falakata and Sagardighi. The new BCSU would be set up in the blood banks located in Chinsurah, Howrah, Bishnupur, Purulia, Darjeeling, Siliguri, Kalimpong, Jalpaiguri, Alipurduar, Raiganj, Balurghat, Barasat, Basirhat, Diamond Harbour, Siuri, Rampurhat, Jhargram and Tamluk.

 

রাজ্য সরকারের উদ্যোগে আরও ১০টি নতুন ব্লাড ব্যাঙ্ক, ২১ কম্পোনেন্ট ইউনিট

ঘটনা-দুর্ঘটনা, বিপদ-আপদ হোক বা জটিল অসুখ-বিসুখ— কারণ যাই হোক না কেন, রাজ্যজুড়ে রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে আরও নতুন ১০টি ব্লাড ব্যাঙ্ক। ২০১৮ সালের মধ্যে এগুলি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ফলে রাজ্যে সরকারি ব্লাড ব্যাঙ্কের সংখ্যা শীঘ্রই বেড়ে হবে ৮৪।

এছাড়া ২১টি ব্লাড ব্যাঙ্ককে প্লাজমা, প্লেটলেট, প্যাকড সেল সহ রক্তের বিভিন্ন ধরনের উপাদান পৃথকীকরণ ইউনিটে (ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট) উন্নীত করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যভবন। তাতে এ ধরনের ইউনিটের সংখ্যা বেড়ে হবে ৩৮।

প্রস্তাবিত নতুন ব্লাড ব্যাঙ্কগুলি হবে বীরপাড়া, তেহট্ট, দিনহাটা, নন্দীগ্রাম, মেটিয়াবুরুজ, শালবনী, ডেবরা, মাথাভাঙা, ফালাকাটা এবং সাগরদিঘিতে। আর যেসব ব্লাড ব্যাঙ্ককে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিটে পরিণত করা হবে, সেগুলি হল চুঁচুড়া, হাওড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, বারাসত, বসিরহাট, ডায়মন্ডহারবার, সিউড়ি, রামপুরহাট, ঝাড়গ্রাম ও তমলুক জেলা হাসপাতাল এবং ক্যানিং মহকুমা হাসপাতাল, নন্দীগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল।

Source: Bartaman

Bengal Govt to set up in Kolkata its first crematorium for pets

The Bengal Government is planning to set up its first crematorium for pets near Armenian Ghat in Kolkata.

The Animal Resources Development Department is going to set it up at an approximate cost of Rs 25 lakh. Kolkata Municipal Corporation (KMC) will extend technical support to complete the project.

A small electrical furnace will be set up initially where dogs, cats and other small animals will be cremated. A second furnace will be set up later on.

 

রাজ্য সরকারের উদ্যোগে আর্মেনিয়ান ঘাটের কাছে রাজ্যের প্রথম পশু শ্মশান

আর্মেনিয়ান ঘাটের কাছে রাজ্য সরকারের উদ্যোগে তৈরী হতে চলেছে পশুদের শ্মশান।

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এই শ্মশান তৈরী করবে আনুমানিক ২৫ লক্ষ টাকা ব্যয়ে। এই প্রকল্পে কারিগরি সহায়তা করবে কলকাতা পুরসভা।

একটি ইলেকট্রিক চুল্লি তৈরী করা হবে মৃত কুকুর, বেড়াল ও অন্যান্য পোষ্যদের অন্ত্যেষ্টি ক্রীয়ার জন্য। পরবর্তীকালে আরও একটি চুল্লি তৈরী করা হবে।

 

Source: Millennium Post

Derek O’Brien makes an intervention regarding the proper running of the House

FULL TRANSCRIPT

The Hon’ble Chairman of the Rajya sabha gives us enough opportunities to discuss any grievance we have with him. Going with these issues we can always talk to the Chairman in confidence. We do not need to go to any part of the social media to express ourselves. We want to tell you this clearly.

We want Zero hour, we want the Budget Discussion. Please protect us Sir. Oppositions want to speak in Zero hour and in Budget discussion.

Budget discussion and Zero Hours are serious issues. We all are waiting. Yesterday one member was named, we are all waiting to discuss.

 

Tuna, salmon & other marine delicacies to be available in Kolkata, courtesy State Govt

Thanks to the State Fisheries Development Corporation (SFDC), fish-lovers in Kolkata would soon be able to lay their hands on sea fishes like tuna, salmon and sardines, and sea crabs as well. The Corporation is busy making arrangements to make these available soon.

They would be imported from the Andaman and Nicobar Islands.

After the necessary processing, the fishes would be made available through various wholesalers and retail sellers, and also through the fish-selling vans run by the SFDC.

Not just selling, the SFDC is also making preparations to breed and export these fishes, alongside the other exotic fishes it already does, like cobia, chanos, prawns (bagda) and basa.

At the recent Bengal Global Business Summit (BGBS), memoranda of understanding (Mou) worth Rs 1,500 crore was signed in agriculture and related sectors, of which 19 MoUs worth Rs 480 crore were signed in the fisheries sector.

 

শহরেই মিলবে টুনা , সার্ডিন , স্যামন

টুনা , সার্ডিন , স্যামন৷ ইচ্ছা থাকলেও কলকাতাবাসীর এই সামুদ্রিক মাছগুলি জোগাড়ে কালঘাম ছোটার উপক্রম৷ নিউ মার্কেটের মতো শহরের হাতেগোনা কয়েকটি বাজারেই টিন ফুডে এই মাছগুলি মিললেও, তা সাধারণের নাগালের বাইরে৷

মাস দেড়েকের মধ্যেই বদলে যেতে চলেছে এই পরিস্থিতি৷ কারণ, বাংলা থেকে চারা পোনা ও মাছের খাবার সরবরাহের বিনিময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে টুনা , সার্ডিন , স্যামন এবং সামুদ্রিক কাঁকড়া আনতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম৷ এ নিয়ে আন্দামানের সঙ্গে একটি চুক্তিও রয়েছে নিগমের৷

আন্দামান থেকে আনা সেই সামুদ্রিক মাছগুলির প্রক্রিয়াকরণের পর স্থানীয় পাইকারি এবং খুচরো বাজারে তা বিক্রি করবে নিগম৷ নিগমের গাড়িগুলির মাধ্যমেও সেগুলি বিক্রি করা হবে৷ এমনকী , কোবিয়া , চ্যানোস , বাগদা , বাসার পাশাপাশি টুনা , সার্ডিন , স্যামন , সামুদ্রিক কাঁকড়া রন্তানির উদ্যোগও নিচ্ছে নিগম৷

এবছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ তার মধ্যে শুধু মৎস্য সংক্রান্ত চুক্তিই স্বাক্ষরিত হয়েছে ১৯টি, যার প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা৷ এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে মাছ প্রক্রিয়াকরণ শিল্পের অনেকটাই বিকাশ ঘটবে এ রাজ্যে৷

Source: Ei Samay

Bengal’s popular ‘Fish on Wheels’ in Digha and Puri soon

The popular ‘Fish On Wheels’ concept of Benfish is going to be introduced in Digha and Puri soon.

The named is used for the Benfish service wherein cooked fish is sold in vans. The service is available in Kolkata and is very popular. These tourist spots – on in Purba Medinipur district and the other in Odisha – are very popular with Bengali tourists and hence, Benfish has come up with the decision.

Benfish functions under the State Department of Fisheries. The vans to be introduced in Digha and Puri would also be of the latest model, and the ones in Kolkata would be replaced with these latest models too.

Further, Fish On Wheels would be introduced to tap the tourist market in Jangalmahal, Ayodhya Hills, Malda, Murshidabad, Siliguri, Darjeeling, the Dooars, Cooch Behar.

 

মাছের নানা মুখরোচক পদ নিয়ে এবার বেনফিশের গাড়ি চলবে দীঘা-পুরীতেও

বেনফিশের ‘ফিশ অন হুইলস’ এবার নামতে চলেছে দীঘা-পুরীতে। এতদিন কলকাতা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন মুখোরোচক মাছের খাবার বিক্রি করত বেনফিশের ‘ফিশ অন হুইলস’ গাড়ি। এবার সেই গাড়িই পৌঁছে যাবে সমুদ্র সৈকতের বুকে।

উল্লেখ্য, দীঘা-পুরী দুই জায়গাতেই পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করেছে বেনফিশ। সারা বছর সেখানে বহু পর্যটক বুকিং করেন, ঘুরতে যান। কিন্তু এতদিন সেই এলাকায় বেনফিশের ‘ফিশ অন হুইলস’ বা গাড়িতে করে খাবার বিক্রির কোনও ব্যবস্থা ছিল না। অবশেষে সেই ব্যবস্থাও শীঘ্র ওই দুই জায়গাতে চালু করতে চাইছে বেনফিশ।

‘ফিশ অন হুইলস’-এর নতুন মডেলের গাড়ি দীঘা ও পুরীতে নামানো হচ্ছে। ইতিমধ্যে নতুন গাড়ির বরাত দেওয়া হয়ে গিয়েছে। গাড়ি এলেই ওই দুই জায়গায় খাবার বিক্রি করা শুরু হবে। ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, ফিস পকোড়া, ফিশ চপ, ফিশ শিক কাবাব থেকে শুরু করে বিভিন্ন বাহারি খাবার সাজিয়ে ‘ফিশ অন হুইলস’ পৌঁছে যাবে দীঘা এবং পুরীতে।

আগামী দিনে রাজ্যের আরও একাধিক জেলা, বিশেষত পর্যটন এলাকাগুলিতেও ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। বিশেষ করে জঙ্গলমহল, অযোধ্যা পাহাড়, মালদহ-মুর্শিদাবাদ, শিলিগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স, কোচবিহার থেকে একেবারে দক্ষিণের সুন্দরবনেও অদূর ভবিষ্যতে ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

Source: Bartaman

95% of Mission Nirmal Bangla accomplished, rest on the fast track to completion

The Panchayats and Rural Development Department has created a silent revolution in Bengal with the Nirmal Bangla Mission by constructing 61,21,088 toilets in rural households. Thus, 95 per cent of the target for making the state open-defecation free (ODF) has been reached. The target of 64,15,430 rural toilets is going to be reached soon.

Nadia was India’s first district that was declared ODF. In Bengal, so far eight districts have been declared ODF – Nadia, South 24 Parganas, North 24 Parganas, Purba Bardhaman, Paschim Bardhaman, Cooch Behar, Hooghly and Purba Medinipur.

Howrah and Malda will be declared ODF by March 2018. The other districts that will be soon declared as ODF are Murshidabad, Dakshin Dinajpur and Birbhum. The Panchayats Department is on a fast track to complete the project for the rest of the districts.

 

নির্মল বাংলা মিশনের ৯৫ শতাংশ কাজ শেষ

নির্মল বাংলা মিশনের মাধ্যমে গ্রাম বাংলায় এক বৈপ্লবিক পরিবর্তন আনছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ৬১২১০৮৮ টি শৌচালয় নির্মাণ করে ফেলেছে এই দপ্তর, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশ শৌচালয় নির্মাণের কাজও খুব শীঘ্রই সম্পন্ন হবে।

দেশের প্রথম নির্মল জেলা ঘোষিত হয় নদীয়া। এখন অবধি রাজ্যের আটটি জেলা নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার, হুগলী এবং পূর্ব মেদিনীপুর।

মার্চের মধ্যে হাওড়া ও মালদা জেলাও নির্মল জেলায় রূপান্তরিত হবে। বাকি যে জেলাগুলি ঘুব শীঘ্রই নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পাবে সেগুলি হল, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম।

Source: Millennium Post