Rangamati, an app for tourists in Birbhum, launched

As per the instructions of Chief Minister Mamata Banerjee, the Birbhum district police has created an app to aid the local people of Santiniketan as well as tourists. The police, along with an NGO, has also set up a scheme to help the elderly people living there. These were inaugurated on September 8.

The app is named Rangamati, or ‘red soil’, the characteristic soil of the region. It has been named so by Mamata Banerjee herself. The name of the scheme, which was inaugurated alongside the app, is ‘Ashwas’, meaning ‘hope’.

The app (can be downloaded by clicking here) is meant to help the people of, and visitors to, Santiniketan with information of all kinds about the place, bus and train services, and emergency numbers. The app also has a red button, touching which one would be able to alert the local police. The administration has said that the app would also be of great help to the students of Visva-Bharati University, who come from all corners of the country and so are naturally unaware of all the facilities available.

The scheme is meant to help the elderly people of the region, many of whom live alone. One has to enlist one’s name under the scheme. There are two helplines, calling which up one can summon any help. An ambulance is also kept ready for emergency purposes.

 

পর্যটকদের পাশ থাকতে বীরভূমে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুবিধার্থে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ। পাশাপাশি, পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শান্তিনিকেতনের একাকী, বয়স্ক ব্যাক্তিদের যে কোনও রকম সহযোগিতা করার জন্য চালু হল ‘আশ্বাস’ নামক একটি প্রকল্প। গত শুক্রবার বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এই অ্যাপ ও প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।

‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপটি যে কেউ ডাউনলোড করে তার থেকে বিশেষ করে শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকার সমস্ত তথ্য পাবেন। এ ছাড়া বাস, ট্রেন পরিষেবা, আপদকালীন জরুরি পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, এই অ্যাপে একটি লাল রঙের বোতাম থাকবে। যে কেউ বিপদে পড়লে সেই বোতাম টিপলে অত্যাধুনিক প্রযুক্তি মারফত পুলিশ সেই ব্যক্তির বিপদস্থল চিহ্নিত করে তাঁকে উদ্ধার করবে।

অন্য দিকে, অ্যপটির পাশাপাশি এ দিন শুধুমাত্র শান্তিনিকেতনের প্রবীণ ব্যাক্তিদের সাহাযার্থে একটি বিশেষ সুবিধাযুক্ত প্রকল্পের উদ্বোধন হয়। যে সমস্ত প্রবীণ বাসিন্দারা একা বসবাস করেন, তাঁদের যে কোনও রকম জরুরি পরিষেবা দিতে ‘আশ্বাস’ নামক এই প্রকল্পটি চালু হল। জানা গিয়েছে, প্রকল্পটির সুবিধা পেতে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। দুটি হেল্পলাইন নম্বর রয়েছে। এই নম্বরে যে কোনও রকম বিপদে পড়ে ফোন করলেই মিলবে সহযোগিতা। এই প্রকল্পের জন্য একটি অ্যাম্বুল্যান্সও বরাদ্দ রয়েছে।

শান্তিনিকেতন হল বিশ্বের কাছে একটি অন্যতম জায়গা। এখানে অনেক মানুষ বেড়াতে আসেন। বীরভূমেও অনেক কিছু দেখার জিনিস আছে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই অ্যাপের নাম দিয়েছেন।

Source: Anandabazar Patrika

Bengal Govt to provide opportunity for 5000 students to watch U-17 World Cup matches

The Bengal Government’s measures to weave events and initiatives around the FIFA Under-17 World Cup, as part of efforts to further popularise football among the young generation and take it to the grassroots, continues.

Now, the Education Department has taken a decision to arrange for 5,000 students to watch every World Cup match to be held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata for free. The students will be selected from only among those who take part in sports.

Ten matches, including the final, are scheduled for the venue, which has been extensively modernised and renovated for the quadrennial showpiece.

All logistical requirements for watching the matches have been taken care of by the department. Besides reserving seats for 5,000 students for every match, 70 AC and non-AC buses for transport have been arranged too. Students coming from faraway places will be put up for the nights, if needed.

Students from schools, colleges, madrasahs and polytechnics – 2,000 each from schools and colleges, and 500 each from madrasahs and polytechnics – will be selected for every match. Schools and colleges have been asked to prepare lists of students who are interested in watching the matches.

 

ছাত্রছাত্রীদের বিনামূল্যে যুব বিশ্বকাপ দেখাবে রাজ্য সরকার

 

স্কুল কলেজের উঠতি ফুটবলারদের বিনা পয়সায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ৫ হাজার ছাত্র মাঠে বসে এই ম্যাচ দেখবে।

প্রতি ম্যাচে এই ৫হাজারের মধ্যে ২ হাজার স্কুলের, ২ হাজার কলেজের, ৫০০ মাদ্রাসা এবং ৫০০ পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী থাকবে। যারা অনেক দূর থেকে আসছে তাদের জন্য থাকা, খাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।

যুব ভারতীতে তাদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা বক্স, থাকছে বিশেষ বরাদ্দ সিট। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা আসবে এই ম্যাচ দেখতে। যারা স্কুল কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধুমাত্র তারাই পাবে এই ম্যাচ দেখার সুযোগ।

বিদেশি খেলোয়াড়দের স্কিল চোখের সামনে থেকে দেখার সুযোগ পাবে তারা। এসি ও নন এসি মিলিয়ে ৭০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বভাবতই ফুটবলপ্রেমী ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার।
Source: Sangbad Pratidin

Bengal CM forms new boards for north Bengal

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday announced the formation of new boards for north Bengal.

One of these newly formed boards is the Rajbangshi Development & Cultural Board, for which MLA Ananta Deb Adhikari has been chosen as the Chairman and Vanshibadhan Burman as the Vice Chairman. The headquarters of the Rajbangshi Development & Cultural Board will be at Cooch Behar.

Along with this, the Kamtapur Language Academy was also formed- the headquarters of which will be in Jalpaiguri. Nrisingha Prasad Bhaduri will be the President of the Academy while Atul Rai has been chosen as the Vice-President.

Moreover, a Rajbangshi Language Academy is already in existence; Jalpaiguri MP Bijay Chandra Barman is the President of this Academy.

 

রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবেঃ মুখ্যমন্ত্রী

 

রাজ্যে বিলুপ্তপ্রায় রাজবংশী ও কামতাপুরি ভাষাকে ‘অগ্রাধিকারপ্রাপ্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজ ও প্রকাশনায় অন্যান্য ভাষার মতো এই দুটি বিলুপ্তপ্রায় ভাষাও স্বীকৃতি পাবে।
গতকাল শিলিগুড়ি সফরে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পাশাপাশি তিনি রাজবংশীদের জন্য উন্নয়ন একাডেমি গড়ার কথাও ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই রাজবংশী ভাষার অ্যাকাডেমি চালু করা হয়েছিল। এবার সেই ভাষাটি রাজ্যের দপ্তরের কাজেও স্বীকৃতি পেল”।

তিনি আরও বলেন, এবার রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবে। এই অ্যাকাডেমির চেয়ারম্যান হবেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। এই অ্যাকাডেমি প্রায় হারিয়ে যাওয়া এই ভাষার উন্নয়নে কাজ করবেন। তিনি জানান শুধু স্বীকৃতিই নয়, প্রায় হারিয়ে যাওয়া ভাষাগুলোকে যাতে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে প্রতিষ্ঠিত দুই অ্যাকাডেমির পাশাপাশি কাজ করবে রাজ্য।

রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন অনন্ত দেব অধিকারী, এবং ভাইস চেয়ারম্যান হলেন বংশীবদন বর্মণ।

Kolkata records 8% dip in fatal accidents: Report

Kolkata has managed to significantly bring down the number of accidents -both fatal and non-fatal -in 2016 in comparison with the previous year.

The launch of the Safe Drive Save Life campaign, coupled with strict enforcement of speed rules in the city seem to have made the difference, claim top Lalbazar officers.

According to the latest road accident report – based on leading cities of India – prepared by the Union ministry of road transport and highways, 2016 witnessed 388 fatal accidents on Kolkata’s streets. There were 421 fatal accidents in 2015 and 431 in 2014.

Not only did the number of fatal accidents fall by 7.8% but also the total figure of non-fatal accidents dropped by a substantial 18%.

A comparison with other cities will put things into perspective. In 2016, Delhi saw 1,591 people dying on roads and Chennai witnessed 1,183 deaths.

Similarly, there were a total of 4104 accidents in the city in 2016 compared to 4981 in 2015. The severity of accidents (number of persons killed per 100 accidents) is at an all-time low of 9.9, much lesser than Mumbai (16.6) or Delhi (21.6).The national average is 19.8.

Between July 8 and December 31, 2016 – after the safety drive was launched – number of deaths of helmetless drivers came down to 32 (from 61 during the corresponding period in 2015).

 

কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে ৮ শতাংশঃ রিপোর্ট

২০১৫র তুলনায় ২০১৬ সালে কলকাতায় পথ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমেছে আট শতাংশ। মুখ্যমন্ত্রীর চালু করা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা অভিযানের পাশাপাশি গাড়ির গতিবিধির ওপর কঠোর নজরদারির ফলে এটি সম্ভব হয়েছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের পেশ করা রিপোর্টে দেখা গেছে ২০১৬ সালে কলকাতার রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ৩৮৮টি। ২০১৪তে যে সংখ্যা ছিল ৪৩১ ও ২০১৫ সালে ৪২১টি। পাশাপাশি, ২০১৬ সালে কলকাতায় পথ দুর্ঘটনার সংখ্যা ৪১০৪, যা ২০১৫ সালে ছিল ৪৯৮১।

শুধু যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৮ শতাংশ কমেছে, তাই নয়। পথ দুর্ঘটনার সংখ্যাও কমেছে ১৮ শতাংশ।

অন্যান্য শহরের তুলনায় কলকাতায় দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কম। ২০১৬ সালে দিল্লীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ১৫৯১টি, চেন্নাইতে ঘটেছে ১১৮৩টি।

দুর্ঘটনার প্রকটতা (প্রতি ১০০টি দুর্ঘটনায় মৃতের সংখ্যা) সব থেকে কম কলকাতাতেই, ৯.৯%। যা মুম্বই (১৬.৬%), দিল্লী (২১.৬%) বা জাতীয় গড় (১৯.৮%) এর তুলনায় অনেক কম।

সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা অভিযানের পর ৮ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বর ২০১৬ এর মধ্যে হেলমেটবিহীন বাইক আরোহীর মৃত্যু কমে দাঁড়িয়েছে ৩২এ (যা ২০১৫ সালে ছিল ৬১টি)।

 

Kanyashree Bengal

Kanyashree reduces school dropout rate

That the Kanyashree Scheme has been a massive success needs no mention. It has been feted at various international forums, including at the United Nations Public Service Awards last June.

Now, further proof of it has come out – Chief Minister Mamata Banerjee, whose brainchild it is, said at a recent meeting that because of the scheme, meant for girl students across Bengal, the dropout rate in State Government schools has reduced by 16.5 per cent.

The scheme was initiated on October 1, 2013.

As a part of the scheme, 41 lakh girl students from 15,500 government schools get monthly stipends – Rs 750 till class XII (K-1 stage), a one-time grant of Rs 25,000 if the student decided to continue higher or technical education (K-2 stage) and the recently introduced stipends for those continuing their education at universities in the state (K-3 stage).

Also as part of the scheme, more than 5,000 students have received training in self-defence.

 

 

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কমছে স্কুলছুটের হার

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। কন্যাশ্রী’‌ প্রকল্পের জন্য রাজ্যের স্কুলগুলিতে মেয়েদের স্কুলছুটের সংখ্যা কমেছে প্রায় ১৬.৫ শতাংশ। শিক্ষক দিবস উপলক্ষে নজরুল মঞ্চের অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় ২০১৩ সালের ১লা অক্টোবর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাল্য বিবাহ বন্ধ করা ও মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার করা।

অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক ৭৫০ টাকা করে আর্থিক সহায়তা, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-১’ ও দ্বাদশ শ্রেণীর পর উচ্চ শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণের জন্য এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয় মেয়েদের, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-২’। এবার থেকে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরাও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবে, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-৩’।

রাজ্যের ১৫,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪১ লক্ষ ছাত্রী এখনও পর্যন্ত কন্যাশ্রীর আওতায় এসেছে। এখনও পর্যন্ত ৫,০০০ এর বেশি কন্যাশ্রী পেয়েছে আত্মরক্ষার প্রশিক্ষণ।

২০১৭ সালের জুন মাসে বাংলার এই প্রকল্প ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে সেরার সম্মান পেয়েছে রাষ্ট্রসংঘের তরফ থেকে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এই প্রকল্প।

বিশদে জানতে কন্যাশ্রী ওয়েবসাইট দেখুন। 

Bengal Govt providing 6 acres for jewellery hub

A jewellery hub is coming up in Bonhooghly near Kolkata on a 6-acre plot. It is going to be developed by the State Government in collaboration with the Gems and Jewellery Export Promotion Council (GJEPC). This was announced on August 29 by the Bengal Commerce & Industry and Finance Minister, Dr Amit Mitra.

Most of the jewellers who have workshops in the traditional jewellery hub of Bowbazar in Kolkata would be allotted plots there. This is a major effort by the State Government to bring down the level of pollution in Kolkata.

Plans are also on to build two common facility centres (CFC) in the state, which would house costly, state-of-the-art instruments for crafting jewellery. Smaller jewellers who would not be able to afford the cost to make use of the instruments can make parts of their jewellery there.

In this connection, it must be mentioned that the State Government, in collaboration with the GJEPC, has initiated the process of getting a geographical indication (GI) registration, conventionally known as a GI tag, for Kolkata-made jewellery, under the brand name of ‘Kolkatti’.

The reasons for going for the GI registration of such jewellery are that these fine, hand-crafted jewellery are in big demand in the Middle East, US and UK, and, precisely because of this big demand, many people are selling jewellery, improperly branding them as Kolkata jewellery.

গয়নার হাব গড়তে ৬ একর জমি দিচ্ছে রাজ্য

 

কলকাতার বনহুগলিতে তৈরি হচ্ছে গয়না হাব। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করবে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি)।

মঙ্গলবার জিজেইপিসি আয়োজিত সভায় রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, এই প্রকল্পের জন্য রাজ্য ৬ একর জমি দেবে।

বিশেষত বৌবাজারের কারিগররা গয়না তৈরির জায়গা পাবেন হাবে। কলকাতাকে দূষণমুক্ত করার অন্যতম প্রয়াস এটি।

রাজ্যে নতুন দুটি কমন ফেসিলিটি সেন্টার গড়ার পকিকল্পনাও আছে। ওই কেন্দ্রে গয়না তৈরির দামী যন্ত্রপাতি রাখা হবে। যে-সব কারিগরের সেগুলি কেনার ক্ষমতা নেই, তাঁরা সেখানে গিয়ে গয়নার অংশ তৈরি করাতে পারেন।

কলকাতার নিজস্ব গয়না ‘কলকাত্তি’র পেটেন্ট নিতে রাজ্য উদ্যোগী হয়েছে বলে জানান অমিতবাবু। ভৌগোলিক ভাবে যে-সব পণ্য তৈরি কোনও রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য, সেগুলির জন্য ডব্লিউটিও-র কাছ থেকে তা নিতে হয়।

Source: Anandabazar Patrika

We want a permanent solution to the ongoing impasse in Hills: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an All-Party meeting regarding the ongoing impasse in the Hills. Terming the meeting as positive, she said the next meeting will be held on October 16. She added that the issue of tripartite meeting will be discussed in that meeting.

The CM said she wanted a permanent solution to the ongoing impasse. “We will immediately restore the public distribution system. We want the bandh to be withdrawn fully and normalcy to be restored as soon as possible. The process of dialogue will continue,” she said.

The CM announced that the Government has decided to call the owners of tea gardens immediately for a meeting to discuss pending wages, bonus for puja etc. for the workers. A GoM (Group of Ministers) will be formed for this purpose.

Mamata Banerjee further said, “Every citizen has a democratic right and prerogative to protest. We want peace and normalcy to be restored. Binay Tamang (representing GJM) had raised the demand for compensation for those who were killed (during agitation). We have agreed to that. They also demanded a high-level investigation for the police firing (during agitation). We have accepted that also.”

She maintained that the Hills are a part of Bengal and the State Government wants the well-being of the people of the Hills.

 

আমরা চাই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান হোকঃ মুখ্যমন্ত্রী

আজ উত্তরকন্যায় পাহাড়ের সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকের বৈঠক ভালো হয়েছে। পরবর্তী বৈঠক হবে ১৬ অক্টোবর। তাঁর মতে এখনই ত্রিপাক্ষিক বৈঠক সম্ভব নয়। আগামী ১৬ অক্টোবরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। চা বাগানের কর্মীরা যাতে বেতন ও পুজোর বোনাস পান তাঁর জন্য একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করা হবে। শীঘ্রই এই মন্ত্রীগোষ্ঠী চা বাগানের মালিকদের সাথে বৈঠক করবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা চাই শান্তি ফিরুক। অশান্তির সময় যারা নিহত বা আহত হন তাদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন বিনয় তামাং। আমরা রাজি হয়েছি। বনধ চলাকালীন পুলিশের গুলি চালানোর জন্য উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন ওনারা। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত করব”।

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “আমরা চাই বনধ তুলে নেওয়া হোক, পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। যত তাড়াতাড়ি সম্ভব শিল্প, পর্যটন, পরিবহন সব কিছু স্বাভাবিক হোক। আলোচনা প্রক্রিয়া চলবে। পাহাড় বাংলার অংশ। আমরা চাই পাহাড়ের ভাই বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক”।

Bengal Govt to arrange for more women to become self-reliant through fly ash brick kilns

The Bengal Panchayat and Rural Development Department has decided to set up more kilns to produce bricks from fly ash.

The units are non-polluting and require less space than the traditional kilns. Also, the bricks have been tested by IIT Kharagpur and National Test House, and have been found to be stronger than traditional bricks.

New brick kilns are coming up at Andal in Paschim Bardhaman district, at Sagardighi in Murshidabad district, at Bakreshwar in Birbhum district and at three places in Nadia district.

Kilns to manufacture bricks made from fly ash were first set up two years ago. There are already 10 such brick kilns in the state. All these brick kilns are being run by Self-Help Groups managed by women.

They have been set up under Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) and have helped women to become economically self-reliant.

The production cost of each fly ash brick is Rs 2 and are sold at Rs 4 per brick, whereas bricks available in the market are priced anything between Rs 8 to Rs 12 per piece.

The bricks made out of fly ash are being used in various constructions carried out by the Panchayats and Rural Development department, in the construction of pavements and in buildings.

মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার বাড়াবে উড়ো ছাই দিয়ে তৈরি ইট ভাঁটার সংখ্যা

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আরও ইটভাঁটা তৈরি করবে যেখানে উড়ো ছাই থেকে ইট তৈরি হবে। এই ইটভাঁটা গুলি অপেক্ষাকৃত কম দূষণকারী ও কমজায়গায় তৈরি হয়। আইআইটি খড়গপুর ও ন্যাশানাল টেস্ট হাউস পরীক্ষা করে জানিয়েছেন এই ইটগুলি সাধারণ ইটের থেকে বেশী শক্ত এবং এই ইট তুলনামূলকভাবে অনেক কম তাপ বিকিরণ করে।

এই নতুন ইটভাঁটা গুলো তৈরি হবে পশ্চিম বর্ধমানের অন্ডাল, মুর্শিদাবাদের সাগরদিঘি ও বীরভূম জেলার বক্রেশ্বরে। আরওতিনটি নতুন ইটভাঁটা তৈরি হবে নদীয়া জেলায়।

এই উড়ো ছাই থেকে ইটভাঁটায় ইট উৎপাদন শুরু হয় আজ থেকে ২ বছর আগে। মালদায় প্রথম এই ধরনের ইটভাঁটা চালু হয়। এই মুহূর্তে রাজ্যে ১০টি ইটভাঁটা আছে, দুটি বাঁকুড়ায়, তিনটি নদীয়ায়, দুটি পূর্ব মেদিনীপুরে ও একটি করে পুরুলিয়া, মালদা ওহুগলীতে। এই সবকটি ইটভাঁটা চালাবে মহিলাদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী।

১০০দিনের কাজের মাধ্যমে এই ইটভাঁটাগুলি তৈরি হয়েছে। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

এই ইট তৈরির কাঁচামাল, মানে ছাই-এর যোগান দেবে তাপবিদ্যুত কেন্দ্রগুলি। এই পদ্ধতিতে প্রতিটি ইট তৈরি করতে খরচ পড়বে ২টাকা, যা বিক্রী করা হবে ৪ টাকা করে। যেখানে বাজারে ইটের দাম ৮ টাকা থেকে ১২ টাকা।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পে এই ইট ব্যাবহার করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই ইটের ব্যাবহার বৃদ্ধির জন্য প্রচার করা হচ্ছে।
Source: Millennium Post

Bengal Govt urging farmers to cultivate forgotten but nutrition-rich varieties of rice

The Bengal Agriculture Department is encouraging farmers to cultivate varieties of rice that have become nearly extinct and is also devising ways to create awareness among the people about these varieties in order to create a market for them. The department is also helping farmers to adopt organic farming methods.

These indigenous varieties, also known as folk rice varieties, have properties which make them suitable for particular regions and are also highly nutritious. For example, there is a variety, once almost lost and now being revived, grows well in the saline soil of the Sunderbans, where the popular rice varieties would fail to grow.

The Agriculture Department is also working in collaboration with organisations some to further its aims. For the past few months, they have been trying to revive forgotten varieties of aromatic rice like Radha Tilak, Kala Bhat, Dudheshwar, Hamai, Jhumpuri, Khara and Balam, to name a few, with technical support from the State Government’s Agricultural Training Centre in Phulia in Nadia.

This initiative was launched to bring back traditional aromatic varieties of rice by using natural methods. The use of chemicals to enhance production is discouraged because, in the long run, it will badly affect the environment, including the quality of the soil.

 

কৃষকদের লুপ্তপ্রায় প্রজাতির ধানের চাষ করার আর্জি জানালেন কৃষিমন্ত্রী

রাজ্য কৃষি মন্ত্রী চাষিদের আর্জি জানান যে সব ধরনের চাল আজ প্রায় অবলুপ্তির পথে, সেগুলি চাষ করার। তিনি কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি নির্দেশ দেন কৃষি দপ্তরের সকল আধিকারিককে এই ধরনের চালের বিষয়ে সচেতনতা বাড়াতে। পাশাপাশি তিনি চাষিদের অরগ্যানিক ফারমিং পদ্ধতি শেখানোর কথাও বলেন।  তিনি আশা করেন আরও কৃষক এই অরগ্যানিক ফারমিং পদ্ধতিতে আগ্রহী হবেন সময়ের সঙ্গে সঙ্গে।

গত বেশ কয়েক মাস ধরে  প্রায় অবলুপ্তির পথে যেসকল সুগন্ধী চাল যেতে বসেছে, সেগুলি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেমন, রাধা তিলক, কালা ভাত, দুধেস্বর, হামাই, ঝুম্পুরি, খারা এবং বলম। এদের কারিগরি সহায়তা করে ফুলিয়ার এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার।

এই বিভিন্ন ধরনের চাল পরীক্ষা করে কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন আবহাওয়া ও মাটি এই ধরনের চাল চাষের জন্য উপযোগী। এই চাসে কোনও রাসায়নিক ব্যবহার হয় না তাই স্বাস্থ্যের কোনও ক্ষতির সম্ভাবনা নেই।

Source: Millennium Post

New attraction at Marine Aquarium & Research Centre in Digha

The Marine Aquarium and Research Centre (MARC) in Digha will have an added attraction in the form of a walkthrough diorama for the visitors. The entire mangrove ecosystem of the Sundarbans along with its flora and fauna is being recreated at MARC by the Zoological Survey of India (ZSI).

The six-month-old project is in its final lap. According to the director of MARC, the mangrove ecosystem museum will feature life-sized models of animals like royal Bengal tigers, crocodiles, and several varieties of crabs and birds that are found in the Sunderbans.

Though flora and fauna of the region would be displayed, the main aim is to portray the life of the people in the villages of the Sundarbans region, particularly the fishermen and their boat life. They spend uncomfortable nights in boats so that they can catch fish to eke out a living.

Among the attractions will also be the coloured skeleton of a gigantic sei whale, an endangered species, one of which was excavated from the shore near Digha a year back. The carcass had been buried there after the dead whale was found on the shore in December 2012. The skeleton has been on display at the MARC campus for some time now.

MARC will also be of immense help to researchers studying any aspect of the Sundarbans. A museum hall with study material will be set up, with equipment pertaining to marine science on display as well.

“The carcass of the gigantic sei whale has been a huge crowd-puller. We are now colouring the skeleton to give it a fresh look,” a ZSI scientist said.

দীঘায় খুব শীঘ্র ম্যানগ্রোভ অরণ্যের প্রতিকৃতি ও মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে

দীঘার মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র খুব শীঘ্রই আরেকটি কারনে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে পর্যটকদের কাছে। সুন্দরবনের পুরো ম্যানগ্রোভ অরণ্য এবার দেখা যাবে দীঘায়।

এটির উদ্বোধন হওয়ার কথা পুজোর আগেই। এখানে তৈরি হবে একটি ম্যানগ্রোভ অরণ্যের মিউজিয়াম, যেখানে আসল আয়তনের বাঘ, কুমির, বিভিন্ন প্রজাতির কাঁকড়া, ও পাখি থাকবে যা সুন্দরবনে পাওয়া যায়।

এখানে মূলত তুলে ধরা হবে সুন্দরবনের মৎস্যজীবীদের ও নৌকায় তাঁদের জীবনযাপন। যারা জীবিকার জন্য রাতের পর রাত জেগে থাকেন নৌকাতে। এর ফলে উপকৃত হবে সুন্দরবন নিয়ে কাজ করা গবেষকরা। মিউজিয়াম হলে থাকবে বইপত্র ও মেরিন বিজ্ঞানের প্রয়োজনীয় নানা যন্ত্রপাতির প্রদর্শনী।

কিছুদিন আগে দীঘার সমুদ্রতটে বিশালাকার নিলতিমি’র দেহ পাওয়া যায়। এটিও আছে মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে, যা পর্যটকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আপাতাত এই দেহে রঙ করা চলছে এই দেহকে সজীব রুপ দেওয়ার লক্ষ্যে।

Source: Millennium Post