Kolkata Police to organise Safe Drive Save Life Half Marathon on Jan 7

To promote the Bengal Government’s Safe Drive Save Life traffic awareness campaign, a pet project of Chief Minister Mamata Banerjee, Kolkata Police is going to organise a half marathon on January 7 in Kolkata. Kolkata Police will also observe Road Safety Week 2018 from January 7 to 13.

The Safe Drive Save Life Half Marathon, as it will be called, will set the ball rolling for the Road Safety Week. There will be three races as part of the programme on January 7 – a 21 kilometre (km) run, a 10 km run and a 5 km run, the lower age limits for which are 18 years, 15 years and 12 years, respectively.

For the winners, there will be medals and cash prizes. The start timings for the 21 km, 10 km and 5 km races are 6 am, 6.30 am and 7 am, respectively. All the participants in all the categories will get race day and finisher T-shirts. Photographs of the runners will be posted on the Facebook page of the Kolkata Police Traffic Department.

 

পথ নিরাপত্তায় এবার হাফ ম্যারাথন হচ্ছে শহরে

কমেছে পথ দুর্ঘটনা, কমেছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। কিন্তু প্রয়োজন আরও সচেতনতার। এই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে প্রচারের উদ্দেশ্যে এবং ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর সাফল্যকে মাথায় রেখে এবার ‘হাফ ম্যারাথন’ এর আয়োজন করছে কলকাতা পুলিস।

এই নতুন বছরের পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে ৭ই জানুয়ারি থেকে। চলবে ১৩ই জানুয়ারি পর্যন্ত। তারই শুরুতে আগামী ৭ জানুয়ারি, রবিবার এই ‘হাফ ম্যারাথন’-এর আয়োজন করা হয়েছে। এই ম্যারাথন ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

বিজেতাদের জন্য থাকবে মেডেল ও আর্থিক পুরস্কার। ২১ কিঃমিঃ ম্যারাথন শুরু হবে সকাল ৬টায়। ১০ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাড়ে ৬টায়। ৫ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাতটায়। প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে রেসের টিশার্ট। তাদের ছবি পোস্ট করা হবে কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে।

২০১৬ সালে পথ দুর্ঘটনায় শহরে মৃত্যুর সংখ্যা ছিল ৪০৭ জন। চলতি বছরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩১২-তে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী ২০১৬ সালের ৮ই জুলাই যে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর ঘোষণা করেছিলেন, তার সাফল্য মিলতে শুরু করেছে।

Source: The Statesman

After the success of baluchari showroom, now exclusive jamdani showroom

Baluchari and jamdani are two of the most beautiful examples of sarees from Bengal. The State Government has been making a lot of efforts to make them more popular. As a result, the lot of the handloom weavers who make these is also improving.

Depending on the quality and types of saree, the earning of weavers has increased from 200 to 250 per day to Rs 350 to 500 per day.

Last April, Tantuja had opened an exclusive showroom for baluchari products on Park Street, Kolkata – not just sarees, but readymade garments, kurtas, belts, ladies’ bags and home décor items too.

The huge success of that has now encouraged Tantuja to open another exclusive outlet – this time for jamdani products, on Lenin Sarani.

It is going to be opened to the public in early 2018. To make the jamdani sarees more affordable, products covering a wide range of prices would be available – from Rs 2,000 to Rs 1 lakh.

Tantuja’s exclusive baluchari showroom has seen unprecedented success. From sales worth Rs 10 to 12 lakh per year, covering all the outlets, this one outlet, during the first six months from April 2017, has sold goods worth Rs 52.17 lakh.

 

তাঁতশিল্পের প্রসারে এবার জামদানির নয়া বিপণন

বাংলার তাঁতশিল্পের বাজারকে আরও ছড়িয়ে দিতে এবার জামদানি শাড়িতে নজর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। নবাবি আমলের মুঘল দরবারি চিত্রকলার সঙ্গে বাংলার নকশি কাঁথায় মন্দির টেরাকোটার বুননে তৈরী বালুচরির চাহিদা বরাবরই ছিল। বালুচরির বিক্রী বাড়াতে আট মাস আগে ‘এক্সক্লুসিভ’ বিপণন কেন্দ্র গড়েছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন ‘তন্তুজ’। একই ধাঁচে বাংলার বস্ত্রশিল্পের ওপর এক অতুলনীয় সৃষ্টি জামদানির বাজারকে চাঙ্গা করে তুলতে শহরের বুকে আরও একটি নতুন এক্সক্লুসিভ বিপণন কেন্দ্র গড়ে তুলছে তারা।

লেনিন সরণীতে এই শোরুমটি তৈরী হচ্ছে। টেন্ডার ডেকে কাজ শুরু হয়ে গেছে। এখানে থাকবে নানা ধরনের জামদানি শাড়ি। দুই আড়াই হাজার থেকে শুরু করে একলাখি জামদানিও পাওয়া যাবে এখানে।

পার্ক স্ট্রীটে তন্তুজের বালুচরি শাড়ির ‘এক্সক্লুসিভ’ বিপণন কেন্দ্রটি চালু হয়েছে গত এপ্রিল মাসে। সংস্থার সূত্র থেকে জানা গেছে, আগে সংস্থার বিভিন্ন শোরুম থেকে বালুচরি বিক্রী করে বার্ষিক আয় হত বড়জোর ১০ থেকে ১২ লক্ষ টাকা। নতুন বিপণন কেন্দ্রটির দৌলতে তা বেড়েছে পাঁচগুণেরও বেশী। এপ্রিল থেকে অক্টোবর মাত্র ছয় মাসে সেখান থেকে বালুচরি বিক্রী হয়েছে ৫২ লক্ষ ১৭ হাজার টাকার।

বালুচরি, স্বর্ণচরি ও জামদানি বাংলার হস্তশিল্পের অন্যতম নিদর্শন। তাই এদের জনপ্রিয়তা বাড়াতেই এরম উদ্যোগ নেওয়া হচ্ছে। বালুচরির এক্সক্লুসিভ শোরুমটি থেকে বিপুল লাভের পরেই এই নতুন বিপণনটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই এই কেন্দ্রটি উদ্বোধন করা হবে।

তন্তুজের এই উদ্যোগে প্রধানত উপকৃত হচ্ছেন বাংলার তাঁতশিল্পীরা। তাদের দৈনিক মজুরীও অনেক বেড়েছে। শাড়ির ধরন অনুযায়ী তাঁতিরা প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ টাকার মতো মজুরি পাচ্ছেন। আগে এই মজুরি ছিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে।

এখন আরও একটি এক্সক্লুসিভ বিপণী খোলার পর বাংলার তাঁতশিল্প যেমন অন্য মাত্রা পাবে, তেমনই তাঁতিদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

 

Banks of Adi Ganga getting renovated on the lines of canal banks along EM Bypass

The banks of the Adi Ganga along Baruipur are being renovated by Kolkata Metropolitan Development Authority (KMDA).

Just like Millennium Park and the waterside areas along the EM Bypass have been renovated, the banks of the Adi Ganga along the extended EM Bypass extending to Baruipur is being renovated.

Both the banks are getting flanked by borders made of environment-friendly material. Tiled pavements are being built along the Adi Ganga for residents to take walks, be it morning walks or evening walks or during any time of the day.

Flowering plants from India and other countries would flank the pavements and the banks of the river. After the project is completed, adequate security arrangements would be set up too.

আদিগঙ্গার সংস্কার-সৌন্দর্যায়ন শুরু

চাঁদ সওদাগরের সপ্তডিঙা মধুকর নামের বাণিজ্য নৌকা যে আদিগঙ্গা দিয়ে সিংহলে যেত, সেই পথের সৌন্দর্যায়ন শুরু করছে রাজ্য সরকার। সেই স্রোতধারা আজ স্তব্ধ, দূষিত, নোংরা জলে মলিন। হারিয়ে যেতে বসা মনসামঙ্গলের সেই প্রাচীন জনপথকে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নয়া আঙ্গিকে ফিরিয়ে দিতে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই নির্দেশ মেনে আদিগঙ্গার দুই তীরকে আকর্ষণের কেন্দ্রভূমি হিসেবে গড়ে তুলছে সেচ দপ্তর। গত ছয় বছরে কেএমডিএ-এর হাট ধরে সম্প্রসারিত বাইপাস আদিগঙ্গার দুপাশ দিয়ে কামালগাজি, বারুইপুর হয়ে লক্ষ্মীকান্তপুর শাখার শাসন স্টেশন ছুয়েছে। পাশে আছে বারুইপুর পুরসভার বিখ্যাত পিকনিক স্পট ‘আরন্যক’। বারুইপুর অংশে প্রায় পাঁচ-ছয় মিটার চওড়া পৌরাণিক এই নদীপথ। বিধানসভার মাননীয় স্পিকার চান, গাছ কাটা বন্ধ করে দূষণ থেকে জনপদকে বাঁচানোর পাশাপাশি ঐতিহাসিক-আদিগঙ্গার সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্যায়ন।

প্রথম দফায় ১০ কোটি টাকায় পদ্মপুকুর থেকে বংশীবটতলা পর্যন্ত কাজ শুরু করেছে সেচ দপ্তর। দ্বিতীয় দফায় শাসন পর্যন্ত হবে। সেচমন্ত্রী জানিয়েছেন প্রথম দফার কাজ এক বছরের মধ্যে শেষ হবে।

স্পিকার বলেন, আদিগঙ্গার দুপাশই পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বাঁধানো হচ্ছে। বাস্তুতন্ত্র মেনে ও জলীয় উদ্ভিদ এবং প্রাণীসম্পদকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা যাতে হাঁটতে পারেন, সেজন্য ফুটপাথে ও রঙ্গীন টাইলসে মোড়া রাস্তা হচ্ছে। থাকবে ব্রিটিশ স্থাপত্যে মোড়া লোহার চেয়ার ও বর্ণময় ফোয়ারা। বসানো হবে দেশ বিদেশের বাহারি ফুল ও ফলের বর্ণময় সারি। রক্ষণাবেক্ষণ ও নজরদারির ব্যবস্থাও করছে পঞ্চায়েত ও পুরসভা।

 

Source: Sangbad Pratidin

Farmers are our assets: Bengal CM at Mati Utsav inauguration

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated Mati Utsav today at Mati Tirtha, which is located in Purba Bardhaman district.

The Chief Minister had initiated the festival marking the growth of the agriculture sector in the state. Initially, it used to take place at Lalbaba Ashram Ground in Panagarh. It was in 2016 that Mati Tirtha, a permanent venue, was set up near Kalna Road.

The preparation for the festival had started in December. Thousands of people visit Mati Tirtha during the event.

There are stalls of the Agriculture Department and its allied departments where farmers would get to know about different modern techniques of farming. There will also be a separate arena where they can discuss the problems they usually face in farming with experts. The step has been taken so that after getting to know about the problems, concerned officials of the departments can revert promptly with remedies.

Besides felicitating the farmers, there are certain new components at the Mati Utsav this year.

It may be mentioned that the Trinamool Congress Government has taken several steps for the benefit of farmers over the past six years to ensure that they incur profit. The average annual income of farmers has doubled, compared to six years ago.

 

Highlights of the Chief Minister’s speech:

We started Mati Utsab in 2012 while United Nations declared 2015 as the ‘International Year of the Soils’. Bengal is the only State which started a festival centered around the soil.

We set up this permanent ‘Mati Tirtha’ to help farmers, provide them inputs on farming, listen to their problems and provide solutions.

103 farmers have been honoured with Krishak Samman today.

Our Kanyashree girls stopped 120 child marriages in different districts. They will be felicitated with Bravery Award. My best wishes to them.

We returned the land forcefully acquired in Singur. The land has become fertile and productive again.

We have paid compensation worth Rs 1200 crore to farmers affected by floods.

We have received Krishi Karman award five years in a row for our achievements in agriculture.

79 lakh Kisan Credit Cards have been disbursed. Banks have been asked to give more loans against these KCCs.

14 March is observed as Kisan Dibas in Bengal. Our farmers are our assets. If they do well, will they produce food for us to eat. You are our pride. It is our responsibility to work for them.

Three new Kishi Universities have been set up. We have set up 186 Kisan Mandis. We are providing farming equipment to farmers.

361 purchase centres have been set up for direct procurement of paddy from farmers.

We have paid premium worth Rs 626 crore for Fasal Bima. 45 lakh farmers have benefitted. Farmers do not pay a penny. 21 lakh hectare farmland has been brought under crop insurance.

We have done away with ‘khajna’ tax on agricultural land.

Bardhaman Purba and Bardhaman Paschim districts have been declared ODF today. My best wishes to the people. 4.4 lakh toilets have been constructed in these districts.

Four new power sub-stations are coming up in Bardhaman Purba district, new power project at Katwa is also under process.

38 Nischay Jaan ambulances (for pregnant women) are being allotted to Bardhaman Purba district. A multi super speciality hospital is coming up at Kalna.

A new Textile Park is coming up at Shaktigarh. A Mishti Hub is also coming up in Bardhaman, which is famous for its sweets.

A new North-South Corridor being set up that will pass through Bardhaman. Rs 3000 crore has been allocated for this project.

We have started a Rs 2768 crore project to bring more land under irrigation in the districts of Paschimanchal.

5 lakh beneficiaries will be handed over houses under ‘Banglar Bari’ scheme on January 29, 2018.

Three lakh people have received assistance for building houses under Geetanjali scheme.

Bengal cannot be threatened by intimidation tactics. We live with our heads held high.

 

 

কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব: মুখ্যমন্ত্রী

আজ পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত মাটি তীর্থে মাটি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষির উন্নয়নের জন্য, এবং কৃষকদের বিভিন্ন সমস্যা এক ছাতার তলায় সমাধান করতেই এই মাটি উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে এই উৎসব পানাগড়ে অনুষ্ঠিত হত। ২০১৬ সালে একটি স্থায়ী জায়গা তৈরী করা হয় কালনা রোডের পাশে – এই স্থানটিকেই বলা হয় মাটি তীর্থে।

এই উৎসবের প্রস্তুতি ডিসেম্বর মাসেই শুরু হয়ে গেছিল। হাজার হাজার মানুষ উৎসবের সময় মাটি তীর্থে আসেন। এই উৎসব প্রাঙ্গনে কৃষি ও কৃষি সংক্রান্ত বিভিন্ন দপ্তরের স্টল থাকবে, যেখানে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতির ব্যাপারে জানতে পারবেন। কৃষিক্ষেত্রে নানা সমস্যার ব্যপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার ব্যবস্থা থাকবে। কৃষকদের সম্বর্ধনাও দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উদ্যোগ নিয়েছেন। কৃষকদের আয় ছয় বছরে দ্বিগুন হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

আমরা ২০১২ সালে মাটি উৎসব চালু করেছি, আর ইউনাইটেড নেশন চালু করে ২০১৫ সালে। বাংলা একমাত্র রাজ্য যারা মাটিকে ভালোবেসে মাটি উৎসবের কথা ঘোষণা করেছিল।

আমরা মাটি তীর্থ তৈরি করেছি। এখানে কৃষকদের মাটি কথা শোনানো হবে, প্রদর্শনী হবে, পরামর্শ দেওয়া হবে এবং মাটির গুনগান ব্যাখ্যা করা হবে।

আজ ১০৩ জন কৃষককে কৃষক সম্মান দেওয়া হল।

আমাদের কন্যাশ্রী মেয়েরা জেলায় জেলায় ১২০ টি বাল্য বিবাহ বন্ধ করেছে। তাদেরকে Bravery Award দিয়ে পুরস্কৃত করা হবে। ওদের জন্য আমরা গর্বিত।

আমরা সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছি। সেখানে এখন সোনার ধান ফলছে। এটা আমাদের গর্ব।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে আমাদের সরকার।

আমরা পরপর ৫ বার কৃষি কর্মন পুরস্কার পেয়েছি। আমাদের সরকার কথা কম বলে, কাজ বেশি করে।

৭৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। কৃষি ঋণ দেওয়ার জন্য আমরা আমাদের কো অপারেটিভ ব্যাঙ্কগুলিকে আমরা বলেছি, যাতে তারা বেশি করে লোণ দেয়।

আমাদের সরকার প্রতি বছর ১৪ মার্চ কৃষক দিবস পালন করে। কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। তারা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব।

৩টি নতুন কৃষি মহাবিদ্যালয় তৈরি করা হয়েছে । আমরা ১৮৬ টি কিষাণ বাজার গড়ে তোলা হয়েছে। চাষের জন্য কৃষকদের বিভিন্ন যন্ত্রপাতি, ঋণ দেওয়া হয়েছে।   

কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান কিনতে পারে সেজন্য কিষাণ বাজারগুলিতে ৩৬১ টি purchase centre তৈরি করা হয়েছে। আমরা এখন কৃষকদের থেকে সরাসরি ধান কিনছি।

২১ লক্ষ হেক্টর চাষের জমি আমরা বাংলা ফসল বিমার আওতায় নিয়ে এসেছি, এর মাধ্যমে প্রায় ৪৫ লক্ষ কৃষক উপকৃত হয়েছে। সরকার কৃষকদের জন্য ৬২৬ কোটি টাকা প্রিমিয়াম দিচ্ছে।

আমরা কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি।

আজ বর্ধমান পূর্ব ও বর্ধমান পশ্চিম জেলা নির্মল জেলা ঘোষিত হয়েছে। সকলকে আমার অভিনন্দন। এই জেলায় ৪.৪০ লক্ষের বেশি শৌচাগার তৈরি করা হয়েছে।

বর্ধমান পূর্ব জেলায় ৪ টি নতুন পাওয়ার সাব স্টেশন তৈরি হচ্ছে, কাটোয়ায় আরও একটি বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে।

বর্ধমান পূর্ব জেলার জন্য ৩৮ টি নিশ্চয় যান দেওয়া হয়েছে। কালনায় মাল্টি সুপার হাসপাতাল চালু হয়েছে।

শক্তিগড়ে একটি নতুন টেক্সটাইল পার্ক তৈরি হয়েছে। বর্ধমানে মিষ্টি হাব তৈরি হচ্ছে।

নর্থ সাউথ করিডোর তৈরির কাজ শুরু হয়েছে। ৩ হাজার কোটি টাকা ব্যয়ে আর একটি রাস্তা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলির সেচের কাজের জন্য ২৭৬৮ কোটি টাকার একটি প্রকল্পের কাজ নেওয়া হয়েছে।

আগামী ২৯ জানুয়ারি ৫ লক্ষ মানুষকে গ্রামীণ আবাস যোজনার আওতায় বাংলার বাড়ি দেওয়া হবে।

৩ লক্ষ মানুষকে গীতাঞ্জলি প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বাংলা কখনো মাথা নত করে না, কারো কাছে আত্মসমর্পণ করে না।

 

Chhau mask fair at Ayodhya Hills delights tourists

The Micro, Small and Medium Enterprises (MSME) Department of the Bengal Government and UNESCO recently joint organised a festival of chhau masks at Charida village of Baghmundi block, located on the Ayodhya Hills. The Tourism Department was also part of the effort.

With the effort of the State Government, the Ayodhya Hills is gradually turning into a tourist hotspot. Both for casual tourists and trekkers, the region is proving to be a big attraction.

Chhau is a traditional masked dance of Purulia district, and one of the big attractions of the art form is the big colourful masks that the dancers wear. This is also a collector’s item, and hence the fair.

A lot of tourists flocked the three-day fair at the hill-top village of Charida, which is famous for the masks, making it a huge success. It was an opportunity for income for the locals and for the tourists, a taste if the diverse culture of Bengal.

Through the interactions at the stalls and at the mask-making workshops, the bond between the local Adivasis, who perform the chhau, and people from other regions of the state was also strengthened.

The dance form has been recognised by UNESCO through its Cultural Hubs project, jointly undertaken with the State Government following encouragement from none other than Chief Minister Mamata Banerjee.

As a result of these efforts, a lot of researchers are studying the chhau dance and the related cultural traditions. Films and documentaries are being made on the dance and the dancers. Some are also getting opportunities for performing in front of foreign audiences.

 

অয্যোধ্যার চুড়ায় ছৌ মুখোশ মেলা, পর্যটকরা করল উপভোগ

রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং ইউনেস্কোর সহযোগিতায় পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদা গ্রামে শুরু হওয়া ছৌ মুখোশ উৎসব শেষ হল। এই নিয়ে এই মেলার চতুর্থ বর্ষ হল। গোটা গ্রাম জুড়ে এই মেলায় ছৌ মুখোশ এর শিল্পীরা অংশ নিয়েছিলেন।

চড়িদা গ্রামের সমস্ত শিল্পীরা এই উৎসবে স্টল দিয়েছিলেন। শিল্পীদের সাথে সাধারন মানুষের সরাসরি আলাপ-সহ মুখোশ কেনাবেচার আয়োজন, মুখোশ বিষয়ক কর্মশালা, শিল্পীরা কীভাবে মুখোশ তৈরী করেন, সে বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন করা হয়।

অয্যোধ্যার চুড়ার এই গ্রাম রঙ-বেরঙের মুখোশে ছেয়ে গেছিল, যা বাড়িয়েছিল পাহাড়ের আকর্ষণ। আর দোকানের পসরা দেখে সমস্ত পর্যটকরা অভিভুত। তিন দিনের এই মেলায় নানা অনুষ্ঠানের পাশাপাশি ছৌ শিল্পীরা বেশ কিছু টাকার ছৌ মুখোশ বিক্রি করলেন। রাজ্যের লোকশিল্পকে নিয়ে অনেকেই এখন গবেষণা শুরু করেছেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের করা তথ্যচিত্রেও উঠে আসছে লোকশিল্প প্রসারের প্রসঙ্গ। ছৌ নাচ দেখতে ও ছৌ শিল্পীদের সঙ্গে সময় কাটাতে প্রতি বছর দলে দলে পর্যটক পুরুলিয়া পাড়ি দেয়। অনেকে এই ছৌ নাচের মরশুমকে মাছের চোখ করে পর্যটন নির্ঘণ্ট তৈরী করেন। তাই এই মেলা একটি জনপ্রিয় উদ্যোগ বলেই মনে করছেন পর্যটন দপ্তর।

Source: Aajkaal

Bengal Govt experimenting with fuel-saving rice varieties

The Bengal Government is giving a lot of stress on the cultivation of rice varieties that are quicker to cook, even some which can be cooked in cold water.

An example of the latter is ‘komal’, a variety of paddy that is being experimentally cultivated at Fulia in Nadia district and at Mohanpur in Paschim Medinipur district. Preparations are one to cultivate this variety in Siuri and Rampurhat blocks in Birbhum district too.

The huge advantage with komal is that soaking the grains for just half-an-hour in water at normal temperature will give you rice ready to eat. It saves completely on fuel.

This variety is derived from Assam. There are four types of komal rice, of which the ‘aghani nora’ and ‘maguri’ have been found suitable for Bengal. according to a senior Agriculture Department official in Fulia, the paddy has to be cultivated during the rainy season, and the paddy is boiled and then the rice extracted.

 

ঠাণ্ডা জলে চাল দিলেই হবে ভাত, এরাজ্যে বাড়ছে কোমল ধান চাষ

আর ভাত রান্নার জন্য গ্যাস বা কয়লার আঁচ বা কেরোসিনের প্রয়োজন নেই। এবার থেকে ঠাণ্ডা জলে আধ ঘণ্টা চাল ভিজিয়ে রাখলেই হবে ভাত। কোমল নামে এক প্রকার ধান থেকে এইরকমই চাল তৈরী হয়। এই রাজ্যেও এই ধানের চাষ বাড়ছে। পরীক্ষামূলক ভাবে, নদীয়ার ফুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে এই ধান চাষ হয়েছে। বীরভূমের সিউড়ি ও রামপুরহাট ব্লকেও এই চাষের প্রস্তুতি শুরু হয়েছে।

কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ধান মূলত অসমের কিছু অংশে চাষ হয়। এই ধান আবার তিন চার প্রজাতির হয়। তাঁর মধ্যে এ রাজ্যে অঘনী বোড়া এবং মাগুরি নামে দুটি প্রজাতির চাষ হচ্ছে। ফুলিয়ার কৃষি আধিকারিক বলেন, বর্ষাকালে এই ধান চাষ করতে হয়, ধান সিদ্ধ করে চাল তৈরী করতে হয়। এই চালের ভাত টক দই, গুড় মাখিয়ে খেলেই বেশী স্বাদ পাওয়া যাবে।

Source: Bartaman

Bengal has one of the most affordable health services, says a recent Central Govt report

A recent Central Government report has praised the health service of Bengal, saying that is one of the cheapest in the country, and hence highly affordable for the rural population.

The report by the Central Bureau of Health Statistics says that compared to Gujarat, Goa, Rajasthan, Andhra Pradesh, Himachal Pradesh, Bihar, Assam, Madhya Pradesh and Manipur, Bengal offers health services to the rural populace which are much more poor-friendly in terms of cost.

According to the report, whereas the average national cost of hospitalisation, including tests and medicines, in government-run facilities for one person is Rs 17,000 in rural areas, the cost in Bengal is only Rs 10,000 on an average.

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress is rapidly changing the standard of public health service in the state. Treatment at government hospitals is free, including many of the major operations. Courtesy fair price medicine shops and fair price diagnostic services, the people get services at costs which are affordable to all.

 

গ্রামাঞ্চলের চিকিৎসা অনেক সস্তা পশ্চিমবঙ্গেই

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলের মানুষকে হাসপাতালে চিকিৎসা করাতে যত খরচ করতে হয়, গুজরাত, গোয়া, রাজস্থান, মণিপুরের গ্রামে সেই খরচটা তুলনায় অনেক বেশি। এমনকী গোটা দেশের মধ্যে গুজরাতের গ্রামবাসীদেরই চিকিৎসার জন্য সবচেয়ে বেশি খরচ করতে হচ্ছে বলে জানিয়েছে ওই রিপোর্ট।

‘সেন্ট্রাল ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্স’-এর ওই রিপোর্টে দেখা যাচ্ছে, গুজরাত ছাড়াও অন্ধ্রপ্রদেশ, হিমাচলপ্রদেশ, রাজস্থান, বিহার, অসম, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যের চেয়েই পশ্চিমবঙ্গে হাসপাতালে ভর্তির খরচ কম। অর্থনীতিবিদেরা বলেন, রাতারাতি কোনও মানুষকে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত স্তরে নামিয়ে আনার অন্যতম কারণ হতে পারে চিকিৎসার খরচ। কোনও সরকার এই খরচে রাশ টানতে পারলে তা বড় সাফল্য হিসেবে দেখা হয়। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমাদের মতো সরকারি ক্ষেত্রে সমস্ত চিকিৎসা ‘ফ্রি’ আর কোথাও নেই।’’

রিপোর্ট বলছে, সারা দেশের নিরিখে এক জন রোগীর হাসপাতালে ভর্তির গড় খরচ গ্রামাঞ্চলে গড়ে ১৭ হাজার টাকা এবং শহরাঞ্চলে মোটামুটি ২৬ হাজার টাকা। সরাসরি চিকিৎসার খরচ এবং তার আনুষঙ্গিক খরচ— দু’টিই এর অন্তর্ভুক্ত। গুজরাতে এই খরচ রোগী পিছু ৩২ হাজার টাকারও বেশি। সেখানে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে কাউকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হলে সাড়ে ১০ হাজার টাকার মতো গড়ে খরচ হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের একটি কেন্দ্রীয় রিপোর্ট জানিয়েছিল, গ্রামীণ গুজরাতে প্রয়োজনের তুলনায় সার্জনের ঘাটতি ৯০ শতাংশ, স্ত্রীরোগ ও শিশুরোগ বিশেষজ্ঞের ঘাটতি ৯৫ শতাংশ।

Source: Anandabazar Patrika

WBLSDC selling exotic meat too at its Kaviar chain of takeaway shops

The West Bengal Livestock Development Corporation (WBLSDC) will expand its chain of takeaway meat shops – Kaviar – across Kolkata and across seven districts (Purba Bardhaman, Purba Medinipur, Paschim Medinipur, Alipurduar, Jalpaiguri, Birbhum and Howrah). They sell both frozen raw meat and dressed and processed meat items.

Apart from chicken and mutton, unconventional meat like rabbit, dressed peking duck and dressed turkey will be available, he further said. The shops will also sell ready-to-eat meat dishes.

Exotic dishes like gandhoraj rabbit, duck mussallam and duck roast are already offered at the Kaviar outlets in operation.

The planned prices of the raw meats per kilogram are as follows:

  • Quail (five pieces) – Rs 220
  • Duck – Rs 350
  • Lamb – Rs 480
  • Turkey – Rs 510
  • Rabbit – Rs 550
  • Goat – Rs 550

 

Looking at the popularity of cooked meat dishes at the recently-held Ahare Bangla food festival in Kolkata, the WBLSDC authorities have planned to cash in on that.

 

বিভিন্ন ধরনের মাংসের পসরা নিয়ে এল রাজ্য সরকার

এবার পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ নিগমের বিভিন্ন দোকান থেকে পাওয়া যাবে মাংসের সম্ভার। মুর্গী ও পাঁঠার মাংস ছাড়াও এখানে থাকবে আরও অন্য ধরনের মাংস। কাঁচা মাংস ছাড়াও পাওয়া যাবে রান্নাকরা পদও।

কিলো প্রতি মাংসের দাম:

কোয়েল (৫ পিস) – ২২০ টাকা

হাঁস – ৩৫০ টাকা

ভেড়া – ৪৮০ টাকা

টার্কি – ৫১০ টাকা

খরগোশ – ৫৫০ টাকা

ছাগল – ৫৫০ টাকা

এছাড়াও, পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ নিগমের স্টলের সংখ্যা বাড়ানো হবে কলকাতা ও আরও সাতটি শহরে। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম এবং হাওড়ায় জেলাসাশকের দপ্তরের চত্বরেই এই ক্যাভিয়ার দোকান খোলা হচ্ছে।

Source: The Times of India

 

Winter Session Week 2: Trinamool speaks for people in Parliament

In the second week of the Winter Session of Parliament, Trinamool gave voice to issues concerning the common people. From protests against lynchings to interest rate cuts, from rising pollution to data privacy, several issues were raised by the MPs.

On December 27, Trinamool Members of Parliament (MP) protested inside the Parliament premises against the silence of the Centre on the killing of innocents.

 

LOK SABHA

Saugata Roy spoke regarding the insult to Kulbhushan Jadhav’s family in Pakistan

 

Question Hour

Srimati Dev Verma (Moonmoon Sen) asked questions on economic growth

Saugata Roy asked a question on economic growth

 

Zero Hour

Sudip Bandyopadhyay spoke on decrease in the interest rates of small savings schemes

Idris Ali spoke on the need for the Indian Railways to be made supportive towards the poor

Pratima Mondal spoke on discrepancies in the recruitment of Railway staff during Zero Hour

Arpita Ghosh spoke on the issue of closure of GI Press units

Partha Pratim Roy spoke on the misplaced priorities of the Railway Ministry

Ratna De Nag spoke on the need to complete the work of Islampara halt station

 

RAJYA SABHA

Derek O’Brien made a statement on the Minister’s reply on the family members of Kulbhushan Jadhav meeting him in Pakistan

 

Question Hour

Shanta Chhetri asked a Supplementary Question on unmanned level crossings

Derek O’Brien asked a Supplementary Question on Aadhaar, data protection and national security in the age of internet

Jogen Chowdhury asked a Supplementary Question on the improvement of compartments in Santiniketan Express

 

Bills

Sukhendu Sekhar Roy spoke on The Indian Forests (Amendment) Bill, 2017

Ahamed Hassan spoke on The Indian Institute of Petroleum and Energy Bill, 2017

Nadimul Haque spoke on The National Capital Territory (Special Provisions) Second (Amendment) Bill, 2017

Sukhendu Sekhar Roy spoke on The Repealing and Amending Bill, 2017

 

Point of Order

Sukhendu Sekhar Roy spoke on the insult to the Constitution by a Union Minister and attack on migrant labourers in many States

Short Duration Discussion

Derek O’Brien spoke on the rising levels of air pollution in Delhi

 

Special Mention

Derek O’Brien spoke on the infant mortality rate (IMR) in Bengal

Dola Sen spoke on the livelihood of workers of the Government of India Press in Santragachi, Howrah

 

All in all, it was a week during which Trinamool spoke up issues which touch ordinary people closely.