Kolkata records 8% dip in fatal accidents: Report

Kolkata has managed to significantly bring down the number of accidents -both fatal and non-fatal -in 2016 in comparison with the previous year.

The launch of the Safe Drive Save Life campaign, coupled with strict enforcement of speed rules in the city seem to have made the difference, claim top Lalbazar officers.

According to the latest road accident report – based on leading cities of India – prepared by the Union ministry of road transport and highways, 2016 witnessed 388 fatal accidents on Kolkata’s streets. There were 421 fatal accidents in 2015 and 431 in 2014.

Not only did the number of fatal accidents fall by 7.8% but also the total figure of non-fatal accidents dropped by a substantial 18%.

A comparison with other cities will put things into perspective. In 2016, Delhi saw 1,591 people dying on roads and Chennai witnessed 1,183 deaths.

Similarly, there were a total of 4104 accidents in the city in 2016 compared to 4981 in 2015. The severity of accidents (number of persons killed per 100 accidents) is at an all-time low of 9.9, much lesser than Mumbai (16.6) or Delhi (21.6).The national average is 19.8.

Between July 8 and December 31, 2016 – after the safety drive was launched – number of deaths of helmetless drivers came down to 32 (from 61 during the corresponding period in 2015).

 

কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে ৮ শতাংশঃ রিপোর্ট

২০১৫র তুলনায় ২০১৬ সালে কলকাতায় পথ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমেছে আট শতাংশ। মুখ্যমন্ত্রীর চালু করা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা অভিযানের পাশাপাশি গাড়ির গতিবিধির ওপর কঠোর নজরদারির ফলে এটি সম্ভব হয়েছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের পেশ করা রিপোর্টে দেখা গেছে ২০১৬ সালে কলকাতার রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ৩৮৮টি। ২০১৪তে যে সংখ্যা ছিল ৪৩১ ও ২০১৫ সালে ৪২১টি। পাশাপাশি, ২০১৬ সালে কলকাতায় পথ দুর্ঘটনার সংখ্যা ৪১০৪, যা ২০১৫ সালে ছিল ৪৯৮১।

শুধু যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৮ শতাংশ কমেছে, তাই নয়। পথ দুর্ঘটনার সংখ্যাও কমেছে ১৮ শতাংশ।

অন্যান্য শহরের তুলনায় কলকাতায় দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কম। ২০১৬ সালে দিল্লীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ১৫৯১টি, চেন্নাইতে ঘটেছে ১১৮৩টি।

দুর্ঘটনার প্রকটতা (প্রতি ১০০টি দুর্ঘটনায় মৃতের সংখ্যা) সব থেকে কম কলকাতাতেই, ৯.৯%। যা মুম্বই (১৬.৬%), দিল্লী (২১.৬%) বা জাতীয় গড় (১৯.৮%) এর তুলনায় অনেক কম।

সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা অভিযানের পর ৮ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বর ২০১৬ এর মধ্যে হেলমেটবিহীন বাইক আরোহীর মৃত্যু কমে দাঁড়িয়েছে ৩২এ (যা ২০১৫ সালে ছিল ৬১টি)।

 

Bengal Govt providing 6 acres for jewellery hub

A jewellery hub is coming up in Bonhooghly near Kolkata on a 6-acre plot. It is going to be developed by the State Government in collaboration with the Gems and Jewellery Export Promotion Council (GJEPC). This was announced on August 29 by the Bengal Commerce & Industry and Finance Minister, Dr Amit Mitra.

Most of the jewellers who have workshops in the traditional jewellery hub of Bowbazar in Kolkata would be allotted plots there. This is a major effort by the State Government to bring down the level of pollution in Kolkata.

Plans are also on to build two common facility centres (CFC) in the state, which would house costly, state-of-the-art instruments for crafting jewellery. Smaller jewellers who would not be able to afford the cost to make use of the instruments can make parts of their jewellery there.

In this connection, it must be mentioned that the State Government, in collaboration with the GJEPC, has initiated the process of getting a geographical indication (GI) registration, conventionally known as a GI tag, for Kolkata-made jewellery, under the brand name of ‘Kolkatti’.

The reasons for going for the GI registration of such jewellery are that these fine, hand-crafted jewellery are in big demand in the Middle East, US and UK, and, precisely because of this big demand, many people are selling jewellery, improperly branding them as Kolkata jewellery.

গয়নার হাব গড়তে ৬ একর জমি দিচ্ছে রাজ্য

 

কলকাতার বনহুগলিতে তৈরি হচ্ছে গয়না হাব। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করবে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি)।

মঙ্গলবার জিজেইপিসি আয়োজিত সভায় রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, এই প্রকল্পের জন্য রাজ্য ৬ একর জমি দেবে।

বিশেষত বৌবাজারের কারিগররা গয়না তৈরির জায়গা পাবেন হাবে। কলকাতাকে দূষণমুক্ত করার অন্যতম প্রয়াস এটি।

রাজ্যে নতুন দুটি কমন ফেসিলিটি সেন্টার গড়ার পকিকল্পনাও আছে। ওই কেন্দ্রে গয়না তৈরির দামী যন্ত্রপাতি রাখা হবে। যে-সব কারিগরের সেগুলি কেনার ক্ষমতা নেই, তাঁরা সেখানে গিয়ে গয়নার অংশ তৈরি করাতে পারেন।

কলকাতার নিজস্ব গয়না ‘কলকাত্তি’র পেটেন্ট নিতে রাজ্য উদ্যোগী হয়েছে বলে জানান অমিতবাবু। ভৌগোলিক ভাবে যে-সব পণ্য তৈরি কোনও রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য, সেগুলির জন্য ডব্লিউটিও-র কাছ থেকে তা নিতে হয়।

Source: Anandabazar Patrika

We want a permanent solution to the ongoing impasse in Hills: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an All-Party meeting regarding the ongoing impasse in the Hills. Terming the meeting as positive, she said the next meeting will be held on October 16. She added that the issue of tripartite meeting will be discussed in that meeting.

The CM said she wanted a permanent solution to the ongoing impasse. “We will immediately restore the public distribution system. We want the bandh to be withdrawn fully and normalcy to be restored as soon as possible. The process of dialogue will continue,” she said.

The CM announced that the Government has decided to call the owners of tea gardens immediately for a meeting to discuss pending wages, bonus for puja etc. for the workers. A GoM (Group of Ministers) will be formed for this purpose.

Mamata Banerjee further said, “Every citizen has a democratic right and prerogative to protest. We want peace and normalcy to be restored. Binay Tamang (representing GJM) had raised the demand for compensation for those who were killed (during agitation). We have agreed to that. They also demanded a high-level investigation for the police firing (during agitation). We have accepted that also.”

She maintained that the Hills are a part of Bengal and the State Government wants the well-being of the people of the Hills.

 

আমরা চাই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান হোকঃ মুখ্যমন্ত্রী

আজ উত্তরকন্যায় পাহাড়ের সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকের বৈঠক ভালো হয়েছে। পরবর্তী বৈঠক হবে ১৬ অক্টোবর। তাঁর মতে এখনই ত্রিপাক্ষিক বৈঠক সম্ভব নয়। আগামী ১৬ অক্টোবরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। চা বাগানের কর্মীরা যাতে বেতন ও পুজোর বোনাস পান তাঁর জন্য একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করা হবে। শীঘ্রই এই মন্ত্রীগোষ্ঠী চা বাগানের মালিকদের সাথে বৈঠক করবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা চাই শান্তি ফিরুক। অশান্তির সময় যারা নিহত বা আহত হন তাদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন বিনয় তামাং। আমরা রাজি হয়েছি। বনধ চলাকালীন পুলিশের গুলি চালানোর জন্য উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন ওনারা। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত করব”।

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “আমরা চাই বনধ তুলে নেওয়া হোক, পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। যত তাড়াতাড়ি সম্ভব শিল্প, পর্যটন, পরিবহন সব কিছু স্বাভাবিক হোক। আলোচনা প্রক্রিয়া চলবে। পাহাড় বাংলার অংশ। আমরা চাই পাহাড়ের ভাই বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক”।

New attraction at Marine Aquarium & Research Centre in Digha

The Marine Aquarium and Research Centre (MARC) in Digha will have an added attraction in the form of a walkthrough diorama for the visitors. The entire mangrove ecosystem of the Sundarbans along with its flora and fauna is being recreated at MARC by the Zoological Survey of India (ZSI).

The six-month-old project is in its final lap. According to the director of MARC, the mangrove ecosystem museum will feature life-sized models of animals like royal Bengal tigers, crocodiles, and several varieties of crabs and birds that are found in the Sunderbans.

Though flora and fauna of the region would be displayed, the main aim is to portray the life of the people in the villages of the Sundarbans region, particularly the fishermen and their boat life. They spend uncomfortable nights in boats so that they can catch fish to eke out a living.

Among the attractions will also be the coloured skeleton of a gigantic sei whale, an endangered species, one of which was excavated from the shore near Digha a year back. The carcass had been buried there after the dead whale was found on the shore in December 2012. The skeleton has been on display at the MARC campus for some time now.

MARC will also be of immense help to researchers studying any aspect of the Sundarbans. A museum hall with study material will be set up, with equipment pertaining to marine science on display as well.

“The carcass of the gigantic sei whale has been a huge crowd-puller. We are now colouring the skeleton to give it a fresh look,” a ZSI scientist said.

দীঘায় খুব শীঘ্র ম্যানগ্রোভ অরণ্যের প্রতিকৃতি ও মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে

দীঘার মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র খুব শীঘ্রই আরেকটি কারনে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে পর্যটকদের কাছে। সুন্দরবনের পুরো ম্যানগ্রোভ অরণ্য এবার দেখা যাবে দীঘায়।

এটির উদ্বোধন হওয়ার কথা পুজোর আগেই। এখানে তৈরি হবে একটি ম্যানগ্রোভ অরণ্যের মিউজিয়াম, যেখানে আসল আয়তনের বাঘ, কুমির, বিভিন্ন প্রজাতির কাঁকড়া, ও পাখি থাকবে যা সুন্দরবনে পাওয়া যায়।

এখানে মূলত তুলে ধরা হবে সুন্দরবনের মৎস্যজীবীদের ও নৌকায় তাঁদের জীবনযাপন। যারা জীবিকার জন্য রাতের পর রাত জেগে থাকেন নৌকাতে। এর ফলে উপকৃত হবে সুন্দরবন নিয়ে কাজ করা গবেষকরা। মিউজিয়াম হলে থাকবে বইপত্র ও মেরিন বিজ্ঞানের প্রয়োজনীয় নানা যন্ত্রপাতির প্রদর্শনী।

কিছুদিন আগে দীঘার সমুদ্রতটে বিশালাকার নিলতিমি’র দেহ পাওয়া যায়। এটিও আছে মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে, যা পর্যটকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আপাতাত এই দেহে রঙ করা চলছে এই দেহকে সজীব রুপ দেওয়ার লক্ষ্যে।

Source: Millennium Post

Bengal Power Dept to focus on developing alternate energy

The Bengal Power Department will focus on the development of alternative energy resources on a large scale so that natural energy sources can be used in the generation of power.

The department has already developed a comprehensive strategy on how to develop solar and other non-conventional energy in the state. Some solar parks have come up in the state while many more will also be set up.

The above comments were made by the State Power Minister while speaking at the 10th edition of the annual Environment and Energy Conclave, organised in Kolkata by the Bengal Chamber of Commerce and Industry (BCCI) on August 23-24. The conclave is an international forum for climate change mitigation and business opportunity.

The Power Department has set a target of setting up solar panels on rooftops of 1,500 government offices, school s and colleges under the State Government’s Aloshree Scheme. Under the scheme, panels have already been set up in more than 500 office buildings and schools.

Installation of solar lights in villages situated on the banks of rivers across the state has already been planned, since in such villages electric poles are often damaged due to erosion.

 

 

বিকল্প শক্তি উদ্ভাবনে উদ্যোগী রাজ্য সরকার

 

 

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আগামী কয়েক বছর তার দপ্তরের মূল লক্ষ্য হবে বৃহতাকারে বিকল্প শক্তির উৎস উন্নয়নে। এর ফলে প্রাকৃতিক শক্তির উৎসগুলি বিদ্যুৎ উৎপাদনে লাগানো যায়। রাজ্য বিদ্যুৎ দপ্তর ইতিমধ্যেই একটি সার্বিক কৌশল নিয়েছে যাতে সারা রাজ্য ব্যাপী সৌর ও অন্যান্য অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানো যায়। মন্ত্রী বলেন, ইতিমধ্যেই অনেকগুলি পার্ক উদ্বোধন করা হয়েছে যেগুলি সৌরবিদ্যুৎচালিত, এরম আরও পার্ক ভবিষ্যতে উদ্বোধন করা হবে।

অনেক জায়গায় সৌরবিদ্যুতের প্ল্যান্ট তৈরি করা হবে। ক্যানাল ব্যাঙ্ক সোলার প্রজেক্ট হচ্ছে যার প্রতিটির ক্ষমতা ১০ মেগাওয়াট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, আলোশ্রী প্রকল্পে রাজ্য বিদ্যুৎ দপ্তর ১৫০০টি সরকারি দপ্তর, স্কুল, কলেজের ছাদে সোলার প্যানেল তৈরি করার লক্ষ্য নিয়েছে। ইতিমধ্যেই ৫০০টি দপ্তর ও স্কুলের ছাদে এই প্যানেল বসানোর কাজ হয়ে গেছে।
Source: Millennium Post

Nine projects from Bengal win SKOCH awards

Chief Minister Mamata Banerjee announced through a Facebook message on September 9 that nine “innovative and people-friendly projects” of the Bengal Government have been awarded the SKOCH Order of Merit.

Among the nine projects, six have won the top awards in their categories.

SKOCH Platinum Awards have been won by three projects:

  • Project on Ease of Doing Business
  • Project on Inspection Reforms
  • Project on Quality Early Childhood Care and Education for the scheme, Sishu Aloy

Another three projects won SKOCH Gold Awards:

  • Project on Skill Development and Enhancing Employability of Youth for the scheme, Yubashree
  • Project on Social Security for Workers for the scheme, Samajik Suraksha Yojana
  • e-District project on online services to citizens

The full text of the Facebook post is given below:

I am happy to share with you what good governance in Bengal is achieving.

9 innovative and people-friendly projects from Bengal have got the SKOCH Order of Merit out which 6 have got the top awards.

SKOCH Platinum Awards have been won by our projects on Ease of Doing Business, Inspection Reforms and “Sishu Aloy” on quality early childhood care and education.

SKOCH Gold Awards have been won by “Yubashree” project on skill development and enhancing employability of youth, “Samajik Suraksha Yojana” project on social security for workers and e-District project on online services to citizens.

My best wishes to all.

Click here to read the post on Mamata Banerjee’s Facebook page

 

মমতার কাজে ভারত শ্রেষ্ঠ বাংলা

মা মাটি মানুষ সরকারের ফের একবার জয়জয়কার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে জানালেন, তৃণমূল সরকারের নয়টি প্রকল্প স্কচ গ্রুপের মেরিট লিস্টে নির্বাচিত হয়েছে। সমাজকল্যাণ মূলক প্রকল্পে পুরস্কার প্রদান করে স্কচ গোষ্ঠী। মমতার ৯টির মধ্যে ৬টি সমাজকল্যাণ মূলক প্রকল্পই শীর্ষ পুরস্কার পেয়েছে। তাঁর প্রকল্পগুলি যে সত্যি সাধারণ মানুষের কল্যাণে লেগেছে তার প্রমাণ স্বরূপ এই পুরস্কারগুলি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত মমতা।

তাঁর ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় 1লেখেন, তাঁর প্রকল্প ‘শিশু আলয়’ সদ্য জাতদের যত্ন এবং শিশু সুরক্ষার জন্য পুরস্কার পেয়েছে। এছাড়া ‘যুবশ্রী’ দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির পিছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সেটিকেও পুরস্কৃত করেছে স্কচ। এছাড়াও মুখ্যমন্ত্রীর আরেক প্রকল্প ‘সামাজিক সুরক্ষা যোজনা’, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের অনলাইন পরিষেবা পেতে বিশেষ সাহায্য করে।৯টির মধ্যে ৬টি সমাজকল্যাণ মূলক প্রকল্পই শীর্ষ পুরস্কার পেয়েছে। তাঁর প্রকল্পগুলি যে সত্যি সাধারণ মানুষের কল্যাণে লেগেছে তার প্রমাণ স্বরূপ এই পুরস্কারগুলি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত মুখ্যমন্ত্রী।

তাঁর ফেসবুকে মুখ্যমন্ত্রী লেখেন, তাঁর প্রকল্প ‘শিশু আলয়’ সদ্য জাতদের যত্ন এবং শিশু সুরক্ষার জন্য পুরস্কার পেয়েছে। এছাড়া ‘যুবশ্রী’ দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির পিছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সেটিকেও পুরস্কৃত করেছে স্কচ । এছাড়াও মুখ্যমন্ত্রীর আরেক প্রকল্প ‘সামাজিক সুরক্ষা যোজনা’, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের অনলাইন পরিষেবা পেতে বিশেষ সাহায্য করেছে।

Bengal coming up with ‘best and attractive’ IT incentive policy

The Mamata Banerjee led Bengal government will soon come up with its new IT incentive policy which will be “one of the best and attractive” in the country.

“The new policy will be unveiled soon by Chief Minister Mamata Banerjee,” minister of Information Technology & Electronics, Bratya Basu said addressing ICT East 2017 organised by CII on Thursday.

The IT department is also inviting suggestions and inputs from industry associations like CII as to what industry wants from us in terms of incentives. The government is creating an ecosystem to give a boost to start-ups in the state. Webel Informatics Ltd (WIL) has been directed to make start-up orientation courses compulsory. WIL conducts certificate courses in advanced computer through its centres in various districts.

The state government is also trying to create clusters by integrating IT under a single roof by providing state-of-the-art infrastructure. The government is coming up with an Analytics City on a 50-acre land in Kalyani, an IoT cluster at Naihati and ICT Healthcare cluster at Falta in South 24 Parganas.

 

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের জন্য আকর্ষণীয় ইনসেন্টিভ নীতি আনছে রাজ্য সরকার

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের জন্য আকর্ষণীয় ইনসেন্টিভ নীতি আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বলেন খুব শীঘ্রই এই নীতি চালু করবেন মুখ্যমন্ত্রী। এই নতুন নীতি তৈরী করতে শিল্প সংগঠনগুলি থেকে পরামর্শ চাওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাজ্য সরকার স্টার্ট-আপে জোর দিতে একটি স্টার্ট-আপ নীতি চালু করেছে। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরী হয়েছে। জেলায় জেলায় নিজেদের কম্পিউটার প্রশিক্ষণ দেয় ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড।

অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন ক্লাস্টার তৈরি করে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। রাজ্য সরকার কল্যাণীতে ৫০একর জমিতে অ্যানালিটিক্স সিটি, নৈহাটিতে IoT ক্লাস্টার ও দক্ষিণ ২৪ পরগণার ফলতায় ICT হেলথ কেয়ার ক্লাস্টার তৈরি ক

 

Soon, skill development centres for employees: Bengal CM

The Mamata Banerjee-government has decided to set up a dedicated computer and language skill training centre for state government employees.

The Chief Minister announced it on Thursday: “A dedicated training centre will be developed to provide computer and language skills training to our employees. Rs 10 crore has been sanctioned for the project.”

The training centre will come up just beside the Administrative Training Institute (ATI) at Salt Lake. “It is not that we are planning for it. It has already been decided and it will be done without wasting any time. We don’t keep things in a planning stage for a long time. Instead, we prefer executing a plan on time,” she said.

“I want to see that day when the entire world will say that the Bengal government employees can make it possible and for it the employees’ skills have to be developed. It is not our fault that we have not been sent to English medium schools by our parents. Three generations had not got the opportunity to learn English properly for the Left Front government,” she said adding that there is nothing to be shameful if one cannot speak in English. But one has to learn it for the sake of work.

Mamata Banerjee said: “We will get trained and will improve our skills. There is nothing to be shy of it. If anyone asks me to go for a training programme, I will be enthusiastic enough to go for it as I will get to learn something.” “We are sending our officers to Singapore and Cambridge for training to prepare them for the future. It had never happened earlier,” she said adding that not only WBCS, officers of nine other services will also go abroad for training,” she said adding that this year 25 selected officers from nine different services are going for training to world class institutions.

Stating that she always wants an employee to get promoted to officer rank, she said: “One has to be disciplined and work with diligence.” She said that she always follows discipline and prefers to reach a venue before the scheduled time.

 

সরকারি কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবেঃ বাংলার মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার কম্পিউটার ও ইংরাজি ভাষা প্রশিক্ষণ দেবে সরকারি কর্মচারীদের, বৃহস্পতিবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিধান নগরে প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি খোলা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই সাড়া বিশ্বের মানুষ বলুক, এই রাজ্যের সরকারি কর্মচারীরা করে দেখাতে পারে ও তার জন্য এই প্রশিক্ষণ আবশ্যক। আমরা ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশুনো করিনি, এতে আমাদের দোষ নেই। বামফ্রন্ট সরকারের জন্য তিন প্রজন্ম ইংরাজি ভাষা শেখার সুযোগ পায় নি। কেউ যদি ইংরাজি ভাষায় কথা না বলতে পারে, তাতে দোষের কিছু নেই। কিন্তু, কাজের খাতিরে সেটা শিখতে হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রশিক্ষণ পাব পেলে দক্ষতা বাড়বে। এতে লজ্জার কিছু নেই। আমায় যদি কেউ কিছু প্রশিক্ষণ নিতে বলে, আমি স্বাগ্রহে যাব কারণ আমি কিছু শিখতে পারব।”

তিনি বলেন, “আমরা আমাদের কর্মীদের সিঙ্গাপুর ও কেমব্রিজ পাঠাচ্ছি যাতে তাঁরা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে; শুধু ডব্লিউবিসিএস নয়, অন্য নটি ক্ষেত্রের আধিকারিকরাও বিদেশ যাবেন প্রশিক্ষণ নিতে।” এ বছর ন’টি ক্ষেত্র থেকে ২৫জন আধিকারিককে বিদেশে পাঠানো হচ্ছে প্রশিক্ষণ নিতে।

 

15% DA for state government employees from Jan 2018: CM

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday announced 15 per cent hike in dearness allowance of state government employees from next January. The increased DA for over 1.1 million employees would cost the exchequer about Rs 4,500 crore. She also said that all the arrears would be cleared in phases by end of 2019.

She also gave assurances on bridging the DA gap between Central and state government employees by 2019. She added: “There will be a hike in DA by 15 percent from January 1 next year. It will be applicable for all state government employees including the teaching and non-teaching staff.”

Giving a breakup of the expense that the state government will bear for increasing the DA, she said: “There will be an additional expense of Rs 4,500 crore of the state government for increasing the DA. In the past six years till January 1 in 2017, this government has increased the DA from 35 percent to 50 percent in six phases despite the financial crisis and it has led to an increase of expense by Rs 27,900 crore. Now, the amount will go up to Rs 32,400 crore as the total expense.”

The CM further stated: “One has to keep in mind that the Centre did not give the money to the state government. I am writing to the Centre asking it to give us the money that is needed to increase the DA along with them. Let them plan a policy. Now, there is GST which is a one-tax formula.”

She added that in the past six years her government has cleared a debt of Rs 1.79 lakh crore — a legacy left behind by the erstwhile CPI(M) government. “Moreover, this year we have to give Rs 45,000 crore and it will go up to Rs 47,000 crore next year,” she said adding that she made it possible to give the DA in such a situation just because she is always keen on small savings.

Stating that her government would have done much more if the Left Front government had not left behind the legacy of such a huge debt, she said: “Earlier, state government employees had to think whether they would get their salaries and pensions on the first day of every month or not. But now, they don’t have to worry as salary gets credited to their respective accounts on the first day of the month.”

She criticised the erstwhile Left Front government for not addressing the DA issue during their 34-year-long rule.

 

সরকারি কর্মচারীদের ১৫ শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর। বকেয়া ১৫ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। বৃহস্পতিবার নজরুল মঞ্চে কর্মচারীদের সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে মিলবে এই বকেয়া মহার্ঘ ভাতা।

তিনি জানিয়েছেন ২০১৯-এর মধ্যে ধাপে ধাপে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। ২০১৮ সালের পয়লা জানুয়ারি ১৫ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের কর্মীরা। ৯ মাসের ব্যবধানে ফের রাজ্য সরকার ডিএ ঘোষণা করল।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্য ডিএ বাড়ালেও, সংবাদমাধ্যমেরও একাংশ তা নিয়ে অপপ্রচার করে। বকেয়া ডিএ নিয়ে পূর্বতন বাম সরকারেরও সমালচনা করেন।৩৪ বছর সময় মতো ডিএ না দেওয়ার জন্য এই পরিস্থিতি। তাদের করে যাওয়া ঋণ ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা শোধ করতে চলে গেছে। চলতি বছর ঋণ বাবদ আরও ৪৫ হাজার কোটি টাকা দিতে হবে।

পাশাপাশি তাঁর দাবি কয়েক লক্ষ টাকার দেনা মাথায় নিয়ে কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কর্মচারীরা সময়মতো বেতন পান। মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি অনেকটাই বাড়ানো হয়েছে। বাছাই করা কর্মীদের সিঙ্গাপুর এবং অক্সফোর্ডে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে।

Trinamool Govt spreading the light of education in Bengal

The Bengal Government under Chief Minister Mamata Banerjee has taken numerous initiatives over the last six years, since it came to power in 2011, to improve the state of primary education, and education in general, in the state.From various schemes to scholarships to free textbooks, books, etc., and special provisions for the upliftment of minority students, the schemes and incentives are meant to enable students to grow an interest towards education and lead to the

From various schemes to scholarships to free textbooks, books, etc., and special provisions for the upliftment of minority students, the schemes and incentives are meant to enable students to grow an interest towards education and lead to the fulfilment of dreams.Free accessories to incentivise education

Free accessories to incentivise education

Textbooks are given for free – all books for students from classes I to VIII, four for classes IX and X and two for classes XI and XII. Almost 9.5 crore of 296 textbooks are printed for distribution.

Textbooks in Braille are supplied to visually impaired students.

From last year, all government school students from classes I to IV get school shoes for free; 50.32 lakh pairs have been distributed till now.

School uniforms are supplied for free to all students from classes I t VIII in all government-run and government-aided schools.

Under the Anandadhara Scheme, the government has supplied 990 primary schools with recreational infrastructure like swings, toys and other playthings.

A decision has already been made to supply for free school bags to students till class VIII, at a cost of Rs 300 crore.

From this year, the government will supply free notebooks to all students from classes VI to XII – numbering three to five per year – studying in State Government schools. The scheme was inaugurated by Mamata Banerjee on September 5. The cover of these notebooks would have the Biswa Bangla logo. The last few pages of each notebook would contain information about some of the most successful schemes like Kanyashree, Sabuj Sathi, Shikshashree, Yuvashree and others.

Mid-Day Meals

All students till class VIII have been included in the Mid-Day Meal Scheme, through which 1.2 crore elementary level students are provided nutritious meals on a daily basis involving self help groups.

Schemes and scholarships

The Kanyashree Scheme, a scheme of monetary incentives for school and higher education for girls, is enabling the girl child to stand on her feet and successfully pursue her dreams. The Chief Minister recently announced that Kanyashree has helped in reducing the school dropout rate among girls by 16.5 per cent, which is a big achievement. More than Rs 1,000 crore is budgeted annually for the scheme.

With regard to scholarships, for scheduled caste (SC) and scheduled tribe (ST) students below the poverty line (BPL), the government has instituted the Shikshashree Scheme. From 2014 to 2017, 38 lakh students have been brought under the scheme.

Another highly successful scheme for school students – for all students – is Sabuj Sathi, which provides bicycles to students to enable them to commute to school and thus ensures that distance never becomes a hindrance to pursuing their dreams of education. Forty lakh bicycles have already been distributed; 30 lakh more will be distributed this year. Earlier for government school students from classes IX to XII, from next year it might include class VIII as well.

For professional education, there is the Swami Vivekananda Merit-cum-Means Scholarship. For 2016-17, Rs 200 crore was budgeted for the scheme.

 

Human resource

In primary schools, 50,826 teachers have been appointed.

Comprising upper primary and secondary schools, 27,572 have been appointed.

 

Infrastructure

93,064 classrooms have been built.

During the last six years, 531 primary schools, 3,966 upper primary schools, 2,706 shishu Shiksha Kendras (SSKs), 166 Madhyamik Shiksha Kendras (MSKs) have been renovated and upgraded.

 

For minority students

Over 1 crore 24 lakh minority students have been given scholarships.

Bengal is among the very few states to provide digital literacy to students in government-aided madrasahs. Almost 2 lakh students have been trained so far.

Hostels, numbering 419, are being set up across the state at a cost of more than Rs 400 crore. Out of these, 147 have been operationalised.

 

শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর মা মাটি মানুষের সরকার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষন নেতৃত্বে গত ছ’বছরে বাংলা ফিরে পেয়েছে শিক্ষা ক্ষেত্রে হৃত গৌরব। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় রাজ্যের শিক্ষা ব্যাবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত পর্যায়ে আনা হয়েছে প্রচুর প্রকল্প শিক্ষার প্রসারের জন্য।

পশ্চিমবঙ্গ সরকার প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে বিনামুল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকমের মোট পাঠ্যপুস্তকের সংখ্যা ২৯৬। বছরে প্রায় ৯.৫ কোটি বই মুদ্রিত এবং বিতরিত হচ্ছে। দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পদ্ধতিতে ডিজাইন করা ব্রেইল পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।

গত এক বছরে প্রাথমিকবিদ্যালয়ের ৫০.৩২ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামুল্যে জুতো দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রতি বছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে পোশাক বিতরণেরব্যবস্থা চালু করেছে।

স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে প্রাত্যহিক ভিত্তিতে ১.২ কোটি প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীর জন্যে মিড-ডে-মিলের ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিটি বিদ্যালয়েই বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। ৯৯০টি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দদানের পরিকাঠামো (সি-স, সুইং ও স্লাইড) তৈরির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ছয় বছরে শিক্ষাগত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৯৩,০৬৪ টি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে।

গত ছয় বছরে ৫৩১টি প্রাথমিক বিদ্যালয়, ৩৯৬৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, ২৭০৬টি এসএসকে, ১৬৬টি এমএসকে-এর নবরূপায়ন হয়েছে।

গত এক বছরে ২০০০ মাধ্যমিক বিদ্যালয়ে ই-শ্রেনিকক্ষ-এর পরিকাঠামো নির্মাণের নতুনউদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবহারকে উৎসাহিত করতে ৩৯১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯,৩০০টি কম্পিউটার দেওয়া হয়েছে।
গত ছয় বছরে ৫৬৪টি জুনিয়র উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। গত ছয় বছরে ১৯০৯টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নতকরতে ৩০১৪টি বিদ্যালয়ে গ্রন্থাগারের জন্যও ১৫.৪৬কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩৭১৪টি বিদ্যালয়ের ল্যাবরেটরির জন্যও ৬২.১১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য ‘শিক্ষাশ্রী’ ভাতা চালু করা হয়।

২০১৪-১৭ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে আনা হয়েছে। এই ভাতার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে যাচ্ছে। এই বছর থেকে এই প্রকল্পকে ই-গভরনেন্সের আওতায় আনা হয়েছে।

২০১৫-১৬ সালে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে সাইকেল বিতরণ করা শুরু হয়। ২০১৫-১৭ সালের মধ্যে ৩৫ লক্ষ ছাত্রছাত্রীদের এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়। এ বছরের শেষ পর্যন্ত আরও৩০ লক্ষ সাইকেল বিলি করা হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য এই প্রকল্পটি পুরোপুরি অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

সাধারণ মানুষের মধ্যে আর্থিকভাবে পশ্চাৎপদ অংশের মেধাবী পড়ুয়াদের যথার্থ সহায়তা দিতে স্বামী বিবেকানন্দ মেধা তথা সংস্থান বৃত্তি প্রকল্পের জন্যও বাজেটে অর্থ বরাদ্দ ২০১৫-১৬ সালে ৪৫কোটি টাকা থেকে বাড়িয়ে ২০১৬-১৭ সালে ২০০ কোটি টাকা করা হয়েছে। এর ফলে প্রযুক্তি, ডাক্তারি, কারিগরি ও সাধারণ স্নাতক স্তরের পাঠ্যক্রমে ছাত্রবৃত্তিরপরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই উপকৃতের সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত ২০১৬-১৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেনীতে মোট ৭৩,৭৪৪ জন পড়ুয়া এই বৃত্তির সুযোগ লাভ করেছেন।