Derek O’Brien makes an intervention regarding the proper running of the House

FULL TRANSCRIPT

The Hon’ble Chairman of the Rajya sabha gives us enough opportunities to discuss any grievance we have with him. Going with these issues we can always talk to the Chairman in confidence. We do not need to go to any part of the social media to express ourselves. We want to tell you this clearly.

We want Zero hour, we want the Budget Discussion. Please protect us Sir. Oppositions want to speak in Zero hour and in Budget discussion.

Budget discussion and Zero Hours are serious issues. We all are waiting. Yesterday one member was named, we are all waiting to discuss.

 

Tuna, salmon & other marine delicacies to be available in Kolkata, courtesy State Govt

Thanks to the State Fisheries Development Corporation (SFDC), fish-lovers in Kolkata would soon be able to lay their hands on sea fishes like tuna, salmon and sardines, and sea crabs as well. The Corporation is busy making arrangements to make these available soon.

They would be imported from the Andaman and Nicobar Islands.

After the necessary processing, the fishes would be made available through various wholesalers and retail sellers, and also through the fish-selling vans run by the SFDC.

Not just selling, the SFDC is also making preparations to breed and export these fishes, alongside the other exotic fishes it already does, like cobia, chanos, prawns (bagda) and basa.

At the recent Bengal Global Business Summit (BGBS), memoranda of understanding (Mou) worth Rs 1,500 crore was signed in agriculture and related sectors, of which 19 MoUs worth Rs 480 crore were signed in the fisheries sector.

 

শহরেই মিলবে টুনা , সার্ডিন , স্যামন

টুনা , সার্ডিন , স্যামন৷ ইচ্ছা থাকলেও কলকাতাবাসীর এই সামুদ্রিক মাছগুলি জোগাড়ে কালঘাম ছোটার উপক্রম৷ নিউ মার্কেটের মতো শহরের হাতেগোনা কয়েকটি বাজারেই টিন ফুডে এই মাছগুলি মিললেও, তা সাধারণের নাগালের বাইরে৷

মাস দেড়েকের মধ্যেই বদলে যেতে চলেছে এই পরিস্থিতি৷ কারণ, বাংলা থেকে চারা পোনা ও মাছের খাবার সরবরাহের বিনিময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে টুনা , সার্ডিন , স্যামন এবং সামুদ্রিক কাঁকড়া আনতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম৷ এ নিয়ে আন্দামানের সঙ্গে একটি চুক্তিও রয়েছে নিগমের৷

আন্দামান থেকে আনা সেই সামুদ্রিক মাছগুলির প্রক্রিয়াকরণের পর স্থানীয় পাইকারি এবং খুচরো বাজারে তা বিক্রি করবে নিগম৷ নিগমের গাড়িগুলির মাধ্যমেও সেগুলি বিক্রি করা হবে৷ এমনকী , কোবিয়া , চ্যানোস , বাগদা , বাসার পাশাপাশি টুনা , সার্ডিন , স্যামন , সামুদ্রিক কাঁকড়া রন্তানির উদ্যোগও নিচ্ছে নিগম৷

এবছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ তার মধ্যে শুধু মৎস্য সংক্রান্ত চুক্তিই স্বাক্ষরিত হয়েছে ১৯টি, যার প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা৷ এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে মাছ প্রক্রিয়াকরণ শিল্পের অনেকটাই বিকাশ ঘটবে এ রাজ্যে৷

Source: Ei Samay

Rescue op training for village youth under Apat Mitra project

The State Government has taken up a project named Apat Mitra for providing training to youth in villages so that they can voluntarily support rescue operations at the time of any disaster.

Initially, the project has been started in South 24-Parganas and Purba Medinipur districts as pilot projects. Two hundred youths are undergoing training in each of these districts. Later the project will be implemented in all the districts.

Area-specific training will be provided to volunteers, as the state has a diverse landscape with hills in the extreme north, sea in the south and forests in the western part. So, local youth will get trained as per the requirement in their respective areas.

During an emergency, for carrying out a rescue operation, it is often found that support of local people is needed, besides the personnel of the Disaster Management Department and Fire and Emergency Services Department. And anyway, the local people of an area are the first responders in case there is any emergency situation. So, it is always better if some of them are well-trained.

 

দুর্ঘটনা-বিপর্যয়ে উদ্ধারে ঝাঁপাবে ‘আপদ মিত্র’

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তর অঞ্চল ভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আপদ মিত্র’। প্রাথমিক ভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় পাইলট প্রোজেক্ট হিসেবে আপদ মিত্র প্রকল্প শুরু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর আপাতত ২০০ জন করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এই দুই জেলায়।

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক শীর্ষ অধিকর্তার মতে, সব থেকে কম সময়ের মধ্যে উদ্ধারকাজ শুরু করে মৃত্যুর হার বা ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কম করা যায় তাঁর জন্যই অঞ্চলভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব বলেন, আমাদের এই প্রকল্প সফল হলে আগামী দিনে রাজ্যের প্রতি জেলাতেই ‘আপদ মিত্র’ তৈরী করা হবে।

অঞ্চলভিত্তিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রকারভেদে এবার অঞ্চলভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিপর্যয় স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক তৈরী করছে। এই দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, বিপর্যয়ের প্রকৃতি ভেদে পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে অনেকখানি।

প্রসঙ্গত, প্রত্যেক বছরই সিভিল ডিফেন্সে ২০ থেকে ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ নিয়ে থাকে।

Source: Millennium Post

Bengal has one of the lowest losses due to GST: Dr Amit Mitra

It is an accepted fact now that the hurried implementation of Goods and Services Tax (GST) by the Central Government across the country has led to massive inconveniences for the business community as well as huge losses for the government due to confusion regarding the tax rates.

Chief Minister Mamata Banerjee was the first leader of national stature to speak out against GST, as she was with demonetisation earlier.

On February 7, while reacting to the Budget discussions in the Assembly, Finance Minister Dr Amit Mitra said that despite the rushed implementation, losses due to GST in Bengal were lower than in many other states because the digitial infrastructure was already in place. And the digital infrastructure is the result of the e-governance initiative of the Trinamool Congress Government, for which Bengal has bagged several awards, including from the Central Government.

To prove his statement about low loss, he gave out the numbers: Rs 589 crore for Bengal during the September-October 2017 period, compared to Rs 2,000 crore for Karnataka, Rs 1,132 crore for Gujarat and Rs 1,054 crore for Bihar.

Earlier, Dr Mitra had said that the Union Government has not fulfilled its commitment for reimbursing the loss on account of the introduction of GST. Bengal has lost Rs 1,850 crore on this count, of which Rs 850 crore was yet to be compensated.

Source: The Statesman

 

জিএসটি তে সব থেকে কম ক্ষতি হবে বাংলারঃ অমিত মিত্র

এটি এখন সকলের কাছে পরিষ্কার কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত ভাবে জোর করে চাপিয়ে দেওয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের ফলে সারা দেশের ব্যাবসায়ীরা বিপর্যস্ত। কারন, তারা এখনও পরিষ্কার ভাবে জানেন না কোন জিনিসে কত শতাংশ কর ধার্য করেছে কেন্দ্র। এর ফলে ব্যাবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার-ও।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোটবাতিলের বিরুদ্ধে দেশের মধ্যে যেমন প্রথম প্রতিবাদে নেমেছিলেন, এক্ষেত্রেও তার অন্যথা হয় নি।

বিধানসভায় জবাবী ভাষণে অর্থমন্ত্রী বলেন, এই হঠকারী জিএসটি প্রণয়ন স্বত্বেও যেহেতু বাংলায় ইতিমধ্যেই ডিজিটাল পরিকাঠামো বর্তমান, বাংলার ক্ষয়ক্ষতি অন্যান্য অনেক রাজ্যের তুলনায় কম হয়েছে। আর এই পরিকাঠামো সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের ই-গভর্ন্যান্স উদ্যোগের ফলে। এই উদ্যোগের ফলে রাজ্য সরকার প্রচুর পুরস্কার পেয়েছে কেন্দ্রের থেকে।

তাঁর কথার প্রমাণ স্বরূপ তিনি তথ্য দিয়ে বুঝিয়ে দেন, সেপ্টেম্বর-অক্টোবর ২০১৭ তে রাজ্য সরকারের ক্ষতি হয়েছে ৫৮৯ কোটি টাকা, যখন কর্ণাটক রাজ্যের ক্ষতি হয়েছে ২০০০ কোটি টাকা ও গুজরাটের ১১৩২ কোটি টাকা ও বিহারে ১০৫৪ কোটি টাকা।

এর আগে আমিত মিত্র বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির ক্ষতিপূরণের কোনও ব্যবস্থা করেনি. বাংলার এই বাবদ ১৮৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে, যার মধ্যে ৮৫০ টাকা ক্ষতিপূরণ এখনও পাওয়া বাকি।

 

Bengal’s popular ‘Fish on Wheels’ in Digha and Puri soon

The popular ‘Fish On Wheels’ concept of Benfish is going to be introduced in Digha and Puri soon.

The named is used for the Benfish service wherein cooked fish is sold in vans. The service is available in Kolkata and is very popular. These tourist spots – on in Purba Medinipur district and the other in Odisha – are very popular with Bengali tourists and hence, Benfish has come up with the decision.

Benfish functions under the State Department of Fisheries. The vans to be introduced in Digha and Puri would also be of the latest model, and the ones in Kolkata would be replaced with these latest models too.

Further, Fish On Wheels would be introduced to tap the tourist market in Jangalmahal, Ayodhya Hills, Malda, Murshidabad, Siliguri, Darjeeling, the Dooars, Cooch Behar.

 

মাছের নানা মুখরোচক পদ নিয়ে এবার বেনফিশের গাড়ি চলবে দীঘা-পুরীতেও

বেনফিশের ‘ফিশ অন হুইলস’ এবার নামতে চলেছে দীঘা-পুরীতে। এতদিন কলকাতা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন মুখোরোচক মাছের খাবার বিক্রি করত বেনফিশের ‘ফিশ অন হুইলস’ গাড়ি। এবার সেই গাড়িই পৌঁছে যাবে সমুদ্র সৈকতের বুকে।

উল্লেখ্য, দীঘা-পুরী দুই জায়গাতেই পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করেছে বেনফিশ। সারা বছর সেখানে বহু পর্যটক বুকিং করেন, ঘুরতে যান। কিন্তু এতদিন সেই এলাকায় বেনফিশের ‘ফিশ অন হুইলস’ বা গাড়িতে করে খাবার বিক্রির কোনও ব্যবস্থা ছিল না। অবশেষে সেই ব্যবস্থাও শীঘ্র ওই দুই জায়গাতে চালু করতে চাইছে বেনফিশ।

‘ফিশ অন হুইলস’-এর নতুন মডেলের গাড়ি দীঘা ও পুরীতে নামানো হচ্ছে। ইতিমধ্যে নতুন গাড়ির বরাত দেওয়া হয়ে গিয়েছে। গাড়ি এলেই ওই দুই জায়গায় খাবার বিক্রি করা শুরু হবে। ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, ফিস পকোড়া, ফিশ চপ, ফিশ শিক কাবাব থেকে শুরু করে বিভিন্ন বাহারি খাবার সাজিয়ে ‘ফিশ অন হুইলস’ পৌঁছে যাবে দীঘা এবং পুরীতে।

আগামী দিনে রাজ্যের আরও একাধিক জেলা, বিশেষত পর্যটন এলাকাগুলিতেও ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। বিশেষ করে জঙ্গলমহল, অযোধ্যা পাহাড়, মালদহ-মুর্শিদাবাদ, শিলিগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স, কোচবিহার থেকে একেবারে দক্ষিণের সুন্দরবনেও অদূর ভবিষ্যতে ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

Source: Bartaman

95% of Mission Nirmal Bangla accomplished, rest on the fast track to completion

The Panchayats and Rural Development Department has created a silent revolution in Bengal with the Nirmal Bangla Mission by constructing 61,21,088 toilets in rural households. Thus, 95 per cent of the target for making the state open-defecation free (ODF) has been reached. The target of 64,15,430 rural toilets is going to be reached soon.

Nadia was India’s first district that was declared ODF. In Bengal, so far eight districts have been declared ODF – Nadia, South 24 Parganas, North 24 Parganas, Purba Bardhaman, Paschim Bardhaman, Cooch Behar, Hooghly and Purba Medinipur.

Howrah and Malda will be declared ODF by March 2018. The other districts that will be soon declared as ODF are Murshidabad, Dakshin Dinajpur and Birbhum. The Panchayats Department is on a fast track to complete the project for the rest of the districts.

 

নির্মল বাংলা মিশনের ৯৫ শতাংশ কাজ শেষ

নির্মল বাংলা মিশনের মাধ্যমে গ্রাম বাংলায় এক বৈপ্লবিক পরিবর্তন আনছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ৬১২১০৮৮ টি শৌচালয় নির্মাণ করে ফেলেছে এই দপ্তর, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশ শৌচালয় নির্মাণের কাজও খুব শীঘ্রই সম্পন্ন হবে।

দেশের প্রথম নির্মল জেলা ঘোষিত হয় নদীয়া। এখন অবধি রাজ্যের আটটি জেলা নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার, হুগলী এবং পূর্ব মেদিনীপুর।

মার্চের মধ্যে হাওড়া ও মালদা জেলাও নির্মল জেলায় রূপান্তরিত হবে। বাকি যে জেলাগুলি ঘুব শীঘ্রই নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পাবে সেগুলি হল, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম।

Source: Millennium Post

Bengal narrows child mortality gender gap, on top-five list

The gap between male and female child mortality rates has reduced considerably in Bengal, propelling the state to the list of the best five states in terms of this key developmental index.

The latest Sample Registration Survey (SRS 2016) has found 28 deaths per 1,000 among girl children in the 0-4 age group, and 27 among boys. This is a huge improvement: the 2011 figure was 40 and 37 respectively.

The narrowing-down of the gap is a boost to the larger goal of gender equality. This is very good not only in terms of social consciousness, but also in terms of preparing a gender-equal strong workforce. The figures speak of a growing consciousness – that girl children are no more outcasts.

 

শিশু মৃত্যুর হার হ্রাসে নয়া নজির বাংলার

শিশু মৃত্যুর হারে লিঙ্গ-বৈষম্যের ব্যবধান উল্লেখযোগ্য ভাবে কমল বাংলায়। এই সূচকের নিরিখে দেশে প্রথম পাঁচটি রাজ্যের অন্যতম পশ্চিমবঙ্গ।

সাম্প্রতিক স্যাম্পেল রেজিস্ট্রেসন সার্ভে ২০১৬ তে দেখা গেছে ০-৪ বছর পর্যন্ত বয়সের মেয়েদের মধ্যে মৃত্যুর হার প্রতি হাজারে ২৮। একই ভাবে,০-৪ বছর পর্যন্ত বয়সের ছেলেদের মধ্যে মৃত্যুর হার প্রতি হাজারে ২৭। এই পরিসংখ্যানটি ২০১১ তে ছিল যথাক্রমে ৪০ ও ৩৭।

এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যায় ছেলে-মেয়ের সংখ্যার ভারসাম্য নিয়ন্ত্রণে কতটা এগিয়ে এ রাজ্য। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে সচেতনতা বাড়ছে এবং লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে অনেকটাই সফল হয়েছে রাজ্য।

উল্লেখ্য, বাংলায় সামগ্রিক শিশু মৃত্যুর হার ছয় বছরে (প্রতি হাজারে) ৪২ থেকে কমে ২৫ হয়েছে।

 

Source: The Times of India

 

Put an end to the politics of bandh: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee attended the prize distribution ceremony of the Himal-Tarai-Dooars Sports Festival today in Darjeeling. The festival was organised by the Youth Affairs and Sports Department.

A total of 805 clubs and 18,500 athletes (both men and women) participated in martial arts, archery, football and volleyball tournaments.

Sportspersons from the districts of Darjeeling, Alipurduar, Jalpaiguri and Kalimpong along with those from the areas under the jurisdiction of Siliguri Police Coimmissionerate participated in the festival.

 

Highlights of her speech:

  • My heartiest congratulations to all the participants. Successful participants will be inducted as civic volunteers.
  • Bengal Government does not interfere in the workings of the GTA. We respect people of all castes, creed, communities and religion.
  • GTA was created for the development of the region. Local leaders are running the GTA and Bengal Government is providing all the cooperation.
  • We have to maintain peace in the region. If tourists do not come to the Hills, how will the economy of the region prosper?
  • Put an end to the politics of bandh. You can always make your demands.
  • During the Left Front rule, the Chief Ministers hardly visited the Hills. But I visit Darjeeling every 2-3 months.
  • I do not come to only seek votes. I work for the people.
  • You must maintain peace in the region for a better future, for the youth, for students, for everyone.
  • Darjeeling is a popular tourist destination all over the world.
  • Unrest in Darjeeling benefits Sikkim. Sections with vested interests do not want people of Darjeeling to be happy.
  • Whenever we work for the development of the Hills, someone creates violence and the process is pushed back by 10 years.
  • No one can buy-out Darjeeling with money power. You have to win hearts.
  • I believe Darjeeling has a potential to become an industry hub, an IT hub. There is potential in horticulture also.
  • We want development of the Hills. We want welfare of the people. We do not want votes. We want peace. We want jobs for the youth.
  • We will set up a university in the Hills. We have already sanctioned ITI, polytechnic and other drinking water projects for the Hills.
  • We do not want divide-and-rule politics.
  • Thank you to all the people for restoring peace in the Hills. Tourists are coming back. This is a good sign.
  • Let Kanchenjunga keep smiling.

 

বনধের খেলা বন্ধ হওয়া উচিত, দার্জিলিঙে বললেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ৭ মাস পর পাহাড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি রোহিণীতে সুভাষ ঘিসিং মার্গের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ তিনি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তথা দার্জিলিং জেলা পুলিশ আয়োজিত হিমল তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব ২০১৮-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

এই উৎসবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট আওতাধীন এলাকা সহ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার মোট ৮০৫টি ক্লাব ও ১৮৫০০ জন যুবক-যুবতী মার্শাল আর্ট, তিরন্দাজি, ফুটবল ও ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • উপস্থিত সকলকে আমার ধন্যবাদ। সফল খেলোয়াড়দের প্রতি বছর আমরা পুরস্কার বিতরণ করি। যারা সফল হয়েছেন তাদের সিভিক ভলেন্টিয়ারের পদে নেওয়া হবে।
  • বাংলার সরকার কখনও দার্জিলিঙের ব্যাপারে হস্তক্ষেপ করে না। আমরা সব ধর্ম, জাতি, শ্রেণী ও বর্ণের মানুষকে শ্রদ্ধা করি।
  • আপনার দার্জিলিং আপনাকেই সামলাতে হবে, সেইজন্যই সকলে মিলে জিটিএ তৈরি হয়েছে। বাংলার সরকার তাদের সব রকম সহযোগিতা করে।
  • আমাদের শান্তি রক্ষা করতে হবে। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন। দার্জিলিঙে পর্যটকরা না এলে আপনাদের অর্থনীতি চলবে কি করে?
  • বনধের খেলা বন্ধ হওয়া উচিত। আপনাদের যা দাবি আপনারা নিশ্চয়ই তা চাইতে পারেন।
  • বাম আমলে মুখ্যমন্ত্রী পাহাড়ে আসতেন না। অথচ আমি ২-৩ মাস পর পরই পাহাড়ে আসি।
  • আমি ভোট পাওয়ার জন্য আসি না। আমি মানুষের জন্য কাজ করি।
  • আপনাদের ভবিষ্যতের জন্য শান্তিতে দার্জিলিং সামলানো উচিত। ছাত্র-যুব, মা, ভাই-বোনেদের জন্য আপনাদের শান্তি বজায় রাখা উচিত।
  • দার্জিলিং বাংলার অঙ্গ। দার্জিলিং পর্যটনের জন্য সারা বিশ্বে বিখ্যাত।
  • সিকিমে পর্যটক গেলে সিকিমের লাভ বেশি, দার্জিলিঙে সমস্যা হলেও সিকিমের লাভ হয়। কিন্তু ওরা টাকা দিয়ে দার্জিলিং এর শান্তি নষ্ট করতে চায়। সিকিমের তুলনায় দার্জিলিঙের সৌন্দর্য কম নয়।
  • যখনই আমরা পাহাড়ের জন্য উন্নয়ন করি তখনই ওরা এসে আমাদের লোকসান করে দিয়ে যায়। এর ফলে আমরা ১০ বছর পিছিয়ে পরি। আমরা এটা চাই না।
  • টাকা দিয়ে দার্জিলিং কে কেনা যাবে না। দার্জিলিং কে মন দিয়ে জয় করতে হবে।
  • আমি বিশ্বাস করি দার্জিলিং-এ ভালো শিল্প হাব, পর্যটন হাব, আইটি হাব হতে পারে। অর্কিড, ফুলের চাষ ভালোভাবে হতে পারে।
  • আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা পাহাড়ের মানুষের প্রগতি চাই। পাহাড়ের জন্য চাকরি চাই।
  • পাহাড়ে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। আমরা ইতিমধ্যেই আই টি আই, পলিটেকনিক ও জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু করেছি।
  • আমরা বিভেদের রাজনীতি চাই না।
  • দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পর্যটকরা এখানে ফিরে আসছেন। এটা খুব ভালো লক্ষণ। দার্জিলিঙে আরও অগ্রগতি হোক।
  • আমরা চাই কাঞ্চনজঙ্ঘার হাসি যেন অমলিন থাকে।

Kakoli Ghosh Dastidar speaks on the Motion of Thanks on the President’s Address

FULL TRANSCRIPT

Madam, I stand on behalf of the All India Trinamool Congress to speak on the Motion of Thanks in gratitude towards the Hon’ble Rashtrapati ji for addressing a joint session of the Houses.

Madam, I am bemused at his self-contradictions. Whereas I agree to his statement on line number 12 of the printed speech that political democracy cannot survive without social and economic democracy, and I agree again with his last sentence when he stresses on equality and fraternity. But what I am confused about, along with many of my countrymen, my brothers and sisters, is whether the contradiction is in the rule of his government today, in the democracy at the personal level, at the social level, and at the economic and micro-economic levels that exist in today’s India. Doesn’t our Constitution grant each of us freedom of speech, and social, economic and political justice, gives us freedom of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity, of fraternity, assuring us dignity of the individual?

But it is challenged in his rule today. The President, in his speech, invokes Swami Vivekananda often. ‘Bohuroope shommukhe tomar chari katha khunjiche ishwar/ Jeebe prem kore jeijon sheijon shebiche ishwar’. Why are you searching for god in the temples, in the openly armed processions or in the rituals? God is in humanity, god is within you, god is in the human being in front of you. So isn’t it contradictory when Swamiji is quoted but not followed?

Naren, as was he was to be called when he was young, at the age of five or six, he pulled the hukkah meant for Muslims in his house to see whether that would make him lose his ‘dharma’ or religion or jaat. At the end he concluded, that, ‘dharma’ or caste is not such a vanity that would be lost so easily. Ramakrishna Paramhansa Deb is specifically quoted to have said that you practice religion in temples and mosques alike; and he found no difference in reaching God.

Today’s India is different.
Today’s India is difficult.
Today’s India is contradictory.
Today’s India is shortsighted.
Today’s India is myopic.
Today’s India is intolerant.

Honourable Rashtrapatiji has asserted his commitment to weaker sections. But let us define weakness. Who is weak? What is weakness? Whether the weakness is physical, whether the weakness is mental, whether the weakness is social, religious, demographic or ethnic. Which weakness is he talking about in today’s India? The weak have become more vulnerable.

Children are to be protected as they are not yet strong enough, they have not grown up. But everyday children are being kidnapped, sexually harassed, abused, tormented and most important is that their budgetary allocation has been slashed as per the mid-day meal proposals.

Women are our pride and physically less strong. So we can say that they are the weaker sex, as we used to say so. But today, as honourable ministers have been saying that as BSF jawans, they have shown formations during the Republic Day parade, they have flown fighters, so they are not weak anymore. But, everyday they are being raped. Acid is thrown at them. They are molested. But there is no concern as it is shown that only Rs 1 crore has been increased in the Beti Bachao Beti Padhao scheme. Whereas, in our State, our Chief Minister Mamata Banerjee, has empowered 45 lakh girl children through the Kanyashree scheme.

The Adivasis are not getting their dues; their right over their land, their jungles, their water bodies are being snatched and their language is not being given recognition as per the schedule.

And most importantly minorities are trembling in trepidation. Madam, if you don’t believe me ask the families of Pehlu Khan and Mohammad Akhlaq.

Where is dharma today, where is God? He is here in my heart. Where is God, where is dharma? He is here in my mind, in my brain, in my soul, in my thought – that is Hinduism. To take everybody along as we go forward, not maime, not kill, not hurt, abuse as is happening in today’s India.

About economic growth. Equality is not there. If it were there then the large defaulters would not have been let scott-free and the poor depositors dealt with punitive actions for not having minimum balance in their bank accounts; it is not dharma.

The farmers and fishermen are suffering; there is farmer suicide everyday in the country. 12000 farmers have committed suicide, though in our state of Bengal, the tax for the agricultural land has been done away with. The one time deposit money to take electric connection for irrigation in the agricultural land has been done away with. But what about Bundelkhand? What about Vidarbha? What about States like Rajasthan, Madhya Pradesh, Maharashtra, Jharkhand? Minimum Support Price is not in support of the farming community. The farmers are committing suicide – four out of every hundred farmers are committing suicide everyday.

The fishermen are not getting the benefit of what the scientists are doing. The scientists are doing good job in the country. They had forecasted the Cyclone Okhi that had occurred very recently, but, when they could forecast the whole path, the information that it was going to hit these fishermen out in the sea, could not be reached. We have lost many seamen, many fishermen.

We have to look after the farmers, we have to look after the fishermen, the OBCs, the minorities.

In the recent Budget, Bengal’s Railway projects have been slashed, only two lines have been doubled but extension of metro, even in my constituency Barasat, they have been overlooked it looks like, vindictive political agenda is high. The use of central agencies also very high.

And about the security Madam, hamare desh ka 22000 km se bhi jyada international borders hain, koi friendly country, koi not so friendly country, aur jo wahan jawan pehre mein rehte hain, kisi ke pati hain, kisi ke pita, lekin wo sabhi hamare santan hain, and the Government is not looking after them well enough.

The question is, at Rs 90 per day… ek hatta katta jawan jo wahan baithe rehte hain, hamare suraksha ke liye, chain ke liye, jab hum baithe hain gharon mein, jhel lete hain goli hamare liye. Unite liye sirf 90 rupees per day for their ration is not enough. Who is thinking about this? The medical facility for them is not enough, so who is looking after them? This government is not looking after them.

India today is wild with the delirium of hatred, which is contradictory to the rosy picture propagated. We must try to be more tolerant. It is time to ask have we lost our dharma, Madam?

Thank You.

 

Aroma garden in Baruipur being set up by MSME Dept

The aroma industry is coming up in Bengal in a very big way. Towards that end, the State Micro, Small and Medium Enterprises (MSME) Department is setting up two aroma gardens – one on 4 acres at Baruipur in South 24 Parganas district and another on 40 acres in Jhargram.

For the latter, the Paschimanchal Unnayan Affairs (PUA) Department will also assist the MSME Department.

Oil will be extracted from the plants and trees, even from the roots. Experts will identify the plants to be planted.

Aroma therapy is used in beauty treatment and also to cure some diseases. Lavender, rosemary and lemon grass are being planted in Baruipur.

বারুইপুর ও ঝাড়গ্রামে ‘আরোমা গার্ডেন’ তৈরী করছে রাজ্য

রাজ্যের সুগন্ধি শিল্পের বিকাশের উদ্দেশ্যে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর দুটি সুগন্ধি বাগান তৈরী করছে। একটি গড়া হবে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ৪ একর জমির ওপর। অন্যটি গড়া হবে ঝাড়গ্রামে ৪০ একর জমিতে। ঝাড়গ্রামের বাগানটির জন্য ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরকে সহযোগিতা করবে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর।

বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন কোন কোন প্রজাতির গাছ এখানে রোপণ করা হবে। এই বাগানের সুগন্ধি গাছগুলি থেকে তেল সংগ্রহ করা হবে, এমনকি গাছের গোড়া থেকেও করা হবে তেল সংগ্রহ। বেশ কিছু রোগ নিরাময়ে আরোমা থেরাপি ও বিউটি ট্রিটমেন্টের ব্যবহার করা হয়ে থাকে।

বারুইপুরে ল্যাভেন্ডার, রোসমেরী ও লেমন গ্রাস গাছ রোপণ করা হচ্ছে।

Source: Millennium Post

Image is representative