Wooden bridges to be converted into concrete structures

The Bangla Government has decided to replace all wooden bridges older than 30 years across the State with concrete ones, at a total cost of Rs 760 crore.

Six districts would be covered in the first phase – Purba Medinipur, Paschim Medinipur, Purba Bardhaman, Paschim Bardhaman, Bankura and Birbhum.

Of the 3,500 bridges tested, 1,000 were found to be 40 to 50 years old. In the first phase, covering the above-mentioned six districts, 380 of the 1,000 bridges would be concretised.

Source: Aajkaal

New concrete bridges coming up in Jangalmahal

Continuing with the extensive development of the Jangalmahal region, spread over the western districts, the State Government has decided to construct permanent concrete bridges there.

There are many small streams in the region which can be crossed easily during the dry season but which become impossible to cross during the rainy season, when these streams and small rivers become filled or are often in full spate. Some of these are traversable over bridges, but only wooden ones.

Permanent concrete bridges thus would be a great boon for the people of the region during these times.

A total of 935 wooden bridges have been identified for replacement by concrete bridges. In the first phase, 534 would be built. The testing of soil for constructing 100 more is complete.

Construction would start with bridges in the districts of Purba Medinipur, Paschim Medinipur and Jhargram. A few such bridges would be built in Paschim Bardhaman and Birbhum too.

The Irrigation Department would be building the bridges and the money would be spent from a special fund. The full work is scheduled to be completed within three years.

Bengal Govt to complete repair work of irrigation canals before rainy season

The Bengal Government has decided to repair and dredge all irrigation canals in the state before the start of the rainy season. The government has allotted Rs 1,008.5 lakh crore for the purpose. The Irrigation Department would undertake the entire work.

According to Irrigation Department officials, the state has been divided into five zones for the project, and money allocated accordingly.

The north-eastern zone consists of the districts of Cooch Behar, Alipurduar, Jalpaiguri and Darjeeling and has been allotted Rs 113 crore. The northern zone consists of Uttar Dinajpur, Dakshin Dinajpur, Malda, Murshidabad, Nadia and Birbhum, and for these, Rs 173.5 crore has been allotted.

The western zone consists of Purba Bardhaman, Paschim Bardhaman, Howrah and Hooghly district, and these together have got Rs 203 crore. For the districts of Bankura, Purulia, Purba Medinipur, Paschim Medinipur and Jhargram, Rs 296 crore has been allotted, and finally, for North 24 Parganas, South 24 Parganas and greater Kolkata, Rs 223 crore has been allotted.

Chief Minister Mamata Banerjee has always placed a lot of stress on developmental work, and ensures that people-centric projects are spread out evenly across the state and are not hampered in any way.

For this project too, and more so because of its being closely connected with the rural population, she has sent out explicit instructions to the concerned officials to ensure that work is not hampered in any way because of the panchayat election.

 

বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ মেরামত হবে

আগামী বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ, ক্ষুদ্র সেচ বাঁধ মেরামত করবে রাজ্য সরকার। আগামী বর্ষায় এইসব বাঁধ বা খাল ভেঙে যাতে বিপত্তি না হয়, তার জন্য দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৮-’১৯ আর্থিক বছরের বাজেটে বরাদ্দ অর্থ থেকেই এই কাজ হবে। এর জন্য ১ হাজার ৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই খালগুলি সংস্কার হলে, সেগুলিতে জলধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

গঙ্গা-পদ্মা ভাঙন রোধ কেন্দ্রের করার কথা। কিন্তু, কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনও কাজ করছে না, অর্থও বরাদ্দ করছে না। কয়েকটি জায়গায় গঙ্গা-পদ্মা ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। সেই সব জায়গাতেও কাজ করবে সেচ দপ্তর।

এই কাজগুলি বর্ষার আগে শেষ হয়ে গেলে বর্ষায় বাঁধ ভাঙা থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনই সারা বছর ওই খাল দিয়ে সেচের জলও ভালোভাবে দেওয়া যাবে।

এই কাজের জন্য কয়েকটি জোনে গোটা রাজ্যকে ভাগ করা হয়েছে:

  • উত্তর-পূর্ব জোনে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১১৩ কোটি টাকা।
  • উত্তর জোনে রয়েছে দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১৭৩.৫ কোটি টাকা।
  • পশ্চিম জোনে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ২০৩ কোটি টাকা।
  • বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য বরাদ্দ হয়েছে ২৯৬ কোটি টাকা, এবং
  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও বৃহত্তর কলকাতার জন্য বরাদ্দ হয়েছে ২২৩ কোটি টাকা

 

Source: Bartaman

Irrigation Dept setting up 7 quality control labs

In a bid to ensure timely completion of work, the State Irrigation and Waterways Department is setting up seven quality control laboratories across Bengal. The laboratories are equipped with all sorts of modern gadgets necessary to carry out the required tests.

This is the first initiative by any State Government department that carries out infrastructural development work. The move to set up the laboratories will ensure minimum time and investment for proper quality tests of materials.

The first-of-its-kind was set up at the department’s Haringhata, Nadia-based River Research Institute (RRI) in October. Two more, in the Purba and Paschim Medinipur districts, were inaugurated in mid-December. The centre in Nadia district will cater to both Nadia and North 24 Parganas.

The four more in the pipeline will come up in Kolkata (Salt Lake), Bankura, Bardhaman and in north Bengal. The quality control centre at Salt Lake will also serve Kolkata while the one in Bankura will also serve the district of Purulia.

The state-of-the-art quality control centres will facilitate error-free reports after testing samples of materials including sand, steel and concrete.

In a related development, the Irrigation Department is going to start degree courses on ‘River Engineering’ and ‘Hydrology and Hydro-informatics’, and short-term courses for departmental engineers and other employees in order to update themselves, at the River Research Institute.

 

৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে সেচ দপ্তর

সময়মত কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সেচ ও জলপথ দপ্তর সারা রাজ্যে ৭টি ‘কোয়ালিটি কন্ট্রোল’ কেন্দ্র খুলবে। এই কেন্দ্রগুলিতে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে যার মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হবে।

পরিকাঠামো উন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগ এই প্রথম। এই উদ্যোগের ফলে কম খরচে ও সময়ে গুনমান পরীক্ষা করা সম্ভব হবে।
এই ধরনের প্রথম কেন্দ্র গড়া হয় হরিণঘাটায়, যার নাম নদীয়া রিভার রিসার্চ ইনস্টিটিউট। ডিসেম্বরের মাঝামাঝি আরও দুটি কেন্দ্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হয়।

নদীয়া জেলার কেন্দ্রটি নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত পরীক্ষা করবে। আরও চারটি কেন্দ্র হবে বিধাননগরে, বাঁকুড়া, বর্ধমান ও উত্তরবঙ্গে। বাঁকুড়ার কেন্দ্রে পুরুলিয়ার কাজও হবে।

অত্যাধুনিক গুনমান নির্ণয় গবেষণাগারগুলি নির্ভুল রিপোর্ট দেবে। মূলত পরীক্ষা করা হবে বালি, ষ্টীল ও কংক্রিট।এর পাশাপাশি সেচ দপ্তর নদী গবেষণা কেন্দ্রে ডিগ্রী কোর্স চালু করেছে ‘রিভার ইঞ্জিনিয়ারিং’ ও ‘হাইড্রোলজি অ্যান্ড হাইড্রো-ইনফরমেটিক্স’ এর ওপর। এছাড়া দপ্তরের ইঞ্জিনিয়ারদের জন্য স্বল্প মেয়াদী কোর্সও থাকবে।

Source: Millennium Post

Irrigation Dept to beautify banks of a stretch of Bagjola Canal

The Bengal Government’s Irrigation Department, in collaboration with Housing Infrastructure Development Corporation (HIDCO), has chalked out a plan to beautify the banks of a stretch on the Bagjola Canal that passes through New Town.

Chief Minister Mamata Banerjee wants the stretch to be developed which is situated close to the Biswa Bangla Convention Centre, the showpiece convention centre of the State Government.

The banks of Bagjola Canal have already been beautified and lights have been installed and meticulous gardening has been done. The State Government is carrying out dredging operation in some parts of the Bagjola Canal and the embankments are being repaired or reconstructed.

As part of the beautification project, among other things, fountains will be installed along the banks of the canal, nets will be installed on both the two banks to prevent people from throwing garbage in the canal and the floating garbage will be cleaned.

বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে সেচ দপ্তর

হিডকোর সঙ্গে যৌথ উদ্যোগে নিউটাউনের বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করবে রাজ্য সেচ দপ্তর।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় নব নির্মিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনতিদূরে অবস্থিত এই বাগজোলা খালপাড়ের সৌন্দর্যায়ন করার উদ্যোগ রাজ্যের।

বাগজোলা খালের দুপাশে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন আলোস্তম্ভ, সাজানো হয়েছে বাগান। রাজ্য সরকার বাগজোলা খালে ড্রেজিং করছে এবং বিভিন্ন বাঁধগুলোর সংস্কারও করা হচ্ছে।

এই খালের দুপাশে বসানো হবে ফোয়ারাও। দুই পাড় জাল দিয়ে ঘেরা হবে যাতে এই খালে কেউ ময়লা ফেলতে না পারেন। নিয়মিত ভাসমান ময়লা পরিষ্কারও করা হবে।

 

Story Source: Millennium Post

The image is representative (source)