শ্রীরামপুরে নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক


প্রধানমন্ত্রীর দাবি

দিদির গুন্ডারা বোমা ছুঁড়ছে, দিদি হিংসাকে সমর্থন করছেন

প্রকৃত তথ্য

আজ (২৯শে এপ্রিল) বীরভূমে বিজেপি কর্মীরা তৃণমূল সমর্থকদের আক্রমণ করেছে ও নির্দয়ভাবে মেরেছে। তৃতীয় দফার নির্বাচনে ডোমকলে তিনজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বোমার আঘাতে। নির্বাচন কমিশনও ঘোষণা করেছেন বিজেপি শাসিত ত্রিপুরায় ব্যাপক "বুথ দখল" হয়েছে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

পাঁচ বছর ধরে আমরা বলে আসছি আমরা দুর্নীতি দূর করব

প্রকৃত তথ্য

২০১৮-র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বের মধ্যে ভারত হল সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। বিজেপি ইলেকশন বন্ড ব্যবস্থা শুরু করেছে যাতে রাজনৈতিক দলগুলোর তহবিলের হিসেবে স্বচ্ছতা না আসে। মোট ২১০ কোটির মধ্যে ৯৪.৫% পেয়ে সব থেকে বেশী লাভবান হয়েছে বিজেপি

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

আমরা কৃষকদের আয় দ্বিগুণ করে দেব ২০২২-এর মধ্যে

প্রকৃত তথ্য

গত পাঁচ বছরে ভারতের কৃষকদের আয় ৬.৫ শতাংশ কমেছে। বাংলায় কৃষকদের আয় ২০১০-১১ সালের ৯১,০২০ টাকা থেকে তিনগুণ বেড়ে ২০১৭-১৮-তে ২.৯১ লক্ষ টাকা হয়েছে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

আমরা নক্সালবাদ শেষ করতে চাই

প্রকৃত তথ্য

মমতা ব্যানার্জি একা হাতে জঙ্গলমহল থেকে মাওবাদীদের নির্মূল করেছেন। বহু মাওবাদী নেতাদের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং জঙ্গলমহলে শান্তি স্থাপন করেছেন

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

বিজেপি একটি স্বাস্থ্য বীমা প্রকল্প দিতে চাইছে যার মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হবে আয়ুষ্মান ভারতের আওতায়

প্রকৃত তথ্য

বাংলায় আরো ভালো স্বাস্থ্যবীমা যোজনা আছে - ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ যার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হয়। কার্ডটি পরিবারের মহিলার নামে দেওয়া হয় এবং তার বাবা-মাও চিকিৎসা করাতে পারেন। বাংলার সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

আমরা শহীদদের সম্মান এবং জাতীয়তাবাদের কথা বলি

প্রকৃত তথ্য

পুলওয়ামার হামলার সময় মোদি একটি তথ্যচিত্র শুটিংয়ে ব্যস্ত ছিলেন। রাজনৈতিক সুবিধা পাওয়ার আশায় পুলওয়ামা শহীদদের নামে ভোট চাইলেন তিনি

FALSE
TRUE