মথুরাপুর ও দমদমে মোদীর জুমলার ফ্যাক্টচেক


প্রধানমন্ত্রীর দাবি

তালাবন্ধ ঘরে ঢুকে তৃণমূলের গুন্ডারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে

TRUTH

ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে গেরুয়া পরিহিত লোকেরা পাথর ছুঁড়ছে এবং বিদ্যাসাগর কলেজে ঢুকছে ঝামেলা করতে। দেখা যাচ্ছে বিজেপির রঙের জামা পরা লোকেরা বিদ্যাসাগরের মূর্তি বের করে আনছে ও ভেঙে টুকরো টুকরো করে দিল।

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

বাংলায় জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা সরস্বতী স্লোগান দেওয়া কঠিন

TRUTH

সারা রাজ্যে গত বছর প্রায় ৩০,০০০ দুর্গাপুজো হয়েছিল, বাংলার ১০,০০০-এরও বেশি বিদ্যালয় ও কলেজে এবং বাড়িতেও সরস্বতী পুজো হয়। গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ২৮,০০০ ক্লাবকে দুর্গাপুজোর জন্য ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছিলেন, কিন্তু বিজেপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। আয়কর দপ্তর ৪০টি দুর্গাপুজো কমিটিকে নোটিস পাঠিয়েছিল

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

মোদী সরকার ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করছে কিন্তু দিদি এই সব মানুষকে বঞ্চিত করছে।

TRUTH

বাংলায় আরো ভালো স্বাস্থ্যবীমা যোজনা আছে - ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ - যার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হয়। কার্ডটি পরিবারের মহিলার নামে দেওয়া হয় এবং তার বাবা-মাও চিকিৎসা করাতে পারেন। বাংলার সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

স্টিকার দিদি কেন্দ্রের প্রকল্পে নিজেদের স্টিকার লাগিয়ে দিচ্ছে।

TRUTH

কন্যাশ্রী শুরু হয়েছিল ২০১৩তে যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও শুরু হয়েছে ২০১৫ তে। "স্বাস্থ্যসাথী" বীমা প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ করে রাজ্য। "কৃষক বন্ধু" প্রকল্পে বছরে ৫০০০ টাকা প্রতি একর কৃষকদের দেওয়া হয় যা কেন্দ্রের থেকে বেশী। বাংলা ফসল বীমা যোজনার আওতায় শস্য বীমার পুরো প্রিমিয়াম রাজ্য সরকার বহন করে।

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

যখন থেকে চৌকিদার এসেছে, বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলা বন্ধ আছে।

TRUTH

সাতজন জওয়ান পাঠানকোট হামলায় মারা গেছে। উড়ি হামলায় ১৭ জন জওয়ান মারা যায়। পুলওয়ামা হামলায় ৪০ জন জওয়ান মারা যায়। ২০১৩ সালে কাশ্মীরে ১৭০টি সন্ত্রাস হামলার ঘটনা ঘটেছে যেখানে ২০১৮ সালে ৬১৪টি সন্ত্রাসের ঘটনা ঘটেছে- ২৬০% বেড়ে গেছে

FALSE
TRUE