বাঁকুড়ায় নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক


প্রধানমন্ত্রীর দাবি

মমতার দলের NREGA (১০০ দিনের কাজ) তেও তোলাবাজি করছে

TRUTH

জাতীয় গ্রামীণ কর্মসংস্থানে তৈরী এবং এই খাতে অর্থ ব্যায়ে সেরার শিরোপা লাভ করেছে বাংলা। ২০১৭-১৮ অর্থবর্ষে বাংলা একই ২৮.২১ কোটি কর্মদিবস তৈরী করেছে এবং ৭,৩৩৫ কোটিরও বেশি টাকা এই খাতে ব্যয় করেছে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

যখন বাংলায় সাইক্লোন এল আমি দু’বার দিদিকে ফোন করি কিন্তু উনি আমার ফোন ধরেননি

TRUTH

যখন ‘ফণী’ বাংলায় প্রবেশ করে, মোদীজি তাঁর নির্বাচনি প্রচারে রাজস্থানে ভাষণ দিতে ব্যাস্ত ছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮ ঘন্টার জন্য তাঁর সমস্ত নির্বাচনী সভা বাতিল করেন এবং নিজে খড়্গপুর থেকে সারাক্ষণ নজরদারী চালিয়ে গেছেন। তিনদিন পর নরেন্দ্র মোদি বাংলায় যখন তাঁর একটি রাজনৈতিক সভায় আসেন তখন মমতা বন্দ্যোয়াপাধ্যায়কে কলাইকুন্ডা তে ডেকে পাঠান

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

তৃণমূল নেতারা কয়লা খনি অঞ্চল থেকে টাকা তুলছে

TRUTH

২০১৬ সালে রাণিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মণিশ শর্মা (ওরফে মণিশ জোশী) ছয় জন কয়লা মাফিয়া সহ কয়েক কোটি টাকা এবং বেআইনী অস্ত্র সমেত গ্রেফতার হন

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

২০২২-এর মধ্যে সমস্ত দরীদ্র, আদিবাসী, দলিত এবং পিছিয়ে পরা পরিবার কে পাকা বাড়ি দেওয়া হবে

TRUTH

সরকার ২০১৯-এর মার্চ মাস পর্যন্ত এক কোটি গ্রামীণ আবাস তৈরী করার পরিকল্পনা গ্রহণ করেছিল যে কাজ এখনও ৪০% পূরণ হয়নি। এমনকি অনুমোদন পাওয়ার ২ বছর পরেও ৩৫ শতাংশ বাড়ি এখনও অসম্পূর্ণ। ৪.৭ লক্ষ ভূমিহীন মানুষের মধ্যে কেবলমাত্র ১২ শতাংশ মানুষ জমি পেয়েছেন যার উপর এখনও প্রযন্ত বাড়ি তৈরী করা বাকি

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

স্পীডব্রেকার দিদি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প আটকে রেখেছে। এই প্রকল্পে গরীবরা সুবিধা পেত

TRUTH

বাংলায় আরো ভালো স্বাস্থ্যবীমা যোজনা আছে - ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ - যার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হয়। কার্ডটি পরিবারের মহিলার নামে দেওয়া হয় এবং তার বাবা-মাও চিকিৎসা করাতে পারেন। বাংলার সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

যারা কালী, সরস্বতী, রাম ও দুর্গার পুজো ভয়ের পরিবেশে করে তাদের ক্ষোভ নিয়ে দুশ্চিন্তা চিন্তা করা উচিত দিদির

TRUTH

সারা রাজ্যে গত বছর প্রায় ৩০,০০০ দুর্গাপুজো হয়েছিল, বাংলার ১০,০০০-এরও বেশি বিদ্যালয় ও কলেজে সরস্বতী পুজো হয়। গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ২৮,০০০ ক্লাবকে দুর্গাপুজোর জন্য ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছিলেন, কিন্তু বিজেপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। আয়কর দপ্তর ৪০টি দুর্গাপুজো কমিটিকে নোটিস পাঠিয়েছিল

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

যাদের চিটফাণ্ডে টাকা লুঠ হয়েছে তাদের ক্ষোভ নিয়ে অবশ্যই দুশ্চিন্তা করা উচিত দিদির

TRUTH

বাম আমলে চিটফান্ড দুর্নীতিগুলো হয়েছিল। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার সরকার দুর্নীতি কমানোর কাজ করেছে এবং চিটফাণ্ড কাণ্ডের মূল অভিযুক্তকে কাশ্মীর থেকে গ্রেফতার করেছে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

তরুণ প্রজন্ম যারা চাকরি পাচ্ছে না তাদের ক্ষোভ নিয়ে দুশ্চিন্তা করা উচিত দিদির

TRUTH

সারা দেশে যখন নোটবন্দির পর দুই কোটি চাকরি নষ্ট হয়েছে, বাংলায় বেকারত্ব আমরা ৪০% কমিয়েছি। সম্প্রতি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অনেক মৌ সাক্ষর হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে ১০ লক্ষ কর্মসংস্থান করা হবে

FALSE
TRUE