রানাঘাটে নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক


প্রধানমন্ত্রীর দাবি

বাংলায় অনেক হিংসা হচ্ছে যা গণতন্ত্রের পক্ষে ঠিক নয়

প্রকৃত তথ্য

২০১৪-১৭ সালের মধ্যে ২,৯২০ টি সাম্প্রদায়িক ঘটনার রিপোর্ট পাওয়া গেছে যেখানে ৩৮৯ জন নিহত হয়েছেন আর ৮,৮৯০ জন আহত হয়েছেন। উত্তরপ্রদেশ ও রাজস্থানে সবচেয়ে বেশী মানুষ মারা গেছেন। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ৯৮% অপরাধ হয়েছে গোরক্ষার নামে। ৫৮% আক্রমণ হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

শরণার্থীদের এখানে নাগরিকত্ব দেওয়া হবে

প্রকৃত তথ্য

নাগরিকত্ব (সংশোধনী) বিলের অধীনে, নাগরিকত্ব পাওয়ার আগে ছয় বছরের জন্য তাদের বিদেশী ঘোষণা করা হবে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আমরা পেনশন দেব

প্রকৃত তথ্য

বাংলায় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যে কোনও অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ২০০০০ টাকা থেকে ৬০০০০ আর্থিক সহায়তা পায়। ৬০ বছর বয়সের পরে তারা প্রভিডেন্ট ফান্ড পান

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

কেন্দ্রীয় প্রকল্পগুলির ওপর দিদি নিজের নামের স্টিকার বসিয়েছেন

প্রকৃত তথ্য

কৃষকদের শস্য বীমার পুরো কৃতিত্ব কেন্দ্র নিচ্ছে, অথচ শস্য বীমার মাত্র ২০% টাকা কেন্দ্র দেয় আর বাকি ৮০% টাকা দেয় রাজ্য সরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদের শস্য বীমার পুরো টাকাটাই রাজ্য সরকার দেবে। কেন্দ্রের কোনও সাহায্য আমরা নেব না

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

মতুয়া সম্প্রদায়কে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কোনরকম সাহায্য করেননি

প্রকৃত তথ্য

মতুয়া সংঘ বিকাশ পর্ষদ করেছে বাংলার সরকার। উত্তর ২৪ পরগণা জেলায় মতুয়া সম্প্রদায়ের জন্য নতুন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় হচ্ছে। বিজেপি বাংলায় এনআরসি আনতে চায়, বাংলায় এনআরসি হলে ৫০ লক্ষ মতুয়া তাদের নাগরিকত্ব হারাবেন

FALSE
TRUE