বাংলায় অমিত শাহের জুমলার ফ্যাক্টচেক
অমিত শাহের দাবি
দুর্গাপুজো, সরস্বতী পুজোর করার অনুমতি দেওয়া হচ্ছে না বাংলায়
প্রকৃত তথ্য
সারা রাজ্যে গতবছর প্রায় ৩০,০০০ দুর্গাপুজো হয়েছিল, বাংলার ১০,০০০ এরও বেশি বিদ্যালয় ও কলেজে সরস্বতী পুজো হয়েছিল। গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ২৮,০০০ ক্লাবকে দুর্গাপুজোর জন্য ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছিলেন, কিন্তু বিজেপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। আয়কর দপ্তর ৪০টি দুর্গাপুজো কমিটি কে নোটিস পাঠিয়েছিল
অমিত শাহের দাবি
গরিব মানুষের আয়ুষ্মান ভারতের সুবিধা নিতে দিচ্ছে না মমতা দিদি কারণ এতে মোদীর জনপ্রিয়তা বাড়বে
প্রকৃত তথ্য
বাংলায় আরো ভালো স্বাস্থ্যবীমা যোজনা আছে - ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ যার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হয়।কার্ডটি পরিবারের মহিলার নামে দেওয়া হয় এবং তার অভিভাবকরাও চিকিৎসা করাতে পারবেন। সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
অমিত শাহের দাবি
আমরা নাগরিকত্ব বিল আনব। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খৃষ্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে
প্রকৃত তথ্য
নাগরিকত্ব বিল অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার আগে আপনাকে ছয় বছরের জন্য বিদেশী ঘোষণা করা হবে তারপর সরকারের মর্জির ওপর নির্ভর করবে আপনি নাগরিকত্ব পাবেন কিনা
অমিত শাহের দাবি
মতুয়া সম্প্রদায় বহুদিন ধরে তাদের মর্যাদা দেওয়ার দাবী জানিয়ে আসছে। মোদী সরকার তাদের সেই মর্যাদা দেবে
প্রকৃত তথ্য
মতুয়া সম্প্রদায়ের জন্য বিকাশ পরিষদ তৈরী করা হয়েছে। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরী হচ্ছে উত্তর ২৪ পরগণায়। বিজেপি এনআরসি নিয়ে আস্তে চাইছে বাংলায়, যা বাস্তবায়িত হলে পাঁচ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব হারাবেন। সর্বভারতীয় মতুয়া মহাসংঘ এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করেছে
অমিত শাহের দাবি
মমতা দিদির সরকার অনুপ্রবেশ সমর্থন করে
প্রকৃত তথ্য
অনুপ্রবেশ যাতে না হয় সেই সেইদিকে নজর রাখার দায়িত্বে সীমান্ত রক্ষা বাহিনীর, স্বরাষ্ট্র দফতরের অধীনে থাকা একটি কেন্দ্রীয় সংস্থা। রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই
অমিত শাহের দাবি
কোনও নতুন বিনিয়োগ আসেনি বাংলায়। কোনও নতুন শিল্প গড়ে ওঠেনি
প্রকৃত তথ্য
২০১৫-২০১৯ সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট বিনিয়োগ হয়েছে ৯.৪৭ কোটি টাকা। শিল্পক্ষেত্রে ভারতের বৃদ্ধির হার ৪.৪% ও বাংলায় শিল্পবৃদ্ধির হার ১১.৪১%। কর্মসংস্থান-নির্ভর শিল্পে জিভিএর নিরিখে যে পাঁচ রাজ্য জাতীয় গড়ের তুলনায় এগিয়ে, তার মধ্যে বাংলা অন্যতম
অমিত শাহের দাবি
বাংলায় চিটফান্ড দুর্নীতি হয়েছে এবং গরীবদের টাকা লুঠ হয়েছে
প্রকৃত তথ্য
চিটফান্ডের উদ্ভব বামফ্রন্ট সরকারের আমলে হয়েছিল। তৃণমূল সরকার সক্রিয়ভাবে চিটফান্ডগুলির কার্যকলাপ বন্ধ করেছে। এমনকি প্রধান অভিযুক্তকে কাশ্মীর থেকে গ্রেফতার করেছে
অমিত শাহের দাবি
আমরা প্রতি বাড়িতে মহিলাদের জন্য গ্যাস- সিলিন্ডার দিয়েছি
প্রকৃত তথ্য
২০১৫-১৬ সালে বছরে গড়ে প্রতি পরিবার পিছু ৬.২৭ এলপিজি সংযোগ দেওয়া হতো। কিন্তু উজ্জ্বলা স্কীম চালু হওয়ার পর, ব্যবহৃত সিলিন্ডার সংখ্যা গড়ে ৫.৬ এর নীচে নেমে আসে। ভারতে এলপিজি সংযোগ সংখ্যা বৃদ্ধি পেয়েছে তবে সিলিন্ডারের দাম বেশি হওয়ায় মানুষ কেরোসিন এবং জ্বালানি কাঠ ব্যবহারে ফিরে যাচ্ছে
অমিত শাহের দাবি
আমরা প্রতি গ্রামে এবং প্রতি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছি
প্রকৃত তথ্য
সরকার প্রতি পরিবারকে বিদ্যুৎ প্রদানের লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছে, চারটি রাজ্যের ১.০৫ কোটি বাড়িতে বিদ্যুৎ নেই
অমিত শাহের দাবি
বিজেপি সরকার বাংলাকে ৫ বছরে ৪.২৪ কোটি টাকা দিয়েছে
প্রকৃত তথ্য
বামফ্রন্ট সরকারের করে যাওয়া ৩.৪৫ লক্ষ কোটি টাকার ঋণ বাংলাকে শোধ করতে হয়, এ ব্যাপারে কেন্দ্র কোনও সাহায্য করে না। আমরা ২০১৮-১৯ সালে ৪৭ হাজার কোটি টাকা শোধ করছি। সমস্ত উন্নয়ন মূলক কাজ রাজ্যের নিজের টাকায় হচ্ছে
অমিত শাহের দাবি
মমতা দিদির গুন্ডারা গণতন্ত্রের তোয়াক্কা না করে, বিরোধীদের আক্রমন করছে
প্রকৃত তথ্য
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মুর্শিদাবাদের ডোমকলে বোমার আঘাতে তিনজন তৃণমূল কর্মী আহত হন। চতুর্থ দফায় বীরভূমে বিজেপি কর্মীরা নিষ্ঠুর ভাবে তৃণমূল কর্মীদের মারধর করেছে। উল্টোদিকে, নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী বিজেপি শাসিত ত্রিপুরায় ব্যাপক ছাপ্পা ও বুথ দখল হয়েছে
- বেলুড় মঠে মোদীর বক্তব্য জানুয়ারি ১২, ২০২০- সত্যতা যাচাই
- Fact Check – Modi speech in Belur Math, Bengal (January 12, 2020)
- দিল্লির রামলীলা ময়দানে মোদী জুমলার তথ্যযাচাই
- Fact Check – Modi speech in Ramlila Maidan, Delhi (December 22, 2019)
- মথুরাপুর ও দমদমে মোদীর জুমলার ফ্যাক্টচেক
- Fact-Check of Narendra Modi’s speech at Mathurapur and Dum Dum
- Fact-Check of Narendra Modi’s speech at Diamond Harbour
- Fact-Check of Narendra Modi’s speech at Taki
- Fact-Check of Amit Shah’s speech in Bengal
- Fact-Check of Narendra Modi’s speech at Purulia
- পুরুলিয়ায় নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক
- বাঁকুড়ায় নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক
- Fact-Check of Narendra Modi’s speech at Bankura
- Fact-Check of Amit Shah’s speech in Bengal
- Fact-Check of Narendra Modi’s speech at Tamluk
- Fact-Check of Narendra Modi’s speech at Jhargram
- বাংলায় অমিত শাহের জুমলার ফ্যাক্টচেক
- বারাকপুরে নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক
- শ্রীরামপুরে নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক
- রানাঘাটে নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক
- বোলপুরে নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক
- আসানসোলে নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক
- বাংলায় অমিত শাহের জুমলার ফ্যাক্টচেক
- হাওড়ায় রাজনাথ সিংহর জুমলার ফ্যাক্টচেক
- রায়গঞ্জে অমিত শাহের জুমলার ফ্যাক্টচেক
- কালিম্পঙে অমিত শাহের জুমলার ফ্যাক্টচেক
- Fact-check of Narendra Modi’s speech at Coochbehar
- Fact-check of Narendra Modi’s speech at Coochbehar
- Fact-check of Narendra Modi’s speech at Kolkata
- Fact-check of Narendra Modi’s speech at Siliguri
- Fact-check of Amit Shah’s speech at Alipurduar
- Fact-check of Narendra Modi’s speech at Jalpaiguri