বাংলায় অমিত শাহের জুমলার ফ্যাক্টচেক


অমিত শাহের দাবি

দুর্গাপুজো, সরস্বতী পুজোর করার অনুমতি দেওয়া হচ্ছে না বাংলায়

প্রকৃত তথ্য

সারা রাজ্যে গতবছর প্রায় ৩০,০০০ দুর্গাপুজো হয়েছিল, বাংলার ১০,০০০ এরও বেশি বিদ্যালয় ও কলেজে সরস্বতী পুজো হয়েছিল। গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ২৮,০০০ ক্লাবকে দুর্গাপুজোর জন্য ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছিলেন, কিন্তু বিজেপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। আয়কর দপ্তর ৪০টি দুর্গাপুজো কমিটি কে নোটিস পাঠিয়েছিল

FALSE
TRUE

অমিত শাহের দাবি

গরিব মানুষের আয়ুষ্মান ভারতের সুবিধা নিতে দিচ্ছে না মমতা দিদি কারণ এতে মোদীর জনপ্রিয়তা বাড়বে

প্রকৃত তথ্য

বাংলায় আরো ভালো স্বাস্থ্যবীমা যোজনা আছে - ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ যার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হয়।কার্ডটি পরিবারের মহিলার নামে দেওয়া হয় এবং তার অভিভাবকরাও চিকিৎসা করাতে পারবেন। সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

FALSE
TRUE

অমিত শাহের দাবি

আমরা নাগরিকত্ব বিল আনব। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খৃষ্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে

প্রকৃত তথ্য

নাগরিকত্ব বিল অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার আগে আপনাকে ছয় বছরের জন্য বিদেশী ঘোষণা করা হবে তারপর সরকারের মর্জির ওপর নির্ভর করবে আপনি নাগরিকত্ব পাবেন কিনা

FALSE
TRUE

অমিত শাহের দাবি

মতুয়া সম্প্রদায় বহুদিন ধরে তাদের মর্যাদা দেওয়ার দাবী জানিয়ে আসছে। মোদী সরকার তাদের সেই মর্যাদা দেবে

প্রকৃত তথ্য

মতুয়া সম্প্রদায়ের জন্য বিকাশ পরিষদ তৈরী করা হয়েছে। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরী হচ্ছে উত্তর ২৪ পরগণায়। বিজেপি এনআরসি নিয়ে আস্তে চাইছে বাংলায়, যা বাস্তবায়িত হলে পাঁচ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব হারাবেন। সর্বভারতীয় মতুয়া মহাসংঘ এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করেছে

FALSE
TRUE

অমিত শাহের দাবি

মমতা দিদির সরকার অনুপ্রবেশ সমর্থন করে

প্রকৃত তথ্য

অনুপ্রবেশ যাতে না হয় সেই সেইদিকে নজর রাখার দায়িত্বে সীমান্ত রক্ষা বাহিনীর, স্বরাষ্ট্র দফতরের অধীনে থাকা একটি কেন্দ্রীয় সংস্থা। রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই

FALSE
TRUE

অমিত শাহের দাবি

কোনও নতুন বিনিয়োগ আসেনি বাংলায়। কোনও নতুন শিল্প গড়ে ওঠেনি

প্রকৃত তথ্য

২০১৫-২০১৯ সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট বিনিয়োগ হয়েছে ৯.৪৭ কোটি টাকা। শিল্পক্ষেত্রে ভারতের বৃদ্ধির হার ৪.৪% ও বাংলায় শিল্পবৃদ্ধির হার ১১.৪১%। কর্মসংস্থান-নির্ভর শিল্পে জিভিএর নিরিখে যে পাঁচ রাজ্য জাতীয় গড়ের তুলনায় এগিয়ে, তার মধ্যে বাংলা অন্যতম

FALSE
TRUE

অমিত শাহের দাবি

বাংলায় চিটফান্ড দুর্নীতি হয়েছে এবং গরীবদের টাকা লুঠ হয়েছে

প্রকৃত তথ্য

চিটফান্ডের উদ্ভব বামফ্রন্ট সরকারের আমলে হয়েছিল। তৃণমূল সরকার সক্রিয়ভাবে চিটফান্ডগুলির কার্যকলাপ বন্ধ করেছে। এমনকি প্রধান অভিযুক্তকে কাশ্মীর থেকে গ্রেফতার করেছে

FALSE
TRUE

অমিত শাহের দাবি

আমরা প্রতি বাড়িতে মহিলাদের জন্য গ্যাস- সিলিন্ডার দিয়েছি

প্রকৃত তথ্য

২০১৫-১৬ সালে বছরে গড়ে প্রতি পরিবার পিছু ৬.২৭ এলপিজি সংযোগ দেওয়া হতো। কিন্তু উজ্জ্বলা স্কীম চালু হওয়ার পর, ব্যবহৃত সিলিন্ডার সংখ্যা গড়ে ৫.৬ এর নীচে নেমে আসে। ভারতে এলপিজি সংযোগ সংখ্যা বৃদ্ধি পেয়েছে তবে সিলিন্ডারের দাম বেশি হওয়ায় মানুষ কেরোসিন এবং জ্বালানি কাঠ ব্যবহারে ফিরে যাচ্ছে

FALSE
TRUE

অমিত শাহের দাবি

আমরা প্রতি গ্রামে এবং প্রতি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছি

প্রকৃত তথ্য

সরকার প্রতি পরিবারকে বিদ্যুৎ প্রদানের লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছে, চারটি রাজ্যের ১.০৫ কোটি বাড়িতে বিদ্যুৎ নেই

FALSE
TRUE

অমিত শাহের দাবি

বিজেপি সরকার বাংলাকে ৫ বছরে ৪.২৪ কোটি টাকা দিয়েছে

প্রকৃত তথ্য

বামফ্রন্ট সরকারের করে যাওয়া ৩.৪৫ লক্ষ কোটি টাকার ঋণ বাংলাকে শোধ করতে হয়, এ ব্যাপারে কেন্দ্র কোনও সাহায্য করে না। আমরা ২০১৮-১৯ সালে ৪৭ হাজার কোটি টাকা শোধ করছি। সমস্ত উন্নয়ন মূলক কাজ রাজ্যের নিজের টাকায় হচ্ছে

FALSE
TRUE

অমিত শাহের দাবি

মমতা দিদির গুন্ডারা গণতন্ত্রের তোয়াক্কা না করে, বিরোধীদের আক্রমন করছে

প্রকৃত তথ্য

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মুর্শিদাবাদের ডোমকলে বোমার আঘাতে তিনজন তৃণমূল কর্মী আহত হন। চতুর্থ দফায় বীরভূমে বিজেপি কর্মীরা নিষ্ঠুর ভাবে তৃণমূল কর্মীদের মারধর করেছে। উল্টোদিকে, নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী বিজেপি শাসিত ত্রিপুরায় ব্যাপক ছাপ্পা ও বুথ দখল হয়েছে

FALSE
TRUE