বোলপুরে নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক


প্রধানমন্ত্রীর দাবি

দিল্লি থেকে সস্তায় রেশন দেওয়া হয়, কিন্তু এখানকার মানুষ তা পায় না

প্রকৃত তথ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত খাদ্যসাথী প্রকল্পে ২টাকা কিলো খাদ্যশষ্য মানুষ পায়, কেন্দ্রের খাদ্যসুরক্ষা প্রকল্পে মাত্র ৫ কোটি মানুষ সুবিধা পেতে পারেন, কিন্তু বাংলার নিজস্ব স্পেশাল প্যাকেজ আছে। এ রাজ্যের ৮.৫ কোটি মানুষ খাদ্যসাথী প্রকল্পের সুবিধা পান। ভারতের ২৫৯টা প্রকল্পের মধ্যে বাংলার খাদ্যসাথী প্রকল্প স্কচ পুরস্কার লাভ করেছে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

বাংলায় তোলাবাজি ছাড়া কোনও কাজ হয়?

প্রকৃত তথ্য

বিজেপি নেতা রনজিত মজুমদার গ্যাস কেলেঙ্কারির সাথে যুক্ত। বাংলায় বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার চাকরি দেওয়ার নাম করে এসএসসি-প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছিলেন। সিআইডি-র খাতায় শিশু চুরির ঘটনায় কৈলাশ বিজয়বর্গী ও রুপা গাঙ্গুলির নাম আছে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

মানুষের উপর সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে কয়লা মাফিয়া

প্রকৃত তথ্য

২০১৬ সালে, রানীগঞ্জের বিজেপি প্রার্থী মণীশ শর্মা (ওরফে মণীশ যোশী) আরও ছয়জন কয়লা মাফিয়াদের সাথে গ্রেফতার হয়েছিলেন। কোটি কোটি টাকা ও অস্ত্র পাওয়া গিয়েছিল তাদের কাছে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

সরস্বতী পুজো, দুর্গা পুজো ভয়ের পরিবেশে করতে হয় বাংলায়

প্রকৃত তথ্য

বাংলাজুড়ে ২৮ হাজার দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার মতে এটি 'বিশ্বের সর্ববৃহৎ সর্বজনীন উৎসব'। রেডরোডে দুর্গা পুজো বিসর্জন কার্নিভ্যাল সারা বিশ্বে প্রসিদ্ধ। রাজ্যের ১০,০০০ বিদ্যালয়ে সরস্বতী পুজো করা হয়

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

আমরা অনেক নতুন চুক্তি করেছি বন্ধুত্বের মাধ্যমে এবং জ্বালানি তেলের দাম কমিয়েছি

প্রকৃত তথ্য

২০১৮তে জ্বালানির মূল্য রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের মূল্য ৯০ টাকা লিটার ছাড়িয়ে গেছে। যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের মূল্য এবং মূল্যস্ফীতি অনেক কম ছিল আগের সরকারের সময়। মোদীবাবু কর কমাননি, যার ফলে দাম বাড়ে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

মোদীর আয়ুষ্মান ভারত সহ প্রত্যেকটি কাজকে আটকে দেয় দিদি

প্রকৃত তথ্য

আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য রাজ্যকে ৪০ শতাংশ টাকা দিতে হয়। বাংলায় আরো ভালো স্বাস্থ্য বীমা যোজনা আছে - ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ যার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হয়। সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

কৃষকদের জন্য প্রকল্প বাংলায় নাকচ হয়ে যায়

প্রকৃত তথ্য

গত পাঁচ বছরে ভারতের কৃষকদের আয় ৬.৫ শতাংশ কমেছে। বাংলায় কৃষকদের আয় ৯১,০২০ টাকা ২০১০-১১ থেকে বেড়ে ২.৯১ লক্ষ ২০১৭-১৮ তে তিনগুণ হয়েছে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

দিদির একটাই ভাবনা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের এনে মোদীকে তাড়ানো

প্রকৃত তথ্য

অনুপ্রবেশ যাতে না হয় সেই সেইদিকে নজর রাখার দায়িত্বে সীমান্ত রক্ষা বাহিনীর, যা স্বরাষ্ট্র দফতরের অধীনে। রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

বাংলায় অনেক পর্যটনের সম্ভাবনা আছে, কিন্তু কিছুই হচ্ছে না

প্রকৃত তথ্য

আগত বিদেশি পর্যটকদের সংখ্যার নিরিখে দেশের মধ্যে বাংলা ষষ্ঠ স্থানে - কেরল ও গোয়ার থেকেও এগিয়ে

FALSE
TRUE