মার্চ ২৭, ২০২০
দুর্যোগ এলে দুর্ভোগ হয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

করোনার বিষয়ে সাম্প্রতিক সরকারি সমস্ত উদ্যোগ জানাতে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখে নেওয়া যাক, তিনি কি বললেনঃ–
উত্তরবঙ্গে ল্যাব খোলা হল, ওখানেই সেই টেস্ট হবে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা ঠিক রাখা হয়েছে। সারা বাংলার বাজার চালু আছে।
গ্রামের বাজারেও দূরত্ব বজায় রেখে কেনাবেচা করুন।
একমাসের রেশন আপাতত বিনামূল্যে দিতে বলা হয়েছে। সমস্ত ভাতা অগ্রিম দুমাসের দেওয়া হচ্ছে।
মানবিক দৃষ্টি নিয়ে মানুষের পাশে থাকতে হবে প্রশাসনকে।
পুলিশের মানবিক কাজ পেয়েছি। অভিযোগ পাওয়া পুলিশদের ক্লোজ ডাউন করা হয়েছে। প্রয়োজনীয় কাজে বেরোলে আটকানো যাবেনা।
সারা পৃথিবীর সঙ্কট আমাদের গ্রাস করছে। সকলের সহযোগিতা পাচ্ছি। ধর্মীয় সংস্থারা সকলে নিয়ম মেনেছে, তাই, তাদের ধন্যবাদ।
কেন্দ্র ১৪ পর্যন্ত ঘোষণা করেছে। আমরা ৩০ তারিখে পুনর্বিবেচনা করবো।
যারা রাজ্য সরকারের ত্রান তহবিলে টাকা দেবেন, আয়কর ছাড় পাবেন।
স্টেট কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কাজ করছে, ১০৭০। জেলার কন্ট্রোল রুমও আছে।
পিপিই যা পেয়েছি, ছাড়ছি। স্যানিটাইজার যা পাচ্ছি, পাঠাচ্ছি।
মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ। আমরা অনুরোধ করায় সাহায্য করেছে। বাকি ১৮টি রাজ্যেও আমি চিঠি পাঠিয়েছি সেখানে থাকা বাংলার মানুষদের সাহায্য করতে।
পোস্তাকে বলেছি, যারা কাজ করবে, তাদের ওখানে ধর্মশালায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করছে। ১০০ দিনের কর্মীদের বলব তাদের টাকা বাড়ানো হয়েছে, বীমা করা হয়েছে, আপনারা কাজ করুন।
অনেকে ফেক নিউজ ছড়াচ্ছে। কাজ করতে করতে রোগ হতে পারে, ঠাণ্ডা মাথায় চিকিৎসা করতে হবে। ফেক নিউজ খুঁজে ব্যবস্থা নেওয়া হবে।
ডেডিকেটেড ভলেন্টিয়ার চাই। অনলাইনে আমাদের জানান। রোজ ২৫০ টাকা করে দেওয়া হবে। ওষুধের কোনও অভাব নেই। হোম ডেলিভারি নিয়ে কথা চলছে।