সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৫, ২০২০

তৃণমূলের বুথ কর্মীরাই দলের সম্পদ: দিদি 

তৃণমূলের বুথ কর্মীরাই দলের সম্পদ: দিদি 

আজ কৃষ্ণনগর সরকারি কলেজে কর্মিসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলের বুথ কর্মীরাই দলের সম্পদ। মহিলারাও দলের সম্পদ, দিদি বলেন। কর্মীদের সম্মান জানানোর জন্যই আমরা ১৯৯৮ সালে এই দল গঠন করেছিলাম, বলেন তিনি।

দিদি কথায়, “আমাদের মা-বোনেরাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সম্পদ। ভোটের আগে অনেকেই বলে মহিলাদের ৩৩% সংরক্ষণের কথা, কার্যক্ষেত্রে কেউ করে না। কিন্তু সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস একমাত্র দল, সংরক্ষণ না থাকা সত্ত্বেও আমাদের নির্বাচিত মহিলা সাংসদ ৪১%। অর্থাৎ, তৃণমূল কংগ্রেস কাজে করে দেখায়।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার পথ চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায়, সব সম্প্রদায়ের মানুষ আজ তৃণমূলের পাশে আছে। সকল ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে চলাই করাই আমাদের কাজ।”

দিদি জানান, দলের সংগ্রাম এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা তিনি নিজের লেখা ১০২টি বইতে লিপিবদ্ধ করে রেখেছেন। “আমি একমাত্র লোক যে ১৯৯৩ সাল থেকে যা যা ঘটেছে, এই ২১ বছর কিভাবে পেরলো তা বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছি। বর্তমান রাজনীতিতে কি চলছে, কি পরিস্থিতি তা আমি আমার বইয়ে লিপিবদ্ধ করে রেখেছি। তৃণমূলের সংগ্রামের কাহিনী আমার সব বইতে আছে। আমি ১০২ টি বই লিখেছি। বাংলার পাশাপাশি হিন্দি, ইংরেজি, নেপালি, অল চিকি ও উর্দুতেও আমি বই লিখি প্রতি বছর,” বলেন দিদি। 

ওনার কথায়, বাংলার মানুষ যাতে বিপদে না পড়ে তা সরকার দেখে।