Rajya Sabha

ফেব্রুয়ারি ৩, ২০২০

সাংবাদিকদের রাজ্যসভার ঘটনাবলীর বিবরণ দিলেন সুখেন্দু শেখর রায়

সাংবাদিকদের রাজ্যসভার ঘটনাবলীর বিবরণ দিলেন সুখেন্দু শেখর রায়

রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ২৬৭ নম্বর নিয়মের অধীনে দেশজুড়ে চলতে থাকা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সংক্রান্ত আলোচনার দাবী জানান। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকেও একই নোটিস দেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে এই নোটিসকে খারিজ করা হয় এবং আলোচনার অনুমতি দেওয়া হয় না।

সকলেই জানেন দেশজুড়ে কি পরিস্থিতি। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীরা প্রকাশ্য জনসভায় বলছেন যারা সিএএর বিরোধীতা করছে, তাদের গুলি করে মারতে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী এইরকম উস্কানিমূলক বার্তা দিচ্ছে। ইতিমধ্যেই জামিয়া মিলিয়া ও শাহীন বাগে গুলি চালনার ঘটনা ঘটেছে। অনেকে আহত হয়েছেন। কিছু লোককে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরে অত্যাচার করা হচ্ছে।

এই কারণে সব বিরোধী দলের পক্ষ থেকেই আলোচনার দাবী জানানো হয়েছিল। এরম জ্বলন্ত বিষয় নিয়ে যদি সংসদে আলোচনা না করতে দেওয়া হয়, তাহলে সাংসদরা কোথায় যাবে? এটা শুধু দুর্ভাগ্যজনক নয় অকল্পনীয়ও বটে। যেখানে ওই নিয়মে আলোচনার সুযোগ আছে, তাহলে কেন আলোচনা করতে দেওয়া হচ্ছে না? এটা সমস্ত বিরোধী দল জানতে চাইছে। আজ আমরা দু’বার আলোচনার দাবী জানিয়েছিলাম। দু’বারই নাকচ করা হয়। এরপরই কার্যপ্রণালী আজকের মত খারিজ করে দেওয়া হয়।

আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলিকে আহ্বান জানিয়েছেন যেন পেশী শক্তি ও হিংসার রাজনীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদের পন্থা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক হয়। তিনি মাইলের পর মাইল হেঁটেছেন শান্তিপূর্ণ পদ্ধতিতে নিজের প্রতিবাদ জানাতে এবং মানুষকে এই অত্যাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে শামিল করতে। আমরাও সংসদে মানুষের কথাই তুলে ধরছি। এই প্রক্রিয়া চলবে।