March 1, 2017
Museum on Mahasweta Debi inaugurated by Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday inaugurated an archive of Mahasweta Debi’s great works, personal collections and prestigious awards, made in her home by the government.
“Mahasweta Debi devoted her entire life in the service of the poor and the needy. We are indeed very proud of her,” the Chief Minister said during the inauguration function.
A stalwart of civil rights movement for the tribal people, after the 2006 Singur movement lead by Mamata Banerjee, Mahasweta Debi, over 80 years of age at the time, was always beside the Trinamool Chairperson, who turned to her regularly for guidance.
The writer was the prime face on the dais during the yearly July 21 Martyr’s Day programme organised by the Trinamool Congress.
Mahasweta Debi has won both the Sahitya Akademi and Jnanpith awards for literary excellence. She is also a recipient of the Ramon Magsaysay award and the Padma Vibhushan, the country’s second-highest civilian honour. On 2011, she was conferred with the State’s highest civilian honor, Banga Bibhushan.
মহাশ্বেতা দেবী স্মরণে একটি সংগ্রহশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
মহাশ্বেতা দেবীর অসাধারন রচনা, ব্যাক্তিগত সংগ্রহ ও তাঁর প্রাপ্ত পুরষ্কারগুলি নিয়ে নির্মিত হল একটি সংগ্রহশালা। মঙ্গলবার মহাশ্বেতা দেবীর বাসস্থানে নির্মিত এই সংগ্রহশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, “মহাশ্বেতা দেবী তাঁর সারা জীবন দরিদ্র মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। আমরা ওনার জন্য খুব গর্ব অনুভব করি।”
আদিবাসীদের জন্য নাগরিক অধিকারের আন্দোলন, পরবর্তীকালে সিঙ্গুরের জমি আন্দোলন সহ বিভিন্ন জনআন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন। সবসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন। ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঞ্চে তিনিই হতেন প্রধান বক্তা।
সাহিত্যের জন্য মহাশ্বেতা দেবী অ্যাকাদেমী ও জ্ঞ্যানপীঠ পুরষ্কার পেয়েছিলেন। তিনি রামন ম্যাগসেসে ও পদ্মবিভূষণ পুরষ্কারেও ভূষিত হন। ২০১১ সালে তাঁকে রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান করা হয়।