March 29, 2017
Three more districts in Bengal to become open-defecation free

Three more districts in the state will be declared Open Defecation Free district (ODF) by April 30 which will take the total number of ODF districts in the State to seven. April 30 is celebrated as Nirmal Bangla Divas throughout the state.
The districts that will be declared ODF are South 24 Parganas, Burdwan and Cooch Behar. Four districts that have already been declared ODF are Nadia, North 24 Parganas, Hooghly and East Midnapore. Nadia was the country’s first ODF district while South 24 Parganas has the highest number toilets amounting to more than 6.50 lakh.
In 2017-18 financial year, five more districts will be declared ODF. They are Howrah, Malda, West Dinajpur, Birbhum and Murshidabad.
The Panchayat and Rural Development department along with district administrations have launched massive campaigns all over the state for Nirmal Bangla Mission.
বাংলার আরও তিনটি জেলাকে নির্মল জেলা ঘোষণা করা হবে
আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও তিনটি জেলা নির্মল জেলা (ODF) হিসেবে ঘোষিত হবে এর ফলে বাংলায় নির্মল জেলার (ODF) সংখ্যা হবে ৭। সারা রাজ্য জুড়ে ৩০ এপ্রিল ‘নির্মল বাংলা দিবস’ হিসেবে পালিত হয়।
এই তিনটি জেলা হল দক্ষিণ ২৪ পরগণা, বর্ধমান এবং কোচবিহার। ইতিমধ্যেই নদিয়া, উত্তর ২৪ পরগণা, হুগলী এবং পূর্ব মেদিনীপুর এই ৪টি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হয়েছে।
উল্লেখযোগ্য, নদীয়া জেলা দেশের প্রথম নির্মল জেলা হিসেবে স্বীকৃতি পায় ২০১৫ সালের ৩০শে এপ্রিল। দেশের সর্বাধিক সংখ্যার শৌচাগার নির্মিত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে – মোট ৬.৫০ লক্ষ শৌচাগার তৈরী হয়েছে এই জেলায়।
২০১৭-১৮ অর্থবর্ষে আরও ৫টি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে। সেগুলি হল হাওড়া, মালদা, পশ্চিম দিনাজপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ।
পঞ্চায়েত এবং গ্রামন্নয়ন বিভাগ জেলা শাসকদের সহযোগিতায় রাজ্য জুড়ে নির্মল বাংলা মিশনের প্রচার করেছে।