March 8, 2017
Trinamool to organise rallies across Bengal on the occasion of International Women’s Day

All India Trinamool Congress will organise rallies in every block of Bengal as well as in other States to mark International Women’s Day.
Every year Trinamool marks International Women’s Day every year with rallies and various activities. Mamata Banerjee has led rallies in the past too, in Kolkata.
It may be mentioned that while the Parliament is yet to enact the Women’s Reservation Bill, Trinamool already has 34% women MPs in Lok Sabha. The Bengal Govt has taken several initiatives for women’s empowerment, including the internationally acclaimed Kanyashree scheme.
রাজ্যজুড়ে পদযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করবে তৃণমূল
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা রাজ্যে ব্লকে ব্লকে পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল। এই বিশেষ দিনে সারা বিশ্বের সকল মা ও বোনেদের শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারে আসার পর থেকেই এ’রাজ্যে নারী বিকাশের ক্ষেত্রে তাঁর চিন্তাধারা ও কর্মসূচী সারা বিশ্বের নজর কেড়েছে। কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে এক বিশাল ভুমিকা পালন করছে। তাঁদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কর্মসংস্থানের বন্দোবস্ত করার পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তিনি মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি এই স্বনির্ভর গোষ্ঠীর তৈরি অনেক জিনিসপত্রের বিপণনের দায়িত্বও নিয়েছেন রাজ্য সরকার।
যদিও সংসদ এখনো ওমেন্স রেজারভেশন বিল পাশ করতে পারেনি, তৃণমূল লোকসভায় ৩৪% মহিলা সাংসদ নিয়ে নজির গড়েছে।