March 23, 2017
Jhargram to become Bengal’s 22nd district on April 4

Bengal Chief Minister Mamata Banerjee will declare Jhargram as a new district on April 4, 2017. It will become the 22nd district of the State. The occasion will be marked by cultural functions across the newly-formed district.
If everything goes as planned, the CM is scheduled to arrive in Jhargram on April 2 and attend an administrative meeting at Kharagpur of April 3. She will attend a public function at Jhargram Raj College grounds on April 4 at 1 PM where she will make the announcement. She will also inaugurate several projects on the occasion.
Currently, there are 21 districts in the state. The last district to be formed was Kalimpong (carved out of Darjeeling district). Asansol (carved out of Bardhaman) will be declared a new district before Poila Boishakh (April 15, 2017) as well.
The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.
৪ঠা এপ্রিল জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম
আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম। এই উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
আগামী ২ এপ্রিল ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ এপ্রিল খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রাম রাজ কলেজ মাঠে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি এবং সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।
বর্তমানে রাজ্যে মোট ২১টি জেলা রয়েছে। কয়েকদিন আগে নতুন জেলা হয়েছে কালিম্পং। পয়লা বৈশাখের আগেই আসানসোলকে নতুন জেলা ঘোষণা করা হবে।
আরও দুটি নতুন জেলা তৈরীর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। উত্তর ২৪ পরগনাকে ভাগ করে বসিরহাট এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ নিয়ে তৈরী হবে সুন্দরবন জেলা।