সাম্প্রতিক খবর

মার্চ ৪, ২০২০

আমার প্রাণ থাকতে আমি এখানে দাঙ্গা করতে দেব নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আমার প্রাণ থাকতে আমি এখানে দাঙ্গা করতে দেব নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মালদা জেলার ছোট সুজাপুরে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অত্যাচারের বিরুদ্ধে বার্তা দেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

তৃণমূল কংগ্রেস তৈরী হওয়ার আগে থেকে আমি এখানে আসি ও আপনাদের কাজ করি। আমার নেতা বাংলার জনগণ। আর তাদের নেতা জোড়াফুল।

ভোটের সময় এখানে কি সমঝোতা হয়, আমিও জানি। আপনাদের আজ কিছু দায়িত্ব দেব, যেটা আপনাদের পালন করতে হবে।

হিন্দু মুসলমানের ভাগাভাগি করে কংগ্রেস ও বিজেপি আসন ভাগ করে নিল। তৃণমূলে জাতপাতের ভেদাভেদ নেই। এখানে যে কোনোদিন কাজ করে না, তাঁকে জেতানো হল।

এখানকার চাষিদের পাশে সবসময় আমাদের সরকার থাকে। বাংলার গর্ব বাংলায় ভাগাভাগি নেই, আমরা এখানে দাঙ্গা করতে দিই না। যারা দাঙ্গা করতে উস্কোবে, তাদের থেকে সাবধানে থাকুন। দাঙ্গা লাগিয়ে ওরা পালিয়ে যাবে, আপনারা বিপদে পড়বেন।

আমরা এখানে সিএএ, এনআরসি, এনপিআর করতে দেবনা। এখানকার কোনও মানুষের অধিকার ভাম্রা কাড়তে দেবনা। নতুন করে কাউকে নাগরিক করতে সবাইকে বিরক্ত করা কেন?

আমাদের সবকিছু বাংলায়, নতুন করে কেন প্রমাণ দিতে হবে? বিজেপির এক নেতাকে আরটিআই করে জানতে চাওয়া হয়েছিল তার নাগরিকত্বের প্রমাণ দেখাতে, সে জানিয়েছে সে জন্মসূত্রে নাগরিক। তাহলে বাকিদের বেলায় অন্য নিয়ম কেন?

বিজেপিকে এখানে আনা মানে খাল কেটে কুমীর আনা। তৃণমূল যা কথা দেয়, তা রাখে। বাকি দল কথা দেওয়ার নামে ভাঁওতা দেয়।

দিল্লীতে এতো লোককে মেরে দিল। কেউ করোনা ভাইরাসে মারা গেলে, মনকে সান্তনা দেওয়া যেত। কিন্তু, এখানে তো গণহত্যা করা হয়েছে। কত মানুষ খুন হয়েছে, কেউ জানেনা। আজ পর্যন্ত বিজেপি বলল না, আমরা দুঃখিত। উপরন্তু, মাথায় ফেট্টি বেঁধে কলকাতায় মিছিল করে বলছে গোলি মারো। কলকাতা আর দিল্লী এক নয়। গোলি মাড় যারা বলেছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কেউ আইন হাতে তুলে নেবেন না। আমরা মানবতার প্রতীক। দিল্লীতে কোনও দাঙ্গা হয়নি, গণহত্যা হয়েছে। এখন টিভিতে করোনা করোনা করে দিল্লীর ঘটনা চেপে যাওয়া হচ্ছে। এখানে কাউকে একটা ইঁদুর কামড়ালেও সিবিআই তদন্ত চায় কিন্তু দিল্লীতে এতো মানুষ মারা যাওয়াতে একটাও বিচারবিভাগীয় তদন্ত হলনা। আমরা চাই সুপ্রীম কোর্টের অধীনে একটা বিচারবিভাগীয় তদন্ত হোক।

এখানে সব ভাইদের বলব, বোনরা বিপদে পড়লে পাশে দাঁড়াতে। উত্তরপ্রদেশে কোনও মেয়ে ধর্ষিত হলে, যে ধর্ষিত হচ্ছে তার পরিবারকে পুড়িয়ে মারা হচ্ছে। সেখানকার মুখ্যমন্ত্রী বলছে, কাউকে কোনও সাহায্য করা হবেনা।

বিজেপি জিতেই এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, রেল, এলআইসি সব বিক্রী করে দিচ্ছে। মানুষ প্রতিবাদ করলেই রক্তের হোলি খেলা। বিজেপিকে ধিক্কার জানাই। একদিকে খুন করে এনজিওর মাধ্যমে কিছু টাকা দিয়ে দিচ্ছে।

বাংলা কখনো মাথানত করেনি। বিজেপি আপনাদের জীবন, অস্তিত্ব কেড়ে নেবে। আমি ভয় পাইনা। আমার প্রাণ থাকতে আমি এখানে দাঙ্গা করতে দেব না।

আজ সব মনিষীদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। এটা চলতে পারেনা। আমাদের মা বোনেরা লড়তে পারে। আমরা দিল্লীর চোখ রাঙ্গানিকে পরোয়া করিনা। কেউ আমাদের অধিকার কাড়তে হলে লড়াই হবে। অসম দখল করে সব মানুষ তাড়িয়েছে। বিজেপির কোনও লজ্জা নেই। গণতন্ত্র গণতন্ত্রের পথে চলুক, এটাই চাই। উত্তরপ্রদেশে সিএএ নিয়ে আন্দোলনের জন্য বাংলার ছজনকে আটকে রেখেছে।

বিএসএফ গ্রামে গিয়ে ভয় দেখালে বলুন, আইন কানুন আপনাদের বিষয় না, রাজ্যের বিষয়।