মার্চ ২৭, ২০২০
পথে নেমে সবাইকে ভরসা দিলেন মুখ্যমন্ত্রী

আগেই জানিয়ে দিয়েছিলেন ঘরে বসে থেকে কাজ করতে পারবেন না তিনি, তাঁর বক্তব্য ছিল আমি বসে গেলে কে রাজ্যবাসীর জন্য কাজ করবে। করোনার প্রকোপে সারা রাজ্যের মানুষ যখন ঘরবন্দী, খাবার-থাকা নিয়ে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন অনেক মানুষ, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নামছেন পথে। আশ্বস্ত করে বার্ত দিচ্ছেন, তিনি থাকতে না খেয়ে মরতে হবে না কাউকে।
আজও একই ঘটনার স্বাক্ষী থাকলো রাজ্য। নবান্নে সাংবাদিক বৈঠক সেরেই তিনি বেরিয়ে পড়লেন কলকাতার পথে। প্রথমেই গেলেন আলিপুরে। লকডাউনের পরিস্থিতিতে রিকশাওয়ালাদের রোজগার একেবারেই নেই। তাঁদের হাতে খাবার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, চিন্তা করতে হবে না কাউকে। খাবারের ব্যবস্থা হবেই।
সেখান থেকে তিনি চলে যান কালীঘাটে। সেখানে নাইট শেল্টারের ব্যবস্থা করেছেন প্রশাসন। থাকছেন বহু গৃহহীন, ভবঘুরে মানুষ। সেখানেও তাঁদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেন তিনি। সঙ্গে বুঝিয়ে দেন ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’-এর গুরুত্ব।
গতকাল মুখ্যমন্ত্রী প্রথমে যান বড়বাজারের পোস্তা বাজারে। পাইকারি এই বাজার থেকে যাতে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় হেঁসেলের অত্যন্ত জরুরি পণ্যগুলি পৌঁছে যায়, সেই বিষয়টি বিশেষভাবে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী।
এরপরই পৌঁছেছিলেন জানবাজারে। খুচরো বিক্রেতা-ক্রেতাদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, রাস্তায় নিজেই তিনি দুজন মানুষের দূরত্ব কতটা থাকবে, সেই বিষয়ে গোল দাগ করে দেন।
জানবাজারের পর মুখ্যমন্ত্রী যান রফি আহমেদ কিদওয়াই রোডে। সেখানেও খুচরো বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। বুঝিয়ে দেন, খাদ্যদ্রব্য পাওয়া নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। পাওয়া যাবে সব। শুধু সতর্কতা জরুরি। গড়িয়াহাট মার্কেটেও যান তিনি। সেখানেও একইরকম নির্দেশ দেন সকলের উদ্দেশে।