মার্চ ৩০, ২০২০
করোনা বিরোধী সৈনিকদের জন্য হেল্পলাইন মুখ্যমন্ত্রীর

মানুষের পরিষেবায় দিনরাত এক করছেন তারা। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সহায়তায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সাহায্যে একটি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শামিল এই যোদ্ধাদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে এই হেল্পলাইন নম্বরের বিষয়ে জানিয়েছেন মমতা।
চিঠিতে সকলকে “প্রিয় সাথী” বলে সমন্মোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সারা পৃথিবী তো বটেই বাংলাও এখন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সকলের সাবধানে থাকবেন এবং নিজের বা পরিবারের কারোর কোন সাহায্যের প্রয়োজন হলে দপ্তরে যোগাযোগ করবেন। এই প্রেক্ষিতে তার দপ্তরের এক আধিকারিকের নন্বরও চিঠিতে দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও লিখেছেন, এই বিপদের দিনে সকলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। যে দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে রাজ্যের মানুষের সেবা করছেন তাঁরা তাকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এও জানিয়েছেন ষে তাদের সকলকে ধন্যবাদ জানানোর ভাষাও নেই তাঁর কাছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আশাবাদী যে যেভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে মিলে একসঙ্গে কাজ করছে, তার ফলে এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসবে বাংলা এবং গোটা দেশ।
তাঁর চিঠির মূল অংশটি নিম্নরূপঃ-
প্রিয় সাথী,
COVID-19 – কে কেন্তা করে সারা পৃথিবী এখন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে
দিয়ে চলছে। আমাদের প্রিয় বাংলাতেও তার প্রভাব পড়েছে। এই গভীর বিপদের সময় আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে রাজ্যের মানুষের সেবা করে চলেছেন, তাকে আমি কুর্নিশ জানাচ্ছি। সত্যি, আপনাকে ধন্যবাদ জানানোর কোন ভাষা আমার কাছে নেই। আমি নিশ্চিত, যতদিন না আমরা সবাই এই পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হচ্ছি, আপনি সম্পূর্ণভাবে আপনার ভূমিকা পালন করে যাৰেন।
নিজের ও পরিবারের সকল সদস্যের শরীরের যত্ন নেবেন, খুব সাবধানে থাকবেন। আপনার নিজের বা পরিবারের কারুর কোন সাহায্যের প্রয়োজন হলে, আমার দপ্তরের সৌম্য হালদারের সঙ্গে যোগাযোগ করবেন। (Mob : 9433002391)
আপনাদের প্রত্যেককে আমি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চিত, সকলের মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি আমরা দ্রুত কাটিয়ে উঠবো।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
Chief Minister @MamataOfficial open letter to citizens of Bengal#BengalFightsCorona pic.twitter.com/btHhnQKwmz
— All India Trinamool Congress (@AITCofficial) April 1, 2020