সাম্প্রতিক খবর

মার্চ ৩১, ২০২০

করোনা যুদ্ধে কেন্দ্র ও রাজ্যের তহবিলে টাকা দিলেন মুখ্যমন্ত্রী

করোনা যুদ্ধে কেন্দ্র ও রাজ্যের তহবিলে টাকা দিলেন মুখ্যমন্ত্রী

করোনা মোকাবিলায় পথে নেমে যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও বাজার, কখনও হাসপাতাল, কখনও বা জেলাশাসক-পুলিশ সুপারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স, মুখ্যমন্ত্রীর দৌড় যেন থামছেই না। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলার জন্য ব্যক্তিগত উপার্জন থেকে মোট ১০ লক্ষ টাকা করোনা তহবিলে দেওয়ার কথা মঙ্গলবার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ লক্ষ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে। আর ৫ লক্ষ টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে থাকা রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে। এ দিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কথা মমতা জানান।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘আমি বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে কোনও বেতন নিই না এবং সাত বারের সাংসদ হওয়া সত্ত্বেও আমার সাংসদ পেনশনও আমি ছেড়ে দিয়েছি। আমার যা রয়েছে, তা যৎসামান্যই। আমার সৃষ্টিশীল কাজকর্ম অর্থাৎ আমার গান এবং আমার লেখা বই থেকে আসা রয়্যালটি হল আমার উপার্জনের প্রাথমিক উৎস।’’ সেইসঙ্গেই তাঁর সংযোজন, ‘আমি প্রধানমন্ত্রীর ন্যাশনাল রিলিফ ফান্ড ও ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ৫ লক্ষ টাকা করে দিলাম। করোনার জন্য আমাদের লড়াই করে যেতেই হবে।’