হাওড়ায় রাজনাথ সিংহর জুমলার ফ্যাক্টচেক


রাজনাথ সিংহর দাবি

আমরা বাংলাকে ২ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দিয়েছি

প্রকৃত তথ্য

বাম আমলের করে যাওয়া ৩ লক্ষ ৪৫ হাজার ৫৭৭ কোটি টাকার ঋণ শোধ করতে হচ্ছে বাংলাকে। কেন্দ্র কোনওরকম সহযোগিতা করেনি। শুধুমাত্র ২০১৮-১৯ অর্থবর্ষে ৪৭০০০ কোটি টাকা ঋণ শোধ করেছে বাংলা। সমস্ত উন্নয়নের কাজ হচ্ছে রাজ্যের টাকায়

FALSE
TRUE

রাজনাথ সিংহর দাবি

আমরা কৃষকদের ৬০০০ টাকা দিয়েছি কিন্তু বাংলার কৃষকরা এই টাকা এখনও পাননি। যেসব কৃষকদের ২ হেক্টর বা তার বেশি জমি রয়েছে তাদের ৬০০০ টাকা দেওয়া হয়েছে

প্রকৃত তথ্য

বংলায় কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছে। এর মাধ্যমে কৃষকদের বছরে একর প্রতি ৫০০০ টাকা দেওয়া হয়, যা কেন্দ্রের প্রদত্ত টাকার চেয়েও বেশি। বাংলা ফসল বীমা যোজনায় মাধ্যমে কৃষকদের পুরো প্রিমিয়াম দেয় রাজ্য সরকার

FALSE
TRUE

রাজনাথ সিংহর দাবি

বাংলার কৃষকদের কাছে কিষাণ ক্রেডিট কার্ড নেই, তৃণমূল সরকার দেয়নি

প্রকৃত তথ্য

বাংলায় ৬৯ লক্ষেরও বেশি কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। ২০১১ –এর আগে এই সংখ্যাটি ছিল ২৭ লক্ষ

FALSE
TRUE

রাজনাথ সিংহর দাবি

কৃষকদের আমরা পেনশন দেব

প্রকৃত তথ্য

ইতিমধ্যেই বাংলার ১ লক্ষ কৃষক মাসে ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা (পেনশন) পান

FALSE
TRUE

রাজনাথ সিংহর দাবি

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় কোন শিল্প হয়নি

প্রকৃত তথ্য

বাংলায় শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার ১১.৪১%। অন্যদিকে ভারতের শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার ৪.৪%। শ্রম-নির্ভর শিল্পে জিভিএ জাতীয় গড়ের চেয়ে বেশি মাত্র ৫ রাজ্যের, যার মধ্যে বাংলা অন্যতম

FALSE
TRUE