Students of RBU attend CM’s administrative meeting at Howrah

Bengal Chief Minister Mamata Banerjee chaired an administrative review meeting in Howrah today. She reveiewed the work done by the district administration so far and inaugurated several projects including Uluberia Stadium and two Krishak Bazars.

For the first time, a delegation of students from Rabindra Bharati University attended this meeting. At the end of the meeting, the CM interacted with the students. They were elated to have been made a part of such a historic meeting and thanked the CM for inviting them.

During the meeting the CM reiterated that healthcare is not a commercial service. She urged upon private hospitals to serve people with humane touch. “Service cannot be sold. There is no alternative to service,” she said.

She also asked the police to be alert. “Few goondas from outside are trying to spread communal discord. The police must maintain law and order.”

Regarding the Dhulagarh incident, she said: “State Government is reconstructing the houses/shops affected in Dhulagarh. Compensation of Rs 2.5 crore has been paid. Few channels from Delhi showed one-sided report about Dhulagarh. They did not say any word on action taken by the Government.”

The Mamata Banerjee-led State Government was the first one to start district-wise administrative review meetings, in order to get a first-hand account of the latest developmental work.

 

 

হাওড়ায় প্রশাসনিক বৈঠকে আমন্ত্রিত হয়ে উৎফুল্ল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

 

আজ হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ জেলা প্রশাশনের অধিকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। প্রশাসনিক কাজকর্ম নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।

বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে আলোচনার সময় বলেন, “সেবা কখনো বিক্রি হয় না। সেবার কোন বিকল্প হয় না”।

তিনি আরও বলেন, “বাইরে থেকে কিছু গুন্ডা এসে সাম্প্রদায়িকতার নামে গণ্ডগোল করছে”। তাই এই বিষয়ে পুলিশকে নজর রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ধুলাগড় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ধুলাগড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি/দোকান-গুলি পুনর্নির্মাণ করে দিচ্ছে রাজ্য সরকার। ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। দিল্লির একটা চ্যানেল ধুলাগড়ের ঘটনা নিয়ে যা ইচ্ছে তাই করে গেছে। সরকারের এই কাজগুলোর কথা তো তারা লেখেনি”।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারই প্রথম জেলায় জেলায় ব্লক স্তরে এই প্রশাসনিক বৈঠক চালু করেন। হাওড়ায় প্রশাসনিক বৈঠকে আমন্ত্রিত হয়ে উৎফুল্ল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

 

 

Bengal Govt to now meet potential investors in foreign countries on a monthly schedule

West Bengal Industrial Development Corporation (WBIDC) is now going to visit other countries to meet potential investors. The schedule till next November has already been decided.

In this endeavour, industry associations like Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) and Associated Chambers of Commerce of India (ASSOCHAM) are lending their expertise to WBIDS too.

The WBIDC is going to write monthly reports on the progress made and present it to Chief Minister Mamata Banerjee. The reports would contain the progress made in drawing in investments to Bengal, including the amount of investments made.

Every month, State Government representatives would hold meetings with industry bodies and potential investors of three countries to impress on them the industry-friendly climate of Bengal and the presence of all manner of infrastructural facilities.

The schedule from May to November is as follows:

MAY: Australia (Melbourne), Portugal (Lisbon), Germany (Munich)
JUNE: Japan, Switzerland, South Africa
JULY: Bangladesh, Italy
AUGUST: Russia (Moscow), USA (Florida)
SEPTEMBER: Singapore, the Philippines, Thailand
OCTOBER: Taiwan, Ethiopia, Dubai
NOVEMBER: China (Hong Kong), Mozambique, Indonesia

It must be mentioned in this regard that trade representatives from 29 countries participated at the 2017 Bengal Global Business Summit (BGBS). They have promised investments in transnational waterways, coastal zonal infrastructure, civil defence, transport, sports, heavy industry, electricity generation, non-renewable energy, food processing, health, education, information technology, urban infrastructure, hospitality, tourism and some other sectors. A total investment of Rs 2.35 lakh crore was committed.

At BGBS 2017, Chief Minister Mamata Banerjee, whose brainchild the annual trade summit is, told business representatives from around the world, “If you invest in Bengal, you would get access to north-eastern India too. Not just that, you would be able to link up to markets in neighbouring countries like Bangladesh, Nepal, Bhutan, China, Thailand, Singapore, Malaysia, and other Asian countries. We have 6 lakh acres of land in industrial parks. You would also be able to tap a skilled and trained labour force; you would be able to access the best brains of Bengal”.

The industrial development that the State is seeing in recent times is the result of untiring efforts led by Mamata Banerjee over the last six years. Last year, she and her team visited Germany and met leading industrialists. Prior to that, she had visited London and Singapore. More such business visits are being lined up. Bengal is on its way to becoming one of the leading industrial states of the country.

বিনিয়োগ আনতে এবার বিদেশে প্রচার করবে বাংলা

পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম এবার বিদেশি বিনিয়োগ আনতে দেশের বাইরে প্রচারে নামতে চলেছে। বিশ্বের বাজার থেকে লগ্নি টানতে চলতি মাস থেকেই প্রচার কর্মসূচিতে নামছে। আপাতত আগামী নভেম্বর মাস পর্যন্ত কর্মসূচি ঠিক করা হয়ে গেছে শিল্পোন্নয়ন নিগমের। তবে এই কাজে শিল্পোন্নয়ন নিগম পাশে পেয়েছে একাধিক বণিক সংগঠনগুলোকে। বিদেশি লগ্নি আনতে যৌথভাবেই তারা বিশ্বের বাজারে দরবার করবে বলে দপ্তর সূত্রে খবর। এই প্রচারে ফিকি ও অ্যাসোচেমের মতো বণিক সংগঠনগুলোও রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। এই মর্মে শিল্পোন্নয়ন নিগম প্রতি মাসেই একটি রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট জমা করবে মুখ্যমন্ত্রীর কাছে। প্রত্যেক মাসের সাফল্য ও প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ মূল্যায়ন করা হবে এই রিপোর্ট থেকে। এ প্রসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, টেক্সটাইল ও বৃহৎ শিল্প দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব রাজীভা সিনহা বলেন, ‘প্রত্যেক মাসে আমরা অন্তত তিনটি করে দেশের বণিক সংগঠন ও শিল্প উদ্যোগীদের সঙ্গে বৈঠক করব। সেই দেশের শিল্পপতিদের বোঝানোর চেষ্টা করব, বাংলার শিল্পবান্ধব পরিবেশ ও বিনিয়োগের সবধরনের পরিকাঠামোর বিষয়গুলো।’ শিল্পোন্নয়ন দপ্তর সূত্রে খবর, চলতি মাসেই তিনটি দেশে বিনিয়োগের বার্তা নিয়ে যাওয়া হচ্ছে।

সফরসুচি:-

মে: মেলবোর্ন (অস্ট্রেলিয়া), লিসবন (পর্তুগাল)ও মিউনিখ (জার্মানি)
জুন: জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
জুলাই: বাংলাদেশ ও ইতালি
আগস্ট: মস্কো (রাশিয়া) ও ফ্লোরিডা
সেপ্টেম্বর: সিঙ্গাপুর, ফিলিপিন্স ও থাইল্যান্ড
অক্টোবর: তাইওয়ান, ইথিওপিয়া ও দুবাই
নভেম্বর: হংকং, মোজাম্বিক ও ইন্দোনেশিয়া

প্রসঙ্গত, ২০১৭ বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে যোগ দিয়েছিল বিশ্বের ২৯টি দেশের প্রতিনিধি ও শিল্পপতিরা। অন্তর্দেশীয় জলপথ, উপকূলবর্তী এলাকায় বিনিয়োগ, অসামরিক প্রতিরক্ষা, পরিবহণ পরিকাঠামো, ক্রীড়া, ভারী শিল্প, বিদ্যুৎ শক্তি উৎপাদন, অপ্রচলিত শক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, নগরোন্নয়ন পরিকাঠামো, আতিথেয়তা পরিকাঠামো, পর্যটন সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হয় বাংলার শিল্প সম্মেলনে। ভারী শিল্প থেকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বাংলার নতুন শিল্পবান্ধব পরিবেশে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করে বিনিয়োগে এগিয়ে এসেছে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, অচিরাচরিত শক্তি সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আমেরিকা।

সর্বোপরি গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্মানি সফরের ফলে বাংলায় বিনিয়োগের পথ আরও প্রশস্ত হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘যদি আপনারা বাংলায় বিনিয়োগ করেন তা হলে উত্তর-পূর্ব রাজ্যগুলির সঙ্গে আপনাদের যোগাযোগ আরও বেড়ে যাবে। বাংলাদেশ, নেপাল, ভুটান, চিন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কুয়ালালামপুর সহ এশিয়ার একাধিক দেশের সঙ্গে আপনাদের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমাদের ৬ হাজার একর জমি আছে। অল্প খরচে ভালো প্রশিক্ষিত শ্রমিক পাবেন। বাংলার শিক্ষিত মস্তিষ্ক পাবেন।’ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে চলতি বছরের বাণিজ্য সম্মেলনেই প্রস্তাবিত বিনিয়োগ এসেছে ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা। এবার আরও বেশি বিনিয়োগ আনতে বিশ্ব বাজারে লগ্নি প্রচারে নামছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম।

 

Only Bengal can stop the intolerance playing out in the name of religion in the country: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee graced the Buddha Jayanti celebration on Rani Rashmani Avenue, Kolkata as chief guest today.

A good news for all State Government employees is that this year onwards, the occasion has become a gazetted holiday.

Bengal is known for its secular society, where people of every religion celebrate their festivals with equal fervour. The Chief Minister expressed as much through her speech at the function.

 

Salient points of the Chief Minister’s speech:

  • The Buddha had spoken of right vision, right work, right memory and the right way to die
  • It is evident from the Eight-fold Path of the Buddha that he is not only a religious preacher but a philosopher as well
  • Everyone has to be involved for establishing peace
  • Today, it is crucial that we understand the essence behind the path of the Buddha
  • Following a religion does not confer the right to do bad deeds through politics or to butcher people
  • Religion implies love, belief, humanity and keeping away from jealousy and violence
  • What is important is what the people want
  • Religion is not determined by who eats what, wears what, sees what or participates in what events, or by skin colour
  • Those who follow these rules follow fake religion
  • Those who disrespect religion by preaching in the name of fake religions are the fake faces of religion
  • The basic tenets of every religion are the same
  • Like I worship Durga, I participate in Ramzan and Eid
  • Who better than me to maintain religious unity? I have been taught to do that from my childhood
  • Only Bengal can stop the intolerance playing out in the name of religion in the country
  • Religion implies keeping God in one’s heart and not throwing him to the ground
  • Following one’s religion does not imply carrying swords to scare people
  • Following a religion does not imply disrespecting another religion
  • People are questioning my personal details, my gender, my religion from the anonymity of fake accounts
  • I want justice from the people
  • I may be a very bad person, but I still have the right to lead a respectable life
    Who has given them the right to be so arrogant?
  • Those who are indulging in politics of intolerance and of violence, are not of our religion
  • God resides within every one of us, so there is no better philosopher than human beings
  • The essence of India is of tolerance and rebirth
  • In the future, it is Bengal which will show the way
  • The other States may keep quiet, but Bengal simply cannot
  • We only care for Maa-Mati-Manush
  • Our government is ‘by the people, for the people, of the people’
  • We do not believe in ‘government by the dangabaaj, for the dangabaaj, of the dangabaaj’
  • The people’s judgement is the best judgement
  • Keeping my word is the philosophy of my life

 

 

সারা দেশে যে ধর্মের নামে যে অসহিষ্ণুতা চলছে তা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কলকাতার রাসমণি রোডে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবছর থেকে রাজ্য সরকারের কর্মচারীদের বুদ্ধ পূর্ণিমায় ছুটি থাকবে।

বাংলা সব ধর্মের সমন্বয়ের স্থান। এখানে সব ধর্মের উৎসব সমান সমারোহে পালন করা হয়। এদিনও এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • সম্যক দৃষ্টি, সঠিক কর্ম, সঠিক স্মৃতি ও সঠিক সমাধির কথা বলেছিলেন বুদ্ধদেব
  • বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ থেকে বোঝা যায় তিনি শুধু ধর্ম প্রচারক নয় তিনি ছিলেন দার্শনিক
  • সব মানুষকে নিয়ে একত্রে শান্তি প্রতিষ্ঠা করতে হবে
  • বৌদ্ধ সত্ত্বার যে পরম জ্ঞান তা আজকের দিনে খুব প্রয়োজন
  • ধর্ম মানে রাজনীতির নামে কুকর্ম করা নয়, মানুষ মারার কসাইখানা নয়
  • ধর্ম মানে ভালবাসা, বিশ্বাস, মানবতা, ধর্ম মানে হিংসা-দ্বেষ দূর করা
  • মানুষ যেটা গ্রহণ করবে সেটাই বড় কথা
  • কোন মানুষ কি খাবে, কি পরবে, কি দেখবে, কে কোথায় জন্মগ্রহণ করবে, কার কি গায়ের রঙ এটা দেখে ধর্ম দেখে হয় না
  • ওগুলো নকল ধর্ম
  • ছদ্মবেশী ধর্মের নামে যারা ধর্মকে অশ্রদ্ধা করেন তারা ধর্মের কলঙ্কিত রূপ
  • আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোন পার্থক্য নেই
  • আমি যেমন দুর্গা পুজোয় যাই, রমজানেও যাই, ঈদেও যাই
  • সবার সাথে সমন্বয় রক্ষা করা আমার থেকে বেশি আর কে করে?ছোটবেলা থেকে এই শিক্ষাই পেয়েছি
  • সারা দেশে যে ধর্মের নামে যে অসহিষ্ণুতা চলছে তা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলা
  • ধর্ম মানে হৃদয়ের উপলব্ধি, দেবতাকে হৃদয়ের রাখা, তাঁকে মাটিতে ফেলে দেওয়া নয়
  • ধর্ম মানে রাস্তায় তরোয়াল নাচিয়ে লোককে ভয় দেখানো নয়
  • ধর্ম মানে অন্য ধর্মকে অশ্রদ্ধা করা নয়
  • Fake account এর নাম কতগুলো গ্রুপ তৈরী করে বলা হচ্ছে জন্ম বৃত্তান্ত কি, বাবা-মা কে, আমি হিন্দু না মহিলা না পুরুষ
  • এমনকি আমাকে হিজরা পর্যন্ত বলেছে। আমি মানুষের কাছে বিচার চাই
  • হয়তো আমি সবচেয়ে খারাপ মানুষ কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে বাঁচার জন্য প্রয়োজনীয় সম্মান আমি নিশ্চয়ই পেতে পারি
  • এত ঔদ্ধত্য, এত অহংকার ওদের কে দিল?
  • ধর্মকে নিয়ে যারা কলঙ্কের রাজনীতি করছে গুন্ডাগিরি করছে তারা আমাদের ধর্মের কেউ নয়
  • মানুষের মধ্যেই দেবতা আছেন, তার চেয়ে বড় দার্শনিক আর কেউ নেই
  • ভারতবর্ষের মাটি সহনশীলতার, বাংলার মাটি নবজাগরণের মাটি
  • আগামী দিনে বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে
  • অন্যান্য রাজ্যগুলি ভয়ে চুপ থাকতে পারে কিন্তু বাংলা কখনো চুপ থাকবে না
  • যত কঠিন পরিস্থিতিই আপনারা তৈরী করুন, We do not care
  • মানুষের বিচার সবচেয়ে বড় বিচার
  • কথা দিয়ে কথা রাখা আমার জীবনের ধর্ম

 

 

Soon, six more new Sufal Bangla stalls to come up

Besides setting up more stalls of Sufal Bangla in the districts, the state agriculture marketing department has taken measures to let more people in the city avail the facility with six more stalls coming up at Tollygunj, Shyambazar and Ultadanga respectively.

Tapan Dasgupta, the state Agriculture Marketing minister, said: “More Sufal Bangla stalls are coming up in the city. Some including the one in Alipore and Tollygunge has already started operations. Two more in Bankura and Bishnupur are ready to let the people in the area avail the facility.” In Kolkata, total four Sufal Bangla stalls will come up at Tollygunge and its adjoining areas. One each will be set up at Shyambazar and Ultadanga. It may be mentioned that already there is one stall at Salt Lake and another one at Alipore. The Alipore stall is the first one where the facility of home delivery has been initiated.

The state Agriculture Marketing department has also introduced the service in Sufal Bangla stall at Santiniketan. The work to make the facility available in other places soon has also started. At present, one needs to call at a phone number to place the order after going through rates of different vegetables provided in the website of Sufal Bangla. In a bid to make the process easier, the state Agriculture Marketing department has taken an initiative to launch a cell phone app using the one that can easily locate a Sufal Bangla shop and place orders for home delivery. The department is having plans to set up Sufal Bangla stalls in all districts and letters were also being written to District Magistrates seeking assistance to identify lands where such stalls can be set up.

At present there are total 33 Sufal Bangla stalls including 14 mobile ones which move around in different places to let people buy fresh vegetables at the right price. With setting up of more stalls in Kolkata, the urban populace can easily buy fresh vegetables at the right price. Moreover, the home delivery system would be immensely beneficial for the urban populace as they do not have to go to market places to buy the vegetables and at present fish, eggs and different varieties of rice are also made available in Sufal Bangla stalls.

 

আরও ৬ টি সুফল বাংলা স্টল চালু করছে রাজ্য কৃষি দপ্তর

জেলায় জেলায় সুফল বাংলা স্টল তৈরীর পাশাপাশি শহরেও আরও সুফল বাংলা স্টল চালু করবে রাজ্য কৃষি দপ্তর। এই জায়গাগুলি হল কলকাতার টালিগঞ্জ, শ্যামবাজার, উল্টোডাঙ্গা। বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলায় ২ টি স্টল তৈরী হয়ে গেছে, সেগুলিও শীঘ্রই চালু হবে।

এর আগে আলিপুর ও সল্টলেকে সুফল বাংলা স্টল চালু হয়ে গেছে। আলিপুর স্টলটিতে প্রথম হোম ডেলিভারির সুবিধা চালু করা হয়েছে।রাজ্য কৃষি বিপণন দপ্তর শান্তিনিকেতনেও সুফল বাংলা স্টল চালু করেছে।

সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন শাক সবজির মুল্য দেখে মানুষ একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ করার জন্য রাজ্য কৃষি বিপণন বিভাগ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে কোথায় কোথায় স্টল আছে এবং সেখান থেকে কততা দুরত্ব পর্যন্ত হোম ডেলিভারি পাওয়া যাবে সেই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। বর্তমানে রাজ্যের প্রায় ৩৩ টি সুফল বাংলা স্টল রয়েছে।

এই স্টল গুলিতে শাক সবজি ছাড়াও মাছ, ডিম ও বিভিন্ন রকমের চাল পাওয়া যায়। বাজারে না গিয়ে বাড়িতে বসে মানুষ যাতে সহজেই টাটকা মাছ, ডিম শাকসবজি কিনতে পারে সেইজন্যই এই উদ্যোগ।

 

 

Bengal Govt takes initiative to make urban population aware of organic farming 

A unique initiative has been taken to set up a model rooftop organic farming facility at Bidhan Sishu Udyan in Ultadanga, where the state Agriculture department recently organised a three-day Jaibo Krishi Mela.

If everything goes as planned, then students from different schools and colleges will be brought to have a look at rooftop farming at Bidhan Sishu Udayan where organic farming will be carried out with technical support of the state Agriculture department.

It is learnt that organic farming will be carried out on a terrace of around 4,000 square feet of one of the buildings of the organisation at Ultadanga. The preliminary work to initiate the project has started and the final round of the task would be started soon. Around 10 to 12 farmers, who have sound knowledge about organic farming, will cultivate organic vegetables on the rooftop. Since the place is located in the middle of the city, it will be easier to attract people to have a look and learn the “easy techniques” of organic farming.

At present, some farmers cultivate organic vegetables on around three bighas of land at the same place and on every Sunday they sell their produce. Besides selling the vegetables cultivated there, some more farmers from villages in the adjoining districts, too, visit the Sunday marker and sell their organic vegetables.

The state Fisheries department has also taken steps to initiate pisciculture using organic methods in a 22-bigha pond at the same location. Thus, people visiting the place can not only learn the ways of organic farming but also get to know how pisciculture can be done in an organic method.

This comes at the time when the state government has decided to set up a bio-laboratory at Abash in West Midnapore to promote organic farming. All sorts of tests that are necessary for organic farming can be undertaken in the proposed bio-laboratory. The step has been taken considering that the western region of the state has immense potential in growing organic crops. Moreover, the state government is taking steps to introduce policies for organic farming too.

 

নাগরিকদের শেখানো হবে জৈব চাষ

শহরবাসীকে শেখানো হবে জৈব চাষের বিভিন্ন পদ্ধতি এ ব্যাপারে উদ্যোগ নিল রাজ্য সরকার। কিছুদিন আগে কৃষি দপ্তর উল্টোডাঙ্গার বিধান শিশু উদ্যানে তিন দিন ব্যাপী জৈব কৃষি মেলার আয়োজন করেন। এখানে একটি কৃত্রিম ছাদ তৈরি করে চাষের বিভিন্ন পদ্ধতি দেখানো হবে।

স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের এখানে আনা হবে জৈব চাষের পদ্ধতি শেখাতে। আর এসব কর্মসূচিতে সহায়তা করবে কৃষি দপ্তর।

জানা গেছে উল্টোডাঙ্গার একটি বাড়িতে ৪০০০ বর্গফুটের একটি ছাদে এই জৈব চাষ করা হবে। এই প্রকল্পের প্রয়োজনীয় প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। ১০/১২ জন অভিজ্ঞ জৈব চাষি এই ছাদে চাষ করবেন। যেহেতু এই জায়গাটি শহরের মাঝখানে, এখানে প্রচুর মানুষ আসতে পারবেন ও জৈব চাষের সহজ পদ্ধতি শিখতে পারবেন।

এই মুহূর্তে ওর কাছাকাছি একটি জায়গায় কিছু চাষি তিন বিঘা জমিতে জৈব চাষ করেন ও তাদের ফসল রবিবার বিক্রয় করেন। পাশাপাশি কিছু গ্রামীণ চাষিরাও জৈব পদ্ধতিতে চাষ করেন ও রবিবার শহরে আসেন তাঁদের আনাজ বিক্রয় করতে।ওখানে ২২ বিঘা একটি পুকুরে রাজ্য মৎস্য দপ্তর জৈব পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছে। জৈব পদ্ধতিতে শুধু আনাজ চাষ নয়, মৎস্য চাষও শিখতে পারবেন।

পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম মেদিনীপুরের আবাস-এ একটি জৈব ল্যাবোরাটরি তৈরি করার। জৈব চাষে প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা যাবে ওখানে। রাজ্যের পশ্চিমাঞ্চলে জৈব চাষের বিশাল সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, রাজ্য সরকার জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

 

Bengal Govt to induct Mid-Day Meal volunteers to ensure proper food supply in schools

Bengal government has taken an initiative to induct midday meal volunteers, who would ensure that food items sent by the state government to schools for midday meals, reaches the intended beneficiaries.

Partha Chatterjee, the state Education minister, said: “Following the direction of Chief Minister Mamata Banerjee, a new initiative has been launched to engage midday meal volunteers.” The main task of the volunteers would be to keep a watch and ensure that the food items allocated by the state government reaches the beneficiaries.

Each of the volunteers would be responsible for keeping track of the situation in a certain number of schools in an area. They will also be filing reports to the concerned authority. With volunteers keeping tabs on schools on a daily basis, the children will get the proper food that the government had allocated for them and stringent steps will be taken if the volunteers find that the task has not been properly executed.

The Minister said he has received complaints that rice and eggs sent for midday meals are not reaching the students. The volunteers will be visiting the schools and will make sure that midday meals are served to the students in proper quantity and quality. There have been allegations that the rice sent to schools by the government for midday meals is not being given to the students. Some food items allocated to schools under the scheme also get sold in the market or are replaced with inferior quality products.

The state government had also asked the District Magistrates to visit schools to check whether midday meals are served to students in proper quantity and quality.

 

মিড ডে মিল: কাজকর্ম দেখভালে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য

গ্রিন পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের মতো মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য। মঙ্গলবার সংবাদমাধ্যমে একথাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। বরাদ্দ চাল বা ডিম না দিয়ে অন্য কাজে ব্যবহার করা সহ অভিযোগের ধরন বিভিন্ন রকম বলে পার্থবাবু জানান। ডিআই, এসআইদের মিড ডে মিলের পরিস্থিতি পরিদর্শনের দায়িত্ব দেওয়া রয়েছে।

পাশাপাশি, এই স্বেচ্ছাসেবকরাও এবার থেকে পরিদর্শনের কাজে সাহায্য করবেন। তবে, কীভাবে এঁদের নিয়োগ করা হবে, এ বিষয়ে এখনই কিছু বলেননি শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য টাস্ক ফোর্স ইতিমধ্যেই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যজুড়ে মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই।

কিছুদিন আগে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, দিনের দিন মিড ডে মিলের যাবতীয় হিসাব এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে। প্রধান শিক্ষকরাই শিক্ষাদপ্তরের একটি নির্দিষ্ট নম্বরে তা পাঠাবেন। কিন্তু তা সত্ত্বেও কারচুপি বন্ধ হয়নি। বেশি ছাত্রছাত্রী দেখিয়ে মিড ডে মিলের বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠছে বহু জায়গা থেকেই।

 

Bengal Fire department mulls using drones to detect source 

As a part of its modernisation process, the state Fire and Emergency department is planning to use drones to detect the sources of fire. Apart from identifying the source of a fire, the drones will also be used to determine if humans are stranded in a building that has caught fire.

Firefighters can expand their ability to assess a fire or rescue operations with the help of drones which will be able to provide a clearer picture of what is happening inside the building. Equipped with cameras, the unmanned devices would not be restricted by the city traffic and will also be able to fly over high rise buildings. Fire fighters often fail to determine the source of a fire in buildings situated in congested areas.

In cases of major fires, drones will help officials to get a glimpse of the scene inside the affected buildings, which will enable them to determine the number of fire tenders needed to douse the flames. In case of a fire in a high-rise building, a drone can easily be used to determine the origin of the flames.

Senior officials of the state Fire and Emergency department will decide what types of drones and camera technology can be used for this purpose. The department is planning to take the help of drones as the process of identifying and extinguishing a fire often gets delayed due to the inability of firefighters to properly assess the situation without the required technology. The fire engines also face difficulties in reaching some spots situated in congested areas. It was learnt that senior officials of the department will soon hold a meeting for the implementation of the new scheme.

 

এবার ড্রোন ব্যবহার করবে রাজ্য দমকল দপ্তর

আধুনিক প্রযুক্তি ব্যবহারে বাংলা পথ দেখাবে সারা দেশ কে। রাজ্য দমকল দপ্তর পরিকল্পনা করছে আগুনের উৎস খোঁজার জন্য ড্রোন ব্যাবহার করবে। কোথাও আগুন লাগলে সেখানে কেউ আটকে পড়লে তাদের হদিসও দেবে এই ড্রোন।

ড্রোনের সাহায্যে অগ্নিনির্বাপনের কাজ অনেক সহজ হবে দমকল বাহিনীর। ক্যামেরা যুক্ত স্বয়ংক্রিয় এই যন্ত্র ট্র্যাফিক জ্যামে আটকাবে না, বহুতল বাড়ির ওপর সহজেই পৌঁছে যাবে। খুব ঘিঞ্জি অঞ্চলে অনেক সময় আগুন লাগলে আগুনের উৎস খুঁজতে সাধারণত খুব সমস্যা হয়। এর ফলে তাঁরা বুঝতে পারবেন কটি দমকলের প্রয়োজন। বহুতল বাড়ির ক্ষেত্রেও সুবিধে হবে।

দমকল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা বিচার করবেন কোন ধরনের ড্রোন ও ক্যামেরা প্রযুক্তি ব্যাবহার করলে তাদের কাজে সুবিধা হবে। খুব শীঘ্রই এই নতুন প্রকল্প প্রনয়নের জন্য একটি বৈঠক করা হবে।

 

Digha-Shankarpur Development Authority plan to revive Digha forests

The Digha-Shankarpur Development Authority has decided to plant a large number of casuarina trees along the coastline where such forests have depleted because of subsequent cyclones and felling of trees.

The lush forests of casuarina or jhow trees had attracted the Bengal government’s attention in the late 1950s, when it decided to develop Digha into a tourist destination. Such an attraction were the forests that they even inspired a song by Pintu Bhattacharya: “Cholona dighar soikot chere/ jhow boner chhaye chhaye (lets go from the Digha beach to the shadows of the jhow forest)”.

But over the years, the forests gradually depleted in many areas because of storm and theft of the trees for firewood. Following instruction from Chief Minister Mamata Banerjee, the Digha-Shankarpur Development Authority taken up the initiative to plant about one lakh jhow saplings every year to restore the beach to its glory. The Government wants to develop the lush forests again along the 20 km coastline from Digha to Mandarmani. Eventually, they will resemble the thick growth of coconut trees in Goa.

 

দিঘার প্রাকৃতিক সৌন্দর্য বিকশিত করতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ উপকূল বরাবর বেশ কয়েকটি ঝাউ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের কারণে অনেক গাছ পড়ে গেছে।

১৯৫০ সালের শেষের দিকে যখন দিঘাকে পর্যটন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তখনই এই ঘন ঝাউ বন সরকারের নজরে আসে। পিন্টু ভট্টাচার্যের একটি গান তাদের অনুপ্রাণিত করেছিল: “চল না দিঘার সৈকত ছেড়ে / ঝাউ বনের ছায়ে ছায়ে”।

কিন্তু কয়েক বছর ধরে, ঝড় ও চুরির কারণে অনেকগুলি এলাকায় এই ঝাউ বন ক্রমশ হ্রাস পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ সমুদ্র তটের গৌরব পুনরুদ্ধারের জন্য প্রতিবছর এক লাখ ঝাউ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। দীঘা থেকে মন্দারমণি পর্যন্ত ২০ কিমি উপকূল এলাকার উন্নয়ন করতে চায় রাজ্য সরকার।

 

Kanyashree Scheme on the threshold of ‘elite target’ of 40 lakh

The Bengal Government’s landmark Kanyashree Scheme is soon going to achieve the ‘elite target’ of 40 lakh enrollments. According to the State Government, there are currently 39,22,655 girls enrolled in the scheme.

In concurrence with the ‘elite target’ of 40 lakh, the number of applicants to the scheme would also reach 90 lakh.

The Kanyashree Scheme is the brainchild of Chief Minister Mamata Banerjee. She inaugurated it on October 1, 2013. From 2014 onwards, August 14 has been celebrated as Kanyashree Dibas.

This year, though, it’s going to be celebrated on August 11. On that day, beneficiaries of the scheme are going to be felicitated.

Kanyashree Scheme is a novel idea from Mamata Banerjee to encourage girls to go to school and also to stop them from marrying early. Girl children from the ages of 13 to 18 get Rs 750 per month to enable them to continue with their studies. Moreover, after crossing 18 and before reaching 19, Rs 25,000 is deposited into the accounts of girl children, to be used for further studies or as expenses towards their marriage.

কন্যাশ্রীর কন্যা সংখ্যা ৪০ লাখে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী এখন চল্লিশ লক্ষের ঘরে –  স্বপ্নপূরণের পথে কন্যাশ্রী।

মে মাসের প্রথম সপ্তাহেই কন্যাশ্র্রী – তে উপকৃত কন্যাদের সংখ্যা ৩৯ লক্ষ ছাড়িয়েছে।আগামী কন্যাশ্রী দিবসের আগেই তা চল্লিশ লক্ষের ” এলিট টার্গেট ‘ – এর ঘরে পোঁছে যাবে।প্রকল্পের জন্য অবেদনকারীর সংখ্যা ও  রেকর্ড ৯০ লক্ষের ঘরে চলে আসবে।

যদিও প্রশাসন সূত্রে খবর ,এখন ও ৮০লক্ষ আবেদন অনুমোদিত হয়েছে।  ৫ মে পর্যন্ত এই সংখ্যা ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৭০। আবেদনকারী  প্রায় ৮৯ লক্ষ।২০১৩ সালের ১ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে প্রথম এই প্রকল্পের ও সংবর্ধণা জানানো হবে।   ব্লকে ব্লকে কন্যারত্নদের সন্মান ও পুরস্কৃত করা হবে। উৎসাহিত করা হবে।

১১ তারিখ অবশ্য মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন  মুখ্যমন্ত্রী। ২০১৫ সালের প্রথমদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ,আগামী দু বছরের মধ্যে ৩৯ লক্ষের বেশি কন্যা এই প্রকল্পের উপকৃত হয়েছেন।  বাল্যবিবাহ রোধে প্রকল্পের ভূমিকা ও গুরুত্বপূর্ণ। কন্যাশ্রীর মাধ্যমে বেড়েছে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ন।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৩৯ লক্ষ ২২ হাজার ৬৫৫ জন কে অর্থ দেওয়া হয়েছে।

দুটি ধাপে এই প্রলল্পের সুবিধা দেওয়া হয়। ১৩ থেকে ১৮ বছরের মেয়েরা পড়াশোনা চালিয়ে গেলে বার্ষিক ৭৫০ টাকা করে পায়। সেক্ষেত্রে অবশ্য বাবা -মায়ের বার্ষিক আয় এক লক্ষ ২০হাজার টাকার নিচে হতে হবে। প্রথমে বার্ষিক অনুদানের পরিমান ছিল ৫০০ টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আঠারো বছর পেরিয়ে গেলেও উনিশের কম বয়স হলে পড়াশোনা চালানোর জন্য বা বিবাহের খরচ বাবদ একসাথে ২৫ হাজার টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে।

Rabindranath Tagore will continue to live in our hearts: Mamata Banerjee

The Birth Anniversary of Kobiguru Rabindranath Tagore was celebrated with due respect in every part of Bengal on the auspicious Pochishe Boisakh.

Like every year the State Information & Cultural Affairs department held a function at Cathedral Road to mark Kobiguru’s birth anniversary. The function was graced by the Chief Minister along with artistes, singers, intellectuals, dignitaries from various embassies.

The CM said: “People of Bengal consider Rabindra Jayanti as a special day in the year. Our life is incomplete without it. Tagore is evergreen, timeless. He is bishwa kobi. He is bishwa sera.”

The Chief Minister also said, “Our day starts with Rabindranath. His lines stay with us through our daily work. Our day ends with his words. As long as we exist, Rabindranath will continue to live in our hearts. This life is meaningless without him.”

The celebration of Rabindranath’s birth anniversary will continue for 15 days (Kobi Pokkho) from May 10-24, 2017. Cultural programmes will be held at Rabindra Sadan auditorium and complex, Sishir Mancha and Bangla Academy. An exhibition on ‘Tagore and his thoughts on nationalism’ will be held at Gaganendra Pradarshanshahla.

The Wildlife Division of the Forest Department has initiated ‘Forest Bathing’ on the occasion of Rabindra Jayanti. Forest bathing describes the practice of paying a short, leisurely visit to a forest for health benefits. Rabindra Sangeet will be played in the forest during the Forest Bathing programme.

 

“রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের প্রাণের কবি”: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে সারা বাংলা জুড়ে আজ পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী।

প্রতি বছরের মত এবছরও রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে বিকেল ৫টায় একটি অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি উৎসব। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন শিল্পীরা, গায়ক-গায়িকা, বুদ্ধিজীবী সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ নাগরিক রবীন্দ্র জয়ন্তী দিনটিকে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত করেন। এটা ছাড়া আমাদের জীবন পূর্ণ হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকালের, চিরদিনের। তিনি বিশ্ব কবি, তিনি বিশ্বসেরা”।

তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের প্রাণের কবি, আমরা যতদিন বাঁচব এই নাম আমাদের হৃদয়ে লেখা থাকবে”।

আগামী ১০-২৪ মে ১৫ দিন ধরে কবিপক্ষের অনুষ্ঠান হবে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ, রবীন্দ্রসদন মুক্তমঞ্চ, শিশির মঞ্চ ও বাংলা অ্যাকাডেমির সভাঘরে।

রবীন্দ্রনাথের স্বদেশভাবনার ওপর একটি প্রদর্শনীও হবে। আগামী ৯-১৫ মে গগনেন্দ্র প্রদর্শশালায় হবে এই অনুষ্ঠান।