এপ্রিল ২৪, ২০১৯
পঞ্চায়েতি রাজ - দেশের মডেল বাংলা

তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গত কয়েক বছরে অভাবনীয় সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। ১০০ দিনের কাজে টাকা ব্যয় এবং কর্ম-দিবস সৃষ্টিতে দেশের সেরা বাংলা।
২০১৮-১৯ সালে এই দপ্তরের কিছু উল্লেখযোগ্য কাজঃ
১০০ দিনের কাজঃ ১০০ দিনের কাজের প্রকল্পে দেশের সেরা বাংলা। ২০১৭-১৮ সালে রাজ্যে ৩১.২৫ কোটি কর্মদিবস তৈরী হয়েছে। ২০১৮-১৯ সালেও ২০১৮ সালের নভেম্বর মাস পর্যন্ত ২১.৬৪ কোটি কর্মদিবস তৈরী হয়েছে রাজ্যে।
বাংলা আবাস যোজনাঃ ৫৮৬৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ২০১৮-১৯ সালের বাজেটে ১০৮০ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। ২০১৮-১৯ সালে ৫৭৬৩৫৫টি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলা গ্রামীণ সড়ক যোজনাঃ ২০১৮-১৯ অর্থবর্ষে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত ১১৭০ কিলোমিটার রাস্তা তৈরী করা হয়েছে ৯২৭ কোটি টাকা ব্যয়ে। ২০১৯-২০ সালে লক্ষ্য নেওয়া হয়েছে ৩২২৮ কিলোমিটার রাস্তা তৈরী করার।
মিশন নির্মল বাংলাঃ আরও নতুন পাঁচটি জেলা হুগলী, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার ২০১৮-১৯ সালে নির্মল জেলা হিসেবে ঘোষিত হয়েছে। মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া জেলা শীঘ্রই নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে। ২রা অক্তোবর যা কেন্দ্রের সময়সীমা, তাঁর অনেক আগেই পুরো বাংলা নির্মল রাজ্য হিসেবে ঘোষিত হয়ে যাবে।
আনন্দধারাঃ এই প্রকল্পে ৬৭৪৪৭২টি সম্পূর্ণ মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরী হয়েছে গ্রামাঞ্চলে।
স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে ক্রেডিট লিঙ্কঃ অক্টোবর ২০১৮ পর্যন্ত ৩৭৩৫৩ টি উপসঙ্ঘ, ৩২৬৬টি সঙ্ঘ তৈরী হয়েছে। ৪.৪৪ লক্ষের বেশী স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে ক্রেডিট লিঙ্ক করা হয়েছে ২০১৭-১৮ সালে। এদের ৮১৫৫.৯৭ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে।
২০১৮-১৯ অর্থবর্ষে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত ২০৭১৭৫টি স্বনির্ভর গোষ্ঠীকে ৪৫০৪.৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। পরিকম্পনা আছে এই অর্থবর্ষের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ৫১১৮৭৪ করার এবং তাদের ১২৩৭৪.৭৮ কোটি টাকার ঋণ দেওয়ার।
জাতীয় পুরস্কার: স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে ব্যাঙ্কের সংযুক্তিকরণে বাংলা জাতীয় পুরষ্কার পেয়েছে।